সহায়তা পেয়েও টাকা দিতে পারছে না দুর্বল ব্যাংক | Bank News | Financial Crisis | Channel 24

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 120

  • @bahauddinmolla2557
    @bahauddinmolla2557 15 годин тому +18

    ন্যাশনাল ব্যাংক 5000 টাকা করে দিতেছে আজকে তিন মাস আগের রেমিটেন্স পাঠাইছি এখনো টাকা তুলতে পারি না তিন লক্ষ টাকা থেকে 5000 করে দিলে কয় মাস লাগবে আমার এই টাকা উঠাইতে

    • @kongkaalgamingshorts508
      @kongkaalgamingshorts508 10 годин тому

      😂😂😂
      স্বাধীনতা উপভোগ করেন

    • @tayebtaher1566
      @tayebtaher1566 9 годин тому

      দিবে

    • @sahelahmed2001
      @sahelahmed2001 8 годин тому

      হাসিনা সরকার এত বছর যে টাকা গুলো নষ্ট করেছে আর কি পরিমান দুর্নীতি হয়েছে এর হিসেব কে করবে?​@@kongkaalgamingshorts508

  • @pavelbarua7650
    @pavelbarua7650 11 годин тому +4

    টাকা কিভাবে দিবে? বাংলাদেশ ব্যাংক থেকে টাকা দুর্বল ব্যাংকগুলোতে এখনো পৌঁছায়নি।

  • @MahmudurRahman-p5d
    @MahmudurRahman-p5d 13 годин тому +3

    আলহামদুলিল্লাহ, FSIB থেকে আজকে আমি ৫০০০০ ৳, উনারা অনেক চেষ্টা করতেছে।

  • @gmmamun7315
    @gmmamun7315 10 годин тому +4

    হাজার নয় লক্ষ কোটি টাকা ছাপিয়ে দিলেও দুর্বল ব্যাংক গুলো আর কখনো মানুষের মনে জায়গা পাবে না।

    • @IrfanAli-bz6if
      @IrfanAli-bz6if 10 годин тому

      Parba, system jana lagba. Ai governor pagla

  • @mahabubhossen8202
    @mahabubhossen8202 15 годин тому +6

    ব্যংকগুলোর টাকা না থাকলে Cost cutting হিসেবে ব্রাঞ্চ কমায় না কেন?
    লুটপাটে অংশ নেয়া ব্যংক বেতন দিয়ে আর ফুটানী করেই গ্রাহকের টাকা শেষ করে ফেলবে, এদের যত এক্সট্রা টকাই দেয়া হোক, এরা টিকবে না।

    • @joyji1in
      @joyji1in 10 годин тому

      kar kotha k shune GIB te cash e 4 Jon kaj nay boshay rakche 5k dite

  • @alaminahmed-bm4tu
    @alaminahmed-bm4tu 13 годин тому +2

    আমি একজন গ্রাহক সোশ্যাল ইসলামী ব্যাংকের আমি ব্যাংকে গিয়েছিলাম আমাকে এক টাকাও দেয় নাই

  • @hnsShamim
    @hnsShamim 15 годин тому +3

    আজকে ইউনিয়ন ব্যাংকে যাওয়ার পর বলতেছে উনারা এখনো মিটিং-ই করে নাই।
    তারপর ৫ হাজার টাকার চেক নিয়ে বললো ৫ দিন পর আসার জন্য।

  • @dr.smabunayem2940
    @dr.smabunayem2940 11 годин тому +4

    এই ব্যাংকগুলো জীবনে উঠে দাঁড়াতে পারবে না।

  • @fredombanglatravel1877
    @fredombanglatravel1877 13 годин тому +2

    গ্রাহকের আস্তা না ফিরলে
    টাকা জমা না রাখলে লেনদেন না করলে
    কখনোই ব্যাংকের অবস্থা স্বাভাবিক হবে না।

  • @tarikullahbahar4398
    @tarikullahbahar4398 12 годин тому +3

    Union Bank, National bank এখনো টাকা দিচ্ছে না

  • @SaidulIslam-fp6pv
    @SaidulIslam-fp6pv 10 годин тому +1

    ইউনিয়ন ব্যাংক এখনো টাকা দিচ্ছে না। আগষ্ট থেকে আমি এক টাকা ও তুলিনি। তারপর ও তারা পনের হাজার টাকার চেক নিয়ে আমাকে ২০ দিন ধরে ঘুরাচ্ছে। কি যে অবস্থা।

