এই গানটা ছোটবেলায় অনেক শুনেছি ৷ গ্রামে বিয়ে বাড়ী অপুর্ণ থেকে যেতো এসব গান ছাড়া ৷ আজআজই প্রথম দেখলাম ভিডিও ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পুরোনো গান আপলোড দেওয়ার জন্য ৷ সাউন্ড এতো ক্লিয়ার ৷ খুব ভালো লাগলো ৷
@@latifaakhter6101 মাফ করবেন। আপনি এখানে কেন এসেছেন ? এটা নিশ্চয়ই ধর্ম পালনের যায়গা নয়। আপনার কথা শুনে মনে হচ্ছে যে, আপনি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের রূপের প্রশংসা সহ্য করতে পারছেন না।
জানি সম্ভব হবে না, তবুও মন চায় সেই সাদাকালোর যুগে ফিরে যেতে। তখনকার মানুষের মনগুলোও ছিল এই দৃশ্যের মতো সাদামাটা। আজ মানুষের মনে এত বেশি রং লেগেছে যে মৌলিকত্ব থেকে দূরে সরে গেছে।
@@niazdinar গানটির কথা লিখেছেন কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। এবং সুর করেছেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক আলী হোসেন। কন্ঠে কোকিলকন্ঠী সাবিনা ইয়াসমিন ও সহশিল্পী বৃন্দ। আর অভিনয় করেছেন দেশের দুই কিংবদন্তী শিল্পী শাবানা ও ববিতা। যাদের হৃদয় ছোঁয়া অভিনয় গানটিকে এক অনিন্দ্য সুন্দর করে তুলেছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা ডুবি-উপন্যাস অবলম্বনে সোহাগ সিনেমাটি তৈরি করেন সাইফুল আজম কাশেম। এরপর তিনি তৈরি করেন ঘরসংসার নামের আরেকটি সুপারহিট সিনেমা। ২০১৯ সালে এই কৃতি বাঙ্গালীর সবাইকে ছেড়ে চলে যান।
হে বাংলাদেশ চলচ্চিত্রের রাজাধিরাজ- আমাদের মহানায়ক নায়করাজ রাজ্জাক সশ্রদ্ধ ভালবাসা তোমায়, আবার এসো এ বাংলায় নতুনত্ত্বের মধ্য দিয়ে- নিয়ে তোমার শৈল্পিকতার যাদুর বাঁশি।
আপনার শাবানা ম্যাম বিলাপ আর দুঃখী ভাব ছাড়া বেশি কিছু ই এত বছর করে গেছেন.....? এতো কানা না হয়ে ভালো করে দেখেন ঃ ববিতা ম্যাম সব রকম চরিত্রে সমান সুযোগ্য ছিলেন.....। *আর তাই তো শাবানা শুধু এদেশের একজন সেরা অভিনেত্রী এবং ববিতা ববিতা এদেশে এবং আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা একমাত্র বাংলাদেশী সেরাদের সেরা অভিনেত্রী 💚 **কানা চোখে না দেখে...ফিল্মী হিস্ট্রি গুলো আরও জেনে সবার সম্পর্কে মন্তব্য করবেন, কেমন 😍
অনুধাবন পূর্বক যদি সম্ভব হয় নায়করাজ রাজ্জাক অভিনীত সবগুলো ছবি "রাজাধিরাজ নায়করাজ রাজ্জাক অভিনীত ছায়াছবি" নামক একটা ফোল্ডারে আপলোড দিয়ে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি প্রেমী সিনেমা পাগল বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মদের জীবনান্দ উপভোগের/উপলব্দির/বিশ্লষণের ভীতর দিয়ে জানার আরও সুযোগ করে দিলে খুশি হইতেম আর কি! সর্বদাই জানতে পারতেম- "বাংলাদেশ চলচ্চিত্রের রাজাধিরাজ, আমাদের মহানায়ক 'নায়ক রাজ রাজ্জাক- কেন নায়ক রাজ (?)' কেন আর সকলকে ছাপিয়ে বাংলাদেশ চলচ্চিত্রে নাম্বার ওয়ান (?)"।
