যখন উপযুক্ত মূল্য আর টেকসই সম্ভাবনা থাকবে, তখন আমার মনে হয় না পাটের এদেশে কোন অভাব হবে। আর যদি সরকার সহযোগিতা করে, তাহলে এদেশের কৃষক আর উর্বর ভূমিই যথেষ্ট...
ওনি আরো ২-৩ বছর আগে এটা আবিষ্কার করেছিলেন, শৈরাচারের আমলে এটা তেমন সুবিধা করতে পারেনি। এখন পরিবেশ কে ঠিক রাখতে বর্তমান সরকারের যে উদ্যোগ, সেটার উপযোগী হিসেবে এই উদ্ভাবন অবশ্যই সময়োপযোগী।
অবশ্যই পাট দিয়ে অনেক কিছু করা সম্ভব । তাতে পাটের আবাদ বাড়বে কৃষক বাঁচবে । পরিকল্পনার করেই পাট থেকে দূরে সরে প্লাসটিকের ব্যবহার বাড়ছে । দেশের মাটি মানুষ ধংস করা হচ্ছে । পাট নিয়ে আরো বেশি গবেষণা করুন । পাটের ঐতিহ্য ফিরে আসবে । ধন্যবাদ কতৃপক্ষ কে ।
আলহামদুলিল্লাহ এটাই আমাদের দেশের প্রকৃতিক ভারসাম্য কে ঠিক রাখতে পারবে। সরকারীভাবে এই পলিথিন ব্যাগ উৎপাদন করতে হবে এবং সারা বাংলাদেশে এটাই প্রচলিত করতে হবে।
দেখা গেলো কেও বাজার করে নিয়ে বাড়ি ফিরতেছে আর হঠাত বৃষ্টি চলে আসলো, হা হা হা!! জোক্স এপারট, বেশ আশা জাগানিয়া একটা উদ্ভাবন উনি করেছেন ২০১৬ সালে কিন্তু দামটা একটু বেশী রয়ে গেছে আমাদের দেশের জন্য। প্রতি কেজি ১০০০ টাকা থেকে ৩০০-৪০০ টাকায় নেমে আসলে অনেক জনপ্রিয় হবে ব্যাগটা।
@JamesBond-hm3bw খবর পুরোপুরি ভালো করে না শুনলে যা হয় আর কি। এটা যে কাষ্টমাইজ করে বানানো যায় সেটা শুনেছেন? কাষ্টমার চাইলে সাত আট ঘন্টা থেকে আরো বেশি দিন এর স্থায়িত্ব থাকবে। কমেন্ট করা দরকার বোকার মত একটা কমেন্ট করে দিলেন।
বাংলাদেশের সমস্ত পলিথিন উৎপাদনের কারখানায় এই সোনালি ব্যাগ উৎপাদন করার ব্যাবস্থা করা উচিত। ওই কারখানাগুলো বন্ধ না করে কাজে লাগালে, পলিথিন মুক্ত হতে পারে বাংলাদেশ। সরকার যদি এই ব্যাপারে ব্যাবস্থা নিত, খুব ভালো হতো।
সরকারের সহযোগিতায় এটাকে পুরো বাংলাদেশের ছড়িয়ে দেওয়ার আহবান জানাচ্ছি।পলিথিন এর পরিবর্তে দ্রুত এটাকে রিপ্লেস করে এর ব্যবহারও নিশ্চিতের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ বিজ্ঞানী মহোদয় কে। 😊😊😊❤❤❤
এই পাটের ব্যাগ খুব একটা ভাল কাজ হয়েছে। সব কম্পানির তবে এক এক শ্রেণীর ব্যাগ কে এক কালার দেওয়া জেমোন বাজারের ব্যাগ এক কালার চাউলের ব্যাক এক কালার এই রকম ব্যাগের কালার দেখলে যান বোঝা যায় যে কোন ব্যাগ পানিতে কত সময় ইস্তাই হবে এতে গ্রাহকদের ব্যবহার করতে সুবিধা হবে।
ডক্টর মোবারক হোসেনের জন্য অবশ্যই অনেক ধন্যবাদ প্রাপ্য। তার উদ্ভাবন বাংলাদেশে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ফাট থেকে পলিথিন তৈরি একটি অত্যন্ত পরিবেশবান্ধব উদ্যোগ, যা প্লাস্টিক দূষণ কমাতে সহায়ক হবে। এটি পরিবেশ রক্ষা এবং বর্জ্য ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পাটের ব্যাগের পলিথিন বের হলে আমাদের পরিবেশ যেমন ভালো হবে এবং সোনালী আঁশ পাট আবার পুনর্জীবন ফিরে পাবে। তাই মোবারক আহমেদ স্যারকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ডক্টর মোবারক মহোদয়কে ধন্যবাদ এরকম পরিবেশ বান্ধব দ্রব্য তৈরি করার জন্য। সরকারের উচিত এই বিষয়ে সহায়তা করা। আর সারাবিশ্বে প্রচার করা। একটা সমস্যা হবে, যেহেতু পলিথিনের মত তাই পলিথিন আর সোনালী ব্যাগ চেনা কঠিন হবে।
Alhamdulillah.... It 's a special blessing from almighty not only to our country but also over the world . Special programs should be taken all over the county against pollution of Polly thin.
