গ্রীষ্মকালীন টমেটো চাষের খুঁটিনাটিঃ সার ব্যবস্থাপনা, মালচিং পেপার স্থাপন ও ছাউনি কীভাবে তৈরী করবেন

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 226

  • @MdAzizul-w1m
    @MdAzizul-w1m Місяць тому

    অসাধারণ প্রতিবেদন। এই ধরনের প্রতিবেদন কৃষকের একান্ত প্রয়োজন।

  • @akmrafiqueuddin355
    @akmrafiqueuddin355 2 роки тому +1

    Jajak ALLAH Khair.

  • @sohelmiah2765
    @sohelmiah2765 3 роки тому +2

    ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনার ভিডিওটা অনেক সুন্দর উপস্থাপনা হয়েছে

    • @KrishiSamachar
      @KrishiSamachar  3 роки тому +1

      আপনাকেও ধন্যবাদ।

  • @abulhasam-sd5cb
    @abulhasam-sd5cb 4 роки тому +2

    ধন্যবাদ করিমগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আব্দুল ওয়াদুদ স্যার। আপনার মাধ্যমে গ্রীষ্মকালীন টমেটোর চাষ সম্পর্কে জানতে পেরে। আমি কিছু জমি করতে চাই।

    • @KrishiSamachar
      @KrishiSamachar  4 роки тому

      আপনাকে ধন্যবাদ।

    • @nayem8298
      @nayem8298 3 роки тому

      টমেটোর কান্টিক চারা পাবেন ০১৭২৭৫২৫১৭৭

  • @jyotiroy8521
    @jyotiroy8521 Рік тому +1

    Very good 👍

  • @shafushafayet4400
    @shafushafayet4400 Рік тому

    ভাইয়া আপনার ভিডিটা দেখে অনেক ভালো লাগলো... ভাইয়া যদি কিভাবে বাঁশে র বাঁধন গুলো দিয়েছে তা আর কাছ থেকে দেখাতেন অনেক ভালো হতো ভালো আইডিয়া পেতাম

  • @abulbashar8804
    @abulbashar8804 3 роки тому +3

    অনেক ভালো লাগলো স্যার

  • @magicoppo6069
    @magicoppo6069 2 роки тому +1

    ধন্যবাদ ভিডিও ভাল লাগল

  • @nurhossain4432
    @nurhossain4432 2 роки тому

    মাশাআল্লাহ আনেক সুন্দর

  • @mdjowel7327
    @mdjowel7327 4 роки тому +13

    অসাধারণ প্রতিবেদন, আশা করি পরের প্রতিবেদনটি আরো তথ্য-বহুল হবে, শুভকামনা রহিলো।।।

  • @MuhammadAKBAR-qn2sw
    @MuhammadAKBAR-qn2sw Рік тому

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় গরুত দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে

  • @jubayerahmed2506
    @jubayerahmed2506 4 роки тому +2

    প্রতিবেধন খুবই সুন্দর ভাইজান

  • @mdismilgyig3912
    @mdismilgyig3912 Рік тому +1

    আসসালামু আলাইকুম প্রচণ্ড গরমে কি পলিথিন সরিয়ে দেবো নাকি পলিথিন থাকবে গাছের কোন ক্ষতি হবে না পাশের খুটি কত ফিট এবং মাঝখানের খুঁটি কয় ফিট দিয়েছেন আশা করি উত্তরটা দিবেন ভালো থাকবেন

  • @prabirghosh9131
    @prabirghosh9131 4 роки тому +3

    Excellent presentation,thank you sir a lt of love and good wishes from India.