ছোট বেলার স্বপ্ন ,আমার মনের কথা পড়ার সময় এর গান।
❤❤❤❤❤❤❤❤❤
কলকাতা থেকে 🇮🇳🇮🇳🇮🇳👍
গান গুলা শুনলে পুরাতন দিনের কথা মনে পরে। বিয়ে বাড়ি এই গান গুলা না বাজলে বিয়ে বাড়ি মনেই হত না।
হারিয়ে গেছে রেকর্ড মাইক বিয়ে বাড়িতে এইসব গান না বাজলে বিয়ে বাড়িতে জমে উঠতো না গান শুনলে মনে হয় সেই অতীত কালে আছি ধন্যবাদ পুরাতন কে ধরে রাখার জন্য।
এই গানের রেকর্ড গুলো আমি নিজে বাজিয়েছি।
Ato shondur akta commaent korara jannu Tnx.bro
এটা এত আগের গান! লিরিক,সুর,ভয়েজ,অভিনয় ১০০/১০০❤
সেই ছোট বেলা থেকে খুব আশা ছিলো শাবান ম্যাডামকে সরাসরি এক নজর দেখার,কিন্তু সেই আশা আশাই থেকে গেলো।মনে হয় না আর কখনো দেখতে পাবো।
আমেরিকা গেলে দেখতে পাবেন
বাংলাদেশের চলচ্চিত্র জগতের মহানায়িকা শাবানা ম্যাডাম ও ববিতা ম্যাডামের অপূর্ব সুন্দর অভিনয় অপূর্ব সুন্দর গান।এ রকম গান মনে হয় বাংলাদেশে আর হবে না।
এই গানটা ছোটবেলায় অনেক শুনেছি ৷ গ্রামে বিয়ে বাড়ী অপুর্ণ থেকে যেতো এসব গান ছাড়া ৷ আজআজই প্রথম দেখলাম ভিডিও ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পুরোনো গান আপলোড দেওয়ার জন্য ৷ সাউন্ড এতো ক্লিয়ার ৷ খুব ভালো লাগলো ৷
Most welcome
চমৎকার
Opurbo srishti... Chomotkar gan.
আবার যদি সেই সোনালী দিনের সিনেমার গানগুলি ফিরে আসত তাহলে পুরো সমাজেই তার একটা প্রতিফলন ঘটত
শাবানার আগুনের মতো রুপ।এতো সুন্দর মুখ অথচ একদম সিম্পল। শাবানা নিজেই বোধহয় জানতো না সে কতো সুন্দর।
Nil, Shabana Shabana na kore dhormer pothe ashun. Cholun shobai mile namaj pori. Amin
@@latifaakhter6101 মাফ করবেন। আপনি এখানে কেন এসেছেন ? এটা নিশ্চয়ই ধর্ম পালনের যায়গা নয়।
আপনার কথা শুনে মনে হচ্ছে যে, আপনি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের রূপের প্রশংসা সহ্য করতে পারছেন না।
হ্যা,
শুধু আপনি ই জেনেছেন কতো রুপ ওনার...! রূপের সংগা ই আগে জেনে নিন
ভাই😍
@@latifaakhter6101 আপনি একজন বক ধার্মিক।
Breathtaking song, most of the humans admire this song.
Very nice song, superb melody and also two legends are sharing the screen which is historical !!
২০২৩ সালে কারা আচেন,,
সাবানা ববিতা একসাথে
সাথে কিংবদন্তি সাবিনা ইয়াসমিন।
এত সুন্দর গান ও নাচের মুদ্রা। মন ছুঁয়ে যায়।। শেয়ার করার জন্য ধন্যবাদ।।
আমার অনেক পছন্দের গান,,😍😍
২০১৯ সালে কে কে শুনতিছেন,, হাত তুলুন✋✋✋
hat tul lam
😜😜😜😜
Aysha's Rooftop garden 😜😜😜😜😜😜😜
✋
✋
Onk....din..pora.
jiboner...hariya...jawa...song ta..sunta kar na...valo...lage.
Old is gold❤
আমার অনেক প্রিয় গান
Masterpiece, definitely old is gold.
