কাকভোরে শিউলিদের গ্রামে কি অপরূপ দৃশ্য || দামের এতো তফাৎ কেন || NOLEN GUR || KHEJURER GUR JHOLA GUR

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024
  • খেজুরের গুড় NOLEN GUR KHEJURER GUR ( নলেন গুড় ) আমাদের সকলের প্রিয়। হাজারো রকমের পদ হয় এই নলেন গুড় দিয়ে। আমি আজ গিয়েছিলাম বহড়ুর দীঘির পাড় অঞ্চলে। সেখানে পৌঁছে গিয়েছিলাম একেবারে ভোরবেলা। গাছ কেটে রস বের করা থেকে, সেই রস জাল দিয়ে গুড় তৈরী, সবকিছুই ডিটেলএ ক্যামেরাবন্দি করেছি। সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
    পথনির্দেশ :- নিজের গাড়ি নিয়ে যদি বাইপাস দিয়ে যান, সায়েন্স সিটি, রুবি, পাটুলি হয়ে সোজা বারুইপুর। সেখান থেকে কুলপি রোড ধরে সোজা বহড়ু বাজার (জয়নগর)। আর ট্রেনে গেলে শেয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ অথবা নামখানা লোকালে করে বহড়ু তে নেমে, টোটোতে পাঁচ মিনিট গেলেই বহড়ু বাজার। বহড়ু বাজারে গিয়ে কাহার বাবুকে ফোন করে নেবেন। বহড়ু বাজারেই কাহারবাবুর একটি দোকান আছে। ভিডিওতে কাহারবাবুর ফোন নম্বর দেওয়া আছে।
    #nolengur
    #khejurergur
    #makingprocessnolengur

КОМЕНТАРІ • 290