ভালো কথা এবং সুর মিলে যেমন সুন্দর গান সৃষ্টি হয় তেমনই আপনার সুন্দর উপস্থাপনা আর গাছ ও ফুল নতুনদের উৎসাহিত করবেই l খুব ভালো লাগলো l এ হলো বাগান করার সহজপাঠ 👍👍👍💚
অনেক ভিডিও দেখেছিলাম, বাগান করার। কিন্ত এতো সুন্দর উপস্থাপন শুনিনি তাই Subscribe করিনি। আপনার ভিডিও এবং উপস্থাপন এতো ভালো লাগল যে Subscribe না করে পারলাম না!!!
আমার ছাদ বাগান কেবল টগর আছে। এই ভিডিও দেখাও পর অন্য চারটি গাছ আমি লাগবো। একটাই সমস্যা ছাদে বেশি টব রাখার জায়গা নেই। টব arrangement এবং selection নিয়ে একটি ভিডিও হলে ভালো হয়। তবে এই ভিডিওতে কিছুটা আপনি আপনি আলোচনা করেছেন। খুবই ভালো লাগলো।
অসাধারণ বাগান আপনার। অনেক কিছু শিখতে পারি। চেষ্টা ও করি খুবই,কিন্তু কিছুতেই ভালো ফুল পাই না। বাড়িতেই kitchen compost থেকে সার করার পদ্ধতি আপনার থেকে শিখেছি। তাও ভালো ফুল পাচ্ছিনা। জবা, বেল,শিউলি,রঙ্গন, টাগর, অপরাজিতা আছে।
Darun laglo ai vdo ta...apni khub sundor bojhan...dada..ami jekhane thaki sekhane atel mati chara paoya jayna...tai bolchi...mati o balir vag ta ki rakom korbo...pls ans deben...
অনেক উপকার হলো।সারাবছর ফুল পাওয়া যাবে কম যত্নেই এমন কিছু গাছ সম্পর্কে জানতে চাচ্ছিলাম অনেক দিন থেকেই,ধন্যবাদ আপনার ভিডিও র জন্য। আচ্ছা,নয়নতারা আর অলকানন্দা কি সারাবছর ফুল দেয়?
প্রথমেই বলি, ব্যালকনিতে ফুলের বাগান করলে আশানুরূপ ফুল পাওয়া যায় না। ভালো ফুল পেতে গেলে ৭-৮ ঘন্টা রোদের দরকার লাগে। যাইহোক, গরমের জন্য জবা গাছে এমনিতেই এখন ফুল কম হয়। টেম্পারেচার একটু নরমাল হয়ে গেলে আবার ফুল পাবেন।
sab garden chere Raj garden e dekhi akhan.. gach thakuk na thakuk ekhanei gach dekhte bhalo lage... sundor uposthapona o shunte bhalo lage...poschim bongo sorkar er sossho surokha o man niyantran bibhag e chakri kori.. somosto rakam gacher samasto rakam osudh toiri o bikrir er licence amader doptor theke deoya hay... athocho gach er byapare Ami kichui Janina jodio sokh ache... apnar video dekhe chokh juriye Jay...
আসসালামু আলাইকুম,,, আমি নিশিতা বাংলাদেশ থেকে। আমি নতুন বাগানী দাদা। আপনার ভিডিও দেখেই সব শিখছি,অসাধারন আপনার সব ভিডিও,,,, এই সব ফুল গাছ গুলো কি বারান্দায় হবে?
দাদা আপনার ভিডিওগুলো আমার অনেক ভালোলাগে।A-Z ফলো করার চেষ্টা করি। একটা প্রশ্ন ছিলো- বাগানবিলাস এর ডাল থেকে চারা করছি,পাতা আসছে তবে কিছুদিন পরেই পাতাগুলো পুড়ে যাচ্ছে, করনীয় কি জানাবেন আশাকরি।
🙏dada, tobe swarno chapha gach ki vhabe korbo?ki ba tar porichorja,ki vhabe take bonssi kore chotor opor jatno kore rakbo .tar niye ekta video koren tahole upokrito hobo.
