যখন উপযুক্ত মূল্য আর টেকসই সম্ভাবনা থাকবে, তখন আমার মনে হয় না পাটের এদেশে কোন অভাব হবে। আর যদি সরকার সহযোগিতা করে, তাহলে এদেশের কৃষক আর উর্বর ভূমিই যথেষ্ট...
ওনি আরো ২-৩ বছর আগে এটা আবিষ্কার করেছিলেন, শৈরাচারের আমলে এটা তেমন সুবিধা করতে পারেনি। এখন পরিবেশ কে ঠিক রাখতে বর্তমান সরকারের যে উদ্যোগ, সেটার উপযোগী হিসেবে এই উদ্ভাবন অবশ্যই সময়োপযোগী।
অবশ্যই পাট দিয়ে অনেক কিছু করা সম্ভব । তাতে পাটের আবাদ বাড়বে কৃষক বাঁচবে । পরিকল্পনার করেই পাট থেকে দূরে সরে প্লাসটিকের ব্যবহার বাড়ছে । দেশের মাটি মানুষ ধংস করা হচ্ছে । পাট নিয়ে আরো বেশি গবেষণা করুন । পাটের ঐতিহ্য ফিরে আসবে । ধন্যবাদ কতৃপক্ষ কে ।
আলহামদুলিল্লাহ এটাই আমাদের দেশের প্রকৃতিক ভারসাম্য কে ঠিক রাখতে পারবে। সরকারীভাবে এই পলিথিন ব্যাগ উৎপাদন করতে হবে এবং সারা বাংলাদেশে এটাই প্রচলিত করতে হবে।
বাংলাদেশের সমস্ত পলিথিন উৎপাদনের কারখানায় এই সোনালি ব্যাগ উৎপাদন করার ব্যাবস্থা করা উচিত। ওই কারখানাগুলো বন্ধ না করে কাজে লাগালে, পলিথিন মুক্ত হতে পারে বাংলাদেশ। সরকার যদি এই ব্যাপারে ব্যাবস্থা নিত, খুব ভালো হতো।
দেখা গেলো কেও বাজার করে নিয়ে বাড়ি ফিরতেছে আর হঠাত বৃষ্টি চলে আসলো, হা হা হা!! জোক্স এপারট, বেশ আশা জাগানিয়া একটা উদ্ভাবন উনি করেছেন ২০১৬ সালে কিন্তু দামটা একটু বেশী রয়ে গেছে আমাদের দেশের জন্য। প্রতি কেজি ১০০০ টাকা থেকে ৩০০-৪০০ টাকায় নেমে আসলে অনেক জনপ্রিয় হবে ব্যাগটা।
@JamesBond-hm3bw খবর পুরোপুরি ভালো করে না শুনলে যা হয় আর কি। এটা যে কাষ্টমাইজ করে বানানো যায় সেটা শুনেছেন? কাষ্টমার চাইলে সাত আট ঘন্টা থেকে আরো বেশি দিন এর স্থায়িত্ব থাকবে। কমেন্ট করা দরকার বোকার মত একটা কমেন্ট করে দিলেন।
এই পাটের ব্যাগ খুব একটা ভাল কাজ হয়েছে। সব কম্পানির তবে এক এক শ্রেণীর ব্যাগ কে এক কালার দেওয়া জেমোন বাজারের ব্যাগ এক কালার চাউলের ব্যাক এক কালার এই রকম ব্যাগের কালার দেখলে যান বোঝা যায় যে কোন ব্যাগ পানিতে কত সময় ইস্তাই হবে এতে গ্রাহকদের ব্যবহার করতে সুবিধা হবে।
সরকারের সহযোগিতায় এটাকে পুরো বাংলাদেশের ছড়িয়ে দেওয়ার আহবান জানাচ্ছি।পলিথিন এর পরিবর্তে দ্রুত এটাকে রিপ্লেস করে এর ব্যবহারও নিশ্চিতের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ বিজ্ঞানী মহোদয় কে। 😊😊😊❤❤❤
