আমার রুপে একটা জ্বিন আসছিলো আমার রুমে, আমার জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা | Mufti Ali Hasan Osama

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 542

  • @motiurrahaman7204
    @motiurrahaman7204 Рік тому +765

    কিছুক্ষন আগেও RFL এর টেবিল আমার এক ভাই কিন্তে চেয়েছিলো ।আমি বললাম কেনা যাবে না।আলহাম্দুলিল্লাহ সে আমার কথা রেখেছে ।আসুন সবাই বর্জন করি RFL পন্য।

    • @inriyad
      @inriyad Рік тому +25

      aro 4 bosor age theke boycott korechi alhamdulillah

    • @Something_important_for_you
      @Something_important_for_you Рік тому +16

      rfl এ কী হলো যদি একটু বলতেন pls

    • @ariyanrajib3824
      @ariyanrajib3824 Рік тому

      ​@@Something_important_for_youএইটা কাদিয়ানীদের পণ্য

    • @আমিপ্রতিবাদী-দ২দ
      @আমিপ্রতিবাদী-দ২দ Рік тому

      অমুসলিম কাদিয়ানীদের পণ্য RFL

    • @mdemonkhan6414
      @mdemonkhan6414 Рік тому +27

      আরএফএল কাদিয়ানী সম্প্রদায়ের মানুষজন এর ব্যবসা

  • @mdaktarujjamanmorol85
    @mdaktarujjamanmorol85 Рік тому +73

    সত্যি মনো মুগ্ধকর হাদিস দিয়ে যত সুন্দর করে বুঝিয়েছেন হুজুর আপনার মত শাইখ এদেশের প্রতিটি ঘরে ঘরে আল্লাহ রাব্বুল আলামীন প্রেরণ করুক আমিন, দীর্ঘদিন পর আল্লামা সাঈদী হুজুরের মত কিছু বয়ান শুনলাম।

  • @AbdurRahmanOfficial-ns1en
    @AbdurRahmanOfficial-ns1en Рік тому +224

    যৌবনের প্রথম প্রেম হলো আল কোরআন আর প্রথম ভালোবাসা হচ্ছে---- নামাজ...🕌💐

  • @Shakil-u9b
    @Shakil-u9b 9 місяців тому +7

    আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন ্্ আমার প্রিয় শায়েক

  • @moshiurrahman1049
    @moshiurrahman1049 Рік тому +16

    এভাবে কখনো ভাবিনি। হুজুরের বয়ান তাৎপর্যপূর্ণ।

  • @ummulqurantv
    @ummulqurantv Рік тому +130

    আলী হাসান উসামা এর বয়ান খুব ভালো লাগে

    • @tohamoni5756
      @tohamoni5756 Рік тому

      হেফাজতে কওমী, ছারসিনা,ফুরফুরা, চরমনাই, এনায়েতুল্লাহ আব্বাসী,বেরেলভি তাহেরিসহ সব পীর ও হিন্দুরাও ইরানি সুফি মান্সুর হাল্লাজের দাজ্জালীয় 'আমি খোদা' যিকিরের মারেফাতকে সাপোর্ট করে। এই পীর-বুজুর্গদের শির্কি "ইল্লাল্লাহ" যিকিরের অর্থ হচ্ছে "আল্লাহ্ ছাড়া মুশরিকদের মিথ্যা মাবুদ জীনশয়তানকে ডাকাকে বুজায়"...যা সুস্পষ্ট শির্ক এবং এটি দাজ্জালীয় জঘন্য আক্বীদার জিকির।
      এর কারণ হচ্ছে ৭১ এর পাকিস্তান বাহিনীর প্রেসিডেন্ট আইয়ুব খান সহ অধিকাংশই ইরানের বিকৃত ইসলামের চর্চাকারী ছিল। আর আফগানিস্তানের তালেবানদের অধিকাংশই শিয়া-খারেজীদের মতো প্রকাশ্য মাজারপুজারী। এবং তাঁরা একটা মাজারও ভাংগেনি। ৩৬০-টা মূর্তির পূজা দিয়েও মক্কার মুশরিকরা নিজেদেরকে ইব্রাহীম (আঃ) এর খাঁটি অনুসারী দাবী করতো = ৩৬০ আউলিয়ার পূজারী বাংলাদেশের পীর-মাজারীরা! নাঊযুবিল্লাহ।
      আর সকল পীর-বুজূর্গদের কিতাবে ও বক্তব্যে এ পীরদের সুস্পষ্ট কুফরী আক্বীদা হচ্ছে তাঁদের খোদার আরশ নাকি তাদের কলব্ (অন্তর) নাঊজুবিল্লাহ্।
      প্রমাণঃ হেফাজতে কওমী, বেরেলভীদের ও ইলিয়াসী তাবলীগের সকল পীর-বুজূর্গদের সকলের সম্মানীত পীর ইমদাদুল্লাহ হাজী মাক্কীর আক্বীদা দেখুনঃ "যিয়াউল কুলুব উর্দু" ৫৫ পৃষ্ঠা বাংলায় "খোদাকে নিজের মধ্যে প্রত্যক্ষ অনুভব করে মন্ছুর হাল্লাজের মত আনাল হক্ব (আমি খোদা) বলে চিৎকার করিয়া উঠে" !!! {নাউযুবিল্লাহ}
      আর তাইতো আমাদের মহান আল্লাহ তায়ালা বলেন: "অধিকাংশ লোক এক (ও অদ্বিতীয় রব) আল্লাহ'র প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। "[১২:১০৬]
      পারস্যের ইহুদি পুরোহিতদের মান্সুর হাল্লাজের 3rd চোখ খোলার 'আমিই খোদা' দাজ্জালীয় মারেফাতের আক্বীদার বিশ্বাসী অগ্নিপূজারী শিয়া-খারাজী,বাউল,বৌদ্ধ, হিন্দু,খ্রিস্টান,ইহুদী কাব্বালাহ সূফী,পীর সাহেবরা ও তাঁদের মুরিদ শয়তানের গনতন্ত্রের পূজারী জনগনের এমপি, মন্ত্রীরা দাজ্জালকে তাঁদের উন্নয়ন দানকারী (আমি খোদা'র যিকিরের) মাহদী/সূফী ভেবে ধোঁকা খাবে। নাঊজুবিল্লাহ্। কারণ পারস্যের অগ্নিপূজকদের পুরোহিতদেরকে পীর বলা হতো।
      যারা ঈসা (আঃ),নবী (সঃ),আলী (রাঃ), ওলী-আওলিয়াকে ও পীরদেরকে (বিএনপি, আওয়ামীলিগের এমপি মন্ত্রীসহ তাঁদের শয়তানী গনতন্ত্রের পূজারীরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদী, সূফি,শিয়া,বাউলরাও মন্সুর হাল্লাজসহ অন্যান্য পীরদেরকে) খোদা বলে ডাকার মারেফাতকে সাপোর্ট করে; তো তাঁরা কি দাজ্জালের 'আমি খোদা'র ধোঁকায় পড়বে না ⁉️
      এর কারণ হচ্ছে এসকল ভন্ড ও বিদাতিরা আমাদের নবীর সত্য আক্বীদাকে বিদাত বলে প্রতিনিয়ত অপবাদ দিয়ে খ্রিস্টান,ইহুদি, বৌদ্ধ,হিন্দু মুশরিকদের খোদার সত্তার সর্বত্রের শির্কি আক্বীদার প্রচার করে দেশটাকে শির্কে ভরপুর করে ফেলেছে। নাঊজুবিল্লাহ্ ।
      ঐ পীর-বুজূর্গ নামক অন্ধরা কি দেখে না যে, আমাদের নবী (স:) বলেছেনঃ জমিনে যারা আছে তাদের প্রতি দয়া কর, যিনি (আল্লাহ) আসমানে তিনি (আল্লাহ) তোমাদের প্রতি দয়া করবেন। তিরমিযীঃ ২০০৬!
      কিন্তু যাদের হৃদয় অন্ধ তাঁরা ও অধিকাংশ জনগণের প্রিয় শায়খ আহমাদুল্লাহ, আবু ত্বহাসহ অন্যান্য জনপ্রিয় বক্তারা ঐ জঘন্য অপবাদ কারী হেফাজতে কওমী, চরমোনাই এনায়েতুল্লাহ আব্বাসীসহ ইলিয়াসী তাবলীগের পীর-বুজূর্গের বিরুদ্ধে প্রতিবাদ না জানিয়ে বরং তাঁদেরকে ইসলামের প্রকৃত ধারক-বাহকের অন্তর্ভুক্ত বলে প্রচার করে চলেছে ! এর কারণ তাঁদের অধিকাংশই আবার ছারসীনা ফুরফুরা মুরিদ ব্রাম্মণবাড়িয়ার পীরদেরকেও সাপোর্ট করে নাঊজুবিল্লাহ্।
      অথচ ঐ হেফাজতে দেওবন্দের পীর-বুজূর্গ বাঊলরা অন্ধরা এটাও ভালভাবে জানে যে, "আল্লাহ্ কোথায়" এই প্রশ্নের জবাবে "আল্লাহ্ আসমানে" একথা বলাকে আমাদের প্রিয় নবী (সঃ) মুমিনের আক্বীদা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। (সহীহ হাদিস নং ১০৮৬, সহীহ মুসলিম)
      তাহলে গোলাম আহমদ কাদিয়ানী আর বুজুর্গানে দ্বীনের বিভিন্ন অজুহাতে নতুন নতুন দ্বীন,ইবাদত পদ্ধতি তৈরি করার মধ্যে কতটুকু পার্থক্য তা আমাদের অনুমান আছে কী?
      ঐ পীর-বুজূর্গ নামক অন্ধরা কি দেখে না যে, ইমাম আবু হানীফা (রহিমাহুল্লাহ) বলেছেন- "যে ব্যক্তি বলবে আল্লাহ আসমানে আছেন নাকি জমিনে আছেন আমি তা জানি না, সে কুফরী করবে। অনুরূপভাবে যে বলবে আল্লাহ আরশে আছেন কিন্তু তাঁর আরশ আসমানে নাকি জমিনে আমি তা জানি না, সেও কুফরী করবে।" [আবু হানিফা, আল ফিকহুল আবসাত, পৃষ্ঠা ৪৬]
      আবার অনেক দেশপ্রেমিক হুজুররা শির্কি দেশের গান গেয়ে তাঁদের মূর্খ অন্ধভক্তদেরকে মাতিয়ে রাখে। অন্ধরা কি দেখে না যে স্কুলে বাধ্যতামূলক ঐ রবীন্দ্রনাথের কালীকে নিয়ে লেখা জাতীয় সংগীতের মাধ্যমে আমাদের সবার রব আল্লাহকে অপমানিত করা হয়েছে ⁉️

    • @Islamicinstitutemedia-257
      @Islamicinstitutemedia-257 9 місяців тому +1

      ❤❤❤❤❤

    • @SanaulHoqueSanaul
      @SanaulHoqueSanaul 27 днів тому

      ঠিক ❤❤❤❤🎉🎉😊

  • @mdalauddun1916
    @mdalauddun1916 Рік тому +24

    ভাল হয়েছে আমরা এক সময় আর এফ এল চাকরী করতাম এখন বেঙ্গল গ্রুপে আছি।আলহামদুলিল্লাহ।