ধন্যবাদ আপনাকে আমি এমন একটি কমেন্ট খুজছিলাম, ন্যাচারাল পাট থেকে যে ব্যাগ তৈরি হয় সেটাই সর্বোৎকৃষ্ট, কিন্তু এই পাট পলিথিনে নানান রকম কেমিক্যালের ব্যবহার ভাল লাগেনি, দেখা যাবে এই পাট পলিথিন আবারো পরিবেশের বিপর্যয় নিয়ে আসবে।
অদ্ভুত সুন্দর আবিষ্কার। সরকারের সহায়তায় এটা ১০০% স্টাবলিস্ট হতে হবে এই শিল্প। আমাদের দেশেকে, পাট শিল্পকে বাঁচাতেই হবে 👍👍👍
অসাধারণ !!! দ্রুত ছড়িয়ে দেওয়া হোক
Masha Allah
❤❤❤❤❤❤❤❤
হয়তঃ মোবারক স্যারের এই সোনালী ব্যাগ প্রকল্পের মধ্য দিয়ে আবার ফিরে আসতে পারে বাংলার সোনালী আঁশের হারিয়ে যাওয়া সেই সোনালী অধ্যায়।
InshaAllsh
انشاء الله
@@LXRomjan-ff5gq فقط استمر في الأمل، ولكن يبدو أن هذا الأمل لا يتحقق!!!
এদের কারণেই আদমজী পাটকল বন্ধ হয়েছিলো
এগিয়ে যাক বাংলাদেশ। অনেক কৃতজ্ঞতা রইলো বিজ্ঞানী মোবারক স্যারের প্রতি।
বহুদিন পর একটা ভালো খবর পেলাম। একটা আশার আলো তো দেখা গেল...
Eta aro koyek bochor agei toiri korechen uni
আরে ভাই এত পাট বাংলাদেশে পাইবা কই সব উল্টাপাল্টা কারবার এত পাঠের চাহিদা পূরণ করা যাবে না বিকল্প কোন ব্যবস্থা বের করুন
কলা গাছের আশ, আর কচুরিপানা বড়গুলো, এর থেকেও পলিথিনের মতো ব্যাগ বানানো যায়। ইউটুবে দেখেছিলাম। সুতরাং এটো বিকল্প হতে পারে। @@MdAbdulla-ew1or
@@MdAbdulla-ew1or ফরিদপুর গিয়া দেখেন তারপর কথা বলুন
যখন উপযুক্ত মূল্য আর টেকসই সম্ভাবনা থাকবে, তখন আমার মনে হয় না পাটের এদেশে কোন অভাব হবে।
আর যদি সরকার সহযোগিতা করে, তাহলে এদেশের কৃষক আর উর্বর ভূমিই যথেষ্ট...