    • @todaywithakbor8640
      @todaywithakbor8640 Рік тому

      #Today with Akbor কৃষি আলোচনা পাবেন

  • @letstalkwithselina3995
    @letstalkwithselina3995 2 роки тому +1

    মালচিং পেপার কি শীতে তুলে ফেলতে হয় আর ছাওনি কি সারা বছর থাকবে নাকি শীতে পলি তুলে ফেলতে হবে দয়াকরে জানাবেন।

    • @KrishiSamachar
      @KrishiSamachar  2 роки тому

      না, শীতেও থাকবে।

  • @bluebirdagrofarm4846
    @bluebirdagrofarm4846 2 роки тому +1

    স্যার এই পলিথিনের বিশেষ কোন বিশেষত্ব আছে কি? না কি বাজারে সাধারণ যে পলি পাওয়া যায় সেগুলোই।

    • @KrishiSamachar
      @KrishiSamachar  2 роки тому

      এটা সাধারণ পলিথিন নয়।

  • @kazimustakim7358
    @kazimustakim7358 2 роки тому

    এটা কোথায়?
    এবং চাষির সাথে যোগাযোগের ব্যাবস্তা করে দিন

  • @baidulbangla5405
    @baidulbangla5405 4 роки тому +1

    আলহামদুলিল্লাহ

  • @KhudroKrishi
    @KhudroKrishi 3 роки тому +1

    Good

  • @anowarhossain4214
    @anowarhossain4214 4 роки тому +1

    Assalamualikum.
    দাদা আমি একজন ভারতীয়। আপনার ভিডিওগুলি অসাধারণ আমার খুব ভালো লাগে। আমি বারোমাসি মালচিং টমাটো চাষে আগ্রহী একমাত্র আপনার ভিডিওর উপর নির্ভর করে। Plz plz দাদা বারোমাসি টমাটোর একটা a-z ভিডিও upload করবেন plz.

    • @KrishiSamachar
      @KrishiSamachar  4 роки тому

      আমি চেষ্টা করি ভিডিও গুলো ছোট করে আপনাদের সামনে উপস্থাপন করতে। ধারাবাহিক বিষয়গুলো তুলে ধরি। তারপরও একটা পুর্নাঙ্গ ভিডিও তৈরীর চেষ্টা করবো। ইনশাআল্লাহ।

    • @nayem8298
      @nayem8298 3 роки тому

      টমেটোর কান্টিক চারা পাবেন ০১৭২৭৫২৫১৭৭

  • @magicoppo6069
    @magicoppo6069 3 роки тому +1

    ভাই আপনার ভিডিও ভাল লাগল ভাই এই সিজনে ছত্রাক নাশক রেডিমিন গোল কয় দিন পর পর দিতে হয় এবং ফুল ফলের জন্য হরমুন কয় দিন পর পর দিতে হয়

    • @KrishiSamachar
      @KrishiSamachar  3 роки тому

      ১০-১২ দিন পর পর। আর হরমুন ২০ দিন

  • @nashiruddin7517
    @nashiruddin7517 2 роки тому +2

    পলিথিন কি নরমাল দিবেন ?

  • @mdfaridulislamfarid7158
    @mdfaridulislamfarid7158 Рік тому +1

    স্যার ছাউনি- উত্তর দখ্খিন/ না পূব পশ্চিম দিগে হবে।

  • @mdnazmoolhasan885
    @mdnazmoolhasan885 4 роки тому +3

    Dear sir,
    A khetre ki guti uria shar use kora jabe, jodi jay tobe kovabe, ki poriman ar kotodin por por please ektu janaben.
    Allah apnake nek hayat dan korun.

    • @KrishiSamachar
      @KrishiSamachar  4 роки тому +1

      যাবে। প্রথমবার প্রয়োগ ৬০%. তারপর ফুল আসার পর ৪০%.

    • @mdnazmoolhasan885
      @mdnazmoolhasan885 4 роки тому +1

      @@KrishiSamachar Thank you very much dear sir for your quick responding.
      Allah apnake nek hayat dan korun.