  • @MahadiHasan-gq6ny
    @MahadiHasan-gq6ny 9 місяців тому +2

    আলহামদুলিল্লাহ কুব সুন্দর বয়ান হুজুরের

  • @shimaakther3375
    @shimaakther3375 Рік тому +19

    আলহামদুলিল্লাহ হুজুরের কথা অনেক সুন্দর।

  • @mohamadulla3668
    @mohamadulla3668 8 місяців тому +3

    আল্লাহপাক রাব্বুল আলামিন হুজুরকে নেক হায়াত দারাজ করুক বাতিলের মোকাবেলা করার তৌফিক দান করুক সকলে বলি আমিন

  • @higherspeech786
    @higherspeech786 Рік тому +165

    আমি এ কারনেই প্রাণের জিনিস খাওয়া বন্ধ করেছি।
    ভালবাসি আপনাকে আমার কলিজার টুকরা শায়েখ।

    • @tohamoni5756
      @tohamoni5756 Рік тому +1

      ইরানি মন্সুরহাল্লাজের 'আমি খোদা'র দাজ্জালীয় আক্বীদার প্রচারকারীঃইলিয়াসী তাবলীগের হেফাজতে কওমী সব পীরশিয়া বাউল,বৌদ্ধ,হিন্দু,খ্রিস্টা,ইহুদী কাব্বালাহ।
      পীর-সুফী, শিয়া, বাউল, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ইহুদী কাব্বালাহ্ সুফীদের আক্বীদাঃ জীন শয়তানকে পূজা করে নিজের মধ্যে এনে 3rd চোখ খোলা যায়৷ উদাহরনঃ মারেফতের উচ্চস্তরে মন্সুর হাল্লাজের 'আমি খোদা আমাকে সিজদা কর'-এই দাজ্জালীয় আক্বীদায় যিকির। নাঊজুবিল্লাহ্।
      পারস্যের ইহুদি পুরোহিতদের মান্সুর হাল্লাজের 3rd চোখ খোলার 'আমিই খোদা' দাজ্জালীয় আক্বীদার বিশ্বাসী অগ্নিপূজারী পীর সাহেবরা দাজ্জালকে তাঁদের খোদায়ী ক্ষমতার (নিজেকে খোদা দাবিকারী) আমি খোদার আক্বীদার পীর মন্সুর হাল্লাজের পুনরায় আগমনকারী সূফী ভেবে ধোঁকা খাবে।নাঊজুবিল্লাহ্। কারণ পারস্যের অগ্নিপূজকদের পুরোহিতদেরকে পীর বলা হতো।
      আবার ঐ বিদাতিরা নবীর এই সঠিক (সত্য) আক্বীদাকে প্রতিনিয়ত বিদাত বলে প্রতিনিয়ত অপবাদ দিচ্ছে।নাঊজুবিল্লাহ্ ।
      কারন আমাদের নবী (স:) বলেছেনঃ জমিনে যারা আছে তাদের প্রতি দয়া কর, যিনি আসমানে তিনি (আল্লাহ) তোমাদের প্রতি দয়া করবেন। তিরমিযীঃ ২০০৬!
      কিন্তু যাদের হৃদয় অন্ধ তিনারা (এবং
      মিজানুররহমান আজহারী,কাজী ইব্রাহীম, আহমাদুল্লাহ,আবরারুল হক আসিফরা, আবু ত্বহারা) এই জঘন্য অপবাদ কারী দেওবন্দের হেফাজতে কওমী,সরছিনা, ফুরফুরা,চরমনাই,এনায়েতুল্লাহ আব্বাসী, ইলিয়াসী তাবলীগের পীর-বুজূর্গের বিরুদ্ধে প্রতিবাদ না জানিয়ে বরং তাঁদেরকে ইসলামের প্রকৃত ধারক-বাহকের অন্তর্ভুক্ত বলে প্রচার করে চলেছে ! এর কারণ সাঈদী সহ তাঁরা সকলেই ছারসীনা ফুরফুরা পীরদেরকে সাপোর্ট করে নাঊজুবিল্লাহ্।
      অথচ ঐ হেফাজতে দেওবন্দ, ছরসিনা, ফুরফু্রা, চরমোনাই,আব্বাসী, তাবলীগ জামাতের পীর-বুজূর্গ নামক অন্ধরা এটাও ভালভাবে জানে যে, "আল্লাহ্ কোথায়" এই প্রশ্নের জবাবে "আল্লাহ্ আসমানে" একথা বলাকে আমাদের প্রিয় নবী (সঃ) মুমিনের আক্বীদা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। (সহীহ হাদিস নং ১০৮৬, সহীহ মুসলিম)
      বরং হেফাজতে দেওবন্দ, বেরেলভীদের (রিজভীদের) সকল পীরদের কুফরী আক্বীদা হচ্ছে তাঁদের খোদার আরশ না কি তাদের কলব্ (অন্তরে) নাঊজুবিল্লাহ্।
      এর কারণ হচ্ছে তাঁদের শয়তানী যিকির।
      হেফাজতে দেওবন্দের ফুরফুরা,চরমনাই আব্বাসী,ইলিয়াসী তাবলীগের পীর-বুজুর্গদের শির্কি "ইল্লাল্লাহ" যিকিরের অর্থ হচ্ছে "আল্লাহ্ ছাড়া মুশরিকদের মিথ্যা মাবুদ জীনশয়তানকে ডাকাকে বুজায়"...যা সুস্পষ্ট শির্ক!
      সৌদি আরবের ইসলাম ইরাক হয়ে ইরানে গিয়ে বিকৃত হয়ে পাক-ভারতে এসেছে। পাকিস্তান হতে যারা এদেশে এসে রাজত্ব চালিয়েছিল তারা সবাই ছিলেন শিয়া সম্প্রদায়ের। মিঃ জিন্নাহ শিয়া, মিঃ লিয়াকত আলী শিয়া, প্রেসিডেন্ট আইয়ুব খান শিয়া। তাঁদের বিকৃত ইসলাম অর্থাৎ ইরানের শিয়া-খারেজীদের হতে উদ্ভুত খারজীপনা ও পারস্যের অগ্নিপূজকদের পীর-বুজূর্গের সূফীবাদই মানুষের কাছে ইসলাম বলে পরিচিত লাভ করেছে। নাঊজুবিল্লাহ।
      তুরস্ক,ইরান হচ্ছে বিদআতি ও ইসলামী সহীহ্ আক্বীদা ও আমলের বিরোধী ও ইসলাম বিকৃতকারী। আর আফগানিস্তানের তালেবানরা শিয়া খারেজীদের মতো মাজারপুজারী।
      ৩৬০-টা মূর্তির পূজা দিয়েও মক্কার মুশরিকরা নিজেদেরকে ইব্রাহীম (আঃ) এর খাঁটি অনুসারী দাবী করতো। ৩৬০ আউলিয়ার পূজারী বাংলাদেশের পীর-মাজারীরা!নাঊযুবিল্লাহ
      যে নামধারী মুসলিমরা আল্লাহ'র ঘর মসজিদ ভাঙ্গতে সাপোর্ট করে অথচ মাজার ভাঙ্গতে সাপোর্ট করে না-তারাই ভন্ড গোমরাহ পীর = পুরোহিত=পোপ
      তাহলে গোলাম আহমদ কাদিয়ানী আর বুজুর্গানে দ্বীনের বিভিন্ন অজুহাতে নতুন নতুন দ্বীন,ইবাদত পদ্ধতি তৈরি করার মধ্যে কতটুকু পার্থক্য তা আমাদের অনুমান আছে কী?
      যারা ঈসা (আঃ),নবী (সঃ),আলী (রাঃ), ওলী-আওলিয়াকে ও পীরদেরকে ( যেমন বিএনপি আওয়ামীলিগের এমপি মন্ত্রীসহ তাঁদের শয়তানী গনতন্ত্রের অনুসারী জনগনরা, হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান,ইহুদী, সূফি,শিয়া,বাউলরাও মন্সুর হাল্লাজসহ অন্যান্য পীরদেরকে) খোদা বলে ডাকাকে সাপোর্ট করে; তাঁরা কি দাজ্জালের 'আমি খোদা'র ধোঁকায় পড়বে না?

    • @mddinislam-u6u
      @mddinislam-u6u 10 місяців тому

      Osama.vndo.bkta.islamer.dushmon

    • @Islamicinstitutemedia-257
      @Islamicinstitutemedia-257 9 місяців тому

      ❤❤❤❤❤

  • @sathiakther2761
    @sathiakther2761 Рік тому +30

    আলহামদুলিল্লাহ ❤️❤️❤️
    বয়ানটি শুনে মন শীতল হয়ে গেছে ❤️❤️❤️

  • @tufayelahmed8507
    @tufayelahmed8507 Рік тому +170

    আলহামদুলিল্লাহ আমি ছিলাম সেই বছর হুজুর এর মাদ্রাসায়, এক বছর হুজুরের সুহবত নেওয়ার সুজুগ হয়েছে, আলহামদুলিল্লাহ 🥰❣️

    • @MDHasib-gd9mt
      @MDHasib-gd9mt Рік тому +3

      Masa allah❤❤❤

    • @rumaahmed960
      @rumaahmed960 Рік тому

      Amio to aslam hunlam na deki🥴

    • @tufayelahmed8507
      @tufayelahmed8507 Рік тому +1

      @@rumaahmed960 bai amio hunsi but bissas korte pari nai babsilam satrora andu boltesen, but ekon hujurer muk teke sorasori sunar por bissas holo

    • @khanriaj3788
      @khanriaj3788 Рік тому +2

      Kun madrasha sylhet

    • @muhammadsuleman3601
      @muhammadsuleman3601 Рік тому +1

      assalamu alaikum

  • @rabeyaakter1230
    @rabeyaakter1230 8 місяців тому +2

    খুবই যুক্তিসংগত কথাগুলো,খুব সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলো,তবুও মানুষ বুঝে না

  • @MimKhatun-e5r
    @MimKhatun-e5r 8 місяців тому +5

    মাশাআল্লাহ অনেক সুন্দর বয়ান ❤❤❤

  • @karianasahmed4261
    @karianasahmed4261 Рік тому +6

    মনযোগ আর সহি নিয়তে ওয়াজ শুনলে সব বক্তার ওয়াজ ভাল লাগে

  • @mdalamln8532
    @mdalamln8532 Рік тому +13

    অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই প্রিয় শায়েককে কে।

  • @sahidsahid7258
    @sahidsahid7258 Рік тому +14

    আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করি কাদিয়ানী পূর্ণ বর্জন করার।

  • @abdulkadir03363
    @abdulkadir03363 Рік тому +46

    আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি কাদিয়ানিদের সকল পন্যসামগ্রিই বজ্রন করতে

