অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী হলাম। যেহেতু আমার শৈশব কেটেছে শান্তিনিকেতনে ৬০ র দশকে , আমার পরম সৌভাগ্য, আমার সাক্ষৎ ছিলো শ্রদ্ধেয় রামকিঙ্কর দা , বহু বার সান্নিধ্য লাভ হয়েছে। শ্রদ্ধেয় শ্রী সোমেন দার সঙ্গে ও বহুবার সান্নিধ্য হয়েছে, এমনকি শ্রদ্ধেয় নন্দলাল দাদুর আশীর্বাদ ও পেয়েছি অবশ্য ৩ থেকে ৪ বার ওঁনার শুভ জন্মদিনে ৩রা ডিসেম্বরে । সত্যিই সমৃদ্ধ হলাম। গার্গী দত্ত আপনার সঞ্চালনা খুবই সাবলীল। এই আলাপচারিতার কর্তৃপক্ষকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। শুভেচ্ছান্তে শুভ সরকার চিত্রশিল্পী ~ পাঠভবন শান্তিনিকেতন প্রাক্তনী ৬০র দশক
অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী হলাম। যেহেতু আমার শৈশব কেটেছে শান্তিনিকেতনে ৬০ র দশকে , আমার পরম সৌভাগ্য, আমার সাক্ষৎ ছিলো শ্রদ্ধেয় রামকিঙ্কর দা , বহু বার সান্নিধ্য লাভ হয়েছে। শ্রদ্ধেয় শ্রী সোমেন দার সঙ্গে ও বহুবার সান্নিধ্য হয়েছে, এমনকি শ্রদ্ধেয় নন্দলাল দাদুর আশীর্বাদ ও পেয়েছি অবশ্য ৩ থেকে ৪ বার ওঁনার শুভ জন্মদিনে ৩রা ডিসেম্বরে । সত্যিই সমৃদ্ধ হলাম। গার্গী দত্ত আপনার সঞ্চালনা খুবই সাবলীল।
এই আলাপচারিতার কর্তৃপক্ষকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা।
শুভেচ্ছান্তে
শুভ সরকার
চিত্রশিল্পী ~ পাঠভবন শান্তিনিকেতন প্রাক্তনী ৬০র দশক
🙏🏻কী অসাধারণ, কী গুরুত্বপূর্ণ একটি আলোচনা 🙏🏻
অসাধারণ
অনেক অজানা তথ্য জানা গেল।ধন্যবাদ।স্যারকে অসংখ্য প্রনাম।দিদি ভালোবাসা নিও।
ASADHARON LAGLO.........
Darun ashadharon
Jasunlam. Anabadya. Namaskar. Sakalke..pranam.
Ramkinkar's creation is the source of inner vitality. Sculptor Gopal Prasad Mandal.
Gurudevke Ramsam. Jadu RajaMaharaj. Kichhu namer. Sathe. Tulanakore. Chhoto. Karahae,. (Gurudev.) A. Abadhi. Jato. Damilokeder. Dunia. Dekhechhen. Tader. Sabaike. Jog. Karleo. Kam. Pare. Jekhane. Gurudev. Rabindra. NathAbasthan. Karen. Ramkinkar. Beiz sakaler. Pranamya. Kabigurur. Parei..jaja bolechhen. Soumendra. Banerjee. Babu..Onake O. Amar. Pranam..
Auspecious lecture on Ramkinkar ignites our soul in creative sculptor
for feature generation.
Sculptor Gopal Prasad Mandal.