পেনশন নিয়ে টেনশন । দেখে নিন কারা পেনশন পাবেন আর কারা পাবেন না

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 194

  • @MezanurRahman-w6c
    @MezanurRahman-w6c 5 місяців тому +27

    গতকাল শিক্ষা মন্ত্রী বললেন,,,২৫ সালের ১ জুলাইয়ের পর থেকে নতুন যোগদানকারী সর্বজনীন পেনশনের আওতায় আসবেন।।

  • @nil-5447
    @nil-5447 4 місяці тому +4

    আপনার ভিডিওটি খুব সুন্দর করে গোছানো ছিলো,অসংখ্য ধন্যবাদ আপনাকে❤️

  • @student500
    @student500 6 місяців тому +35

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বাংলাদেশ নির্বাচন কমিশন এইগুলো সংবিধিবদ্ধ সংস্থা নয় এইগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠান গুলোর কমিশন এর সদস্য বা কমিশনার এমনিতেই চাকরি জীবন শেষ করে এখানে আসেন। সুতরাং ওনাদের অবসরোত্তর পেনশন বা সুবিধা স্থগিত করে এখানে আসেন। আর কমিশন সচিবালয় আছে যা পুরোপুরি রাজস্ব কাঠামো ভুক্ত। যেমন: বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়। যা রাজস্ব খাতভুক্ত বেতন কাঠামো। ধন্যবাদ

  • @fantasydream675
    @fantasydream675 6 місяців тому +21

    অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার এ রকমের শিক্ষামুলক বক্তব্য প্রদান করার জন্য । ভবিষ্যত প্রজন্ম আপনার এ বক্তব্য থেকে অনেক কিছুই জানতে পারবে যা, তাদের ভবিষ্যত জীবনে অনেক ক্ষেত্রেই কাজে আসবে বলে আমি মনে করি ।

  • @kmmsaleh1199
    @kmmsaleh1199 6 місяців тому +1

    ডাক্তার ফী নিয়ে আয় করে তাদের পেনশন এর বাইরে রাখা হোক।

  • @atiqulislam-rg6zd
    @atiqulislam-rg6zd 6 місяців тому +3

    ধন্যবাদ অনেক কিছুই জানলাম এবং বুঝলাম।

  • @eshitajahan5038
    @eshitajahan5038 6 місяців тому +5

    ধন্যবাদ সুন্দর উপস্থাপন এর জন্য।

  • @Anowarshipu
    @Anowarshipu 6 місяців тому +3

    অনেক অনেক ধন্যবাদ ভাই এতো সুন্দর করে ক্লিয়ার করার জন্য।

  • @MinarKhan-v5x
    @MinarKhan-v5x 4 місяці тому

    অবশেষে নিঃশ্বাসে পানি আসলো ❤

  • @mdsorowar5945
    @mdsorowar5945 6 місяців тому +2

    খুবই ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ।

  • @mitalidatta8190
    @mitalidatta8190 5 місяців тому

    খুব সুন্দর ভিডিও। ধন্যবাদ ভাই।

  • @shamsulalam3884
    @shamsulalam3884 6 місяців тому +1

    Very informative indeed

  • @md.asaduzzaman6869
    @md.asaduzzaman6869 5 місяців тому +1

    খুব ভালো লেগেছে

  • @MdOhiduzzaman-v1c
    @MdOhiduzzaman-v1c 6 місяців тому +2

    ভিডিওটি খুবই ভালো লাগলো। তবে সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে কিছু বলা উচিত ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    • @successeducationcenter
      @successeducationcenter  6 місяців тому

      ধন্যবাদ মতামত প্রদানের জন্য। পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ

  • @MohammadHannan-ps2hc
    @MohammadHannan-ps2hc 6 місяців тому +2

    Good sir you description !

  • @chandonkumar3659
    @chandonkumar3659 6 місяців тому +1

    Clear holam onk dhonnobad vai

  • @ak0199-abhi
    @ak0199-abhi 5 місяців тому +1

    Ami somota te khulte chai amr conchoy khola asha jdi jachai kora dakha pore sonchoy a ki tk ferot pbo?