    • @tohamoni5756
      @tohamoni5756 Рік тому

      হেফাজতে কওমী, ছারসিনা,ফুরফুরা, চরমনাই, এনায়েতুল্লাহ আব্বাসী,বেরেলভি তাহেরিসহ সব পীর ও হিন্দুরাও ইরানি সুফি মান্সুর হাল্লাজের দাজ্জালীয় 'আমি খোদা' যিকিরের মারেফাতকে সাপোর্ট করে। এই পীর-বুজুর্গদের শির্কি "ইল্লাল্লাহ" যিকিরের অর্থ হচ্ছে "আল্লাহ্ ছাড়া মুশরিকদের মিথ্যা মাবুদ জীনশয়তানকে ডাকাকে বুজায়"...যা সুস্পষ্ট শির্ক এবং এটি দাজ্জালীয় জঘন্য আক্বীদার জিকির।
      এর কারণ হচ্ছে ৭১ এর পাকিস্তান বাহিনীর প্রেসিডেন্ট আইয়ুব খান সহ অধিকাংশই ইরানের বিকৃত ইসলামের চর্চাকারী ছিল। আর আফগানিস্তানের তালেবানদের অধিকাংশই শিয়া-খারেজীদের মতো প্রকাশ্য মাজারপুজারী। এবং তাঁরা একটা মাজারও ভাংগেনি। ৩৬০-টা মূর্তির পূজা দিয়েও মক্কার মুশরিকরা নিজেদেরকে ইব্রাহীম (আঃ) এর খাঁটি অনুসারী দাবী করতো = ৩৬০ আউলিয়ার পূজারী বাংলাদেশের পীর-মাজারীরা! নাঊযুবিল্লাহ।
      আর সকল পীর-বুজূর্গদের কিতাবে ও বক্তব্যে এ পীরদের সুস্পষ্ট কুফরী আক্বীদা হচ্ছে তাঁদের খোদার আরশ নাকি তাদের কলব্ (অন্তর) নাঊজুবিল্লাহ্।
      প্রমাণঃ হেফাজতে কওমী, বেরেলভীদের ও ইলিয়াসী তাবলীগের সকল পীর-বুজূর্গদের সকলের সম্মানীত পীর ইমদাদুল্লাহ হাজী মাক্কীর আক্বীদা দেখুনঃ "যিয়াউল কুলুব উর্দু" ৫৫ পৃষ্ঠা বাংলায় "খোদাকে নিজের মধ্যে প্রত্যক্ষ অনুভব করে মন্ছুর হাল্লাজের মত আনাল হক্ব (আমি খোদা) বলে চিৎকার করিয়া উঠে" !!! {নাউযুবিল্লাহ}
      আর তাইতো আমাদের মহান আল্লাহ তায়ালা বলেন: "অধিকাংশ লোক এক (ও অদ্বিতীয় রব) আল্লাহ'র প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। "[১২:১০৬]
      পারস্যের ইহুদি পুরোহিতদের মান্সুর হাল্লাজের 3rd চোখ খোলার 'আমিই খোদা' দাজ্জালীয় মারেফাতের আক্বীদার বিশ্বাসী অগ্নিপূজারী শিয়া-খারাজী,বাউল,বৌদ্ধ, হিন্দু,খ্রিস্টান,ইহুদী কাব্বালাহ সূফী,পীর সাহেবরা ও তাঁদের মুরিদ শয়তানের গনতন্ত্রের পূজারী জনগনের এমপি, মন্ত্রীরা দাজ্জালকে তাঁদের উন্নয়ন দানকারী (আমি খোদা'র যিকিরের) মাহদী/সূফী ভেবে ধোঁকা খাবে। নাঊজুবিল্লাহ্। কারণ পারস্যের অগ্নিপূজকদের পুরোহিতদেরকে পীর বলা হতো।
      যারা ঈসা (আঃ),নবী (সঃ),আলী (রাঃ), ওলী-আওলিয়াকে ও পীরদেরকে (বিএনপি, আওয়ামীলিগের এমপি মন্ত্রীসহ তাঁদের শয়তানী গনতন্ত্রের পূজারীরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদী, সূফি,শিয়া,বাউলরাও মন্সুর হাল্লাজসহ অন্যান্য পীরদেরকে) খোদা বলে ডাকার মারেফাতকে সাপোর্ট করে; তো তাঁরা কি দাজ্জালের 'আমি খোদা'র ধোঁকায় পড়বে না ⁉️
      এর কারণ হচ্ছে এসকল ভন্ড ও বিদাতিরা আমাদের নবীর সত্য আক্বীদাকে বিদাত বলে প্রতিনিয়ত অপবাদ দিয়ে খ্রিস্টান,ইহুদি, বৌদ্ধ,হিন্দু মুশরিকদের খোদার সত্তার সর্বত্রের শির্কি আক্বীদার প্রচার করে দেশটাকে শির্কে ভরপুর করে ফেলেছে। নাঊজুবিল্লাহ্ ।
      ঐ পীর-বুজূর্গ নামক অন্ধরা কি দেখে না যে, আমাদের নবী (স:) বলেছেনঃ জমিনে যারা আছে তাদের প্রতি দয়া কর, যিনি (আল্লাহ) আসমানে তিনি (আল্লাহ) তোমাদের প্রতি দয়া করবেন। তিরমিযীঃ ২০০৬!
      কিন্তু যাদের হৃদয় অন্ধ তাঁরা ও অধিকাংশ জনগণের প্রিয় শায়খ আহমাদুল্লাহ, আবু ত্বহাসহ অন্যান্য জনপ্রিয় বক্তারা ঐ জঘন্য অপবাদ কারী হেফাজতে কওমী, চরমোনাই এনায়েতুল্লাহ আব্বাসীসহ ইলিয়াসী তাবলীগের পীর-বুজূর্গের বিরুদ্ধে প্রতিবাদ না জানিয়ে বরং তাঁদেরকে ইসলামের প্রকৃত ধারক-বাহকের অন্তর্ভুক্ত বলে প্রচার করে চলেছে ! এর কারণ তাঁদের অধিকাংশই আবার ছারসীনা ফুরফুরা মুরিদ ব্রাম্মণবাড়িয়ার পীরদেরকেও সাপোর্ট করে নাঊজুবিল্লাহ্।
      অথচ ঐ হেফাজতে দেওবন্দের পীর-বুজূর্গ বাঊলরা অন্ধরা এটাও ভালভাবে জানে যে, "আল্লাহ্ কোথায়" এই প্রশ্নের জবাবে "আল্লাহ্ আসমানে" একথা বলাকে আমাদের প্রিয় নবী (সঃ) মুমিনের আক্বীদা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। (সহীহ হাদিস নং ১০৮৬, সহীহ মুসলিম)
      তাহলে গোলাম আহমদ কাদিয়ানী আর বুজুর্গানে দ্বীনের বিভিন্ন অজুহাতে নতুন নতুন দ্বীন,ইবাদত পদ্ধতি তৈরি করার মধ্যে কতটুকু পার্থক্য তা আমাদের অনুমান আছে কী?
      ঐ পীর-বুজূর্গ নামক অন্ধরা কি দেখে না যে, ইমাম আবু হানীফা (রহিমাহুল্লাহ) বলেছেন- "যে ব্যক্তি বলবে আল্লাহ আসমানে আছেন নাকি জমিনে আছেন আমি তা জানি না, সে কুফরী করবে। অনুরূপভাবে যে বলবে আল্লাহ আরশে আছেন কিন্তু তাঁর আরশ আসমানে নাকি জমিনে আমি তা জানি না, সেও কুফরী করবে।" [আবু হানিফা, আল ফিকহুল আবসাত, পৃষ্ঠা ৪৬]
      আবার অনেক দেশপ্রেমিক হুজুররা শির্কি দেশের গান গেয়ে তাঁদের মূর্খ অন্ধভক্তদেরকে মাতিয়ে রাখে। অন্ধরা কি দেখে না যে স্কুলে বাধ্যতামূলক ঐ রবীন্দ্রনাথের কালীকে নিয়ে লেখা জাতীয় সংগীতের মাধ্যমে আমাদের সবার রব আল্লাহকে অপমানিত করা হয়েছে ⁉️