চেষ্টা করব। তবে তার আগে আপনি একটা কাজ করুন, আমার চ্যানেলে কাঠচাঁপা নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে, সেটি দেখে সেইমতো পরিচর্যা করুন। টবেই ফুটবে স্বর্ণচাঁপা
@RAJ Gardens দাদা আপনি কোন পেজ থেকে সার কিনেন লিংক দিলে বা জানালে খুব উপকার হতো।সারের অভাবে আমার গাছগুলোর যত্ন করতে পারছি না বললেই চলে। আমার বাগানবিলাস গাছে ফুল আসা শুরু করেছে। তাই খুব করে যত্ন করা দরকার। আপনার ভিডিও গুলোর ইনফরমেশনের মাধ্যমে যেনো প্রতিটি গাছপালা নতুন করে জীবন ফিরে পায়। গাছের পরিচর্যার জন্য ভিডিও দেখার চিন্তা করলে সর্বপ্রথম আপনার কথা মাথায় আসে। সর্বশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমার বাগানের জন্য প্রয়োজনীয় সার কিছু অনলাইন থেকে কিনি এবং বাড়ির কাছাকাছি দোকান থেকে। যেগুলো অনলাইনে কিনি তার লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সের নীচে আছে সেখান থেকে নিতে পারেন। আর বাগান বিলাসের জন্য বেশি সার প্রয়োগের দরকার হয় না ১৫-২০ দিন অন্তর একবার করে এক চা চামচ পটাশ সার প্রয়োগ করতে পারেন।
প্রথমেই বলি সুন্দর একটি ভিডিও। কোনো ভিডিওতে যদি সম্ভব হয় তাহলে আপনার সম্পূর্ণ টেরেস দয়া করে দেখাবেন। বুগানভিলিয়া আমার প্রিয় ফুল কিন্তু আমারটা ফুল দিচ্ছে না। যখন কিনেছিলাম তখন কিছু ফুল ছিল। কি করতে পারি?
আপনার যেমন ভাষ্য তেমনি গাছগুলি। এ কি আমরা পারি ? জতই চেষ্টা করি না। কেন ।আপনি ভালো থাকুন ঈশ্বর মঙ্গল করুন।আমি অনেক বড়ো বয়সে বয়স ৭৪ ।আমার বারান্দা উত্তর দিকে।তাই ঠাকুর নিয়ে থাকি দুটো ফুল দিয়ে পুজো করব টা আর আমার কপালে নেই।
dada apni jei gach gulor kotha bollen segulo ki healthy plant kinbo na ki sudhu chara kinbo from nursery want to buy as soon as possible pl reply your suggestions will help us
জবা ফুল হাইব্রিড, দেশী,ব্যাঙালোরএরকম নানা জাতের জবা ফুলের ছবির সঙ্গে নাম লিখে দিলে খুব উপকৃত হব।কারণ আমার কয়েক রকম জবা আছে কিন্তু কোনটা কোন জাতের বুঝতে পারি না।
আমি নতুন ছাদ বাগান করছি , আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগলো । অনেক দিন আগে থেকে বড়ো থোকা টগর আছে বর্ষা পরেই পাতা কালো হয়ে কুঁচকে সব পাতা পড়ে যায় গাছে কি করতে হবে বুঝতে পারি না
খুব ভালো লাগলো ভিডিওটা একটা প্রশ্ন ভিনিগার কি সাদাটা আর পরিমান যদি বলেন , আর একটা প্রশ্ন আমার ডবল টগরে কুঁড়ি আসছে একটু বড় হলেই পড়ে যাচ্ছে, আর রঙ্গন গাছে একবারই কয়েক থোকা ফুল হল আর কুঁড়ি বা ফুল কিছুই নেই , কি করলে আমার গাছগুলোতে আবার ফুল পাব যদি দয়া করে আমাকে জানান
Ai ful gachgulo ki balcony te hobe.r kathgolap, bash gach ki balconite Hoy .Amar balconite east facing sokal theke dupr obodhi rod thake .plz help me...
Dada, amer ma amer jonno ekta baganbilas gach kine niya asche, kintu bikreta amer ma ke khube kom boiyos er ekta baganbilas gach diya diche. Gach ta onek choto. Ami akhon ki korbo bujhte partache nah.apni akhon amai ektu bolen j kivabe ai chotto com boiyos er baganbilas gacher jotno korbo. Apni plz ektu bolun.