  • @AlamgirHossain-wf3th
    @AlamgirHossain-wf3th 6 місяців тому +6

    আরো একটা বিষয় স্পষ্ট হওয়া খুবই জরুরী। যারা পহেলা জুলাই 2024 সালের পূর্বে চাকরিতে যোগদান করে পরবর্তীতে প্রমোশন বা আপগ্রেডেশন পাবে অথবা চাকরির ধারাবাহিকতা রক্ষা করে উচ্চতর পদে অথবা সমমান পদে অন্য কোন স্বশাসিত বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করবে তারা বর্তমান পেনশনের আওতায় থাকবে কিনা?

  • @msrjohura2434
    @msrjohura2434 5 місяців тому +1

    Right eta kemon kotha

  • @saifulshipon3691
    @saifulshipon3691 6 місяців тому +2

    অনেক অনেক ধন্যবাদ ❤❤❤❤

  • @binaroy8531
    @binaroy8531 6 місяців тому +14

    এখানে এমপিওভুক্ত শিক্ষকগণ এ সার্বজনীন পেনশনের আওতায় আসবে কিনা তা উল্লেখ করেন নি।

  • @kabirsarker6136
    @kabirsarker6136 4 місяці тому

    খাদ্য মন্ত্রণালে চাকরিতে কি পেনশেন পাবে কি না

  • @SamaSama-sl4fh
    @SamaSama-sl4fh 6 місяців тому +5

    যারা পেনশন পাবেন না তাদের কি কি সুবিধা দিবে এটা নিয়ে একটা ভিডিও দিবেন প্লিজ

  • @asibuddin-x4b
    @asibuddin-x4b 4 місяці тому

    ভাইয়া বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট রাজস্ব খাত ভুক্তে ১লা ২০২৪ এর পর থেকে জয়েন দেওয়ার পর পেনশন পাওয়া যাবে।

  • @smhumaunkabir6124
    @smhumaunkabir6124 6 місяців тому +1

    As far as the ordinance implies,it"s not mandatory for mpo teachers to be brought under the universal pention scheme......

  • @KaziAshrafurRahman
    @KaziAshrafurRahman 6 місяців тому +9

    পেনসনের নামে উঠানো টাকা ১০ বছর পর হদিস থাকবে তো?
    এখন চার দিকে ব্যাংক থেকে টাকা লোপাটের খবর শোনা যায়।
    এই জমানো টাকা বিদেশে পাচার হবে না তো?

  • @mdmonwarhossainjony4783
    @mdmonwarhossainjony4783 6 місяців тому +5

    ধন্যবাদ

  • @Allover-j7w
    @Allover-j7w 6 місяців тому

    Well done! Did everything step by step and launched the bot yesterday. When I can withdraw my ETH?

  • @ronjuhabib544
    @ronjuhabib544 6 місяців тому +2

    thanks,❤

  • @rifatislamtasin29
    @rifatislamtasin29 5 місяців тому

    ভাইয়া, সেনাবাহিনীতে চাকরিজিবীরা কি পেনশন পাবেন?

  • @Prabashi0098
    @Prabashi0098 5 місяців тому

    ভাইয়া সমতা স্কিম পেনশনের নিবন্ধন বাতিলের কোন নিয়ম আছে কি জানাবেন প্লিজ

  • @afrinmim-tc3ln
    @afrinmim-tc3ln 6 місяців тому +1

    পেনশন সুবিধা বহাল থাক আর বৃত্তি পরিক্ষা উঠে যাক।কারণ গরিবের সন্তান বৃত্তি পেলে দেশে অর্থ সংকট দেখা দিতে পারে।

  • @faridabegum9123
    @faridabegum9123 6 місяців тому +7

    সরকারি প্রাইমারি শিক্ষক গণ অবশ্যই পেনশান পাবেন। এটা অধিদপ্তরের অধীন। সরকারি প্রাইমারি স্কুলে আয়ের কোনো খাত নেই। বেতন বা কোনো টাকা শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হয় না।তাই তারা পেনশান পাবে।

    • @RezaulHossain-f1d
      @RezaulHossain-f1d 6 місяців тому

      আপনি তো অধিদপ্তরের অধিনে জব করেন আপনি তো আর সরাসরি রাজস্ব খাতে না। তাই পেনশন আপনি পাইলেও ২৪ সালের জুলাই মাসে প্রাইমারি যোগাযোগ দান করবে তারা ইনশাআল্লাহ পাবেনা।

    • @dipaakther435
      @dipaakther435 5 місяців тому

      apu nursing a jara job kore tara pabe?

