আমার কবুত‌রের খো‌পের স‌ঠিক মাপ ও দাম কত জানুন।

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • প্রিয় কবুতর প্রে‌মি বন্ধুগন আশা ক‌রি সক‌লে ভা‌লো আ‌ছেন। আ‌মি কাঠ দি‌য়ে যে কা‌ঠের খোপরী বা‌নি‌য়ে‌ছি সে কাঠ এবং দাম সম্প‌কে এই ভি‌ডিও‌তে বিস্তা‌রিত আ‌লোচনা করা হ‌য়ে‌ছে। আপ‌নি য‌দি একটু সময় ক‌রে আমার সম্পূর্ণ ভি‌ডিও‌টি দে‌খেন আশা ক‌রি ভা‌লো এক‌টি ধারনা নি‌তে পার‌বেন।
    সাধারন কবুত‌রের পছন্দ হ‌লো ভা‌লোমা‌নের এক‌টি বাসায় অবস্থান করা এবং ডিম বাচ্চা দেয়া। সেজন্য আমা‌দের‌কে সব‌চে‌য়ে ভা‌লো মা‌নের এক‌টি খোপরী বানা‌তে হ‌বে। সে‌টি হ‌তে পা‌রে কা‌ঠের, বা‌সের ও পা‌স্টি‌কের যাই‌হোক না কে‌নো বাসা যে‌নো ভা‌লো হয় সে দি‌কে খেয়াল রাখ‌তে হ‌বে।
    বন্ধুরা সবাই‌কে অস্যখং ধন্যবাদ সম্পূর্ণ ভি‌ডিও দে‌খে ভা‌লো‌কিছু অর্জন করার জন্য ধন্যবাদ।

КОМЕНТАРІ • 82

  • @nizambhuiya3537
    @nizambhuiya3537 Рік тому +2

    মাশাআল্লাহ আপনার বক্স টা খুব সুন্দর হয়েছে বাইরে থেকে দেখতে খুব সুন্দর যে ধরনের কাটার কথা বলেছেন অবশ্যই মজবুত হয়েছে আপনি কোথা থেকে বানাইছেন কোন জায়গায় এলাকার নাম কি দেওয়া যাবে চেষ্টা করব আমি একটা বানানোর জন্য আপনার নাম্বার অথবা সেই যিনি বানিয়েছেন উনার নাম্বার যদি দিতে পারেন উপকৃত হব সর্বোপরি আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা কথা সুন্দর হয়েছে না বুঝার মতো কোনো কথা বলেন নাই সবাই বুঝতে পেরেছে ধন্যবাদ ভালো থাকুন আপনার ভালোবাসার জন্য রইল দোয়া ও শুভকামনা

    • @emonpigeongarden
      @emonpigeongarden  Рік тому +1

      মাশাল্লাহ ভাই আপনার ক‌মেন্ট প‌রে ভ‌া‌লো লাগ‌লো। আপনা‌কে অস‌ংখ‌্য ধন‌্যবাদ। ভাই আপনার লো‌কেশান য‌দি আমার আশেপা‌শে তাহ‌লে বানা‌নোর চেষ্টা কর‌তে পা‌রেন। আমার লো‌কেশান কু‌মিল্লা

  • @Aribavlog877
    @Aribavlog877 Рік тому +2

    আপনার কবুতরের খোপরী অনেক সুন্দর হয়েছে। আপনার উপস্থাপনাও ভালো হয়েছে। আমিও এমন একটি খোপরী বানানো ইনশাল্লাহ।

  • @alifaislam8882
    @alifaislam8882 Рік тому

    ভাই আপনি কিন্তু অনেক সুন্দর একটি খোপ বানিয়েছে

  • @gglh3art1
    @gglh3art1 8 місяців тому

    সালাম। খুলনা থেকে। অনেক ইনফর্মেটিভ। ধন্যবাদ।

    • @emonpigeongarden
      @emonpigeongarden  8 місяців тому

      ওয়াআলাইকুম আসসালাস। ধন‌্যবাদ ভাইজান

  • @SamimpigeonLoft
    @SamimpigeonLoft Рік тому

    Onik sondor hoese apner nasata vaia

  • @TohenPigeonLoft
    @TohenPigeonLoft Рік тому

    মাশাল্লাহ ভাই আপনার কবুতরের ঘরটা অনেক সুন্দর হয়েছে। আপনার খোপরিটা অনেক পছন্দ হয়েছে। আমি এটার মত একটি খোপরী বানাবো ইনশল্লাহ।

