We got stuck in LANDSLIDE in KASHMIR || ভূস্বর্গ ভ্রমণ 2024|| EPISODE 6 ||

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024
  • We got stuck in LANDSLIDE in KASHMIR || ভূস্বর্গ ভ্রমণ 2024|| EPISODE 6 || #landslide
    #kashmir #dallake #exploring #travel #travelvlog #thelonerahgeer #adventure #heavyrainfall #snowfall #landblock
    আজ আপনাদের সাথে share করবো আমার travel life এর সব থেকে creepy বা ভয়ানক এক অভিজ্ঞতার কথা। কিছু কিছু বাজে experience ঘুরতে যাওয়ার সুবাদে হয়েছে যেমন কেদারনাথ এ গিয়ে জ্বর হওয়া কিংবা বদ্রীনাথে গিয়ে খাবার না পাওয়া কোথাও। তবে আজ যেটা আপনাদের বলবো সেটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য খুবই ভয়ানক।
    দিনটা ছিলো 2nd মার্চ। আমরা srinagar থেকে pahalgram যাওয়ার উদ্দেশে একটু late করেই বেরিয়ে ছিলাম কারণ আকাশের অবস্থা বিশেষ একটা ভালো ছিলো না এবং প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিলো। তাই বেরোতে বেরোতে ১০.৩০ টা হয়ে গেছিলো। রাস্তায় যেতে যেতে কখনো বৃষ্টি বাড়ছে কখনো কমছে। আমরা যখন pahalgram পৌঁছলাম weather আরও খারাপ হলো। সময় তখন দেড়টা হয়তো। গিয়ে জানলাম ওখানে সমস্ত local sightseeing বৃষ্টির জন্য বন্ধ। কাজেই হোটেলে থাকতে হবে সারাদিন। সেই সময়ই temperature প্রায় -1° বা তারও কম। প্রচণ্ড ঠান্ডাতে কাঁপতে কাঁপতে আমরা বাইরে থেকে খেয়ে এলাম একটু। এর মধ্যে আমার চশমাটাও হারিয়ে গেলো কোথায়। যাই হোক হোটেলে ফিরে এলাম সেদিনের মতো। বাইরে বিশাল বৃষ্টি হয়ে চলেছে এবং রাতের দিকে হলো snowfall। সেদিন বিছানা থেকে নামিনি আর। পরেরদিন সকালে weather একদম clear। সুন্দর নীল আকাশ দেখা যাচ্ছে তবে temperature -8°C। আমরা বেরিয়ে পড়লাম সাড়ে আটটা নাগাদ। বাইরে একটু bread toast খেলাম। তখন ও বুঝিনি কিরকম বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। driver দাদা বললো যে সামনে একটা জায়গায় landslide হয়েছিলো কালকে রাতে বৃষ্টির জন্য তাই আমরা একটু late করে বেরোব। কারণ রাস্তা clearing এর কাজ চলছে। সেই মতো আমরা বেরিয়ে ছিলাম 9.30 এর কিছু পরে। যেতে যেতে একটা জায়গা থেকে খেলাম Apple juice। আহা সে কি স্বাদ। fresh লাগছিলো বেশ। গাড়ি এগোলো। কিছুদূর আসতে শুনলাম সামনে রাস্তা বন্ধ। ভেবেছিলাম হয়তো কিছুক্ষণের জন্য আটকে পড়েছি। দেখতে দেখতে সময় কাটছে। দুটো, তিনটে, সাড়ে তিনটে। শুনলাম আজ আর যাওয়া হবে না কোথাও।