  • @mdmamunh6905
    @mdmamunh6905 15 годин тому +6

    সবাই এক সাথে টাকা চাইলে ব্যাংক কিভাবে এত গ্রাহক কে এক সাথে দিবে

  • @shahalam-vv7vs
    @shahalam-vv7vs 15 годин тому +3

    আজকে ফার্স্ট সিকুউরিটি ব্যাংক থেকে 40,000/= তুললাম, কিন্ত পাচ লক্ষ টাকার এফ ডি আর ভাঙ্গার পর দুই কিস্তির মাধ্যমে দেয়ার কথা বলেছেন।

  • @eliachmahmud2123
    @eliachmahmud2123 12 годин тому +1

    ফাস্টসিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে আজকে ১০ হাজার টাকা তুললাম

  • @arifislam-gq4cf
    @arifislam-gq4cf 9 годин тому +1

    কখনই টাকা দিতে পারবেনা, সুযোগ পেলেই আমানতকারীরা সমস্ত আমানত উত্তোলন করবে।

  • @riyadchowdhury8109
    @riyadchowdhury8109 10 годин тому +1

    মৃত ব্যাংক কে কয়বার জীবিত করবেন।
    টাকা পাচ্ছি না অনেক ব্যাংক থেকে

  • @MehediHasan-ci1ir
    @MehediHasan-ci1ir 16 годин тому +15

    লাভ নেই, গ্রাহকের টাকা দিয়ে ৮-১০ টি ব্যাংক বন্ধ করে দিন, এতো
    ব্যাংকের দরকার নেই।

    • @rokonuddin9871
      @rokonuddin9871 16 годин тому

      8/10 টি ব্যাংকে মানুষের যে লক্ষ লক্ষ টাকা আছে ঐ টাকা কি তোর বাপে দিবে। না যেনে অশিক্ষিত লোকের মতো কথা বললে কি লাভ। একটা ব্যাংক ও যদি বন্ধ হয়। তাহলে কোন ব্যাংকে মানুষ টাকা রাখবে না। এবং ব্যাংকে টাকা দিবেনা। তা হলে দেশের কি অবস্থা হবে একটু চিন্তা করেন

    • @sanjidayesmin2107
      @sanjidayesmin2107 13 годин тому

      apni governor holei paren

    • @mostmonakka77khatun38
      @mostmonakka77khatun38 11 годин тому +1

      National bank a gele tk deyna bole 5k 10k order ache plm hobe nan tan

  • @jahanarakalam-gr9bh
    @jahanarakalam-gr9bh 10 годин тому +2

    ছাপানোর পর টাকা কোথায় গেলো গ্ৰাহক, টাকা পায় না কে

  • @AliahammedAliahammed-n1j
    @AliahammedAliahammed-n1j 15 годин тому +8

    চাহিদা অনুযায়ী টাকা না পেলে ব্যাংকের প্রতি আস্থা ফিরবে না

  • @shahadathosen430
    @shahadathosen430 16 годин тому +3

    দিনে দিনে সচল হবেনা সেটা বুঝায় যায়।কিছু দিন সময় লাগবেই

  • @sahedhossain74
    @sahedhossain74 11 годин тому +1

    ইউনিয়ন ব্যাংক টাকা তুলতে গেলে জানায় যে ১৬০০ চেক জমা আছে এগুলি শেষ হলে তারপর দিবে কি এক অবস্থার মধ্যে আছি

    • @joyji1in
      @joyji1in 10 годин тому

      protest suru koren

  • @ibrahimmediabd6174
    @ibrahimmediabd6174 12 годин тому +1

    পদ্মা ব্যাংকেও টাকা দিচ্ছে না গ্রাহককে

  • @zafarahammed3344
    @zafarahammed3344 10 годин тому +1

    যে ব্যাংক গুলো জেনে বুঝে চুরি করেছে ঋন দিয়েছে খেলাপিদের গ্রাহকদের টাকা গুলো দিয়ে ঐ সকল ব্যাংক গুলো বন্ধ করে দেওয়া উচিত

