কলকাতা থেকে বলছি,,অসাধারণ একটি নাটক এর প্রথম এবং দ্বিতীয় দুটি ভাগই।।। আমাদের দেশের কোনো সিরিয়ালের পক্ষেই এতো টা হৃদয় ছোঁয়ানো গল্প উপস্থাপন করা সম্ভব নয়।। আপনাদের প্রায় প্রত্যেকটি শর্ট ফিল্মই দেখি আমি।। সত্যিই অসাধারণ উপস্থাপনা।।।
আমি ভারতীয় হয়েও আফ্রান দা আর অপূর্ব দার একনিষ্ঠ ভক্ত ... উউউফফফ .. কি অসাধারণ অভিনয় দক্ষতা .. প্রত্যেক বাঙালী নাটক ভক্তদের অবশ্যই এই নাটকটি দেখা উচিত্ .. শিল্প-কলার বিরাট সম্ভার ... love u lot Bangladeshi tragic drama ...
পশ্চিম বাংলা থেকে বলছি এই নাটকের প্রথম ভাগ দেখে এতটাই মুগ্ধ হয়েছি যখন দেখলাম এর sequel আসছে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম দেখার জন্য। আর সেটা হতেই সময় নষ্ট করিনি। এককথায় অনবদ্য, দারুন, ভাষা খুঁজে পাচ্ছিনা। বাংলা কোন টিভি show দেখতে আমি আমার দেশের বাংলা চ্যানেলের থেকে বাংলাদেশের youtube চ্যানেল prefer করি। Content far better. বাংলাদেশ তোমায় নমস্কার তোমায় সেলাম। 🙏
আমি ভারত থেকে বলছি, আমি বরাবর ওই বাংলাদেশ এর অনেক সিনেমা বা কমেডি দেখতাম.. একদিন হঠাৎ একজন ফ্রেন্ডের মুখে শুনলাম 'বড়ছেলে' নামে নাকি একটা নাটক আছে যার হিরো অপূর্ব.. ঐদিন ওই আমি নাটক টা you tube থেকে দেখলাম.. অসাধারণ চরিত্র ছিলো সবার.. আমি মুগ্ধ হলাম নাটক টা দেখে.. এখন আমি কাজের ফাঁকে অপূর্ব এর নাটক দেখি.. এগিয়ে যাও বঙ্গবন্ধুর সোনার বাংলা..এগিয়ে যাও 16 কোটি মানুষের সবুজ বাংলা..নমস্কার সবাইকে..
same for me also..... ami kolkata theke bolchi........ami borochele r bekar aei duto natok dekhe mugdho hye gchi ekhn toh apurbor natoke e addicted....aei joghyono star jalsar serial er theke aei natok gulo onk onk btr....
"বড় ছেলের "পর ( Batch 27 The Last page ) বিশ্বের সবচেয়ে সেরা অন্যতম নাটক। অপূর্বর কথা কি বলবো অপূর্ব অপূর্বোই। আর মেহজাবীন আপুর মায়াবী মুখের হাসি দেখলে আমি প্রেমে পড়ে যাই। আর পরিচালক মহাশয় মিজানুর রহমান আরিয়ানকে অসংখ্য ধন্যবাদ এরকম নাটক উপহার দেওয়ার জন্য।❤🇮🇳❤. বিবেক শর্মা , কোলকাতা , ইন্ডিয়া ,
নাটক দেখে যা বুঝতে পারলাম, মেয়ের বাবা আগে ধারে কাছে আসতে দেইনি, আর এখন তার মেয়ের স্বামী নাই তাই ওই ছেলেকে বাসায় আসতে দিচ্ছে বাহ্ চমৎকার, নিজের স্বার্থ সব।
জীবনের ইতিহাসে সেরা একটি নাটক❤। ইতিহাসের পাতায় স্বরনীয় হয়ে রয়ে যাবে আজীবন। বিগত পাঁচটি বছরে নাজানি কতশতবার মাঝরাতে নাটক টি দেখে জীবন ও ভালোবাসা কে ভিন্ন ভাবে অনুভব করেছি।
5 বছর পরে আবার নাটকটা দেখলাম একই রকম ইমোশন নিয়ে!আসলেই কিছু মানুষকে ভুলে যেতে চাইলে আরও বেশি মনে পড়ে! যদিও সময়ের সাথে সাথে আমরা ভুলে থাকি কিন্তু মন থেকে কখনো ভুলা যায় না! স্মৃতির সাথে জড়িয়ে থাকে কিছু মানুষ 🙂
আমার Gf এর ১৭ সালে বিয়ে হয়ে যায়, কিন্তুু একটা দিন ১ টা মিনিট আমাকে ফোন দেয় নি। তার এখন ১ ছেলে ও ১ মেয়ে, ক্যাডার স্বামি নিয়ে সুন্দর সংসার করছে। অথচ একটা সময় ১ ঘন্টা সময় কথা না বললে মারা যেত, এমনি আমার সাথে তিন দিন রাতও কাটিয়েছিল।
Ami India theke bolchi. Ei natok ti ek kothay osadharon, bar bar dekhte ichche kore, hridoyke chuye geche, onek dhonyobad ei rokom ekti natok upohar deoyar jonyo, sotti "jeevan to ektai"
৬ বছর পর নাটক টা আবার দেখলাম আবার জাগিয়ে তুললাম পুরনো স্মৃতিগুলো । মনের মাঝে কোথাও থাকা একটুখানি ব্যথা । আর একটা জিনিস না বললেই নয় মিনারের অসাধারণ গান । যা এই নাটকটিকে আরও বেশি সুন্দর করে তুলেছে । নাটকটার দুইটা পর্ব দেখলে মনে হয় ঘটনাটি হয়তোবা আমার সাথে হয়েছে। সত্যি কারের ভালোবাসায় অবশ্যই ত্যাগ থাকতেই হবে তা না হলে তা সম্পূর্ণ হয়ে না । 😢❤
মৌলিকতা, নিজস্বতা, সতন্ত্রতা, আবেগ, বাস্তবতা মিশেল প্রতি টি বাংলাদেশি নাটক। বাংলাদেশী নাটক এর আগাগোড়াই খুব বড় ভক্ত আমি, "চিরকুমার সংঘ" ছিল আমার দেখা প্রথম নাটক তার পর থেকে আজ পর্যন্ত প্রচুর নাটক দেখেছি । বলতে দিধা নেই মৌলিকতা র দিক দিয়ে আর বাস্তবতায় প্রতিটি নাটক আমাদের সিরিয়াল গুলির থেকে আনেকটাই এগিয়ে। মুসারফ করিম,অপুর্ব, আরফিন,মিথিলা, মম,শারলিন তাদের অভিনয় সত্যি সহজসরল সতস্ফুর্রত প্রানচ্ছল কিন্তু অসাধারণ । তবে এযাবৎ আমার দেখা সেরা নাটক অপুর্ব র "বড় ছেলে" আর "BATCH 27" বিশেষ করে "BATCH 27" কাল্পনিকচরিত্র হলেও সব যেন জীবন্ত। অপুর্ব সত্যি অনবদ্দ। ভালোবাসা মানে ত্যাগ ভালবাসা মানে অপরের ভাল চাওয়া ভালবাসা মানে লক্ষ সঠিক রেখে স্বপ্ন পুরন করা। জীবন মানে এগিয়ে যাওয়া, ভ্রান্ত পথে না ঝুকে বাস্তবতার পদানুসরণ করা। কারন " জীবন তো একটাই"।
পৃথিবীর কি অদ্ভুত নিয়ম! !!আপনি যাকে ভালোবাসেন হয়তো সে আপনাকে ভালোবাসে না।কিন্তু আপনাকে অন্য কেউ পাগলের মত ভালোবাসে কিন্তু তাকে আপনার ভালো লাগে না! ! ! সত্যিই আজব দুনিয়া ।।
Rejaul Bari Bro....beatch 27 dakha Opurbor proposal ta dakai coments korlam then Beatch 27 ar last page purata dakha comments korlam. Just ato basi balo lagca 2ta natok bola bujata parbo na.
কি দারুন লাগছে এই নাটক তাই অপূর্ব কে. দারুন নাটক , আমার দেখা অপূর্ব র মেহেজাবিন এর বেস্ট নাটক. অপূর্বর লুক , ড্রেস আপ ....সব কিছু মিলিয়ে fantastik💗💗💗💗💘💘💘💞💞💞💝👌👌👌👌💝💞💞💞💞💝💝👌💖💘💘💗
Kolkatar serialer mayera onekta serial killer ba manushik bekargrosto shashuri choritray acting koray.apnader joga,titly hothath doctor hoy noyto pilot hoy.