ডক্টর মোবারক হোসেনের জন্য অবশ্যই অনেক ধন্যবাদ প্রাপ্য। তার উদ্ভাবন বাংলাদেশে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ফাট থেকে পলিথিন তৈরি একটি অত্যন্ত পরিবেশবান্ধব উদ্যোগ, যা প্লাস্টিক দূষণ কমাতে সহায়ক হবে। এটি পরিবেশ রক্ষা এবং বর্জ্য ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পাটের ব্যাগের পলিথিন বের হলে আমাদের পরিবেশ যেমন ভালো হবে এবং সোনালী আঁশ পাট আবার পুনর্জীবন ফিরে পাবে। তাই মোবারক আহমেদ স্যারকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ধন্যবাদ আপনাকে আমি এমন একটি কমেন্ট খুজছিলাম, ন্যাচারাল পাট থেকে যে ব্যাগ তৈরি হয় সেটাই সর্বোৎকৃষ্ট, কিন্তু এই পাট পলিথিনে নানান রকম কেমিক্যালের ব্যবহার ভাল লাগেনি, দেখা যাবে এই পাট পলিথিন আবারো পরিবেশের বিপর্যয় নিয়ে আসবে।
ডক্টর মোবারক মহোদয়কে ধন্যবাদ এরকম পরিবেশ বান্ধব দ্রব্য তৈরি করার জন্য। সরকারের উচিত এই বিষয়ে সহায়তা করা। আর সারাবিশ্বে প্রচার করা। একটা সমস্যা হবে, যেহেতু পলিথিনের মত তাই পলিথিন আর সোনালী ব্যাগ চেনা কঠিন হবে।
Alhamdulillah.... It 's a special blessing from almighty not only to our country but also over the world . Special programs should be taken all over the county against pollution of Polly thin.
Extra ordinary! I think it is one of the greatest invention in 21st century. This invention should be spread over the world. Government should initiate to introduce this invention all over the world. Thanks and greatful to this scientist.
বহুদিন পর একটা ভালো খবর পেলাম। একটা আশার আলো তো দেখা গেল...
Eta aro koyek bochor agei toiri korechen uni
আরে ভাই এত পাট বাংলাদেশে পাইবা কই সব উল্টাপাল্টা কারবার এত পাঠের চাহিদা পূরণ করা যাবে না বিকল্প কোন ব্যবস্থা বের করুন
কলা গাছের আশ, আর কচুরিপানা বড়গুলো, এর থেকেও পলিথিনের মতো ব্যাগ বানানো যায়। ইউটুবে দেখেছিলাম। সুতরাং এটো বিকল্প হতে পারে। @@MdAbdulla-ew1or
@@MdAbdulla-ew1or ফরিদপুর গিয়া দেখেন তারপর কথা বলুন
যখন উপযুক্ত মূল্য আর টেকসই সম্ভাবনা থাকবে, তখন আমার মনে হয় না পাটের এদেশে কোন অভাব হবে।
আর যদি সরকার সহযোগিতা করে, তাহলে এদেশের কৃষক আর উর্বর ভূমিই যথেষ্ট...
এতো ভালো একটা জিনিস অথচ প্রচারণা নেই।
ওনি আরো ২-৩ বছর আগে এটা আবিষ্কার করেছিলেন, শৈরাচারের আমলে এটা তেমন সুবিধা করতে পারেনি। এখন পরিবেশ কে ঠিক রাখতে বর্তমান সরকারের যে উদ্যোগ, সেটার উপযোগী হিসেবে এই উদ্ভাবন অবশ্যই সময়োপযোগী।
হয়তঃ মোবারক স্যারের এই সোনালী ব্যাগ প্রকল্পের মধ্য দিয়ে আবার ফিরে আসতে পারে বাংলার সোনালী আঁশের হারিয়ে যাওয়া সেই সোনালী অধ্যায়।
InshaAllsh
انشاء الله
@@LXRomjan-ff5gq فقط استمر في الأمل، ولكن يبدو أن هذا الأمل لا يتحقق!!!