    • @tahasenali3078
      @tahasenali3078 4 роки тому

      @@KrishiSamachar chaonir moddhy ki ki medicine lagbe a to z India er medicine er name bolun
      Assalamu walaikum Orahamatullah he obarkatuh

  • @msimamun8185
    @msimamun8185 4 роки тому +1

    খুব ভাল লাগল প্রতিবেদনটি। আমি ভবিষ্যতে ব্যাপকভাবে করার ইচ্ছা আছে আল্লাহ তাওফিক দান করেন যদি। তাই আপাতত অভিজ্ঞতা অর্জনের জন্য অল্প করে করতে চাই। আপনার সাথে যোগাযোগ করার কোন উপায় আছে? দয়াকরে জানাবেন।

  • @mainulislam9486
    @mainulislam9486 3 роки тому

    good

  • @mdnahidulhasan9694
    @mdnahidulhasan9694 5 місяців тому

    ছাউনি কি বাজারের সাধনারণ পলি দিয়ে করা যাবে।

    • @FulJhuri-i9v
      @FulJhuri-i9v Місяць тому

      আমারও ঠিক একই প্রশ্ন। কিন্তু এইটার কোন রিপ্লাই দিবে না।

  • @mmhossain9749
    @mmhossain9749 2 роки тому +1

    Vai apnar ekhane akta kaj pawa jabe?

    • @KrishiSamachar
      @KrishiSamachar  2 роки тому

      না ভাই। ধন্যবাদ।

  • @abdullahalmamun2903
    @abdullahalmamun2903 4 роки тому

    ছাদ কৃষির জন্য কোকো ডাস্ট, সিডলিং ট্রে, মালচিং সিট, কম্পোস্ট, ভার্মি, কম্পোস্ট, কেঁচো সার, জৈব সার, বিভিন্ন সবজি বীজ পেতে,. যোগাযোগঃ01859-075179.

  • @rehanayesmin6167
    @rehanayesmin6167 3 роки тому +1

    Thanks

  • @Alamin-hw5nt
    @Alamin-hw5nt 4 роки тому +1

    ধন্যবাদ স্যার

  • @RajRaj-yx1co
    @RajRaj-yx1co 4 роки тому +1

    ৬ কাটা জমিতে কি পরিমান সার ব্যবহার করা লাগবে ?দয়া করে জানাবেন

    • @KrishiSamachar
      @KrishiSamachar  3 роки тому

      উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে যোগাযোগ করুন।

  • @najmulhasan5801
    @najmulhasan5801 4 роки тому +2

    কাতার থেকে নাজমুল হাসান

  • @tanjinatanha8510
    @tanjinatanha8510 4 роки тому +5

    আপনাকে ধন্যবাদ,
    ভাই, মালচিং পেপার পাবো কোথায়?

    • @greensoilagrotech1485
      @greensoilagrotech1485 4 роки тому

      যোগাযোগ করেন পেয়ে যাবেন ইনশা আল্লাহ।
      01712886171

    • @shohelmsr
      @shohelmsr 4 роки тому

      মালচিং ফিল্ম বিক্রি হয়।
      উন্নতমানের, এক মালচিং এ কয়েকবার ব্যবহার করা যাবে।
      ৩০ মাইক্রন, ৪০০ মিটার লম্বা, মেড ইন চায়না।
      মূল্য ঃ রোল প্রতি ৬২০০ টাকা
      যোগাযোগ ঃ 01701628777
      ধন্যবাদ।

  • @emdadulhaque3271
    @emdadulhaque3271 4 роки тому +1

    আসসালামু আলাইকুম, শীতকালীন টমেটো চাষেও কি এই পদ্ধতি অনুসরণ করতে হবে?

