পূর্ব বাংলার বেশির ভাগ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আবাদি জমির লোভে | SALIMULLAH KHAN

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 949

  • @RuhulAmin-d3i3f
    @RuhulAmin-d3i3f Рік тому +9

    ডঃ সলিমুল্লাহ খান সত্যি সত্যিই জীবন্ত কিংবদন্তি। তার বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য বলায় তিনি আপসহীন। তার দীর্ঘ জীবন কামনা করছি।

  • @michaelangelo2980
    @michaelangelo2980 Рік тому +23

    পূর্বপুরুষদের ধন্যবাদ যাদের স্মার্ট সিদ্ধান্তের জন্য আজ আমরা হিন্দু থেকে মুসলমান।

    • @syednasrullah-mamoon7777
      @syednasrullah-mamoon7777 Рік тому +1

      Ha Ha Ha

    • @tapasmajumdar6644
      @tapasmajumdar6644 Рік тому +3

      মুসলমান হয়ে উদ্ধার করেছো!

    • @michaelangelo2980
      @michaelangelo2980 Рік тому

      @@tapasmajumdar6644 অবশ্যই। মা বোনদের জ্বলন্ত চিতায় পোড়ার হাত থেকে রক্ষা করা গেছে, গরুর চোনা, গোবর খাওয়া থেকে বেচে গেছি। বর্ণবৈষম্যের হাত থেকে বাচা গেছে, গাজাসেবনকারী দেবতার (শিব) উপাসনা করা লাগছে না। আর কত বলব???

    • @kumkumsarker2804
      @kumkumsarker2804 Рік тому

      বলল যে কোন হিন্দু মুসল্মান হয় নি। জমির জন্যে কিছু জাত হিন লোকেরা মুসলমান হয়।

    • @rabinmadhu8552
      @rabinmadhu8552 Рік тому +1

      জন্মগত ধর্মকে ত্যাগ করা পাপ কাজ।

  • @Realhistorybd
    @Realhistorybd 2 роки тому +132

    উনি সত্যিকারের পন্ডিত ব্যক্তি। নির্মোহ,নির্লোভ ও একই সাথে প্রচন্ড সাহসের অধিকারী। ভয় ডরহীনভাবে অবলীলায় সত্য বলার মানুষ।

    • @anupganguly5211
      @anupganguly5211 2 роки тому

      পূজো আসছে আর পন্ডিতরা মূর্তি ভাঙ্গায় নিশ্চুপ । 72 হুড়ির সপ্নে অনেকে মাতোয়ারা

    • @shafkataziz141
      @shafkataziz141 Рік тому

      5.?
      8989⁶m77

  • @mahbub-ulhossainhossain7084
    @mahbub-ulhossainhossain7084 2 роки тому +34

    মন্ত্র মুগ্ধ হয়ে তাঁর আলোচনা শুনি। এককথায় অসাধারণ। স্যারকে অনুরোধ করবো বাংলাদেশের ধর্ম নিয়ে তাঁর সুচিন্তিত গবেষণা মূলক লেখা যেন প্রকাশ করেন। ভবিষ্যত প্রজন্মের জন্য বেশি বেশি লেখা বই আকারে চাই।

  • @mahfoozurrahman6663
    @mahfoozurrahman6663 2 роки тому +64

    ড. সলিমুল্রাহ খানের মতো প্রাজ্ঞ ও জ্ঞানী মানুষ আমরা পেয়ে ধন্য। এদের প্রতিভা আমাদের সমাজ ও রাষ্ট্র কাজে লাগায় না। আফসোস আফসোস।

    • @mmrahman6486
      @mmrahman6486 Рік тому +1

      সব অধ্যাপক গণ শিক্ষিত কিন্তু সবাই জ্ঞানী নয়,এই অধ্যাপক জ্ঞানী মানুষ।

  • @nabinbairagi
    @nabinbairagi Рік тому +5

    আমি ভারত থেকে, উপমহাদেশের অনেক ইতিহাস আপনার কাছ থেকে জেনেছি। বাংলাদেশের বর্তমান সময় সব থেকে পন্ডিত ব্যাক্তি।

  • @amanabut4622
    @amanabut4622 2 роки тому +51

    অত্যান্ত সত্য কথা, সত্য ইতিহাস। কারো ইতিহাস জানা না থাকলে বিশ্বাস করতে কষ্ট হবে।

    • @almamunsagar7634
      @almamunsagar7634 2 роки тому +2

      কষ্ট হবে কেন ভাই?

    • @freelife2346
      @freelife2346 2 роки тому +1

      কষ্ট হওয়ার কোন কারণ নেই 🥱

  • @AnimeshMajumdar-t6w
    @AnimeshMajumdar-t6w 13 днів тому

    ডক্টর সলিমুল্লাহ খানের আলোচনা যেমন শুনি, তেমনি কিছু বইপত্র পড়েছি। অনেক ঐতিহাসিক তথ্য -উপাদান উনার বক্তব্যের মধ্য থেকে পাওয়া যায়। এর অবশ্যই একটি ইতিবাচক দিক আছে। কিন্তু পরোক্ষভাবে উনি ইসলাম ধর্মের প্রচারের কাজটা করে ফেলেন। তাতে এর বিরোধিতা করা যায় না, কননা মত প্রকাশের অধিকার ওনার আছে। কোন একটি ধর্মের শ্রেষ্ঠত্বের ধ্বজা যদি ওড়ানো হয়, বুদ্ধিজীবী সমাজে যাদের প্রভাব আছে তাদের দিক থেকে তাহলে একটি ধর্মীয় আধিপত্যবাদের প্রশ্রয় তৈরি হয়। এটি একটি সামাজিক স্থায়ী অস্থিরতা তৈরি করে । এর ফলে ভিন্ন ধর্মাবলম্বীরাই নানা দিক থেকে সংকটের সম্মুখীন হয়। ব্যক্তিগতভাবে মনে করি মৃত্যু ও প্রাকৃতিক বিস্ময় আছে বলেই ঈশ্বরের অস্তিত্ব বেশিরভাগ মানুষের মধ্যেই রয়েছে এবং থেকে যাবে। এটা সমস্যা নয়। কিন্তু মানুষ সৃষ্ট ধর্ম ও ধর্মান্ধতা মুক্ত সমাজ গড়ে না উঠলে মানবতা কখনোই জায়গা করে দিতে পারবে না।

  • @Behind2010
    @Behind2010 2 роки тому +57

    জীবন্ত কিংবদন্তী।আল্লাহ ওনার হায়াত ও জ্ঞান আরও বৃদ্ধি করে দিন আমিন।

  • @majumderramkrishno1996
    @majumderramkrishno1996 Рік тому +77

    সনাতন ধর্ম সকল জীবের মঙ্গল কামনা করে।ওম শান্তি শান্তি শান্তি বিশ্বের সবাই শান্তি লাভ করুন।

    • @unique_BD
      @unique_BD Рік тому +3

      এইভাবে শান্তি শান্তি বলে? অন্য একজন কি খাবে তা নিয়ে নাক ছিটকানো 🤣🤣 গরু মানুষ ভাই ভাই 😎😎