  • @aminakhatun-f5m
    @aminakhatun-f5m 6 місяців тому

    আসসালামুয়ালাইকুম ভাইয়া,এক কালিন যে ৪০/ ৫০ লাখ টাকা পাইতো এমপিও প্রতিষ্ঠান গুলা
    তারা কি এই টা পাবোনা

  • @ইসলামিয়াচ্যানেল-প৬প

    আসসালামু আলাইকুম ভাইয়া আামার চাকরি ২০২৪ এর ৬ মাসের ৫ তারিখ চাকরি হয়েছে কিন্তু আমার বিল হয় নাই আমি কি পেনশন পাবো

  • @kawserrahman378
    @kawserrahman378 5 місяців тому

    প্রাণী সম্পদ মন্তণালয় কি পেনশন সুবিধা আছে ??

  • @asmiranu
    @asmiranu 6 місяців тому +1

    PDP4 theke jara salary pai tara ki pabe?

  • @kornoroy3475
    @kornoroy3475 5 місяців тому

    Probashi Kalyan Bank pension pabo ki amra?

  • @anarulIslam-f3m
    @anarulIslam-f3m 5 місяців тому

    আচ্ছা রাষ্ট্র মন্ত্রণালয় চাকরি গুলো কি কি?

  • @mamunmahmud7343
    @mamunmahmud7343 6 місяців тому +2

    স্যার আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি। পরবর্তী ভিডিওতে এই সর্বজনীন পেনশন স্কীমের সুবিধা অসুবিধা গুলো কি কি, তা আলোচনা করলে উপকৃত হতাম। সর্বজনীন পেনশন স্কীমগুলো নিয়ে ধোঁয়াশার মধ্যে আছি

  • @rumanrubel2110
    @rumanrubel2110 5 місяців тому

    আচ্ছা যারা পহেলা জুলাই ২০২৪ তারিখেযোগদান করেছে তারা কি পেনশন পাবে

  • @mdjoynalabedin436
    @mdjoynalabedin436 5 місяців тому

    ১লা জুলাই, ২০২৪ এর পূর্বে যারা সিটি কর্পোরেশনে নিয়োগ প্রাপ্ত তারা কি পেনশন পাবে?

  • @GWSHOHAN
    @GWSHOHAN 5 місяців тому

    সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে যারা চাকরি পাবে তাঁরা কি পেনশন পাবেন?

  • @KamalUddin-vu4ml
    @KamalUddin-vu4ml 5 місяців тому +2

    যারা পুরান তারা পেনশন পাবে তো আমার মনে হয় না পাঁচ ছয় বৎসর পরে আবার যদি নতুন নিয়ম হয় এটা বাংলাদেশ নয় ওনেক দেশে হয়েছে এ নিয়ম মানুষ অনেক আশায় থাকে আল্লাহ মাবুদ জানেন কখন কি হবে

  • @sayedatamanna1978
    @sayedatamanna1978 6 місяців тому +3

    Ami primary 2nd dhap thake job payeci..amra ki Pabo??

    • @shirinsultana1352
      @shirinsultana1352 6 місяців тому +1

      পাবেন ইনশাআল্লাহ

  • @MuniraMim-x9j
    @MuniraMim-x9j 6 місяців тому +1

    যারা ২য় ধাপে ২০ জুনে প্রাইমারিতে প্রাক-প্রাথমিকে নিয়োগ পাবেন তারা কি পেনশন পাবেন, তারা তো পিবিজির অধীনে, আশা করি উত্তর দিবেন।

  • @AnsarMondol-x4k
    @AnsarMondol-x4k 6 місяців тому +2

    পেনশন বন্ধ করা উচিত।

  • @FU122-b4k
    @FU122-b4k 6 місяців тому +5

    বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ব্যবসা বাণিজ্য রয়েছে। তাহলে তাঁরা কেন পেনশন পাবেন?