বড় ভাইদের কমেন্ড গুলো পড়ে ভালই লাগল। অনেকের সেইদিন গুলোর কথা মনে পড়ছে। গানগুলো বার বার শুনলেও মন ভরে না।
iাহ
আমার বয়াস ২৭চলে আমি পুরোন গানগুলো বেসি শুনি ২০২০সাল চলে।
জানি সম্ভব হবে না, তবুও মন চায় সেই সাদাকালোর যুগে ফিরে যেতে। তখনকার মানুষের মনগুলোও ছিল এই দৃশ্যের মতো সাদামাটা। আজ মানুষের মনে এত বেশি রং লেগেছে যে মৌলিকত্ব থেকে দূরে সরে গেছে।
Nice❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুই নায়িকা একই গানে বন্দি। গানটিও অসম্ভব সুন্দর। আগেকার বিয়ে বাড়িতে মাইকে গানটি বাজানো হতো।
সাবিনা আছে এই গানে, রুনা লায়লা থাকলে ষোলকলা পূর্ণ হতো ❤❤❤
2 LEGENDS in 1 frame !!!!!!!!!!
Obviously but sabina yasmin made this song icon with writer Mr Moniruzzaman..a bunch of virtual peoppe mixed here.
@@niazdinar গানটির কথা লিখেছেন কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। এবং সুর করেছেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক আলী হোসেন। কন্ঠে কোকিলকন্ঠী সাবিনা ইয়াসমিন ও সহশিল্পী বৃন্দ। আর অভিনয় করেছেন দেশের দুই কিংবদন্তী শিল্পী শাবানা ও ববিতা। যাদের হৃদয় ছোঁয়া অভিনয় গানটিকে এক অনিন্দ্য সুন্দর করে তুলেছে।
৩ জন কিংবদন্তি এক গানে, শাবানা, ববিতা আর সাবিনা ইয়াসমিন ❤❤❤❤❤
সোনালী যুগের সোনালী গান। গায়ে হলুদ আর এ গান যেন একে অপরের পরিপূরক।
অসাধারণ। বার বার শুনতে ও দেখতে ইচ্ছে করে।
চমৎকার বিয়ের গান। অথচ বিয়ে-শাদীর অনুষ্ঠানে কেউ বাজায় না।
Superlative Song...!!!...Old is always Gold.
রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা ডুবি-উপন্যাস অবলম্বনে সোহাগ সিনেমাটি তৈরি করেন সাইফুল আজম কাশেম। এরপর তিনি তৈরি করেন ঘরসংসার নামের আরেকটি সুপারহিট সিনেমা। ২০১৯ সালে এই কৃতি বাঙ্গালীর সবাইকে ছেড়ে চলে যান।
কি দিয়া মন কারিলা ও বন্ধুরে অন্তরে পীরিতের আগুন জ্বালাইলা
হে বাংলাদেশ চলচ্চিত্রের রাজাধিরাজ-
আমাদের মহানায়ক নায়করাজ রাজ্জাক
সশ্রদ্ধ ভালবাসা তোমায়,
আবার এসো এ বাংলায়
নতুনত্ত্বের মধ্য দিয়ে-
নিয়ে তোমার শৈল্পিকতার যাদুর বাঁশি।
Thnku❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
সোহাগ-- একটি অসাধারণ ছবি। সোনালী যুগের একটি সোনার ফসল।
জানিয়ে দিন আর কখনো ফিরে আসবে না তবুও মনে হয় বারবার ছবিগুলো দেখি ছবি দেখে মনে হচ্ছে আগের দিনে ফিরে আসছি
নায়করাজ রাজ্জাক অভিনীত আমার দেখা আড়াই শতাধিক ছবি হতে সেরা শতাধিক ছবির নাম এখানে উল্লেখিত শুধু উপভোগের/উপলব্দির/বিশ্লেষণের প্রয়োজনে "বাংলাদেশ চলচ্চিত্রের রাজাধিরাজ, আমাদের মহানায়ক রাজ্জাক- কেন নায়ক রাজ (?) কেন আর সকলকে ছাপিয়ে বাংলাদেশ চলচ্চিত্রে নাম্বার ওয়ান (?)