  • @RajibSomodder
    @RajibSomodder 11 годин тому +2

    ২২হাজার কোটি টাকা।ছাপানোর পরেও বল।ব্যাংকে টাকা নাই।এত টাকা গেল কোথায়

    • @meo2022meo
      @meo2022meo 7 годин тому

      সৱকাৱেৱ কাছে প্ৰশনো
      শৱিয়া ভিত্যিক ব্যাংকগুলো থেকে সৱকাৱ পতনেৱ দিন প্ৰৰ্যনত যে যত টাকা চাইতো তুলতে পাৱত ।কোন টাকাৱ ঘাৰ্তি তো ছিলনা।
      নতুন সৱকাৱ আসাৱ পৱ আগেৱ পৱিচালনা পৱিশদ ভেংগে সাভাবিগ লেন দেন বনধ কৱে টাকা গুলো কে সৱালো কাৱা ভাগাভাগি কৱে নিল ???।এখন একহাজাৱ কোটি টাকা ঋন নিছে তো গভৰ্নৱ সহ অন্যানোৱা ভাগা ভাগি কৱে লুটে পুটে অখায়াৱ জন্য নাকি । সৱকাৱ পতনেৱ পৱ ও 26হাজাৱ কোটি টাকা এস আলমেৱ ও তাৱ পৱিবাৱেৱ ব্যাংক একাউনটে ছিল সে টাকা দিয়ে তাৱল্য সংকট কাটানো হলোনা কেন??দেশে এস আলম সহ তাৱ পৱিবাৱেৱ ব্যবসা প্ৰঠিসঠানে কয়েক হাজাৱ কোটি টাকাৱ সমপদ আছে সেগুলো ভাভাগি কৱা হচছে নিয়ছে বৰ্তমান দায়িত্যে থাকা ৱাঘব বোয়ালেৱা ।সৱকাৱ কি চাইছে কয়েকজন সাধাৱন গ্ৰাহক কে দুচাৱ হাজাৱ বা লাখ টাকা কৱে দিবে আৱ অন্য সকল প্ৰবাশেৱ এবং দেশেৱ বৱ আমানত কাৱিদেৱ টাকা মেৱে দেবে???এই জন্যই কি এত আবল তাবল একেক সময় একেক কথা বিবৃতি দিয়ে নাটক সাজাচজে ব্যংক গভৰ্নৱ।কখনও ব্যাংক দেওলিয়াৱ কথা কখন ব্যংক মাৰ্জ কৱাৱ কথা কখনও এস আলমেৱ একাউনট ব্যবসা প্ৰতিসঠান বাজয়াপত কৱা হয়েছে তা দিয়ে দ্ৰত তাৱল্য সংকট কাটানোৱ কথা । আৱ এখন শুদ কৱে অন্য ব্যংক থেকে হাজাৱ কোটি ঋনকৱে যে টাকা নেয়া হয়েছে । বলছি এই টাকা গ্ৰাহককে দেয়া হবেতো??বৰ্তমান ব্যংক গভৰ্নৱ
      ভোন😮ড প্ৰতাৱক সুবিধা বাদি সুদ খোৱ। চক্ৰানত কৱে সুকৌশলে শৱিয়া ভিত্যিক ব্যাংক নিয়ে গ্ৰাহককে হতাশ কৱাৱ যথেষঠ নিৱাশ জনক মনতব্য কৱে মিডিয়াৱ সামনে নিজেকে উপসথাপন কৱেছেন ।উনি যে অযগ্য তা বাংলাৱ মানুষ এ কয় দিনে বুঝে গেছে । কি কৱে বাংলাদেশব্যংকে গভৰ্নৱ পদে তাকে দায়িত্য দেয়া হল যাৱ কথায় কোন সত্যতা নেই। কথা কাজে মিল নেই
      উনি কৌশলে শৱিয়াভীত্যিক ব্যংক গুলো ধংশ কৱে সুদ ভিত্যিক ব্যংক গুলোই গ্ৰাহকেৱ আসহথা ফেৱানোৱ চেষশটা কৱছেন। গভৰ্নৱেৱ পদত্যাগ চাই

  • @MirajHossain-wq8dq
    @MirajHossain-wq8dq 15 годин тому +6

    এই ভাবে নিউজ করলে ব্যাংক তো দেউলিয়া হবেই

  • @fatimajannatfatiha11
    @fatimajannatfatiha11 13 годин тому +1

    কিছু গড়িমসি করছে - লুকাচ্ছে অনেক কিছু। এসব ব্যাংকগুলোকে বন্ধ করে দেয়া দরকার।

  • @devdasparu2730
    @devdasparu2730 16 годин тому +4

    আমার টাকা যখন চাইবো তখন দিতে বাধ্য থাকিবে তা না নিজের টাকা জমা রেখে ভিক্ষুক্ষের মত চাওয়া লাগে

