হেলাল হাফিজ বিরল প্রকৃতির কবিদের একজন। তার কবিতার পঙ্ক্তিতে জীবন মন্থন করা সত্য উঠে এসেছে বারে বারে। আসাটাই স্বাভাবিক। তিনি নিজের জীবনটা মেলে ধরেছেন জীবন বোঝার শর্তের প্রতিটি প্রান্তরে। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়।এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।এই দুটি চরণই কবির ভেতরটা উপলব্ধি করার জন্য যথেষ্ট। কবিতাটি একটি পূর্ণাঙ্গ কবিতা। শুধু দেশপ্রেম বা বিপ্লব না, এই কবিতার বিচরণে একটি শাশ্বত জীবনের বর্ণনা আছে। জীবনে প্রেম থাকবে, বিরহ থাকবে, যুদ্ধ থাকবে, যৌবন থাকবে। এই জীবন-সংসারে একই স্রোতে মানুষ অন্য উদ্দেশ্যেও হাঁটতে পারে। তবু প্রকৃত উদ্দেশ্যের যাত্রা থেমে থাকে না। জনপ্রিয় কবি যতটা না, তার চেয়েও বেশি প্রয়োজনীয় কবি হেলাল হাফিজ। তার কবিতায় যে সব জীবন দর্শন উপস্থিত- তা এ দেশীয় মানুষের নিজস্ব আবেগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু আশ্চর্যের বিষয় এই কবিকে নিয়ে এই দেশের গবেষকশ্রেণীর তেমন উল্লেখ করার মতো কাজ নেই। আপনার ব্যারিটোন কন্ঠের তেজদীপ্ত উচ্চারণ অনবদ্য। আবৃত্তি আগুনকবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অতুলনীয় পরাকাষ্ঠা।
হেলাল হাফিজ বিরল প্রকৃতির কবিদের একজন। তার কবিতার পঙ্ক্তিতে জীবন মন্থন করা সত্য উঠে এসেছে বারে বারে। আসাটাই স্বাভাবিক। তিনি নিজের জীবনটা মেলে ধরেছেন জীবন বোঝার শর্তের প্রতিটি প্রান্তরে। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়।এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।এই দুটি চরণই কবির ভেতরটা উপলব্ধি করার জন্য যথেষ্ট। কবিতাটি একটি পূর্ণাঙ্গ কবিতা। শুধু দেশপ্রেম বা বিপ্লব না, এই কবিতার বিচরণে একটি শাশ্বত জীবনের বর্ণনা আছে। জীবনে প্রেম থাকবে, বিরহ থাকবে, যুদ্ধ থাকবে, যৌবন থাকবে। এই জীবন-সংসারে একই স্রোতে মানুষ অন্য উদ্দেশ্যেও হাঁটতে পারে। তবু প্রকৃত উদ্দেশ্যের যাত্রা থেমে থাকে না। জনপ্রিয় কবি যতটা না, তার চেয়েও বেশি প্রয়োজনীয় কবি হেলাল হাফিজ।
তার কবিতায় যে সব জীবন দর্শন উপস্থিত- তা এ দেশীয় মানুষের নিজস্ব আবেগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু আশ্চর্যের বিষয় এই কবিকে নিয়ে এই দেশের গবেষকশ্রেণীর তেমন উল্লেখ করার মতো কাজ নেই। আপনার ব্যারিটোন কন্ঠের তেজদীপ্ত উচ্চারণ অনবদ্য। আবৃত্তি আগুনকবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অতুলনীয় পরাকাষ্ঠা।
ভালো লেগেছে আপনার গবেষণা মূলক এই লেখনী..
ভীষণ মুগ্ধ হয়ে শুনছিলাম
বহুদিন পর আপনার কবিতা আবৃত্তি শুনলাম, অসাধারণ।
জুলাই আগষ্টের গণহত্যার পর শুনতে এলাম।
কবিতা ও আবৃত্তি অসাধারণ
Outstanding recitation
কবির জন্য শুভ কামনা...
অসাধারণ ছিলো মাহি ভাই
অসাধারণ হয়েছে
আপনার আবৃত্তি করা হেলাল হাফিযের পুরা এলবামটা শুনতে চাই!
অসাধারণ ❤️
অতি সত্যি কথা
Super ❤❤
আজ তার মৃত্যুর সময় শুনতে আসলাম 😢
🇧🇩♥️♥️♥️♥️♥️