এদের কারণেই আদমজী পাটকল বন্ধ হয়েছিলো
অদ্ভুত সুন্দর আবিষ্কার। সরকারের সহায়তায় এটা ১০০% স্টাবলিস্ট হতে হবে এই শিল্প। আমাদের দেশেকে, পাট শিল্পকে বাঁচাতেই হবে 👍👍👍
অসাধারণ !!! দ্রুত ছড়িয়ে দেওয়া হোক
Masha Allah
অবশ্যই পাট দিয়ে অনেক কিছু করা সম্ভব । তাতে পাটের আবাদ বাড়বে কৃষক বাঁচবে । পরিকল্পনার করেই পাট থেকে দূরে সরে প্লাসটিকের ব্যবহার বাড়ছে । দেশের মাটি মানুষ ধংস করা হচ্ছে । পাট নিয়ে আরো বেশি গবেষণা করুন । পাটের ঐতিহ্য ফিরে আসবে । ধন্যবাদ কতৃপক্ষ কে ।
এগিয়ে যাক বাংলাদেশ। অনেক কৃতজ্ঞতা রইলো বিজ্ঞানী মোবারক স্যারের প্রতি।
আলহামদুলিল্লাহ,,, এটা ভালো উদ্যোগ,,,, বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট,,,,
সফলতা কামনা করি।।উনি খুব জ্ঞানী মানুষ।।
আলহামদুলিল্লাহ খবরটা দেখে অনেক খুশি হলাম পরিবেশের জন্য ও ভালো উদ্ভাবক কে আল্লাহ নেক হায়াত দান করুক ❤️❤️❤️❤️
স্যার, আপনাকে সালাম। আপনাদের মূল্যায়ন এই অধম জাতি কখনো করতে পারেনি। আশা করি, স্বপ্ন দেখি এইবার হয়তো পারবে। খবরটা দেখে মনটা ভরে গেল।
এটাকে বিশ্ব মহলে পৌঁছে দিতে পারলে আমাদের পাটের সোনালী দিন ফিরে আসবে ইনশা আল্লাহ।
অবশ্যই সাধুবাদ জানাই এরকম যুগ উপযোগী কর্মকে।
খুবই ভালো উদ্যোগ, সরকারের উচিৎ এই ধরনের ভালো উদ্যোগে আর্থিক ও নীতি সহায়তা দেওয়া!
👍👍👍
আমাদের এই সোনালী ব্যাগ কে স্বাগত জানানো উচিত
মাশাআল্লাহ। যাক ভালো কিছু করার চিন্তা করছে। এভাবেই দেশকে এগিয়ে নিতে হবে সবাই মিলে।
ধন্যবাদ স্যার ❤️ আপনার এই আবিষ্কার বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না।
আপনাকে ধন্যবাদ। পাট শিল্পের সোনালী দিন আবার ও ফিরে আসুক এই দোয়া করি।
জাতির সুযোগ্য সন্তান উনি,স্যালুট স্যার❤️❤️❤️
আলহামদুলিল্লাহ
স্যার কে অসংখ্য ধন্যবাদ ❤️❤️
আলহামদুলিল্লাহ এটাই আমাদের দেশের প্রকৃতিক ভারসাম্য কে ঠিক রাখতে পারবে। সরকারীভাবে এই পলিথিন ব্যাগ উৎপাদন করতে হবে এবং সারা বাংলাদেশে এটাই প্রচলিত করতে হবে।
বাংলাদেশের সমস্ত পলিথিন উৎপাদনের কারখানায় এই সোনালি ব্যাগ উৎপাদন করার ব্যাবস্থা করা উচিত। ওই কারখানাগুলো বন্ধ না করে কাজে লাগালে, পলিথিন মুক্ত হতে পারে বাংলাদেশ।
সরকার যদি এই ব্যাপারে ব্যাবস্থা নিত, খুব ভালো হতো।
পলিথিন ত জমির খতি করে। তা এই সোনালি আশের পলিথিন কি খতি করবে না। না কি?
