টাকা পে কার্ড দিয়ে ফেসবুক ইউটিউব বুস্টিং? | Taka Pay Card | How to Use Taka pay

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • টাকা পে কার্ড দিয়ে ফেসবুক ইউটিউব বুস্টিং? | Taka Pay Card | How to Use Taka pay
    👉টাকা পে কার্ড যেভাবে নিবেনঃ • টাকা পে কার্ড Taka Pay...
    ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্সের মতো আন্তর্জাতিক কার্ড সেবার একটি স্থানীয় বিকল্প। এই সেবা পুরোপুরি দেশীয় মধ্যস্থতায় চলবে, তাই এতে খরচও কমে আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
    টাকা-পে ডেবিট কার্ডের বার্ষিক চার্জ
    কার্ডের নাম: টাকা পে ডেবিট কার্ড
    বীমা ফি (১ম বছর): সম্পূর্ণ বিনামূল্যে
    বার্ষিক ফি (২য় বর্ষ থেকে): ৪৬০ টাকা (ভ্যাট সহ)
    ভ্যাট সহ অন্যান্য ব্যাংক লেনদেনের প্রতি লেনদেনের চার্জ:
    ৮ টি কিউ-ক্যাশ সদস্য ব্যাংক = ১১.৫০ টাকা
    অন্যান্য ব্যাংক = ১৭.২৫ টাকা।
    দ্রষ্টব্য: চার্জ এখনও চূড়ান্ত হয়নি। যদি হয় সেক্ষেত্রে আপডেট করা হবে।
    বাংলাদেশ ভারত ভ্রমনে টাকা-পে
    প্রতি বছর বাংলাদেশ থেকে বহু মানুষ চিকিৎসা ও ভ্রমণসহ বিভিন্ন কাজে ভারতে যায়। এর জন্য ইউএস ডলার কিনতে হয় এবং সেগুলিকে ভারতে রুপি তে রূপান্তর করতে হয়, এর ফলে প্রায়ই যাত্রীরা বিনিময় হার হারায়। এ অবস্থা থেকে উত্তরণে টাকা-পে নামে ডেবিট কার্ড আনছে কেন্দ্রীয় ব্যাংক। এই ডেবিট কার্ডের মাধ্যমে, লোকেরা ভারতে যেতে এবং এটিএম থেকে টাকা তুলতে এবং এমনকি অনলাইনে কেনাকাটা করতে পারবেন। তবে ভ্রমণকারীর সর্বোচ্চ যে পরিমাণ ভ্রমণ কোটায় আছে ১২ হাজার ডলার পর্যন্ত, তিনি এই পরিমাণ টাকা খরচ করতে পারবেন।
    তবে আপাতত দেশেই এই সেবা চালু হবে। ভবিষ্যতে টাকা পে কার্ড ভারতেও ব্যবহার করা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
    ‘টাকা-পে’ কার্ডের কী সুবিধা?
    ডেবিট কার্ড হল ব্যাংকে আমানতের বিপরীতে ব্যবহৃত কার্ড। আর ক্রেডিট কার্ড হল সীমিত পরিমাণ ধার নেওয়ার সুযোগ দিয়ে কার্ড ইস্যু করে একটি সীমা বেঁধে দিয়ে, সেটি হল ক্রেডিট কার্ড। গ্রাহকের ব্যাংকে টাকা না থাকলেও ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতে পারেন।
    ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যয় করা অর্থ ৪০-৪৫ দিনের মধ্যে সুদ ছাড়াই ব্যাংকে পরিশোধ করতে হয়। তারপরে ব্যাংক বকেয়া অর্থের ওপর সুদ যোগ করে থাকে।
    নগদ বহন করার চেয়ে তারা নিরাপদ এবং সহজে লেনদেন করার জন্য কার্ড ব্যবহার করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। দেশে ক্রেডিট ও ডেবিট কার্ড ইস্যু করছে ৪৩টি ব্যাংক। এছাড়া একটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও ক্রেডিট কার্ড সেবা দিচ্ছে। সব মিলিয়ে এসব প্রতিষ্ঠানের ইস্যুকৃত কার্ডের সংখ্যা ৩ কোটি ২৭ লাখের বেশি।
    দেশে ব্যবহৃত সব কার্ডই বিদেশি কোম্পানির তৈরি। ব্যাংকগুলি একটি নির্দিষ্ট ফি দিয়ে এই কার্ড পরিষেবা প্রদান করছে। এতে এক ব্যাংকের দেওয়া কার্ড অন্য ব্যাংকের এটিএম বুথে লেনদেনের জন্য অতিরিক্ত খরচ দিতে হয়। এছাড়াও বছর শেষে ব্যাংকগুলোকে গ্রাহক ১৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত কার্ড ব্যবহার ফি দিতে হয়। এতে ১৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