*** ১) জীবন থেকে নেয়া ২) ছুটির ঘন্টা ৩) অশিক্ষিত ৪) আনোয়ারা ৫) রংবাজ ৬) অবুঝ মন ৭) লাইলী মজনু ৮) নীল আকাশের নীচে ৯) পীচ ঢালা পথ ১০) ময়না মতি
১১) দর্পচূর্ণ ১২) স্বরলিপি ১৩) অনন্ত প্রেম ১৪) ঢেউয়ের পর ঢেউ ১৫) দীপ নেভে নাই ১৬) ছন্দ হারিয়ে গেল ১৭) স্মৃতি দিয়ে ঘেরা ১৮) অশ্রু দিয়ে লেখা ১৯) মনের মত বউ ২০) গাঁয়ের ছেলে
২১) মাটির ঘর ২২) এতটুকু আশা ২৩) অধিকার ২৪) মধু মিলন ২৫) আলোর মিছিল ২৬) ঝড়ের পাখি ২৭) অনির্বাণ ২৮) আগুন ২৯) নূপুর ৩০) কখগঘঙ
৩১) বড় বউ ৩২) পরিচয় ৩৩) কাজল লতা ৩৪) সোনালী আকাশ ৩৫) অমর প্রেম ৩৬) নাচের পুতুল ৩৭) রজনীগন্ধা ৩৮) বাদী থেকে বেগম ৩৯) তালাক ৪০) প্রিয়তমা
৪১) মহানগর ৪২) বড় ভাল লোক ছিল ৪৩) অবাক পৃথিবী ৪৪) চন্দ্রনাথ ৪৫) কি যে করি ৪৬) সৎভাই ৪৭) বিরহ ব্যথা ৪৮) পাগলা রাজা ৪৯) অভাগী ৫০) আনার কলি ***
** ৫১) ঘরণী ৫২) আমার জন্মভূমি ৫৩) টাকা আনা পাই ৫৪) শেষ পর্যন্ত ৫৫) এরাও মানুষ ৫৬) বাঁশরী ৫৭) দুই ভাই ৫৮) আবির্ভাব ৫৯) আগুন নিয়ে খেলা ৬০) স্মৃতিটুকু থাক
৬১) অনেক প্রেম অনেক জ্বালা ৬২) দুই পয়শার আলতা ৬৩) কত যে মিনতি ৬৪) যে আগুনে পুড়ি ৬৫) আলো তুমি আলেয়া ৬৬) কাঁচ কাটা হীরে ৬৭) এখানে আকাশ নীল ৬৮) জীবন সঙ্গীত ৬৯) মায়ার বাঁধন ৭০) সাধু শয়তান
৭১) নাজমা ৭২) অতিথি ৭৩) অলংকার ৭৪) অভিমান ৭৫) কালো গোলাপ ৭৬) সুয়োরাণী দুয়োরাণী ৭৭) প্রতিশোধ ৭৮) বেঈমান ৭৯) প্রতিনিধি ৮০) শ্লোগান
৮১) ঝুমুর ৮২) মানুষের মন ৮৩) আসামী ৮৪) কাবিন ৮৫) গাঁয়ের বধূ ৮৬) আপন জন ৮৭) সমাপ্তী ৮৮) ছদ্মবেশী ৮৯) নাত বৌ ৯০) সোনা বউ
৯১) পুত্রবধূ ৯২) গৃহলক্ষী ৯৩) ঘর সংসার ৯৪) সোহাগ ৯৫) অনুরাগ ৯৬) বদনাম ৯৭) সংসার ৯৮) বাবা কেন চাকর ৯৯) অন্ধবিশ্বাস ১০০) প্রফেসর **
* ১০১) সন্ধি ১০২) স্বাক্ষর ১০৩) স্বাধীন ১০৪) আওয়ারা ১০৫) স্বামী স্ত্রী ১০৬) ঢাকা ৮৬ ১০৭) সন্ধান ১০৮) সহধর্মিনী ১০৯) সতীনের সংসার ১১০) ফুলশয্যা
১১১) দরবার এ খাজা ১১২) ওরা ১১ জন ১১৩) নতুন পৃথিবী ১১৪) সমাধী ১১৫) সুখে থাকো ১১৬) গুন্ডা ১১৭) শুভদা ১১৮) নাগিন ১১৯) দেবর ভাবী ১২০) মতি মহল
১২১) সোনার চেয়ে দামী ১২২) ভুল যখন ভাঙ্গলো ১২৩) স্মাগলার ১২৪) বন্ধু ১২৫) অভিযান ১২৬) রাজবন্দী ১২৭) অর্পণ ১২৮) বদলা ১২৯) জিঞ্জির ১৩০) চোর
১৩১) প্রায়শ্চিত্ত ১৩২) শর্ত ১৩৩) মালা মতি ১৩৪) সিদ্ধান্ত ১৩৫) রাজামিস্ত্রী ১৩৬) সেতু ১৩৭) স্বপ্ন ১৩৮) সম্মান ১৩৯) শ্রদ্ধা ১৪০) বেহুলা
