হে আল্লাহ কার ফতোয়া নেব , কিছু বুঝতে পারছি না, আল্লাহ্ তুমি আমাদের কে সঠিক পথে চলার তৌফক দান করো। আমরা তো মূর্খ মানুষ কিছু জানি ও না আর কিছু বুঝি ও না, মাওলানা রাহুল ব্রাদার আর এদিকে আমাদের মওলানা নাসিরউদ্দিন চাঁদপুর সাহেব দুজনে সহি বুখারী শরীফ খুলে প্রমাণ দেখছেন সব কিছুর , আমার মনে হয় এই রকম দুর থেকে তর্ক বিতর্ক না করে এমন একটা মাহফিল হক যেখানে দুই মুজাফের মওলানা এসে সঠিক টা দেখিয়ে দেক আমাদের মত এই মূর্খ মানুষ দের কে,
Br. rahul একজন সাধারণ মানুষ, সে কোনো আলেম নয়, এরা বুখারী শরীফের মন গড়া ব্যাখ্যা করে থাকে, nasiruddin saheb উনি একজন আলেম(জ্ঞানী), ধর্মের কথা নিশ্চয় আমাদের nasiruddin সাহেবের কাছ থেকে নিতে হবে,,কারণ আল্লাহ্ বলেন আমাকে যদি কেউ ভয় করার মত ভয় করে তারা হলেন উলামাগন.... আল্লাহ বলেন... নিজে আলেম হও বা আলমের ছাত্র হও নাহলে আলেম দের সাথে থাকো নিশ্চয় আল্লাহ যার সাথে থাকতে বলেছেন তার কথা মানব ইনশাআল্লাহ
Br Rahul akjon bangla onubad pora lok !! Or joggota ney Qur'an o hadis theke masla bar korar !! O nije nije Hadis bakkha kore jeta hadiser usul er biporit! Hadis bojhar bapare ager boro boro muhaddis gon er comt o tader okkomoter (ijma) thaka sorto !!
Attached is the signed copy of the signed copy of Ttttttttttttttt to get a new one and it 5tttttttttttttt5t55 55ttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt5tt5tt5ttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt5ttttt5t5555tt5t5ttlltt 9:42 the same time I don't and I will be there at the same time I don't and I will be there at the same time I 10:24 I will be there at the same time I don't
باب مَا جَاءَ فِي الْوِتْرِ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَلاَةِ اللَّيْلِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ أَحَدُكُمُ الصُّبْحَ صَلَّى رَكْعَةً وَاحِدَةً، تُوتِرُ لَهُ مَا قَدْ صَلَّى ". وَعَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، كَانَ يُسَلِّمُ بَيْنَ الرَّكْعَةِ وَالرَّكْعَتَيْنِ فِي الْوِتْرِ، حَتَّى يَأْمُرَ بِبَعْضِ حَاجَتِهِ. পরিচ্ছেদঃ ৬২৮. বিতরের বিবরণ। ৯৩৭। আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, এক ব্যাক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট রাতের সালাত (নামায/নামাজ) সম্পর্কে জিজ্ঞাসা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতের সালাত দু’দু’(রাকা’আত) করে। আর তোমাদের মধ্যে কেউ যদি ফজর হওয়ার আশংকা করে, সে যেন এক রাকা’আত মিলিয়ে সালাত আদায় করে নেয়। আর সে যে সালাত আদায় করল, তা তার জন্য বিতর হয়ে যাবে। নাফি (রহঃ) থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) বিতর সালাতের এক ও দু’ রাকা’আতের মাঝে সালাম ফিরাতেন। এরপর কাউকে কোন প্রয়োজনীয় কাজের নির্দেশ দিতেন। সহীহ বুখরী, ইসলামী ফাউন্ডেন। হাদীস ৯৯০,৯৯১। বিতর সলাত অধ্যায়।
আমি একটা জিনিস জানতে চাই, হুজুরের মা, বোন, স্ত্রী ও মেয়েরা কোথায় হাত বেধে নামাজ পরেন? যদি বুকের উপর হাত বাধেন তাহলে উনার মতে এতো দুর্বল হাদিসের উপর আমল করছেন কেন?