    • @KrishiSamachar
      @KrishiSamachar  4 роки тому

      ওয়াআলাইকুম আসসালাম। লাগবেনা।

    • @mohammeduzzal1440
      @mohammeduzzal1440 4 роки тому

      @@KrishiSamachar হাইব্রিড বিজ থেকে কি এখন মানে এই মাসে করা যাবে, টমেটো,তরমুজ, কেপসিকেম করতে চাচ্ছি ২ একর জমি

    • @maminulislam7344
      @maminulislam7344 4 роки тому

      @@KrishiSamachar শীতকালিন টমেটো কিভাবে করবো যদি একটু বলতেন আমি ২৫শতাংশ মাটি টমেটো চাষ করতে চাচ্ছি। ০১৭৫০৯৬২৮৫১

  • @GermPlasmCenter
    @GermPlasmCenter 4 роки тому

    সকল ধরনের সবজির চারা,সিডলিং ট্রে,রেডিকোকোপিট, মালচিং ফ্লিম ও ভার্মি কম্পোষ্ট এর জন্য যোগাযোগ করুনঃ-
    এগ্রো ওয়ান কোম্পানি
    বগুড়া সদর
    ০১৭৫৫-৩৬৭১৬৭

  • @Tuntun-qb1od
    @Tuntun-qb1od 4 роки тому +1

    স‍্যার টমেটোর বেড কত ফিট এবং নালা কত ফিট রাখতে হ য় জানাবেন?

    • @KrishiSamachar
      @KrishiSamachar  4 роки тому +1

      ৩ ফিট আর নালা ৩০ সেমি

  • @Badboy-uz4xi
    @Badboy-uz4xi 2 роки тому +1

    প্লাস্টিক কোথায় পাব

  • @chotoburi8298
    @chotoburi8298 3 роки тому +1

    আসসালামুয়ালাইকুম। স্যার,। আপনারা যারা কৃষিবিদ আছেন তারা সবসময় রাসায়নিক সারের ভিডিও করেন কেন? এই টমেটো চাষটা জৈব পদ্ধতিতে ২০ শতাংশ জমির হিসাবে একটি ভিডিও করলে খুব উপকৃত হতাম।

    • @KrishiSamachar
      @KrishiSamachar  3 роки тому

      শুধু জৈবিক পদ্ধতিতে চাষ সম্ভব। তবে উৎপাদন কমে যাবে।

  • @malikabain5066
    @malikabain5066 4 роки тому

    স্যার ঘরের পাড়ে পলিথিন দিয়ে টমেটো চাষ করা যাবে কী?

  • @AhmedAhmed-ww2ge
    @AhmedAhmed-ww2ge 4 роки тому +1

    চাউনির পলিথিন কেজি কত করে,জানাবেন ভাই,আর কত ফুট/কতফুট পাওয়া যাবে

  • @rafiqrashal
    @rafiqrashal 5 днів тому

    শিলা বৃষ্টি তে সমস্যা হয়না

  • @jubayerahmed2506
    @jubayerahmed2506 3 роки тому

    পরবর্তী ভিডিও দেওয়া আছে কি . পেলাম নাতো

  • @allquran3517
    @allquran3517 4 роки тому +2

    আমার টমেটো গাচে ফুল আসা সোরু হয়চে ফুল জরে জাসসে। কি কর বো টমেটোটোন কোথায় পাবো?????

    • @KrishiSamachar
      @KrishiSamachar  4 роки тому

      বোরন স্প্রে করুন। ইউরিয়া সার দিবেন না। টমাটোটোন হরমোন আমিও খুঁজতেছি, পেলে আপনাকে জানাবো।

  • @organicfarmingfamilieslife9247
    @organicfarmingfamilieslife9247 2 роки тому

    আমি জদি কোলো পলি ব্যাবোহার করি তাতে কেনো হবে না?

  • @mdthmanik6396
    @mdthmanik6396 4 роки тому

    টমেটো গাছ গুলির বর্তমান কি অবস্থা একটি প্রতিবেদন আশা করছি ।

  • @sbshawon06
    @sbshawon06 3 роки тому +1

    ভাইয়া পলি গুলো কোথায় পাওয়া যাবে

    • @KrishiSamachar
      @KrishiSamachar  3 роки тому

      ম্যাক্সিম এগ্রো, এডভান্স এগ্রিকালচার ফেসবুক পেইজ

  • @masumin3604
    @masumin3604 4 роки тому

    ছাউনির পলিথিন কি সাধারন পানি কালার পলিথিন দিলে হবে, নাকি এর জন্য স্পেশাল পলিথিন আছে?