  • @mstjebunnesa6460
    @mstjebunnesa6460 6 місяців тому

    মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গত পেনশন সুবিধা পাবেন কী? বুঝতে পারলাম না।

  • @CSTalukder-qy1en
    @CSTalukder-qy1en 5 місяців тому

    স্যার,আমি হাই স্কুলে নৈশপ্রহরীতে চাকরি করে পেনশনে গেছি দুই বছরে বেশি হলো, এখন আপনার থেকে পরামর্শ ও সহযোগিতা কামনা করছি - পেনশনে গেলে কত বছরে পেনশনের টাকা পাবো? আমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলা হচ্ছে - আপনার সময় হলে - মেসেজ আসবে।তবুও আমি পরিস্কার হওয়ার জন্য, আপনার থেকে পরামর্শ অসহযোগিতা কামনা করছি।

  • @MDSWADHINISLAM-zs3km
    @MDSWADHINISLAM-zs3km 6 місяців тому

    Defence ar job jara kore tara ki pension pabe

  • @VivoY17s-vw7ke
    @VivoY17s-vw7ke 5 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mirhasmatalimirhasmatali5547
    @mirhasmatalimirhasmatali5547 5 місяців тому +1

    সোনালী ব্যাংক থেকে অবসরে যাওয়ার পর যে সকল কর্মকর্তাগন পেনশন পাননা, তারা এ পেনশন পাবে কিনা?

  • @mahadihassan987
    @mahadihassan987 6 місяців тому

    সরকারি মেডিকেল কলেজ পাবে কি ভাইয়া

  • @anitapaul957
    @anitapaul957 6 місяців тому +1

    amra jara primary te job kori tara paba ki?

  • @raselahmed96034
    @raselahmed96034 5 місяців тому

    বিসিএস ক্যাডাররা বা কলেজ হাইস্কুলের শিক্ষকরা / প্রাইমারীর শিক্ষকরা কি পেনশন পাবে?

  • @niltoru857
    @niltoru857 5 місяців тому

    বেসরকারি এম পি ও শিক্ষা প্রতিষ্ঠান গুলো কি পেনশন সুবিধা পাবেন? ২০২৪ ১ জুলাইয়ের পরে থেকে?

  • @msrjohura2434
    @msrjohura2434 5 місяців тому +2

    তাহলে সরাসরি চাকরি করে লাভ কি?

  • @HBmuslimtv
    @HBmuslimtv 5 місяців тому

    এমপি ভুক্ত স্কুল ও কলেজ পেনশন পাবে কি..?

  • @talukdersalauddin2876
    @talukdersalauddin2876 6 місяців тому +2

    Mpo ভুক্ত শিক্ষা প্রতিস্ঠানের কর্মকর্তা, কর্মচারীরা কি পাবে

  • @Hena-v7d
    @Hena-v7d 5 місяців тому

    Bangladesh police ki pabe penson

  • @OthiOthi-gw4yv
    @OthiOthi-gw4yv 6 місяців тому

    Primary viva result E pass korlen ki cakri Sure hobe? Naki abar medical unfit hole cakri cancel hobe bolben plj plj plj plj

  • @ismailhussain8030
    @ismailhussain8030 5 місяців тому

    যে টাকা জমা হবে। একটা পর্যায়ে গিয়া আসল টাকাটা পাব?

  • @AbdulMaleque-i4e
    @AbdulMaleque-i4e 6 місяців тому +1

    thank you

  • @anamulhoque6521
    @anamulhoque6521 5 місяців тому

    দাখিল মাদ্রাসায় চাকরি করলে কি পেনশন পাওয়া যাবে

  • @MdabdulManna-y3f
    @MdabdulManna-y3f 6 місяців тому +1

    ❤আমিএকটা ভিডিও দেখেছি সরকার নিজে সাধারণ জনগণের জন্য পেনশন খুলেছেন পাচশত জমা করলে সরকার পাচশত যোগ করবে ❤

  • @MamunurrashedBinreyazul514
    @MamunurrashedBinreyazul514 6 місяців тому

    রেলওয়ে তে পেনশন সুবিধা আছে?

  • @zahidulkabir3584
    @zahidulkabir3584 6 місяців тому +5

    আসসালামুয়ালিকুম ভাইয়া নিবন্ধন পর্যায়ে শিক্ষকরা কি পেনশন সুবিধার আওতায় আসবেন আপনাকে ধন্যবাদ এত সুন্দর ভিডিও উপস্থাপন করার জন্যদয়া করে ভাইয়া উত্তরটা দিবেন আপনাকে ধন্যবাদ

  • @gerajmunsigonj5470
    @gerajmunsigonj5470 5 місяців тому

    সব সরকারি চাকরি জিবী মানুষের পেনশন সুবিধা না দেয়ায় ভালো কারণ পেনশনের আশায় মানুষ লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে পেনশনের আশায় আর প্রকৃত ভালো শিক্ষিত মানুষের টাকা নেই চাকরি ও নেই

  • @mohammedmonir8688
    @mohammedmonir8688 6 місяців тому +3

    ১ জুলাই ২০২৫ এটার কথা দেখি বলেননি?