এতো ভালো একটা জিনিস অথচ প্রচারণা নেই।
ওনি আরো ২-৩ বছর আগে এটা আবিষ্কার করেছিলেন, শৈরাচারের আমলে এটা তেমন সুবিধা করতে পারেনি। এখন পরিবেশ কে ঠিক রাখতে বর্তমান সরকারের যে উদ্যোগ, সেটার উপযোগী হিসেবে এই উদ্ভাবন অবশ্যই সময়োপযোগী।
১টাকার জন্য কি ২০টাকা দিবেন? এর করছ অনেক😊
কেজি কত তো ভুলিতে মেসেজের উত্তরই হায় আল্লাহ এখন
এমন কারখানা স্হাপন করতে কেমন বিনিয়োগ দরকার?
অবশ্যই পাট দিয়ে অনেক কিছু করা সম্ভব । তাতে পাটের আবাদ বাড়বে কৃষক বাঁচবে । পরিকল্পনার করেই পাট থেকে দূরে সরে প্লাসটিকের ব্যবহার বাড়ছে । দেশের মাটি মানুষ ধংস করা হচ্ছে । পাট নিয়ে আরো বেশি গবেষণা করুন । পাটের ঐতিহ্য ফিরে আসবে । ধন্যবাদ কতৃপক্ষ কে ।
আলহামদুলিল্লাহ,,, এটা ভালো উদ্যোগ,,,, বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট,,,,
আলহামদুলিল্লাহ।
অত্যন্ত গুরুত্বপূর্ণ গঠন মূলক বিষয়।
জাযাকাল্লাহ খাইরান। 🕋🇧🇩✅
সফলতা কামনা করি।।উনি খুব জ্ঞানী মানুষ।।
এটাকে বিশ্ব মহলে পৌঁছে দিতে পারলে আমাদের পাটের সোনালী দিন ফিরে আসবে ইনশা আল্লাহ।
আলহামদুলিল্লাহ খবরটা দেখে অনেক খুশি হলাম পরিবেশের জন্য ও ভালো উদ্ভাবক কে আল্লাহ নেক হায়াত দান করুক ❤️❤️❤️❤️
স্যার, আপনাকে সালাম। আপনাদের মূল্যায়ন এই অধম জাতি কখনো করতে পারেনি। আশা করি, স্বপ্ন দেখি এইবার হয়তো পারবে। খবরটা দেখে মনটা ভরে গেল।
অবশ্যই সাধুবাদ জানাই এরকম যুগ উপযোগী কর্মকে।
আমাদের এই সোনালী ব্যাগ কে স্বাগত জানানো উচিত
খুবই ভালো উদ্যোগ, সরকারের উচিৎ এই ধরনের ভালো উদ্যোগে আর্থিক ও নীতি সহায়তা দেওয়া!
👍👍👍
আপনাকে ধন্যবাদ। পাট শিল্পের সোনালী দিন আবার ও ফিরে আসুক এই দোয়া করি।
আলহামদুলিল্লাহ এটাই আমাদের দেশের প্রকৃতিক ভারসাম্য কে ঠিক রাখতে পারবে। সরকারীভাবে এই পলিথিন ব্যাগ উৎপাদন করতে হবে এবং সারা বাংলাদেশে এটাই প্রচলিত করতে হবে।
দেখা গেলো কেও বাজার করে নিয়ে বাড়ি ফিরতেছে আর হঠাত বৃষ্টি চলে আসলো, হা হা হা!!