Dada amr akta question ache jodi ektu reply koren khub bhalo hoto...ami prosno chilo je star jasmine ba normal jasmine plant a ki snake attract hoy????amr terrace garden ache 3rd floor a ar pase akta bisal phaka jaiga amader ii ota bagan to ami ki jasmine ba star jasmine nischinte lagate pari apnar to ache ei gach ki apnar ki ghore konodin snake eseche ba esechilo ektu bolben....
কোনও ভাবেই কোনও ফুল সাপকে আকর্ষণ করে না। কারণ সাপের ঘ্রাণ শক্তি নেই। অনেক সময় গাছ ঝোপালো হলে গ্রামের দিকে কোনও ফুল গাছের গোড়ায় সাপ দেখতে পাওয়া যায়। তার মানে এই নয় যে ফুলের গন্ধ সাপ এসেছে। আপনি নির্ভয়ে লাগাতে পারেন।
এই গাছে ফুল হবে না, তা একেবারেই ঠিক নয়। তবে একটু সময় লাগবে। গাছ যদি একটু বড় হয়ে থাকে ডালগুলো এখন একবার করে ছেটে দিন আর গোড়ায় পটাশিয়ামযুক্ত খাবার দিন। তবে ভালো ফুল পাওয়ার জন্য নার্সারি থেকে গাছ সংগ্রহ করতে হবে। সেইগুলো কলমের গাছ হয় তাই ছোট গাছে সহজেই ফুল চলে আসে।
Sir amar kamini gach e ful khub e kom fote, patao kom, ami 15 din chara sorse khol pocha jol di, gach tir boyos 3 bochor , ki korle jakra hobe r ful phutbe, amar pronam neben.
ভালো কথা এবং সুর মিলে যেমন সুন্দর গান সৃষ্টি হয় তেমনই আপনার সুন্দর উপস্থাপনা আর গাছ ও ফুল নতুনদের উৎসাহিত করবেই l খুব ভালো লাগলো l এ হলো বাগান করার সহজপাঠ 👍👍👍💚
আর আপনার এই মন্তব্য হল আমার পথ চলার পাথেয়। ধন্যবাদ
A
Ekdom! Khub shundor uposthapona
@@rajgardens ue
কি দারুণ উপস্থাপনা! ❤
আপনার উপস্থাপনা সত্যিই খুব ভালো,,আপনার ভিডিও দেখলে অন্য কোন ভিডিও দেখতে ইচ্ছা করে না,,ভাল থাকবেন আর আমাদের ছাদ বাগানকে ভাল রাখবেন,,
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
আপনার বলার ভঙ্গিমা অপূর্ব দাদা ভাই , বলার ভাষা নেই । ভিডিও শুনতে দেখতে কখন সময় পেরিয়ে যায়, রোজ সময় করে দেখি , খুব ভালো লাগে । ভালো থাকবেন।
Apnar kotha bolar dharonta khub valo laglo.. Tai baro vedio dekheo bore hoini.. R somadhan gulo khub valo laglo. Obossoi proyog korbo.. 👍
অপূর্ব দাদাভাই অপূর্ব। মনে হচ্ছে গাছ গুলো সব নিয়ে চলে আসি।জয় ঠাকুর
Apnar rongon gacher tips darun. Khub upokrito holam. Khub valo v d o koren apni.
মন্তব্যের জন্য ধন্যবাদ
Khub sundor .onek kichhu jante parlam,amar ei gachh gulo achhe.
ধন্যবাদ। ভাল করে বাগান করুন।
Great উপস্থাপনা.👌. আর নেই মনে হয় 💯
অসংখ্য ধন্যবাদ
খুব ভালো লাগলো ধন্যবাদ
অসাধারণ প্রেজেন্টেশন
Apnar sob video khub sundor
Khub valo laglo dhanyabad
অনেক সহজ ও তথ্যবহুল উপস্থাপনা, অনেক দৃষ্টিনন্দন ফুল গাছগুলো
ধন্যবাদ
আপনার সব ভিডিও দেখি... আপনার উপস্থাপনা অসাধারণ... প্রত্যেকটা কমেন্টের উত্তর দেন যেটা খুব ভালো লাগে...