Ashes Bangladesh MTS Music Jagat thik bolecho sotti vlo basle vola jai na but aste aste mon manie a nai....etai basto ei world e kota love marriage hoi onek k babar dakha patror sathe beye korte hoi etai bastob
সত্যি কথা বলতে অপূর্ব ভাইয়ের নাটক আগে দেখতাম না। ইদানিং তুমার সব নাটক দেখা হলো। বিশেষ করে "বড় ছেলে" আর "ব্যাচ ২৭" অসাধারন। "বড় ছেলে" নাটক দেখে কান্না করলাম এবং "ব্যাচ ২৭" দেখে হাসলাম।অনেক ভাল লাগলো বিশেষ করে নাটক দুইটার শেষের দৃশ্যটা...👌👌 চালিয়ে যাও ভাইয়া।
বড় ছেলের পরে সেরা স্থানে জায়গা দিলাম এই নাটক টা কে আমার তরফ থেকে❤️খুব আফসোস হচ্ছে এত সুন্দর একটা নাটক এতদিন না দেখে কোথায় ছিলাম আমি!!আজ ২০২২ সাল,কেউ কমেন্ট টা পড়ে থাকলে লাইকের মাধ্যমে সারা দিয়েন,এই নাটকের জনপ্রিয়তা এখনো আছে নাকি দেখতে চাই।
আমারো এমন একটা ভালবাসার মানুষ ছিল। অবশ্য সে-ই- প্রতারনা করেছে। আমি সেদিন বাইক চালিয়ে আসার সময় দেখি তাকে একটি ছোট কিউট বাচ্চার হাত ধরে হাটছে।আমি আর বাইক চালাতে পারছিলাম না। আমি কিছু বুজতে পারছিলাম না কি করবো। এতটাই ভালবেসেছিলাম। কথাগুলো লিখে রাখলাম কোন একদিন এসে পড়বো। আমি মনে করি সবার লাইফে এমন একজন আছে।
@@DelowarHossain-bs6lb nh first na. tar shathe amar moner mil chilo, ei jonnoi decide korchi r gf o lagbe na, biyew korbo na, girls are very dangerous..
I am an indian, a man of a modern era, but i dnt knw how i found interesr in bangladeshi natok and every time in my leisure time i m watching this only. That actor apurba is marvellous, hope we could interact some day..Have seen lots of natok of him..Mr.Apuraba God Bless U n u may enjoy paradise of success and happiness..God Bless U
আমি ইনডিয়ার আসাম থেকে বলছি, আমি রাত্রে অপুরবো ভাইয়ার নাটক দেখি, কোনোদি কমেন্ট করিনা শুধু দেখি , অনেক ভালো লাগে বলেই রোজ দেখি, কিন্তু আজ কমেন্ট না কোরে থাকতে পারলামনা, এতো এতো ভালো লাগছে যে বলতে পারছিনা, সত্তি মনটা জুরিয়ে গেছে, আমিও ঠিক এই রকম একজনের অপেক্খায় আছি কিন্তু আজো আমার শেষের দিন আসেনি
ওর চলে যাওয়া আজ পাঁচ বছর হয়ে গেলো। ৩০ ডিসেম্বর,২০১৩ ও আমাকে ছেড়ে চলে গিয়েছিল। ও বলেছিল ছ'মাস পরে ভুলে যাবো। কিন্তু পাঁচ বছর পরেও ভুলতে পারিনি। ভালো থেকো তুমি..
Hmm thik tai amara poristhitir sikar hoi kuntu real love kokhono vular nai. Amar khatrao tai holo but ami chinta korchi via korbo na ar karon tar jaygay kaoka thai daowa ta possible na sudu tar jonno dua kori sa jano tar husband ka nia valo thaka.
4th September দেখছিলাম নাটক টা রিলিজ দেওয়ার কয়েক ঘন্টা পর তখন ভালো খুব লেগেছিলো গল্পটা,,,, কিন্তু আজ মোটামুটিভাবে একটা মিল থাকায় অপুর্ব ভাইয়ার চোখের পানি আটকে রাখার বেপার টা খুব ভালোভাবে ফিল করতে পারছি কারণ আমার এমনটাই ফিল হচ্ছে 😑😑😑
আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি শুধু যে এই নাটক টি আমার ভালো লেগেছে তা নয় আমার অনেক নাটকই ভালো লাগে বিশেষ করে Apurbo র অভিনিত নাটক।আশা করি আরো সুন্দর সুন্দর নাটক দেখতে পাব।আমরা যে এত সুন্দর সুন্দর নাটক দেখতে পাচ্ছি তার জন্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ এবং বাংলাদেশের সকল মানুষ কে।।।।
পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী হল মানুষের মন।কার মনে কে আছে,কী আছে না বললে পৃথিবীর কোনো শক্তিই নেই তা জানবার। নাটকটি দেখে খুব ভালো লাগল। ধন্যবাদ পরিচালক ও এন টিভি কে।
আমি ইন্ডিয়া থেকে বলছি । আমি একজন প্রফেশনালি লেখক । এই নাটকটিতে আবেগ, ভালবাস্ দায়িত্ববোধ, সংসার , ও বর্তমান সমাজরুপ সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে । আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না । আই লভ ইউ অপূর্ব । আমি একজন ছেলে হয়েও তোমার প্রেমে পড়ে গেলাম !!!। তোমার অভিনয়, হাটা চলা আর কথা বলার স্টাইল আমি ভুলতে পারছিনা ।
অসাধারণ।আমাদের কলকাতার চেয়ে বাংলাদেশের বৈদ্যুতিন মাধ্যমের নাটক বেশ কয়েক যোজন এগিয়ে,এ কথা বলতে আমার অন্ততঃ কোনো কুণ্ঠা নেই। সেই রমিজের আয়নার সময় থেকে অপূর্ব আমার অন্যতম পছন্দের শিল্পী।তার সাথে একে একে মিথিলা,আহসান ও আরো অনেকেই সেই তালিকায় ঢুকেছে।আপনাদের নাটক গুলো মন ছুঁয়ে যায়। ভালো থেকো বাংলাদেশ। কোনোদিন ঢাকায় গেলে,হয়তো এই নাটক গুলোর কারণেই যাবো।
আমার জীবনে সব চেয়ে বেশি বার দেখেছি এই নাটকটি।2018সালে প্রথম দেখেছিলাম নাটকটি। এর পর থেকে নিয়মিত দেখি। নাটকটির সাথে আমার জীবনের বেশ মিল ।তাই আজও বিরক্ত লাগে না। আজকে আবারও দেখলাম 10-06-2023
সত্যি কথা হোল অপুর্বর দুটা নাটক একটা "বড় ছেলে "একটা" ব্যাচ ২৭ "দুটাই রূঢ় বাস্তবতার গল্প। তবে আমার বেশি পছন্দ "বড় ছেলে" একটু বেশিই হৃদয় স্পর্শী। তবে এই নাটকে ভাল দিকটা হোল বাস্তবতার অবশেষ পরিণতি কিন্তু সব সময় খারাপ হয় না। কম্প্রোমাইজ সব অর্থে ভুল হয় না কম্প্রোমাইজের মধ্যেও জিবনের মানে বের করা সম্ভব। কখনো কখনো এমন হয় যে করুণা আর ভালোবাসারর মধ্যে আমরা তফাৎ ধরতে পারি না যখন বুঝি তখন অনেক দেরি হয়ে যায়। সব কিছু তৃষ্ণা মিটে গেলে জীবন অর্থহীন... থাক না কিছুটা অসম্পুর্ণ... অসম্পুর্নতাকে পুরন করার তৃষ্ণা আমাদেরকে নতুন দিকে এগিয়ে নেয় একসময় মনে হয় আরে আমরা ত সুখিই আছি। সব কেন পেতে হবে? জীবন একটা হলেও অপশন কিন্তু অনেক। very Mature acting by Apurva!
Ami india ( kolkata) theke bol6i ami aparbo da r kub boro voktoo... ami roz dekhi Bangladesh er natok gulo.... valo thakun r sundor sundor natok amader eivabei upohar dite thakun... god bless .....