    • @KrishiSamachar
      @KrishiSamachar  4 роки тому +1

      সাধারণ পলি, তবে হালকা মোটা হলে ভাল।

  • @MrIQBAL9696
    @MrIQBAL9696 3 роки тому

    জনাব আপনার উপস্থাপনা খুবই চমৎকার ছিল, আপনার মোবাইল নাম্বারটা কি পাওয়া যাবে?

  • @Tuntun-qb1od
    @Tuntun-qb1od 4 роки тому

    স‍্যার টমেটো চারা লাগানোর পর থেকেই লাগাতার ৩-৪ দিন বৃষ্টি।
    অনেক চারা নষ্ট হয়ে গিয়েছে।
    এখন কি করবো স‍্যার?
    আমি মালচিং ছাড়া বেড পদ্ধতিতে চাষ করছি।
    আমার স্কোয়াশের অবস্হাও ভাল না।
    দয়াকরে বলবেন এখন কি করবো?

    • @KrishiSamachar
      @KrishiSamachar  4 роки тому

      পানি যেন জমে না থাকে সে ব্যবস্থা করেন। আর বৃষ্টি থেমে গেলে কার্বোন্ডাজিম স্প্রে করিয়েন।

  • @sabbirahmed6868
    @sabbirahmed6868 3 роки тому

    এক বিঘা জমিতে চাউনি দিতে কত টাকা লাগবে

  • @milonpathan3089
    @milonpathan3089 4 роки тому

    জিংক সার কি সকল সালের মধ্যে দেওয়া যাবে ??

  • @jobairahmad5661
    @jobairahmad5661 4 роки тому +1

    হজরত! মালচিং পেপার ব্যবহার না করে পলিথিন ব্যবহার করলে হবে?

  • @mdrabel390
    @mdrabel390 4 роки тому

    আমি যদি এখন (জুলাই) টমেটো চাষ করতে চাই তাহলে কী এই ভাবে করতে হবে?জানালে উপকৃত হব

  • @SaidulIslam-sw1ic
    @SaidulIslam-sw1ic 4 роки тому

    Very helpful vai

  • @m.alam.iloveindia5319
    @m.alam.iloveindia5319 4 роки тому

    মালচিং পেপার টি কি প্লাস্টিকের

  • @Garaminlife
    @Garaminlife 4 роки тому

    মালচিং পেপার কোথায় পাওয়া যাবে একটু বলবেন প্লিজ

  • @Aiedopvideo
    @Aiedopvideo 3 роки тому

    Koto tk mot khoros korcilen

  • @khairulislam8851
    @khairulislam8851 4 роки тому

    এই সময় ছোট তরমুজ, শসা চাষ করা জাবে কি?

  • @nazmulhudashiplu2336
    @nazmulhudashiplu2336 4 роки тому

    আগের ভিডিওটা কেমনে দেখবো।

    • @KrishiSamachar
      @KrishiSamachar  4 роки тому

      চ্যানেল সাবস্ক্রাইব করলে আগের ভিডিও খুঁজে পাবেন। description এ লিংক দেওয়া আছে।

  • @mainoddinsardermain4388
    @mainoddinsardermain4388 4 роки тому

    সার কোম্পানির কাছ থেকে কয় টাকা ঘুস খাইছেন

    • @KrishiSamachar
      @KrishiSamachar  4 роки тому

      আমি ঘুষ খেলে কোন সমস্যা আছে কি? সার কি খারাপ হইছে নি।

  • @md.shahidulislam7338
    @md.shahidulislam7338 4 роки тому

    tomato গাছে যে হরমোন দিতে হয় সেটার নাম কি, কোন কোম্পানির, Chittagong এ কিভাবে পেতে পারি।

    • @KrishiSamachar
      @KrishiSamachar  4 роки тому

      টমাটোটোন হরমোন।

    • @md.shahidulislam7338
      @md.shahidulislam7338 4 роки тому

      @@KrishiSamachar স্যার, আমি দোকান তেকে ইয়ন agro company এর ম্যাজিক tab (gibberellic acid 10%, ga 3 10% tablet) নামের একটি হারমোন কিনেছি, এটি ব্যবহার করা যাবে?