রাস্তা পুরো বন্ধ। মাথার উপর আকাশ ভেঙে পড়েছিলো। দুদিন পর আমাদের flight Amritsar থেকে। আমরা 500km দূরে আটকে। local authority এর সাথে কথা বলেও কোনো লাভ হলো না কারণ তারাও জানেনা রাস্তা কবে খুলবে। ছয়টা নাগাদ লাস্ট একটা ট্রাই করা হলো সেখান থেকে বেরোনোর কারণ মাঝ রাস্তায় না কোনো হোটেল আছে না কোনো খাবার জায়গা। কিন্তু না কোনো লাভ হলো না। driver দাদা চেষ্টা করেও পারলেন না। সেদিন জানতে পারলাম কাশ্মীরের এক অদ্ভুত নিয়মের ব্যাপারে। কাশ্মীরে যেদিন ঢোকা হবে সেদিন চাইলে ও বেরোতে পারবেন না আপনি কারণ ওখানে একদিন গাড়ি ভেতরে ঢোকে then অন্যদিন গাড়ি ভেতর থেকে বাইরে যাওয়ার permission পায়। driver নিয়ে এলো roadside একটা হোটেলে। গিয়ে দেখলাম আমাদের মতো প্রায় 70 80 টা traveller গাড়ি আটকে। সবার এক অবস্থা। মাথা কাজ করছে না। কিভাবে এই পরিস্থিতি থেকে বেরোনো সম্ভব কেউ বুঝতে পারছি না। তখন driver দাদা বললো যে যখন উনি ফোন করবেন উঠে চলে আসতে কারণ যেকোনো সময় permit পাওয়া যেতে পারে গাড়ি চলার। ভয়ে রাতে ঘুম হলো না। পরেরদিন শুনলাম সকাল 9 টায় permit পাওয়া যাবে। সেই মতো পরেরদিন উঠে গাড়িতে গিয়ে বসলাম। খাবার খাওয়া তখন মাথায়। তবে সত্যি বলতে জায়গাটা খুবই সুন্দর ছিলো। পিছনে একটা নদী বয়ে যাচ্ছে সুন্দর দৃশ্য বেশ।জায়গাটা ছিলো QAZIKUND। তবে তখন আর সুন্দর মনে হচ্ছে কখন বেরোনো যাবে। সময় মতো গাড়িতে এসে বসলাম। calender এ দিন বদলেছে। 3rd march ছিলো সেদিন। ধীরে ধীরে কানে আসছে যে গাড়ি 12 টায় ছাড়বে। কেউ বলছে দুটোতে। আবার কেউ কেউ বলছে গাড়ি আজ ছাড়বে না। বসে আছি ঘট হয়ে গাড়িতে। কি হবে বুঝতে পারছি না। শেষে এক সময় এসে শুনলাম সেদিনও বেরোতে পারবো না। পরশু দিন Amristar থেকে flight। আজও বেরোতে পারলাম না। Amristar এর distance ছিলো 500km approx। কি করে কি করবো????
    পরিস্থিতিটা খুব দম বন্ধ করা ছিলো এবং anxiety এসে গেছিলো সেই পরিস্থিতিতে থেকে যেটা কাটাতে বেশ কয়েকমাস লেগেছিল। তাই মার্চ মাসে ফিরে এলেও সঙ্গে সঙ্গে গল্প গুলো লিখতে পারিনি। কিভাবে সেই পরিস্থিতি থেকে বেরোতে পারলাম? পরেরদিন বলবো
    ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো। ভিডিওটা ভালো লাগলে like comment share করবেন , channel এ নতুন হলে subscribe করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ততদিন stay happy stay blessed. আর মনে রাখবেন নিজের স্বপ্নের ক্ষেত্রে স্বার্থপর হওয়া ভালো।
    আর আমাকে FACEBOOK INSTAGRAM এ FOLLOW করতে ভুলে যেও না। নীচে FACEBOOK PAGE আর INSTAGRAM এর LINK দেওয়া রইলো।
    FOLLOW ME ON INSTAGRAM - www.instagram....
    MY FACEBOOK PROFILE - www.facebook.c...
    MY FACEBOOK PAGE - / thelonerahgeer

КОМЕНТАРІ • 4