  • @mdmohinuddin6891
    @mdmohinuddin6891 17 днів тому +1

    কোন কাঠ দিয়ে ঘর বানালে পানিতে নস্ট হবে না জানাবেন।

    • @emonpigeongarden
      @emonpigeongarden  17 днів тому

      যে কোনো গাছের কাঠ দিয়েই ঘর বানান না কেন। যদি বৃষ্টিতে ভিজে ওই ঘরের কার্ডগুলো দ্রুত পচে যাবে। এজন্য কাঠের ঘর যদি বাহিরে রাখেন। তাহলে অবশ্যই ঘরের ওপরে টিন দিয়ে চালা দিয়ে রাখবেন। এতে করে সরাসরি বৃষ্টির পানি পড়বে না।

    • @mdmohinuddin6891
      @mdmohinuddin6891 17 днів тому +1

      ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পরাষস দেওয়ার জন্য।

  • @shamimmollah6902
    @shamimmollah6902 2 місяці тому

    Good video, thanks.

  • @IkbalSarkar-o8v
    @IkbalSarkar-o8v Рік тому

    অসাধারন হয়েছে ভাই আপনার উপস্থাপনা

  • @SajibHasan-f9o
    @SajibHasan-f9o Рік тому

    ভাই আপনার খোপরীটা অনেক সুন্দর হয়েছে। ইশাল্লাহ আমিও বানাবো একদিন

    • @emonpigeongarden
      @emonpigeongarden  Рік тому

      ‌দোয়া রইলো আপনার জন‌্য

  • @alifpigeonloft-d9f
    @alifpigeonloft-d9f Рік тому

    সুন্দর হয়েছে আপনার বাসাটা

  • @akramhossain458
    @akramhossain458 10 місяців тому

    কি কি জাতের কবুতর দেশি হিসাবে বিবেচিত?

  • @MD.Rayhan-zy9ro
    @MD.Rayhan-zy9ro 4 місяці тому

    আপনার কী পরিমাণ কাঠ লাগছে জানতে পারলে অনেক সুবিধা হবে

    • @emonpigeongarden
      @emonpigeongarden  4 місяці тому +1

      ভাই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন।

  • @hiddenvlogm3530
    @hiddenvlogm3530 4 місяці тому

    পিছনে টিন ব্যবহার করাতে কি কবুতরের গরমে সমস্যা হয়না ভাই?

    • @emonpigeongarden
      @emonpigeongarden  4 місяці тому +1

      ভাই এটা না দি‌লেও চল‌তো আমার কারন কবুতর ঘ‌রের পিছ‌নে ইটের দেয়াল আছে। ত‌বে সরাস‌রি রোদ্র লাগ‌লে গরম‌তো হ‌বেই। ফাইবোড অথবা পাতলা কাঠ দেয়া ভা‌লো।

  • @abutaleb9076
    @abutaleb9076 9 місяців тому

    কবুতরের ঘরে খড় বা এ জাতীয় কিছু দিয়ে রাখা যাবে ??

    • @emonpigeongarden
      @emonpigeongarden  9 місяців тому

      অবশ‌্যই দি‌তে পার‌বেন।

  • @MDNEONHOSSAINRABBY
    @MDNEONHOSSAINRABBY 16 днів тому +1

    ভাই আপনার নামবার টা দিন আমার কিছু কবুতর লাগতো ভালো মানের

  • @পিজনক্লাবঢাকা

    ভাই আপনার খোপরীটা অনেক সুন্দর এবং ভালো মানের কাঠ দিয়েই কিন্তু বানাইছেন। দীর্ঘ বছর কিছু হবে না্