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ নাবী(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে ব্যক্তি সলাত আদায় করল অথচ তাতে উম্মুল কুরাআন (সূরাহ্ ফা-তিহা) পাঠ করেনি তার সলাত ত্রুটিপূর্ণ থেকে গেল, পূর্ণাঙ্গ হল না। এ কথাটা তিনবার বলেছেন। আবূ হুরায়রা্(রাঃ)-কে জিজ্ঞেস করা হল, আমরা যখন ইমামের পিছনে সলাত আদায় করব তখন কী করব? তিনি বললেন, তোমারা চুপে চুপে তা পড়ে নাও। কেননা আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, মহান আল্লাহ বলেছেনঃ আমার এবং আমার বান্দার মাঝে আমি সলাত কে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি এবং আমার বান্দার জন্য রয়েছে সে যা চায়। বান্দা যখন বলে, (আরবী) (সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর জন্য), আল্লাহ তা’আলা তখন বলেনঃ আমার বান্দা আমার প্রশংসা করেছে। সে যখন বলে, (আরবি) (তিনি অতিশয় দয়ালু এবং করুণাময়); আল্লাহ তা’আলা বলেনঃ বান্দা আমার প্রশংসা করেছে, গুণগান করেছে। সে যখন বলে, (আরবি) (তিনি বিচার দিনের মালিক); তখন আল্লাহ বলেনঃ আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। আল্লাহ আরো বলেনঃ বান্দা তার সমস্ত কাজ আমার উপর সমর্পন করেছে। সে যখন বলে, (আরবি) (আমরা কেবল তোমারই ‘ইবাদাত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি); তখন আল্লাহ বলেনঃ এটা আমার এবং আমার বান্দার মধ্যকার ব্যাপার। (এখন) আমার বান্দার জন্য রয়েছে সে যা চায়। যখন সে বলে, (আরবি) আমাদের সরল-সঠিক পথে পরিচালনা করুন। যেসব লোকদের আপনি নি’আমাত দান করেছেন, তাদের পথে নয় যাদের প্রতি আপনার গযব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে, তখন আল্লাহ বলেনঃ এসবই আমার বান্দার জন্যে এবং আমার বান্দার জন্যে রয়েছ সে যা চায়। সুফ্ইয়ান বলেন, আমি ‘আলা ইবনু ‘আবদুর রহমান ইবনু ইয়া’কূবকে জিজ্ঞেস করলে তিনি আমাকে এ হাদীস বর্ণনা করে শুনান। এ সময় তিনি রোগশয্যায় ছিলেন এবং আমি তাকে দেখতে গিয়াছিলাম। ( ই. ফা. ৭৬২, ই. সে. ৭৭৪) সহিহ মুসলিম, হাদিস নং ৭৬৪ হাদিসের মান: সহিহ হাদিস
আমিন সশব্দে আসতে বলা সম্মিলিতভাবে আসতে বলা আওয়াজ এক হতে পারে না। আওয়াজ হয়। কিন্তু বাংলাদেশের মসজিদগুলোতে দেখেছি নিঃশব্দে আমিন বলে। আসতে বলাটাও একটা শব্দ হয়। বা আওয়াজ হয়। নিঃশব্দে বললে সেটা মনে মনে হয়। আল্লাহ সুবহানাতায়ালা সূরা হিজরে ৮৭ নম্বর আয়াতে বলেছেন আমি তোমাকে দিয়েছি পুনঃ পুনঃ আবৃত্ত সপ্ত আয়াত আর মহা কুরআন। সাবা মাসানি মাছানি অর্থ বারবার পঠিত হয় নামাজের মধ্যে বারবার পড়িতে হয়। শেখ নাসির উদ্দিন চাঁদপুরী আল্লাহ সুবাহানাতায়ালা কুরআনুল কারীমে সূরা হিজরে। বারবার সূরা ফাতিহা পড়ার কথা উল্লেখ করেছেন।
সুনান আবু দাউদ ৭৫৯ নম্বর হাদিস দেখে নিও বুকের উপর হাত বাধার । আর আমিন জোরে বলার হাদিস সহীহ বুখারী ৭৮০ নম্বর । নামাজের পর সম্মিলিত মোনাজাত বিদাত চাঁদপুরি তোমার হানাফি কেল্লা লেখা আছে ।নাভির নিচে হাত বাধার ৩ টি হাদিস আছে তিনটিই জাল/জইফ/দুর্বল হাদিস, বুকের অপর হাত বাধার 5 টি হাদিস আছে পাঁচটিই সহিহ/সঠিক । ধর্মের নামে মিথ্যা কথা বলে পরকাল হারাতে চাইছেন কেন ।
ভাই জানেরা,, এই আলেম যাই বলুক,,আপনারা accept করলে করবেন, আর না করলে plz তাকে গাল মন্দ করবেন না,,,কারন সেও একটা আলেম,আর তাদের অনুসরণ বা সম্মান করেই আমরা জান্নাতের পথচারী হতে পারবো,,, কিন্তু তাদের গাল মন্দ করে সেটা পারা কিন্তু সম্ভব না।। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৈফিক দান করুক আমিন।।।
পবিত্র কুরআন আল্লাহর রাসূল সাঃ নিকট নাযিল হয়েছিল, কুরআন রসুল সাঃ বেশি বুঝতেন, তাঁর সময় যখন করে আমীন বলা হতো, সূরা ফাতেহা ছাড়া সালাত হয় না যখন তিনি বলছেন, তখন আপনার কথা কিভাবে নেয়া যাবে?
বুখারিতে কি নাভীর নিচে হাত বাধার হাদীস আছে, উওর হচ্ছে নাই বরং আমার জানামতো সুনানে আবু দাউদ এ ৭৫৯ নম্বর হাদীস এ বুকের উপর হাত বাধার হাদীসকে সহিহ বলা হয়েছে এবং ঠিক এর আগের হাদীস এ ৭৫৮ নম্বর হাদীসে নাভির নিচে হাত বাধার হাদিসকে দুর্বল বলা হয়েছে
নিজেদের মতকে প্রাধান্য দিতে গিয়ে নবীজির নিয়ম নীতি ওহানাফী মাযহাবের এবং অন্য সকল মাযহাবের বড় বড় আলেম ইমামগণের দেয়া ফতোয়ার বিরুদ্ধে জেনে বুঝেই আপনার বিদ'আতকে চালু রাখার জন্য শয়তানের মতো যুক্তি দিলেন।আল্লাহ আপনাকে সঠিক দ্বীন বুঝার তওফিক দিন ও তা মেনে চলার তৌফিক দিন আমীন