১৪১) চোখের জলে ১৪২) আদরের বোন ১৪৩) সমর ১৪৪) কেউ কারো নয় ১৪৫) মানিক ১৪৬) রাম রহিম জন ১৪৭) ভাংগা গড়া ১৪৮) আগন্তুক ১৪৯) কাপুরুষ ১৫০) নাগ নাগিনী *
১৫১) জন্মদাতা ১৫২) নীতিবান ১৫৩) যোগাযোগ ১৫৪) দূর্নাম ১৫৫) রাজা সাহেব ১৫৬) সোনার হরিণ ১৫৭) বিধাতা ১৫৮) অংগার ১৫৯) মৌ চোর ১৬০) অসাধারণ
১৬১) আকাঁবাকাঁ ১৬২) অগ্নিকন্যা ১৬৩) গাদ্দার ১৬৪) জীবন তৃষ্ণা ১৬৫) মায়ের আঁচল ১৬৬) চাঁদ সুরুজ ১৬৭) রাজ নর্তকী ১৬৮) শাস্তি ১৬৯) আগমন ১৭০) জনম দুঃখী
১৭১) সখি তুমি কার ১৭২) লালু ভুলু ১৭৩) অংশিদার ১৭৪) অনুরোধ ১৭৫) যোগ বিয়োগ ১৭৬) রাজার রাজা ১৭৭) মিঃ মওলা ১৭৮) জোকার ১৭৯) চৌধুরী বাড়ী ১৮০) আশ্রয়
১৮১) হৃদয়ের আয়না ১৮২) তুমি আমার স্বামী ১৮৩) সন্তান যখন শত্রু ১৮৪) বাবা কেন আসামী ১৮৫) বাপ বেটার লড়াই ১৮৬) জীনের বাদশা ১৮৭) সবার উপরে মা ১৮৮) প্রেমশক্তি ১৮৯) আমাদের সন্তান ১৯০) জজ সাহেব
১৯১) জমিদার বাড়ির মেয়ে ১৯২) কোটি টাকার কাবিন ১৯৩) পিরিতির আগুন জ্বলে দ্বিগুন ১৯৪) বাপ বড় না শ্বশুর বড় ১৯৫) বিয়ের প্রস্তাব ১৯৬) আকাশ ছোঁয়া ভালবাসা ১৯৭) হৃদয়ে লেখা নাম ১৯৮) জীবন চাবী ১৯৯) রাগী ২০০) পিতার আসন
২০১) এই যে দুনিয়া ২০২) আমি বাচঁতে চাই ২০৩) কখনো মেঘ কখনো বৃষ্টি ২০৪) বিয়ে বাড়ি ২০৫) বাবার জন্য যুদ্ধ ২০৬) কুখ্যাত খুনি ২০৭) মন দিয়েছি তোমাকে ২০৮) জীবনের চেয়ে দামী ২০৯) এরই নাম ভালবাসা ২১০) জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার
২১১) শান্ত কেন মাস্তান ২১২) চাচ্চু আমার চাচ্চু ২১৩) মোস্ট ওয়েলকাম ২১৪) মরণ নিয়ে খেলা ২১৫) ভালবাসার শেষ নাই ২১৬) ভালবাসার রং ২১৭) বাপ বেটির যুদ্ধ ২১৮) শেষ প্রতিক্ষা২১৯) সমাজকে বদলে দাও ২২০) কোটি টাকার ফকির
২২১) কে তুমি ২২২) আশার আলো ২২৩) যাদুর বাঁশি ২২৪) রাজলক্ষী শ্রীকান্ত ২২৫) খেলাঘর ২২৬) পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী ২২৭) আকাশ কত দূরে ২২৮) হৃদয় ভাঙ্গা ঢেউ ২২৯) কাজের মানুষ ২৩০) জানের জান।।
ধন্যবাদ তোমাকে
I love this songs it’s my Bangladeshi wedding songs (1.11.2018)
শাবানা ম্যাম আমার জান।বাংলাদেশের সেরা নায়িকা উনার পায়ের যোগ্য নায়িকা নায়ক কখনও হয়ে উঠেনি আর হবেওনা।
Akram Hossain cow dog horse
Bengali cooking, apni joggotar ki bujhen?