এভাবেই দেশজ উৎপাদন বাড়াতে হবে 👍👍👍
বাংলাদেশের যোগ্য লোকদের কে সম্মান করা উচিত তাহলে এই দেশ একদিন সোনার বাংলাদেশ হবে
দেখা গেলো কেও বাজার করে নিয়ে বাড়ি ফিরতেছে আর হঠাত বৃষ্টি চলে আসলো, হা হা হা!!
জোক্স এপারট, বেশ আশা জাগানিয়া একটা উদ্ভাবন উনি করেছেন ২০১৬ সালে কিন্তু দামটা একটু বেশী রয়ে গেছে আমাদের দেশের জন্য। প্রতি কেজি ১০০০ টাকা থেকে ৩০০-৪০০ টাকায় নেমে আসলে অনেক জনপ্রিয় হবে ব্যাগটা।
সাথে সাথে ছিরবেনারে
৭/৮ ঘন্টা পানিতে কিছু হবেনা, উনি তো বললোই
@JamesBond-hm3bw খবর পুরোপুরি ভালো করে না শুনলে যা হয় আর কি। এটা যে কাষ্টমাইজ করে বানানো যায় সেটা শুনেছেন? কাষ্টমার চাইলে সাত আট ঘন্টা থেকে আরো বেশি দিন এর স্থায়িত্ব থাকবে। কমেন্ট করা দরকার বোকার মত একটা কমেন্ট করে দিলেন।
বৃষ্টি আসলে তো আর আপনি বেশি সময় বৃষ্টির মধ্যে থাকবেন না তাড়াতাড়ি ঘরে গিয়ে উঠবেন। তবুও সাত আট ঘন্টা ভিজলে এটা কিছু হবে না। 🎉
@@SajeebMagicCutsরাইট
পরিবেশ বান্ধব এই ব্যাগ যেমনি উপকৃত তেমনী দেশীয় সোনালী আঁশের ব্যবহার বাড়বে। ধন্যবাদ এই উগ্যগকে।
এই প্রতিবেদনটি প্রত্যেকটি চ্যানেলে প্রচার করা উচিৎ।
যুগান্তকারী উদ্যোগ, ধন্যবাদ
আলহামদুল্লিাহ, অনেক ভালো খবর। সেলুট ও ভালোবাসা রইল জনাব বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান স্যারের প্রতি।
খুবই ভালো একটা ব্যবস্থা করেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ
ডঃ মুবারক আহমদ স্যার আমাদের বাংলাদেশের একজন গর্বিত কৃতিসন্তান । মহান আল্লাহ তায়ালা তাঁর নেক হায়াত দান করুন আমীন । ।
আলহামদুলিল্লাহ ভালো একটা উদ্যোগ স্যারকে অনেক ধন্যবাদ
ধন্যবাদ এভাবে এগিয়ে যাও বাংলাদেশ
বাংলাদেশের মানুষকে কাজে লাগাতে হবে বেকার থাকা যাবে না
ভালোবাসা অভিরাম স্যার❤
আলহামদুলিল্লাহ বহুদিন পর ভালো খবর টা পেলাম ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আলহামদুলিল্লাহ 🥺 কত দিন পর আমাদের পাট শিল্পের উন্নয়ন দেখছি। এই পাট নিয়ে কাজ করলে দেশ অনেক সমৃদ্ধ হবে।😊
এই পাটের ব্যাগ খুব একটা ভাল কাজ হয়েছে। সব কম্পানির তবে এক এক শ্রেণীর ব্যাগ কে এক কালার দেওয়া জেমোন বাজারের ব্যাগ এক কালার চাউলের ব্যাক এক কালার এই রকম ব্যাগের কালার দেখলে যান বোঝা যায় যে কোন ব্যাগ পানিতে কত সময় ইস্তাই হবে এতে গ্রাহকদের ব্যবহার করতে সুবিধা হবে।
সরকারের সহযোগিতায় এটাকে পুরো বাংলাদেশের ছড়িয়ে দেওয়ার আহবান জানাচ্ছি।পলিথিন এর পরিবর্তে দ্রুত এটাকে রিপ্লেস করে এর ব্যবহারও নিশ্চিতের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ বিজ্ঞানী মহোদয় কে। 😊😊😊❤❤❤
