একরাশ মুগ্ধতা। আপনার শ্রবণ প্রতিক্রিয়া জানতে পেরে খুব আনন্দ পেলাম। ধন্যবাদ।আপনি খুব মন দিয়ে শোনেন, অনুভব করেন তাই এতো ভালো লাগে। সর্বোপরি ঠাকুরের অমৃত কথা মাহাত্ম্য। এভাবেই ঋদ্ধ করবেন। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি , প্রণাম 🙏🙏🙏
স্বাগতম। আপনার শ্রবণ প্রতিক্রিয়া মন ছুঁয়ে গেল। মা বাবার কথা কত যে স্মৃতি বিজড়িত। তাঁদের কে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনার শুভেচ্ছা আমার সহায় হোক। ভালো থাকবেন। নমস্কার 🙏
জয়তু শ্রীরামকৃষ্ণ জয় মা জয় স্বামীজী প্রনাম প্রনাম প্রনাম🙏🙏🙏। কী সুন্দর আজকের পর্বটি খুব ভালো লাগলো কত অজানা তথ্য জানলাম এবং সমৃদ্ধ হলাম। ঠাকুর ঠিক ই বলেছিলেন ক্ষীর সমুদ্র বিদ্যাসাগর মহাশয় কে। ঠাকুর আমাদের তোমার করে নাও শরণাগতি দাও, নির্ভরতা দাও। আর তোমরা সকলেই খুব ভালো থাকবে ঠাকুর। 🌹💛🌹💛🌹💛। দাদা আপনি কী অপূর্ব সুন্দর করে ভাব প্রকাশ করেন চোখে জল এসে যায়। সবসময় ভালো থাকবেন নমস্কার🙏🙏
আপনার কমেন্টের প্রসঙ্গে যাই লিখি, কম লেখা হয়ে যায়। কি অনুভব, কি গভীরতা যুক্ত আপনার মতামত, অসাধারণ। পর্ব শেষে যে অনাবিল আনন্দের পরশ পান ঠাকুরের অমৃত কথায়, তার প্রকাশ পাই কমেন্টে। কথকতা পরিবারের সদস্যদের কাছে সত্যিই আমি চিরঋণী। নমস্কার নেবেন। ভালো থাকবেন।জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, প্রণাম 🌺🙏🌺🙏🌺🌹🙏🌹🙏🌹🙏❤️🙏❤️🙏❤️🙏
হে পরম পিতা তোমার চরণে সহস্র সহস্র কোটি প্রণাম। তুমি ই তো পারো সকলকে ভালো রাখতে। ঠাকুর তোমার কাছে শুধুই চাওয়া ও পাওয়া ছাড়া আর কিছুই নেই গো প্রভু। সকলকে ভালো রাখো ও সুস্থ রাখো আর রক্ষা করো প্রভু।আর একটা ই মিনতি শক্তি দাও ধৈর্য দাও আর ক্ষমা করে দিও প্রভু। ভালো থাকবেন দাদা। জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব প্রণাম। ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর তো সকলের দয়ার সাগর। উনার চরণে প্রণাম।
Jai.shri.ramo.krisno.thakur
স্বাগতম। সঙ্গে থাকুন। জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ,প্রণাম
অপূর্ব নিবেদন।মন একেবারে ছুয়ে গেল
@@shuklamukherjee2543 ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর।আগামীকাল দুপুর একটায় একটি নতুন পর্ব, দেখে মতামত দিবি ❤️❤️
অসাধারণ অপূর্ব সুন্দর কথা।কি বলে যে প্রসংশা করবো তার ভাষা নেই।আপনার কথা যখনই শুনি চোখে জল চলে আসে।আপনাকে অসংখ্য ধন্যবাদ।🙏🙏🙏
একরাশ মুগ্ধতা। আপনার শ্রবণ প্রতিক্রিয়া জানতে পেরে খুব আনন্দ পেলাম। ধন্যবাদ।আপনি খুব মন দিয়ে শোনেন, অনুভব করেন তাই এতো ভালো লাগে। সর্বোপরি ঠাকুরের অমৃত কথা মাহাত্ম্য। এভাবেই ঋদ্ধ করবেন। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি , প্রণাম 🙏🙏🙏
আপনাকে কী বলে প্রশংসা করবো ভেবে পাচ্ছিনা। শুনে ধন্য হলাম। আমার বাবা-মা কে স্মরণ করার সুযোগ পেলাম। সকল বাবা-মা এর আশীর্বাদ বর্ষিত হোক আপনার উপর। 🙏
স্বাগতম। আপনার শ্রবণ প্রতিক্রিয়া মন ছুঁয়ে গেল। মা বাবার কথা কত যে স্মৃতি বিজড়িত। তাঁদের কে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনার শুভেচ্ছা আমার সহায় হোক। ভালো থাকবেন। নমস্কার 🙏
সত্যি ভীষন সুন্দর, কথপোকথনের অসাধারন অংশ গুলির তথ্য পেলাম, অনেক ধন্যবাদ জানাই দাদা আপনাকে 🙏
জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ 🙏 🙏🙏
পর্ব গুলো শুনে আপনার ভালো লাগছে, কমেন্ট করে জানাচ্ছেন। কি যে ভালো লাগছে, অভাবনীয় অনুভূতি। মঙ্গলময় ঠাকুরের কৃপায় ভালো থাকুন। নমস্কার 🙏
খুব ভাল লাগল
ধন্যবাদ। রবিবার দুপুর একটায় দেখুন একটি নতুন পর্ব, জয় ঠাকুর 🙏🙏
জয় শ্রী রামকৃষ্ণ
জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, প্রণাম 🙏🙏🙏
Jai Thakur❤❤❤❤ Jai MAA❤❤❤❤
জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, প্রণাম 🙏🌺🌹❤️🙏
জয়তু শ্রীরামকৃষ্ণ জয় মা জয় স্বামীজী প্রনাম প্রনাম প্রনাম🙏🙏🙏। কী সুন্দর আজকের পর্বটি খুব ভালো লাগলো কত অজানা তথ্য জানলাম এবং সমৃদ্ধ হলাম। ঠাকুর ঠিক ই বলেছিলেন ক্ষীর সমুদ্র বিদ্যাসাগর মহাশয় কে। ঠাকুর আমাদের তোমার করে নাও শরণাগতি দাও, নির্ভরতা দাও। আর তোমরা সকলেই খুব ভালো থাকবে ঠাকুর। 🌹💛🌹💛🌹💛। দাদা আপনি কী অপূর্ব সুন্দর করে ভাব প্রকাশ করেন চোখে জল এসে যায়। সবসময় ভালো থাকবেন নমস্কার🙏🙏
আপনার কমেন্টের প্রসঙ্গে যাই লিখি, কম লেখা হয়ে যায়। কি অনুভব, কি গভীরতা যুক্ত আপনার মতামত, অসাধারণ। পর্ব শেষে যে অনাবিল আনন্দের পরশ পান ঠাকুরের অমৃত কথায়, তার প্রকাশ পাই কমেন্টে। কথকতা পরিবারের সদস্যদের কাছে সত্যিই আমি চিরঋণী। নমস্কার নেবেন। ভালো থাকবেন।জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, প্রণাম 🌺🙏🌺🙏🌺🌹🙏🌹🙏🌹🙏❤️🙏❤️🙏❤️🙏
অপূর্ব, এর বেশি কোনো কথা বলা যাবেনা, কারণ এমন কোনো বিশেষণ নেই যা দিয়ে এটা যে কত ভালো ও সুন্দর হয়েছে ঠিক ঠিক বোঝানো সম্ভব। জয় ঠাকুর, মা ও স্বামীজী।
সবই তাঁর কৃপা ও তোদের শুভকামনায় সম্ভব হচ্ছে। ভালো থাকিস বন্ধু আমার।জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, প্রণাম 🙏🌺🌹🙏
দারুন। খুব ভালো হয়েছে।
আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ বন্ধু। প্রতি পর্বে যেন দেখা পাই ❤️❤️❤️
হে পরম পিতা তোমার চরণে সহস্র সহস্র কোটি প্রণাম। তুমি ই তো পারো সকলকে ভালো রাখতে। ঠাকুর তোমার কাছে শুধুই চাওয়া ও পাওয়া ছাড়া আর কিছুই নেই গো প্রভু। সকলকে ভালো রাখো ও সুস্থ রাখো আর রক্ষা করো প্রভু।আর একটা ই মিনতি শক্তি দাও ধৈর্য দাও আর ক্ষমা করে দিও প্রভু। ভালো থাকবেন দাদা। জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব প্রণাম। ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর তো সকলের দয়ার সাগর। উনার চরণে প্রণাম।
অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। সত্যিই,আপনার কমেন্ট ভক্তি ও অনুপ্রেরণার আকর। প্রতি পর্বে আপনি যেন অবিচ্ছেদ্য অঙ্গ। এভাবেই ঋদ্ধ মতামত দ্বারা পাশে থাকবেন। ঠাকুর, মা ও স্বামীজির অকৃপণ আশীর্বাদ থাকুক আমাদের সকলের জন্যে। ভালো থাকবেন।নমস্কার 🙏🙏
Khub Sunder Kothokota Darun Lagloo Thakur Tomar Chorone Pronam Shyamal Da Namaskar Neben
প্রদীপ ভাই, প্রীতিপূর্ণ নমস্কার নেবেন। আপনার শ্রবণ প্রতিক্রিয়া দেখে আনন্দ পাই,উৎসাহিত হই। সঙ্গে থাকুন।জয় ঠাকুর 🙏🌺🙏
🙏🙏💖❤
আন্তরিক শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদ 🙏🙏🙏
🙏🙏🙏
ধন্যবাদ, শুভেচ্ছা ও শ্রদ্ধা 🙏🙏🙏
Regards to Mr. S. Banerjee❤❤
My sincere gratitude to you. Wishing your inspiring comments, thanks 🙏❤️