যদি বেশি পানি জমা হয় ধরেন ৩ ফিট সেক্ষেত্রে ব্রিধান ৯১ ভালো হবে। আর যদি পানি ২ সপ্তাহ পরে চলে যায় এমন জমিতে ভালো ফলন পেতে চান আমার পরামর্শ এজেড ৭০০৬। এটি নিয়ে আমার একটা সরেজমিন ভিডিও আছে। ফলন প্রায় ২০ মন/ বিঘা।
শেষ চাষের সময় প্রতি ১০০ শতকে ২৭ কেজি ইউরিয়া, ৫১ কেজি টিএসপি, ২৬ কেজি এমওপি, ২৮ কেজি জিপসাম, ৪ কেজি জিংকসালফেট ব্যবহার করতে হবে। (জিংক এবং টিএসপি একদিনে দিবেন না, ২-৩ দিন পর দিয়েন)। চারা রোপণ এর ১৭ দিন পর এবং ৩৫ দিন পর ২৭ কেজি ইউরিয়া দুই বার দিবেন। দ্বিতীয়বার ইউরিয়া দেওয়ার সময় অর্থাৎ ৩৫ দিন বয়সে বাকি ১৪ কেজি এমওপি দিবেন। এই হচ্ছে ১০০ শতকের হিসাব
Stunning. Very much informative.
Thank you
Thank you
আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে।
ধন্যবাদ স্যার।
কৃষকদের সঠিক তথ্য পৌছে দিতেই আমার এই প্রয়াস। দোয়া রাখবেন।
খুব সুন্দর আলোচনা।
ধন্যবাদ ♥️
ব্রি ধান 91 কত মন হবে স্যার বলবেন প্লিজ
বৃহত্তর কুমিল্লা, ফরিদপুর ও মানিকগঞ্জ অঞ্চলের অগভীরের নীচু জলাবদ্ধতাযুক্ত জমিতে এ ধান চাষ করা যায়। এটি স্থানীয় জলি আমন জাতের চেয়ে ১০-১৫ দিন আগাম । জীবনকাল ১৫০ দিন।
গড় ফলন বিঘায় ১০/১১ মন।
জলাবদ্ধতা জমিতে ৭০০৭ভালো হবে না ব্রি ধান 91 প্লিজ জানাবেন
যদি বেশি পানি জমা হয় ধরেন ৩ ফিট সেক্ষেত্রে ব্রিধান ৯১ ভালো হবে।
আর যদি পানি ২ সপ্তাহ পরে চলে যায় এমন জমিতে ভালো ফলন পেতে চান আমার পরামর্শ এজেড ৭০০৬।
এটি নিয়ে আমার একটা সরেজমিন ভিডিও আছে। ফলন প্রায় ২০ মন/ বিঘা।
ua-cam.com/video/SHM0NzCdI5I/v-deo.html
সার আমি আমনের জন্য বি ধান ৭০০৬ নিয়েছি,১২কেজি,৬কানি জমির জন্য, সার আমাকে বলবেন,আমি কি কি সার কি কি কিক্নাশক বেবহার করবো,,,,
শেষ চাষের সময় প্রতি ১০০ শতকে ২৭ কেজি ইউরিয়া, ৫১ কেজি টিএসপি, ২৬ কেজি এমওপি, ২৮ কেজি জিপসাম, ৪ কেজি জিংকসালফেট ব্যবহার করতে হবে। (জিংক এবং টিএসপি একদিনে দিবেন না, ২-৩ দিন পর দিয়েন)।
চারা রোপণ এর ১৭ দিন পর এবং ৩৫ দিন পর
২৭ কেজি ইউরিয়া দুই বার দিবেন।
দ্বিতীয়বার ইউরিয়া দেওয়ার সময় অর্থাৎ ৩৫ দিন বয়সে বাকি ১৪ কেজি এমওপি দিবেন।
এই হচ্ছে ১০০ শতকের হিসাব
@@Krishibid_Litonধন্যবাদ সার,,, জিংক এবং টিএসপি, চারা রোপনের পরে নাকি আগে,,