ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মিথ্যা অপপ্রচার না করে, বরঞ্চ আপনার চ্যানেলে এক বা একাধিক ভোটের আয়োজন করেন, দেখেন জনগণ কাকে চায়, কার প্রতি জনগণের সমর্থন বেশি
আপনার চ্যানেল থেকেই ইউনূস সহ বাংলাদেশের চারজন প্রথম সারির নেতাদের নিয়ে একটা পুল ভোটের আয়োজন করুন। তারপর দেখুন সেখানে শেখ হাসিনার অবস্থান কোথায় থাকে। আপনার মতোন মানুষের মুখে সস্তা মন্তব্য বেমানান।
@@mostafamiah4351এখন যারা আসছে তারা কি ভোটের সরকার,,তাদের দায়িত্ব সব দলকে নিয়ে ভোটের মধ্যমে নতুন করে ভোটারের নিবার্চত সরকার কাছে দায়িত্ব হস্তান্তর করা,,তাহে লেভেল প্লেয়িং কেনো হবে না.?? আগে লাউ ক্ষমতা ছিল,এখন কদু আসি বসছে,,ভবিষ্যতে এইটা না দেখতে হয়।
শ্রদ্ধেয় সাংবাদিক জিল্লুর রহমান সাহেবের একটি প্রশ্ন করতে ইচ্ছে করে 😊 জানি উনি আমার প্রশ্নের উত্তর দিবেন না। অপপ্রচার কি নতুন করে হচ্ছে? না আগেও হয়েছে? সেই সময় আপনার ভূমিকা কি ছিল? সংবাদপত্র স্বাধীনতা খর্ব হচ্ছে এই বলে সব জায়েজ করা হতো?
দেশের অবস্থা যদি এভাবে খারাপ চলতে থাকে, তাহলে শেখ হাসিনার বিকল্প নেই। ২০১৮, ২০২৪ সালে ভোট দিতে পারিনি, কিন্তু ২০২৫-২৬ সালের নির্বাচনে হলে আমার ভোট নৌকাতেই দেব, এটা আমার প্রতিবাদ।
@@DesignDesigns আওয়ামী লীগ এমন করেই ট্যাগ দিতো। আজ দেখুন কী অবস্থা তাদের। দেশে থাকতে পারেনি, আপনাদের মতো মানুষের জন্যই দেশের এই অবস্থা। গরিব দেশ, গরিব চিন্তা-ভাবনা, তাই এই দেশ নিয়ে বেশি ভাবা উচিত না।
আপনি সিনিয়র সাংবাদিক হতে পারেন মাঠের অবস্থা বা পিপলস পালস আপনি মোটের উপর ১০% জানেন বা বোঝেন বলে মনে হয় না। আপনি আওয়ামীলীগ কে নুরু,মান্না কিংবা সাকির দল মনে করেন নাকি? ৫/৬ কোটি ভোটার যে দলের সেই দল ফিরে আসবে কি আসবে না সেটা লেভেল প্লেয়িং ফিল্ড বলে দিবে। আপনিও দেখতে থাকুন
ভাই আপনার কাছে একটা প্রশ্ন, আমাদের এই স্বাধীন দেশে আই এস এস এর পতাকা নিয়ে কিছু মৌলবাদী ঢাকার শহরে ওপেন মিছিল করলো এই সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে?
শেখ হাসিনা ভারতে বসে বক্তব্য দিলে যদি বেআইনি হয়, তা হলে গত ১৬ বছর তারেক জিয়া লন্ডনে বসে যে ভিডিও কনফারেন্সে রাজনৈতিক বক্তব্য, সবা সমাবেশ করছে। সেটা তাহলে কি জনাব জিল্লুর রহমান? যদি বলতেন!