  • @suklamojumder2015
    @suklamojumder2015 8 годин тому

    ধৈর্য্য ধরতে হবে সব ঠিক হয়ে যাবে। শুধু তুলতে গেলে হবেনা জমাও দিতে হবে।

  • @ibrahimmediabd6174
    @ibrahimmediabd6174 12 годин тому +1

    গ্রাহক টাকা পাবে কি করে আগে ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা টাকা উঠাক পরে যা থাকবে সেটা গ্রাহকরা পাবে

  • @sayeed46
    @sayeed46 15 годин тому +2

    আজ ইউনিয়ন ব্যাংক টাকা দেয় নাই।

  • @EagerDirtBike-hr7my
    @EagerDirtBike-hr7my 12 годин тому +1

    এখানে যে টাকাগুলি বরাদ্দ করা হয়েছে, এসব টাকা ম্যানেজার কর্মচারীদের বেতন শেষ হয়ে যাবে। গ্রাহকদেরকে পাঁচ হাজার দশ হাজার টাকা করে ১০-১৫ দিন দিবে তারপরে বলবে টাকা শেষ, তার চাইতে এ সকল ব্যাংক বন্ধ করে গ্রাহকদের টাকা সরাসরি ব্যাংকের মাধ্যমে দিবার জন্য আবেদন জানাচ্ছি। সকলে একসাথে এই কমেন্টগুলি দেন

  • @sonjits5662
    @sonjits5662 16 годин тому +3

    সহায়তা পেয়ে ও ব্যাংক কেন গ্রাহকের চাহিদা মেটাতে পারছে না তাহলে সহায়তা দিয়ে গ্রাহকের কি লাভ হলো

    • @selimmollah2870
      @selimmollah2870 15 годин тому

      কিছু সময় দিতে হবে ওদের

  • @MatiurRahmanHira
    @MatiurRahmanHira 13 годин тому

    সরকারি ব্যাংক এ ভাল আজকেও ১লাখ ৪৫ হাজার তুল্লাম😂😂😂

  • @mahfujforazi1148
    @mahfujforazi1148 15 годин тому +1

    টাকা দিচ্ছে তো রামগঞ্জ শাখা থেকে এক লক্ষ টাকা তুলছি

  • @didaruldidarul4900
    @didaruldidarul4900 13 годин тому +1

    তারা গ্রাহকের সাথে ভন্ডামি শুরু করছে গ্রাহকের টাকা চাইলে বলে 15 দিন পরে আসার জন্য এগুলা কি করে সম্ভব

  • @rahenrahenAhmed
    @rahenrahenAhmed 3 години тому

    Bank tek hobe insha allah

  • @nurulislamfaysal
    @nurulislamfaysal 11 годин тому +1

    গ্লোবাল ইসলামি থেকে টাকা তুলতে গেলে টাকা না দিয়ে ফেরত দেওয়া হয়। গর্ভনর এর কথার যদি এই অবস্থা হয় কোথায় যাব আমরা।

    • @joyji1in
      @joyji1in 10 годин тому

      kothar sathe kajer mil nay Ulta tk komay diche 1k eft Kore diche mashe 3k kore 9k pawa jeto korche ekon 3 k harami gulo message ki pelo system ki banayche

  • @HarunHarun-e5e
    @HarunHarun-e5e 16 годин тому

    বাংলাদেশ কমাস বাংকের তেকে আজকে দুই হাজার টাকা দিয়েছি

  • @MdAminulIslam-wy4wu
    @MdAminulIslam-wy4wu 16 годин тому +2

    ব্যাংকগুলো নাটক শুরু করছে আগে গ্রাহকের চাহিদা পূরণ করো পরে চিন্তাভাবনা

  • @MDNihca
    @MDNihca 9 годин тому

    এই সব ব্যাংক কে বয়কট করা হোক

  • @snsohan86
    @snsohan86 9 годин тому

    ২২ হাজার কোটি টাকা কোথায় গেলো😢

  • @mdrashed1019
    @mdrashed1019 5 годин тому

    হুটহাট সবাই টাকা তুলে ফেল্লে ব্যাংক আবার দুর্বল হয়ে পড়বে,তাই গড়িমসি করছে,বিষয়টা ইতিবাছক ভাবে নিয়ে সবাই একটু ধৈর্য ধরা দরকার কারন ব্যাংক সচল থাকলে সবার টাকা আজ নাহয় কাল অবশ্যই ফেরত পাবেন,আর ব্যাংক স্বাভাবিক হলে ত আর টাকা তোলাও লাগবেনা।

  • @FaizAhmed-u8p
    @FaizAhmed-u8p 13 годин тому

    Amr account e joma hoyce 20000+ r account e aca 1444 ata kmn holo bujlm na r tk o tulte parci nah

  • @prio6_4_68
    @prio6_4_68 15 годин тому +2

    এই বাংক গুলোকে এখন যা টাকা দিবে সবি খেয়ে পেলবে..