Sabana, bobita 2 jon e onak talent !! Kaw karo thakah kom na !!
আপনার শাবানা ম্যাম বিলাপ আর দুঃখী ভাব ছাড়া বেশি কিছু ই এত বছর করে গেছেন.....? এতো কানা না হয়ে ভালো করে দেখেন ঃ ববিতা ম্যাম সব রকম চরিত্রে সমান সুযোগ্য ছিলেন.....।
*আর তাই তো শাবানা শুধু এদেশের একজন সেরা অভিনেত্রী এবং ববিতা
ববিতা এদেশে এবং আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা একমাত্র বাংলাদেশী সেরাদের সেরা অভিনেত্রী 💚
**কানা চোখে না দেখে...ফিল্মী হিস্ট্রি গুলো আরও জেনে সবার সম্পর্কে মন্তব্য করবেন, কেমন 😍
@@AR-yx6ov এই আপনি বিচারক। আপনার মত বিচারক চেয়ারে বসলে, সে দেশে হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রী হবে।
❤গান টা অনেক ভালো লাগে ❤
ছোট বেলায় এই সব গান শোনার জন্য মায়ের বকুনি উপেক্ষা গভীর রাত পর্যন্ত জেগে থাকতাম
nic
e
2020 তে কে কে দেখছে লাইক কমেট করে য়ানাও
আমি দেখছি।
ম্যাডাম আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে দিতেন
Nice❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😂
১৯৭৬,৭৭,৭৮,৭৯,৮০ সালের দিকে এই রকম গান গুলো বিয়ে বাড়িতে অনেক অনেক বেশি বাজানো হত। আগেকার মানুষের রুচি বোধ ছিল সত্যিই আলাদা।
বার বার শূনেও মন ভরেনা আগের গানের তুলনা হয় না
আমার ছোটবেলার স্বপ্ন সাবানা আপুকে দেখি সরাসরি।
Old is gold from uttara
বিয়ে মানে এই ♬ গান
পুরাতন দিনের কথা মনে হয় এসব গান শুনলে
সাদাকালোয় সোনালী যুগের সোনালী গান। ‘সোহাগ’ ছবির পর ‘সাইফুল আজম কাশেম’ বানিয়েছিলেন - ঘর সংসার, বৌরাণী ইত্যাদি। সবক’টি ছবিই ছিল অসাধারণ।
H
((8
Motemohol
He was our neighbour
Right
কিদিয়া মন কারিলা
choto belay biye barite maike ganta suntam khub valo lagto aj UA-cam deklam valo laglo.
এখনো এই ধরনের গান দিয়ে ছবি বানালে স পরিবারে ছবি দেখবে।
We lost great film makers, good artists, good painters, poets, literatures.many more intellectuals peoples.
Pagol 1 osadarun gaan
Where is lost these music makers?They did not know that still demand it for every generations for decade after decade.
Sabana is most beautiful actress in this industry.no doubt about that.
amaro
Nitu Hossain, most beautiful actress Babita, Shabana noy.
Shabana best❤️♥️♥️❤️♥️
Shabana is a good actress, but Bobita is very beautiful
শিউলি ইসলাম. গানটি অসাধারণ.
Eti ekti asadharon sundor beyer gan. valo lage emongan sunte amar.
m
আমার খুব পছন্দের গান
হাকিম হইয়া হুকুম করে আর পেয়াদা হয়ে মারে, এই গানের প্রথম কলি কি হবে, ও কোন সিনেমার গান। আর শিল্পীর নাম কি,দয়া করে জানালে খুব খুসি হতাম,ধন্যবাদ
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া
অপূর্ব ❤
আগের দিন গান গুলো সত্যি অসাদারন
Soyeb Akter ekdom shotti... Dhonnobad
Soyeb Akter
সঠিক
এই গান গুলোও আমাদের গ্রাম- বাংলার ঐতিহ্য
উনার আসল নাম রত্না ছোট বেলায় এই ছবি দেখেছি মনে নেই এখন শুধু অতিত উনি বিদেশে থাকেন যে খনেই থাক ভাল থাকবেন এবং উনার পরিবারের সবাই যেন ভাল থাকেন ধন্যবাদ
গান গুলো শুনলে আবারও বিয়ে করতে মন চায়। কিন্তু সেটা আর সম্ভব না এ জন্য মাঝে মাঝে দুজন এক সাথেই শুনি।
😂😂😂
সেই দিন ফিরে আর আসবেনা।
শাবানা ম্যাডাম আমার অনেক প্রিয় অভিনেতা এবং নায়িকা,এমন অভিজ্ঞতা অভিনয় করতে আর কেউ পারবে না,অনেক মিস করি শাবানা ম্যাডাম কে।
আমারও ভীষণ প্রিয়।
কেন ভাই....?