৭৬৪-(৩৮/৩৯৫) ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি সালাত আদায় করল অথচ তাতে উন্মুল কুরআন (সূরাহ ফা-তিহাহ্) পাঠ করেনি তার সালাত ত্রুটিপূর্ণ থেকে গেল, পূর্ণাঙ্গ হল না। এ কথাটা তিনবার বলেছেন। আবূ হুরাইরাহ (রাযিঃ) কে জিজ্ঞেস করা হল, আমরা যখন ইমামের পিছনে সালাত আদায় করব তখন কী করব? তিনি বললেন, তোমরা চুপে চুপে তা পড়ে নাও। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছি, মহান আল্লাহ বলেছেনঃ আমার এবং আমার বান্দার মাঝে আমি সালাতকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি এবং আমার বান্দার জন্য রয়েছে সে যা চায়। বান্দা যখন বলে, الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর জন্য), আল্লাহ তা'আলা তখন বলেনঃ আমার বান্দা আমার প্রশংসা করেছে। সে যখন বলে, الرَّحْمَنِ الرَّحِيمِ (তিনি অতিশয় দয়ালু এবং করুণাময়); আল্লাহ তা'আলা বলেনঃ বান্দা আমার প্রশংসা করেছে, গুণগান করেছে। সে যখন বলে, مَالِكِ يَوْمِ الدِّينِ (তিনি বিচার দিনের মালিক), তখন আল্লাহ বলেনঃ আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে আল্লাহ আরো বলেনঃ বান্দা তার সমস্ত কাজ আমার উপর সমর্পণ করেছে। সে যখন বলে, إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ (আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি) তখন আল্লাহ বলেন। এটা আমার এবং আমার বান্দার মধ্যকার ব্যাপার। (এখন) আমার বান্দার জন্য রয়েছে সে যা চায়। যখন সে বলে,اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ * صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ (আমাদের সরল-সঠিক পথে পরিচালনা করুন। যেসব লোকদের আপনি নি'আমাত দান করেছেন, তাদের পথে নয় যাদের প্রতি আপনার গযব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে; তখন আল্লাহ বলেনঃ এসবই আমার বান্দার জন্যে এবং আমার বান্দার জন্যে রয়েছে সে যা চায়। সুফইয়ান বলেন, আমি 'আলা ইবনু আবদুর রহমান ইবনু ইয়াকূবকে জিজ্ঞেস করলে তিনি আমাকে এ হাদীস বর্ণনা করে শুনান। এ সময় তিনি রোগশয্যায় ছিলেন এবং আমি তাকে দেখতে গিয়েছিলাম। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৭৬২, ইসলামিক সেন্টারঃ ৭৭৪)
আপনি মনে হয় ভিডিওটি ভালোভাবে দেখেননি বা শুনেননি , অডিও টি শুনে যেটা মনে হলো রাহুল গণ্ড মুরখের মত তর্ক করে ছে, আর আপনি যদি উনার মত হয়ে থাকেন তাহলে আপনাকে বুঝিয়ে লাভলি
দোয়া গোপনে করার জন্য যদি আমিন আস্তে বলতে হয় তবে ফরজ নামাজের পর মে সম্মিলিত মোনাজাত করা হয় মাইকে /উচ্চস্বরে তাহলে সেটা কিভাবে সঠিক হয়। আপনার দুই ফতোয়া কন্টাডিক্টরি হয়ে গেল না?
ABU DAWOOD: Onucched no 120, Hadis no 759.. .............Rasul (SA) Buker upor hath bandhesen. Sahih hadis সুনান আবূ দাউদ অধ্যায়ঃ ২/ সালাত (كتاب الصلاة) হাদিস নম্বরঃ ৭৫৯ ৭৫৯। তাউস (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত আদায়কালে স্বীয় ডান হাত বাম হাতের উপর স্থাপন করে তা নিজের বুকের উপর বাধঁতেন। সহীহ। . باب وَضْعِ الْيُمْنَى عَلَى الْيُسْرَى فِي الصَّلَاةِ حَدَّثَنَا أَبُو تَوْبَةَ، حَدَّثَنَا الْهَيْثَمُ، - يَعْنِي ابْنَ حُمَيْدٍ - عَنْ ثَوْرٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ طَاوُسٍ، قَالَ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَضَعُ يَدَهُ الْيُمْنَى عَلَى يَدِهِ الْيُسْرَى ثُمَّ يَشُدُّ بَيْنَهُمَا عَلَى صَدْرِهِ وَهُوَ فِي الصَّلَاةِ . - صحيح
শুধুই তো Lecture দিয়ে যাচ্ছেন আপনি কি আপনার Lecture এর Comments গুলি একবার ও পড়েন তাহলে বুঝতে পারতেন বেশীরভাগ ভাইয়েরা আপনার উল্টটা বুঝেছেন অর্থাত কুরআন ও সহীহ হাদিসের আলোকে বুঝতে পারছেন যেটা আপনি বুঝতে পারেন নি ৷ কারণ আপনি সঠিকটা বোঝার তৌফিক পাননি ৷ তবে হ্যাঁ আপনি যদি ঘুমিয়ে না থেকেও ঘুমিয়ে থাকার ভান করেন তাহলে কে আপনাকে ঘুম ভাঙাবে? একমাএ মহান আল্লাহ তায়ালা পারেন আপনার সহীহ বা সঠিকটা বোঝার ৷ শয়তান অহংকার জিদ ও গোঁড়ামীর কারণে চির বিতাড়িত হয়েছে ৷ আর মুমিন সত্যকে সত্য বলে মেনে নেওয়ার কারনে আল্লাহ তায়ালার রহমতের আশ্রয় পেয়েছে ৷ আমাদের সকলের উচিত হবে যে কোন একজন ব্যক্তির উপর নির্ভরশীল না হয়ে কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা ৷ বা একাধিক বিজ্ঞ ওলামাদের বক্তব্য শুনে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া ৷
আল্লাহ তাআলা শায়েখকে দীর্ঘ হায়াত দান করুক আমিন
হে আল্লাহ কার ফতোয়া নেব , কিছু বুঝতে পারছি না, আল্লাহ্ তুমি আমাদের কে সঠিক পথে চলার তৌফক দান করো। আমরা তো মূর্খ মানুষ কিছু জানি ও না আর কিছু বুঝি ও না, মাওলানা রাহুল ব্রাদার আর এদিকে আমাদের মওলানা নাসিরউদ্দিন চাঁদপুর সাহেব দুজনে সহি বুখারী শরীফ খুলে প্রমাণ দেখছেন সব কিছুর , আমার মনে হয় এই রকম দুর থেকে তর্ক বিতর্ক না করে এমন একটা মাহফিল হক যেখানে দুই মুজাফের মওলানা এসে সঠিক টা দেখিয়ে দেক আমাদের মত এই মূর্খ মানুষ দের কে,
Br. rahul একজন সাধারণ মানুষ, সে কোনো আলেম নয়, এরা বুখারী শরীফের মন গড়া ব্যাখ্যা করে থাকে,
nasiruddin saheb উনি একজন আলেম(জ্ঞানী), ধর্মের কথা নিশ্চয় আমাদের nasiruddin সাহেবের কাছ থেকে নিতে হবে,,কারণ আল্লাহ্ বলেন আমাকে যদি কেউ ভয় করার মত ভয় করে তারা হলেন উলামাগন....