  • @md.mosharrafhossain2963
    @md.mosharrafhossain2963 12 годин тому

    আস্তে আস্তে হবে।

  • @md.mahmudulhassan4320
    @md.mahmudulhassan4320 11 годин тому

    First security Bank e 10000/- পাইছি
    আমার চাহিদা ছিল ৫০০০০/
    এটা টংগী কলেজ গেট শাখায়।

  • @Nazrul-n8s
    @Nazrul-n8s 11 годин тому

    আজকে জিআাইবি ব্যন্কে টাকা তুলতে গেলে টাকা না দিয়ে ফেরত দেওয়া হয়।

    • @joyji1in
      @joyji1in 10 годин тому

      5000 diye patay diche eft 3000 chilo mashe 3 bar ajke deki 1000 Kore diche

  • @MdnajimMdnajim-o5d
    @MdnajimMdnajim-o5d 12 годин тому

    কয়েক দিন তো সময় লাগবে ৪ মাসের জামেলা এক দিনে শেষ হব

  • @SopnerBangladeshBD
    @SopnerBangladeshBD 8 годин тому

    বাংলাদেশ ব্যাংকের তদন্ত করে দেখা উচিত টাকা পাচারের নতুন ধান্দা কিনা?

  • @খলিলুর
    @খলিলুর 14 годин тому

    আরাে টাকা ছাপানাে হুক, এই টাকায় গ্রাহকের আস্তা আসবেনা

  • @subrotoroy9255
    @subrotoroy9255 11 годин тому

    Governor customer der pacha mere dise.

  • @minaakter4107
    @minaakter4107 15 годин тому

    SIBL Bank teke taka tulte partechi na.

  • @SagarChandrasarkar-z2o
    @SagarChandrasarkar-z2o 12 годин тому

    Ajka Baluka head brance thaka ga joto caica tai Decca .kauka akto Kon dessa

  • @JSFDream
    @JSFDream 10 годин тому

    নতুন করে যে টাকা আছে আপনি দেওয়া হল এই টাকা কোথায়

  • @ArifulIslamCtg.
    @ArifulIslamCtg. 16 годин тому +16

    পাগলা সাংবাদিক৷ টাকা দিল মাত্র গত বৃহস্পতিবার৷ সময় তো লাগবে শাখা পর্যায়ে টাকা পৌছাতে৷ এত নিউজ থাকতে ব্যাংকের পিছনে কেন যে লেগে আছেন বুঝতেছি না৷ গত ১৫ বছর কোথায় ছিলেন

    • @CSE-y3q
      @CSE-y3q 16 годин тому

      Tor prob ki ? Banklig naki

    • @MD.ROBINY
      @MD.ROBINY 16 годин тому +1

      Government keno bobblo 😂😂😂😂

    • @mdrocky3466
      @mdrocky3466 15 годин тому

      তর মার ভিতরে আছিলো
      মানুষের টাকা নিয়া মজা লইতাছে আর তুই কছ ব্যাংক লইয়া পইরা রইছে
      তর মারে লইয়া পইরা থাকবো

    • @Aboltabol-e9p
      @Aboltabol-e9p 15 годин тому +1

      এই চ্যানেল এর মালিক একে আজাদ। উনি আবার শাহজালাল ইসলামী ব্যাংকের মালিক।

    • @kamrojjaman1021
      @kamrojjaman1021 13 годин тому

      ১৫ বছর টাকা পাচার হলে গ্রাহকরা খালি হাতে ফিরে নাই।
      নিজেরা জনগণের টাকা পাচার করতে সহায়তা করে সাংবাদিককে দোষ দিচ্ছেন কেন?

  • @MasudParvez-bb3un
    @MasudParvez-bb3un 10 годин тому

    public r taka rakbena atai savabik. asta harale ta fire pawa kotin.