ডক্টর মোবারক হোসেনের জন্য অবশ্যই অনেক ধন্যবাদ প্রাপ্য। তার উদ্ভাবন বাংলাদেশে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ফাট থেকে পলিথিন তৈরি একটি অত্যন্ত পরিবেশবান্ধব উদ্যোগ, যা প্লাস্টিক দূষণ কমাতে সহায়ক হবে। এটি পরিবেশ রক্ষা এবং বর্জ্য ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ নেয়ামত
ধন্যবাদ মোবারক স্যার ❤
দেশের পরিবেশ রক্ষায় পলিথিনের বিকল্প ব্যাগ।
আপনাকে দেশের মানুষের স্বার্থে আবিষ্কার জন্য ধন্যবাদ জানাই 👏
আলহামদুলিল্লাহ খুশির সংবাদ❤
অনেক ভাল উদ্যোগ। আশা করি আবার পাটের সুদিন ফিরে আসবে। 😊
রং মিশ্রিত করে রঙিন করার তো প্রয়োজন নাই।এটা তো বাড়তি খরচ।
ভাই রং দেয়া হচ্ছে মালচিং শিটের জন্য।
পাটের ব্যাগের পলিথিন বের হলে আমাদের পরিবেশ যেমন ভালো হবে এবং সোনালী আঁশ পাট আবার পুনর্জীবন ফিরে পাবে। তাই মোবারক আহমেদ স্যারকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আলহামদুলিল্লাহ খুব ভালো উদ্যোগ নেওয়া জন্য আপনাদের কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই, এবং অতি দূত গতিতে এটাকে বাজার জাত করতে হবে ইনশাআল্লাহ
দেখে খুবই ভালো লাগল। কিন্ত সবইতো ক্যামিকেলে ভরা, আমার মনে হচ্চে উৎপাদন খরচ বেশি হবে। যাই হোক নিজেদের দেশি পণ্য সবাই কিনে হই ধন্য
ধন্যবাদ আপনাকে আমি এমন একটি কমেন্ট খুজছিলাম,
ন্যাচারাল পাট থেকে যে ব্যাগ তৈরি হয় সেটাই সর্বোৎকৃষ্ট, কিন্তু এই পাট পলিথিনে নানান রকম কেমিক্যালের ব্যবহার ভাল লাগেনি, দেখা যাবে এই পাট পলিথিন আবারো পরিবেশের বিপর্যয় নিয়ে আসবে।
খুবই ভালো। দাম ভালো তবে এক্টু কমলে সবার জন্যই ভালো হয়। শুভকামনা রইল
আপনার জন্য দোয়া এবং ভালবাসা রইলো।
স্যালুট আপনার উদ্ভাবনাকে।
চমৎকার উদ্ভাবন। সব প্রয়োজনই মিটবে এই ব্যাগে।
স্যালুট জানাই মোবারক স্যার কে ইনারাই আসলে সত্যি কারের হিরো, দেশ প্রেমিক। ❤❤❤
জ্ঞানীদের কদর করলে আমাদের এই দেশ অনেক এগিয়ে যাবে
এক কথায় দারুণ আবিষ্কার ❤❤❤❤
100 crore salute to Mubarok sir!
(মাশাআল্লাহ) Brilliant Man...
আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি গর্বিত আমাদের দেশে এতো বর মাপের বিগানি আছে
জনসাধারণের নাগের মধ্যে থাকতে হবে এটি জাতির সুফল মিলবে মনে করি, ❤❤❤
অসাধারণ উদ্ভাবন। যেন সারা দেশের ব্যবহার নিশ্চিত করা হয়
বহুদিন পর একটা ভালো খবর দেখতে পেলাম।
দেশের গর্ব,দেশের সম্পদ
স্যারকে স্যালুট জানায়।
খুবি ভালো
বহুদিন পর একটা ভালো খবর পেলাম।
এটি একটা চমৎকার উদ্যোগ!!