আল্লাহ বলেন... নিজে আলেম হও বা আলমের ছাত্র হও নাহলে আলেম দের সাথে থাকো
নিশ্চয় আল্লাহ যার সাথে থাকতে বলেছেন তার কথা মানব ইনশাআল্লাহ
বর্তমানে যারা বলে হাদিস মানে তাদের শায়েক অনেক কথা ভিন্ন একেঅপরের সাথে।।।
Br Rahul akjon bangla onubad pora lok !! Or joggota ney Qur'an o hadis theke masla bar korar !! O nije nije Hadis bakkha kore jeta hadiser usul er biporit! Hadis bojhar bapare ager boro boro muhaddis gon er comt o tader okkomoter (ijma) thaka sorto !!
বোদার রাহুল হল চটি মুফতি সে এবারত পড়তে পারেনা চটি বই থেকে নাম্বার বলে অার চিল্লা চিল্লি করে অথচ মুর্খরা তা বুঝেনা সে হল ফেতনাবাজ
Attached is the signed copy of the signed copy of
Ttttttttttttttt to get a new one and it 5tttttttttttttt5t55
55ttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt5tt5tt5ttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt5ttttt5t5555tt5t5ttlltt 9:42 the same time I don't and I will be there at the same time I don't and I will be there at the same time I 10:24 I will be there at the same time I don't
হে আল্লাহ হুজুর কে নেক হায়াত দান করুন।
মাশাআল্লাহ মুফতি নাসির উদ্দিন চাঁদপুরী সাহেব আপনার হায়াত হায়াত বাড়িয়ে দিক আল্লাহ
Amin
Amichadpurikebhalobuzinaamigardenrechthekebochi
আল্লামা নাসির উদ্দিন চাঁদপুরী হাফেজাহুল্লাহ পশ্চিমবাংলার আইকন
Mohan Allah jeno haqqani alim der hefajot korun ya Allah amader ke shoytto islamer bedan onujaye cholar tawfik Dan koren Ameen 🇧🇩🙏
1রাকাত বেতের নামাজ বুখারি শরিফ 990
A hujur janai na
আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি,,,আপনার আলোচনা খুবই ভালো লাগে এবং গুরত্ব পূর্ণ আলোচনা করেন,,,
আল্লাহ তুমি হুজুরের হায়াতকে বাড়িয়ে দাও
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ، أَنَّ أَبَا السَّائِبِ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مَنْ صَلَّى صَلاَةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ فَهِيَ خِدَاجٌ غَيْرُ تَمَامٍ " . فَقُلْتُ يَا أَبَا هُرَيْرَةَ فَإِنِّي أَكُونُ أَحْيَانًا وَرَاءَ الإِمَامِ . فَغَمَزَ ذِرَاعِي وَقَالَ يَا فَارِسِيُّ اقْرَأْ بِهَا فِي نَفْسِكَ .
আবূস সায়িব, আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ:
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে ব্যক্তি কোন সালাত পড়লো এবং তাতে উম্মুল কুরআন (সূরা ফাতিহা) পড়েনি তার সালাত অসম্পুর্ন। আবূস সাইব (রাঃ) বলেন, আমি বললাম, হে আবূ হুরায়রা! আমি কখনো কখনো ইমামের সাথে সালাত পড়ি। তিনি আমার বাহুতে খোঁচা দিয়ে বলেন, হে ফারিসী! তুমি তা মনে মনে পড়ো। [৮৩৬]
ফুটনোটঃ
[৮৩৬] মুসলিম ৩৯৫, তিরমিযী ২৯৫৩, নাসায়ী ৯০৯, আবূ দাঊদ ৮১৯-২১, আহমাদ ৭২৪৯, ৭৭৭৭, ৭৮৪১, ৯২৪৫, ৯৫৮৪, ৯৬১৬, ৯৮৪২, ৯৯৪৬; মুওয়াত্ত্বা মালিক ১৮৯। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবী দাউদ ৭৭৯।
সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৮৩৮
হাদিসের মান: সহিহ হাদিস
ভাই সালাফি মানহাজ এ সালাত এ মনে মনে পড়ার কোনো সুযোগ নেই
মাশাআল্লাহ এত সুন্দর ভাবে দলিলসহ আমাদেরকে বুঝিয়ে দিলেন , এবং আমরা সকলেই দোয়া করব আল্লাহ রাব্বুল আলামীন যেন হযরতের প্রতিটি ভিডিও দেখার তৌফিক দান করেন আমিন ,
মাশাল্লাহ। আল্লাহ এই হুজুরের নেক হায়াত দান৷ করুক, আমিন।
باب مَا جَاءَ فِي الْوِتْرِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَلاَةِ اللَّيْلِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ أَحَدُكُمُ الصُّبْحَ صَلَّى رَكْعَةً وَاحِدَةً، تُوتِرُ لَهُ مَا قَدْ صَلَّى ".
وَعَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، كَانَ يُسَلِّمُ بَيْنَ الرَّكْعَةِ وَالرَّكْعَتَيْنِ فِي الْوِتْرِ، حَتَّى يَأْمُرَ بِبَعْضِ حَاجَتِهِ.