  • @কিছুকথারগল্প-খ৪থ

    ❤❤❤❤প্রাণ প্রিয় হুজুর দোয়া ও ভালোবাসা অবিরাম 💝💘💓🥰😍

    • @tohamoni5756
      @tohamoni5756 Рік тому

      যারা ঈসা(আঃ),নবী (সঃ),আলী(রাঃ),ওলী ও পীরকে (যেমনঃ সূফী বাঊল,হিন্দুরাও মন্সুর হাল্লাজেকে) খোদা বলে। তাঁরা কি দাজ্জালের আমি খোদার ধোঁকায় পড়বে না❓বিএনপি,আওয়ামীলিগের এমপি মন্ত্রীসহ তাঁদের শয়তানী গনতন্ত্রের পূজারী জনগনের হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান,ইহুদীসহ সূফি,শিয়া,বাউলরাও মন্সুর হাল্লাজসহ অন্যান্য পীরদের 3rd চোখ খোলার "আমি খোদা, আমাকে সিজদা কর" এই দাজ্জালীয় আক্বীদার মারেফাতকে সাপোর্ট করে ⁉️‌তো, তাঁরা কি দাজ্জালের 'আমি খোদা'র ধোঁকায় পড়বে না⁉️ কারণ হচ্ছে ঐ হেফাজতে কওমী,সরছিনা, ফুরফুরা, চরমনাই ইলিয়াসী তাবলীগের পীর-বুজুর্গের শির্কি "ইল্লাল্লাহ" যিকিরের অর্থ হচ্ছে আল্লাহ্ ছাড়া মুশরিকদের মিথ্যামাবুদ জীন-শয়তানকে ডাকে তাঁদের 3rd চোখ খোলার জন্য-যা সুস্পষ্ট শির্ক! এবং এটি দাজ্জালীয় আক্বীদার যিকির। নাঊজুবিল্লাহ্।
      হ্যাঁ তুরস্ক, ইরান হচ্ছে বিদআতি ও ইসলামী সহীহ্ আক্বীদা ও আমলের বিরোধী ও ইসলাম বিকৃতকারী। আর আফগানিস্তানের তালেবানরা শিয়া খারেজীদের মতো মাজারপুজারী। ৩৬০-টা মূর্তির পূজা দিয়েও মক্কার মুশরিকরা নিজেদেরকে ইব্রাহীম (আঃ) এর খাঁটি অনুসারী দাবী করতো। ৩৬০ আউলিয়ার পূজারী বাংলাদেশের পীর-মাজারীরা!নাঊযুবিল্লাহ
      যে নামধারী মুসলিমরা আল্লাহ'র ঘর মসজিদ ভাঙ্গতে সাপোর্ট করে অথচ মাজার ভাঙ্গতে সাপোর্ট করে না-তারাই ভন্ড গোমরাহ পীর = পুরোহিত=পোপ
      তাঁরা দাজ্জালের ধোঁকায় পড়বে। এর কারণ হলো এসকল ভন্ড ও বিদাতিরা নবীর সত্য আক্বীদাকে বিদাত বলে প্রতিনিয়ত অপবাদ দিয়ে খ্রিস্টান,ইহুদি, বৌদ্ধ,হিন্দু মুশরিকদের খোদার সত্তার সর্বত্রের শির্কি আক্বীদার প্রচার করে দেশটাকে শির্কে ভরপুর করে ফেলেছে। নাঊজুবিল্লাহ্ ।
      আমাদের নবী (স:) বলেছেনঃ জমিনে যারা আছে তাদের প্রতি দয়া কর, যিনি আসমানে তিনি (আল্লাহ) তোমাদের প্রতি দয়া করবেন। তিরমিযীঃ ২০০৬! অথচ ঐ বিদাতিরা নবীর এই হাদীসের সুস্পষ্ট অস্বীকারকারী।
      কিন্তু দাজ্জালকে নিয়ে আলোচনা করার মাধ্যমে জনপ্রিয় হওয়া বক্তারাসহ অন্যান্যরা ঐ জঘন্য অপবাদ কারী দেওবন্দের হেফাজতে কওমী,সরছিনা, ফুরফুরা,ইলিয়াসী তাবলীগের পীর-বুজূর্গের বিরুদ্ধে প্রতিবাদ না জানিয়ে বরং তাঁদেরকে ইসলামের প্রকৃত ধারক-বাহকের অন্তর্ভুক্ত বলে প্রচার করে চলেছে! এর কারণ ঐ জনপ্রিয় বক্তাদের সাপোর্টকারী রাজনৈতিক দলের অধিকাংশ জনপ্রিয় ব্যক্তিত্বরা আবার ছারসীনা, ও ফুরফুরা পীরের মুরিদ ব্রাম্মণবাড়িয়ার পীরদেরকেও সাপোর্ট করে নাঊজুবিল্লাহ্।
      অথচ ঐ হেফাজতে দেওবন্দ, ছরসিনা, ফুরফু্রা, চরমোনাই,আব্বাসী, তাবলীগ জামাতের পীর-বুজূর্গ নামক অন্ধরা এটাও ভালভাবে জানে যে, "আল্লাহ্ কোথায়" এই প্রশ্নের জবাবে "আল্লাহ্ আসমানে" একথা বলাকে আমাদের প্রিয় নবী (সঃ) মুমিনের আক্বীদা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। (সহীহ হাদিস নং ১০৮৬, সহীহ মুসলিম)
      অন্যদিকে এই সকল পীরদের কিতাবে ও বক্তব্যে এটা সুস্পষ্টভাবে দেখা গেছে যে, এ সকল পীরদের কুফরী আক্বীদা হচ্ছে তাঁদের খোদার আরশ নাকি তাদের কলব্ (অন্তরে) নাঊজুবিল্লাহ্।
      তাঁদের ঐ জঘন্য আক্বীদার আসল কারণ হচ্ছে এই পীরেরা মূলত তাঁদের 3rd চোখ খোলার উদ্দেশ্যে জীন-শয়তানের পূজা করে! উদাহরণঃ হেফাজতে কওমীর ইলিয়াসী তাবলীগ জামাতের পীর-বুজুর্গরা শির্কি "ইল্লাল্লাহ" যিকিরের মাধ্যমে "আল্লাহ্ ছাড়া মুশরিকদের মিথ্যা মাবুদ জীনশয়তানকে আহ্বান করে। নাঊজুবিল্লাহ।
      "সৌদি আরবের ইসলাম ইরাক হয়ে ইরানে গিয়ে বিকৃত হয়ে পাক-ভারতে এসেছে। পাকিস্তান হতে যারা এদেশে এসে রাজত্ব চালিয়েছিল তারা সবাই ছিলেন শিয়া সম্প্রদায়ের। মিঃ জিন্নাহ শিয়া, মিঃ লিয়াকত আলী শিয়া, প্রেসিডেন্ট আইয়ুব খান শিয়া। তাঁদের বিকৃত ইসলাম অর্থাৎ ইরানের শিয়া-খারেজীদের হতে উদ্ভুত খারজীপনা ও পারস্যের অগ্নিপূজকদের পীর-বুজূর্গের সূফীবাদই মানুষের কাছে ইসলাম বলে পরিচিত লাভ করেছে।... নাঊজুবিল্লাহ।" (সংগৃহীতঃ "তাঁরা সবাই ছিলেন শিয়া।" UA-cam Lecture By আব্দুর রাজ্জাক বিন ইউসুফ)
      দাজ্জালপুজারী ইহুদী কাব্বালাহ্ সুফীদের আক্বীদাঃ জীনশয়তানকে পূজা করে নিজের মধ্যে এনে 3rd চোখ খোলা যায়৷
      পারস্যের ইহুদি পুরোহিতদের মান্সুর হাল্লাজের 3rd চোখ খোলার 'আমিই খোদা' দাজ্জালীয় আক্বীদার বিশ্বাসী অগ্নিপূজারী পীর সাহেবরা দাজ্জালকে তাদের মাহদী/সূফী ভেবে ধোঁকা খাবে।নাঊজুবিল্লাহ্। হ্যাঁ, পারস্যের অগ্নিপূজকদের পুরোহিতদেরকে পীর বলা হতো। নাঊজুবিল্লাহ্।
      তাহলে গোলাম আহমদ কাদিয়ানী আর বুজুর্গানে দ্বীনের বিভিন্ন অজুহাতে নতুন নতুন দ্বীন,ইবাদত পদ্ধতি তৈরি করার মধ্যে কতটুকু পার্থক্য তা আমাদের অনুমান আছে কী⁉️

  • @ফেরারিপথিক-ট৭ণ

    প্রিয় শায়েখ আপনাকে একমাত্র দয়াময় রাহমানুর রাহিম মহান আল্লাহ পাক এর জন্যই অনেক-অনেক ভালোবাসি ❤️❤️

    • @tohamoni5756
      @tohamoni5756 Рік тому

      ইরানি মন্সুরহাল্লাজের 'আমি খোদা'র দাজ্জালীয় আক্বীদার প্রচারকারীঃইলিয়াসী তাবলীগের হেফাজতে কওমী সব পীরশিয়া বাউল,বৌদ্ধ,হিন্দু,খ্রিস্টা,ইহুদী কাব্বালাহ।
      পীর-সুফী, শিয়া, বাউল, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ইহুদী কাব্বালাহ্ সুফীদের আক্বীদাঃ জীন শয়তানকে পূজা করে নিজের মধ্যে এনে 3rd চোখ খোলা যায়৷ উদাহরনঃ মারেফতের উচ্চস্তরে মন্সুর হাল্লাজের 'আমি খোদা আমাকে সিজদা কর'-এই দাজ্জালীয় আক্বীদায় যিকির। নাঊজুবিল্লাহ্।
      পারস্যের ইহুদি পুরোহিতদের মান্সুর হাল্লাজের 3rd চোখ খোলার 'আমিই খোদা' দাজ্জালীয় আক্বীদার বিশ্বাসী অগ্নিপূজারী পীর সাহেবরা দাজ্জালকে তাঁদের খোদায়ী ক্ষমতার (নিজেকে খোদা দাবিকারী) আমি খোদার আক্বীদার পীর মন্সুর হাল্লাজের পুনরায় আগমনকারী সূফী ভেবে ধোঁকা খাবে।নাঊজুবিল্লাহ্। কারণ পারস্যের অগ্নিপূজকদের পুরোহিতদেরকে পীর বলা হতো।
      আবার ঐ বিদাতিরা নবীর এই সঠিক (সত্য) আক্বীদাকে প্রতিনিয়ত বিদাত বলে প্রতিনিয়ত অপবাদ দিচ্ছে।নাঊজুবিল্লাহ্ ।
      কারন আমাদের নবী (স:) বলেছেনঃ জমিনে যারা আছে তাদের প্রতি দয়া কর, যিনি আসমানে তিনি (আল্লাহ) তোমাদের প্রতি দয়া করবেন। তিরমিযীঃ ২০০৬!
      কিন্তু যাদের হৃদয় অন্ধ তিনারা (এবং
      মিজানুররহমান আজহারী,কাজী ইব্রাহীম, আহমাদুল্লাহ,আবরারুল হক আসিফরা, আবু ত্বহারা) এই জঘন্য অপবাদ কারী দেওবন্দের হেফাজতে কওমী,সরছিনা, ফুরফুরা,চরমনাই,এনায়েতুল্লাহ আব্বাসী, ইলিয়াসী তাবলীগের পীর-বুজূর্গের বিরুদ্ধে প্রতিবাদ না জানিয়ে বরং তাঁদেরকে ইসলামের প্রকৃত ধারক-বাহকের অন্তর্ভুক্ত বলে প্রচার করে চলেছে ! এর কারণ সাঈদী সহ তাঁরা সকলেই ছারসীনা ফুরফুরা পীরদেরকে সাপোর্ট করে নাঊজুবিল্লাহ্।
      অথচ ঐ হেফাজতে দেওবন্দ, ছরসিনা, ফুরফু্রা, চরমোনাই,আব্বাসী, তাবলীগ জামাতের পীর-বুজূর্গ নামক অন্ধরা এটাও ভালভাবে জানে যে, "আল্লাহ্ কোথায়" এই প্রশ্নের জবাবে "আল্লাহ্ আসমানে" একথা বলাকে আমাদের প্রিয় নবী (সঃ) মুমিনের আক্বীদা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। (সহীহ হাদিস নং ১০৮৬, সহীহ মুসলিম)
      বরং হেফাজতে দেওবন্দ, বেরেলভীদের (রিজভীদের) সকল পীরদের কুফরী আক্বীদা হচ্ছে তাঁদের খোদার আরশ না কি তাদের কলব্ (অন্তরে) নাঊজুবিল্লাহ্।
      এর কারণ হচ্ছে তাঁদের শয়তানী যিকির।
      হেফাজতে দেওবন্দের ফুরফুরা,চরমনাই আব্বাসী,ইলিয়াসী তাবলীগের পীর-বুজুর্গদের শির্কি "ইল্লাল্লাহ" যিকিরের অর্থ হচ্ছে "আল্লাহ্ ছাড়া মুশরিকদের মিথ্যা মাবুদ জীনশয়তানকে ডাকাকে বুজায়"...যা সুস্পষ্ট শির্ক!
      সৌদি আরবের ইসলাম ইরাক হয়ে ইরানে গিয়ে বিকৃত হয়ে পাক-ভারতে এসেছে। পাকিস্তান হতে যারা এদেশে এসে রাজত্ব চালিয়েছিল তারা সবাই ছিলেন শিয়া সম্প্রদায়ের। মিঃ জিন্নাহ শিয়া, মিঃ লিয়াকত আলী শিয়া, প্রেসিডেন্ট আইয়ুব খান শিয়া। তাঁদের বিকৃত ইসলাম অর্থাৎ ইরানের শিয়া-খারেজীদের হতে উদ্ভুত খারজীপনা ও পারস্যের অগ্নিপূজকদের পীর-বুজূর্গের সূফীবাদই মানুষের কাছে ইসলাম বলে পরিচিত লাভ করেছে। নাঊজুবিল্লাহ।
      তুরস্ক,ইরান হচ্ছে বিদআতি ও ইসলামী সহীহ্ আক্বীদা ও আমলের বিরোধী ও ইসলাম বিকৃতকারী। আর আফগানিস্তানের তালেবানরা শিয়া খারেজীদের মতো মাজারপুজারী।
      ৩৬০-টা মূর্তির পূজা দিয়েও মক্কার মুশরিকরা নিজেদেরকে ইব্রাহীম (আঃ) এর খাঁটি অনুসারী দাবী করতো। ৩৬০ আউলিয়ার পূজারী বাংলাদেশের পীর-মাজারীরা!নাঊযুবিল্লাহ
      যে নামধারী মুসলিমরা আল্লাহ'র ঘর মসজিদ ভাঙ্গতে সাপোর্ট করে অথচ মাজার ভাঙ্গতে সাপোর্ট করে না-তারাই ভন্ড গোমরাহ পীর = পুরোহিত=পোপ
      তাহলে গোলাম আহমদ কাদিয়ানী আর বুজুর্গানে দ্বীনের বিভিন্ন অজুহাতে নতুন নতুন দ্বীন,ইবাদত পদ্ধতি তৈরি করার মধ্যে কতটুকু পার্থক্য তা আমাদের অনুমান আছে কী?
      যারা ঈসা (আঃ),নবী (সঃ),আলী (রাঃ), ওলী-আওলিয়াকে ও পীরদেরকে ( যেমন বিএনপি আওয়ামীলিগের এমপি মন্ত্রীসহ তাঁদের শয়তানী গনতন্ত্রের অনুসারী জনগনরা, হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান,ইহুদী, সূফি,শিয়া,বাউলরাও মন্সুর হাল্লাজসহ অন্যান্য পীরদেরকে) খোদা বলে ডাকাকে সাপোর্ট করে; তাঁরা কি দাজ্জালের 'আমি খোদা'র ধোঁকায় পড়বে না?