শুভকামনা রইলো বাংলাদেশ থেকে ❣
মন্তব্যের জন্য ধন্যবাদ
অনেক ভিডিও দেখেছিলাম, বাগান করার। কিন্ত এতো সুন্দর উপস্থাপন শুনিনি তাই Subscribe করিনি। আপনার ভিডিও এবং উপস্থাপন এতো ভালো লাগল যে Subscribe না করে পারলাম না!!!
আপনার উপস্থাপনা খুবই চমৎকার।অনেক ধন্যবাদ আপনাকে।
খুব ভালো বর্ণনা।
খুবই ভালো.....
আপনার আতি ভালো পরিবেশনের জন্য দেখি। আমার বাড়িতে যথেষ্ট ফুলফল গাছ আছে, কিন্তু আপনার কাছ থেকে নতুন কিছু পাওয়া থাকে। ভালো থাকবেন সবসময়।
ধন্যবাদ
Eto sundor speech ....otulonio❤️
ধন্যবাদ
খুব ভালো লাগলো আপনার উপস্থাপনা.. খুব দরকারী ভিডিও.. সাবস্ক্রাইব করলাম আর শেয়ার করলাম... ভালো থাকবেন
ধন্যবাদ
অসাধারণ অসাধারণ অসাধারণ।
এত মিস্টি ভাবে বলেন যে শুধু দেখে আর শুনেই যাই. ভালো থাকবেন নমস্কার.💖💖💖
অপরাজিতা কয়েকটি গাছ আছে,বেশ সুস্থ সবল কিন্তু ফুল হচ্ছে না। কি করব??
খুব সুন্দর ভিডিও , ধন্যবাদ।
khub shundor
দারুণ।
ধন্যবাদ
এই প্রথম আপনার ভিডিও দেখলাম, সুন্দর করে বুঝিয়ে বলা, সব মিলিয়ে অসাধারণ। আশা করি প্রয়োজনে সাহায্য পাব। 🙏
Thanks for advice 👍
Super video just mervalous .Many many many many thanks sir from kolkata nimta
খুব সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ
সত্যি ,,,অনেক সুন্দর 🌺🌺🌺ধন্যবাদ👍first comm...আমি বাংলাদেশী আবারও ধন্যবাদ
ধন্যবাদ
Oshadharon video... Ami Americar tropical flower garden korchi. Amar shob fuler gach matite lagano...
হ্যাপি গার্ডেনিং
Darun, helpful, video 👍.. excellent presentation 👌
আপনার ভিডিও টা খুব ভালো লাগলো। জৈব সার কি জিনিষ দয়া করে জানাবেন। ধন্যবাদ🙏🏻
Bhohout Sundor laglo .
ধন্যবাদ
অসাধারণ ভিডিও, দারুণ।
Khub sundor ❤️
দারুন বলেছেন,,,,,
আমার ছাদ বাগান কেবল টগর আছে। এই ভিডিও দেখাও পর অন্য চারটি গাছ আমি লাগবো। একটাই সমস্যা ছাদে বেশি টব রাখার জায়গা নেই। টব arrangement এবং selection নিয়ে একটি ভিডিও হলে ভালো হয়। তবে এই ভিডিওতে কিছুটা আপনি আপনি আলোচনা করেছেন। খুবই ভালো লাগলো।
মন্তব্যের জন্য ধন্যবাদ
Khub valo
Khub bhalo laglo. Amar gache millibug soap spray kore jachhe na, please advice ki kori
5 ml নিম তেলের সঙ্গে এক চামচ শ্যাম্পু অথবা ভিম লিকুইড 1 লিটার জলে মিশিয়ে সপ্তাহে দুদিন গাছে স্প্রে করুন।
ধন্যবাদ, খুব ভালো লাগলো
Khub valo laglo
অসাধারণ বাগান আপনার। অনেক কিছু শিখতে পারি। চেষ্টা ও করি খুবই,কিন্তু কিছুতেই ভালো ফুল পাই না। বাড়িতেই kitchen compost থেকে সার করার পদ্ধতি আপনার থেকে শিখেছি। তাও ভালো ফুল পাচ্ছিনা। জবা, বেল,শিউলি,রঙ্গন, টাগর, অপরাজিতা আছে।
বেশ কিছু তরল সারের কথা বলা আছে সেগুলো ব্যবহার করতে পারেন।
নেসলের বিজ্ঞাপন টি দারুণ! মন কাঁড়া, চোখে পানি এসে গেল। প্রিয় বাংলাদেশ ভালবাসি 🇧🇩তোমায়।
খুব সুন্দর উপস্থাপনা।
ধন্যবাদ
খুব ভালো লাগলো 👌👌
ধন্যবাদ
সুপ্রভাত। দাদা কোকো পিটের বদলে কাঠের গুঁড়ো মেশানো যাবে।
👍
বেস্ট ভিডিও আমার দেখায়
Darun laglo ai vdo ta...apni khub sundor bojhan...dada..ami jekhane thaki sekhane atel mati chara paoya jayna...tai bolchi...mati o balir vag ta ki rakom korbo...pls ans deben...
