মাছের ডিম থেকে পোনা তৈরির কৌশল, মাছের পোনা উৎপাদন পদ্ধতি, মাছের পোনা, মাছের রেণু পোনা চাষ, মাছ চাষ,

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • রুই মাছের প্রজনন :-
    রুই মাছ দুবছর বয়সে জননক্ষম হয়ে ওঠে। প্রকৃতিতে উপযুক্ত পরিবেশ ছাড়া রুই মাছ প্রজনন করে না। কোন বদ্ধ জলাশয়ে রুই মাছের স্পনিং (Spawning) বা ডিম ত্যাগ ঘটে না। স্রোতযুক্ত নদীর পানিতে, খাল, প্লাবনভূমি ইত্যাদিতে এরা ডিম ছাড়ে। সাধারণত স্ত্রী মাছ ৫১-৭০ সে.মি. এবং পুরুষ মাছ ৬৫ সে.মি. লম্বা হলে প্রজননের জন্য প্রস্তুত হয়। এক প্রজনন ঋতুতে ৩৫ লক্ষ ডিম দেয়। তবে গড়ে প্রতিটি পূর্ণবয়ষ্ক মাছে প্রায় ১ লক্ষ করে ডিম থাকে। সাধারণত জুলাই আগস্ট মাসে রুই মাছ প্রজননে অংশ নেয়। এরা সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত বাঁচতে পারে।
    রুই মাছের নিষেক (Fertilization)
    শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে নিষেক বলে। ভরা বর্ষায় যখন নদীতে প্রবল স্রোত থাকে এবং আবহাওয়া মেঘলা আর মুষলধারে বৃষ্টি হয় তখন রুই মাছ নদীর অগভীর অংশে ঝাঁক বেঁধে ডিম ছাড়তে উদ্বুদ্ধ হয়। প্রজননের সময় নদীর পানির তাপমাত্রা ২৭-৩০ সেলসিয়াস হয় এবং পর্যাপ্ত পরিমাণে O2 থাকে।
    নদীর পানিতে প্রচুর পরিমাণে ভাসমান জৈব ও অজৈব কণা থাকার কারণে পানি ঘোলা হয়ে যায়। পানির ঘোলাটে অবস্থায় রুই মাছ প্রচণ্ড ছুটাছুটি করে। অধিকাংশ কঠিনাস্থি মাছের ডিম পানির উপরে ভেসে থাকে। এদেরকে পেলাজিক ডিম বলে।
    কিন্তু রুই মাছের ডিম পানির তলায় ডুবে যায়। এ ধরনের ডিমকে ডিমারসাল ডিম বলে। প্রজননের সময় পুরুষ মাছ স্ত্রী মাছকে অনুসরণ করে। স্ত্রী মাছ প্রথমে পানিতে ডিম (egg) ছাড়লে পুরুষ মাছ তার উপর বীর্য (sperm) ছড়িয়ে দেয় এবং তাৎক্ষণিকভাবে নিষেক সম্পন্ন হয়। রুই মাছের নিষেক দেহের বাইরে নদীর পানিতে সম্পন্ন হয় বলে একে বহিঃনিষেক (External fertilization) বলে।
    রুই মাছের জীবন চক্র :
    রুই মাছ একলিঙ্গিক। নিষেকের পর ডিম জাইগোটে (2n) পরিণত হয়। জাইগোট পরবর্তীতে বিভাজিত হয়ে মরুলা, ব্লাস্টুলা ও গ্যাস্ট্রুলা দশায় পরিণত হয়। গ্যাস্ট্রুলা দশা পরবর্তীতে লার্ভা দশায় পরিণত হয়। এ লার্ভা দশা পরবর্তীতে রেণু পোনা (Hatchlings), ধানী পোনা (Fry), আঙ্গুরী পোনায় (Fingerlings) পরিণত হয়। ২৫ দিন বয়সী পোনাটিকে পুর্ণাঙ্গ মাছের সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
    এসময় পোনার মুখের দু’পাশে স্পর্শী (Barbel) সুস্পষ্ট হয় এবং দৈর্ঘ্যে প্রায় ৩০ মি. মি. হয়। এভাবে রুই মাছ সাধারণত দেড় থেকে দুই বছর বয়সে যৌন পরিপক্কতা লাভ করে।
    রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ :
    রুই মাছ বাংলাদেশের অতি পরিচিত ও সুস্বাদু মাছ। রুই মাছ Cyprinidae গোত্রভুক্ত প্রজাতি। এ গোত্রভুক্ত মাছগুলোকে সাধারণত কার্প জাতীয় মাছ বলে। রুই মাছ ছাড়াও বাংলাদেশে কাতলা, মৃগেল, কালিবাউস জাতীয় কার্প মাছ পাওয়া যায়। কিন্তু বিভিন্ন হ্যাচারীতে চাষের কারণে সীমিত ও নির্দিষ্ট মাছের মধ্যে অন্তঃপ্রজননের ফলে জিনগত বৈচিত্র্য বিনষ্ট হয়।
    রোগাক্রান্ত মাছের আধিক্য দেখা যায়। এছাড়া নদী ভরাট করা, নদীর প্রবাহ পরিবর্তিত হওয়া, হাওরবাওর, খাল, বিল ভরাট ও দখল হয়ে যাওয়ার কারণে এ সম্পদ আজ হুমকির সম্মুখীন। এ সম্পদকে অবশ্যই রক্ষা করতে হবে এবং এর যথাযথ যতড়ব নিতে হবে।
    #রুই_মাছের_পোনা
    #মাছের_ডিম_থেকে_পোনা_তৈরির_কৌশল
    #মাছের_ডিম_থেকে_বাচ্চা_ফুটানোর_পদ্ধতি
    #মাছের_ডিম_ফুটানোর_পদ্ধতি
    #রেণু_চাষ_পদ্ধতি
    #মাছ_চাষ
    #মাছের_ডিম_থেকে_বাচ্চা_ফুটানোর_বিভিন্ন_পদ্ধতি
    #পুকুরে_মাছ_চাষ_পদ্ধতি
    #মাছের_পোনা
    #কিভাবে_মাছের_ডিম_ফুটানো_হয়
    #মাছের_পোনা_কোথায়_পাওয়া_যায়
    #পুকুরে_মাছ_চাষ
    #পোনা_চাষ_পদ্ধতি
    #মাছ
    #মাছ_চাষ_পদ্ধতি
    #মাছের_চাষ
    #মাছের_ডিম
    #মাছের_রেণু_চাষ_পদ্ধতি
    #রেণু_চাষ
    #কাতলা_মাছ_চাষ_পদ্ধতি
    #সিলভার_কার্প_মাছ_চাষ_পদ্ধতি
    #শিং_মাছের_খাবার
    #শোল_মাছ_চাষ
    #renu_pona_chas
    #rohu_fish_curry
    #mach_chas
    #mach_chas_poddhoti
    #মলা_মাছ
    #কোন_মাছ_চাষে_লাভ_বেশি
    #মলা_মাছের_রেসিপি
    #মাছ_চাষের_আধুনিক_পদ্ধতি
    #পাবদা_মাছ
    #মাছের_খামার
    #পাবদা_মাছ_চাষ_পদ্ধতি
    #মাছের_পোনা
    #মাছের_রেণু
    #কার্প_মাছ_চাষ
    #রুই_মাছের_পোনা
    #কার্প_মাছের_পোনা_চাষ
    #কার্প_মাছের_রেণু
    #মাছের_পোনা_উৎপাদন
    Subscribe: bit.ly/2HBPV91
    / mk.knowladgebd
    যোগাযোগ : 01315652512