    • @majumderramkrishno1996
      @majumderramkrishno1996 Рік тому

      @@unique_BD না দাদা আপনাদের কাছে গোরু ভাই ও না মা ও না। আপনাদের কাছে গোরু হলো শুধু ওর থেকে উপকার নিব এবং প্রয়োজন ফুরিয়ে গেলে গলায় ছুরি চালাবো।এটা আপনাদের ব্যক্তিগত বিষয় সেখানে আমি কেন হস্তক্ষেপ করবো কিন্তু আপনারা কোন ধর্মের মানুষ যদি আপনাদের সহ সকল জীবের মঙ্গল কামনা করে তবুও আপনাদের ভালো লাগে না কিভাবে লাগবে ?এত বড় উপকারী প্রানি গোরু যে মানুষের বাচ্চাদের মায়ের দুধের অভাব দূর করে, সকল প্রকার মিষ্টি সামগ্রী তার দুধ থেকে তৈরি হয়, জমিতে হাল চষে,ওর গোবর দিয়ে তৈরি সার হলে গাছ ভালো ফল দেয় সেই গোবর সারের শাক সবজি,ফল,মূল কত না মজা।আহা । রাসায়নিক সার খেয়ে ঘরে ঘরে ক্যান্সার। শুধু রোগী নিয়ে ভারতে দৌড়াদৌড়ি করতে হয়। গোরুর বেশি বেশি মাংস খেয়ে উচ্চরক্তচাপ,ডায়বেটিস, ক্যান্সার, প্রসটাইটিস, কোলেস্টেরল বৃদ্ধি! গোরু খাওয়া আরো চালিয়ে যাচ্ছেন চালিয়ে যান । এটা আপনাদের ব্যক্তইগত বিষয়।কিন্তু কোন ধর্ম যদি আপনার আমার সহ সকল জীবের মঙ্গল কামনা করতে মানুষকে শেখায় তবে তাতে সাম্প্রদায়িক বিষবাস্পে কলুষিত করা মনুষ্যত্বের লক্ষ্মণ নয়। ভালো থাকুন। বিবেক কে জাগ্রত করুন।

    • @SoumitraJdg
      @SoumitraJdg Рік тому +9

      ​@@unique_BD TAHOLE 🐖🐖🐖Der keno khaao Naa ? Oraa tomar ke hoy ?😁😁😁

    • @shantiprasadhembram1626
      @shantiprasadhembram1626 Рік тому +3

      Sanatan dharma kakhanow Sakal jiber Mangal kamala kare na.
      Sanatan dharma Asprissya baniye
      Asprissya der dhangsa kamala kare.

    • @majumderramkrishno1996
      @majumderramkrishno1996 Рік тому +5

      @@shantiprasadhembram1626 ওম শান্তি শান্তি শান্তি কথার অর্থ কি?সর্বে ভবন্তু সুখীনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগ ও ভবেৎ কথার অর্থ কি? জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর কথার অর্থ কি?

  • @mdimraan5699
    @mdimraan5699 2 роки тому +20

    স্যার সলিমুল্লাহ খানের কথাগুলো মন দিয়ে শুনি । খুবই বিদ্বান ব্যাক্তি, আমার পছন্দের একজন ।।

  • @mujiburrahman4559
    @mujiburrahman4559 Рік тому +1

    এক কথায় অনবদ্য, অসাধারন। আল্লাহ উনাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। উনি আমাদের দেশের অমুল্য অতুলনীয় সম্পদ।

  • @rubeldas7583
    @rubeldas7583 Рік тому +40

    Bengali Muslim should come back to their original religion Sanatan Dharma. A religion of heritage, humanity and great culture.❤

    • @Yajna007
      @Yajna007 Рік тому +2

      I echo that.

    • @apostate9397
      @apostate9397 Рік тому

      ua-cam.com/users/shorts2jU3kYe1bJM?feature=share

    • @Yajna007
      @Yajna007 Рік тому +2

      @Father Bāṅgaalī *Muslims* also are sub-divided into various castes.
      *Muslim* Baaṅgālīs also have caste division inside their population.
      Muslim Bêṅgalīs also practise caste segregation and all that stuff.

    • @Yajna007
      @Yajna007 Рік тому

      @Father Bêṅgalii *muslims* are not any immune to Caste Segregation and caste distinguishing practices.

    • @secular7396
      @secular7396 Рік тому

      ​@Father you are a gadha. Go to Nabi Asli you tube channel and learn actual Islam from there. It is run by Islamic people. I am sure you will leave Islam.

  • @sayanyou
    @sayanyou Рік тому +2

    Thank you from Bengal (India). Onek jinish janlam. Bhabte sikhlam

  • @anupkumarsen
    @anupkumarsen Рік тому +7

    সলিমুল্লাহ খান অনেক জ্ঞানী মানুষ। অগাধ পান্ডিত্য।এত সংক্ষিপ্ত সময়ে ওনার কথাবার্তার মধ্যে দিয়ে সেটা উপলব্ধি হলো।

  • @ShundorBan
    @ShundorBan 12 днів тому +2

    Allah tumi rahom karo

  • @RatanChakrabortysocialworker
    @RatanChakrabortysocialworker Рік тому +11

    মুগ্ধ হয়ে শুনলাম। অনেক অনেক অনেক প্রনাম স্যার। 😊😊😊

  • @sumonchowdhwry5670
    @sumonchowdhwry5670 Рік тому +2

    সলিমুল্লাহ স্যারের অসাধারণ জ্ঞান সৃষ্টিকর্তাভালো রাখুক সব সময়

  • @micromajedul9605
    @micromajedul9605 2 роки тому +78

    ইনার কথা ভালোভাবে বুঝতে হলেও কিছু পড়াশুনা থাকতে হয়। এরকম
    জ্ঞানী মানুষ কমই দেখি

    • @shahriarhasan8480
      @shahriarhasan8480 2 роки тому

      আসলেই তাই, পড়াশোনা না থাকলে ওনাকে অনেকেই দেবতা আর আহমেদ ছফাকে দেবতার উর্ধ্বে জ্ঞান করেন, উনি পণ্ডিত এটা সত্য কিন্তু ওনারও সীমাবদ্ধতা, ব্যক্তিবিশ্বাসকে জ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করার প্রবণতা প্রকট।

    • @GUULLIVER
      @GUULLIVER Рік тому

      জ্ঞানী মানুষ অনেকেই আছেন সবাই ইউটিউবে লেকচার দেন না।

  • @goutamkumarpaul840
    @goutamkumarpaul840 Рік тому +6

    সত্যি ‌ ইতিহাস জানাবার জন্য অসংখ্য ধন্যবাদ।(প:ব,ভারত)

  • @sarmisthachakrabarti2350
    @sarmisthachakrabarti2350 2 роки тому +7

    Sir apnake pronam ato gobesonar jonno Bangladesh er bangalier ami onek srodyakori bangali ai jati ke niye Gobesonar jonno

  • @samarmisra84
    @samarmisra84 Рік тому +7

    Very good and authentic interpretation by a learned professor.