  • @s.k.r.amidea2570
    @s.k.r.amidea2570 Рік тому +15

    প্রিয় শায়েখ আলিহাসান উসামা হাফিঃ জিন্দাবাদ

  • @mdabdurrahman308
    @mdabdurrahman308 Рік тому +6

    মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়ের

  • @salmaakter-nm4wm
    @salmaakter-nm4wm Рік тому +21

    আল্লাহ হজরত কে নেক হায়াত দান করুন

  • @Oneboy1111
    @Oneboy1111 Рік тому +31

    আল মাদীনা ইসলামিক ইনস্টিটিউট (সিলেট)এর কাহিনী 00:30
    আমি ছিলাম তখন।(২০১৭সাল)

    • @tohamoni5756
      @tohamoni5756 Рік тому

      যারা তাঁদের বুজুর্গদের মনগড়া যুক্তির মাধ্যমে ঐ ইহুদী-খ্রিস্টান,বৌদ্ধ,হিন্দুদের 'খোদার সত্তা সর্বত্রের' শির্কি আক্বীদার প্রচার করে তাঁরাই জাকির নায়েককে কাফের বলে।নাঊজুবিল্লাহ্। আর এরাই আবার আমাদের প্রিয় নবী (সঃ) এর সত্য (সঠিক) আক্বীদাকে প্রতিনিয়ত বিদআত বলে অপবাদ দিয়ে যাচ্ছে। নাঊজুবিল্লাহ। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ জমিনে যারা আছে তাদের প্রতি দয়া কর, আসমানে যিনি আছেন তিনি (আল্লাহ্) তোমাদের প্রতি দয়া করবেন। তিরমিযীঃ২০০৬।
      দেখুন রাসূল (সঃ) আমাদের মহান আল্লাহ্ তাআ'লাকে জমিনে নয় বরং আসমানে গণ্য করেছেন।
      আর পীরেরা ইহুদী,খ্রিস্টান,হিন্দুর 'খোদার সত্তা সর্বত্র'-এই শির্কি আক্বীদার প্রচার করে।নাঊজুবিল্লাহ।
      “আল্লাহ সর্বত্র বিরাজমান” এ কথাটি সরাসরি কুরআনে বা হাদীসে না আসা সত্বেও কেন আমরা বলব? নিজে নিজে একটা ধারণা প্রতিষ্ঠা করার অধিকার পীরদেরকে কে দিয়েছে?
      আর পথ প্রদর্শক শুধুমাত্র মহান আল্লহর মনোনীত নবী-রাসূলগন হয়৷ পীরেরা পথ পদর্শক হয় না৷ তাই তাদের কাছে বায়াতের প্রশ্নও আসে না!পারস্যের অগ্নিপূজকদেরকে পীর বলা হতো। নাঊজুবিল্লাহ্।
      অথচ তিনারা (কাজী ইব্রাহীম, মিজানুর রহমান আজহারী, আবরার আসিফরা,আবু ত্বহারা) এই চরম সত্যগুলি কখনোই বলবে না।
      ৩৬০-টা মূর্তির পূজা দিয়েও মক্কার মুশরিকরা নিজেদেরকে ইব্রাহীম (আঃ) এর খাঁটি অনুসারী দাবী করতো। ৩৬০ আউলিয়ার পূজারী বাংলাদেশের পীর-মাজারীরা! নাঊযুবিল্লাহ।
      নবী (স:) একদা জনৈক দাসীকে বললেনঃ আল্লাহ্ কোথায়? দাসী বললঃ আল্লাহ্ আসমানে।
      নবী (স:) বললেনঃ আমি কে? সে বললঃ আপনি আল্লাহর রসূল (স:)। নবী (স:) তখন দাসীর মালিককে বললেনঃ তুমি তাকে মুক্ত করে দাও। কারণ সে একজন মুমিনাহ্ (ঈমানদার)। [সহীহ মুসলিম, অনুচ্ছেদ: মসজিদ ও সালাতের স্থান সমূহ, হাদিস: ১০৮৬]
      হিন্দুমুশরিকরা বলে-“ঈশ্বর নিরাকার সবজাগায়=শিয়াদের আকিদা-সবকিছু খোদা=বেরেলভী মাজার,দেওবন্দ পীরদের শির্কি আকিদা: "কিছুই নাই আল্লাহ ছাড়া"!নাউযুবিল্লাহ।
      যারা বলে যে,"তাদের খোদার সত্তা সর্বত্র বিরাজমান",তাদের পিছে সালাত হবে না।কারণ তারা মুশরিক হিন্দু,বৌদ্ধ,ইহুদী' খৃস্টানদের মতো শির্কি আক্বীদা পোষন করে আর তাইতো তারা জাকির নায়েককে কাফের বলে! নাঊযুবিল্লাহ
      ইমাম বুখারী (রহ:) বলেনঃ (আল্লাহ'র সত্তা সর্বত্রে বিশ্বাসী) জাহমিয়া, রাফেযীদের পিছে নামাজ পড়া আর ইহুদী-খৃস্টানের পিছে পড়া (নামাজ পড়া) সমান। [খলকু আফআলিল ইবাদ, পৃষ্ঠা:২২]
      তাদের (পীর-মাজারী বেরেলভী,দেওবন্দ) সকলের সম্মানীত পীর ইমদাদুল্লাহ মাক্কীর আক্বীদা দেখুন: "যিয়াউল কুলুব উর্দু" ৫৫ পৃষ্ঠা বাংলায় "খোদাকে নিজের মধ্যে প্রত্যক্ষ অনুভব করে মন্ছুর হাল্লাজের মত আনাল হক্ব (আমি খোদা) বলে চিৎকার করিয়া উঠে" !!!{নাউযুবিল্লাহ}
      দাজ্জাল পুজারী ইহুদী কাব্বালাহ্ সুফীদের আক্বীদা: ইবলিশজীন-শয়তানকে পূজা করে নিজের মধ্যে আনা যায়৷ উদাহরন: মারেফতের উচ্চস্তরে মন্সুর হাল্লাজের "আমি খোদা, আমাকে সিজদা কর" যিকির! নাঊজুবিল্লাহ্।
      সৌদি আরবের ইসলাম ইরাক হয়ে ইরানে গিয়ে বিকৃত হয়ে পাক-ভারতে এসেছে !..যারা পাকিস্তান থেকে এদেশে এসে রাজত্ব চালিয়েছিল তারা সবাই ছিলেন শিয়া!মি: জিন্নাহ শিয়া!মি: লিয়াকত আলী শিয়া! প্রেসিডেন্ট আইয়ুব শিয়া!দ্বীন-ধর্ম তাদের হাতে থেকেছে -তাদের বিকৃত ইসলাম সাধারণ মানুষের কাছে ইসলাম বলে পরিচয় পেয়েছে যার কারণে মাঝে মধ্যে আমি বলে থাকি আপনাদের কাছে---" সঠিক বলাও যেমন জটিল আবার সঠিক মানাও তেমন কঠিন!..জাতির কাছে বলাও জটিল!
      কেননা আপনি যখন সঠিক বুঝেছেন তখন জাতি তো ধর্ম মনে করছে আরেকটা (অর্থাৎ শিয়া-রাফেযীদের থেকে উৎপত্তি হওয়া পীর-মুর্শিদি সুফিবাদ আর খারেজীপনা;)
      তাই ওই সমাজ আপনারটা মেনে নিবে না! তারা বলবে এ কেমন আলেম বাপ-দাদার ধর্মকে বিকৃত করতে এসেছে! নাউযুবিল্লাহ।
      "ফেরাউন বলল- হে হামান! তুমি আমার জন্য এক সুউচ্চ ইমারত তৈরি কর যাতে আমি উপায় পেয়ে যাই, আকাশে উঠার উপায়, যেন আমি মূসার ইলাহকে (রবকে) দেখতে পাই; তবে আমি তো মূসাকে অবশ্যই মিথ্যাবাদী মনে করি।' এভাবে ফেরাউনের জন্য তার মন্দ কাজকে সুশোভিত করা হয়েছিল আর সঠিক পথ থেকে তাকে বিরত রাখা হয়েছিল। ফেরাউনের অপকৌশল কেবল তার ধ্বংসই ডেকে এনেছিল।"(সূরা মুমিন ৪০/৩৬ -৩৭)
      "যিনি আসমানে আছেন, তিনি (আল্লাহ) তোমাদের উপর পাথর নিক্ষেপকারী ঝড়ো হাওয়া পাঠানো থেকে তোমরা কি নিরাপদ হয়ে গেছ, তখন তোমরা জানতে পারবে...?"(৩০ নং সূরা মুলক: আয়াত ১৭)
      ৪০ নং সূরা মু'মিন (৩৬-৩৭): 'আল্লাহ আসমানে'-একথা জানার পরে মূসা (আ:)-এর রবকে দেখার উদ্দেশ্যে অভিশপ্ত কাফের ফেরাঊন একটা সুউচ্চ অট্টালিকা তৈরী করতে বলেছিল!

  • @MDSohelRana-ng6mi
    @MDSohelRana-ng6mi Рік тому +6

    ভালবাসি আপনাকে আমার কলিজার টুকরা শায়েখ

  • @mdmotalleb3131
    @mdmotalleb3131 Рік тому +13

    ❤❤ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক ভাবে পথ ধরে চলার তৌফিক দান করুন আমীন এবং আমাদের সবাইকে হেফাজত করুন আমীন

  • @mdjohirulislam355
    @mdjohirulislam355 Рік тому +8

    মাশা আল্লাহ

  • @shirinkhadhiza1948
    @shirinkhadhiza1948 Рік тому +9

    সুবহানাল্লাহ
    সুবহানাল্লাহ
    সুবহানাল্লাহ
    আপনি এত বর আলেম আগে জান্তাম না 😒😒
    সুবহানাল্লাহ
    মাশাল্লাহ ❤❤❤❤❤❤❤❤❤❤❤
    জাযাকাল্লাহ খাইরান প্রিয় দীনী ভাই অনেক অনেক অনেক সুন্দর 💖💖💖💖💖💖🥰

  • @RABIULISLAMIKVIDEO
    @RABIULISLAMIKVIDEO Місяць тому

    মাশাল্লাহ অনেক সুন্দর আওয়াজ কনি খুব মিষ্টি মিষ্টি কথা

  • @মহিউদ্দীনরহমানি

    যে আমল করতে পারে সেই সফল,,,,,,,,,,আর যে শুধু শোনে,,,আমল করে না সে বিফল হলো,,,,,,,,।

  • @Mdferoz-hu1hb
    @Mdferoz-hu1hb Рік тому +6

    Allahr jonne apnake valobashi. Eto shundor kontho r emon oyaj masaallah. Amar 8bochorer cheleke apnar kache dite chai

  • @borhanmia7701
    @borhanmia7701 Рік тому +1

    হুজুর সাথে আমার ফরিদপুর শহরে তার সাথে দেখা আমি তাকে বলসি আমি আপনার একজন ভক্ত,, তার সাথে সেলফি তুলতে চাইসি হুজুর রাজি হলোনা,, হুজুর তার নিজ হাতে আমার সাথে মুসাফা করলেন আমি,, সে কত ভালো মানুষ আমার জীবনে দেখিনি ওনার ভর্দটা দেখে আমি সত্যি মুগ্ধ, তার চিহারা বাস্তবে দেখে মনে হলো তার চিহারা দিয়ে নূরানী বের হচ্ছে,, আমি তাকে ভালো বাসি আল্লাহ জন্য, ওনি হক কথা sob সময় বলে থাকেন,, আল্লাহ হুজুর কে দীর্ঘ হায়াত দান করুন আমিন ❤❤

