শান্তিপুরের ঐতিহ্য মহিষখাগী মায়ের বিসর্জন দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত। জয় মা মহিষখাগী🙏🌺

Поділитися
Вставка
  • Опубліковано 12 лис 2024
  • শান্তিপুরের ঐতিহ্য মহিষখাগী মায়ের বিসর্জন দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত। জয় মা মহিষখাগী🙏🌺 #মহিষখাগী
    মহিষখাগী মায়ের পুজো প্রায় 550বছরের পুরাতন। বহু শতাব্দী আগে এক তান্ত্রিক স্বপ্নাদেশ পান মহিষের রক্তে যেন মায়ের পুজো করা হয়। তান্ত্রিক এর নাম অবশ্য জানা যায়নি। মহিষের রক্ত দিয়ে পুজো হওয়ার জন্য মায়ের নাম মহিষখাগী। মায়ের কাছে যা চাওয়া হয় সেটাই সত্যি হয়। এই শুনে রাজা কৃষ্ণচন্দ্র মহিষ নিয়ে উপস্থিত হন মায়ের কাছে। কিন্তু সেই আটটি মহিষ বলি দিতে রাত গড়িয়ে ভোর হয়ে যায় কিন্তু বলি আর শেষ হয় না। তখন সেই পুজো দু'টো পর্বে সম্পন্ন হয়। বলির আগে প্রথম পর্ব, বলির পরে দ্বিতীয় পর্ব। এখন অবশ্য বলির প্রথা বন্ধ হয়ে গেছে।
    মাকে এখানে পুজো করা হয় বিয়ের রীতি মেনে। মহালয়ার দিনই পাটে সিঁদুর পরে, আর তারপর থেকেই শুরু হয়ে মা'কে গড়ে তোলার কাজ। যে সময়ে এক মা কৈলাশ থেকে মর্তে আমাদের কাছে আসেন, সেই সময়ে গড়ে ওঠেন মা মহিষখাগী। পাটে ওঠার দিনই ভোর রাতে পালন করা হয় দধিমঙ্গল। অমাবস্যা পড়ে গেলে বিয়ের নিয়ম মেনে শুরু হয় পুজো। অমাবস্যা শেষ হলে পালন করা হয় বাসি বিয়ের পর্ব। এভাবেই শান্তিপুরের রাজকুমারী পুজো শেষে বিসর্জনের সময়ে সবার কাঁধে চেপে নৃত্য করতে করতে পৌঁছান ঘাটে। ঠিক যেন মনে হয় বিয়ের পরে মেয়ে বাড়ি ছেড়ে যায়..
    #mahiskhagimaa
    #mahiskhagi
    #mahiskhagi_santipur

КОМЕНТАРІ • 2