  • @bishnudas334
    @bishnudas334 2 роки тому +27

    অধ্যাপক সলিমুল্লাহ খান খুবই জ্ঞানী, বিজ্ঞ পণ্ডিত লোক। স্যার সব সময় সত্য কথা বলে। সত্য ইতিহাসের কথা বলে।

    • @BlueBerry-dq8bo
      @BlueBerry-dq8bo 2 роки тому

      There is a fine line between dumbass and an intellectual. Sometimes it's difficult to identify who's who

  • @sardarsamsul7366
    @sardarsamsul7366 2 роки тому +13

    স‍্যার সলিমুল্লাহ খানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

  • @bidhan.chandrabhattacharje585
    @bidhan.chandrabhattacharje585 Рік тому +1

    Ekdom.sottyo..
    Oti....bastob
    tothyo.ti poribeshion.korar.jonno
    Una.k.bishesh.dhonnobad.
    From...BANGLADESH

  • @nayeemmonum2868
    @nayeemmonum2868 Рік тому +16

    বর্বর ধর্মান্ধ মূলমানদের জন্য শুভকামনা রইল

    • @paintmaking5202
      @paintmaking5202 Рік тому +6

      গোমূত্র ,গোবর খাওয়া , সভ্য ধর্মের RSS ধর্মের প্রতি শুভকামনা রইল

    • @sujanbandhu6227
      @sujanbandhu6227 Рік тому +11

      ​@@paintmaking5202উটের মুত খাওয়া, উষ্ট্র মাঙস খাওয়া সভ্য শিক্ষিত অথচ ধর্মের নামে বর্বর হ ওয়া ধার্মিক মানুষদের প্রতি শুভকামনা জানাই।

    • @freework4989
      @freework4989 Рік тому +2

      @@sujanbandhu6227 Banglai ut ai to nai khabe ki vabe😂😂😛

    • @sujanbandhu6227
      @sujanbandhu6227 Рік тому

      @@freework4989 বাঙলাতে উট না থাকতে পারে,আরব দেশে আছে।যারা বাঙলাতে থেকে শয়নে স্বপনে দৈনন্দিন জীবনে আরবের স্বপ্ন দেখে,আরবকে অনুকরন করে চলতে ভাল লাগে তাদের কাছে এটা কোনো সমস্যাই নয়।

    • @sisirlaha3647
      @sisirlaha3647 Рік тому +2

      Lovee manushder jonno I S SLUM .

  • @usamamedia1094
    @usamamedia1094 Рік тому

    স্যার অত্যন্ত মেধাবী চমৎকার আলোচনা করে থাকেন সলিমুল্লাহ খান সাহেব এ জাতির জন্য অনেক বড় একটি রহমান

  • @nabinbairagi
    @nabinbairagi 2 роки тому +16

    উনি খুব জ্ঞানী ব্যাক্তি। সত্যিটা সবাই মানতে চাইনা, সত্য বড়ো কঠিন। আপনার দীর্ঘায়ু কামনা করি.

  • @ShahAlam-ld9sy
    @ShahAlam-ld9sy Рік тому +2

    হক কতা বলচেন। আমিন❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @changemaker3999
    @changemaker3999 Рік тому +3

    স্যার সলিমুল্লাহ, আমার দেখা সত্যিকারের একজন পন্ডিত মানুষ।

  • @sajaluk1463
    @sajaluk1463 Рік тому +2

    ধন্যবাদ ড সলিমুল্লাহ খান স্যার। আপনার মত একজন গুণী মানুষ পেয়ে আমরা ধন্য।
    আসলে সনাতন ধর্মের অনেক স্ক্রিপ্ট বা বই এর মধ্যেও ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রেফারেন্স পাওয়া যায়। অবাক করা বিষয় হচ্ছে এত বছর পুরাতন স্ক্রিপ্ট এর মধ্য নবীর আগমনের এবং তার ধর্ম প্রচারের খবর পোস্ট ভাবে লেখা রয়েছে। তাই নিঃসন্দেহে বলা যায় ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম।

    • @milonroy1401
      @milonroy1401 Рік тому

      রেফারেন্সটা আছে! কিন্তু সনাতন ধর্মগ্রন্থে তাকে পিশাচ, দৈত্য এবং শিবের পুজারী হিসেবে উল্লেখ করা আছে। তাহলে সেদিক থেকে কোন ধর্মকে শ্রেষ্ঠ বলবেন!! যা বলবেন ভালোভানে জেনে বলবেন, জাকিরের চুল্কানি কথা শুনে লাফাবেন না!!

    • @sajaluk1463
      @sajaluk1463 Рік тому

      @Milon Roy আবাল, অন্ধ এবং গোয়ারদের শিক্ষা দেয়া উচিত নয় কারণ তারা এর অপব্যবহার করে।এছাড়া Mark Twain বলেছেন
      Never argue with an idiot
      They will drag you down to their level and beat you with experience.
      তারপরও নিম্ন শ্রেণীর প্রাণীদের জ্ঞান দেবার এই অপপ্রচেষ্টা
      Hindu scriptures is the one on the tongue of Maharshi Vyasa, a Hindu saint, that states that the land of Arabs will be corrupted by the evil doers - maybe a reference to the pre-Islamic pagans; and that Mahamad - a slight adulteration of the name Muhammad - will come and guide those who went astray. He will be circumcised, bearded, eloquent; he will create a great revolution; he will announce the call for prayers; he will eat of the meat of lawful animals but not of the swine; and he will fight against irreligious nations. All these descriptions meet Prophet Muhammad (Vidyarthi).
      Bhavishya Purana, one of the most important Puranas, includes another prophecy that states that in a foreign country a spiritual teacher whose name is Muhammad will come; he will be a dweller of Arabia; he will gather a large force to fight or kill the devil; and God will protect him from his opponents.
      Prophet Muhammad Mentioned in the Upanishad
      Some Hindu scholars consider the Upanishads scripture to be superior to the Vedas, because they impart divine knowledge and teach how the human soul can get nearer to its Maker and Master.
      The Muslim testimony of faith is mentioned in the Upanishads.
      The most important prophecy in it is the one that mentions the coming of Prophet Muhammad by name, and the Muslim testimony of faith - there is no God but Allah - is repeated more than once in it.

    • @milonroy1401
      @milonroy1401 Рік тому

      @@sajaluk1463 যখন কমেন্ট করেছেন তার আগে বিষয়টা নিশ্চিত হওয়া উচিত ছিল আসলে কি লেখা আছে, না জেনে মনের আনন্দে পোস্ট করেছেন। পাগলা জাকিরের ভক্ত হা হা হা!!😩😩😩😁 ভবিষ্য পুরাণ দেখে নিবেন, বলেও দিলাম নামটা!!