জোক্স এপারট, বেশ আশা জাগানিয়া একটা উদ্ভাবন উনি করেছেন ২০১৬ সালে কিন্তু দামটা একটু বেশী রয়ে গেছে আমাদের দেশের জন্য। প্রতি কেজি ১০০০ টাকা থেকে ৩০০-৪০০ টাকায় নেমে আসলে অনেক জনপ্রিয় হবে ব্যাগটা।
সাথে সাথে ছিরবেনারে
৭/৮ ঘন্টা পানিতে কিছু হবেনা, উনি তো বললোই
@JamesBond-hm3bw খবর পুরোপুরি ভালো করে না শুনলে যা হয় আর কি। এটা যে কাষ্টমাইজ করে বানানো যায় সেটা শুনেছেন? কাষ্টমার চাইলে সাত আট ঘন্টা থেকে আরো বেশি দিন এর স্থায়িত্ব থাকবে। কমেন্ট করা দরকার বোকার মত একটা কমেন্ট করে দিলেন।
বৃষ্টি আসলে তো আর আপনি বেশি সময় বৃষ্টির মধ্যে থাকবেন না তাড়াতাড়ি ঘরে গিয়ে উঠবেন। তবুও সাত আট ঘন্টা ভিজলে এটা কিছু হবে না। 🎉
@@SajeebMagicCutsরাইট
বাংলাদেশের যোগ্য লোকদের কে সম্মান করা উচিত তাহলে এই দেশ একদিন সোনার বাংলাদেশ হবে
ধন্যবাদ স্যার ❤️ আপনার এই আবিষ্কার বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না।
মাশাআল্লাহ। যাক ভালো কিছু করার চিন্তা করছে। এভাবেই দেশকে এগিয়ে নিতে হবে সবাই মিলে।
আলহামদুলিল্লাহ
স্যার কে অসংখ্য ধন্যবাদ ❤️❤️
বাংলাদেশের সমস্ত পলিথিন উৎপাদনের কারখানায় এই সোনালি ব্যাগ উৎপাদন করার ব্যাবস্থা করা উচিত। ওই কারখানাগুলো বন্ধ না করে কাজে লাগালে, পলিথিন মুক্ত হতে পারে বাংলাদেশ।
সরকার যদি এই ব্যাপারে ব্যাবস্থা নিত, খুব ভালো হতো।
পলিথিন ত জমির খতি করে। তা এই সোনালি আশের পলিথিন কি খতি করবে না। না কি?
এভাবেই দেশজ উৎপাদন বাড়াতে হবে 👍👍👍
জাতির সুযোগ্য সন্তান উনি,স্যালুট স্যার❤️❤️❤️
পরিবেশ বান্ধব এই ব্যাগ যেমনি উপকৃত তেমনী দেশীয় সোনালী আঁশের ব্যবহার বাড়বে। ধন্যবাদ এই উগ্যগকে।
আলহামদুল্লিাহ, অনেক ভালো খবর। সেলুট ও ভালোবাসা রইল জনাব বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান স্যারের প্রতি।
মাশাল্লাহ খুব ভালো একটা জিনিস
যুগান্তকারী উদ্যোগ, ধন্যবাদ
এই প্রতিবেদনটি প্রত্যেকটি চ্যানেলে প্রচার করা উচিৎ।
ভালোবাসা অভিরাম স্যার❤
ডঃ মুবারক আহমদ স্যার আমাদের বাংলাদেশের একজন গর্বিত কৃতিসন্তান । মহান আল্লাহ তায়ালা তাঁর নেক হায়াত দান করুন আমীন । ।
খুবই ভালো একটা ব্যবস্থা করেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ
আলহামদুলিল্লাহ ভালো একটা উদ্যোগ স্যারকে অনেক ধন্যবাদ
সরকারের সহযোগিতায় এটাকে পুরো বাংলাদেশের ছড়িয়ে দেওয়ার আহবান জানাচ্ছি।পলিথিন এর পরিবর্তে দ্রুত এটাকে রিপ্লেস করে এর ব্যবহারও নিশ্চিতের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ বিজ্ঞানী মহোদয় কে। 😊😊😊❤❤❤
(মাশাআল্লাহ) Brilliant Man...
আলহামদুলিল্লাহ বহুদিন পর ভালো খবর টা পেলাম ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
জ্ঞানীদের কদর করলে আমাদের এই দেশ অনেক এগিয়ে যাবে
রং মিশ্রিত করে রঙিন করার তো প্রয়োজন নাই।এটা তো বাড়তি খরচ।
ভাই রং দেয়া হচ্ছে মালচিং শিটের জন্য।
আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ নেয়ামত
খুবি ভালো
ধন্যবাদ বাংলাদেশের বিজ্ঞানী ভাইকে এই ভালো কাজ করার জন্য
স্যারকে আল্লাহ দুনিয়া আখেরাতের মঙ্গল দিন।
এই পাটের ব্যাগ খুব একটা ভাল কাজ হয়েছে। সব কম্পানির তবে এক এক শ্রেণীর ব্যাগ কে এক কালার দেওয়া জেমোন বাজারের ব্যাগ এক কালার চাউলের ব্যাক এক কালার এই রকম ব্যাগের কালার দেখলে যান বোঝা যায় যে কোন ব্যাগ পানিতে কত সময় ইস্তাই হবে এতে গ্রাহকদের ব্যবহার করতে সুবিধা হবে।
এই জিনিসের পেটেন্ট করে ফেলা উচিত। নয়তো কয়েক দিন পর ইন্ডিয়া দাবি করবে এটা তাদের জিনিষ।
Mashallah!