Ami Kolkata theke bolchi ...jei theke ami Apurba ovinito (Boro chele ) natokti dekhe chilam seidin thekei ami Apurba proti mugdho hoyeporechi tai protitai amr chokher nojorer moddhey Apurba k bondhi kore rekhechi amr ontore..khubi valo lage amr Apurba ovinito Natokguli..👍😊🤗😚
২০১৭ সাল ছিল বাংলা নাটকের সেরা সাল সেই সালেই বড় ছেলে,,ব্যাচ টুয়েন্টি সেভেন দ্যা লাস্ট পেজ,,,বুকের বা পাশের মতো সেরা সেরা নাটকে রিলিজ হয়ছিল সেই রকম নাটক এখন আর খুঁজে পাচ্ছিনা,,, মিস করি সেইসব হ্রদয় ছুয়ে নাটক গুলো
ভালো বাসার মানুষকে হারানোর যন্ত্রণা যে কতটা ভয়ানক,যে হারায় সেই বোঝে। ভালো থাকুক পৃথিবীর সমস্ত হৃদয় ভাঙা মানুষ গুলো আর তার সাথে ধুয়ে যাক না পাওয়ার যন্ত্রণা । ভালো থাকুক ভালোবাসার মানুষ গুলো ও।
Frm wst bengl....Last seen i cnt controll my tears💔...চাইলেই কি সব ভোলা যায়,একবার যাকে ভালোবাসা যায় তাকে কি সত্যি কখোনো ভোলা যায়।। এটা একটা বাস্তব আর এমন বাস্তবতা কোনো নাটক এ এর আগে দেখিনি,নিজের অতীতের সব মনে পরে গেল lots of love n respect for all actor's of bangladesh spclly my fbrt nisho,apurbo,mehzabin,tisha1,tisha2,n mithila all r outstanding....💝💝💝💝
ভারতের, পশ্চিমবঙ্গ, কলকাতা থেকে বলছি , খুব সুন্দর একটি নাটক দেখলাম , এর আগেও "বেস্ট ফ্রেন্ড" দেখে মুগ্ধ হয়েছিলাম, এই দুটি নাটকি আমার জীবনের কিছু মুহুর্ত আর স্মৃতি গুলোকে চোঁখের সামনে তুলে দিয়ে গেলো,, চোখের জল ধরে রাখতে পারলাম না, বাংলাদেশ অনেক ভালো কাজ করছে ,, আর অনেক প্রতিভার জন্ম দিয়েছে , অনেক ভালোবাসা জানাই বাংলাদেশকে, আরো নাটক এর অপেক্ষায় থাকবো। ধন্যবাদ এই সকল নাটোকের জন্য।😊
আমি ভারতীয় আমি জলপাইগুড়ি তে থাকি কিন্তু সত্যি কথা বোলতে কি বলো তো আমি সারা দিন কাজ করার পর রাতে যখন ঘুমাতে যাবো তখন যদি আমি বাংলাদেশের নাটক না দেখি তাহলে আমার রাতের ঘুম হয় না আমার অপূর্বদার বড়ো ছেলে র নাটক তা দেখে তার আবার বড়ো মানে ভক্ত হয়ে গেলাম সত্যি আমি বাংলাদেশের নাটক কে খুব like কোরি
আমার যখন মন খুব খারাপ থাকে তখন এরকম বেশ কিছু নাটক আছে যেগুলো আমি দেখি।সত্যি বলতে আমি যখনি তোমায় মিস করি অনেক তখনি কেবল এরকম স্পেশাল নাটকগুলো দেখি।মানে আমাদের সম্পর্ক শুরুর দিকে বা সম্পর্ক শুরুর পরেই যে নাটকগুলো দেখেছিলাম সেই সময় শুধু সেই নাটকগুলোই। আর নস্টালজিয়া হয়ে তোমার সাথে কাটানো পূর্বোতন দিনগুলো মনে করি,সত্যি তখন আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ জান্নাত তোমাকে সত্যিই অনেক ভালোবাসি আমি।আগে যেমন ভালোবাসতাম এখনো ঠিক তেমনি ভালোবাসি। আর বেঁচে থাকলে পরবর্তী দিনগুলোতেও ভালোবেসে যাবো তোমায়।তোমাকে আমি আমৃত্যু ভুলতে পারবো না। তাহসান-মিথিলার মতো যদিও আমাদের বিচ্ছেদ হয়ে গেছে কিন্তু তারপরও তুমি থেকে যাবে সারাজীবন আমার মনের অভ্যন্তরে। আমার যত অভিযোগ তোমার বিরুদ্ধে বা ঘৃণা যেটাই বলো এগুলো হয়ত যখন রাগ হয় শুধু তখনকার জন্যেই। আর বাকিটা সময় শুধু মিস-ই করি তোমায়। ভুলের উর্ধ্বে কেউই না আমরা।না তুমি না আমিও।কিন্তু আমাদের করা শত ভুলগুলো যদি আমরা একটু শুধরাই নিতে পারতাম তাহলে হয়ত তোমাকে আমার এবাবে ছেড়ে আসতে হতো না।কষ্টটা এখানেই যে অনেকটা ভালোবেসে তাকে ছেড়ে আসার ব্যাপারটা।ভালো থেকো জান্নাত। কাছে থাকলে হয়ত ঘৃণা আসতো কিন্তু বিশ্বাস করো এখন দূর থেকে বিন্দু পরিমাণ কোন অভিযোগ নেই তোমার বিরুদ্ধে। আমি এভাবেই সারাজীবন ভালোবেসে যাবো তোমায়। আর সত্যি সবসময়ই আমি তোমাকে মিস করি...💔
1st part ta khub valo lege6ilo... 2nd part tao darun... ki bolbo bujhte par6i na... sotti khub valo golpo lekha ho6e bangladeshe... valobasha roilo India theke...
Love from Kolkata. Mijanur Sir er kach theke arokom aro valo valo natok pete chai. Kolkatay kono bangladesh er tv channel nei. Tai UA-cam a upload hoar ashay thaki. sobsheshe thanks #Apurbo sir ke . AMi onar onek boro fan. Finally i give him a lots of love from my heart.
@@mayan1257 ভাই পলিটিক্স ঠিক আছে তার সাথে সাথে আরেকটা কারনও আছে। ভারতে অন্য দেশের চ্যানেল চলতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হয়। কিন্তু আমাদের চ্যানেলগুলে ওই ফি দেয় না তাই ওদেশেও চ্যানেলগুলো চলে না। তবে খুব তাড়াতাড়ি ওরা এই নিয়ম তুলে ফেলবে এই আশা করি।
ব্যাচ ২৭-দ্য লাস্ট পেজ নাটকটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও ভিডিও দেখতে ক্লিক করুন > cutt.ly/DnqQ9ql
আমি এ পর্যন্ত প্রায় ১২বার দেখছি।
আমি
Vmvvvvvvvvvvvnvmvv
১০০ বার
Valo,onek,valo
কলকাতা থেকে বলছি,,অসাধারণ একটি নাটক এর প্রথম এবং দ্বিতীয় দুটি ভাগই।।। আমাদের দেশের কোনো সিরিয়ালের পক্ষেই এতো টা হৃদয় ছোঁয়ানো গল্প উপস্থাপন করা সম্ভব নয়।। আপনাদের প্রায় প্রত্যেকটি শর্ট ফিল্মই দেখি আমি।। সত্যিই অসাধারণ উপস্থাপনা।।।
Riya Chakraborty Thank u
Tq
ধন্যবাদ তোমাকে
হুম ❤
বাস্তব কে সুন্দর করে চিত্রায়ন করার নিদর্শন এই নাটক ।
অভিনন্দন অপূর্ব কে এই সাফল্যের জন্য ।
ভারতবর্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই।
Gazipur kon resort...Amakay aktu janaban
Thanks
ধন্যবাদ
thank...
😊😊😊
আমি ভারতের নদীয়া বাসিন্দা। আমার ফার্স্ট দেখা নাটক "বড়ো ছেলে " আর সেদিন থেকে অপূর্ব -মেহজাবিন প্রীয় অভিনেতা হয়ে গেছে।
2024 এসে কে কে এই নাটকটি দেখেছেন লাইক করুন!?
Ami..
Again see this natok 10.1.2024
Ami
Ami
ami😅
আমি ভারতীয় হয়েও আফ্রান দা আর অপূর্ব দার একনিষ্ঠ ভক্ত ... উউউফফফ .. কি অসাধারণ অভিনয় দক্ষতা .. প্রত্যেক বাঙালী নাটক ভক্তদের অবশ্যই এই নাটকটি দেখা উচিত্ .. শিল্প-কলার বিরাট সম্ভার ... love u lot Bangladeshi tragic drama ...
আপনাকে জিয়াউল হক পলাশের নাটক দেখার অনুরোধ রইলো।সে অপূর্ব আর আফরান থেকেও ভালো অভিনয় করে।ফ্যামিলি ক্রাইসিস নাটক দেখার অনুরোধ করা হল
Natok ta asolei osadaron.
@@zahidhasan7594 কমেডি আর ভাড় মানেই ভালো অভিনেতা নয়!!!!
@@zahidhasan7594 পলাশের নাটক ? ওই ফটকা বাজ, বাজে ভাষা ব্যবহার করা পাবলিক টা না ? এরাই নাটকগুলা খাইলো।
পশ্চিম বাংলা থেকে বলছি এই নাটকের প্রথম ভাগ দেখে এতটাই মুগ্ধ হয়েছি যখন দেখলাম এর sequel আসছে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম দেখার জন্য। আর সেটা হতেই সময় নষ্ট করিনি। এককথায় অনবদ্য, দারুন, ভাষা খুঁজে পাচ্ছিনা। বাংলা কোন টিভি show দেখতে আমি আমার দেশের বাংলা চ্যানেলের থেকে বাংলাদেশের youtube চ্যানেল prefer করি। Content far better. বাংলাদেশ তোমায় নমস্কার তোমায় সেলাম। 🙏
Greetings from Bangladesh :D
ধন্নোবাদ
world class
Arnab Nag tnx......
Arnab Nag আপানার কাছ থেকেআমাদের দেশের নাটকের প্রশাংসা শুনে অনেক ভাল লাগলো... ধন্যবাদ... 😊
1.বড় ছেলে
2.ব্যাচ 27 পার্ট 1&২
3.বুকের বা পাশে
এই তিনটি নাটক সারাটি জীবন মানুষের হৃদয়ে থাকবে❤❤❤❤
Bekar o kharap na
You are right
১ বড় ছেলে
২ বুকের বা পাশে
৩ ব্যাচ 27 পার্ট ১
৪ ব্যাচ 27 পার্ট ২
৫ গুরে দাড়ানোর গল্প এই নাটক গুলো কখনো পুরনো হবে না
Appointment letter o besr
Masterpiece natok vai❤❤❤
নাটক টা ২০১৭ সালে চিটাগাং থেকে কুমিল্লা যাওয়ার সময় বাসে দেখ ছিলাম নাটকটা অনেক ভালো লাগছিলো এর পরে কতবার দেখছিলাম হিসাব নেই আমার দেখা সেরা নাটক ❤
শেষ দৃশ্যটা কতবার দেখলাম, এই প্রথম কোনো নাটক দুইবার দেখলাম, অপূর্ব আপনি সত্যিই অপূর্ব 😊😊😊
Sm Amio 2nd time dektase sei 2017 te dekselm r akn tokon theke e bangla natok er poti onno rokom vlo laga kaj kora soro hoise 😅
আমি ভারত থেকে বলছি, আমি বরাবর ওই বাংলাদেশ এর অনেক সিনেমা বা কমেডি দেখতাম.. একদিন হঠাৎ একজন ফ্রেন্ডের মুখে শুনলাম 'বড়ছেলে' নামে নাকি একটা নাটক আছে যার হিরো অপূর্ব.. ঐদিন ওই আমি নাটক টা you tube থেকে দেখলাম.. অসাধারণ চরিত্র ছিলো সবার.. আমি মুগ্ধ হলাম নাটক টা দেখে.. এখন আমি কাজের ফাঁকে অপূর্ব এর নাটক দেখি.. এগিয়ে যাও বঙ্গবন্ধুর সোনার বাংলা..এগিয়ে যাও 16 কোটি মানুষের সবুজ বাংলা..নমস্কার সবাইকে..