    • @sajaluk1463
      @sajaluk1463 Рік тому

      বিখ্যাত বিশেষজ্ঞ Alf Hiltebeitel এর মতে, খ্রিষ্ঠপূর্ব ৫০০ থেকে শুরু করে উনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত ভবিষ্য পুরাণ লিখিত এবং পরিমার্জিত হয়েছে। অর্থাৎ, এটি কোন ঐশ্বরিক অবিকৃত গ্রন্থ নয়,এবং নতুন নতুন বিষয় যুক্তকরণের মাধ্যমেই আজকে যেই ভবিষ্য পুরাণ পাওয়া যাচ্ছে সেটি।স্বনামধন্য বিশেষজ্ঞ Alf Hiltebeitel গবেষণা করে দেখিয়েছেন, লিখিত শ্লোকগুলোর অনেকাংশই রচনা হয়েছিল একদমই সাম্প্রতিক সময়ে। কারণ সেই শ্লোকগুলোর বাক্যগঠন অতীতের বাক্য গঠনের থেকে আলাদা। এর অর্থ হচ্ছে, ভবিষ্য পুরাণে অত্যন্ত চাতুর্য্যের সাথে বর্তমান সময়ের ঘটে যাওয়া কিছু ঘটনা অতীতের লেখা ভবিষ্যতবানী হিসেবে যুক্ত করা হয়েছে। কিন্তু সেগুলো আসলে অতীতে লিখিত নয়, বর্তমান সময়েই লিখিত।ভবিষ্য পুরাণের প্রতিসর্গপর্বন অংশটুকু পড়লেই, মজার বিষয় দেখবেন, মুহাম্মদের বর্ণনা অংশে, সেখানে ব্যবহৃত হয়েছে পাস্ট টেন্স। অর্থাৎ অতীত কালের বিবরণ।
      এতে পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে এই গ্রন্থটি অনেক ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে। বর্তমানে সনাতন ধর্মের নামে হিন্দু ধর্মের অধিকাংশ কার্যক্রম, সনাতন গ্রন্থ গুলিতে হিন্দুদের উপর নিষিদ্ধ করা ছিল। উদাহরণস্বরূপ মূর্তি বা প্রতিকৃতির পূজা করা। আরেকটি উদাহরণ হচ্ছে গরুর মূত্র পান করে শুদ্ধিকরণ করা। তাই ধর্মগ্রন্থ গুলি ভালো করে পড়ে নিজ ধর্ম সম্পর্কে ভালোভাবে জেনে নিন।

    • @sajaluk1463
      @sajaluk1463 Рік тому +1

      হাস্যকর লক্ষণীয় বিষয় হচ্ছে কিছু সত্য বিষয়কে বিভ্রান্ত করার লক্ষ্যে এবং নিজ ধর্মকে প্রাধান্য দেওয়ার জন্য পরবর্তী সময়ে অনেক পরিবর্তন করা হয়েছে।

  • @JamesBond-hm3bw
    @JamesBond-hm3bw 2 роки тому +43

    ঘন্টা ৫ সেকেন্ড পর পর বাজাবেন, আরো ভাল হবে।

    • @rafidd
      @rafidd 2 роки тому +1

      👍👍👍

    • @daddy114
      @daddy114 2 роки тому +1

      😂😂😂😂

    • @cmctravels
      @cmctravels 2 роки тому +1

      😂

    • @nafijhossain5314
      @nafijhossain5314 2 роки тому +1

      🤣

    • @YSFBD
      @YSFBD 2 роки тому +1

      যথার্থই বলেছেন ভাই! 😀😀

  • @rabinpaul5957
    @rabinpaul5957 Рік тому +1

    অসাধারণ যুক্তি ও ইতিহাস বৃত্তান্ত।

  • @mdmahinuddin819
    @mdmahinuddin819 2 роки тому +18

    কি অসাধারণ আলোচনা। ধন্যবাদ স্যার

  • @Tunetalksbd
    @Tunetalksbd 10 місяців тому

    চমৎকার ইতিহাস

  • @ronniehossain7500
    @ronniehossain7500 2 роки тому +4

    Very good observations.

  • @ramgopalsikder2524
    @ramgopalsikder2524 2 роки тому +13

    Once upon a time Indonesia was a Hindu country, and now it is a Muslim country. It is true that Indonesian Hindus were not converted to Islam by force, they embraced Islam willfully by their own. But difference between Indonesian Muslims and Indian subcontinent Muslims is that though Indonesian Muslims embraced Islam by their own but they did not forget their Hindu heritage, and Hindu festival Ramlila is celebrated all over the country where Muslim people take a part. Even a famous idol of Saraswati was gifted to White House in USA not by India but a Muslim country Indonesia. On the other hand, converted Muslims in Indian Subcontinent have forgotten their Hindu heritage, that is the reason they are fanatic and damage the idols of Hindu goddesses. Not only that, for establishing Muslim Caliphate all over the world they take part in terrorist activities. My request to Salimulla Sahab is this kindly take an initiative to teach those fanatic Muslims of Bangladesh not to forget their Hindu heritage. If it happens that they started to remember their Hindu heritage, then all the problems like perennial conflict between India and Pakistan will come to an end. I am not telling they should again embrace Hinduism. There is nothing wrong to follow the religion of their heart, but my request to them not to forget their Hindu heritage.....

    • @fadeout007
      @fadeout007 Рік тому +2

      Even if they were hindu they have got some good influence from both inner and outer geography hence, I might say they were faithful to their religion and culture. But at the same time, they were so open. In that manner, I also urge my indian neighbors to ponder on it and be good hindu at first.
      Because it has started all from the faulty root.

    • @abulkalamzaman4558
      @abulkalamzaman4558 Рік тому +5

      Dear Ramgopal: Last few lines of your comment reflect that you are suffering from "inferiority complex". You feel that Hindu Heritage is not recognized! It's wrong. Hinduism is globally recognized & practiced. I've an advice for you: Do 8-10 hours daily work, go to Temple once in a week, ring the ding-dong bell over there, smell the perfumed smoke, beat the drum if you know how to, eat a slice of apple(proshad), go home, have a fine dinner, go to bed, have peacefull sleep with sweet dreams. And, get up for another 8-10 hours' work. This is life! Thanks for reading my comment.

    • @madhabdas4991
      @madhabdas4991 Рік тому +2

      Ramgopal Sikdar writes all are right /correct informations. Converted peoples are converted by the fource of showerd or by the fource of political fource.

    • @manojkumarbiswas2
      @manojkumarbiswas2 Рік тому

      Not to forget Hindu way of life

    • @gmhasan4790
      @gmhasan4790 Рік тому

      I have enjoyed the short statement for its socio--political applied urgency of necessity of mutual benifits. Thanks,

  • @mdshahadathossain3890
    @mdshahadathossain3890 2 роки тому +13

    He is a great scholar ! Whenever i listen to him i learn something. Wish him good health.

  • @abhijitdetapadar4936
    @abhijitdetapadar4936 9 місяців тому

    ওনার কথা থেকে বোঝা গেল, বাংলাদেশে সব লোভে পরে মুসলমান

  • @vobbengal
    @vobbengal  2 роки тому +5

    সলিমুল্লাহ খান তার বক্তব্যে বলেছেন, জমির লোভে অনেক মানুষ মুসলমান হয়েছেন। কিন্তু তিনি এটা বলেননি হিন্দুরা হয়েছেন কিংবা তাদের লোভ দেখিয়ে, নির্যাতন করে, কৌশলে মুসলমান বানিয়েছেন। ওঁনার বক্তব্যের প্রাসঙ্গিক সময় মোঘল আমল। আসলে কোনো হিন্দুই মসলমান হয়নি। হয়েছেন, হিন্দুদের মধ্যে কিছু ছোটো ছোটো ক্ষুদ্র গোষ্ঠী। তাছাড়া, তারা পূর্ব বঙ্গের মানুষ ছিলেন না। তারা ভারতের উত্তর-দক্ষিণ থেকে আসা। তাদের মোঘল কিংবা সেসময়কার পীর-বুজুর্গরা নির্যাতন, কৌশলে কিংবা লোভ দেখিয়ে মুসলমান বানায়নি। তারা মূলত মুসলমান হয়েছিলেন হিন্দু রাজা-জমিদারদের অত্যাচার, এবং মোঘল ও পীর-বুজুর্গদের বিনিয়ে মুগ্ধ হয়ে। পূর্ব বঙ্গে বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে ৯০ ভাগ জায়গা অনাবাদি ছিল। জঙ্গল ছিল। এই জায়গাগুলোকে আবাদির দায়িত্ব নিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসা অনেক পীর। যাই হোক, সলিমুল্লাহ খানের পুরো বক্তব্যটি শুনতে
    চট্টগ্রামের ইতিহাস, সাহিত্য, ধর্ম ও রাজনীতি প্রসঙ্গে সলিমুল্লাহ খানের প্রশ্নোত্তর পর্ব | ua-cam.com/video/nAnu9CjGn0Y/v-deo.html