    • @KrishiSamachar
      @KrishiSamachar  4 роки тому +2

      @@md.shahidulislam7338 এটা ব্যবহার করা যাবে কিনা, এটা নিশ্চিত করে বলতে পারছি না। তবে টমাটোটোন হরমোন ব্যবহার করলেই ভাল

  • @rsrizve7538
    @rsrizve7538 3 роки тому +2

    সব ভালো ছিলো ভালো করে কথা বলতে পারেন না।।।

    • @KrishiSamachar
      @KrishiSamachar  3 роки тому +1

      ধন্যবাদ। আপনার মন্তব্য আমার কাজে লাগবে। ভিডিও দেখবেন, তথ্য প্রয়োজনীয় হলে মনে রাখবেন।

  • @mashuktsc
    @mashuktsc 4 роки тому

    আস সালামু আলাইকুম , ভাই গ্রীষ্মে টমেটো চাষে কেন শেড প্রয়োজন শেড না দিলে কি হবে? টবে চাষ করলে কি শেড লাগবে?

    • @KrishiSamachar
      @KrishiSamachar  4 роки тому +1

      ফুল ফোটার পর বৃষ্টি হলে পলিনেশন সমস্যা হয়, ফুল থেকে ফল হয় না।তাই শেড প্রয়োজন।

    • @mashuktsc
      @mashuktsc 4 роки тому

      @@KrishiSamachar তাহলেতো ভাই ছাদ বাগানেও শেড করা লাগবে যেহেতু টবে করছি !

    • @KrishiSamachar
      @KrishiSamachar  4 роки тому +1

      টবে লাগালে ফুল আসার পর বৃষ্টির সময় সাময়িক ভাবে পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার ব্যবস্থা করতে পারলে ভাল। অথবা বৃষ্টির সময় টবটাকে ভিতরে নিয়ে, বিশেষ করে যেখানে শেড আছে। তারপর বৃষ্টি কমলে আবার ছাদে।

  • @khairulislam8851
    @khairulislam8851 4 роки тому

    স্যার মাটি যদি অমলত্ত বেশি থাকে তাহলে কি দিতে হয়?

    • @KrishiSamachar
      @KrishiSamachar  4 роки тому

      মাটিতে চুন প্রয়োগ করতে হবে।

  • @AhmedAhmed-ww2ge
    @AhmedAhmed-ww2ge 4 роки тому

    কত টাকা খরচ হয়েছে এখানে

  • @mdsachinalimdsachinali5554
    @mdsachinalimdsachinali5554 4 роки тому

    Good 🇧🇩❤️💐🌴

  • @yerhossenmiah1245
    @yerhossenmiah1245 4 роки тому

    মাছা ছারা কি করা জাবে নাকি

    • @KrishiSamachar
      @KrishiSamachar  4 роки тому +1

      যাবে। তবে রিস্ক থাকে।

  • @bdeshibiz6095
    @bdeshibiz6095 4 роки тому

    মালচিং রোল কি ২০ শতাংশের জন্য ৬ হাজার টাকা লাগবে?

    • @KrishiSamachar
      @KrishiSamachar  4 роки тому +1

      এখানে লাগবে।

    • @bdeshibiz6095
      @bdeshibiz6095 4 роки тому

      @@KrishiSamachar thanks

    • @KbdEngrZiaulHudaDAE
      @KbdEngrZiaulHudaDAE 4 роки тому

      আমাদের কাছে পাবেন সীডলিং ট্রে, কোকোপিট ব্লক, কোকোপোল, কোকো বাস্কেট, মালচিং ফিল্ম। 01779529512.