  • @mdkamrulhasan-ml6jy
    @mdkamrulhasan-ml6jy Рік тому

    আসসালামুয়ালিকুম ভাই আপনার চ্যানেলে কি ভিডিও দেওয়া যাবে

    • @emonpigeongarden
      @emonpigeongarden  Рік тому

      ভাই আপ‌নি ভিডিও কিভা‌বে দিতে চা‌চ্ছেন।

  • @kanijfatema6235
    @kanijfatema6235 10 місяців тому

    Nice

  • @alamseikh844
    @alamseikh844 10 місяців тому +1

    Dad's night a ki vabhe gate Bondo korbo

    • @emonpigeongarden
      @emonpigeongarden  10 місяців тому

      ভাই আমার যে‌হেতু ঘ‌রের বিতর সেজন‌্য খু‌পের মুখ বন্ধ করারর প্রয়োজন নাই। আপ‌নি চাইলে আলাদা ভা‌বে খু‌পের সাম‌নে কাঠ ব‌্যবহার ক‌রে বন্ধ কর‌তে পার‌বেন।

  • @sokalgamer123
    @sokalgamer123 Рік тому

    Vaia apnar kobotorer kon kon kob a bacca dim dice ogolo akta vedio den

    • @emonpigeongarden
      @emonpigeongarden  Рік тому

      ধন‌্যবাদ ভাই আপনা‌কে । আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন‌্য।

  • @AthikHosain-dw1om
    @AthikHosain-dw1om 4 місяці тому

    ভাই আমি একটা নিব দেওয়া জাবে কি জানাবেন
    সিলেট কোম্পানিগন্জ টুকের বাজার

    • @emonpigeongarden
      @emonpigeongarden  4 місяці тому

      ভাই বর্তমানে বানাতে খরচ হবে ৮ হাজার টাকা। কিন্তু আপনার লোকেশন অনেক দূর। আপনার লোকেশানে নিতে আরো আট হাজার খরচ হতে পারে। আমার মনে হয় না এটা এখান থেকে নেওয়া ঠিক হবে

  • @HashPigeonLoft
    @HashPigeonLoft 11 місяців тому

    ❤❤❤

  • @khelahbe7123
    @khelahbe7123 12 днів тому

    একটি খোপে কয়টা কবুতর থাকে ভাই?

    • @emonpigeongarden
      @emonpigeongarden  12 днів тому

      একটি খোপে দুইটি কবুতর থাকে। তবে এই কবুতরগুলো কয়েকটি খুব দখল করে রাখে

  • @sheikhismailhussain1697
    @sheikhismailhussain1697 11 місяців тому

    ❤❤❤❤

  • @abutaleb9076
    @abutaleb9076 9 місяців тому

    ন্যাকড়া দেয়া যেতে পারে ??

    • @emonpigeongarden
      @emonpigeongarden  9 місяців тому

      দি‌তে পা‌রেন কো‌নো সমস‌্যা হ‌বে না ভাই।

  • @AsadullaAbdulmotion
    @AsadullaAbdulmotion Рік тому

    ভাই আমার কবুতরের ডিম দিয়েছে কিন্তু তা দিচ্ছে না

  • @minaislam000
    @minaislam000 Рік тому

    ❤️❤️❤️❤️

  • @crazystuntriderparvaz7364
    @crazystuntriderparvaz7364 7 місяців тому

    Apnar koto khoroj hoise

    • @emonpigeongarden
      @emonpigeongarden  7 місяців тому

      ভাই ভি‌ডিও‌তে বিস্তা‌রিত বলা হ‌য়ে‌ছে। একটু সময় নি‌য়ে দে‌খেন

  • @himelhawa7455
    @himelhawa7455 9 місяців тому

    কি কবুতর এত বেশি ডিম দেয়

    • @emonpigeongarden
      @emonpigeongarden  9 місяців тому

      ‌দে‌শী ও গুল্লা কবুতর

  • @khadijablog-kr2eb
    @khadijablog-kr2eb 3 місяці тому

    ভাই আমার কবুতর আছে আমি আপনার নতুন বন্ধ হলাম

    • @emonpigeongarden
      @emonpigeongarden  3 місяці тому

      অসংখ‌্য ধন‌্যবাদ ভাই।

  • @JihadIslam-gd2pm
    @JihadIslam-gd2pm 3 місяці тому

    আমার কবুতর ওনেক ভালো কখনো ডিম ছুয়ে বের হয় না

    • @emonpigeongarden
      @emonpigeongarden  3 місяці тому

      মাশাআল্লাহ, তাহলে তো অনেক ভালো কবুতর।

  • @eee.n_selim922
    @eee.n_selim922 Рік тому

    Apni ki kobutor sell korben?