মাথা মোটা সাংবাদিকদের এই একটা বৈশিষ্ট্য - সে নিজের ভাবনা গুলেো জনগনের বলে চালিয়ে দেয়। অনেক বাংলাদেশ ভারতের ও ইউটিউবারদের সাংবাদিকদের সাংবাদিক বলা যায় না। তারা নিজেরাই এক একজন এক এক দলের হয়ে কথা বলেন। আর এমন ভাবে দার্শনিকদের মতো উক্তি করে নিজেদের জ্ঞান জাহির করতে গিয়ে উল্টো শূন্য জ্ঞানভান্ডার এর পরিচয় দেয়। এদের লজ্জা ও হয় না। পাবলিক রিএ্যাকশন ও দেখে বলে মনে হয়না। তাহলে তার বলা কথা কে নিয়ে কি মন্তব্য করা হচ্ছে জানতে পারতো। ইউটিউবে সব সময় ই এসব দলবাজ সাংবাদিক নামের সাংঘাতিকদের কথা শুনলে আর দেশের সাধারন মানুষের কথা শুনলে ওদের বলতে ইচ্ছে করে- কে আছে কে নেই মানুষ ওসব নিয়ে ভাবেনা। মানুষ চায় নিজেরা খাবার কিনে খেতে। দামটা সহনীয় হোক। শান্তিতে একটু ঘুমাতে। আর নিরাপদে থাকতে। এমন কোন সংস্থা নেই রাজনীতি করেনা। তা ভালো করুক। কিন্তু নিজের ভাবনাটা জনগনের ভাবনা বলে এরা কেন চালায়? ওরা নিজেরা ও তো দলকানা। অন্য দলের সমালোচক। কোন মানদন্ডে এদের সাংবাদিক বলা হয়? এরা প্রতিদিন মানুষকে এমন এমন খবর দিবে আর নিজের মত জনগনের মত বলে প্রচার করে প্রকারান্তরে দেশের উন্নয়ন তো করেই না দেশের ক্ষতি করে। যার ভুক্তভোগী হয় সাধারন মানুষ। মানুষ কে মনে ভয় ঢুকিয়ে দেয়। ভালো করেছে তারা সাধারন মানুষের উপকার হয়েছে এমন উদাহরন একটাও নেই।
জনাব জিল্লুর সাহেব আপনার চ্যানেলে একটা ভোটের জরিপ দেখতে চাই? কে বেশি জনপ্রিয় এইমুহুর্তে। কে জিততে পারে আগামীতে। নিজে একটু বুজতে পারবেন জনগনের ফালস কেমন।
😂😂 ৭১ এর পর আওয়ামী লীগ যে কায়দায় বাকশাল করেছিল, ঠিক একই মনোভাব ছাত্র সমন্বয়কদের। লীগ ও মনে করত স্বাধীনতার কৃতিত্ব শুধুই তাদের। সমন্বয়করা ও তাই মনে করে। তাই খুব অল্পতেই জনপ্রিয়তা তলানীতে। 😂😂
মনে হচ্ছে আপনি নিজেই গণঅভ্যুত্থান করেছেন। গণঅভ্যুত্থান কি তাহলে এই জন্য হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার যতদিন মন চাবে থাকবে। কই ভাই আমরা তো এমন কোন কথা অভ্যুত্থানের আগে শুনিনি। এগুলা কি নতুন বয়ান নাকি?
সংস্কার যদি রাজনীতিবিদরাই করে তাহলে স্বাধীনতার ৫৩ বছর পরেও কেনো সংস্কার এর কথা উঠছে, এতো দিন এই রাজনীতিবিদরা কি করেছে, এ ব্যাপারে স্যার আপনার আলোচনা শুনার আশায় আছি
সম্মান রেখেই বলছি আপনি তো একজন সাংবাদিক . আপনি কি দেখেছেন বাংলাদেশের সাংবাদিকতা এবং সাংবাদিক নিয়ে RSF এর রিপোর্ট , মেরুদন্ড সোজা রেখে সাংবাদিক দের অধিকার নিয়ে কথা বলেন
মি: জিল্লুর সাহেব আওয়ামী লীগ হচ্ছে ফিনিক্স পাখি আর সেই ফিনিক্স পাখির ডানা হচ্ছে শেখ হাসিনা। এখনো বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ব্যাক্তির নাম শেখ হাসিনা। ইনোসেন্ট চেহেরার পাশে আপনার কদার্য চেহারা দেখতে পারতাম না যদি ৫ তারিখের ঘটনা না ঘটতো। অপেক্ষা করুন অল্পদিন তখন যেন এইকথাগুলি থাকে।।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু। দেশকে ঠিক রাখার জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয় যা শেখ হাসিনা নিয়েছেন। আপনিও ভলে আছেন। আওয়ামী লীগ কখনো শেষ হবেনা কারন সংখ্যালঘু ৮%+মুসলমান ২৮%আর মুক্তিযোদ্ধার সন্তান ১%তাহলে ৩৭% কম ধরে হিসাব করে হলেও দলটা কিভাবে শেষ হবে।সঠিক কথা বলুন, দালালী বাদ দেন জিল্লুর ভাই, মানুষ বোকা না।❤❤
50 বছর পুরনো সংবিধান পরিবর্তন করতে হবে। ক্ষমতায় থাকতে হলে সব দলকে একটি নিদ্রিস্ত guideline এর মধ্য দিয়ে পরিচালনা করতে হবে। নিদ্রিস্ত কিছু university ছাড়া বাকি সব university বন্ধ করতে হবে। diploma degree কে প্রাধান্য দিতে হবে। decentralization শুরু করতে হবে। মানুষকে ঢাকা মুখি হওয়া থেকে বিরত করতে হবে।
এই সরকারের ৫ মাসে ৮৮ টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে! সেটা এই সরকারের দেওয়া তথ্য থেকেই জানা। তাছাড়াও আরো ঘটনা আছে। এরপর ও আপনি বলছেন বিছিন্ন কিছু ঘটনা! আপনার কোন লজ্জা শরম বলতে কিছু নাই। দালালির একটা মাত্রা থাকা উচিৎ ভাই।
