কৈ মাছের খামার ও খাবার দেয়ার পদ্দতি | কৈ মাছ চাষ পদ্ধতি| Koi Fish Farm in Bangladesh…

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024
  • ভিয়েতনাম কৈ সর্বপ্রথম ভিয়েতনাম থেকে ২০১১ সালে বাংলাদেশে আনা হয়। এরপর ওই মাছ চাষ শুরু করা হয়। ভিয়েতনাম কৈ’র রং ও স্বাদ অনেকটাই দেশি কৈ’র মতো। তবে এ মাছ খুব দ্রুত বৃদ্ধি পায়। তাই দেশি কৈ’র অভাব পূরণ করতে ভিয়েতনাম কৈ চাষ করুন।
    কেন চাষ করবেন
    • খেতে সুস্বাদু হওয়ায় ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।
    • ভিয়েতনাম কৈ মাছ খুব দ্রুত বৃদ্ধি পায়।
    • মাত্র ৪ মাসে ১৫০ থেকে ২০০ গ্রাম ওজন হয়।
    • চাষ পদ্ধতি সহজ ও অন্য মাছ চাষের চেয়ে লাভ বেশি।
    • বাংলাদেশের জলাশয় ও আবহাওয়া এই মাছ চাষে উপযোগী।
    • ভিয়েতনাম কৈ মাছ একক অথবা দেশি শিং-মাগুর মাছের সঙ্গে মিশ্র চাষ করা যায়।
    বিক্রয় করবেন কোথায়
    অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে, মাছ উৎপাদন করে বিক্রয় করব কোথায়? এটা একদম সহজ ব্যাপার। কেননা প্রতিটি জেলা বা থানা পর্যায়ে মাছের আড়ৎ রয়েছে এই সব মাছের আড়তে বিক্রি করা যায়। তাছাড়া ঢাকার যাত্রাবাড়ী, কাওরান বাজার, রামপুরা, সাভারসহ বিভিন্ন স্থানে বিশাল বড় মাছের আড়ৎ বা বাজার রয়েছে। এখানে প্রতিদিন হাজার হাজার কেজি পাইকারি মাছ বিক্রি করা হয়। এসব আড়ৎ বা বাজারে সহজেই ভিয়েতনাম কৈ মাছ বিক্রি করা যায়।
    কিছু পরামর্শ
    • ১০০টি মাছের পোনা এক কেজিতে আসার পূর্ব পর্যন্ত নার্সারি খাবার প্রয়োগ করুন।
    • অধিক ঘনত্ব পরিহার করুন।
    • মাছ সঠিকভাবে খাবার খায় কি না, সে দিকে লক্ষ্য রাখুন।
    • ৭ দিন পরপর মাছ ওজন করুন
    • দেহের ওজনের সঙ্গে মিল রেখে খাবার দিতে থাকুন।
    • পুকুরের পানি সেচের বিকল্প ব্যবস্থা রাখুন।
    • ব্যাঙ, ডোরা সাপ থেকে মাছের পোনা রক্ষা করুন।
    • পুকুরের পাড় দিয়ে ৩ ফুট উঁচু করে নেট জাল দিয়ে বেড়া দিন।
    • সঠিক জাতের ভিয়েতনাম কৈ মাছের পোনা মজুদ করুন।
    Collected Bdnews24.com
  • Домашні улюбленці та дикі тварини

КОМЕНТАРІ • 39

  • @arjanali7089
    @arjanali7089 3 роки тому +1

    অসাধারণ

  • @rafidahmed1907
    @rafidahmed1907 4 роки тому +2

    ভালো খামর

  • @rafidahmed1907
    @rafidahmed1907 4 роки тому +1

    ভালো খামার

  • @MdMukul-ss5hg
    @MdMukul-ss5hg 4 роки тому +6

    ভিডিও ম্যানকে বলছি, ভিডিও থেকে শিক্ষনীয় কিছু থাকে এমন ভিডিও বানাবেন... কত শতাংশ পুকুর, কত পিচ মাছ ছারছে, কত দিন পর বাজারজাত করা যাবে? কত খরচ পরবে? কোন কিছুই তো উল্লেখ করেন নি!

  • @abdulmalak9750
    @abdulmalak9750 4 роки тому

    ভাই আমি একটা মাছের খামার করব কতটুকো জমি হলে ভাল হয়

  • @forhadreza1133
    @forhadreza1133 4 роки тому

    পুকুরের পানি এমন সবুজ করবো কি করে?

  • @malaydepa6786
    @malaydepa6786 4 роки тому

    Dada Ame Malay mazumdar

  • @showkatjoshim2578
    @showkatjoshim2578 5 років тому +3

    খালি মোবাইলে ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিলেই চ্যানেল হয়ে গেল না...

  • @sadiwahid8120
    @sadiwahid8120 5 років тому

    আমি বরিশালে চাষি কখনো কই চাষ করি নাই কি ভাবে পোনাও মাছ চাষ করতে পারি সমাধান পেলে ভালো হতো।

    • @chinabanglafeed3810
      @chinabanglafeed3810 4 роки тому

      শিং-পাবদা-ভিয়েতনাম কই- পাঙ্গাস- মাছের তেলাপিয়া মনোসেক্স পোনা নিতে কল করুন 01975446786

  • @KrishokerTV
    @KrishokerTV 6 років тому

    Amazing laglo vai 💘💘💘💘💘💘

  • @m.ayusufpatwary6689
    @m.ayusufpatwary6689 5 років тому

    আমি কই মাছ চাষ করতে চাই। এই বিষয়ে আমার তেমন কোন আইডিয়া নাই। আমাকে কেউ কি পরামর্শ দিয়ে উপকার করবেন। কই মাছ চাষের পরামর্শ মূলক কোন বই পাওয়া যায় কি?? দয়া করে জানাবেন। ০১৭১৬৩৮৮৫০৭...

  • @OSTv-wk9yh
    @OSTv-wk9yh 6 років тому

    nice

  • @nsnowshad7642
    @nsnowshad7642 4 роки тому

    ভাই এমন ভিডিও তৈরি করে লাভ টা কি।

  • @mitudas9524
    @mitudas9524 6 років тому

    50 Kg r bosta koto prize?

  • @khandakarkhandakr8223
    @khandakarkhandakr8223 6 років тому

    Bhai ..Jan... pukhurer opre net dewar karon ta ki

    • @zobairkhan6072
      @zobairkhan6072 5 років тому

      কাক ও পাখি জাতিয় আপনার পুকুরের মাছ খেয়ে না ফেলে

  • @mourajib6194
    @mourajib6194 6 років тому

    দারন

  • @nayanbairagi8080
    @nayanbairagi8080 6 років тому

    Khabar er dam koto