    • @bokulporibarkatha3728
      @bokulporibarkatha3728 2 роки тому

      Hindu rajara otyachar korle ki ar dhormo palte newar swadhinota thakto? Sob e mithye. Taxation and suppression er jonnoi convert hoyechhe

    • @jeetrakshit2220
      @jeetrakshit2220 2 роки тому +1

      Apnar purbo purush o Hindu chilo
      Tai kalpanik kotha bole lov nai

  • @shubhag3215
    @shubhag3215 Рік тому

    যুক্তিযুক্ত অনেকটাই বাস্তবতা কথা বলেছেন। বিশাল জ্ঞানের পরিপূরক ইনি।

  • @sajalroy7810
    @sajalroy7810 2 роки тому +4

    Excellent discussion

  • @thakurmanimandal8384
    @thakurmanimandal8384 Рік тому +1

    সত্যি uni pandit and knowledge full, বাঙালি হিসেবে great.

  • @mohammedaminulislam9358
    @mohammedaminulislam9358 2 роки тому +3

    excellent.....

  • @najmulhussainnayon9906
    @najmulhussainnayon9906 Рік тому +1

    অসম্ভব ভালো লাগলো

  • @sayidasultana3682
    @sayidasultana3682 2 роки тому +14

    একটি শব্দও স্কিপ করা গেলনা।জ্ঞানগর্ভ আলোচনা।

  • @ramprasadghosh9675
    @ramprasadghosh9675 Рік тому

    প্রয়োজনীয় আলোচনা

  • @niladrigoswami7164
    @niladrigoswami7164 2 роки тому +10

    Great personality with fantastic knowledge. Hat's off.

  • @MirShohel-p6i
    @MirShohel-p6i 10 місяців тому

    May " Allah " blessed.
    May " Muhammad " ( sm ) pbuh beloved.
    May ' Awuleia ' desciple.

  • @baal-jano
    @baal-jano Рік тому +1

    Good, Job, Keep it up

  • @bengalboy284
    @bengalboy284 2 роки тому +11

    যারা অর্ধেক শুনে খুশি হচ্ছেন তাদের প্রতি সমবেদনা!!😆

    • @mdmasumrahman8416
      @mdmasumrahman8416 2 роки тому +1

      বাকিটা আপনি বলেন। বেকুবের মত হাসলে হবে?

    • @bengalboy284
      @bengalboy284 2 роки тому +1

      @@mdmasumrahman8416 etar full video ase.khuje dekhben.bekuber moto kotha bolar age

  • @mukulkarmakarwb153
    @mukulkarmakarwb153 2 роки тому +2

    বাহ্ - ভালো আলোচনা.

  • @MdRony-lk2el
    @MdRony-lk2el Рік тому +7

    একমত,,,,মহান আল্লাহ উনার হায়াত দান করুক। talent খুবই ইনি।

  • @soumyadeepdatta8753
    @soumyadeepdatta8753 Рік тому

    বাংলাদেশের বৰ্তমান মুসলিম সকলে অধিকাংশই বৌদ্ধধর্মের পৰিধিতে ছিলো।।

    • @apostate9397
      @apostate9397 Рік тому

      বৌদ্ধ সম্প্রদায় , রিলিজিয়ন নয় ।

    • @MdMaziburRahman-p3b
      @MdMaziburRahman-p3b 9 місяців тому

      সকলে অধিকাংশই কথার অর্থ কি? বৌদ্ধধর্মের পরিধিতে বলতে কি বুঝায়?ব্যাটা পুরুষ না মহিলা বুঝলাম না!

  • @acharyyaraj
    @acharyyaraj 2 роки тому +3

    যারা হিন্ধু থেকে মুসলিম হয়েছে সেতো আর পরিবর্তন করা সম্ভব নয় , তবে বর্তমানে বাঙালী হিন্ধু- মুসলমানে সম্প্রীতি কিভাবে বজায় রাখা যায় সেই আলোচনাই বেশী গুরুত্বপূর্ণ।

    • @satyajitprty6085
      @satyajitprty6085 2 роки тому

      Islam does not accept other believers/seekers.
      Qur'an 2:191- Slay the unbelievers wherever you find them.
      Qur'an 3:28- Muslims must not take the infidels as friends.
      Qur'an 3:85- Any religion other than Islam is not acceptable.
      Qur'an 5:33- Maim and crucify infidels if they criticize Islam.
      Qur'an 8:12- Terrorize and behead those who believe in scriptures the an
      Qur'an 8:60- Muslims must muster all weapons to terrorize the infidels.
      Qur'an 8:65- The unbelievers are stupid; urge the Muslims to fight them.
      Qur'an 9:5- When opportunity arises, kill the infidels wherever you catch them.
      Qur'an 9:30- The Jews and the Christians are perverts; fight them.
      Qur'an 9:123- Make war on the infidels living in your neighborhood.
      Qur'an 22:19- Punish the unbelievers with garments of fire, hooked iron rods, boiling water; melt their skin and bellies.
      Qur'an 47:4- Do not hanker for peace with the infidels; behead them when you catch them.

    • @sisirlaha3647
      @sisirlaha3647 Рік тому

      Aleek swapna . Kerosene aar jol , mil hobe na .

    • @apostate9397
      @apostate9397 Рік тому

      মূর্খের স্বর্গ কথাটার মানে জানেন ?
      সব হিন্দুদের উচিৎ ইসলাম সমন্ধে জানা ।

    • @rajadahir2066
      @rajadahir2066 Рік тому

      সম্ভব নয়।

  • @phareatv
    @phareatv Рік тому

    Excellent Information

  • @ashiskumarmondal8321
    @ashiskumarmondal8321 2 роки тому +44

    এটা সত্য যে বাংলার বেশিরভাগ মানুষ নিন্ম বর্ণের হিন্দু সমপ্রদায়ের ছিল। তারাই আজকের মুসলিম। আমরা উচ্চ বর্ণের হিন্দুরা আমাদের ধর্মে রাখতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য।

    • @frs5482
      @frs5482 2 роки тому

      মানুষকে শুদ্র বানিয়ে রাখার নাম ধর্ম হতে পারেনা,এটা উপনিবেশবাদের আদি রুপ।ক্ষমতাধর ব্রাহ্মনরা সমাজকে কলোনাইজড করার জন্য, ধর্মের নামে এই শ্রেণী প্রথা আবিস্কার করে।যেখানে তাকে শুদ্র বানিয়ে রাখা হবে কিন্তু সে ভাববে এটাই হয়তোবা স্রষ্টার বিধান।বর্বর ফরাসী উপনিবেশবাদও এর চাইতে ভাল ছিল।

    • @ashiskumarmondal8321
      @ashiskumarmondal8321 2 роки тому +3

      @@frs5482 in Hindu religion there is no mention shudra casteism.