    • @emonpigeongarden
      @emonpigeongarden  Рік тому

      ভাই আপ‌নি নেয়ার মত সু‌য়োগ থাক‌লে বি‌ক্রি কর‌বো

    • @eee.n_selim922
      @eee.n_selim922 Рік тому

      @@emonpigeongarden Location kothay vaia ?

    • @emonpigeongarden
      @emonpigeongarden  Рік тому

      কু‌মিল্লা

    • @eee.n_selim922
      @eee.n_selim922 Рік тому

      @@emonpigeongarden Percel pathano jabe vaia ?

    • @emonpigeongarden
      @emonpigeongarden  Рік тому

      আপনার লো‌কেশান কোথায়

  • @energypluselectric5732
    @energypluselectric5732 8 місяців тому

    Dam koto

    • @emonpigeongarden
      @emonpigeongarden  8 місяців тому

      বিস্তা‌রিত ভি‌ডিও‌তে বলা হ‌য়েছে।

  • @AKRAMHOSSAIN-pt4gb
    @AKRAMHOSSAIN-pt4gb Рік тому

    বাই আপনার মাপ সোঠিক হয়নাই ১৮ ১৮ সোঠিক মাপ

  • @ariyankhan997
    @ariyankhan997 Рік тому

    Amr akta 3khop ar khacha lakbo

  • @fakerabelx6312
    @fakerabelx6312 5 місяців тому

    বিক্রয় করা হবে

    • @emonpigeongarden
      @emonpigeongarden  5 місяців тому

      এটা বি‌ক্রি হ‌বে না ভাই। ত‌বে চাইলে আপ‌নি বানা‌তে পা‌রেন আমি যেখান থে‌কে বা‌নি‌য়ে‌ছি সেখান থে‌কে । লো‌কেশান কু‌মিল্লা

  • @AthikHosain-dw1om
    @AthikHosain-dw1om 4 місяці тому

    ভাই ফোন নাম্ভারটা দিবেন

  • @alviemon870
    @alviemon870 6 місяців тому

    Ami banabo number den apnader

    • @emonpigeongarden
      @emonpigeongarden  6 місяців тому

      আপনার লো‌কেশান কোথায়

  • @AsadullaAbdulmotion
    @AsadullaAbdulmotion Рік тому

    ভাই আমার কবুতরের ডিম দিয়েছে কিন্তু তা দিচ্ছে না

  • @fakerabelx6312
    @fakerabelx6312 5 місяців тому

    বিক্রয় করা হবে

    • @emonpigeongarden
      @emonpigeongarden  5 місяців тому

      এটা বি‌ক্রি করা হ‌বেনা ভাই। ত‌বে চাইলে আপ‌নি বান‌ি‌য়ে নি‌তে পা‌রেন। আমি যে ভাইয়ের মাধ‌্যমে বা‌নি‌য়ে‌ছি ওনার নিকট হ‌তে।

  • @AsadullaAbdulmotion
    @AsadullaAbdulmotion Рік тому

    ভাই আমার কবুতরের ডিম দিয়েছে কিন্তু তা দিচ্ছে না

  • @AsadullaAbdulmotion
    @AsadullaAbdulmotion Рік тому

    ভাই আমার কবুতরের ডিম দিয়েছে কিন্তু তা দিচ্ছে না

  • @AsadullaAbdulmotion
    @AsadullaAbdulmotion Рік тому

    ভাই আমার কবুতরের ডিম দিয়েছে কিন্তু তা দিচ্ছে না

    • @emonpigeongarden
      @emonpigeongarden  Рік тому +2

      ভাই এ সমস‌্যাটা বি‌ভিন্ন কার‌নে হ‌তে পা‌রে।
      ১। ডিম দেয়ার পর য‌দি বাসা প‌রিবর্তন ক‌রেন।
      ২। কবুতর য‌দি কোনো কার‌নে অসুস্থ‌্য হ‌য়ে যায়
      ৩। কবুতরের ডিম বার বার হাত দি‌য়ে ধ‌রে দেখ‌লে
      ৪। তাছাড়া কবুতর ১‌টি ডিম দি‌য়ে তা দেয়না ২ টি ডিম দেয়ার পর ডি‌মে তা দি‌তে বস‌বে। এখন আপ‌নি দে‌খেন উপ‌রের উল্লে‌খিত কো‌নো সমস‌্যার ম‌ধ্যে প‌রে কিনা।