জুলাই আন্দোলনে অনেক বিদেশি চ্যানেলও প্রপাগানডা ছড়িয়েছিল ইন্কলুডিং পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের সিপিএম সরাসরি আইটিসেল গঠন করে ভারত থেকে প্রপাগান্ডা ছড়িয়েছে।
ভাই জিল্লুর রহমান ছদ্ম বেশে একটু সাধারন মানুষ এর কাছে গিয়ে জিজ্ঞেস করেন তাড়া কি চায় তাহলেই বুঝবেন শেখ হাসিনার জনপ্রিয়তা কতোটা। দেশের সাধারণ মানুষ শেখ হাসিনাকেই চায়।
এ-ই মূহুর্তে নির্বাচন দিলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সরকারের পক্ষ কঠিন হবে, তাই আমি মনে করি দেড় দুই বছরের জন্য একটা সময় দিতে হবে, এবং আওয়ামী লীগের সরকারের যারা ধরা পড়ে গেছে তাদের দুরতম সময়ে বিচার সমাপ্ত করে জাতীর ইচ্ছা পূরণ করতে হবে।
😂😂 ৭১ এর পর আওয়ামী লীগ যে কায়দায় বাকশাল করেছিল, ঠিক একই মনোভাব ছাত্র সমন্বয়কদের। লীগ ও মনে করত স্বাধীনতার কৃতিত্ব শুধুই তাদের। সমন্বয়করা ও তাই মনে করে। তাই খুব অল্পতেই জনপ্রিয়তা তলানীতে। 😂😂
আমি আপনাকে কিছু কথা বলি, # আপনি কমেন্ট গুলো পড়বেন। # আপনার বিউ কমছে না বারছে তা খেয়াল করবেন যদি কমে যায় দিন দিন তাহলে ভাববেন আওয়ামীলীগের জনপ্রিয়তা বারছে।
আপনি সাংবাদিক বড় কিন্তু আপনার জানা শোনা অনেক কম। শেখ হাসিনা এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। এটা সব রকম জরিপে প্রমাণ হয়েছে। আর আপনি বলছেন শেখ হাসিনার জনপ্রিয়তা মাইনাসে নেমেছে। সবার অংশগ্রহণে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে বলেন তারপর দেখবেন কে জনপ্রিয়।
বতর্মান শেখ হাসিনার জনপ্রিয়তা সম্পর্কে আপনার বিন্দুমাত্র ধারণা নেই নাকি ধারনা থাকা শর্তেও আপনি আপনার প্রপাগান্ডা দিয়ে শেখ হাসিনার জনপ্রিয়তা হাইড করছেন।
তৎকালীন বিএনপির সময়কাল ২০০৪ সালে ভারতীয় এবং দেশীয় নায়িকা নিয়ে পার্টি হতো গাজীপুরের খোয়াব ভবনে। এই মা/গী/বা/জ জিল্লুর ছিলো রেগুলার কাস্টমার খোয়াব ভবনের।
লেভেল প্লেয়িং ফিল্ডের কথা এখন আর মুখ দিয়ে বের হয়না। হায়রে জিল্লুর রহমান!
এ একটা দালান
@@chanchalaranidas7737দালান না ওটা হবে "দালাল"। ধন্যবাদ
এখন দালাল হয়েছে
15 bosor onek level playing field koreso tomra😂😂😂
জনাব জিল্লুর সাহেব আপনি জনগণ বলতে কাদেরকে বোঝাচ্ছেন?
এরকম অনেক ভুয়া গণক ঠাকুর এসব বলবেই। প্রথমত নিজের প্রতিহিংসার বহিঃপ্রকাশ, দ্বিতীয়ত এসব বলে কিছু অর্থ উপার্জন।
গুরুত্বপুর্ন নয়। ধৈর্য ধরেন।
BNP
ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মিথ্যা অপপ্রচার না করে, বরঞ্চ আপনার চ্যানেলে এক বা একাধিক ভোটের আয়োজন করেন,
দেখেন জনগণ কাকে চায়, কার প্রতি জনগণের সমর্থন বেশি
Yes
কোন কথাটা মিথ্যাচার? এগুলো যদি মিথ্যা হয় তাহলে আপনার জন্মও মিথ্যা।
যারা ভোটে মেম্বার হতে পারবে না তারাই নির্বাচন চায় না।
আপনার চ্যানেল থেকেই ইউনূস সহ বাংলাদেশের চারজন প্রথম সারির নেতাদের নিয়ে একটা পুল ভোটের আয়োজন করুন। তারপর দেখুন সেখানে শেখ হাসিনার অবস্থান কোথায় থাকে।
আপনার মতোন মানুষের মুখে সস্তা মন্তব্য বেমানান।
Correct 💯
Sotik bolcen
দেশের অবস্থা স্থিতিশীল করতে অতি দ্রুত সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন দরকার
বাংলাদেশের জনগন না বলে ঢাকার জনগন ক্ষুব্ধ বলেন, যুক্তিসম্মত হবে।
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে বুঝা যাবে আওয়ামিলীগ রাজনীতির মাঠে থাকবে কি থাকবে না।।।ধন্যবাদ
চোর লীগ এখন লেভেল প্লেয়িং ফিল্ড চায় 😂
লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আপনি কি বোঝাতে চেয়েছিলেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কি লেভেলিং ছিল ?
@@mostafamiah4351এখন যারা আসছে তারা কি ভোটের সরকার,,তাদের দায়িত্ব সব দলকে নিয়ে ভোটের মধ্যমে নতুন করে ভোটারের নিবার্চত সরকার কাছে দায়িত্ব হস্তান্তর করা,,তাহে লেভেল প্লেয়িং কেনো হবে না.??