Prakash Das
love from Bangladesh.. ♥
same for me also..... ami kolkata theke bolchi........ami borochele r bekar aei duto natok dekhe mugdho hye gchi ekhn toh apurbor natoke e addicted....aei joghyono star jalsar serial er theke aei natok gulo onk onk btr....
অপূর্বর নাটক থেকে নিশো র নাটক অনেক সুন্দর
Thank you
কান্না ধরে রাখা কঠিন। এই নাটক গুলোর জন্য বাংলাদেশের কাছে ঋণী।ভালো থেকো "বাঙলা"দেশ।।
Peuli Khatun hmmm
ভালো থাকো অপর বাংলার বাঙালীরা...
Peuli Khatun thanks
Apni o valo thakben?
Peuli Khatun hi
"বড় ছেলের "পর ( Batch 27 The Last page ) বিশ্বের সবচেয়ে সেরা অন্যতম নাটক। অপূর্বর কথা কি বলবো অপূর্ব অপূর্বোই। আর মেহজাবীন আপুর মায়াবী মুখের হাসি দেখলে আমি প্রেমে পড়ে যাই। আর পরিচালক মহাশয় মিজানুর রহমান আরিয়ানকে অসংখ্য ধন্যবাদ এরকম নাটক উপহার দেওয়ার জন্য।❤🇮🇳❤.
বিবেক শর্মা , কোলকাতা , ইন্ডিয়া ,
আবারও দেখতে আসলাম 😅😊
নাটক দেখে যা বুঝতে পারলাম, মেয়ের বাবা আগে ধারে কাছে আসতে দেইনি, আর এখন তার মেয়ের স্বামী নাই তাই ওই ছেলেকে বাসায় আসতে দিচ্ছে বাহ্ চমৎকার, নিজের স্বার্থ সব।
Part 1 dekhen
এই দুনিয়ায় সার্থয়ের হিসাব টাই জমজমাট। আমি বাবচি আপনার কমেন্ট টা করবো কিন্তু কমেন্ট বক্সে ডুকেই আপনার কমেন্ট টা পাইলাম তাই আর করতে হলো না 😊
@@sawonblog2004 স্বার্থের পৃথিবীতে কেউ কারো না 🥲
@@sawonblog2004 ভাই সময় থাকলে এই নাটকটির প্রথম পাট দেখতে পারেন,, আরো অনেক ভালো লাগবে।।
বেস্ট ডায়লগ; কিছু মানুষকে ভুলার চেষ্টা করলে আরও বেশি মনে পরে যায়। তাই তোমাকে ভুলতে চেষ্টাই করিনাই।
বেস্ট ডায়লক - কিছু মানুষকে ভোলার চেষ্টা করলে আরো বেশি মনে পরে যায়,
তাই তোমাকে ভোলার চেষ্টাই করি নাই 🥀💔😭
জীবনের ইতিহাসে সেরা একটি নাটক❤। ইতিহাসের পাতায় স্বরনীয় হয়ে রয়ে যাবে আজীবন।
বিগত পাঁচটি বছরে নাজানি কতশতবার মাঝরাতে নাটক টি দেখে জীবন ও ভালোবাসা কে ভিন্ন ভাবে অনুভব করেছি।
এই নাটক হাজারো বাঙালী ছেলের একসময়ের প্রতিচ্ছবি। হাজারো যুবক এর হারিয়ে যাওয়া অতিথ এর কান্না এই নাটক।
ধন্যবাদ আরিয়ান ভাই আবারো কাঁদানোর জন্য।
Yeap.
Saif Sanvi sooti bolchen
Yes
Sey bolcen vai
Hmmm sotti
5 বছর পরে আবার নাটকটা দেখলাম একই রকম ইমোশন নিয়ে!আসলেই কিছু মানুষকে ভুলে যেতে চাইলে আরও বেশি মনে পড়ে! যদিও সময়ের সাথে সাথে আমরা ভুলে থাকি কিন্তু মন থেকে কখনো ভুলা যায় না! স্মৃতির সাথে জড়িয়ে থাকে কিছু মানুষ 🙂
মনের মতোন কথা বলছেন ভাই
স্মৃতি সাথে জড়িয়ে থাকে কিছু মানুষ
ji vhai thi e bolsen... manus gula thake na
Sotti srity Kono din vula Jai na 😢 aro beshi mone hoy SE manuser face ta...
আমার Gf এর ১৭ সালে বিয়ে হয়ে যায়, কিন্তুু একটা দিন ১ টা মিনিট আমাকে ফোন দেয় নি। তার এখন ১ ছেলে ও ১ মেয়ে, ক্যাডার স্বামি নিয়ে সুন্দর সংসার করছে। অথচ একটা সময় ১ ঘন্টা সময় কথা না বললে মারা যেত, এমনি আমার সাথে তিন দিন রাতও কাটিয়েছিল।
Ami India theke bolchi. Ei natok ti ek kothay osadharon, bar bar dekhte ichche kore, hridoyke chuye geche, onek dhonyobad ei rokom ekti natok upohar deoyar jonyo, sotti "jeevan to ektai"
ASHIS SAMANTA Boro chela dhknn onkk vlo hoichaa...
ASHIS SAMANTA
Bangladeshi natok dekhr janno tx....
parle "Baro Chele" natok taa dekhben...
asa kori vlo lagbe...
eta batch 27 er sequel ...parle batch 27 tao dekhe neben
Boro chele dekhben..aro vlo
@@remonchy3837 tao dekhechhi...prosongsa korar bhsha nei...ekhon to ekta nesha hoye dariyechhe bangladesher natok dekhar...ekbar ghure aasar ichhe achhe...
৬ বছর পর নাটক টা আবার দেখলাম আবার জাগিয়ে তুললাম পুরনো স্মৃতিগুলো । মনের মাঝে কোথাও থাকা একটুখানি ব্যথা । আর একটা জিনিস না বললেই নয় মিনারের অসাধারণ গান । যা এই নাটকটিকে আরও বেশি সুন্দর করে তুলেছে । নাটকটার দুইটা পর্ব দেখলে মনে হয় ঘটনাটি হয়তোবা আমার সাথে হয়েছে। সত্যি কারের ভালোবাসায় অবশ্যই ত্যাগ থাকতেই হবে তা না হলে তা সম্পূর্ণ হয়ে না । 😢❤
অবশ্যই তুমি পাবে,
যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
- [ সূরা আনফাল ] 🌹🌹🌹🌹
কমেেন্ট গুলো এক নজরে দেখবার চেষঁটা করি কারন এর মধ্যে অনেক শেখার থাকে। যাৃ না পড়লে বুঝা যায় না।
@@rt-toshi-video-vision Alhamdulillah 🥰🥰
3 বছর ধরে জানি না আর কত বার দেখবো,,উফফ অসাধারণ অপূর্ব ❤️ মেহেজাবিন ❤️
😆😆😆
জানি হয়তো ' বড় ছেলে ' নাটকের মতো নাটক আর হবেনা কিন্তু এই নাটকটির জন্য আপনাকে দ্বিতীয় স্থান ছেরে দিতেই হবে❤️💔
মৌলিকতা, নিজস্বতা, সতন্ত্রতা, আবেগ, বাস্তবতা মিশেল প্রতি টি বাংলাদেশি নাটক।
বাংলাদেশী নাটক এর আগাগোড়াই খুব বড় ভক্ত আমি,
"চিরকুমার সংঘ" ছিল আমার দেখা প্রথম নাটক তার পর থেকে আজ পর্যন্ত প্রচুর নাটক দেখেছি । বলতে দিধা নেই মৌলিকতা র দিক দিয়ে আর বাস্তবতায় প্রতিটি নাটক আমাদের সিরিয়াল গুলির থেকে আনেকটাই এগিয়ে।
মুসারফ করিম,অপুর্ব, আরফিন,মিথিলা, মম,শারলিন তাদের অভিনয় সত্যি সহজসরল সতস্ফুর্রত প্রানচ্ছল কিন্তু অসাধারণ ।
তবে এযাবৎ আমার দেখা সেরা নাটক অপুর্ব র "বড় ছেলে" আর "BATCH 27"
বিশেষ করে "BATCH 27"
কাল্পনিকচরিত্র হলেও সব যেন জীবন্ত। অপুর্ব সত্যি অনবদ্দ।
ভালোবাসা মানে ত্যাগ ভালবাসা মানে অপরের ভাল চাওয়া ভালবাসা মানে লক্ষ সঠিক রেখে স্বপ্ন পুরন করা।
জীবন মানে এগিয়ে যাওয়া, ভ্রান্ত পথে না ঝুকে বাস্তবতার পদানুসরণ করা।
কারন " জীবন তো একটাই"।
arka chakraborty dhonnobad dada 😊💜
arka chakraborty X Factor natok dekhecen?
arka chakraborty আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
বাংলাদেশিরা এতো সুন্দর নাটক উপহার দেয় বলেই হয়তো একজন ভারতীয় হয়ে বাংলাদেশি নাটককে এত ভালোবাসি।।।।।।
💓 from Bangladesh
Golam Masud উচনফপ
Thanks bro ..