  • @NurHossain-p4u
    @NurHossain-p4u 14 годин тому

    আমি টাকার জন্য গিয়েছিলাম।বলে। আগামী মাসে। এভাবে চার মাস ছলে গেছে। স্যোশাল।ইসলামি ব্যাংক।পোদ্দার বাজার শাখা

  • @allforyou4433
    @allforyou4433 11 годин тому

    যাদের ব্যাংক সম্পর্কে জ্ঞান নেই তাদের ব্যাংকিং নিয়ে রিপোর্ট করা ঠিক না। রাতারাতি একদিনেই ঠিক হয়ে যাবে? ১৫ দিন যেতে দিন। তারপর রিপোর্ট করুন।

  • @didaruldidarul4900
    @didaruldidarul4900 13 годин тому

    কোন দিলি তিন মাস যাবত কোন টাকাই পাই নাই এখনো দিচ্ছিস না

  • @msizituprodhan4402
    @msizituprodhan4402 16 годин тому +1

    ব্যাংকে টাকা রাখবেন না।

  • @johirulmd698
    @johirulmd698 14 годин тому +2

    ন্যাশনাল ব্যাংকে এক টাকাও পাইনি আজ ১ তারিখ

    • @legendarycreationhouse4048
      @legendarycreationhouse4048 12 годин тому

      কোন ব্রাঞ্চে?

    • @johirulmd698
      @johirulmd698 57 хвилин тому

      @legendarycreationhouse4048 ঢাকা কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর

  • @yousohag
    @yousohag 15 годин тому

    Exim bank amar taka dichchena

  • @rctvvideo2077
    @rctvvideo2077 10 годин тому

    শেখ হাসিনা বিহীনী - পাচার আল্লাদের জয়

  • @ShowkatAliHasan
    @ShowkatAliHasan 14 годин тому

    মিথ্যা কথা বলছে কে-ব্যাংক না-কি গভর্নর !!!!

  • @sahedhossain74
    @sahedhossain74 11 годин тому

    নেড়া বেল তলে একবার যায়

  • @kamalhossain3591
    @kamalhossain3591 16 годин тому +1

    😢😮❤❤❤❤

  • @amitabhkarmaker2533
    @amitabhkarmaker2533 10 годин тому

    😂😂😂

  • @kamalhossain3591
    @kamalhossain3591 16 годин тому +1

    😅😅😅😅😅😅ho

  • @akashfaceoff22
    @akashfaceoff22 15 годин тому

    Oder motigoti md tk niye vagbe

  • @ArifRahman-k4b
    @ArifRahman-k4b 15 годин тому

    দুর্বল ব্যাংকগুলো বন্ধ করা হোক

  • @videoyoutube5640
    @videoyoutube5640 11 годин тому

    ফালতু কথা

  • @alinoor5039
    @alinoor5039 10 годин тому

    টাকা থাকবে কিভাবে আমাদের নেত্রী সব উন্নয়নে ব্যয় করেছেন।

  • @user-rj5ve5gx7earifrabbany
    @user-rj5ve5gx7earifrabbany 15 годин тому +3

    অধিকাংশ মানুষ কোন দরকার ছাড়া হোদাই টাকা তুলতাছে।

    • @sukhenmojumdar7368
      @sukhenmojumdar7368 15 годин тому +2

      আমার টাকা আমি তুলে নিব আপনার কি আপনার সমস্যা কোথায়।

  • @মুফতীশাহাদাতহুসাইনরহমানী

    মিথ্যা খবর প্রচার করেন কেন

  • @LonelessDepressed
    @LonelessDepressed 13 годин тому

    দূর্বল ব্যাংকগুলো সবল ব্যাংকের সাথে একিভূত করলে এর সমাধান সহজে হবে।তাছাড়া গ্রাহক'দের কোনোভাবে আস্থা ফেরানো সম্ভব নয়!

  • @pavelbarua7650
    @pavelbarua7650 11 годин тому

    নিউজ মিডিয়া একটা খবর পেলেই হল, তিলকে তাল করেই ছাড়বে

  • @NoorAlam-i1v
    @NoorAlam-i1v 13 годин тому

    ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়ন ব্যাংকে আজকে এক টাকাও দেয় নাই ব্যাংক কর্তৃপক্ষ সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ আশা করছি আপনারা একটু ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন ব্যাংকে যোগাযোগ করেন ❤❤❤❤

  • @raffatgaming
    @raffatgaming 13 годин тому

    এতো টাকা দেওয়া পরও,টাকা কোথায় যাচ্ছে?বাংলাদেশ ব্যাংকের খু্জ রাখা দরকার

  • @spikearif3416
    @spikearif3416 11 годин тому

    আগের টাকা দিতে পারিস না

  • @মুফতীশাহাদাতহুসাইনরহমানী

    মিথ্যা খবর প্রচার করেন কেন