КОМЕНТАРІ • 15

  • @ZahidHasan-uy5rt
    @ZahidHasan-uy5rt 2 місяці тому

    good😊😊😊

  • @mrgold4312
    @mrgold4312 2 роки тому

    PG এর ডোজ, মিশ্রণ পদ্ধতি, ডিমের আঠালো ভাব দূর করা এবং মধ্যকার সময় নিয়ে অবশ্যই আলোচনা করবেন। ভিউয়ার বাড়বে এবং তথ্যবহুল হবে। শুভ কামনা

  • @djbicchedmedia9730
    @djbicchedmedia9730 2 роки тому

    ভিডিওটি দেওয়ার জন্য ধন্যবাদ

  • @user-oh2kz4tt9h
    @user-oh2kz4tt9h 2 роки тому +1

    রুই, কাতল এবং পুঁটি মাছের রেনু বা ডিম ফোটানো যায়, কোন মাস হতে কোন মাস পর্যন্ত? কারো জানা থাকলে জানাবেন প্লিজ।

  • @imranshaikhimranshaikh4656
    @imranshaikhimranshaikh4656 3 роки тому +1

    হরমোন ইনজেকশন না দিলে কি বাচ্চা উৎপাদন হবে একটু দয়া করে জানাবেন প্লিজ বড় ভাই

  • @mamamana6668
    @mamamana6668 2 роки тому

    কি ওষুধ ব্যবহার করতে হয় একটু বলবেন

  • @rajkumarmondal4343
    @rajkumarmondal4343 3 роки тому +1

    দাদাভাই রেনু তৈরি বোতল কি ভাবে করতে হয়?

  • @একাজিবনআমার

    ভাইয়ে মাছটা তো এক থেকে দেড় কেজির বেশি দেখা যায় না আপনি বলতেছেন অনেক বড় মাছ

  • @hasanalamgir3854
    @hasanalamgir3854 9 місяців тому

    পুকুরে কি অটো মাছের ডিম ফুটে না

  • @subaldas9639
    @subaldas9639 2 роки тому

    Thank you Sir

  • @biosinghfishfarming1414
    @biosinghfishfarming1414 2 роки тому

    Botoler net kivabe setup koren please dekhaben?

  • @mdhujaifa613
    @mdhujaifa613 2 роки тому +1

    হেচারি নাম্বার টা দেওয়া যাবে ভাই

  • @bothomaentertainment7815
    @bothomaentertainment7815 3 роки тому

    Awesome

  • @md.shahinulislam8837
    @md.shahinulislam8837 3 роки тому +1

    আপনাদের হ্যাচারীর নাম কী?