ধন্যবাদ
+Sohana Sultana thank u......
পৃথিবীর কি অদ্ভুত নিয়ম! !!আপনি যাকে ভালোবাসেন হয়তো সে আপনাকে ভালোবাসে না।কিন্তু আপনাকে অন্য কেউ পাগলের মত ভালোবাসে কিন্তু তাকে আপনার ভালো লাগে না! ! ! সত্যিই আজব দুনিয়া ।।
Abdul Aziz.... right
মিতু আক্তার ....ধন্যবাদ
মিতু, আপনার ব্যাপারে কিছু বলেন ....জানতে ইচ্ছে করছে খুব 😕
Abdul Aziz মিতু কিছু বলবে না।।।।
শাফায়েত জামিল সাহেব ....বলবে না কেন, কি সমস্যা -?
অতীতের জন্য অন্য কাউকে কষ্ট দেওয়া ঠিকনা... সবার জীবনেই না পাওয়া সুখ থাকে তাই বলে আরেক জনকে কষ্ট দেওয়া সোভা পায়না 🙂
কথায় আছেনা, শেষ ভালো যার সব ভালো তার।
নাটকের পূর্ণতা পেয়েছে মেহজাবিন এর দ্বারা। অসাধারন লেগেছে আমার কাছে। ।
REHaaN EXPresS s
কিছু মানুষকে ভুলতে চাইলে আরো বেশি মনে পড়ে, তাই ভুলার চেষ্টা করিনি!!!! এত সুন্দর উত্তর সাথে গান গুলো।
সবই আছে আগেরই মত শুধু দুজনার দুটি পথ...........
Jakir Hossain.... Bro
Best Dialogue of this Drama
Khub e valo lagse kotha ta 😊
Rejaul Bari Bro....beatch 27 dakha Opurbor proposal ta dakai coments korlam then Beatch 27 ar last page purata dakha comments korlam. Just ato basi balo lagca 2ta natok bola bujata parbo na.
Jakir Hossain আসলেরড়ছেলে নাটক দেখে চোখেরপানি ধরেরাখাটা সম্ভাব নয়
নিজের জীবনের সাথে অনেকটা মিলে গেছে। ছেড়ে যাব না বলেও ছেড়ে চলে গেছে। যতবার নাটকটা দেখি ততোবারই চোখে জল চলে আসে। অতীত মনে পড়ে যায়
মেহজাবিন ও অপুরর্ব আপনাদে নাটুক গুলো অনেক অনেক ভাল লাগে i miss you
কি দারুন লাগছে এই নাটক তাই অপূর্ব কে. দারুন নাটক , আমার দেখা অপূর্ব র মেহেজাবিন এর বেস্ট নাটক. অপূর্বর লুক , ড্রেস আপ ....সব কিছু মিলিয়ে fantastik💗💗💗💗💘💘💘💞💞💞💝👌👌👌👌💝💞💞💞💞💝💝👌💖💘💘💗
Priyanka Banerjee aporbo mehjabin bolte best joti
বেস্ট ডায়লক> কিছু মানুষ কে ভোলার চেষ্টা করলে আরো বেশি মনে পড়ে যায়।।। তাই তোমাকে ভোলার চেষ্টাই করিনাই।।।
Mh Shaikat ys
you r right.
প্রথম পর্ব থেকে ২ পর্ব ভাল লাগছে
j bhuiyan amar kacheo 2nd part beshi valo lagche...
Mh Shaikat right
কতবার যে নাটকটা দেখেছি নিজেও জানিনা,অনেক বছর পর আবারও দেখতে আসলাম যতবার দেখি সবসময় অন্যরকম একটা অনুভূতি অনুভব করি.
একদম রাইট,,, কিছু কিছু মানুষকে ভুলে যাওয়ার চেষ্টা করলে আরো বেশী তার উপরে ভালবাসা বৃদ্ধি পায়
Is is is fatso's snaps
মায়ের রোল যিনি করেন সেই ম্যাডাম কে খুব ভালো লাগে। সত্যি মায়ের মতো।।
Kolkatar serialer mayera onekta serial killer ba manushik bekargrosto shashuri choritray acting koray.apnader joga,titly hothath doctor hoy noyto pilot hoy.
@@chetonabaaz7298 কলকাতার সিরিয়লে শাশুরি হয়তো কুটনা-ডাইনি নয়তো ভার।
স্বাভাবিক অভিনয় কি তা এদের পরিচালক হয়তো জানেই না।
Akdom
যাকে একবার ভালোবাসা যায় চাইলেই কি তাকে ভুলে থাকা যায়?
একটা সময় সত্যি জীবনটা চলেনা ,
কিন্তু আমরা চালিয়ে নেই ,
মানিয়ে নেই " কারন জীবনত একটাই "
জেরিন আবার এভাবে হারিয়ে যেতে পারেনা।
অপূর্ব ভাইর অভিনয়টা এতো সুন্দর কিভাবে হয়?
Ashes Bangladesh MTS Music Jagat sec bd
Ashes Bangladesh MTS Music Jagat thik bolecho sotti vlo basle vola jai na but aste aste mon manie a nai....etai basto ei world e kota love marriage hoi onek k babar dakha patror sathe beye korte hoi etai bastob
hmmm subscribe koro sobai amr channel
Ashes Bangladesh MTS Music Jagat
Thanks
সত্যি কথা বলতে অপূর্ব ভাইয়ের নাটক আগে দেখতাম না। ইদানিং তুমার সব নাটক দেখা হলো। বিশেষ করে "বড় ছেলে" আর "ব্যাচ ২৭" অসাধারন। "বড় ছেলে" নাটক দেখে কান্না করলাম এবং "ব্যাচ ২৭" দেখে হাসলাম।অনেক ভাল লাগলো বিশেষ করে নাটক দুইটার শেষের দৃশ্যটা...👌👌
চালিয়ে যাও ভাইয়া।
ashraful hannan I'm also
ashraful hannan thanks
ashraful hannan i
Hats off Mizanur vaiya. সত্যি বাংলাদেশ এর নাটক এর কোনো তুলনাই হয় না। আর আপনার কথা না হয় আর নাই বললাম।
#with_love_from_India
Soumi Ghosh 💜💜
Soumi Ghosh hi
ua-cam.com/video/eb6mCg1dB0Y/v-deo.html
অনেকেই ভালো ছেলে নাটক টা দেখতে বলেছে এখানে। দেখলাম। অসাধারণ। চোখে জল এসে গেছে।
Soumi Ghosh thnx
ইন্ডিয়া থেকে বলছি.....বাংলাদেশের নাটক এত ভাল হয় জানতাম না .. খুব সুন্দর লেগেছে
... (আমি হিন্দু).. তাও বলছি আসসালামু আলাইকুম.. 🙏
Walaikumassalam
Walaikum salam
ওস্সালামু য়ালা মানিত্তায়াল হোদা
আমার জীবনে সবথেকে বেশিবার এই নাটক দেখেছি' আমার লাইফের সাথে অনেকটাই মিল আছে এজন্য কিছুদিন পর বার বার ছুটে আসি প্রিয় নাটক দেখতে!😊🤍
কেন জানিনা এই short film টা কখনো পুরনো হয়না।বার বার দেখি।এক মৌন মুগ্ধতায় ভেসে যাই।Love from India।
thanks amader desh ar natok ke ato ta love korar jonno.....💘💘💘
Hm sotti amio onek bar dakaci
স্যতি :- কিছু কিছু মানুষকে ভুলার চেষ্টা করলে বেশি মনে পড়ে.... তাই ভুলার চেষ্টাই করি না।
nice
Khub sundor bolechen
দুইটা নাটক (বড ছেলে,ব্যাচ ২৭)দেখে মনে হল বিশ্বের সব চেয়ে সেরা আমাদের দেশের নাটক ।
Tnxx amn natok upohar deyar jonno...
durjoy dey মনে হয় বিশ্বের ড্রমার ২০% ও দেখেন নি, তাই এতো সহজে এতো বড় কমেন্ট করলেন। আগে দেখুন, এশিয়ার ই অন্তত থাইল্যান্ডের...