    • @ahmedmusa9393
      @ahmedmusa9393 2 роки тому +8

      আর মুসলিম হওয়ার কারন ইসলামের সাম্য নীতি

    • @ashiskumarmondal8321
      @ashiskumarmondal8321 2 роки тому

      @@ahmedmusa9393 মশাই অযথা না জেনে কথা বলবেন না। আপনার ভৌগলিক জ্ঞানের অভাব আছে। সৌদি আরব দুবাই ছেড়ে দিলাম , সামান্য পাকিস্তানিরা বাংলাদেশের মুসলিমকে নিকৃষ্ট মানের মুসলিম মনে করে। খোদ পাকিস্তানে এখন কারা খাঁটি মুসলমান তা নিয়ে শুরু হয়েছে হাঙ্গামা। আগে হিন্দু ছিল, হিন্দুদের বিরুদ্ধে লড়তো ,হিন্দু শেষ, এখন নিজেদের মধ্যেই লড়ছে ।

    • @mdnazimulislamnazim8107
      @mdnazimulislamnazim8107 2 роки тому +1

      উচ্চ বর্ন নিম্ন বর্ন 😄😄😄😄 কতটা মুর্খ চিন্তাভাবনা 😄😄 মানুষ আবার উচু নিচুহয় কি ভাবে, 😄😄 একজন মানুষ আর একজনকে কখনো ছোট ভাবতে পারে না

  • @sourabhroy4668
    @sourabhroy4668 Рік тому +2

    বাংলার জাকির নায়ক।

  • @manojkdutto7368
    @manojkdutto7368 Рік тому +3

    ছুলি -মোল্যার ইতিহাস বিকৃতি!!

    • @michaelangelo2980
      @michaelangelo2980 Рік тому

      তোগো হোগা জ্বললেই ইতিহাস বিকৃতি!! মুসলিম কোপাতে পারলে সঠিক ইতিহাস

  • @subhashsaharoy252
    @subhashsaharoy252 Рік тому

    Many many thanks

  • @manwaralam3888
    @manwaralam3888 2 роки тому +4

    Thank you, sir.

  • @mistermisra7104
    @mistermisra7104 Рік тому

    Uuuhhhh.. satyi akjon knowledgeable pondit manusher bhasan sunlam. Shraddha janai.

  • @ronniehossain7500
    @ronniehossain7500 2 роки тому +8

    Same thing happened in USA, Russia. Called homestead.

  • @sahidhaque9064
    @sahidhaque9064 Рік тому

    Salimulla khan is a Bangladeshi lover 🎉 he is not greedy for money or chairs ❤❤❤❤❤

  • @syednasrullah-mamoon7777
    @syednasrullah-mamoon7777 Рік тому +4

    Agree with your contentions regarding conversion to Islam of East Bengal people. However, at the very onset, sword or force played the biggest role in conversion to Islam. Arab Muslims defeated the Persians- Zoroastrians in 644 in the battle of Nahvand. Persians were given two options- either convert or get killed. Some fled to the peripheral regions of the country. Mostly converted for the fear of lives.

    • @saifulalam8706
      @saifulalam8706 10 місяців тому

      Whether sword or force played any role in the conversation of lower caste hindus into muslims?

  • @Z.HOSSAIN-l4q
    @Z.HOSSAIN-l4q 9 місяців тому

    স্যার, মূল বিষয়ে সীমাবদ্ধ থাকলে সাধারণের বুঝতে সুবিধা হয়।

  • @metaphoric-j1c
    @metaphoric-j1c 2 роки тому +25

    He studies a lot. He is a studious scholar.

  • @rajarshibose296
    @rajarshibose296 2 роки тому +2

    Excellent analysis

  • @mukulray1485
    @mukulray1485 2 роки тому +13

    সঠিক কথা বলেছেন স্যার।

  • @nabinbairagi
    @nabinbairagi Рік тому

    পাকিস্তান, দুবাই, আরবে দিওয়ালি উদযাপন করছে। সবাইকে দিওয়ালির অভিনন্দন।

  • @ming33100
    @ming33100 2 роки тому +11

    পূর্ব বাংলায় যারা ইসলাম প্রচার করেছিলেন তাদের বেশিরভাগ এসেছিলেন মধ্যপ্রাচ্য থেকে।
    তাহলে তারা কি তাদের মধ্যপ্রাচ্যে জায়গা প্রদান করেছিলেন নাকি থলেতে করে জমি নিয়ে এসেছিলেন।?

    • @akr357-o5u
      @akr357-o5u 2 роки тому

      তারা এসে এখানকার শাসক হয়ে গেছে। তাই জমি পেয়ে গেছে।

    • @imranshakib1543
      @imranshakib1543 2 роки тому +1

      Thik bolesen

    • @nabinbairagi
      @nabinbairagi 2 роки тому

      তখন এখানে মুসলিম শাসক ছিল, তারাই জমি দিয়েছে, যারা ধর্ম প্রচার করতে এসেছিলো তারা দেয়নি।

    • @جعيفرعمَّاري
      @جعيفرعمَّاري 2 роки тому

      সালবালিমুল্লাহর হেডকি থেকে জমি বের হয়েছে পরে ঐগুলো মুসলমানদের মধ্যে ভাগবাটোয়ারা করে দিছে সালিবালিমুল্লা

    • @farnazzaidi727
      @farnazzaidi727 2 роки тому

      তাতে সমস্যা কোথায়? ইস্কন ইউরোপ আমেরিকায় হিন্দু ধর্ম প্রচার করছে না? ইস্কন কি ভারতের জমি নিয়ে যায় ইউরোপে?

  • @uddipansarkar90
    @uddipansarkar90 Рік тому

    Very interesting!

  • @ih7691
    @ih7691 2 роки тому +17

    যদি কেউ এক ধর্ম থেকে অন্য ধর্ম গ্রহণ করে আবার একই ভাবে পূর্বের ধর্মে ফিরতে সমস্যা কোথায় ?

    • @shohanur.R.saikat
      @shohanur.R.saikat 2 роки тому

      Karon jeta (haq) mane asol seta te jodi kew fire ase (reverted). Tahole take ar vul (shirk) er pothe jaoer dorkar nei . That's it.

    • @satyajitprty6085
      @satyajitprty6085 2 роки тому +4

      Islam exists because people fear being murdered if they leave.
      "If they had gotten rid of the apostasy punishment, Islam wouldn't exist today... Opposing apostasy is what kept Islam to this day." Yusuf al-Qaradawi, head of Muslim Brotherhood and a scholar of Sunni Islam. Interview on Egyptian tv

    • @ahmedmusa9393
      @ahmedmusa9393 2 роки тому +2

      যে সত্য দ্বীন পেয়েছে সে কি ফিরবে আবার অন্ধকার আর কুসংস্কারে??