মাশাআল্লাহ অসাধারণ অনেক পরে হলেও ভালো একটা খবর শুনলাম
ডক্টর মোবারক মহোদয়কে ধন্যবাদ এরকম পরিবেশ বান্ধব দ্রব্য তৈরি করার জন্য। সরকারের উচিত এই বিষয়ে সহায়তা করা। আর সারাবিশ্বে প্রচার করা। একটা সমস্যা হবে, যেহেতু পলিথিনের মত তাই পলিথিন আর সোনালী ব্যাগ চেনা কঠিন হবে।
এই রকম একটা সুন্দর সুষ্ঠ বাংলাদেশ আমরা চাই,❤️❤️❤️
Alhamdulillah.... It 's a special blessing from almighty not only to our country but also over the world . Special programs should be taken all over the county against pollution of Polly thin.
Donnobad biggani Dr Mubarok Ahmed Khan Sir k khobi valo kaz korar jonno Je abishkar manuser kollan sadon korbe.... ❤❤❤❤
বহুদিন পর ভালো একটি সংবাদ পেলাম
আলহামদুলিল্লাহ, কৃষক বাচবে,শ্রমিক মালিক বাচবে,বাচবে আমার দেশ।
অনেক সুন্দর একটা উদ্যোগ অনেক সুন্দর একটা উদ্ভাবন
মাশাআল্লাহ।আলহামদুলিল্লাহ।আল্লাহ পাক রহম করুন।
আপনার মত মানুষ আমাদের দেশে অনেক দরকার, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন
এগিয়ে যাক বাংলাদেশ 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
পরিবেশের জন্য অনেক ভালো একটা উদ্যোগ....
মাশা-আল্লাহ মাশা-আল্লাহ মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ 🤲🤲🤲🤲💪💪💪💪💪
আলহামদুলিল্লাহ ভালো উদ্যোগ।
ভালো একটা খবর পেলাম তখন ❤❤❤আলহামদুলিল্লাহ
মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ ❤
বাংলাদেশের জনগণের পক্ষ থেকে একজন আমি আমার অন্তরস্থল হতে ধন্যবাদ।
মাশাআল্লাহ খুব ভালো লাগলো, খুব দ্রুত বাজারে সরবরাহ করা হউক,
মাশাআল্লাহ খুব সুন্দর কাজ করেছেন স্যার,,
সুন্দর । এভাবেই কোন সংস্থান তৈরি করতে হবে। বেকারত্বের হার কমবে এবং পরিবেশ এর ভারসাম্য বজায় রাখবে।❤❤❤❤❤
নোবেল পুরষ্কার পাওয়ার যোগ্যতা রাখেন মোবারক স্যার ❤
পরিবেশ বন্ধু এই স্যার কে নোবেল দেওয়া হোক। ❤❤❤
আলহামদুলিল্লাহ, ভালো উদ্যোগ।
আলহামদুলিল্লাহ,,,,,
জাযাকাল্লাহু খাইর,,,,,,,
ভালো কিছু ।ধন্যবাদ চ্যানেলকে
Extra ordinary! I think it is one of the greatest invention in 21st century. This invention should be spread over the world. Government should initiate to introduce this invention all over the world. Thanks and greatful to this scientist.
ধন্যবাদ এই আবিস্কার কারীকে।
উদ্যোক্তাকে অসংখ্য ধন্যবাদ
অসাধারণ ❤
Alhamdulillah, Khoob Bhalo khabar.
মাশা-আল্লাহ প্রিয় স্যার
ভালো বিষয়,সরকার এসব প্রতিষ্ঠানকে সহায়তা করা দরকার
এটা খুবই ভালো উদ্যোগ
বাংলাদেশ আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ
ভালো উদ্যোগ,, শুভ কামনা রইল ❤
অত্যন্ত ভাল একটি খবর।
Good job!! Thank you Mr. Scientist.