Tailend ki bujlam na
durjoy dey onek Shundor lagche
abu esha কথা বুঝলাম না আপনার
durjoy dey খুব ভাল নাটক
এতো সুন্দর হয়েছে। বলে বুঝাবার মতো নাহ😌💖বাস্তব তুলে ধরার জন্য ধন্যবাদ N tv কে💖
Brought tears in my eyes... Love from India... last scene jokhun Mithila bollo j Ayon bhalo thakuk... 😖😖😖😖😖😖
বড় ছেলের পরে সেরা স্থানে জায়গা দিলাম এই নাটক টা কে আমার তরফ থেকে❤️খুব আফসোস হচ্ছে এত সুন্দর একটা নাটক এতদিন না দেখে কোথায় ছিলাম আমি!!আজ ২০২২ সাল,কেউ কমেন্ট টা পড়ে থাকলে লাইকের মাধ্যমে সারা দিয়েন,এই নাটকের জনপ্রিয়তা এখনো আছে নাকি দেখতে চাই।
Ami toh 2023 e dekhtechi...
😂😂
@@samimaaktar8455 amio
@@samimaaktar8455 amio dekhlam abar 2023 a. emon natok jotobari dekhi na keno onuvutita thik ageri motoi
আরে ভাই আপনি তো ২০২২ এ দেখচেন আমি তো ২০২৩এ দেখলাম
অসাধারণ নাটক👌
ইন্ডিয়ার নাটক থেকে বাংলা নাটক আমার খুব ভালো লাগে আমার 😍
Iam From India 😊
abid hasan apnar amader desher valo lage dekhe amra khub gorbito
abid hasan tnx vahi
যতোই
বিয়ে হোক, বাচ্চা হোক, ভালোবাসার জায়গা টা ঐ একজনের এই থাকে.সুধু অভিনয় করে বাঁচতে হয়😢😢
প্রমাণিত 😢
নাটক দেখে একবার মনে পড়েলেই যে তুমি তাকে ভালোবাসো,,এটা হুদাই খারাপ লাগা
অসাধারণ তুমি ছিলে তুমি থাকবে
Apurbo da er natak jst apurbo..nam ta puru personality er mishe geche❤ frm India
আমারো এমন একটা ভালবাসার মানুষ ছিল। অবশ্য সে-ই- প্রতারনা করেছে। আমি সেদিন বাইক চালিয়ে আসার সময় দেখি তাকে একটি ছোট কিউট বাচ্চার হাত ধরে হাটছে।আমি আর বাইক চালাতে পারছিলাম না। আমি কিছু বুজতে পারছিলাম না কি করবো। এতটাই ভালবেসেছিলাম। কথাগুলো লিখে রাখলাম কোন একদিন এসে পড়বো।
আমি মনে করি সবার লাইফে এমন একজন আছে।
আপনার ধারণা সম্পূর্ণ সঠিক নয়। তবে কিছু মানুষের জীবনে থাকতে পারে। এরূপ পরিস্থিতি থেকে উঠে দাড়ানোই হলো পৌরুষত্ব।
Vul..shobar jibone erokom ekjon thake na.. Thaka compulsory o na.. R ami mone kori thaka uchit o na..
@@DelowarHossain-bs6lb ki jani,ami maybe alien, tar theke vlo +sundor meye life asche, but tar samne porlei buke ekta onno rokom feel hoy
@@bap_py2874 may be she was your first love..that's why!
@@DelowarHossain-bs6lb nh first na. tar shathe amar moner mil chilo, ei jonnoi decide korchi r gf o lagbe na, biyew korbo na, girls are very dangerous..
I am an indian, a man of a modern era, but i dnt knw how i found interesr in bangladeshi natok and every time in my leisure time i m watching this only. That actor apurba is marvellous, hope we could interact some day..Have seen lots of natok of him..Mr.Apuraba God Bless U n u may enjoy paradise of success and happiness..God Bless U
ছয় বছর পর আবারও দেখলাম নাটকটা, আসলে আমাদের অতীত টা ভুলতে চাইলে আরো বেশি মনে পড়ে যায় 😢
হ্যা!
অতীত কখনো ভোলা যায় না।
😢😢
আমি ইনডিয়ার আসাম থেকে বলছি, আমি রাত্রে অপুরবো ভাইয়ার নাটক দেখি, কোনোদি কমেন্ট করিনা শুধু দেখি , অনেক ভালো লাগে বলেই রোজ দেখি, কিন্তু আজ কমেন্ট না কোরে থাকতে পারলামনা, এতো এতো ভালো লাগছে যে বলতে পারছিনা, সত্তি মনটা জুরিয়ে গেছে, আমিও ঠিক এই রকম একজনের অপেক্খায় আছি কিন্তু আজো আমার শেষের দিন আসেনি
Amio
Boro chhele natok dekhe kamon lege6e ? Setateo comment korenni..
ধন্যবাদ, অনুভূতি টি অন্যদের সাথে শেয়ার করুন। ভাল কিছু উপভোগ করার জন্য অন্যদের
উৎসাহ দিন।
ওর চলে যাওয়া আজ পাঁচ বছর হয়ে গেলো। ৩০ ডিসেম্বর,২০১৩ ও আমাকে ছেড়ে চলে গিয়েছিল। ও বলেছিল ছ'মাস পরে ভুলে যাবো। কিন্তু পাঁচ বছর পরেও ভুলতে পারিনি।
ভালো থেকো তুমি..
আমার একোই আবস্তা ওর চলে যাওয়া টা চার বছর হলো তবে চলে গেছে তো কি হয়েছে এখন আমি ভালোই আমি আশা করি চলে মানুষ গুলো আমার মত আপনাও ভালোই আছেন
আমারও ৪ বছর ৪ মাস! ভুলা যায় না কাউকে
২০১৮ থেকে ২০২৪ কেমন আছেন ভাই?
@@jarhead11691 আমার ও সেম কথা ভাই!
মেয়েটার বাবা সার্থপর ছিলো অনেক , ,,, তার সিদ্ধান্তের কারণে সব হয়েছে ,,, সত্যিই প্রথম ভালোবাসা অনেক ইউনিক হয় ❤️❤️ ,,
অনেকদিন পর একটা দারুন নাটক দেখলাম....রোজই একটা করে দেখি, তবে আজকের গল্প, অভিনয়, নির্দেশনা অপূর্ব!❤😊
ভারতে এই ধরণের কোনো নাটকই হয় না ।।। শুধুই সিরিয়াল হয় ।।। তাই আমি এই নাটক গুলি দেখি ।।। অপূর্ব ও মেহজাবিন অপূর্ব ।।।
ভালো লাগে কিন্তু আমি এই ধরনের নাটক করতে পারলে আরো ভালো লাগতো হয়তো
ভালো লাগে কিন্তু আমি এই ধরনের নাটক করতে পারলে আরো ভালো লাগতো হয়তো
ভালো লাগে কিন্তু আমি এই ধরনের নাটক করতে পারলে আরো ভালো লাগতো হয়তো
খুব সুন্দর হয়েছে নাটকটা
R8🙂proud of my country
একজনকে ভালোবেসে অন্য একজনকে বুকে টেনে নেওয়ার কষ্টটা অনেক গভীর যা কাউকে বোঝানো যায়না। Akdom real fact
Love u apurbo♥️♥️♥️♥️
কিছু আত্মনিষ্ঠ মেয়ে এর বিপরীত তারা টাকার কাছে সব ভুলে গিয়ে অন্যের বুকে মাথা রাখে!
Hmmm miss u imran
Hmm thik tai amara poristhitir sikar hoi kuntu real love kokhono vular nai. Amar khatrao tai holo but ami chinta korchi via korbo na ar karon tar jaygay kaoka thai daowa ta possible na sudu tar jonno dua kori sa jano tar husband ka nia valo thaka.
😭😭
আমার ভালোবাসা অন্যের বুকে মাথা রেখেছে
নতুন বছর ২০২৪-এ কে কে "ব্যাচ ২৭: দ্য লাস্ট পেজ" দেখছেন?
এই নিয়ে কবার দেখলাম জানা নেই❤️
Ami
ami
😎
আমি
4th September দেখছিলাম নাটক টা রিলিজ দেওয়ার কয়েক ঘন্টা পর তখন ভালো খুব লেগেছিলো গল্পটা,,,,
কিন্তু আজ মোটামুটিভাবে একটা মিল থাকায় অপুর্ব ভাইয়ার চোখের পানি আটকে রাখার বেপার টা খুব ভালোভাবে ফিল করতে পারছি কারণ আমার এমনটাই ফিল হচ্ছে 😑😑😑
বাংলা শর্টফিল্ম ইন্ডাস্ট্রিতে এতোটা বাস্তবসম্মত নাটক হয়তো আর হয়নি।।।
এই ঘটনার শিকার এখন হাজারো মানুষ হয় এবং জীবনের শেষটাও ঠিক এই নাটকের মতোই হয় 😰
Right ❤❤❤
Realistic story..
খুব ভালো লাগল ।
Love from India❤
Besi prem kora valo na ata morkothar alamot😶😶😶
kamon asan ami bngladeshe
আমি ভারতীয়, অপূর্ব সত্যিই অপূর্ব।
You are right
Ami Janina je Ami ki bolbo , amr sei Vasa nei but kub sundore ekta natok
... Ending is very nice...
... Love you Mithila (Jerin) for your sacrifice...
... From Kolkata, West Bengal, India🇮🇳🇮🇳🇮🇳...
আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি শুধু যে এই নাটক টি আমার ভালো লেগেছে তা নয় আমার অনেক নাটকই ভালো লাগে বিশেষ করে Apurbo র অভিনিত নাটক।আশা করি আরো সুন্দর সুন্দর নাটক দেখতে পাব।আমরা যে এত সুন্দর সুন্দর নাটক দেখতে পাচ্ছি তার জন্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ এবং বাংলাদেশের সকল মানুষ কে।।।।
thanks and love from Bangladesh :)
Lisha Roy me too
Lisha Roy tnx appu
ধন্যবাদ আপু...