আগে লাউ ক্ষমতা ছিল,এখন কদু আসি বসছে,,ভবিষ্যতে এইটা না দেখতে হয়।
@@mostafamiah4351ছিল না বলে আপনিও দিবেন না তাইলে আন্দোলন করে কি পরিবর্তন হবে?
@@mostafamiah4351 উনি লেভেল প্লেয়িং ফিল্ড বলতে, বিনা প্রতিদ্বন্দ্বিতা, রাতের ভোট অথবা ডামী প্রার্থীর সাথে ভোট করাকে বুঝিয়েছেন।
শেখ হাসিনা বাংলাদেশের ৭০% মানুষের ভালোবাসার নাম আর আওয়ামী লীগ ৫০% ভোটের দল।
😂😂
জয় বাংলা
@@DhakaGlitz সব চোর আওয়ামী লীগ করে।
শ্রদ্ধেয় সাংবাদিক জিল্লুর রহমান সাহেবের একটি প্রশ্ন করতে ইচ্ছে করে 😊 জানি উনি আমার প্রশ্নের উত্তর দিবেন না। অপপ্রচার কি নতুন করে হচ্ছে? না আগেও হয়েছে? সেই সময় আপনার ভূমিকা কি ছিল? সংবাদপত্র স্বাধীনতা খর্ব হচ্ছে এই বলে সব জায়েজ করা হতো?
দেশের অবস্থা যদি এভাবে খারাপ চলতে থাকে, তাহলে শেখ হাসিনার বিকল্প নেই। ২০১৮, ২০২৪ সালে ভোট দিতে পারিনি, কিন্তু ২০২৫-২৬ সালের নির্বাচনে হলে আমার ভোট নৌকাতেই দেব, এটা আমার প্রতিবাদ।
afsos league er notun dialogue...Era jekhanei jay shekhai ei dialogue martacay..... 😅😅
@@DesignDesigns আওয়ামী লীগ এমন করেই ট্যাগ দিতো। আজ দেখুন কী অবস্থা তাদের। দেশে থাকতে পারেনি, আপনাদের মতো মানুষের জন্যই দেশের এই অবস্থা। গরিব দেশ, গরিব চিন্তা-ভাবনা, তাই এই দেশ নিয়ে বেশি ভাবা উচিত না।
So what? None has fuck your vote 😊
@@DesignDesigns
Tor jonno afsos, toke Allah bujar khomota dayar por o bujos na...lafas sidu
মালু লীগ😂😂
যারা মেম্বর হতেও পারবে না তারা নির্বাচন না চাওয়ারই কথা।
ঠিক বলেছেন ভাই❤❤
আপনি সিনিয়র সাংবাদিক হতে পারেন মাঠের অবস্থা বা পিপলস পালস আপনি মোটের উপর ১০% জানেন বা বোঝেন বলে মনে হয় না।
আপনি আওয়ামীলীগ কে নুরু,মান্না কিংবা সাকির দল মনে করেন নাকি?
৫/৬ কোটি ভোটার যে দলের সেই দল ফিরে আসবে কি আসবে না সেটা লেভেল প্লেয়িং ফিল্ড বলে দিবে। আপনিও দেখতে থাকুন
নুরু মান্না আর সাকির দলে গনতান্ত্রিক মানষিকতা আছে কিন্তু আওয়ামী লীগের ভেতরে নেই।আগামী ২৫ বছর অর্থাৎ শেখ পরিবার আওয়ামী লীগ হতে বিলীন নিশ্চিত থাকুন।
দালালরা সব সময় একচোখায় থাকে,তাই উনার চোখে এর চাইতে ভালো বিশ্লেষণ পাবেনা।
উনার গ্রহনযোগ্যতা আছে কিনা নিরেপক্ষ নির্বাচন দিয়ে লেভে প্লেয়িং করে দেখুন,বাস্তবতাটা বুজতে পারবেন।
জিল্লুর ভাই মনে হয় জঙ্গীদের হয়ে কাজ করে।
আমি আপনার সাথে সহমত পোষণ করে একটা কথা বলতে চাই ভাইজান সত্যিই যদি তাই হতো তাহলে উনি নিজে কেনো কখনও সুষ্ঠু নির্বাচন দিলেন না ভয়টা কোথায় ছিলো
অবশ্যই ২০১৮ ও ২০২৪ এর মতো নিরোপেক্ষ নির্বাচন দরকার।
🤣🤣@@masudurrahman8107
😅😊 বাংলাদেশের মাটিতে আর আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ 🇧🇩💪
সাংবাদিকতার নিরপেক্ষতা বজায় রাখেন।
ভাই আপনার কাছে একটা প্রশ্ন, আমাদের এই স্বাধীন দেশে আই এস এস এর পতাকা নিয়ে কিছু মৌলবাদী ঢাকার শহরে ওপেন মিছিল করলো এই সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে?
জিল্লুর ও তো ওই দলের
আওয়ামীলীগ ফিরবেই
তোর বাবার নাম আছে?
ফাঁসির কাষ্ঠে উঠানো জন্য
আত্মহত্যা করলে ফিরা যায় নাকি?