  • @farhanajannat1680
    @farhanajannat1680 5 місяців тому

    বীমা কোম্পানি স্টাফ কি পাবেন না?

  • @mstajmiraaktershila6676
    @mstajmiraaktershila6676 5 місяців тому

    Sorkari nerse gula ki pansion paban

  • @MdZillurRahmanBabul
    @MdZillurRahmanBabul 5 місяців тому

    সিটি কর্পোরেশন এর চাকরির পেনশন পাবে?

  • @SobitaRani-z4b
    @SobitaRani-z4b 6 місяців тому

    ২০১৯ সালের স্বাস্থ্য সেবায় আউটসোর্সিং এ আছি আমি কি পেনশন পাব

  • @RakibulHasan-gu5wu
    @RakibulHasan-gu5wu 6 місяців тому

    vai Probashi Kalyan bank ki penson pabe

  • @AminaNasrin-f5m
    @AminaNasrin-f5m 6 місяців тому

    Biman Bangladesh Airlines?

  • @abdulzabbar5029
    @abdulzabbar5029 6 місяців тому

    নিবন্ধনকৃত স্কুলের শিক্ষকরা কি এককালীন যে টাকা পেত সেটা কি আর পাবে

  • @anowaraanuanu654
    @anowaraanuanu654 6 місяців тому +3

    স্যার প্রাইমারির ৩য় ধাপের রেজাল্ট কি ৬ মাস পরে দিবে নাকি আগে দেয়ার সম্ভবনা আছে?? জানালে উপকিত হতো।

  • @imranferdous91
    @imranferdous91 5 місяців тому

    ভাই কেও যদি ১লা জুলাই ২০২৪ আগে যোগদান করেছে। তবে ভবিষ্যতে যদি সে প্রোমোশন পায় তাহলে কি সে পেনশন পাবে ???

  • @jhhridoyhasan4591
    @jhhridoyhasan4591 5 місяців тому

    এম পি ও ভুক্ত প্রতিষ্ঠানে যারা চাকরি পাবেন, তারা কি পেনশন পাবেন?

    • @kawserrahman378
      @kawserrahman378 5 місяців тому

      না তারা সর্বজনীন পেনশনের আওতায় চলে যাবে

  • @AmirKhan-yu3ji
    @AmirKhan-yu3ji 6 місяців тому +1

    জারা পাইমারী ইস্কুলে দপ্তরী চাকরি করে তারা কি পাবেনা

  • @MdsuhailAhmed-hh2vq
    @MdsuhailAhmed-hh2vq 5 місяців тому

    ভাইয়া সমাজসেবা অধিদপ্তর এ কি পেনশন আছে যদি এখন জব করি তাহলে কি পাবো

  • @storyhome9741
    @storyhome9741 6 місяців тому

    সিজিএ অডিটররা কী পাবে?

  • @LovelyArcade-nb9jy
    @LovelyArcade-nb9jy 6 місяців тому +2

    ১ জুলাই ২০২৫ থেকেও যারা নতুন সরকারি চাকরিতে ডুকবে তারা নাকি পেনশন পাবে না,,,,,এটা কেন বললি না

    • @India-out---Bangladesh
      @India-out---Bangladesh 6 місяців тому

      প্রথমত আপনার ভাষা জ্ঞান খুবই দুর্বল এবং বেয়াদব প্রকৃতির মানুষ আপনি, যার ব্যবহার খুবই খারাপ। যেহেতু ২০২৪ সাল থেকে বাস্তবায়ন শুরু হবে সেখানে ২০২৫ সাল উল্লেখ করার প্রশ্নে আসে না। শুধু শুধু আপনার মূর্খতা প্রকাশ করলেন। ধন্যবাদ।

  • @abulfazal2231
    @abulfazal2231 6 місяців тому

    Thanks

  • @mdalamgirsheak9707
    @mdalamgirsheak9707 6 місяців тому

    সর্বজনিন পেনশন কি।

  • @tahsinatamanna72
    @tahsinatamanna72 6 місяців тому

    Primary teacher ra pension pabe??

