অশোকনগরের জ্বালানি তেলের ভাণ্ডার | Ashoknagar ONGC | Ei Samay

Поділитися
Вставка
  • Опубліковано 11 лют 2025
  • #Ashoknagar #AshoknagarOGNC #EiSamay #এইসময়
    অশোকনগরের জ্বালানি তেলের ভাণ্ডারই কর্মসংস্থানের পথ দেখাবে। বিপুল পরিমান কর্মসংস্থানের আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। পাশাপাশি তেলের ভাণ্ডার অনুসন্ধান কালে জমি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে অনেকে। পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণের আশ্বাস মিললেও অনেক জমির মালিকই রয়েছেন দোটানায়। ডিনামাইটে বিস্ফোরণে বাড়িতে ফাটল আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। তবুও তার মাঝে একটাই আশার আলো জ্বালানি তেলের ভাণ্ডারের দৌলতে শ্রীবৃদ্ধি ঘটবে এলাকায়। কাজ পাবে এলাকার যুবক-যুবতীরা।
    সময়ের সঙ্গে সঙ্গে উত্তর 24 পরগনা জেলার অশোকনগরের অর্থনৈতিক মানচিত্র বদলাতে শুরু করেছে। অশোকনগরের বিভিন্ন জায়গায় মাটির নিচে মিলছে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান। গত কয়েক বছর আগে বাইগাছিতে প্রথম তেলের সন্ধান পাওয়ার পর থেকে, অশোকনগর জুড়ে চলছে পরীক্ষা-নিরীক্ষার কাজ। বাইগাছির পর অশোকনগরে তেল উত্তোলনের দ্বিতীয় ইউনিট হতে চলেছে দৌলতপুরে। শুরু হয়েছে বোরিংয়ের কাজ। বাইগাছি এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর এলাকায় পনেরো বিঘা জমির উপর তেল এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলনের এই কেন্দ্র তৈরি করা হয়েছে। আপাতত চারটি জায়গায় ওএনজিসি বোরিং করতে চলেছে বলে জানা গিয়েছে।
    নতুন কর্মসংস্থানের আশা তৈরি হলেও, প্রকল্প এলাকার পার্শ্ববর্তী বসবাসকারীদের চিন্তা অবশ্য অন্য। খনিজ তেলের সন্ধান চালানোর জন্য ওএনজিসি কর্তৃপক্ষ মাটির নিচে ডিনামাইট বিস্ফোরণ ঘটায়। ফলে ক্ষয়ক্ষতি হচ্ছে পাকা বাড়ির। প্রকল্পের কাজের জন্য এলাকায় প্রতিনিয়ত যাতায়াত করছে বৃহৎ আকারের গাড়ি ও ক্রেন সহ বিভিন্ন যানবাহন। ইতিমধ্যেই এলাকার বহু বাড়িতে দেখা গিয়েছে ফাটল। কাঁচা বাড়ি ভেঙে পড়ারও আশঙ্কা তৈরি হয়েছে।
    যদিও এ বিষয়টিও দেখার আশ্বাস দিয়েছে ওএনজিসি কর্তৃপক্ষ। একদিকে আতঙ্ক অন্যদিকে অর্থনৈতিক উন্নয়নে আশার আলো দেখছেন অশোকনগর বাসীরা। আগামী দু আড়াই মাসের মধ্যেই বোরিং শেষ হবে দৌলতপুরের এই কেন্দ্রে। তার পরই জানা যাবে কি পরিমাণ তেল রয়েছে ভূগর্ভে।
    Website: eisamay.com/
    Facebook: / eisamay.com
    Twitter: Ei_Samay
    Live TV: eisamay.com/li...
    Ei Samay App: eisamay.onelin...

КОМЕНТАРІ • 4