এঁটেল মাটিকে কী করে ঝুরঝুরে করবেন, তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে।
@@rajgardens pacchi na pls dada ektu link ta pathan..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤
@@sankudutta910 ua-cam.com/video/Q5H4GVQHjs0/v-deo.html
স্যার, আমি নতুন কিভাবে ডাল কাটিং করব সেটার যদি একটা ভিডিও করেন তাহলে খুব ভালো হয় 🙏🙏
Ha please
অসাধারণ পোস্ট,
ধন্যবাদ
Asadaron
অসাধারণ
ধন্যবাদ
খুব সুন্দর উপস্থাপন 😍
ধন্যবাদ
কাকা, কামিনী টা নিয়ে ১ টা ভিডিও দেখান। প্লিজ।
অনেক উপকার হলো।সারাবছর ফুল পাওয়া যাবে কম যত্নেই এমন কিছু গাছ সম্পর্কে জানতে চাচ্ছিলাম অনেক দিন থেকেই,ধন্যবাদ আপনার ভিডিও র জন্য।
আচ্ছা,নয়নতারা আর অলকানন্দা কি সারাবছর ফুল দেয়?
হ্যাঁ নয়নতারা ও অলকানন্দা সারা বছরই ফুল দেয়। আসলে আমি এখানে আমার পছন্দের ৫টি ফুলের কথা বলেছি।
Dada aapnur introduction asadharan.
Dada ami aamay paina tobuo chestakori aamar chotto buranda bagan sajate.but joba gacheful keno futchena. Ektu bole din plz.
প্রথমেই বলি, ব্যালকনিতে ফুলের বাগান করলে আশানুরূপ ফুল পাওয়া যায় না। ভালো ফুল পেতে গেলে ৭-৮ ঘন্টা রোদের দরকার লাগে। যাইহোক, গরমের জন্য জবা গাছে এমনিতেই এখন ফুল কম হয়। টেম্পারেচার একটু নরমাল হয়ে গেলে আবার ফুল পাবেন।
sab garden chere Raj garden e dekhi akhan.. gach thakuk na thakuk ekhanei gach dekhte bhalo lage... sundor uposthapona o shunte bhalo lage...poschim bongo sorkar er sossho surokha o man niyantran bibhag e chakri kori.. somosto rakam gacher samasto rakam osudh toiri o bikrir er licence amader doptor theke deoya hay... athocho gach er byapare Ami kichui Janina jodio sokh ache... apnar video dekhe chokh juriye Jay...
🙏🏼
আমার কাছে হাস্নাহেনা,গন্ধ্রাজ,বেলি,টগর,জুই আছে।
Khubi shundor hoyeche dada
ধন্যবাদ
খুব সুন্দর তথ্য ❤️❤️💚💚
আসসালামু আলাইকুম,,,
আমি নিশিতা বাংলাদেশ থেকে।
আমি নতুন বাগানী দাদা।
আপনার ভিডিও দেখেই সব শিখছি,অসাধারন আপনার সব ভিডিও,,,, এই সব ফুল গাছ গুলো কি বারান্দায় হবে?
একেবারেই যে হবেনা তা বলবো না। তবে আশানুরূপ নয়।
@@rajgardens অনেক ধন্যবাদ
Dada crossanda nie Akta video korben please?