Lisha Roy
hi
batch 27 এর নাটক দুটি অসাধারন ।।। এই নাটক দেখে আমি মুগ্ধ ও অভিভূত হলাম ।।। আর নাটকের গান গুলিও অসাধারণ ।।। love u apurbo
মিজানুর রহমান আরিয়ান ভাইয়ার নাটক💖💖
নাটকের শেষ অংশটা কাঁদিয়েই ছাড়ল।😪
প্রত্যেকটি চরিত্রকে জীবন দিল এক্টররা💖💖💖
Osadharon akta natok....🥺🥺🥺
Akdm perfect sob kisui💝
Seser part ta dakha onk kanna paisa...
First Love asolai onnorokom hoy🥹
পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী হল মানুষের মন।কার মনে কে আছে,কী আছে না বললে পৃথিবীর কোনো শক্তিই নেই তা জানবার। নাটকটি দেখে খুব ভালো লাগল। ধন্যবাদ পরিচালক ও এন টিভি কে।
💯/:
অভিন্দন ১ কোটি 🎉🎊
নাটক টাকে এতো সুন্দর ভাবে তৈরী করার পিছনে যারা যারা শ্রম দিয়েছেন সবার জন্য শুভ কামনা ও ভালোবাসা রইলো🖤
Muslim
Tv
আমি সেই নবীর উম্মত
যার পিছনে ৭০,০০০ হাজার ফেরেশতা নামাজ পড়েছিলো
💝আমিন💝
Namaz potie prithibi noi hobe na
Oi 70000 ke asol beche thakar moto sikha dite parten
Tor Nobir gar mar6e chudir vai...
Akthom thik kotha
@@somratmal3866 ata kmn kotha
আর আমরা কে??
আমরা কোন নবীর উম্মত??
অসাধারণ ছিলো নাটক টা, মনে রাখার মতো,,দেহ নিয়ে মানুষ থাকে একজনের কাছে আর মন টা পরে থাকে অন্য আরেক জনের কাছে,এটাই বাস্তবতা
এই নাটক টাই প্রমাণ করে দেয় যে " ১টা ছেলের সব থেকে বড় ভুল হলো প্রতিষ্ঠিত না হয়ে কাউকে ভালোবাসা"" 💔🙂💔💔😢💔😢
akdom thik
জীবনের গুরুত্বপূর্ণ কথা বলছেন তাহলেও নিজে বেভে দেখেন৷৷৷৷৷ ❤️❤️
আসলে কি ভালোবাসা বলে কয়ে হয় না।।। 😊😊😊
রাইট
রাইট
আমি ইন্ডিয়া থেকে বলছি । আমি একজন প্রফেশনালি লেখক । এই নাটকটিতে আবেগ, ভালবাস্ দায়িত্ববোধ, সংসার , ও বর্তমান সমাজরুপ সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে । আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না । আই লভ ইউ অপূর্ব । আমি একজন ছেলে হয়েও তোমার প্রেমে পড়ে গেলাম !!!। তোমার অভিনয়, হাটা চলা আর কথা বলার স্টাইল আমি ভুলতে পারছিনা ।
Boudi vs Debor Videos are you gay😄😃😁😀
Rendians Be like:D
সত্যি অনেক অসাৱধান,, ❤❤❤❤👌🖒❤❤
Boudi vs Debor Videos Apurba Mr.Bangladesh.Competition Kore most handsome purus hoyecen
Yeaa
অসাধারণ।আমাদের কলকাতার চেয়ে বাংলাদেশের বৈদ্যুতিন মাধ্যমের নাটক বেশ কয়েক যোজন এগিয়ে,এ কথা বলতে আমার অন্ততঃ কোনো কুণ্ঠা নেই।
সেই রমিজের আয়নার সময় থেকে অপূর্ব আমার অন্যতম পছন্দের শিল্পী।তার সাথে একে একে মিথিলা,আহসান ও আরো অনেকেই সেই তালিকায় ঢুকেছে।আপনাদের নাটক গুলো মন ছুঁয়ে যায়।
ভালো থেকো বাংলাদেশ।
কোনোদিন ঢাকায় গেলে,হয়তো এই নাটক গুলোর কারণেই যাবো।
sourav halder
Bangladesh aa asar janno daowat roilo......✌
Bangladeshi natok dekhar janno tx.....
sourav halder : Thank for all, and You are invited to visit my country.
sourav halder boro chele নাটক টা দেখেন মন ছুয়ে যাবে।।
anrk sundot
sourav halder বাংলাদেশে আসার আমত্রণ রইল
আমার জীবনে সব চেয়ে বেশি বার দেখেছি এই নাটকটি।2018সালে প্রথম দেখেছিলাম নাটকটি। এর পর থেকে নিয়মিত দেখি। নাটকটির সাথে আমার জীবনের বেশ মিল ।তাই আজও বিরক্ত লাগে না। আজকে আবারও দেখলাম 10-06-2023
সত্যি কথা হোল অপুর্বর দুটা নাটক একটা "বড় ছেলে "একটা" ব্যাচ ২৭ "দুটাই রূঢ় বাস্তবতার গল্প। তবে আমার বেশি পছন্দ "বড় ছেলে" একটু বেশিই হৃদয় স্পর্শী। তবে এই নাটকে ভাল দিকটা হোল বাস্তবতার অবশেষ পরিণতি কিন্তু সব সময় খারাপ হয় না। কম্প্রোমাইজ সব অর্থে ভুল হয় না কম্প্রোমাইজের মধ্যেও জিবনের মানে বের করা সম্ভব। কখনো কখনো এমন হয় যে করুণা আর ভালোবাসারর মধ্যে আমরা তফাৎ ধরতে পারি না যখন বুঝি তখন অনেক দেরি হয়ে যায়। সব কিছু তৃষ্ণা মিটে গেলে জীবন অর্থহীন... থাক না কিছুটা অসম্পুর্ণ... অসম্পুর্নতাকে পুরন করার তৃষ্ণা আমাদেরকে নতুন দিকে এগিয়ে নেয় একসময় মনে হয় আরে আমরা ত সুখিই আছি। সব কেন পেতে হবে? জীবন একটা হলেও অপশন কিন্তু অনেক। very Mature acting by Apurva!
onk valo laglo kotha gulo. motivational speech
Apurba is one of the best actor in Bangladesh, ,,,, ami apurbar shob gula natok dekhi ak kothy awesome Apurba, ,,,,,love you
ওয়াও!
আপনার লেখনী কথা গুলো খুব চমৎকার ও আশার আলো মতো মননশীল।
Md. Rakibul Hasan ধন্যবাদ ভাই!
aariz abyaz
Ami india ( kolkata) theke bol6i ami aparbo da r kub boro voktoo... ami roz dekhi Bangladesh er natok gulo.... valo thakun r sundor sundor natok amader eivabei upohar dite thakun... god bless .....
হাই
প্রথম ভালোবাসা না ভোলা গেলেও যে আছে তাকে অবহেলা করা উচিত নয়... যে আছে তাকে নিয়েই খুশি থাকতে হয়। নয়তো পাশে থাকা মানুষটার ভেতর ভেঙে চুরমার হয়ে যাবে।
আপনার সাথে সহমত।
aKdom right
পাশে থাকার মানুষ টাও যে বড্ড কষ্ট পায়... কারন যখন তাকে জরিয়ে দরে অন্য জনকে ভাবা...পাশের মানুষ টাওনা সেই অবহেলার আগুনে পুরে ছাই হয়ে যায়
সঠিক
From Kolkata ❤
Akdom thik...❤
নাটক গুলো যেন জীবন থেকে নেয়া। ২০১৮ সালে এই নাটক টা নাটক হিসেবেই দেখেছি কিন্তু ২০২৪ সালে এসে পুরো নাটক জুড়েই নিজের জীবনের ছায়া খুঁজে পেলাম।।
Ami Kolkata theke bolchi ...jei theke ami Apurba ovinito (Boro chele ) natokti dekhe chilam seidin thekei ami Apurba proti mugdho hoyeporechi tai protitai amr chokher nojorer moddhey Apurba k bondhi kore rekhechi amr ontore..khubi valo lage amr Apurba ovinito Natokguli..👍😊🤗😚
ধন্যবাদ জানাই আপনাদের কে
Priya Roy love u
অপূর্ব আমার পছন্দের অভিনেতা। নাটকটা আমার এখনো ভালো লাগে। এই নিয়ে অনেকবারই দেখা হলো সত্যি এক কথায় অসাধারণ। আমার মতো কে আছে ২০২১ এসে এখনো নাটকটা দেখছেন
আমি দেখছি
আমি আজকে পুনরায় দেখলাম ভাই ❤️
Ami
Rusho
২০১৭ সাল ছিল বাংলা নাটকের সেরা সাল সেই সালেই বড় ছেলে,,ব্যাচ টুয়েন্টি সেভেন দ্যা লাস্ট পেজ,,,বুকের বা পাশের মতো সেরা সেরা নাটকে রিলিজ হয়ছিল সেই রকম নাটক এখন আর খুঁজে পাচ্ছিনা,,, মিস করি সেইসব হ্রদয় ছুয়ে নাটক গুলো
Valo na takhea valo taker oveny korata onak kostear,,,,, miss u T
Amio
সেই সাথে ২০১৭ কে ও অনেক মিস করি ।😢
২০১৭ সালে আমি প্রথম কাউকে মন থেকে ভালোবাসি আর ২০১৯ সালে ছেরে অন্য একটার সাথে রিলেশন করে কেন মেয়েরা এমন হয়।
ভালো বাসার মানুষকে হারানোর যন্ত্রণা যে কতটা ভয়ানক,যে হারায় সেই বোঝে। ভালো থাকুক পৃথিবীর সমস্ত হৃদয় ভাঙা মানুষ গুলো আর তার সাথে ধুয়ে যাক না পাওয়ার যন্ত্রণা । ভালো থাকুক ভালোবাসার মানুষ গুলো ও।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেশের নাটকের এতো বেশি বেশি সাপোর্ট করার জন্য....💚
আমরা ভারতীয় রা ও দেখি।আমাদের জন্য ভাববেন স্যার।
Realy gd
আমার প্রিয় নায়ক
@@samsunnaharshampa6861 ke?