ওনি বিলাপ করা আর দুঃখী ভাব ছাড়া আর অন্য অভিনয় করেন তাই......? 😭
এমন গান আর কি তৈরি হবে ্্্ এই বাংলায় ্্্
md.ismail ismail ipkkjjgffgghgg
Qute❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂
Very nice song..
Very nice songs 💚🌹💜🌹💙🌹❤️🌹🖤
হেব্বি জোস।
কত জায়গায় যে সুটিং দেখার জন্য ছুটে বেড়াইছি কিন্তু শাবানাকে দেখতে পারিনি
My Uncle Sayful Azam Kashem who was the director died today 11-3-19. Make dua
He was our neighbour. Where is juli?
Inna lillahe wa inna ilaihe razeun
Where is nafis?
Inna nillahe wa inna ilaihe razeun
আগের গান কতো সুন্দর
xoss lage...razzak sirer movie
Woww amaging😄😄😄😉
বিয়ে বাড়ির অনুভুতি জেগে ওঠে।
হাঃ হাঃ
এই ছবি দেখে নাকি আমার নাম রাখছিলো সোহাগ 😀
তাই্? ভাল তো
Nice voice Sabina ishmin
তখনকার সময়ের নায়ক -নায়িকা দের বেশ-ভূষা, চালচলন, অভিনয় ছিল মাজির্ত,রুচিসম্মত।তাই তাদের অভিনয় মানুষের অন্তরে পৌছাঁতো
এই গান শুনার জন্য আমি জন্মেছি
Osam soon 🙂
এখনো গ্রামের বিয়ে তে এসব গান বাজতে দেখা যায়
thank you sooo much
অনুধাবন পূর্বক যদি সম্ভব হয় নায়করাজ রাজ্জাক অভিনীত সবগুলো ছবি "রাজাধিরাজ নায়করাজ রাজ্জাক অভিনীত ছায়াছবি" নামক একটা ফোল্ডারে আপলোড দিয়ে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি প্রেমী সিনেমা পাগল বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মদের জীবনান্দ উপভোগের/উপলব্দির/বিশ্লষণের ভীতর দিয়ে জানার আরও সুযোগ করে দিলে খুশি হইতেম আর কি!
সর্বদাই জানতে পারতেম- "বাংলাদেশ চলচ্চিত্রের রাজাধিরাজ, আমাদের মহানায়ক 'নায়ক রাজ রাজ্জাক- কেন নায়ক রাজ (?)' কেন আর সকলকে ছাপিয়ে বাংলাদেশ চলচ্চিত্রে নাম্বার ওয়ান (?)"।
Ys
Ami 1st tym shunlam. But this is a good song
Golden past
Bobita is very attractive and beautiful
Yes Yes Yes💚
ববিতা,সাবানার একসাথে মনে হয় এই একটাই মুভি,
নাহ শাবানা ববিতা একসাথে মোট পাঁচ ছয়টি ছবিতে অভিনয় করেছেন। সোহাগ, বারুদ, ফকির মজনু শাহ্, সোনার হরিন, কাপুরষ
আরো আছে সোনার হরিণ সহ আরো তিনটা
Bobita, shabana r kobori r ekshathey kora chobir naam din pls
সব গানই ভাল
Excellent movie that hear song
মন ছুয়ে যায়।
রাতজেগে রেডিওতে শুনতাম
অসাধারন গান
শাবানি ও ববিতা অভীনিত গান ছবি সোহাগ
darun
this can help for singing and dancing
ভাল গান
nice song 🇧🇩🇧🇩
Nice song.