Thank you for this video
My pleasure
দাদা আপনার ভিডিওগুলো আমার অনেক ভালোলাগে।A-Z ফলো করার চেষ্টা করি।
একটা প্রশ্ন ছিলো- বাগানবিলাস এর ডাল থেকে চারা করছি,পাতা আসছে তবে কিছুদিন পরেই পাতাগুলো পুড়ে যাচ্ছে, করনীয় কি জানাবেন আশাকরি।
বেশি জল পেয়ে যাচ্ছে মনে। বাগানবিলাস খুব হার্ডি গাছ। জল দেওয়ার ব্য়াপারে সতর্ক হোন
North side er balcony te rakha jay. Ekhane direct sun light kom ashe
আপনারা বিজ্ঞান সম্মত বলা আমার বেশ লাগে।
Bhishion Informative! Kintu amar Bougainvillea r buds jhore jay keno ektu bolen na please
ফুল আসার আগে খাবারের ঘাটতি হলে এটা হয়। ভিডিও দেখে পরিচর্যা করুন, আর সমস্যা থাকবে না।
@@rajgardens thanks
🙏dada, tobe swarno chapha gach ki vhabe korbo?ki ba tar porichorja,ki vhabe take bonssi kore chotor opor jatno kore rakbo .tar niye ekta video koren tahole upokrito hobo.
চেষ্টা করব। তবে তার আগে আপনি একটা কাজ করুন, আমার চ্যানেলে কাঠচাঁপা নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে, সেটি দেখে সেইমতো পরিচর্যা করুন। টবেই ফুটবে স্বর্ণচাঁপা
Bogon valia dal kokhon jhat ta hoi.
Amar gac khub droto bara jacha.
@@pradiphazra9313 ভিডিওটি ভাল করে দেখুন। সেখানে সব বলা আছে
Vaia kamon achen? apnar vedio gulo khub valo lage
Ami capcicam tob a korte cai... capcicam নিয়ে একটি vedio দিবেন please....
আপনার অনুরোধ রাখার চেষ্টা করব
@RAJ Gardens দাদা আপনি কোন পেজ থেকে সার কিনেন লিংক দিলে বা জানালে খুব উপকার হতো।সারের অভাবে আমার গাছগুলোর যত্ন করতে পারছি না বললেই চলে। আমার বাগানবিলাস গাছে ফুল আসা শুরু করেছে। তাই খুব করে যত্ন করা দরকার। আপনার ভিডিও গুলোর ইনফরমেশনের মাধ্যমে যেনো প্রতিটি গাছপালা নতুন করে জীবন ফিরে পায়। গাছের পরিচর্যার জন্য ভিডিও দেখার চিন্তা করলে সর্বপ্রথম আপনার কথা মাথায় আসে। সর্বশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমার বাগানের জন্য প্রয়োজনীয় সার কিছু অনলাইন থেকে কিনি এবং বাড়ির কাছাকাছি দোকান থেকে। যেগুলো অনলাইনে কিনি তার লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সের নীচে আছে সেখান থেকে নিতে পারেন। আর বাগান বিলাসের জন্য বেশি সার প্রয়োগের দরকার হয় না ১৫-২০ দিন অন্তর একবার করে এক চা চামচ পটাশ সার প্রয়োগ করতে পারেন।
Indoor e AC room e kon kon flower valo hoy and sara year flower hobe.janaben please.
প্রথমেই বলি সুন্দর একটি ভিডিও। কোনো ভিডিওতে যদি সম্ভব হয় তাহলে আপনার সম্পূর্ণ টেরেস দয়া করে দেখাবেন। বুগানভিলিয়া আমার প্রিয় ফুল কিন্তু আমারটা ফুল দিচ্ছে না। যখন কিনেছিলাম তখন কিছু ফুল ছিল। কি করতে পারি?
আমার ফেসবুক পেজে ছবি তুলে পাঠান গাছটিরfacebook.com/Rajgardens22
Your presentation is really well!!😍
Thank you 😋
পয়েনচেটিয়া নিয়ে একটা ভিডিও দিয়েন।কিভাবে চারা তৈরি করবো?
