আমি গিয়েছিলাম ছোট বেলায় সেই ৯৬ সালে। তখন সময় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তখনকার সময় কোন সিঁড়ি ছিল না তারপরেও অনেক এনজয় করেছি।এখন জংগল জংগল মনে হচ্ছে।আর প্রাকৃতিক সৌন্দর্য এখন যন্ত্রের টাওয়ার দিয়ে ঘেরা।
টাইগারপাস হতে পশ্চিম দিকে আমবাগান এলাকার দিকে যাওয়ার রাস্তাটি ধরে কিছুটা পথ হেঁটে গিয়ে ডান দিকে মোড় নিলেই একটি পাহাড়ি রাস্তা চোখে পরবে। স্থানীয় জনগণকে জিজ্ঞেস করে ওই রাস্তা ধরে হেঁটে গেলে খাড়া পাহাড় বেয়ে সরাসরি বাটালি হিল এর চূড়ায় উঠা যায়। এটাই মূলত প্রকৃত বাটালি হিল, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাটালী হিলের উপরে একটি কামান স্থাপন করা হয়। এবং এই স্থান হতে পুরো চট্টগ্রাম শহর দেখা যায়।
বাটালি হিল বা মোমবাতি পাহাড়ে দুইটা রাস্তা দিয়ে যাওয়া যায়: ১/ লালখান থেকে টাইগারপাস এর আগে মধ্যখানে যে বাঘের মূর্তি রয়েছে ওখানে নেমে যাবেন। পশ্চিম দিকে যে রুট গেছে (বিন্না ঘাসের প্রদর্শনী কেন্দ্র রোড) বাটালি হিল সিটি কর্পোরেশন রোড হয়ে মতিঝর্ণার হয়ে যাবেন (ভিডিওতে দেখানো সেই ছোট বাজারটি পর্যন্ত যাবেন), বেশিদূর যেতে হবে না কাউকে বললেই দেখিয়ে দিবে মোমবাতি পাহাড়ের রাস্তা একদম কাছেই। এটার মেইন নাম Batali Hill British Revolution Point গুগল ম্যাপে এই নাম লিখে পিন করে যেতে পারেন। ২/ টাইগার পাশ থেকে দক্ষিনে আম বাগান রোড হয়ে (নেভি কনভেনশন রোড) একটু গিয়ে উত্তর দিকে বাটালী হীল রোড হয়ে মতি ঝরনার রোড হয়ে যাবেন একটু করে গিয়েই ছোট্ট একটি বাজার দেখতে পাবেন (ভিডিওতে দেখানো সেই ছোট বাজারটি পর্যন্ত যাবেন) কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে মোমবাতি পাহাড় বা Batali Hill British Revolution Point ( গুগল ম্যাপে Batali Hill British Revolution Point পিন করে যেতে পারেন একদম কাছেই) হেঁটে আমাদের যেতে ২০ মিনিটের মতো সময় লেগেছে।
আমি কালকে গিয়েছিলাম।এখন আর আগের মত ডুকতে দেইনা। সিরিগুলাই জংগ দরে গিয়েছে তাই। ানেক কষ্টে ডুকছিলাম
❤️
This mountain view was outstanding 👌👌👌
Yes it was
অনেক সুন্দর দুঃখ পাহাড় গুলো দখলের পথে
একদম তাই এমন এবং অবহেলার অবস্থায় রেখেছে যেন দখল করতে সুবিধা হয়।
14/15 bochor age giyechilam. Age aro beshu sundor chilo.
❤️🥰
আমি গিয়েছিলাম ছোট বেলায় সেই ৯৬ সালে। তখন সময় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তখনকার সময় কোন সিঁড়ি ছিল না তারপরেও অনেক এনজয় করেছি।এখন জংগল জংগল মনে হচ্ছে।আর প্রাকৃতিক সৌন্দর্য এখন যন্ত্রের টাওয়ার দিয়ে ঘেরা।
ভালোবাসা নিবেন চ্যানেলের সাথে থাকবেন ❤️
এই খানে অনেক বার গেছিলাম ❤
ভালো লাগার মত জায়গা ❤️
Kishoregonj theke dekchi
nice vlog nice chittagong
Thanks a lot
Ekhne sokal 7-8 tay jaoa jabe?
