কেন কিনবেন || Bajaj Pulsar N160 First Ride Review || তিতা মিঠা || Chocolate Biker

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • অবশেষে সুযোগ পেলাম বাইক টি নিয়ে কথা বলার। ইনশাআল্লাহ সুযোগ পেলে লং রাইড রিভিউ হবে।
    শতভাগ অরিজিনাল ইঞ্জিন ওয়েল, হেলমেট ,বাইকিং এক্সোসরিস ও সেফটি গিয়ারস পেতে ও বিস্তারিত তথ্য অভিজ্ঞ বাইকারের পরামর্শ পেতে সেই সাথে বিশস্ত মেকানিক দিয়ে বাইক সার্ভিসং করারে যোগাযোগ করুন নিচের ঠিকানায়। সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পৌছে দেওয়া হয়।
    Action Biker 43/21, Mayakanon, Sabujbag (beside Mugda footover bridge), 1214 Dhaka, Dhaka Division, Bangladesh।
    01950923872
    Action Biker 2.0
    3 no. Uttar Pirerbag, Mirpur 60feet road, Mirpur, Dhaka 1216.
    01846777475
    maps.app.goo.g...
    Mobile no 01950923872
    যেকোন প্রকার ব্যাবসা প্রচার প্রসারের জন্য যোগাযোগ করুন
    Email naveedtoru@gmail.com
    চকলেট বাইকার সহকারীর নাম্বার
    01766622367

КОМЕНТАРІ • 668

  • @AlaminAkhisonAnisa
    @AlaminAkhisonAnisa Рік тому +53

    ইনশাআল্লাহ আমিও একদিন ২টা বাইক কিনবো একটা আমার জন্য আরেকটা আমার ভাইয়ের জন্য🤞

  • @chinmoyroy8499
    @chinmoyroy8499 Рік тому +28

    ছোটবেলা থেকেই আমি পালসার ফ্যান
    তরুভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ
    পছন্দের বাইক পালসার এন কে এত্ত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য

  • @fahadmahmood9501
    @fahadmahmood9501 Рік тому +10

    আলহামদুলিল্লাহ। লুকিং, ব্রেকিং, লাইটিং সব মিলিয়ে এটাকে একটা ব্যালেন্সড ভালো বাইক বলা যায়।

  • @hillsbikerider9445
    @hillsbikerider9445 5 місяців тому +3

    আমার কাছে এই বাইকের সবচেয়ে মিঠা দিক হলো,এটা এতই স্মুথ যে বলার বাইরে❤️❤️

  • @Jacqx_Mamun
    @Jacqx_Mamun Рік тому +9

    পাশেই বাচ্চাদের স্কুল
    তাদের কিচির মিচির শব্দ শুনে ছুট বেলার কথা মনে পরে গেল😍😍😍

  • @mdshayon6066
    @mdshayon6066 Рік тому +2

    আমার এই বাইকটা অনেক ভালো লগে, আমি ২০১০ থেকে পালসার ১৫০ টা চালাই এবং ২০২২ শুরুর দিকে থেকে r15v3 বাইকটা চালাই এর মধ্যে পরিচিত সকলের বাইকই চালাই, কিন্তু এর মত প্রশান্তি নিয়ে বাইক কোনোটাই চালাইনি, এর শব্দ আমার কাছে সব সময় নতুন মনে হয়, তবে যখন পা নামাই এর একজষ্ট নিচে থাকার কারণে হঠাৎ করে একটু হাওয়া লাগাই ভয় পেয়ে যাই, যা আরও বেশি ভালো অনুভুতি দেয়, আমার কাছে সব থেকে পছন্দের বাইক এটাই ❤❤❤

  • @skpvlog304
    @skpvlog304 Рік тому +150

    স্পিড লিমিট নিয়ে বাংলাদেশের যে বিতর্ক শুরু হইছে আশা করি আপনি এগুলো নিয়ে কিছু বলবেন আর আপনি এটার জন্য কি উদ্যোগ প্লিজ তরু ভাই❤❤

    • @mizanurrahaman279
      @mizanurrahaman279 Рік тому +1

      boycott আওয়ামী লীগ। 😡🚫

    • @marufadnan614
      @marufadnan614 Рік тому

      exactly

    • @shuhagsarkar95
      @shuhagsarkar95 Рік тому

      ভাই এইটা আমার আছে টপ ১২২ পায়ছি আমি

    • @mizanurrahaman279
      @mizanurrahaman279 Рік тому +1

      @@shuhagsarkar95 টপ 128 পর্যন্ত যায়, এরপরে আর যাবেনা। 🙏

    • @BDscale
      @BDscale Рік тому

      ইলিয়াস কাঞ্চন যেই ঠেড দিছে তরু ভাই এই বেপারে আর কিছু বলবে না ।

  • @alaminislam4801
    @alaminislam4801 7 місяців тому +1

    আমি পালচার টুইন ডিক্স বিক্রি করে,, পালচার N160 নিয়েছি ১৫ দিন হলো,!!এক কথায় অসাধারণ একটা বাইক,,আপনার কথা ও বাইক ১০০ তে ১০০🎉🎉