  • @Moriumakter..
    @Moriumakter.. Рік тому +7

    আপনি আমার প্রিয় শায়েখের একজন❤❤

  • @rijvihossain6540
    @rijvihossain6540 Рік тому +3

    মাশাআল্লাহ,,, ভালোবাসার শায়েখ ❣️🥰

  • @mdrubelsheikh8993
    @mdrubelsheikh8993 Рік тому +4

    Valobasar huzur❤❤❤

  • @muniasportingclub
    @muniasportingclub Рік тому +12

    Pran RFL বর্জন করুন (আলহামদুলিল্লাহ আমি বর্জন করেছি আমিন)

    • @MDTanvir-h2o9r
      @MDTanvir-h2o9r 3 дні тому

      ধন্যবাদ আপনাকে ❤❤❤

  • @MdsayemSiddiqmaruf-j8k
    @MdsayemSiddiqmaruf-j8k 9 місяців тому

    আমার প্রিয় শায়েখ আলী হাসান সামা

  • @sadekmahmud969
    @sadekmahmud969 Рік тому +18

    আলহামদুলিল্লাহ
    আমাকে আপনার রুমে থাকতে দিয়েছিলো ৪ দিন। ঐ খানে কোর্স করানোর সময়

    • @tohamoni5756
      @tohamoni5756 Рік тому

      হেফাজতে কওমী, ছারসিনা,ফুরফুরা, চরমনাই, এনায়েতুল্লাহ আব্বাসী,বেরেলভি তাহেরিসহ সব পীর ও হিন্দুরাও ইরানি সুফি মান্সুর হাল্লাজের দাজ্জালীয় 'আমি খোদা' যিকিরের মারেফাতকে সাপোর্ট করে। এই পীর-বুজুর্গদের শির্কি "ইল্লাল্লাহ" যিকিরের অর্থ হচ্ছে "আল্লাহ্ ছাড়া মুশরিকদের মিথ্যা মাবুদ জীনশয়তানকে ডাকাকে বুজায়"...যা সুস্পষ্ট শির্ক এবং এটি দাজ্জালীয় জঘন্য আক্বীদার জিকির।
      এর কারণ হচ্ছে ৭১ এর পাকিস্তান বাহিনীর প্রেসিডেন্ট আইয়ুব খান সহ অধিকাংশই ইরানের বিকৃত ইসলামের চর্চাকারী ছিল। আর আফগানিস্তানের তালেবানদের অধিকাংশই শিয়া-খারেজীদের মতো প্রকাশ্য মাজারপুজারী। এবং তাঁরা একটা মাজারও ভাংগেনি। ৩৬০-টা মূর্তির পূজা দিয়েও মক্কার মুশরিকরা নিজেদেরকে ইব্রাহীম (আঃ) এর খাঁটি অনুসারী দাবী করতো = ৩৬০ আউলিয়ার পূজারী বাংলাদেশের পীর-মাজারীরা! নাঊযুবিল্লাহ।
      আর সকল পীর-বুজূর্গদের কিতাবে ও বক্তব্যে এ পীরদের সুস্পষ্ট কুফরী আক্বীদা হচ্ছে তাঁদের খোদার আরশ নাকি তাদের কলব্ (অন্তর) নাঊজুবিল্লাহ্।
      প্রমাণঃ হেফাজতে কওমী, বেরেলভীদের ও ইলিয়াসী তাবলীগের সকল পীর-বুজূর্গদের সকলের সম্মানীত পীর ইমদাদুল্লাহ হাজী মাক্কীর আক্বীদা দেখুনঃ "যিয়াউল কুলুব উর্দু" ৫৫ পৃষ্ঠা বাংলায় "খোদাকে নিজের মধ্যে প্রত্যক্ষ অনুভব করে মন্ছুর হাল্লাজের মত আনাল হক্ব (আমি খোদা) বলে চিৎকার করিয়া উঠে" !!! {নাউযুবিল্লাহ}
      আর তাইতো আমাদের মহান আল্লাহ তায়ালা বলেন: "অধিকাংশ লোক এক (ও অদ্বিতীয় রব) আল্লাহ'র প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। "[১২:১০৬]
      পারস্যের ইহুদি পুরোহিতদের মান্সুর হাল্লাজের 3rd চোখ খোলার 'আমিই খোদা' দাজ্জালীয় মারেফাতের আক্বীদার বিশ্বাসী অগ্নিপূজারী শিয়া-খারাজী,বাউল,বৌদ্ধ, হিন্দু,খ্রিস্টান,ইহুদী কাব্বালাহ সূফী,পীর সাহেবরা ও তাঁদের মুরিদ শয়তানের গনতন্ত্রের পূজারী জনগনের এমপি, মন্ত্রীরা দাজ্জালকে তাঁদের উন্নয়ন দানকারী (আমি খোদা'র যিকিরের) মাহদী/সূফী ভেবে ধোঁকা খাবে। নাঊজুবিল্লাহ্। কারণ পারস্যের অগ্নিপূজকদের পুরোহিতদেরকে পীর বলা হতো।
      যারা ঈসা (আঃ),নবী (সঃ),আলী (রাঃ), ওলী-আওলিয়াকে ও পীরদেরকে (বিএনপি, আওয়ামীলিগের এমপি মন্ত্রীসহ তাঁদের শয়তানী গনতন্ত্রের পূজারীরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদী, সূফি,শিয়া,বাউলরাও মন্সুর হাল্লাজসহ অন্যান্য পীরদেরকে) খোদা বলে ডাকার মারেফাতকে সাপোর্ট করে; তো তাঁরা কি দাজ্জালের 'আমি খোদা'র ধোঁকায় পড়বে না ⁉️
      এর কারণ হচ্ছে এসকল ভন্ড ও বিদাতিরা আমাদের নবীর সত্য আক্বীদাকে বিদাত বলে প্রতিনিয়ত অপবাদ দিয়ে খ্রিস্টান,ইহুদি, বৌদ্ধ,হিন্দু মুশরিকদের খোদার সত্তার সর্বত্রের শির্কি আক্বীদার প্রচার করে দেশটাকে শির্কে ভরপুর করে ফেলেছে। নাঊজুবিল্লাহ্ ।
      ঐ পীর-বুজূর্গ নামক অন্ধরা কি দেখে না যে, আমাদের নবী (স:) বলেছেনঃ জমিনে যারা আছে তাদের প্রতি দয়া কর, যিনি (আল্লাহ) আসমানে তিনি (আল্লাহ) তোমাদের প্রতি দয়া করবেন। তিরমিযীঃ ২০০৬!
      কিন্তু যাদের হৃদয় অন্ধ তাঁরা ও অধিকাংশ জনগণের প্রিয় শায়খ আহমাদুল্লাহ, আবু ত্বহাসহ অন্যান্য জনপ্রিয় বক্তারা ঐ জঘন্য অপবাদ কারী হেফাজতে কওমী, চরমোনাই এনায়েতুল্লাহ আব্বাসীসহ ইলিয়াসী তাবলীগের পীর-বুজূর্গের বিরুদ্ধে প্রতিবাদ না জানিয়ে বরং তাঁদেরকে ইসলামের প্রকৃত ধারক-বাহকের অন্তর্ভুক্ত বলে প্রচার করে চলেছে ! এর কারণ তাঁদের অধিকাংশই আবার ছারসীনা ফুরফুরা মুরিদ ব্রাম্মণবাড়িয়ার পীরদেরকেও সাপোর্ট করে নাঊজুবিল্লাহ্।
      অথচ ঐ হেফাজতে দেওবন্দের পীর-বুজূর্গ বাঊলরা অন্ধরা এটাও ভালভাবে জানে যে, "আল্লাহ্ কোথায়" এই প্রশ্নের জবাবে "আল্লাহ্ আসমানে" একথা বলাকে আমাদের প্রিয় নবী (সঃ) মুমিনের আক্বীদা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। (সহীহ হাদিস নং ১০৮৬, সহীহ মুসলিম)
      তাহলে গোলাম আহমদ কাদিয়ানী আর বুজুর্গানে দ্বীনের বিভিন্ন অজুহাতে নতুন নতুন দ্বীন,ইবাদত পদ্ধতি তৈরি করার মধ্যে কতটুকু পার্থক্য তা আমাদের অনুমান আছে কী?
      ঐ পীর-বুজূর্গ নামক অন্ধরা কি দেখে না যে, ইমাম আবু হানীফা (রহিমাহুল্লাহ) বলেছেন- "যে ব্যক্তি বলবে আল্লাহ আসমানে আছেন নাকি জমিনে আছেন আমি তা জানি না, সে কুফরী করবে। অনুরূপভাবে যে বলবে আল্লাহ আরশে আছেন কিন্তু তাঁর আরশ আসমানে নাকি জমিনে আমি তা জানি না, সেও কুফরী করবে।" [আবু হানিফা, আল ফিকহুল আবসাত, পৃষ্ঠা ৪৬]
      আবার অনেক দেশপ্রেমিক হুজুররা শির্কি দেশের গান গেয়ে তাঁদের মূর্খ অন্ধভক্তদেরকে মাতিয়ে রাখে। অন্ধরা কি দেখে না যে স্কুলে বাধ্যতামূলক ঐ রবীন্দ্রনাথের কালীকে নিয়ে লেখা জাতীয় সংগীতের মাধ্যমে আমাদের সবার রব আল্লাহকে অপমানিত করা হয়েছে ⁉️

  • @Mohammad.Ramzan.1992
    @Mohammad.Ramzan.1992 Рік тому +35

    সূরা বনী-ইসরাঈল (الإسرا), আয়াত: ৮১
    وَقُلۡ جَآءَ الۡحَقُّ وَزَہَقَ الۡبَاطِلُ ؕ اِنَّ الۡبَاطِلَ کَانَ زَہُوۡقًا
    উচ্চারণঃ ওয়া কুল জাআল হাক্কুওয়া ঝাহাকাল বা-তিলু ইন্নাল বা-তিলা কা-না ঝাহূকা-।
    অর্থঃ বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল।

  • @rummanislam3535
    @rummanislam3535 Рік тому +1

    খুব ভালো লাগে ওনার বক্তব্য

  • @SabiruzzamanChowdhury
    @SabiruzzamanChowdhury Місяць тому

    সুন্দর আলোচনা। কাদিয়ানীদের বিষয়টি আমলে নিতে হবে।

  • @tahmidahmed7386
    @tahmidahmed7386 Рік тому +7

    Mashaallah ❤

  • @SadiaIslam-sz2vo
    @SadiaIslam-sz2vo 10 місяців тому

    Astagfirullah ❤️ Astagfirullah ❤️ Astagfirullah ❤️ Amin

  • @rokonuddin1739
    @rokonuddin1739 Місяць тому

    প্রিয় শায়েখ অনেক দিন দেখি না আপনাকে।আগে প্রতি শুক্রবারে আপনি আমার জেলা রাজবাড়ীর দুধবাজার মসজিদে আপনাকে দেখতে যেতাম❤️❤️❤️দোয়া রইলো আপনার জন্য
    ❤❤❤

  • @gazifahad
    @gazifahad Рік тому +1

    মাশাআল্লাহ সুন্দর আলোচনা

  • @popyakter5513
    @popyakter5513 Рік тому +2

    এতদিন পযন্ত কোন হুজুরের কাজ থেকে এটা শুনুনি i mean এতদিন এটা জানতাম না আজ জানলাম!