পয়েনসেটিয়ার ডাল কেটে ভেজা বালিতে বসিয়ে রাখুন শিকড় এসে যাবে।
আপনার যেমন ভাষ্য তেমনি গাছগুলি। এ কি আমরা পারি ? জতই চেষ্টা করি না। কেন ।আপনি ভালো থাকুন ঈশ্বর মঙ্গল করুন।আমি অনেক বড়ো বয়সে বয়স ৭৪ ।আমার বারান্দা উত্তর দিকে।তাই ঠাকুর নিয়ে থাকি দুটো ফুল দিয়ে পুজো করব টা আর আমার কপালে নেই।
রোদ না থাকলেও বারান্দাতেও অনেক বারোমাসি ফুল যেমন নয়নতারা, জবা, অপরাজিতা সহজেই হয়। এইগাছ গুলো বসাতে পারেন। আপনিও ভালো থাকবেন।👏
thank you
dada apni jei gach gulor kotha bollen segulo ki healthy plant kinbo na ki sudhu chara kinbo from nursery want to buy as soon as possible pl reply your suggestions will help us
হ্যাঁ, অবশ্যই হেলদি প্লান্ট কিনবেন। ছোট হলেও ক্ষতি নেই।
জবা ফুল হাইব্রিড, দেশী,ব্যাঙালোরএরকম নানা জাতের জবা ফুলের ছবির সঙ্গে নাম লিখে দিলে খুব উপকৃত হব।কারণ আমার কয়েক রকম জবা আছে কিন্তু কোনটা কোন জাতের বুঝতে পারি না।
আমি নতুন ছাদ বাগান করছি , আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগলো । অনেক দিন আগে থেকে বড়ো থোকা টগর আছে বর্ষা পরেই পাতা কালো হয়ে কুঁচকে সব পাতা পড়ে যায় গাছে কি করতে হবে বুঝতে পারি না
গোড়ায় বেশি জল পেয়ে গেছে। রিপট করুন।
খুব ভালো লাগলো ভিডিওটা একটা প্রশ্ন ভিনিগার কি সাদাটা আর পরিমান যদি বলেন , আর একটা প্রশ্ন আমার ডবল টগরে কুঁড়ি আসছে একটু বড় হলেই পড়ে যাচ্ছে, আর রঙ্গন গাছে একবারই কয়েক থোকা ফুল হল আর কুঁড়ি বা ফুল কিছুই নেই , কি করলে আমার গাছগুলোতে আবার ফুল পাব যদি দয়া করে আমাকে জানান
আপনি যে প্রশ্নগুলো করেছেন, সেগুলির উত্তর ভিডিওর মধ্যেই আছে। প্লিজ ভাল করে দেখে নিন। সব বুঝতে পারবেন।
Ai ful gachgulo ki balcony te hobe.r kathgolap, bash gach ki balconite Hoy .Amar balconite east facing sokal theke dupr obodhi rod thake .plz help me...
এইরকম ফুল পাওয়ার জন্য কম করে সাত-আট ঘণ্টা রোদ এর প্রয়োজন হয়। বারান্দাতে এই ধরনের গাছ রাখলে আশানুরূপ ফুল পাওয়া যাবে না।
Dada,oporajita fuler video banaben
চেষ্টা করব।
Very nice 👌🌹
Baromaser Aam gachher chara kokhon kinbo Dada?Ki dekhe kinle valo hobe jodi bole den valo hoy.
এই সময় চারা গাছ কিনতে পারেন। আর কি দেখে চারাগাছ কিনবেন এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন।
Dada, amer ma amer jonno ekta baganbilas gach kine niya asche, kintu bikreta amer ma ke khube kom boiyos er ekta baganbilas gach diya diche. Gach ta onek choto. Ami akhon ki korbo bujhte partache nah.apni akhon amai ektu bolen j kivabe ai chotto com boiyos er baganbilas gacher jotno korbo. Apni plz ektu bolun.
খুব ভালো উপস্থাপনা। 👍 দাদা আমি কিন্তু বেল বাজিয়ে দিয়েছি। আমি আশা করবো আপনিও আসবেন।
ধন্যবাদ আপনাকে
Dada amr akta question ache jodi ektu reply koren khub bhalo hoto...ami prosno chilo je star jasmine ba normal jasmine plant a ki snake attract hoy????amr terrace garden ache 3rd floor a ar pase akta bisal phaka jaiga amader ii ota bagan to ami ki jasmine ba star jasmine nischinte lagate pari apnar to ache ei gach ki apnar ki ghore konodin snake eseche ba esechilo ektu bolben....