  • @kalamazad3936
    @kalamazad3936 4 роки тому

    টমেটোর চরা দুর্বল শিকড় কম।কিভাবে সবল করা যায়

  • @rabbikhankhan9015
    @rabbikhankhan9015 4 роки тому

    এক বিঘা জমিতে কত টাকা পলি সেট করতে খরচ হবে???

    • @KrishiSamachar
      @KrishiSamachar  4 роки тому

      10-15 হাজার টাকা, সেটা পলিথিনের পুরুত্বের ওপর নির্ভর করবে।

    • @rabbikhankhan9015
      @rabbikhankhan9015 4 роки тому

      আপনি যে ভাবে পলি সেট তৈরি করছেন, ঠিক ঐ রকম পলি সেটের মধ্যে কি capsicum চাষ করা যাবে???

  • @gafurrahimsk9374
    @gafurrahimsk9374 4 роки тому

    সাধারণ পেপার ও মালচিন পেপার তফাত কী

    • @KrishiSamachar
      @KrishiSamachar  4 роки тому

      সাধারণ পেপার কোন কাজ হয় না।

  • @masumin3604
    @masumin3604 4 роки тому

    স্যার, আমি (কম্পস্ট/গোবর) সার পুরো জমিতে এক চাষের পর ছিটিয়ে আবার চাষ দিয়ে বেড করলে কি কোন সমস্যা হবে?? এবং বাকি সব সার আমি মালচিং এর আগেই একবারে দিতে চাচ্ছি এবং রাসায়নিক সার গুলো পুরো বেডে মিশালে ভালো হবে নাকি বেডের পাশে দিলে ভাল হবে???

  • @Tuntun-qb1od
    @Tuntun-qb1od 4 роки тому

    স‍্যার সারের যে পরিমাণ সেটা কয়বারে ব‍্যবহার করতে হবে
    এবং বেড তৈরির কয়দিন পর চারা লাগাতে হবে?

    • @KrishiSamachar
      @KrishiSamachar  4 роки тому

      সার একবারে প্রয়োগ করা যাবে। তবে ইউরিয়া ২ বারে প্রয়োগ করা যাবে। মালচিং করার ১০ দিন পর চারা লাগানো যাবে।