  • @himelhasan4067
    @himelhasan4067 Рік тому +12

    আমি কিছু পন্য কিনেছি RFL থেকে তখন আমার মনে ছিলোনা এটা যে কাদিয়ানী সম্প্রদায়ের (কাফের)।এখন কি করা যায়।।ইনশা আল্লাহ সামনে আর কিনবো না।।কিন্ত বর্তমানের পন্যগুলা কি করবো।।

  • @ramzan-tv3785
    @ramzan-tv3785 Рік тому +1

    হে আল্লাহ আমাকে ক্ষমা কর এবং আমার তওবা কবুল কর আমিন

  • @TotolMia-e4q
    @TotolMia-e4q 8 місяців тому

    Mashaallah allahuakbor subahanallah alhamdulillah

  • @mamunbinsayed6899
    @mamunbinsayed6899 Рік тому +6

    মাশাআল্লাহ

  • @Donshihab1281
    @Donshihab1281 10 місяців тому +1

    অসাধারণ তাফসীর 😂😂😂😂

  • @mashhududdin
    @mashhududdin Рік тому +9

    حياك الله وبارك الله فيك -

  • @tanjilaakter9152
    @tanjilaakter9152 11 місяців тому

    আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ

  • @MdRofiqulIslam-r2n
    @MdRofiqulIslam-r2n 10 місяців тому

    আলহামদুলিল্লাহ ❤️

  • @LDHafezSakib
    @LDHafezSakib Рік тому +11

    খুব সুন্দর উদাহরণ 🥰

  • @Afrinmaisha277
    @Afrinmaisha277 Рік тому +2

    Alhamdulillah ❤

  • @JahangirAlom-g1k
    @JahangirAlom-g1k 19 днів тому

    অনেক সুন্দর হয়েছে

  • @ambiyaislam8031
    @ambiyaislam8031 Рік тому

    মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ

  • @MdBashirmia-ix7dz
    @MdBashirmia-ix7dz 10 місяців тому

    Masaallah ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @al-mahdi1032
    @al-mahdi1032 Рік тому +6

    Jajakallah ❤

  • @MdRasel-mh9jv
    @MdRasel-mh9jv Рік тому +7

    অনেক দুঃখের বিষয় আর এফ এল এর পন্য ছাড়া পাওয়া নাই।একটা সাবানের কেস,,, বাধ্য হয়েই কিনলাম না।

  • @arifhasnatshamim6352
    @arifhasnatshamim6352 Рік тому +9

    থাম্বনেইলটা ভিডিওর আংশিক অংশ তুলে ধরেছে।
    থাম্বনেইলে "কাদিয়ানীদের কেন রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা উচিত" তা মেনশন করা উচিত।

  • @alfarukislamictv
    @alfarukislamictv 5 місяців тому

    মাশাল্লাহ ❤❤

  • @Orbitconnection
    @Orbitconnection Рік тому +3

    MaashaaAllaahu ta'alaa!

  • @HRK.Ctg.
    @HRK.Ctg. Рік тому

    মাশাআল্লাহ 🤲❤️❤️❤️❤️❤️

  • @zakariakhan96592
    @zakariakhan96592 Рік тому +9

    4:57 ❤❤❤❤ 5:10 5:12 5:13

  • @Mstshifa893
    @Mstshifa893 Рік тому +2

    প্রানের জিনিস আমি খাই না আলহামদুলিল্লাহ

  • @MdHafiz-vk9ri
    @MdHafiz-vk9ri Рік тому +5

    আল্লাহর জন্য শায়েখ কে ভালোবাসি

  • @livesportsstream457
    @livesportsstream457 Рік тому +1

    R8. Nice explain. Its time to fixed thier identity.

  • @MdDulalHusen-w6p
    @MdDulalHusen-w6p 9 місяців тому

    আলহামদুলিল্লাহ

  • @NilufaAkter-fb6zp
    @NilufaAkter-fb6zp Рік тому +4

    আল্লাহর নামে কসম করে বলছি আমি জ্বিন কে দেখেছি

    • @mohiuddin2256
      @mohiuddin2256 Рік тому

      কিভাবে দেখলেন তা যদি আমাকে একটু জানাতেন দয়া করে???

    • @ririslamictv5377
      @ririslamictv5377 Рік тому

      🤔🤔🤔

  • @meshpalok
    @meshpalok 10 місяців тому +1

    উহিব্বুকা ফিল্লাহ

  • @jhzikruljakir2193
    @jhzikruljakir2193 Рік тому

    Alhamdulillah.moner Moto

  • @ashrafulahmed9704
    @ashrafulahmed9704 Рік тому +9

    বাহ ওয়াজের মারাত্বক বিষয়, ইলম ওয়ালা মানুষ!!

    • @tohamoni5756
      @tohamoni5756 Рік тому

      নবীর এই সত্য আক্বীদাকে হেফাজতে কওমী,ছারসিনা,ফুরফুরা,ইলিয়াসী তাবলীগের সব পীর-বুজূর্গরা বিদাত বলে অপবাদ দেয়। (নাঊজুবিল্লাহ)। কারণ আমাদের নবী (স:) বলেছেনঃ জমিনে যারা আছে তাদের প্রতি দয়া কর, যিনি (আল্লাহ্) আসমানে তিনি তোমাদের প্রতি দয়া করবেন। তিরমিযীঃ ২০০৬! অথচ ঐ হেফাজতে দেওবন্দ, ছরসিনা, ফুরফু্রা, চরমোনাই,আব্বাসী, তাবলীগ জামাতের পীর-বুজূর্গ নামক অন্ধরা এটাও ভালভাবে জানে যে, "আল্লাহ্ কোথায়" এই প্রশ্নের জবাবে "আল্লাহ্ আসমানে" একথা বলাকে আমাদের প্রিয় নবী (সঃ) মুমিনের আক্বীদা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। (সহীহ হাদিস নং ১০৮৬, সহীহ মুসলিম)
      কিন্তু দাজ্জালকে নিয়ে আলোচনা করার মাধ্যমে জনপ্রিয় হওয়া বক্তারা এই জঘন্য অপবাদ কারী দেওবন্দের হেফাজতে কওমী,সরছিনা,ফুরফুরা,ইলিয়াসী তাবলীগের পীর-বুজূর্গের বিরুদ্ধে প্রতিবাদ না জানিয়ে বরং তাঁদেরকে ইসলামের প্রকৃত ধারক-বাহকের অন্তর্ভুক্ত বলে প্রচার করে চলেছে! এর কারণ ঐ জনপ্রিয় বক্তাদের সাপোর্টকারী রাজনৈতিক দলের অধিকাংশ জনপ্রিয় ব্যক্তিত্বরা আবার ছারসীনা, ও ফুরফুরা পীরের মুরিদ ব্রাম্মণবাড়ীয়ার পীরদেরকেও সাপোর্ট করে নাঊজুবিল্লাহ্।
      বরং সকল পীরদের কিতাবে ও বক্তব্যে এটা সুস্পষ্টভাবে দেখা গেছে যে, এ সকল পীরদের কুফরী আক্বীদা হচ্ছে তাঁদের খোদার আরশ নাকি তাদের কলব্ (অন্তরে) নাঊজুবিল্লাহ্।
      তাঁদের ঐ জঘন্য আক্বীদার আসল কারণ হচ্ছে এই পীরেরা মূলত তাঁদের 3rd চোখ খোলার উদ্দেশ্যে জীন-শয়তানের পূজা করে! উদাহরণঃ হেফাজতে দেওবন্দের ফুরফুরা মুরিদ ব্রাম্মণবাড়ীয়ার পীর, চরমনাই আব্বাসী,ইলিয়াসী তাবলীগের পীর-বুজুর্গদের শির্কি "ইল্লাল্লাহ" যিকিরের অর্থ হচ্ছে "আল্লাহ্ ছাড়া মুশরিকদের মিথ্যা মাবুদ জীনশয়তানকে ডাকাকে বুজায়"...যা সুস্পষ্ট শির্ক! এবং এটা দাজ্জালীয় আক্বীদার জিকির। নাঊজুবিল্লাহ।
      আবার অনেক দেশপ্রেমিক হুজুররা ওয়াজের জলসায় শির্কেভরা দেশের গান গেয়ে তাদের মূর্খ অন্ধভক্তদেরকে মাতিয়ে রাখে। তো তাঁদের উদ্দেশ্য প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংগীতে রবীন্দ্রনাথ কালী'র তৈরি আকাশ-জমিনের প্রশংসা করেছে❓কালীকে নিয়ে লেখা গান গেয়ে স্কুলে সবাইকে কেনো শির্ক করতে হবে❓ অন্ধরা বলবে এই শির্কে ডুবে থাকতেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর তাইতো পশ্চিমা ধাঁচের স্কুল-কলেজ, ভার্সিটিতে ভারতের জঘন্য নাচ-গান নাটক-সিনেমার বেহায়া কর্মকান্ডগুলোর চর্চা করানো হয়; সংস্কৃতির নাম দিয়ে জাতিকে নষ্ট করে চলেছে অবিরাম। নাঊজুবিল্লাহ।
      হ্যাঁ, আমাদের মহান আল্লাহ তায়ালা এটাও বলেছেনঃ "অধিকাংশ লোক (এক ও অদ্বিতীয় রব) আল্লাহ'র প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। "[১২:১০৬]
      বাস্তব উদাহরণঃ নামধারী মুসলিমদের গায়ে হলুদসহ অন্যান্য দাজ্জালীয় অনুষ্ঠানগুলো মূলত হিন্দু-মুশরিকরা শয়তানের আশীর্বাদ পাওয়ার জন্য করে থাকে; ইন্ডিয়ান ও পশ্চিমাদের দাজ্জালীয় গান-বাজনা সংস্কৃতির অনুসারীরাও অর্থাৎ কাফেরদের সংস্কৃতির অনুসারীরাও দাজ্জালকেও সাপোর্ট করবে। নাঊজুবিল্লাহ।
      হ্যাঁ, ইহুদি-খ্রিস্টানদের দাজ্জালীয় শিক্ষায় শিক্ষিত অধিকাংশ সরকারি-বেসরকারি চাকুরীজীবিসহ পুলিশ-প্রশাসনরাও দাজ্জালকে তাঁদের পার্থিব জীবনের উন্নয়ন দানকারী খোদা/ইমাম মাহদী/খোদায়ী ক্ষমতার পীর (নিজেকে খোদা দাবিকারী মন্সুর হাল্লাজের পুনরায় আগমনকারী সূফী) হিসেবে স্বীকৃতি দেবে।নাঊজুবিল্লাহ।
      কারণ বাংলাদেশের অধিকাংশ সরকারি বেসরকারি চাকুরীজীবিসহ পুলিশ-প্রশাসন সহ অধিকাংশ জনগণ ভারতের ও পশ্চিমাদের সমর্থনের ও ধাঁচের ডিজিটাল উন্নয়নের শয়তানের গনতন্ত্রের পূজারী । আর তাইতো তাঁদের কাছে আমদের সবার রব আল্লাহ'র প্রেরিত আঈন-কানুন ভালো লাগে না। নাঊজুবিল্লাহ।
      হ্যাঁ, পীরের গোলাম/মুরিদ বাঊলরা যখন সংসদে বসে কুরআন-হাদীসের অপব্যাখ্যা (শয়তানী) ব্যাখ্যা করে তখন ঐ নেতারা ও তাঁদের গোলাম প্রশাসন-পুলিশরা কিছুই বলে না। কিন্তু কুরআন হাদীসের সত্য ও সঠিক ব্যাখ্যা করে যখন ঐ দাজ্জালের অনুসারীদের ভুল তুলে ধরা হয় তখন ঐ শয়তানের বানানো গনতন্ত্রের পূজারী নেতা প্রশাসন-পুলিশরা শয়তানরূপে সামনে হাজির হয়। নাঊজুবিল্লাহ।
      যারা ঈসা (আঃ), নবী (সঃ), আলী (রাঃ), ওলী-আওলিয়াকে ও পীরদেরকে (যেমন বিএনপি আওয়ামীলিগের এমপি মন্ত্রীসহ তাঁদের শয়তানী গনতন্ত্রের পূজারী জনগন ,হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান,ইহুদী, সূফি,শিয়া,বাউলরা মন্সুর হাল্লাজসহ অন্যান্য পীরদেরকে) খোদা বলে ডাকাকে সাপোর্ট করে; তাঁরা কি দাজ্জালের 'আমি খোদা'র ধোঁকায় পড়বে না?