Ami Chittagong theke dekhchi
ধন্যবাদ ভালোবাসা নিবেন চ্যানেলের সাথে থাকবেন ❤️
Nice vlog
Thank you 😊
ছেলে বাচ্চা গুলো অনেকটাই আন্তরিক ছিল তাই না ❤❤??
খুবই আন্তরিক ছিল, তাদের কে মিস করছি 🥰
Konside diye uthechen vaiaa
👌👌👌👌👌
🥰❤️
Valo laglo
ভালোবাসা নিবেন চ্যানেলের সাথে থাকবেন 🥰❤️
Nice
Thanks
কোন দিক দিয়ে যেতে হবে এটা তো বললেন না
আমি বাটালী হিলথেকে বলছি৷ ভাইয়া
ভালোবাসা নিবেন ❤️, চ্যানেলের সাথে থাকবেন 🥰
Ekhon jawa ki safe???desher ei obostha tai jiggesh korlm....
এখন যাওয়া সেইফ হবেনা সিউর
চট্টগ্রাম
ধন্যবাদ, ভালোবাসা নিবেন চ্যানেলের সাথে থাকবেন ❤️🥰
এটা চট্টগ্রাম কোন জায়গায়?
টাইগারপাস হতে পশ্চিম দিকে আমবাগান এলাকার দিকে যাওয়ার রাস্তাটি ধরে কিছুটা পথ হেঁটে গিয়ে ডান দিকে মোড় নিলেই একটি পাহাড়ি রাস্তা চোখে পরবে। স্থানীয় জনগণকে জিজ্ঞেস করে ওই রাস্তা ধরে হেঁটে গেলে খাড়া পাহাড় বেয়ে সরাসরি বাটালি হিল এর চূড়ায় উঠা যায়। এটাই মূলত প্রকৃত বাটালি হিল, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাটালী হিলের উপরে একটি কামান স্থাপন করা হয়। এবং এই স্থান হতে পুরো চট্টগ্রাম শহর দেখা যায়।
Bhaiya location ta kothay?
বাটালি হিল বা মোমবাতি পাহাড়ে দুইটা রাস্তা দিয়ে যাওয়া যায়:
১/ লালখান থেকে টাইগারপাস এর আগে মধ্যখানে যে বাঘের মূর্তি রয়েছে ওখানে নেমে যাবেন। পশ্চিম দিকে যে রুট গেছে (বিন্না ঘাসের প্রদর্শনী কেন্দ্র রোড) বাটালি হিল সিটি কর্পোরেশন রোড হয়ে মতিঝর্ণার হয়ে যাবেন (ভিডিওতে দেখানো সেই ছোট বাজারটি পর্যন্ত যাবেন), বেশিদূর যেতে হবে না কাউকে বললেই দেখিয়ে দিবে মোমবাতি পাহাড়ের রাস্তা একদম কাছেই। এটার মেইন নাম Batali Hill British Revolution Point গুগল ম্যাপে এই নাম লিখে পিন করে যেতে পারেন।
২/ টাইগার পাশ থেকে দক্ষিনে আম বাগান রোড হয়ে (নেভি কনভেনশন রোড) একটু গিয়ে উত্তর দিকে বাটালী হীল রোড হয়ে মতি ঝরনার রোড হয়ে যাবেন একটু করে গিয়েই ছোট্ট একটি বাজার দেখতে পাবেন (ভিডিওতে দেখানো সেই ছোট বাজারটি পর্যন্ত যাবেন) কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে মোমবাতি পাহাড় বা Batali Hill British Revolution Point ( গুগল ম্যাপে Batali Hill British Revolution Point পিন করে যেতে পারেন একদম কাছেই)
হেঁটে আমাদের যেতে ২০ মিনিটের মতো সময় লেগেছে।
Sir amak niya jaban
❤️
পাবনা
ভালোবাসা নিবেন, চ্যানেলের সাথে থাকবেন ❤️
nice vlog
Thank you 😊