Alhamdulillah!
AllahuAkbar!
Apnara egiye jan, amra achi apnader shate!!
❤❤❤❤❤
ইতালি, ফ্রাঞ্চ, বেলজিয়াম আ এই ধরনের ব্যাগ ব্যাবহার শুরু হইসে অরে ৫ বৎসর আগে থাকে. আর আমরা নাকি এখন কেবল পরিকল্পনা করসি, বাস্তবায়ন করবো কবে?
kono desh ei bag nai, eita Bangladesh e prothom
Kmne bhai? Ogo kace to paat nai
@@mahbuburrahman1424 they use koshova from Africa
আলহামদুলিল্লাহ 🥺 কত দিন পর আমাদের পাট শিল্পের উন্নয়ন দেখছি। এই পাট নিয়ে কাজ করলে দেশ অনেক সমৃদ্ধ হবে।😊
আলহামদুলিল্লাহ খুশির সংবাদ❤
অসংখ্য ধন্যবাদ বিজ্ঞানীকে।
দেশ ও জাতি এগিয়ে যাক।
ধন্যবাদ এভাবে এগিয়ে যাও বাংলাদেশ
বাংলাদেশের মানুষকে কাজে লাগাতে হবে বেকার থাকা যাবে না
এতে সমস্যা হবে, কারণ এর ব্যায় বেশি, লাভ নাই বললেই চলে, বিশ্লেষণ এইগুলো পাইছি👍
ধন্যবাদ
পরিবেশবান্ধব মানুষ দেখতে চায় । পাট সকলের হৃদয় যেন নকশী কাঁথার মত বিস্তৃত থাকে
আল্লাহ এই বিজ্ঞানীকে দীর্ঘায়ু দান করুন
ডক্টর মোবারক হোসেনের জন্য অবশ্যই অনেক ধন্যবাদ প্রাপ্য। তার উদ্ভাবন বাংলাদেশে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ফাট থেকে পলিথিন তৈরি একটি অত্যন্ত পরিবেশবান্ধব উদ্যোগ, যা প্লাস্টিক দূষণ কমাতে সহায়ক হবে। এটি পরিবেশ রক্ষা এবং বর্জ্য ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পাট থেকে পলিথিন ব্যাগ তৈরি করা হচ্ছে এজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ
আলহামদুলিল্লাহ এরকম উর্ধ্বেক আরো নেওয়ার দরকার পলিথিন নিষিদ্ধ করার দরকার
এক কথায় দারুণ আবিষ্কার ❤❤❤❤
এগিয়ে যাক বাংলাদেশ 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
পাটের ব্যাগের পলিথিন বের হলে আমাদের পরিবেশ যেমন ভালো হবে এবং সোনালী আঁশ পাট আবার পুনর্জীবন ফিরে পাবে। তাই মোবারক আহমেদ স্যারকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অনেক ভাল উদ্যোগ। আশা করি আবার পাটের সুদিন ফিরে আসবে। 😊
ডক্টর মোবারক মহোদয়কে ধন্যবাদ এরকম পরিবেশ বান্ধব দ্রব্য তৈরি করার জন্য। সরকারের উচিত এই বিষয়ে সহায়তা করা। আর সারাবিশ্বে প্রচার করা। একটা সমস্যা হবে, যেহেতু পলিথিনের মত তাই পলিথিন আর সোনালী ব্যাগ চেনা কঠিন হবে।
অত্যন্ত মনোমুগ্ধকর উদ্ভাবন,,
সুন্দর উদ্যোগ; অনেক সাধুবাদ ও সুফল কামনা করি। ❤
100 crore salute to Mubarok sir!