  • @mdtamber7853
    @mdtamber7853 4 роки тому

    ১৫ অক্টোবরের মধ্যে, কোন জাতের টমেটো রোপণ করবো স্যার।তৌহিদ চট্টগ্রাম থেকে।

    • @nayem8298
      @nayem8298 3 роки тому

      এই নাম্বারে কান্টিক চারা পাবেন ০১৭২৭৫২৫১৭৭

  • @mdtamber7853
    @mdtamber7853 4 роки тому +4

    কৃষি বায়স্কোপ এর মত প্রশিস্কন আয়োজন করতে পারেন স্যার।

  • @ratulphukan4294
    @ratulphukan4294 4 роки тому

    সাব় টা প্ৰতি বিঘা হিচাপে না কি।আৰ চাউনি তাত দেব়া পলিথিন তা নাম কি।

  • @ratulphukan4294
    @ratulphukan4294 2 роки тому

    চাউনী পলিথিন টা কি micron

  • @ImranHossain-xe7rb
    @ImranHossain-xe7rb Рік тому

    স্যার আপনার সাথে যোগাযোগ করার জন্য নাম্বার চায়

  • @alaminmohammad2992
    @alaminmohammad2992 4 роки тому

    Address ta kothai keo ki bolte paren

    • @KrishiSamachar
      @KrishiSamachar  4 роки тому

      নেত্রকোনা জেলা, কেন্দুয়া উপজেলা।

  • @shohag2522
    @shohag2522 4 роки тому

    সময়টা কখন,কোন মাসে চারা রোপন, বীজ তলা করতে হবে

    • @KrishiSamachar
      @KrishiSamachar  4 роки тому

      এপ্রিল থেকে জুলাই পর্যন্ত বীজতলা তৈরী করা যাবে। ২০-২৫ দিনের চারা রোপন করবেন।

  • @samaunkobir3707
    @samaunkobir3707 4 роки тому

    ভাই সেচ কি ভাবে দেবো

    • @KrishiSamachar
      @KrishiSamachar  4 роки тому

      নালায় সেচ দিবেন। তাতেই কাজ হবে, ইনশাআল্লাহ।

  • @NoorNoor-el6cz
    @NoorNoor-el6cz 4 роки тому

    Ai pepar kotai pabo

  • @mdshorifakond2471
    @mdshorifakond2471 4 роки тому

    আমাদের তো বাঁশ বেশি ,,,,না ,,,,,তাই,,,চাচা,,,এবাবে,,,বানাছেন,,,,বুঝলেন

  • @BelalHossain-em3yf
    @BelalHossain-em3yf 3 роки тому

    ভাই দুটি মালচিং দরকার

    • @KrishiSamachar
      @KrishiSamachar  3 роки тому

      কোথায়, ঠিকানা দেন।

  • @NoorNoor-el6cz
    @NoorNoor-el6cz 4 роки тому

    Keo janle bolben please

  • @thanvirhussain7852
    @thanvirhussain7852 4 роки тому

    Assalamalikum

    • @KrishiSamachar
      @KrishiSamachar  4 роки тому

      Waalaikumassalum.

    • @movestory54
      @movestory54 3 роки тому

      আপনার ফোন নাম্বার টা দেওয়া যাবে

  • @mobarakhossain2576
    @mobarakhossain2576 4 роки тому

    আসসালামু আলায়কুম,
    টমেটো চাষি ভাইয়ের মোবাইল নম্বর টা দিলে খুব উপকার হবে।

  • @bulbulnazim6513
    @bulbulnazim6513 4 роки тому

    Companir add dilen valo vabe

    • @KrishiSamachar
      @KrishiSamachar  4 роки тому

      কৃষকের ভাল চাওয়া কি অন্যায়?

    • @bulbulnazim6513
      @bulbulnazim6513 4 роки тому

      @@KrishiSamachar Tai bole to apni kono companir add dite paren Na.
      Bangladeshe Cingenta and Bayer companir upore ki kichu ase?

  • @mejanmejan9606
    @mejanmejan9606 4 роки тому

    mijan

  • @mdsadikul1442
    @mdsadikul1442 2 роки тому +1

    আপনার ফোন নম্বর দিলে ভালো হয়।

    • @KrishiSamachar
      @KrishiSamachar  2 роки тому

      দুঃখিত। একে সমস্যা বললে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।

  • @dragro843
    @dragro843 4 роки тому

    *শেট নেট,মালচিং শিট,সিডলিং টেরে,চারা উৎপাদনের গাউড লাইন সহ ককোপিট, ভারমিকমপোসট, জৈব সার, কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করি 01708521063*

  • @SiedulHoque
    @SiedulHoque Рік тому

    Apna nambar dado apse bat karna ha

  • @abdulmotaleb9892
    @abdulmotaleb9892 4 роки тому

    🇧🇫🇧🇫

  • @mdsohel9605
    @mdsohel9605 4 роки тому +1

    স্যার আপনার নাম্বার টা একটু দিবেন, প্লিজ

  • @mdmosharaf4438
    @mdmosharaf4438 3 роки тому +1

    আপনার নাম্বার টি দিন আমার লাগবে

    • @KrishiSamachar
      @KrishiSamachar  3 роки тому

      Krishi Samachar ফেইসবুক পেইজে যোগা্যোগ করুন।

  • @irfanfaruk1200
    @irfanfaruk1200 4 роки тому

    kotha bola age shikun

  • @babulaktar3205
    @babulaktar3205 4 роки тому

    1560taka dam matching peparar

  • @mokbulhossain8724
    @mokbulhossain8724 4 роки тому

    এতো পরিমাণ সার

  • @shelicuisine3813
    @shelicuisine3813 4 роки тому

    ভাইয়া বন্ধু করেন আমি আপনা বন্ধু করলা