আসসালামুআলাইকুম ভাই। আমি ইনশাল্লাহ কয়েক মাসের ভিতরে আমার প্রথম বাইক কিনতে যাচ্ছি। Value এর কথা চিন্তা করে আমার কাছে ইউজড বাইক নেওয়াটা যৌক্তিক বলে মনে হয়। 1 লাখ 20 থেকে এক লাখ ত্রিশ হাজারের মধ্যে কোন ইউজড বাইক টা নেওয়া উচিত হতে পারে? আমি বাইক আলহামদুলিল্লাহ চালাতে পারি, কিন্তু এতটাও অভ্যস্ত না যেহেতু নিজের বাইক আগে ছিল না। আর হ্যাঁ উচ্চতা একটা বড় ফ্যাক্ট আমি 6 ফুট 1 ইঞ্চি। আমার উচ্চতার কথা চিন্তা করে কমফর্টেবল হবে ঐ হিসাবে আমার তিনটা চয়েজ ১. PULSAR NS 160 ২. RTR 160 4V ৩. Honda X-Blade এগুলো ছাড়াও আপনি যেকোনটা সাজেস্ট করতে পারেন। সব দিক চিন্তা করে কোনটা ভালো হবে সেটা অবশ্যই জানাবেন ভাই, অপেক্ষায় রইলাম
সব দিক চিন্তা করে যদি বাইক নিতে তাহলে 4V নিতে বলবো। X-Blade নিতে বলতাম কিন্তু হোন্ডা পার্টসের দাম মনে হয় একটু বেশি। আবার RTR এর পাওয়ার আর স্মুদনেস আপনার কাছে বেশ ভালো লাগবে।
Best wishes Reza Bhai ❤
Visor ta joss ! Eta niye akta video chai
সাজেশনের জন্য অনেক ধন্যবাদ।
ভাইয়া ভাইসর এবং লুকিং গ্লাস টা কোথা থেকে নিয়েছেন ?
এবং এই 2 টার দাম কত?
Visor EMS theke...Looking glass Moto Mechanic...video te mention korechilam bhaiya
আসসালামুআলাইকুম ভাই। আমি ইনশাল্লাহ কয়েক মাসের ভিতরে আমার প্রথম বাইক কিনতে যাচ্ছি। Value এর কথা চিন্তা করে আমার কাছে ইউজড বাইক নেওয়াটা যৌক্তিক বলে মনে হয়। 1 লাখ 20 থেকে এক লাখ ত্রিশ হাজারের মধ্যে কোন ইউজড বাইক টা নেওয়া উচিত হতে পারে? আমি বাইক আলহামদুলিল্লাহ চালাতে পারি, কিন্তু এতটাও অভ্যস্ত না যেহেতু নিজের বাইক আগে ছিল না। আর হ্যাঁ উচ্চতা একটা বড় ফ্যাক্ট আমি 6 ফুট 1 ইঞ্চি। আমার উচ্চতার কথা চিন্তা করে কমফর্টেবল হবে ঐ হিসাবে আমার তিনটা চয়েজ
১. PULSAR NS 160
২. RTR 160 4V
৩. Honda X-Blade
এগুলো ছাড়াও আপনি যেকোনটা সাজেস্ট করতে পারেন। সব দিক চিন্তা করে কোনটা ভালো হবে সেটা অবশ্যই জানাবেন ভাই, অপেক্ষায় রইলাম
সব দিক চিন্তা করে যদি বাইক নিতে তাহলে 4V নিতে বলবো। X-Blade নিতে বলতাম কিন্তু হোন্ডা পার্টসের দাম মনে হয় একটু বেশি। আবার RTR এর পাওয়ার আর স্মুদনেস আপনার কাছে বেশ ভালো লাগবে।
@@ridewithrezabhai NS Keno na