পরিচ্ছেদঃ ৬২৮. বিতরের বিবরণ।
৯৩৭। আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, এক ব্যাক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট রাতের সালাত (নামায/নামাজ) সম্পর্কে জিজ্ঞাসা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতের সালাত দু’দু’(রাকা’আত) করে। আর তোমাদের মধ্যে কেউ যদি ফজর হওয়ার আশংকা করে, সে যেন এক রাকা’আত মিলিয়ে সালাত আদায় করে নেয়। আর সে যে সালাত আদায় করল, তা তার জন্য বিতর হয়ে যাবে।
নাফি (রহঃ) থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) বিতর সালাতের এক ও দু’ রাকা’আতের মাঝে সালাম ফিরাতেন। এরপর কাউকে কোন প্রয়োজনীয় কাজের নির্দেশ দিতেন।
সহীহ বুখরী, ইসলামী ফাউন্ডেন।
হাদীস ৯৯০,৯৯১।
বিতর সলাত অধ্যায়।
নাসিৱ উদদিন চাদপুৱী আল্লা তোমাকে হেদাযেত দান-কৰুন আমীন ।তোমাৱ কুৱআন হাদিসেৱ জ্ঞান খুবেই কম
আমি একটা জিনিস জানতে চাই, হুজুরের মা, বোন, স্ত্রী ও মেয়েরা কোথায় হাত বেধে নামাজ পরেন? যদি বুকের উপর হাত বাধেন তাহলে উনার মতে এতো দুর্বল হাদিসের উপর আমল করছেন কেন?
Absolutely right
আরা জাহিল বুকের কমি আসে বাই
vai,kichu boilen na
Right
রাইট
মহান আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করে, আর কোরআনের হক কথা বলার তৌফিক দান করে আমিন।
আমার প্রিয় শিক্ষক, আল্লাহ আপনার হায়াত দীর্ঘজীবী করুন, আমীন সুম্মা আমীন
Thanks
বুকে হাত বাঁধার হাদিস আবু দাউদ শরিফ 759
জসিমউদদীন রাহমানি বাইরে থাকলে বুঝতে ঠেলা 🔝😇😇😇😇😇
বুকে হাত বাধার হাদীস যঈফ হলে হানাফি মাযহাবের মহিলারা কোন হাদীসের ভিত্তিতে বুকে হাত বাধে, জবাব চাই।
রসুল(স:)বলেছেন আমাকে যেমন ভাবে নমাজ পরতে দেখছ তমরা তেমন ভাবে নমাজ পড়বে,
@@aftabuddinlaskar1562 I'm
Cc
Ffffffffffff.m
@@aftabuddinlaskar1562 কুত্তার লেজ অার অাহলে খবিস নামের শুয়োর এক কথা
MashaAllah... zajakallah khaairan ya sheikh
হুজুরের কথার সাথে একমত
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
জর্দা খুর ওয়াজ শুনে কারা
তুই গানজাকোর বেয়াদব কুলাংগার আলেম ওলামা বিরদি আহলে কবিছ
حَدَّثَنَا أَبُو تَوْبَةَ، حَدَّثَنَا الْهَيْثَمُ، - يَعْنِي ابْنَ حُمَيْدٍ - عَنْ ثَوْرٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ طَاوُسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَضَعُ يَدَهُ الْيُمْنَى عَلَى يَدِهِ الْيُسْرَى ثُمَّ يَشُدُّ بَيْنَهُمَا عَلَى صَدْرِهِ وَهُوَ فِي الصَّلاَةِ .
তাউস (রহঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সলাত আদায়কালে স্বীয় ডান হাত বাম হাতের উপর স্থাপন করে তা নিজের বুকের উপর বাঁধতেন।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৭৫৯
হাদিসের মান: সহিহ হাদিস
হাদিস টি সহিহ কে বলেছে এটি যঈফ জিদদান
আহলেহাদীস আলেমগন আস্তে- জোরে উভয় ভাবে আমিন বলার পক্ষে। কিন্তু বেশীরভাগ হানাফি মাসজিদে আমিন বলে কিনা বুঝাই যায়না।
bojhar dorkar noi
bllei hbe
@@anamuslim627 তোমার বোঝার দরকার কি ,যাকে বলেছে ঠিক সে বুঝতে পারে
আস সালামু আলাই কুম চাঁদপুরী শুনেন ফাঁকা মাঠে সবাই গোল দিতে পারে । মানুষ কে এইভাবে আর কত দিন গোমরাহী মধ্যে রাখবেন । আল্লাহ তা'আলা একটু ভয় করুণ ।
আপনি একটু ফিল্ডে আসেন,
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
নাবী(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে ব্যক্তি সলাত আদায় করল অথচ তাতে উম্মুল কুরাআন (সূরাহ্ ফা-তিহা) পাঠ করেনি তার সলাত ত্রুটিপূর্ণ থেকে গেল, পূর্ণাঙ্গ হল না। এ কথাটা তিনবার বলেছেন। আবূ হুরায়রা্(রাঃ)-কে জিজ্ঞেস করা হল, আমরা যখন ইমামের পিছনে সলাত আদায় করব তখন কী করব? তিনি বললেন, তোমারা চুপে চুপে তা পড়ে নাও। কেননা আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, মহান আল্লাহ বলেছেনঃ আমার এবং আমার বান্দার মাঝে আমি সলাত কে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি এবং আমার বান্দার জন্য রয়েছে সে যা চায়। বান্দা