    • @KaleemKhan-di9sy
      @KaleemKhan-di9sy Рік тому

      এই শালা আওয়ামী

  • @mdyasinarafat5314
    @mdyasinarafat5314 Рік тому

    Amer priyo বক্তা

  • @মরিচিকা-হ৫খ

    🏴🇧🇩🇸🇦🇧🇩🏴✒️ ইসলাম সত্য 🏴🇸🇦🏴✒️তানভীর মুজাহিদ নিরপেক্ষ 🏴🇸🇦🏴✒️আমাদের মসজিদ আল আকসার আল্লাহ ভরসা সকল মুসলমান ভাই ভাই না রায়ে তাকবির আল্লাহু আকবার🏴🇸🇦🏴 আল জিহাদ ✒️⚔️জালিম 🏴🇮🇱🏴জালিম🏴🇮🇱🏴💎💎💍💍💍👖👕👔🦺🥼🥽🧣🩲👙👚👛🛍️👝👜👡👠👠🥿🥾👟👞🩴🎒🎒🩰🎩🎓🧢🪖🔉🔇💎💍📿⛑️🔊🔔🎵🎷🎤🎛️🎚️🎙️🎶📢🪘🥁🪫🔋📠📠📟📞☎️📲🎻🎹🎸🪗🪗📱🔌💿🖥️🖥️🖥️🖨️🖱️☎️📲📱📟📠💽💽💽🎬📽️🎞️🎞️🖱️🎥⌨️🧮📀💿💾💻🔌🔍📼📸📺📺📷📸📹📼📄📜📚📙📘💡🏮🪔📕📖📗💴🪙🪙🪙💰💰💰🏷️🔖🔖🗞️🗞️📰📘📙📒💷💷💸💷💶💶💵💷💸💳🧾💹⛓️🛡️🔫⚙️🔩🧲🧰🪝⛓️⛓️📡🔭🔬🧬🩹🧪⚗️🪜💉🛗🩹🩼🩼🩺🩺🚪📡📡🔭🩸🩸🛗🛗🪞🪟🛏️🛋️🪑🚽🪠🧺🧷🧴🧴🪒🪤🛁🚿🧻⚰️🧼🧼🫧🫧🪥🪥🪥🪥🪥🧽🛒🛒🪪🪧🪧🪧🪦⚰️🚬🚬🚬🪪🪪🪧⚱️🪦⚰️🚇🎢🚅🚄🚄🚃🚂🚉💈🚈🚉🚊🚝🚞🚋🚌🚍🚖🚕🚔🚓🚒🚐🚗🚗🚘🚜⛽🛢️🛤️🛣️🛼🚥🚦🚧⚓⛵🛫🛫🛩️✈️🚢⛴️🛳️🚤⏳⌚🕐🕓⏲️🕖🌨️🌧️🌦️🌥️🌤️⛈️☁️☁️🌝⛈️⭐🌦️🌌⛄🌬️🌫️🌪️🌩️☁️⛅⛈️🌦️🌧️🌨️🪐🌞⛅☀️⚰️🚬🚬🚬🚬🚬🚬💊🗿

  • @allahkagolam8997
    @allahkagolam8997 Рік тому +6

    ভাই caption এ রুমের জায়গায় রুপের লেখা হয়েছে, ভুল সংশোধন করে নিলে ভালো হয়।

    • @fadalentertainment
      @fadalentertainment Рік тому

      ঐটা ঠিক আছে ভাই۔۔۔ উনার রূপ ধারণ করে জ্বিন বসে আছিলো۔ তাই উনার রূপে আসছিলো বলা হয়েছে۔

  • @mahfuzalom-nx6ku
    @mahfuzalom-nx6ku Рік тому +5

    Love❤

  • @MdSajjatHossin-f8i
    @MdSajjatHossin-f8i Рік тому +1

    Masaallah

  • @Aziz-lb9br
    @Aziz-lb9br Рік тому +1

    আসসালামু আলাইকুম
    হুজুর আপনি খুব হট
    আপনাকে আমার খুব ভালো লাগে 💋💗💖❣️💕💘💓💞💝❤️

  • @naturalworld247
    @naturalworld247 Рік тому +17

    জ্বীন এই বয়ান শুনলে প্রচুর হাসবে😂😂

    • @BaizidFokir-w2u
      @BaizidFokir-w2u Рік тому

      😆😆

    • @সপ্নচোঁয়া-য৭শ
      @সপ্নচোঁয়া-য৭শ Рік тому

      কেনো

    • @fastview3461
      @fastview3461 Рік тому

      ভাই জ্বিন কিন্তু পাসওয়ার্ড জানেনা

    • @ikramvai-o6c
      @ikramvai-o6c 11 місяців тому

      জ্বিন তো আছেই, কিন্ত এই বক্তা কতটুকু গ্রহন যোগ্য আল্লাহই ভাল জানেন,

  • @MHPGiming
    @MHPGiming Рік тому +6

    2:47 2:47 2:47 2:47

  • @mdnayemulislam6867
    @mdnayemulislam6867 Рік тому +2

    First comment

  • @FaysalKhan-de5lb
    @FaysalKhan-de5lb Рік тому

    বাংলাদেশের গব্য

  • @FwS646
    @FwS646 Рік тому +3

    Already i avoid pran RFL⚔️
    I khow this one from earlier

  • @HafijaSamia19
    @HafijaSamia19 9 місяців тому +1

    সম্পুর্ণ বানানো কথা। আমার সাথে কে কে৷ এক মত

  • @bdgaming1733
    @bdgaming1733 Рік тому +9

    নিজে বললে সব সঠিক আর অন্য আলেম বললে সব ভুল 😅😅😅

  • @sakhawathossain8898
    @sakhawathossain8898 Рік тому +2

    আমার সঙ্গেও এমন ঘটেছিলো

  • @gazimdsanaullah-hu1bn
    @gazimdsanaullah-hu1bn Рік тому +4

    Subhanallah

  • @dailygym313
    @dailygym313 Місяць тому

    আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
    بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ فَأَخَذَهُ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ.
    এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় কাঁটাদার গাছের একটি ডাল রাস্তায় পেল। তখন সেটাকে রাস্তা হতে অপসারণ করল। আল্লাহ তার এ কাজকে কবূল করলেন এবং তাকে মাফ করে দিলেন।
    সহীহ বুখারী, হাদীস ২৪৭২

  • @Parvezvlog007
    @Parvezvlog007 Рік тому +1

    জ্বিন রুপ ধরতে পারলো, অথচ ল্যাপটপ এর পাসওয়ার্ড জানতে পারলো না 😂

  • @omrexb9217
    @omrexb9217 Рік тому +1

    বুজচি তুমি আললাহর ওলি নাওজু বিললাহ

  • @aimanaiman278
    @aimanaiman278 Рік тому +6

    জীন আছে, আমাদের ঘরে ও আছে, আমরা অনেক সমস্যার মাঝে আছি, আতংকের মাঝে আছি

    • @mamunreza4407
      @mamunreza4407 Рік тому

      আমরাও জীন সমস্যার মধ্যে আছি ভাই আল্লাহ তুমি আমাদের হেফাজত করো

    • @Tajwar_Hossain
      @Tajwar_Hossain Рік тому

      বাড়িতে প্রত্যেকদিন পবিত্র কোরআন পাঠ করুন। কেউ পাঠ করতে না পারলে মোবাইলে তেলওয়াত চালু করে ২০-২৫ মিনিট রেখে দিন। এভাবে এক সপ্তাহ করুন। ফল পেয়ে যাবেন ইংশাআল্লাহ।
      আমি শায়খ আহমদুল্লাহ এর বয়ানে শুনে নিজে এরকম করে পাঁচ দিনের মধ্যে উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ।

    • @mohammadhussain4271
      @mohammadhussain4271 Рік тому +1

      সূরা আল বাকারা তেলোয়াত করবেন
      নতুবা মোবাইলে চালাবেন।
      পরীক্ষিত

    • @IshqiyaMostafizliza
      @IshqiyaMostafizliza Рік тому

      সূরা বাকারা তিলাওয়াত করবেন

  • @10MinuteBookAudio
    @10MinuteBookAudio Рік тому +5

    এটা বর্জন করুন,ঐটা বর্জন করুন।
    আরে ভাই প্রয়োজন পড়লে কেউ বর্জন করবে না, তাই যা বর্জন করতে বলবেন তার পরিবর্তে অন্য পণ্য দেখিয়ে দিবেন। তাহলে মানুষ সহজেই বর্জন করতে পারবে।

    • @HalimaTuchSadiya-mh6mj
      @HalimaTuchSadiya-mh6mj 11 місяців тому

      Rfl এর পরিবর্তে সম্রাট, তাজ, হ্যামকো প্লাস্টিক পণ্য ব্যবহার করুন

  • @sheikhamjadhossen7459
    @sheikhamjadhossen7459 Рік тому

    Mashallah

  • @Ajkbvvvv
    @Ajkbvvvv Рік тому +12

    Hujur amar jonno ektu dua korben ami hs 2nd year final exam disi allah jate amar moner moto result ta Dey ameen ami India theke bolchi hujur amar nam abdul khalek sk

    • @Ajkbvvvv
      @Ajkbvvvv Рік тому

      @@akibmahathir na bhaijann 12 final exam disi ami

    • @Mehedi_buet_19
      @Mehedi_buet_19 Рік тому

      Abal hala

    • @Ajkbvvvv
      @Ajkbvvvv Рік тому +1

      @@Mehedi_buet_19 Gail paro ken bhaijaaan

    • @sabbirahmed1024
      @sabbirahmed1024 Рік тому

      আমিন

    • @MahmudulHasan-cf2nx
      @MahmudulHasan-cf2nx Рік тому +1

      আল্লাহ আপনার মনের আশা পূরণ করুন, আমিন❤️

  • @andentairtantment9477
    @andentairtantment9477 11 місяців тому

    ভারতীয় পন্য বয়কট🙏🙏🙏

  • @rahulmondol939
    @rahulmondol939 Рік тому +6

    আমার রুপ ধরেও জ্বীন আসছিলো আমার মা দেখছে।
    আর একবার আমি কাছ থেকে দেখছি
    কিন্তু পরের বার জ্বীন আমাকে দেখে দৌড় দিছে
    কারন আমি মানুষ
    সর্ব শ্রেষ্ঠ

  • @YasinArafath016
    @YasinArafath016 Рік тому +3

    💕❤🥰💯