শেখ হাসিনা ভারতে বসে বক্তব্য দিলে যদি বেআইনি হয়, তা হলে গত ১৬ বছর তারেক জিয়া লন্ডনে বসে যে ভিডিও কনফারেন্সে রাজনৈতিক বক্তব্য, সবা সমাবেশ করছে। সেটা তাহলে কি জনাব জিল্লুর রহমান? যদি বলতেন!
তার বক্তব্য প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
মাথা মোটা সাংবাদিকদের এই একটা বৈশিষ্ট্য - সে নিজের ভাবনা গুলেো জনগনের বলে চালিয়ে দেয়। অনেক বাংলাদেশ ভারতের ও ইউটিউবারদের সাংবাদিকদের সাংবাদিক বলা যায় না। তারা নিজেরাই এক একজন এক এক দলের হয়ে কথা বলেন। আর এমন ভাবে দার্শনিকদের মতো উক্তি করে নিজেদের জ্ঞান জাহির করতে গিয়ে উল্টো শূন্য জ্ঞানভান্ডার এর পরিচয় দেয়। এদের লজ্জা ও হয় না। পাবলিক রিএ্যাকশন ও দেখে বলে মনে হয়না। তাহলে তার বলা কথা কে নিয়ে কি মন্তব্য করা হচ্ছে জানতে পারতো। ইউটিউবে সব সময় ই এসব দলবাজ সাংবাদিক নামের সাংঘাতিকদের কথা শুনলে আর দেশের সাধারন মানুষের কথা শুনলে ওদের বলতে ইচ্ছে করে- কে আছে কে নেই মানুষ ওসব নিয়ে ভাবেনা। মানুষ চায় নিজেরা খাবার কিনে খেতে। দামটা সহনীয় হোক। শান্তিতে একটু ঘুমাতে। আর নিরাপদে থাকতে। এমন কোন সংস্থা নেই রাজনীতি করেনা। তা ভালো করুক। কিন্তু নিজের ভাবনাটা জনগনের ভাবনা বলে এরা কেন চালায়? ওরা নিজেরা ও তো দলকানা। অন্য দলের সমালোচক। কোন মানদন্ডে এদের সাংবাদিক বলা হয়? এরা প্রতিদিন মানুষকে এমন এমন খবর দিবে আর নিজের মত জনগনের মত বলে প্রচার করে প্রকারান্তরে দেশের উন্নয়ন তো করেই না দেশের ক্ষতি করে। যার ভুক্তভোগী হয় সাধারন মানুষ। মানুষ কে মনে ভয় ঢুকিয়ে দেয়। ভালো করেছে তারা সাধারন মানুষের উপকার হয়েছে এমন উদাহরন একটাও নেই।
@কার বক্তব্য?
রাইট। শেখ হাসিনা বাংলাদের বিপক্ষে বলছেন না, শেখ হাসিনা অবৈধ সরকারের বিরুদ্ধে বলছেন। জিল্লুর মিয়া আর কত ইউনূসের দালালি করবেন।
এসি রুমে বসে অনেক খোয়াব দেখা যায়, বাস্তবতা ভিন্ন শেখ হাসিনার বিকল্প ইউনুস হতে পারেনি।
জনাব জিল্লুর সাহেব আপনার চ্যানেলে একটা ভোটের জরিপ দেখতে চাই? কে বেশি জনপ্রিয় এইমুহুর্তে। কে জিততে পারে আগামীতে। নিজে একটু বুজতে পারবেন জনগনের ফালস কেমন।
বিল্লুর রহমান কথা শোনলে আমার হাসি পায়
তারেক রহমান লন্ডন থেকে কথা বললে মজা লাগে শেখ হাসিনা ভারত থেকে কথা বললে আপনার জ্বলে?
তাহলে এতকাল শেখ হাসিনা যাকে গালি দিয়েছে, তার কাতারেই নেমে গেল। একজন নির্বাচিত প্রধানমন্ত্রী দেশের বাইরে আছে কার ভয়ে?
সেটাই , উনারা সেটা বলবে না। সাব্যস্ত গিলটি তারেক রহমান কথা বলবেন সেটা ঠিক আছে।
ইন্ডিয়া আর লন্ডন এক না,@@abdulchowdhury1012
জিল্লুর - তোকে দেশপ্রেমিক জনতা ছাড়বেনা ছাড়বেনা এবং ছাড়বেনা।
উনার উপর আপনার এতো রাগ কেন ব্রাদার?
কেন উনি তোমার নেত্রীর গাড় মেরে দিচ্ছে
😂😂 ৭১ এর পর আওয়ামী লীগ যে কায়দায় বাকশাল করেছিল, ঠিক একই মনোভাব ছাত্র সমন্বয়কদের।
লীগ ও মনে করত স্বাধীনতার কৃতিত্ব শুধুই তাদের। সমন্বয়করা ও তাই মনে করে।
তাই খুব অল্পতেই জনপ্রিয়তা তলানীতে। 😂😂
চোরের আবার বড় বড় কথা।
দেশপ্রেমিক আবার কারা ভাই?
দেশপ্রেমিক কি শুধু জামাত আর আওয়ামী লীগ?