যখন বলে, (আরবী) (সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর জন্য), আল্লাহ তা’আলা তখন বলেনঃ আমার বান্দা আমার প্রশংসা করেছে। সে যখন বলে, (আরবি) (তিনি অতিশয় দয়ালু এবং করুণাময়); আল্লাহ তা’আলা বলেনঃ বান্দা আমার প্রশংসা করেছে, গুণগান করেছে। সে যখন বলে, (আরবি) (তিনি বিচার দিনের মালিক); তখন আল্লাহ বলেনঃ আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। আল্লাহ আরো বলেনঃ বান্দা তার সমস্ত কাজ আমার উপর সমর্পন করেছে। সে যখন বলে, (আরবি) (আমরা কেবল তোমারই ‘ইবাদাত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি); তখন আল্লাহ বলেনঃ এটা আমার এবং আমার বান্দার মধ্যকার ব্যাপার। (এখন) আমার বান্দার জন্য রয়েছে সে যা চায়। যখন সে বলে, (আরবি) আমাদের সরল-সঠিক পথে পরিচালনা করুন। যেসব লোকদের আপনি নি’আমাত দান করেছেন, তাদের পথে নয় যাদের প্রতি আপনার গযব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে, তখন আল্লাহ বলেনঃ এসবই আমার বান্দার জন্যে এবং আমার বান্দার জন্যে রয়েছ সে যা চায়।
সুফ্ইয়ান বলেন, আমি ‘আলা ইবনু ‘আবদুর রহমান ইবনু ইয়া’কূবকে জিজ্ঞেস করলে তিনি আমাকে এ হাদীস বর্ণনা করে শুনান। এ সময় তিনি রোগশয্যায় ছিলেন এবং আমি তাকে দেখতে গিয়াছিলাম। ( ই. ফা. ৭৬২, ই. সে. ৭৭৪)
সহিহ মুসলিম, হাদিস নং ৭৬৪
হাদিসের মান: সহিহ হাদিস
আল্লাহ যেন এনার হেদায়েত দান করেন।
Masaallah khub valo laglo
Allah ho akbar kabira Alhamdulillah kacira subhanallah buk rothaw o sila
এইসব মৌলানার কথা শুনলে ইমান চলে যাবে।বুখারী হাদীস কোন দিন পড়েনি।
Allah apnake nek hayat dankoruk
I Love this big Alame
নাভির নিচে হাত বাধার অনেক অনেক সহিহ হাদিস আছে
আলহামদুলিল্লাহ
এই কিতাব টি আমার বিশেষ ভাবে দরকার। কোথায় পাওয়া যাবে?
9732323212 এই নাম্বারে যোগাযোগ করুন
Mash allah 💖 suban Allah
Ai bar mujaffor bin Mohsin Koy jaabego?
Allah hujur amar vaiyer ostad.allah hujur k susthotar sathe nek hayat dan korun.parokale jannat ul firdaush dan koriben.amin summa amin
মক্কা ও মদীনায় জরে আমিন বলে বুকে হাত বাঁধে??? তাদের কি ফতুয়া দেবেন???
জাযাকাল্লাহ।
আল্লাহ এদের মতো মুফতী কে হেদায়েত দেন
সহীহ বুখারী হাদিস নং০৭৮০ জুড়ে আমিন আবু দাউদ হাদিস নং ৭৫৯ বুকে হাত বাদার ইমান ফাতেহা আবু দাউদ নং ৭২১ এসপ গেন পাপিষ্ঠ আল্লাহ আপনি সবাইকে বুজার তৌফিক দান করুন
তাহলে দম থাকলে ওনার সাথে মোনাজারা একবার বসে দেখাও তোমাদের লা মাযহাবীদের কত আলেম ওনার নাম শুনে আর মোনাজারা তে আসে নাই উনি তো বলল তোমরা কিতাব টাকে দু'কলম লিখে ভুল প্রমাণ করে দেখাও তাহলে বোঝা যাবে তোমাদের ইলম কত আছে আল্লাহ তোমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমীন
@@islamicmedia3039 ওনাকে বলো কোতাই বসবে
বুকে হাত বাধা দলিল সুনানে আবু দাউদ হাদিস নাম্বার ৭৫৯
জুড়ে আমিন দলিল সহীহ বুখারীতে আছে হাদিস নাম্বার ৭৮০,৭৮১,৭৮২
আমিন সশব্দে আসতে বলা সম্মিলিতভাবে আসতে বলা আওয়াজ এক হতে পারে না। আওয়াজ হয়। কিন্তু বাংলাদেশের মসজিদগুলোতে দেখেছি নিঃশব্দে আমিন বলে। আসতে বলাটাও একটা শব্দ হয়। বা আওয়াজ হয়। নিঃশব্দে বললে সেটা মনে মনে হয়। আল্লাহ সুবহানাতায়ালা সূরা হিজরে ৮৭ নম্বর আয়াতে বলেছেন আমি তোমাকে দিয়েছি পুনঃ পুনঃ আবৃত্ত সপ্ত আয়াত আর মহা কুরআন। সাবা মাসানি মাছানি অর্থ বারবার পঠিত হয় নামাজের মধ্যে বারবার পড়িতে হয়। শেখ নাসির উদ্দিন চাঁদপুরী আল্লাহ সুবাহানাতায়ালা কুরআনুল কারীমে সূরা হিজরে। বারবার সূরা ফাতিহা পড়ার কথা উল্লেখ করেছেন।
এই হুজুর কি বেচে আছে
হোজের আবার নেকা পরা করতে হবে
massallah khub gurrutto ponno alochona
Nice
আপনার বইয়ের ভ্রান্ত কথাগুলির জবাব নিশ্চয় পেয়ে গেছেন
সুবহানাল্লাহ
হুজুর কিয়াম করা কি জায়েজ
কোরআন এবং হাদীসে যেগুলো আছে তাই আমরা মেনে চলি অযাতা ঝগড়াঝাটি করে লাভ কি আসেন আমরা সবাই ইসলামের একই পতাকা তোলা 80
Huzurer kitab tar nam ki?