    • @jck2041
      @jck2041 2 роки тому +1

      @@ahmedmusa9393 সব ধর্মই কুসংস্কার 🙄🤔

    • @ahmedmusa9393
      @ahmedmusa9393 2 роки тому

      @@jck2041 আসতাগফিরুল্লাহ।।। তুমি অন্ধ তাই দেখতে পাও না।।।ইসলামে কোন কুসংস্কার নেই।।।ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম।।।যারা অন্ধ তারা কি কখনো আলো দেখতে পাবে।।যদিও তাদের সামনে আলো রাখা হয়।।।একটু চিন্তা করো কে তোমাকে পাঠিয়েছেন?? কেন পাঠিয়েছেন??.

  • @bidyutchatterjee5817
    @bidyutchatterjee5817 Рік тому

    Sundor alokpat itihaser. Emon korei satyo prakash Pak r Santi te sabai thakuk .

  • @imrantvbangla
    @imrantvbangla Рік тому +4

    সঠিক তথ্য গুলো ভালোভাবে ব্যাপক প্রচার হওয়া দরকার

  • @bhabaranjansikdar1198
    @bhabaranjansikdar1198 Рік тому +1

    মণ্ডল , চৌধুরী , মল্লিক , শিকদার , বিশ্বাস ইত্যাদি শব্দ মুসলিম নামের সাথে যুক্ত হলো কি করে যদি তারা হিন্দু থেকে না এসে থাকে ???
    মুখোপাধ্যায় ,বন্দ্যোপাধ্যায় , চট্টোপাধ্যায় , গঙ্গোপাধ্যায় শব্দের সাথে তো মুসলিম নাম যুক্ত হয় নি ???????????

    • @khandakerfarhanishrak2568
      @khandakerfarhanishrak2568 10 місяців тому

      চৌধুরীর সাথে হিন্দুদের তেমন কোনো সম্পর্ক নাই। কিছুটা উপাধি টাইপ।

  • @Janaojana67
    @Janaojana67 2 роки тому +6

    Surprisingly he is right.

  • @janoyamano0365
    @janoyamano0365 Рік тому +1

    পুরো আলোচনা টা পাওয়া গেলে ভালো হয়।।

  • @shyamalchattopadhyay5556
    @shyamalchattopadhyay5556 2 роки тому +7

    আলোচনাটি মাঝপথে না থামিয়ে পূর্ণাঙ্গ হলে বুঝতে সুবিধা হবে ।

  • @numaan_19
    @numaan_19 2 роки тому +9

    He is like a history book speaking itself.

  • @AbdusSalam-pf7wh
    @AbdusSalam-pf7wh 10 місяців тому

    Islam is the final religion given for the mankind by the creator Allah.

  • @anujitadhikary5200
    @anujitadhikary5200 Рік тому +12

    জিজিয়া করও একটা কারন

    • @nusharfishcutting5306
      @nusharfishcutting5306 Рік тому

      জাতপাত প্রথা প্রধান কারণ। হিন্দু ধর্ম জাতপাত প্রথায় পরিপূর্ণ।

    • @rajadahir2066
      @rajadahir2066 Рік тому

      জাতি সবার আছে ধর্ম পরিবর্তন করতে জাতি চলে যায়। না নারি জাতি ইসলামে কত অত্যাচারিত হয়। তাই বললে সমস্ত মুসলিম নারী জাতি ধর্মান্তরিত হয়ে যেত।

    • @rajadahir2066
      @rajadahir2066 Рік тому

      জাতি সবার আছে ধর্ম পরিবর্তন করতে জাতি চলে যায়। না নারি জাতি ইসলামে কত অত্যাচারিত হয়। তাই বললে সমস্ত মুসলিম নারী জাতি ধর্মান্তরিত হয়ে যেত।

    • @rajadahir2066
      @rajadahir2066 Рік тому

      জাতি সবার আছে ধর্ম পরিবর্তন করলে জাতি চলে যায় না। নারি জাতি ইসলামে কত অত্যাচারিত হয়। তাই বললে সমস্ত মুসলিম নারী জাতি ধর্মান্তরিত হয়ে যেত।

  • @toponkumar4664
    @toponkumar4664 10 місяців тому

    স র্ব জান্তা।

  • @fantasticbd1470
    @fantasticbd1470 2 роки тому +3

    অসাধারণ একজন মানুষ 💕স্যার

  • @mohidulislam9280
    @mohidulislam9280 Рік тому +1

    You are right👍👍👍👍

  • @utpaldatta4660
    @utpaldatta4660 2 роки тому +13

    Yes taxation is the real cause of conversion all over India.

    • @hasanuzzaman2738
      @hasanuzzaman2738 Рік тому +3

      can you make any one else quit his religion in this way.

    • @abdulhamid4137
      @abdulhamid4137 Рік тому

      When you convert to Islam, you pay Zakat. Zakat is bigger amount than zizia.

    • @বিশ্বনবীহজরতমির্জাগোলামআহমেদ
      @বিশ্বনবীহজরতমির্জাগোলামআহমেদ Рік тому +1

      @@hasanuzzaman2738 yes it's possible.

    • @AD70003
      @AD70003 Рік тому +1

      @@hasanuzzaman2738 those who quit , they were loosely associated with Hindu fold , they were mainly animist who practiced tribal customs , only the western part of Bengal was aryanised to great extent . You are forgetting that at one point of time Buddhism was the dominant religion not Hinduism .Especially , eastern Bengal was mostly Buddhist . Ancient Bengali inscriptions were not written by Hindu Bengalis but Buddhist Bengalis . Hindu Bengalis have always been the minority. Prior to Sen Dynasty there were hardly any Brahmins in Bengal to begin with . Sen Dynasty ended the reign of Buddhist Pal dynasty in early 11th century and started the process of aryanisation in bengal . However their reign was very short lasted for 200 years only . So , what I can say that most people became Muslim due to land and they were overwhelmingly Buddhists or belong to outside of aryan cultural block . Most Bangladeshi muslims aren’t aryan . They are austro asiatic . Those Bengali Muslims who are indeed aryan , most likely came from outside ( Central Asia ) .

    • @AD70003
      @AD70003 Рік тому

      @@hasanuzzaman2738 and never ever underestimate human greed . You may not be but most people are . We are human after all .

  • @imdadnoor9613
    @imdadnoor9613 Рік тому

    আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমার পূর্বপুরুষদের যারা মিথ্যাকে ত্যাগ করে সত্য তথা ইসলাম কবুল করেছিলেন।❣️
    আল্লাহু আকবার ☝️

    • @DebDas-lg3rh
      @DebDas-lg3rh Рік тому

      তোমরা মিথ্যাকে ত্যাগ নয়,লোভের ও হিংসার ও প্রাণনাশের ভয়ের জন্য ইসলাম গ্রহণ করেছো,তরবারির ডগা দিয়া যে ধর্ম পালন হয়,তার শেষ ওই মহান ঈশ্বর এর হাতে লেখা।

  • @HasanAli-xb5oe
    @HasanAli-xb5oe 2 роки тому +3

    শেষে বললেন অনুমান ভিত্তিক লেখা

    • @ahmedmusa9393
      @ahmedmusa9393 2 роки тому

      এটা সত্যিকারের ইতিহাস নয়

    • @HasanAli-xb5oe
      @HasanAli-xb5oe 2 роки тому +1

      @@ahmedmusa9393 right

  • @mdnfjfs8605
    @mdnfjfs8605 Рік тому

    Excellent

  • @unique_BD
    @unique_BD Рік тому +3

    স্যার আমাদের গর্ব

  • @souravchandraroy2976
    @souravchandraroy2976 Рік тому +2

    মুসলিম সুলতানরা যে হিন্দুদের উপর জিজিয়া ট্যাক্স দিতে বাধ্য করেছিল, সে ব্যাপারে কিছু বলবেন না স্যার?