আওয়ামী লীগের জন্য চিন্তা না করে অন্যদের চিন্তা করেন। হালুয়া রুটির ভাগ নিয়ে সামনে অনেক সমস্যা হবে।
ক্ষমতার লোভ ধরে গেছে কোন দিনে দল গঠন করবে আর কোন দিন নির্বাচন দিবে ভাই তোমাদের দল গঠন করার জন্য গণঅভ্যুত্থান হয়নি
সংস্কার করে নির্বাচন দেন
মনে হচ্ছে আপনি নিজেই গণঅভ্যুত্থান করেছেন। গণঅভ্যুত্থান কি তাহলে এই জন্য হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার যতদিন মন চাবে থাকবে।
কই ভাই আমরা তো এমন কোন কথা অভ্যুত্থানের আগে শুনিনি। এগুলা কি নতুন বয়ান নাকি?
জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে মনগড়া অপ্রলাপ।
ভাই ভোটের সুযোগ কইরা দেন দেখেন কি হয়
আপনার মনে ভয় জেগেছে ভাইজান
আজ শেখ হাসিনার প্রতি আপনার বক্তব্য ছিলো সুন্দর এবং সাবলীল
যা তিনমাস পাই নাই-যাহোক আপনার জন্য শুভকামনা
জিল্লুর - তুই তো প্রশ্ন বলতে পারিসনা - তুই তো বলিস প্রেশ্ন - তুই কিভাবে বুঝলি আওয়ামী লীগের জনপ্রিয়তা তলানীতে।
আফসোস লীগ 😂
😂😂😂
শেখ হাসিনা ভালো উচ্চারণ করতে পারে।
তাকে উচ্চারণে নোবেল দেওয়া হোক।
আপনাকে একদিন বাংলাদেশের জনগণ পালানো আর বাধ্য হয়ে দেশ ও জনগণের স্বার্থে সাময়িক দেশত্যাগ শব্দের মধ্যে তফাৎ শিখাবে।নিশ্চিত থাকুন।
এই দেশের জনগনের একটা বড় অংশ ৩০% এর উপরে মানুষ আওয়ামীলীগ এর প্রতি সমর্থন আছে।
❤️🇧🇩❤️ জয় বাংলা, জয় বাংলাদেশ, জয় শেখ হাসিনা। বাংলাদেশের জন্য শেখ হাসিনা সঠিক নেতৃত্ব দিয়েছিলেন তা গত কয়েক মাসেই প্রমাণিত হয়েছে।
সংস্কার যদি রাজনীতিবিদরাই করে তাহলে স্বাধীনতার ৫৩ বছর পরেও কেনো সংস্কার এর কথা উঠছে, এতো দিন এই রাজনীতিবিদরা কি করেছে, এ ব্যাপারে স্যার আপনার আলোচনা শুনার আশায় আছি
সম্মান রেখেই বলছি আপনি তো একজন সাংবাদিক . আপনি কি দেখেছেন বাংলাদেশের সাংবাদিকতা এবং সাংবাদিক নিয়ে RSF এর রিপোর্ট , মেরুদন্ড সোজা রেখে সাংবাদিক দের অধিকার নিয়ে কথা বলেন
উনি দেখে ও না দেখার বান করবে।
দ্রত নির্বাচনের ব্যবস্হা করা উচিত
মাঠে আসতে দেন তারপরে বুঝবেন জনপ্রিয়তা তলানিতে না, শীর্ষে।
জিল্লুর রহমান ভাই আপনাকে অশেষ ধন্যবাদ বাস্তব সময়ের কথা বলার জন্য।
মি: জিল্লুর সাহেব আওয়ামী লীগ হচ্ছে ফিনিক্স পাখি আর সেই ফিনিক্স পাখির ডানা হচ্ছে শেখ হাসিনা। এখনো বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ব্যাক্তির নাম শেখ হাসিনা। ইনোসেন্ট চেহেরার পাশে আপনার কদার্য চেহারা দেখতে পারতাম না যদি ৫ তারিখের ঘটনা না ঘটতো। অপেক্ষা করুন অল্পদিন তখন যেন এইকথাগুলি থাকে।।
আফসোস লীগ সিংগাড়া সুমুচার ভাগ পাও না এখন?
জয় বাংলা জয় বঙ্গবন্ধু। দেশকে ঠিক রাখার জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয় যা শেখ হাসিনা নিয়েছেন। আপনিও ভলে আছেন। আওয়ামী লীগ কখনো শেষ হবেনা কারন সংখ্যালঘু ৮%+মুসলমান ২৮%আর মুক্তিযোদ্ধার সন্তান ১%তাহলে ৩৭% কম ধরে হিসাব করে হলেও দলটা কিভাবে শেষ হবে।সঠিক কথা বলুন, দালালী বাদ দেন জিল্লুর ভাই, মানুষ বোকা না।❤❤
eto bujhen to, election dennai ken? polailen ken?
মুসলিম লীগের এর চেয়েও বেশি জনপ্রিয়তা ছিল, তারপরও বিলীন হয়ে গেছে।
কত পেয়েছেন জিল্লুর ভাই, এবার মনে হচ্ছে বান্ডিল এবার মোটা পেয়েছেন মনে হচ্ছে। 😮😮
মাঠের জনমত জানেন কি?