Ami afar agenik boro fan
শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয়।
শুধু ভালো লাগার জন্য ভালোবাসা নয়।
নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখী রাখার নামই ভালোবাসা...❤🌷
nusrat jahan nishe moner ktha ta bolsen mam..thanks....
nusrat jahan nishe খুব সুন্দর কাব্যিক বাক্য
Only For Entertainment .
tnQ
Tarikul Islam Tushar
hmm tnx
nusrat jahan nishe
আমি ভারতীয়। কিন্তু সব সময়ই আমি বাংলাদেশের নাটকগুলি দেখি। বাংলাদেশের নাটক গুলো সেরা, জোস। লাভ ইউ বাংলাদেশ
Thanks
পারলে আরো দেখবেন।
Thanks
Lovely
Rocky Rabindra জাইকলত
প্রথম ভালোবাসা কেন এতো রহস্যময়.. 💔সারাজীবন চেষ্টা করে ও এই অনুভূতি মন থেকে কেন মুছে ফেলা যায় না......!!
রাইট
হুম
Frm wst bengl....Last seen i cnt controll my tears💔...চাইলেই কি সব ভোলা যায়,একবার যাকে ভালোবাসা যায় তাকে কি সত্যি কখোনো ভোলা যায়।। এটা একটা বাস্তব আর এমন বাস্তবতা কোনো নাটক এ এর আগে দেখিনি,নিজের অতীতের সব মনে পরে গেল lots of love n respect for all actor's of bangladesh spclly my fbrt nisho,apurbo,mehzabin,tisha1,tisha2,n mithila all r outstanding....💝💝💝💝
Yes
tnx. apu
এক বছর আগে কমেন্ট করেছিলাম ,,,
নতুন করে,,
আবারও দেখলাম,,
অসম অভিনয়
ভারতের, পশ্চিমবঙ্গ, কলকাতা থেকে বলছি , খুব সুন্দর একটি নাটক দেখলাম , এর আগেও "বেস্ট ফ্রেন্ড" দেখে মুগ্ধ হয়েছিলাম, এই দুটি নাটকি আমার জীবনের কিছু মুহুর্ত আর স্মৃতি গুলোকে চোঁখের সামনে তুলে দিয়ে গেলো,, চোখের জল ধরে রাখতে পারলাম না, বাংলাদেশ অনেক ভালো কাজ করছে ,, আর অনেক প্রতিভার জন্ম দিয়েছে , অনেক ভালোবাসা জানাই বাংলাদেশকে, আরো নাটক এর অপেক্ষায় থাকবো। ধন্যবাদ এই সকল নাটোকের জন্য।😊
The Bengoli guy tnx
The Bengoli guy বাই এটা ভারতের স্টার জলসা না বুজলেন
Boro sele natok ti dekhen...aro valo lagbe😍😍💚💙💜
The Bengoli guy thankssssss
অপুর্বর জীবনের সেরা নাটক❤
ওরা কারা কারা যারা বাংলা মুভির চেয়ে নাটক বেশি দেখে।
আমি আমি অনেক দেখি
Ami🤚
@@sultanaparbin4005 Good
Me to munch love
@@afrojaafrinnishi1846 তাই বুঝি😊
আমি ভারতীয়
আমি জলপাইগুড়ি তে থাকি
কিন্তু সত্যি কথা বোলতে কি বলো তো
আমি সারা দিন কাজ করার পর
রাতে যখন ঘুমাতে যাবো
তখন যদি আমি বাংলাদেশের
নাটক না দেখি
তাহলে আমার রাতের ঘুম হয় না
আমার অপূর্বদার বড়ো ছেলে র নাটক তা দেখে তার আবার বড়ো মানে ভক্ত হয়ে গেলাম
সত্যি আমি বাংলাদেশের নাটক কে খুব like কোরি
Kingsuk Kuor specially thanks...aporbo natok bolteyi shondor.......beshi beshi dekon aro kob valo lagbey
Amio jalpaiguri er
@@ayshalk1906 ফছছ্ড
Amio dakhi..amio apurba dar boro fn..amio jalpaigurir..
তৌশিফের " ফালতু " ও " ঢাকা মেট্রো লাভ " নাটক দেখবেন। অনেক ভালো লাগবে।
খুবই ভালো গল্প, ভীষণ বাস্তব জীবনের সাথে মিল । এ মত অবস্থায় নিজেকে ধরে রাখা খুব কঠিন । ভরত ( পশ্চিম বঙ্গ )
Hm thik
আমার যখন মন খুব খারাপ থাকে তখন এরকম বেশ কিছু নাটক আছে যেগুলো আমি দেখি।সত্যি বলতে আমি যখনি তোমায় মিস করি অনেক তখনি কেবল এরকম স্পেশাল নাটকগুলো দেখি।মানে আমাদের সম্পর্ক শুরুর দিকে বা সম্পর্ক শুরুর পরেই যে নাটকগুলো দেখেছিলাম সেই সময় শুধু সেই নাটকগুলোই।
আর নস্টালজিয়া হয়ে তোমার সাথে কাটানো পূর্বোতন দিনগুলো মনে করি,সত্যি তখন আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ জান্নাত তোমাকে সত্যিই অনেক ভালোবাসি আমি।আগে যেমন ভালোবাসতাম এখনো ঠিক তেমনি ভালোবাসি। আর বেঁচে থাকলে পরবর্তী দিনগুলোতেও ভালোবেসে যাবো তোমায়।তোমাকে আমি আমৃত্যু ভুলতে পারবো না। তাহসান-মিথিলার মতো যদিও আমাদের বিচ্ছেদ হয়ে গেছে কিন্তু তারপরও তুমি থেকে যাবে সারাজীবন আমার মনের অভ্যন্তরে। আমার যত অভিযোগ তোমার বিরুদ্ধে বা ঘৃণা যেটাই বলো এগুলো হয়ত যখন রাগ হয় শুধু তখনকার জন্যেই। আর বাকিটা সময় শুধু মিস-ই করি তোমায়।
ভুলের উর্ধ্বে কেউই না আমরা।না তুমি না আমিও।কিন্তু আমাদের করা শত ভুলগুলো যদি আমরা একটু শুধরাই নিতে পারতাম তাহলে হয়ত তোমাকে আমার এবাবে ছেড়ে আসতে হতো না।কষ্টটা এখানেই যে অনেকটা ভালোবেসে তাকে ছেড়ে আসার ব্যাপারটা।ভালো থেকো জান্নাত। কাছে থাকলে হয়ত ঘৃণা আসতো কিন্তু বিশ্বাস করো এখন দূর থেকে বিন্দু পরিমাণ কোন অভিযোগ নেই তোমার বিরুদ্ধে। আমি এভাবেই সারাজীবন ভালোবেসে যাবো তোমায়।
আর সত্যি সবসময়ই আমি তোমাকে মিস করি...💔
1st part ta khub valo lege6ilo... 2nd part tao darun... ki bolbo bujhte par6i na... sotti khub valo golpo lekha ho6e bangladeshe... valobasha roilo India theke...
SUPARNA BARMAN thanks
Excellent
Love from Kolkata. Mijanur Sir er kach theke arokom aro valo valo natok pete chai.
Kolkatay kono bangladesh er tv channel nei. Tai UA-cam a upload hoar ashay thaki. sobsheshe thanks #Apurbo sir ke . AMi onar onek boro fan. Finally i give him a lots of love from my heart.
SUSMOY PAUL kolkatete Bangladeshi channel okhankar distributor ra block kore rakhse. Kintu Bangladeshe kolkatar sob channel chole. Ata vai politics
politics kina jani na. but UA-cam a sob natok peye jai. and sob bangladesh er channel gulo youtube a live peye jai. so dekhar problem hoy na.
Mon vlo korte hole natok dekhi
@@mayan1257 ভাই পলিটিক্স ঠিক আছে তার সাথে সাথে আরেকটা কারনও আছে।
ভারতে অন্য দেশের চ্যানেল চলতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হয়। কিন্তু আমাদের চ্যানেলগুলে ওই ফি দেয় না তাই ওদেশেও চ্যানেলগুলো চলে না।
তবে খুব তাড়াতাড়ি ওরা এই নিয়ম তুলে ফেলবে এই আশা করি।