  • @NazrulIslam-kf6pe
    @NazrulIslam-kf6pe 6 місяців тому

    একেক সরকার আসে এক এক রকম নীতি প্রবিধি প্রণয়ন করেন আমার দীর্ঘ চাকরিজীবনের ইতিহাসে এটাই দেখেছি😢 এ সরকার যেটা করতে চাচ্ছে পরবর্তী সরকার এসে হয়তো এটা বাতিল বা সংশোধন করতে পারে-আর এটাই বাস্তবতা। যেমন সরকারি ব্যাংক ভালো চাকরির কাতারে স্টেট owned ব্যাঙ্কের চাকরি প্রথম। বৈধভাবে এ সমস্ত ব্যাংকের অফিসাররা যে সমস্ত সুবিধা ভোগ করেন সরকারি অনেক চাকরিতেই তা নাই,,।

    • @mohammedsalim7462
      @mohammedsalim7462 6 місяців тому

      বিগত ১৫/১৬ বছর ধরে সরকারতো বদলি হয়নি, আগামীতেও যে সরকার বদলি হবে এটার কোন নিশ্চয়তা কি আছে?

  • @mdshakilislam3312
    @mdshakilislam3312 6 місяців тому

    army te jara job kore ki pabe?

  • @sharminakhter5519
    @sharminakhter5519 6 місяців тому +3

    যারা প্রাইমারিতে প্রাক-প্রাথমিক জব করে তারা কি পেনশন পাবে?

    • @babuislam8657
      @babuislam8657 6 місяців тому

      Boka kisu buje na
      Hm pabe

    • @samsulalam9044
      @samsulalam9044 6 місяців тому +1

      যারা সরকারি চাকরিতে ২৪ঘনটা,দায়িত্ব পালনকরেন,তাদেরএমনআছেন,মাসের,১৫তারিখের,পরসংশারচলেনা,যারাভুকতোভুগি,তারা,বুঁজেন।

  • @J.R.Animation
    @J.R.Animation 6 місяців тому +1

    এমপিও কলেজ কি এককালীন টাকা পাবে?

    • @md.ramzanali1562
      @md.ramzanali1562 6 місяців тому

      সেইম কোয়েশ্সন।

  • @ohedurjamanjahid7014
    @ohedurjamanjahid7014 6 місяців тому

    আয়কর বিভাগের যে চলমান নিয়োগ রয়েছে,,সে বিষয়ে একটা ভিডিও বানান

  • @tajulislam2721
    @tajulislam2721 6 місяців тому +1

    সিভিল সার্জন স্বার্থ সহকারীএখানে কি পেনশন থাকবে না??

  • @storyhome9741
    @storyhome9741 6 місяців тому +1

    সেনাবাহিনী বা সামরিক প্রতিষ্ঠান ও তাদের অধীনের স্কুল ও কলেজের শিক্ষকরা কী পেনশন পাবে না?

  • @shamimhossain1480
    @shamimhossain1480 5 місяців тому

    Customs,Excise & Vat Commissionerate... এই প্রতিষ্ঠানে যারা জয়েন করবে ১ জুলাই ২০২৪ এর পর তারা কি পেনশন পাবে...@Success Education Center

  • @tajulislam2721
    @tajulislam2721 6 місяців тому

    Primary school a ki pabe??

  • @monirul835
    @monirul835 6 місяців тому +5

    ২০২৫ সা‌লে ১জুলাই পর থে‌কে সকল‌কে নতুন পেনশ‌নের আওতায় আনা হ‌বে। কথা টা স্কিপ ক‌রে গে‌লেন।

    • @chakmaAnu
      @chakmaAnu 5 місяців тому

      স‌ঠিক। মাননীয় শিক্ষা মন্ত্রীর গত ক‌য়েক‌দি‌নের বক্তব‌্যতে আপনার ক‌মেন্ট এর বক্তব্যের মিল খু‌জে পা‌চ্ছি

  • @MostAnjuBegum-g3x
    @MostAnjuBegum-g3x 6 місяців тому +2

    দেশের সব কিছু চাকরিজীবি দের দিয়ে দেওয়া যায়না

  • @AnabAkter
    @AnabAkter 6 місяців тому

    খাদ্য অধিদপ্তর জব করলে কি পেনশন পাওয়া যাবে

  • @BlackDragon-o5x
    @BlackDragon-o5x 5 місяців тому

    যারা সরকারি নার্স তারা কি পেনশন পাবে???