কোনও ভাবেই কোনও ফুল সাপকে আকর্ষণ করে না। কারণ সাপের ঘ্রাণ শক্তি নেই। অনেক সময় গাছ ঝোপালো হলে গ্রামের দিকে কোনও ফুল গাছের গোড়ায় সাপ দেখতে পাওয়া যায়। তার মানে এই নয় যে ফুলের গন্ধ সাপ এসেছে। আপনি নির্ভয়ে লাগাতে পারেন।
@@rajgardens dhonnobad dada osonkho dhonnobad ami apnar reply er wait korchilam.....Thank You Very Much
Amazon থেকে অর্ডার করলে কী বাংলাদেশে ডেলিভারি দিয়ে যাবে ? একটু যদি বলতেন @RAJ Gardens
বোধহয় নয়।
আমার কুন্দ গাছ সতেজ কিন্তু ফুল আসছে না। কি করবো? আপনার চ্যানেল দেখে বাগান শুরু করেছি। নতুন বাগানী। plz help
ভিডিওতে যেসব সার প্রয়োগের কথা বলেছি এগুলি প্রয়োগ করে দেখুন।
দাদা আপনার পুরো বাগান দেখান নাম অভয়
খুব সুন্দর উপস্থাপনা।
আমার কুন্দগাছে সারা বছর না ফোটা কুড়ি তে গাছ ভরে থাকে।কি করলে ফুল গুলো ফুটবে?
আমার ভিডিও দেখে পরিচর্যা করুন। কুঁড়ি না ফুটে থাকতে পারবে না
Amar bagane akta kamini gach hoyeche seed theke. Eta theke ful pete koto time lagte pare? Ar eta rakha valo na nursery theke ana valo?
এই গাছে ফুল হবে না, তা একেবারেই ঠিক নয়। তবে একটু সময় লাগবে। গাছ যদি একটু বড় হয়ে থাকে ডালগুলো এখন একবার করে ছেটে দিন আর গোড়ায় পটাশিয়ামযুক্ত খাবার দিন। তবে ভালো ফুল পাওয়ার জন্য নার্সারি থেকে গাছ সংগ্রহ করতে হবে। সেইগুলো কলমের গাছ হয় তাই ছোট গাছে সহজেই ফুল চলে আসে।
Apni baganbilas gacher kolom ki vabe koren ta ektu bolben. Amer tahole onek upokar hobe plz
Plz ektu reply koren
Sir amar kamini gach e ful khub e kom fote, patao kom, ami 15 din chara sorse khol pocha jol di, gach tir boyos 3 bochor , ki korle jakra hobe r ful phutbe, amar pronam neben.
jhopalo korte gachke bhalo kare prune korte habe. ei kajta shiter sheshe korle ekhon bhalo ful paoya jeto. ekhon npk 19-19-19 1 tsp and epson salt 1 tsp 1 litter jole mishiye goray din ebong spray korun mase dubar.
Thank you sir.
এখন কি repot করা যাবে?
@@ovisek00 না, এখন কামিনী গাছের ফুল আসার সময়। ফুল না এলে রিপট করবেন।
Amar barir টবের kundo গাছে প্রচুর কুঁড়ি এসেছে কিন্তু একটা ফুলও ভালো মত পাপড়ি মেলে dhorlo na, er ki upay kora Jay?
হাফ চা চামচ ম্যাগনেসিয়াম সালফেট এবং এক চা চামচ ব্যালেন্স এনপিকে এক লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করবেন এবং মাটিতে দেবেন সপ্তাহে একবার করে।
খুবই ভালো ভিডিও।
Sir amar Bougainville gach repot r pore puro gacher pata ful sob jhore gache nursery te gele bole jol besi daoar fole hocche kochi 2 to pata beriyechilo setao jhore gache ekhon ekta pata ache ki korle abar notun notun ful pata perobe
গাছের ছবি তুলে ফেসবুক পেজে পাঠাবেন।