50 বছর পুরনো সংবিধান পরিবর্তন করতে হবে। ক্ষমতায় থাকতে হলে সব দলকে একটি নিদ্রিস্ত guideline এর মধ্য দিয়ে পরিচালনা করতে হবে। নিদ্রিস্ত কিছু university ছাড়া বাকি সব university বন্ধ করতে হবে। diploma degree কে প্রাধান্য দিতে হবে। decentralization শুরু করতে হবে। মানুষকে ঢাকা মুখি হওয়া থেকে বিরত করতে হবে।
এখনো বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিকল্প কোন সরকার চাই না
গণহত্যার বিচার আগে পরে নির্বাচন ✊🇧🇩✊
জিল্লুর রহমান সাহেব আপনি বললে তো হবেনা জনগণ চায় না নিরপেক্ষ নির্বাচন দিন দেখেন
মাঠের খবর রাখেন কি? জরিপ করে দেখেন আওয়ামী লীগের ভোট কত ?
ধোনের ভোট আছে৷
চোরের মায়ের বড় গলা
১২%
২%
খুবই বিশেষজ্ঞ সাংবাদিক
শিরোনামের সাথে কন্টেন্টের কোন মিল নেই।তাহলে আপনি তো বড় প্রতারক।
আহারে কি নরম কথা, পিটার হাস কই তোমার বস😂
এই সরকারের ৫ মাসে ৮৮ টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে! সেটা এই সরকারের দেওয়া তথ্য থেকেই জানা। তাছাড়াও আরো ঘটনা আছে। এরপর ও আপনি বলছেন বিছিন্ন কিছু ঘটনা! আপনার কোন লজ্জা শরম বলতে কিছু নাই। দালালির একটা মাত্রা থাকা উচিৎ ভাই।
শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্র প্রধান ,জয় বাংলা ❤
এটা বাংলাদেশ
এদেশে সব কিছুই সম্ভব
জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
জুলাই আন্দোলনে অনেক বিদেশি চ্যানেলও প্রপাগানডা ছড়িয়েছিল ইন্কলুডিং পশ্চিমবঙ্গ।
পশ্চিমবঙ্গের সিপিএম সরাসরি আইটিসেল গঠন করে ভারত থেকে প্রপাগান্ডা ছড়িয়েছে।
Joy bangla joy bangabondu joy sheik hasina ❤❤❤❤❤❤❤
সকল গণহত্যার বিচার চাই জনগণ আমরা
মিথ্যা কথা বলতে লজ্জা করে না?
আপনার টাইটেলটি মিসলিড করেছে। টাইটেল আর কন্টেন্ট মিলছে না। আপনার এটি করা ঠিক নয়।
পশ্চিমা কি চাই এটা জানুয়ারী দেখা যাবে
এই একই কথা হাসিনা তারেক এর ব্যাপারেও বলত। হাসিনা ও তারেক এর ভূমিকা দেশের জন্য একই।
শিরোনামের সাথে আলোচনার কোন মিল নাই।
পুরাই ফালতু আলোচনা। ভিউ ব্যবসায়ী।
জিল্লুরেরও ভিউ ব্যাবসা করা লাগছে😂
দালালি করতে করতে কবরে চলে যাবেন তারপর ও দালালি বন্ধ হবেনা
ষড়যন্ত্র করলেন জিল্লুর এত, এখন কেনো এত কান্নাকাটি 😂
সাহস থাকলে অনলাইন একটা ভোটের আয়োজন করো, দেখা যাবে আওয়ামী লীগের শক্তি 🫵🫵
চাঁদাবাজি বন্ধ করতে ১ দিন লাগে, একজনকে শাস্তি দিলে সারা দেশ সোজা
ভাই নির্বাচন করলেই বুঝতে পারবেন কার এক্সেপ্টেন আছে আর কার নাই বুঝতে পারবেন,
হাওয়াই ফাঁকা বুলি মেরে লাভ নেই
শেখ হাসিনা দেশে আসবে
ভাই জিল্লুর রহমান ছদ্ম বেশে একটু সাধারন মানুষ এর কাছে গিয়ে জিজ্ঞেস করেন তাড়া কি চায় তাহলেই বুঝবেন শেখ হাসিনার জনপ্রিয়তা কতোটা। দেশের সাধারণ মানুষ শেখ হাসিনাকেই চায়।
এ-ই মূহুর্তে নির্বাচন দিলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সরকারের পক্ষ কঠিন হবে, তাই আমি মনে করি দেড় দুই বছরের জন্য একটা সময় দিতে হবে, এবং আওয়ামী লীগের সরকারের যারা ধরা পড়ে গেছে তাদের দুরতম সময়ে বিচার সমাপ্ত করে জাতীর ইচ্ছা পূরণ করতে হবে।
thanks bhai
দ্রুত নির্বাচন দেওয়া উচিত
😂😂 ৭১ এর পর আওয়ামী লীগ যে কায়দায় বাকশাল করেছিল, ঠিক একই মনোভাব ছাত্র সমন্বয়কদের।
লীগ ও মনে করত স্বাধীনতার কৃতিত্ব শুধুই তাদের। সমন্বয়করা ও তাই মনে করে।