সুনান আবু দাউদ ৭৫৯ নম্বর হাদিস দেখে নিও বুকের উপর হাত বাধার । আর আমিন জোরে বলার হাদিস সহীহ বুখারী ৭৮০ নম্বর । নামাজের পর সম্মিলিত মোনাজাত বিদাত চাঁদপুরি তোমার হানাফি কেল্লা লেখা আছে ।নাভির নিচে হাত বাধার ৩ টি হাদিস আছে তিনটিই জাল/জইফ/দুর্বল হাদিস, বুকের অপর হাত বাধার 5 টি হাদিস আছে পাঁচটিই সহিহ/সঠিক । ধর্মের নামে মিথ্যা কথা বলে পরকাল হারাতে চাইছেন কেন ।
Thank you
Masha Allah
ভাই জানেরা,, এই আলেম যাই বলুক,,আপনারা accept করলে করবেন, আর না করলে plz তাকে গাল মন্দ করবেন না,,,কারন সেও একটা আলেম,আর তাদের অনুসরণ বা সম্মান করেই আমরা জান্নাতের পথচারী হতে পারবো,,, কিন্তু তাদের গাল মন্দ করে সেটা পারা কিন্তু সম্ভব না।। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৈফিক দান করুক আমিন।।।
Thank bhaijan
অনুসরন করতে হবে শুধু রসুল সঃ কে কোরান এই কথা বলে
A ra ki bolo vai
@@kamalhossaindesign5267 are gadha alemder onusoron korar kotha Allah pak kuran a bole6en
পবিত্র কুরআন আল্লাহর রাসূল সাঃ নিকট নাযিল হয়েছিল, কুরআন রসুল সাঃ বেশি বুঝতেন, তাঁর সময় যখন করে আমীন বলা হতো, সূরা ফাতেহা ছাড়া সালাত হয় না যখন তিনি বলছেন, তখন আপনার কথা কিভাবে নেয়া যাবে?
নাভির নীচের হাত বাধার হাদীস টা দিন।
কী সুন্দর আলোচনা!!!
Bukhari 791 no hadtih dekhe neben
সাউন্ড ঠিক নয় ।
নাসিরুদ্দিন চাঁদ পুরী জি কে আরও পড়াশুনা করতে হবে , এত বড় বক্তা হওয়া সত্ত্বেও মানুষের সামনে এখনো ভুল তথ্য দিচ্ছেন।
NICE
Tahole meyera kothai badhe?
চাদপুরি হুজুর ফেতনাবাজ৷
কাজ্জাব
হানাফি কেল্লা নামক কিতাব টি কোথায় পাইতে পারি যদি ঠিকানা পাইতাম তাহলে সংগ্রহ করতাম,অথবা আমার ঠিকানায় পাঠানোর নির্দেশ দিতেন, উপকার হতো।
Hanafi mohilara kothai hat badhe?
বুখারী তে রফালাদাইন টাও মনে পাননি
ওনার সাথে যোগাযোগ করার কোন উপায় আছে ?
Tahole munajat er dua jore koren keno
Hadis nambar 740 sohi bakhari , 102 pista, bohu ache hujur je kosom korche keno uni ki . Ki bolbo buche ashena.
হুজুর জেঁ কেতাব রাখতে বললেন কেতাবের নাম টাকি
O Allah amader sohonsil sathe sodhik din bujhar taufik Dan koro . A mufti amr samne sodhik din lokaeto kore lok der ak torofa boyan kore
তোমার এ কিতাব খন্ডন হয়ে গেছে।
www.hadithbd.com/hadith/link/?id=70089
বুকের উপর হাত বাঁধার দলিল।
বুখারিতে কি নাভীর নিচে হাত বাধার হাদীস আছে, উওর হচ্ছে নাই
বরং আমার জানামতো সুনানে আবু দাউদ এ ৭৫৯ নম্বর হাদীস এ বুকের উপর হাত বাধার হাদীসকে সহিহ বলা হয়েছে এবং ঠিক এর আগের হাদীস এ ৭৫৮ নম্বর হাদীসে নাভির নিচে হাত বাধার হাদিসকে দুর্বল বলা হয়েছে
Pagole kamreche
hanafi fiqah er samne oder kno joggotai nei
Amsr boi dorkar. Kivabe pabo?
Mettuk mwlabe
Alhamdulillah alhamdulillah alhamdulillah Hojur
নিজেদের মতকে প্রাধান্য দিতে গিয়ে নবীজির নিয়ম নীতি ওহানাফী মাযহাবের এবং অন্য সকল মাযহাবের বড় বড় আলেম ইমামগণের দেয়া ফতোয়ার বিরুদ্ধে জেনে বুঝেই আপনার বিদ'আতকে চালু রাখার জন্য শয়তানের মতো যুক্তি দিলেন।আল্লাহ আপনাকে সঠিক দ্বীন বুঝার তওফিক দিন ও তা মেনে চলার তৌফিক দিন আমীন
হুজুর মহিলারা কি বাধে তার একটি হাদিস জানালে উপকৃত হতাম
Tumi alen to noi but tilmizer joggo o noi
😡
তুমি কি মক্কার ইমাম না কি ভাই
৭৬৪-(৩৮/৩৯৫) ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি সালাত আদায় করল অথচ তাতে উন্মুল কুরআন (সূরাহ ফা-তিহাহ্) পাঠ করেনি তার সালাত ত্রুটিপূর্ণ থেকে গেল, পূর্ণাঙ্গ হল না। এ কথাটা তিনবার বলেছেন। আবূ হুরাইরাহ (রাযিঃ) কে জিজ্ঞেস করা হল, আমরা যখন ইমামের পিছনে সালাত আদায় করব তখন কী করব? তিনি বললেন, তোমরা চুপে চুপে তা পড়ে নাও। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছি, মহান আল্লাহ বলেছেনঃ আমার এবং আমার বান্দার মাঝে আমি সালাতকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি এবং আমার বান্দার জন্য রয়েছে সে যা চায়। বান্দা যখন বলে, الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর জন্য), আল্লাহ তা'আলা তখন বলেনঃ আমার বান্দা আমার প্রশংসা করেছে। সে যখন বলে, الرَّحْمَنِ الرَّحِيمِ (তিনি অতিশয় দয়ালু এবং করুণাময়); আল্লাহ তা'আলা বলেনঃ বান্দা আমার প্রশংসা করেছে, গুণগান করেছে। সে যখন বলে, مَالِكِ يَوْمِ الدِّينِ (তিনি বিচার দিনের মালিক), তখন আল্লাহ বলেনঃ আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে আল্লাহ আরো বলেনঃ বান্দা তার সমস্ত কাজ আমার উপর সমর্পণ করেছে। সে যখন বলে, إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ (আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি) তখন আল্লাহ বলেন। এটা আমার এবং আমার বান্দার মধ্যকার ব্যাপার। (এখন) আমার বান্দার জন্য রয়েছে সে যা চায়। যখন সে বলে,اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ * صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ (আমাদের সরল-সঠিক পথে পরিচালনা করুন। যেসব লোকদের আপনি নি'আমাত দান করেছেন, তাদের পথে নয় যাদের প্রতি আপনার গযব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে; তখন আল্লাহ বলেনঃ এসবই আমার বান্দার জন্যে এবং আমার বান্দার জন্যে রয়েছে সে যা চায়।
সুফইয়ান বলেন, আমি 'আলা ইবনু আবদুর রহমান ইবনু ইয়াকূবকে জিজ্ঞেস করলে তিনি আমাকে এ হাদীস বর্ণনা করে শুনান। এ সময় তিনি রোগশয্যায় ছিলেন এবং আমি তাকে দেখতে গিয়েছিলাম। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৭৬২, ইসলামিক সেন্টারঃ ৭৭৪)
Rahul brotherer phone kete kano paliyechhilen, bitorko ti akhono internete achhe
আপনি মনে হয় ভিডিওটি ভালোভাবে দেখেননি বা শুনেননি , অডিও টি শুনে যেটা মনে হলো রাহুল গণ্ড মুরখের মত তর্ক করে ছে, আর আপনি যদি উনার মত হয়ে থাকেন তাহলে আপনাকে বুঝিয়ে লাভলি
এই আলেম হাদিসের অপব্যবহার করছেন
আ আমিন জোরে বলতেই হবে এটাই সহি হাদিস
Hozor apnar Maa bay era hat koray bandha
হুজুরের মা-বোন স্ত্রীরা বুকের উপর হাত বাধে নাকি নাভির নিচে হাত বাধে। যদি বুকের উপরে হাত বাধে তাহলে তিনারা কেন হাদিসের বিরোধী নামাজ আদায় করেন।
Dr Zakir Naik amin jore bolar jonno bolechen tahole ki uni bhul bolechen ?
দোয়া গোপনে করার জন্য যদি আমিন আস্তে বলতে হয় তবে ফরজ নামাজের পর মে সম্মিলিত মোনাজাত করা হয় মাইকে /উচ্চস্বরে তাহলে সেটা কিভাবে সঠিক হয়। আপনার দুই ফতোয়া কন্টাডিক্টরি হয়ে গেল না?
মাযহাব কি মানতেই হবে দয়া করে বলবেন হুজুর
A hujur to agaaa bolba majab monta hobaa ara to say vondo jara nobir hadis pora aga abu hanifaa
حضور آپکا کتاب کس طرح پاونگا
হজরতের বইগুলার নাম কি???
La mazafi fetnabaz
Ami hanfi amibolsi tahole ki nobiji(s)mittha bolse?
ABU DAWOOD: Onucched no 120, Hadis no 759..
.............Rasul (SA) Buker upor hath bandhesen. Sahih hadis
সুনান আবূ দাউদ
অধ্যায়ঃ ২/ সালাত (كتاب الصلاة)
হাদিস নম্বরঃ ৭৫৯
৭৫৯। তাউস (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত আদায়কালে স্বীয় ডান হাত বাম হাতের উপর স্থাপন করে তা নিজের বুকের উপর বাধঁতেন।
সহীহ।
. باب وَضْعِ الْيُمْنَى عَلَى الْيُسْرَى فِي الصَّلَاةِ حَدَّثَنَا أَبُو تَوْبَةَ، حَدَّثَنَا الْهَيْثَمُ، - يَعْنِي ابْنَ حُمَيْدٍ - عَنْ ثَوْرٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ طَاوُسٍ، قَالَ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَضَعُ يَدَهُ الْيُمْنَى عَلَى يَدِهِ الْيُسْرَى ثُمَّ يَشُدُّ بَيْنَهُمَا عَلَى صَدْرِهِ وَهُوَ فِي الصَّلَاةِ . - صحيح
হুজুর আপনার ওই বইটির নাম কী ?বইটি কীভাবে পাওয়া যাবে
Masaallah
শুধুই তো Lecture দিয়ে যাচ্ছেন আপনি কি আপনার Lecture এর Comments গুলি একবার ও পড়েন তাহলে বুঝতে পারতেন বেশীরভাগ ভাইয়েরা আপনার উল্টটা বুঝেছেন অর্থাত কুরআন ও সহীহ হাদিসের আলোকে বুঝতে পারছেন যেটা আপনি বুঝতে পারেন নি ৷ কারণ আপনি সঠিকটা বোঝার তৌফিক পাননি ৷ তবে হ্যাঁ আপনি যদি ঘুমিয়ে না থেকেও ঘুমিয়ে থাকার ভান করেন তাহলে কে আপনাকে ঘুম ভাঙাবে? একমাএ মহান আল্লাহ তায়ালা পারেন আপনার সহীহ বা সঠিকটা বোঝার ৷ শয়তান অহংকার জিদ ও গোঁড়ামীর কারণে চির বিতাড়িত হয়েছে ৷ আর মুমিন সত্যকে সত্য বলে মেনে নেওয়ার কারনে আল্লাহ তায়ালার রহমতের আশ্রয় পেয়েছে ৷ আমাদের সকলের উচিত হবে যে কোন একজন ব্যক্তির উপর নির্ভরশীল না হয়ে কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা ৷ বা একাধিক বিজ্ঞ ওলামাদের বক্তব্য শুনে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া ৷
😂😂😂