    • @azmolhossain9244
      @azmolhossain9244 Рік тому +1

      jizia is less than muslim tax which is zakat.

    • @sisirlaha3647
      @sisirlaha3647 Рік тому

      Almost 50 % of annual income of a Quafir , was force fully taken by Quazi .
      Zizia had to be paid in a neeldown posture .

    • @apostate9397
      @apostate9397 Рік тому

      @@azmolhossain9244
      Who told you ?

    • @azmolhossain9244
      @azmolhossain9244 Рік тому

      @@apostate9397 I am a muslim , so i know. I have to pay 2.5 percent of my wealth and a non muslim will pay a dinar . Only military age male pay jizya, women , children, and old are not required to pay jizya.

  • @prabirkanti9114
    @prabirkanti9114 2 роки тому +3

    স্যার , তাইলে পূর্ববঙ্গে জমিদার দের অধিকাংশ হিন্দু হইল ক্যামনে?

    • @fadeout007
      @fadeout007 Рік тому

      ইংরেজদের কূটরাজনীতি যেখানে মুসলিম বেশি সেখানে হিন্দু আর যেখানে হিন্দু বেশী সেখানে মুসলিম

  • @নবযুগেরপথিক
    @নবযুগেরপথিক 2 роки тому +12

    যারা ইতিহাস গবেষণা করে লিখেছেন তাদের বাদ দিয়ে যারা ইতিহাস থেকে উঠে এসেছে তাদের কথা পড়ে দেখুন।
    ইবনে বতুতার " রেহলা" পড়ে দেখুন কিভাবে ইসলাম বিকশিত হয়েছে।

    • @shahidachoudhury6925
      @shahidachoudhury6925 2 роки тому +1

      Ota Pabar Source Ta Bole Din . Kretoggo Thakbo.

    • @fadeout007
      @fadeout007 Рік тому +1

      @@shahidachoudhury6925 rokomari

    • @apostate9397
      @apostate9397 Рік тому

      আমেরিকান ইতিহাসবিদ এবং লেখক উইল ডুরান্ট তার 1935 সালের বই "সভ্যতার গল্প: আওয়ার ওরিয়েন্টাল হেরিটেজ" (পৃষ্ঠা 459) এ লিখেছেন “মোহামেডানদের ভারত বিজয় সম্ভবত ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী গল্প। 800 খ্রিস্টাব্দ থেকে 1700 খ্রিস্টাব্দের মধ্যে ইসলামের যোদ্ধাদের দ্বারা হিন্দুদের হত্যা, জোরপূর্বক ধর্মান্তরকরণ, হিন্দু নারী ও শিশুদের অপহরণ করা এবং মন্দির ধ্বংস করার ঘটনা ইসলামিক ঐতিহাসিক এবং পণ্ডিতরা অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে লিপিবদ্ধ করেছেন। এই সময়ে লক্ষ লক্ষ হিন্দুকে তরবারির মাধ্যমে ইসলামে ধর্মান্তরিত করা হয়েছিল।”

  • @kanailalsidhya4539
    @kanailalsidhya4539 Рік тому

    ওনি সত্য সঠিক ইতিহাস তুলে ধরেছেন।

  • @abushahidullah5976
    @abushahidullah5976 2 роки тому +6

    But, he didn't mentioned anything about Hajrat Shah Jalal (R and Hajrat Khan Jahan Ali (R), they travelled through many countries to come to Bangladesh and spreaded Islam in 12th to 13th century.

    • @sadikur69
      @sadikur69 2 роки тому +3

      Different parts of Bengals has Different reasons for converting to islam

    • @apostate9397
      @apostate9397 Рік тому

      ua-cam.com/users/shorts2jU3kYe1bJM?feature=share

    • @pijushbanerjee8356
      @pijushbanerjee8356 Рік тому +1

      ​@@sadikur69 Kindly show some of the reasons for such conversations in say 5 places .

  • @sherajummonira6260
    @sherajummonira6260 10 місяців тому +1

    বয়কট ইন্ডিয়া

  • @debnathsaha4711
    @debnathsaha4711 2 роки тому +27

    চরম বাস্তব সত্য কথাটাগুলো খুবই কম মানুষের মুখে ও লেখায় দেখা যায় । তবে বাংলাদেশের চরম সত্যবাদী স্কলার ব্লগার আসিফ মহিউদ্দিন এর মুখে এবং ভারতের সাচওয়ালাজির মুখে , তারিখ ফতেজির মুখেই চরম প্রকৃত সত্য কথাগুলো শুনতে পাওয়া যায় ।

    • @sarkaralihaider3212
      @sarkaralihaider3212 2 роки тому +14

      কার সাথে কার তুলনা। আপনার রুচি দেখলে আপনার জ্ঞানের উপর করুণা হয়।

    • @imranchoubey2018
      @imranchoubey2018 2 роки тому

      ভাই সত্য বাদী এক্স হিন্দু রাহুল, স্যাম ষ্টল, আমির হক মুখেও যেভাবে হিন্দু ধর্মের নোংরামী শুনছি 😂😂 এইগুলা মিডিয়াতে তুলে ধরা উচিত, ভারত ভেংগে সাউথে দ্রাবিড় নড়ু মুভমেন্ট এদের হিন্দু ধর্ম বিরোধী তুলে ধরা দরকার

    • @চেগুয়েভার-গ২ঠ
      @চেগুয়েভার-গ২ঠ 2 роки тому +6

      @@sarkaralihaider3212 নিজের জাতির প্রতি করূণা করুন । সমগ্র মুসলিম বিশ্বের অবস্থা কি চোখে অড়ে না??

    • @blackholedmc
      @blackholedmc 2 роки тому +5

      আসিফ স্কলার???? কি বলেন এসব? ওর এলাকায় খোজ নেন৷ আসিফ স্কলার হলে পিনাকি কে কি বলবেন?

    • @farnazzaidi727
      @farnazzaidi727 2 роки тому +8

      মুসলিম বিদ্বেষী আসিফ মহিউদ্দিন জার্মানিতে রিফুজি ভিসায় আছে জানিস?

  • @nabinbairagi
    @nabinbairagi Рік тому

    বাংলাদেশের মুসলিমরা মন থেকে মুসলিম নয়. লোভে মুসলিম। মন থেকে না মানলে তাদের কি মুসলিম বলা যায় ?

  • @smartworking7035
    @smartworking7035 2 роки тому +3

    Sonaton darmo only teach you to worship universal creator.

    • @apostate9397
      @apostate9397 Рік тому

      ua-cam.com/users/shorts2jU3kYe1bJM?feature=share

  • @kamrunnesa5147
    @kamrunnesa5147 Рік тому

    Salimulla khan banglar ganer prodip. Dirghojibi houn.