তাই খুব অল্পতেই জনপ্রিয়তা তলানীতে। 😂😂
আপনার কথা গুলো সত্যি অসাধারণ সুন্দর করে গুছিয়ে বলেন বাংলাদেশে আপনার মত সাংবাদিক দরকার দেশের মানুষের জন্য ❤
সুষ্ঠু ভোট দিয়ে দেখেন, বুঝতে পারবেন আওয়ামী কত ভোট পায়।
আপনি আবেগ না বিবেক দিয়ে কথা বলেন তাই খুব ভালো লাগে ❤
আপনার সাহস থাকলে আপনার চ্যানেলেই নির্বাচনের আয়োজন করেন পুলের মাধ্যমে তাহলেই বোঝা যাবে কার জনপ্রিয়তা কতটুকু।
আমি আপনাকে কিছু কথা বলি, # আপনি কমেন্ট গুলো পড়বেন।
# আপনার বিউ কমছে না বারছে তা খেয়াল করবেন যদি কমে যায় দিন দিন তাহলে ভাববেন আওয়ামীলীগের জনপ্রিয়তা বারছে।
আপনি সাংবাদিক বড় কিন্তু আপনার জানা শোনা অনেক কম। শেখ হাসিনা এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। এটা সব রকম জরিপে প্রমাণ হয়েছে। আর আপনি বলছেন শেখ হাসিনার জনপ্রিয়তা মাইনাসে নেমেছে। সবার অংশগ্রহণে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে বলেন তারপর দেখবেন কে জনপ্রিয়।
শেখ হাসিনা সরকার বার বার দরকার
বতর্মান শেখ হাসিনার জনপ্রিয়তা সম্পর্কে আপনার বিন্দুমাত্র ধারণা নেই নাকি ধারনা থাকা শর্তেও আপনি আপনার প্রপাগান্ডা দিয়ে শেখ হাসিনার জনপ্রিয়তা হাইড করছেন।
শেখ হাসিনা এত পাপ করার পরও এত তাড়াতাড়ি এই সাহস কেমনে পাচ্ছে এর পিছনের কারণ খুজলে ইলিয়াস হোসেনের কথাগুলি নিরপেক্ষভাবে তদন্তের দরকার বলে মনে করি।
এখন দেশে যে সত্য কথা বলা যায়না এইটা কি?
জনাব ৫ ৬ ৭ আগষ্ট মুক্তিযুদ্ধের প্রতিকের ওপর হামলা কারা করেছিলো, ৩২ নং এ হামলা কারা করেছিলো এই বিষয়ে আপনার কোন মন্তব্য নেই কেন???
আমার চোখে সংস্কার হিসেবে যা দেখি তা হলো পালানোর পথ খুঁজা
Absolutely right.
আমি মনে করি সংস্কারের নামে ছাত্র উপদেষ্টারা দীর্ঘ দিন ক্ষমতার থাকতে চায়।
আপনি কি রাজনৈতিক লোক নাকি? একজন সাংবাদিক হয়ে কিভাবে এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলেন।
আপনার কথাবার্তা স্পষ্ট না। কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন। কি বিশ্লেষণ করলেন আর কি বুঝাতে চাইলেন কিছুই বুঝা গেল না।
আমিও কিছু বুঝি নাই মনে হলো মনা পাগলার পুরোনো সংলাপ।
আপনার মতো নিরাপেক্ষ সাংবাদিক আর কয়েক জন হলে দেশটা বদলে যেত
দেশ আরো ধ্বংস হতো
বাংলাদেশে নির্বাচন হলে দুই দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বে হবে।( ১)আওয়ামী লীগ। (২) বি এন পি।
যারা নির্বাচিত হতে পরবে না তারাই নির্বাচন চায় না।
Sheikh Hasinar is the most Popular leader in Bangladesh till now!!
তৎকালীন বিএনপির সময়কাল ২০০৪ সালে ভারতীয় এবং দেশীয় নায়িকা নিয়ে পার্টি হতো গাজীপুরের খোয়াব ভবনে। এই মা/গী/বা/জ জিল্লুর ছিলো রেগুলার কাস্টমার খোয়াব ভবনের।
Afsuslig
আওয়ামীলীগ ❤️❤️❤️❤️
Jillior Vai assalamualaikum bayktaybba soror age Ekta salamdele kob sondar hai
ভারত এ অঞ্চলের ইসরায়েল।
লীগ হয়তো সময় নিয়ে ফিরতে পারবে। কিন্তু মুসলিম লীগের মতোই টিকে থাকবে। এলাকায় গেলে মানুষের দৌড়ানি খাবে😅
একপক্ষকীয় কথা বার্তা
India and Hasina will make injurious moves against bangladesh in anytime.
শেখ হাসিনা ছিল আছে থাকবে
তার ফাঁসি দেখার জন্য সবাই অপেক্ষা করছে।
চীন রাশিয়া থেকে প্রচারণা চালাচ্ছে।
টাইটেল কি দিল, আর আলোচনা কি নিয়ে করল!!!
ভয়ংকর চটকদার থামনিল 😅