    এ ছাড়া প্রি-পেইড কার্ড আছে, যেগুলো খুব কমই ব্যবহার করা হয়। কার্ডধারী বিদেশী মালিকানাধীন কোম্পানিগুলি গ্রাহকদের কাছ থেকে নেয়া ব্যাংকের ফিগুলির একটি বড় অংশ পায়৷ এতে করে বাংলাদেশ থেকে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা চলে যায়।
    কিন্তু ‘টাকা-পে’ কার্ডটি বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে পরিচালিত হবে। ফলে এই কার্ডের মাধ্যমে যেকোনো এটিএম বুথে সহজেই লেনদেন করা যাবে। সেক্ষেত্রে দ্রুত ও নির্বিঘ্নে লেনদেন করাও যাবে।
    বাংলাদেশ ব্যাংক মনে করছেন, এ কার্ডের মাধ্যমে প্রচলিত কার্ডের তুলনায় খরচ কমপক্ষে ৫-৬ শতাংশ কম হবে। তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মাজবাউল হক বলেন, ‘টাকা-পে’ কার্ড চালু হলেই প্রকৃত প্রভাব বোঝা যাবে।
    👉 আমার নতুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব🔔 / @asadtechandreview
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    📬 For Business Inquiry: asadparsonal@gmail.com
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    আমার ভিডিও তৈরি করতে যা যা ব্যাবহার করিঃ
    👍 আমার ক্যামেরা: cutt.ly/x6dBS8L
    👍 আমার লেন্স : cutt.ly/q6dBKQo
    👍 লাইট সেট আপ: cutt.ly/56dBVyY
    👍 আমার মনিটর: cutt.ly/s6dB5Wl
    👍 আমার মাইক্রোফোনঃ cutt.ly/36dB2mz
    👍 ট্রাইপড লেম্প লাইট: cutt.ly/d6dNwX5
    👍 আমার কিবোর্ড: cutt.ly/T6dNyd1
    👍 আমার গ্রাফিক্স কার্ড: cutt.ly/36dNooi
    👍 আমার সাউন্ড কার্ডঃ cutt.ly/86dNfnq
    👍 আমার রাউটারঃ cutt.ly/Z6dNkYq
    👍 আমার স্মার্টওয়াচঃ cutt.ly/v6dNmYz
    👍 আমার স্পিকারঃ cutt.ly/O6dNRmm
    👍 আমার ওয়েবক্যাম: cutt.ly/S6dNKjG
    👍 আমার চেয়ার: cutt.ly/86dNCov
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    সবার প্রতি রইলো অসংখ্য ভালোবাসা । চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    🔔🔔 Subscribe My Channel : / @androidlecturebd
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    ✔✔ LIKE FACEBOOK PAGE: / androidlecturebd
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    My Personal Facebook: / mdasad6452
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Me On Instagram : / mdasad2723
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Our Facebook Group: / androidlecturebd
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    👉Join Our Teligram: t.me/androidle...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Thanks for watching my video and subscribing to my channel.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    android lecture bd,Taka Pay Card,টাকা পে কার্ড,Taka Pay,taka pay card a to z,টাকা পে,realtech master,taka pay card,bkash,nagad,cellfin,bkash app,taka pay app,taka pay account,taka pay card ki,টাকা পে কার্ড কী,টাকা পে কার্ড বাংলাদেশ,টাকা পে ডেবিট কার্ড,ন্যাশনাল ডেবিট কার্ড ‘টাকা পে’,টাকা পে দিয়ে কি কি করা যাবে,'taka pay' card,card 'taka pay',banking tips
    #takapay
    #BanglaReview
    #Android_lecture_BD

КОМЕНТАРІ • 26