পলিথিন ব্যবসায়ীদের খুব দ্রুত এই কাজে নিয়োজিত করা হোক ❤❤❤
জনসাধারণের নাগের মধ্যে থাকতে হবে এটি জাতির সুফল মিলবে মনে করি, ❤❤❤
আলহামদুলিল্লাহ, কৃষক বাচবে,শ্রমিক মালিক বাচবে,বাচবে আমার দেশ।
ধন্যবাদ মোবারক স্যার ❤
দেশের পরিবেশ রক্ষায় পলিথিনের বিকল্প ব্যাগ।
আলহামদুলিল্লাহ খুব ভালো উদ্যোগ নেওয়া জন্য আপনাদের কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই, এবং অতি দূত গতিতে এটাকে বাজার জাত করতে হবে ইনশাআল্লাহ
চমৎকার উদ্ভাবন। সরকারের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি
Alhamdulillah.... It 's a special blessing from almighty not only to our country but also over the world . Special programs should be taken all over the county against pollution of Polly thin.
এটি একটা চমৎকার উদ্যোগ!!
চমৎকার উদ্ভাবন। সব প্রয়োজনই মিটবে এই ব্যাগে।
আলহামদুলিল্লাহ ভালো উদ্যোগ।
এই রকম একটা সুন্দর সুষ্ঠ বাংলাদেশ আমরা চাই,❤️❤️❤️
এন আর আই বাংলাদেশের গর্ব আল্লাহ পাক উনার হায়াত দারাজ করুক
মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ ❤
বহুদিন পর একটা ভালো খবর দেখতে পেলাম।
ভালো কিছু ।ধন্যবাদ চ্যানেলকে
আলহামদুলিল্লাহ, ভালো উদ্যোগ।
আপনাকে দেশের মানুষের স্বার্থে আবিষ্কার জন্য ধন্যবাদ জানাই 👏
দেখে খুবই ভালো লাগল। কিন্ত সবইতো ক্যামিকেলে ভরা, আমার মনে হচ্চে উৎপাদন খরচ বেশি হবে। যাই হোক নিজেদের দেশি পণ্য সবাই কিনে হই ধন্য
ধন্যবাদ আপনাকে আমি এমন একটি কমেন্ট খুজছিলাম,
ন্যাচারাল পাট থেকে যে ব্যাগ তৈরি হয় সেটাই সর্বোৎকৃষ্ট, কিন্তু এই পাট পলিথিনে নানান রকম কেমিক্যালের ব্যবহার ভাল লাগেনি, দেখা যাবে এই পাট পলিথিন আবারো পরিবেশের বিপর্যয় নিয়ে আসবে।
আলহামদুলিল্লাহ খুব ভাল লাগলো
খুবই ভালো। দাম ভালো তবে এক্টু কমলে সবার জন্যই ভালো হয়। শুভকামনা রইল
এভাবেই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে❤️❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️❤️
অসাধারণ ❤
মাশাআল্লাহ অসাধারণ অনেক পরে হলেও ভালো একটা খবর শুনলাম
ধন্যবাদ স্যার কে ধন্যবাদ সোনালী আজ পাটকে
Alhamdulillah, Khoob Bhalo khabar.
স্যালুট জানাই মোবারক স্যার কে ইনারাই আসলে সত্যি কারের হিরো, দেশ প্রেমিক। ❤❤❤
অনেক সুন্দর একটা উদ্যোগ অনেক সুন্দর একটা উদ্ভাবন
অত্যন্ত ভাল একটি খবর।
অসাধারণ উদ্ভাবন। যেন সারা দেশের ব্যবহার নিশ্চিত করা হয়
খুবি ভালো একটা কাজ দেশের কাজে আসবে
বহুদিন পর ভালো একটি সংবাদ পেলাম
আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি গর্বিত আমাদের দেশে এতো বর মাপের বিগানি আছে
Alhamdullah, thanks mobaruk sir
পরিবেশ বন্ধু এই স্যার কে নোবেল দেওয়া হোক। ❤❤❤
এটা খুবই ভালো উদ্যোগ