  • @ronchakraborty6651
    @ronchakraborty6651 Рік тому +26

    ♥️আসুন আমরা সবাই মিলে ভাই এর জন্য দোয়া করি ♥️🇮🇳♥️🇧🇩♥️

    • @sayanbose1992
      @sayanbose1992 Рік тому +2

      আরে ন্যাপাল ভাই যে ✌🏼🤘🏼

    • @Orshabikezone
      @Orshabikezone Рік тому +1

      ফি আমানিল্লাহ।

  • @shyedmotovlogs
    @shyedmotovlogs Рік тому +24

    সরকারের নীতিমালা নিয়ে কথা বলা খুবই দরকার এবং প্রয়োজনে আন্দোলন করা উচিত।

  • @n.htanim5934
    @n.htanim5934 Рік тому +9

    তরু ভাই
    বর্তমানে পালসার এন ১৬০ মবিলের গ্রেট নিয়ে খুব সমস্যা হচ্ছে 10W40 নাকি ইন্ডিয়াতে আর বাংলাদেশে 20W50
    সঠিক মবিলের গ্রেট নিয়ে একটা ভ্লগ করলে ভালো হতো

  • @syedremon
    @syedremon Рік тому +15

    বাংলাদেশে এখন মোটরবাইক মানে সবই তিতা, কোন মিঠা নাই! আশাকরি আপনি মোটরবাইকের নতুন নীতিমালার বিষয় আপনার মতামত প্রকাশ করবেন।

    • @mim2660
      @mim2660 Рік тому

      fzs V4 akta video dan

  • @shishirahmed1342
    @shishirahmed1342 Рік тому +7

    আজ মানিকগণ্জ শুভ বাজাজ থেকে একটা নিয়েছি...
    আমার মনে হয়েছে Instant Speed উঠে like 0.6 second Milage 40-45 mtr.
    এটা আরো ফাস্ট করা প্রয়োজন ছিল। like 0.6 second a 55-60 mtr.

    • @ezs304
      @ezs304 Рік тому

      bhai thle ekta Apache 4V kinten 🙄

    • @suhagkhan4649
      @suhagkhan4649 Рік тому +1

      Milage koto bike r

  • @gamingwithrofikul2046
    @gamingwithrofikul2046 Рік тому +5

    বাহ! অসাধারণ আপনার জন্য থাকছে কেয়া কসমেটিকের সৌজন্যে একটি মহা মূল্যবান ইয়াবা মেশিন, পরিবেশ বান্ধব গাঞ্জার গাছ, আপনাকে জামালপুরের ডিসি, ফেনীর সিরাজউদ্দৌলা, ওসি মোয়াজ্জেম,টেকনাফের ওসি প্রদিপ বাবু, বরগুনার মিন্নি, টেন্ডার কিং জি কে শামীম, ক্যাসিনো খালেদ ও সম্রাট, এমপি শামসুল, সানাই মাহবুব,রানু মন্ডল, হিরো আলম পরী মনি এবং নারী ব্যাবসায়ী পাপীয়া, প্রতারক শাহেদ, ডক্টর সাবরিনা ও পাপলু, টাকলা মুরাদ,ও সেফুদার পক্ষ থেকে, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সহ স্বাগতম।

  • @বেকারছেলে-ছ২য

    আল্লাহ রাজি থাকলে আগামি রমজান মাসের ঈদের চাঁদ রাত্রে ইনশাআল্লাহ নেবো এই বাইক টি দোয়া করবেন আপনারা

  • @sudiptahalder6375
    @sudiptahalder6375 Рік тому +10

    অপেক্ষায় ছিলাম আপনার রিভিউ র❤️❤️

  • @islamerbani13
    @islamerbani13 Рік тому +4

    হৃদয়ের অন্তস্থল থেকে জানাই সেলুট..শুভকামনা আপনার জন্য ভাই।

  • @rxtigaming
    @rxtigaming Рік тому +12

    ইন্ডিয়া থেকে বাইকের দাম দেইখা আইসা এখন বাংলাদেশে বাইক কেনার ইচ্ছা হয়না ইন্ডিয়ার দুই আরাই লাখ টাকার বাইক কিনা লাগে ৬ লাখ দিয়া ৭ লাখ দিয়া বাহ বাইক কিনার ইচ্ছাই শেষ

    • @Dharmakatha-i3e
      @Dharmakatha-i3e Рік тому

      Thik kotha ami 1.32 lakhs a nichhi porer week a

  • @Sume-uc5hg
    @Sume-uc5hg Рік тому +10

    বাইকটি ভাই আমার অনেক পছন্দ হয়েছে এবং ভাল লেগেছে.কিন্তু বাইকটির দাম একটু কম হলে অনেক ভালো হতো. যেমন দুই লাখ 40এর ভেতর.কেননা দুই লাখ 60 হাজার টাকা বাইকের মুল দাম. তারপর বাইকের কাগজপত্র বানাতে হবে. তার জন্য আরও কিছু 20 থেকে 30 হাজার টাকা খরচ হতে পারে. তাই জন্য বাইকের দাম একটু বেশি লাগছে.

  • @MR.GAIN....
    @MR.GAIN.... Рік тому +3

    Vai,ami eta niyesi...... So soomth akta byik. Enjoyable

  • @smmizan1992
    @smmizan1992 Рік тому +1

    vai ajke apnar kothagulai beshi valo lagse ...love u bro

  • @joypaul2558
    @joypaul2558 Рік тому

    Ami India te niyechi 7 month hoye gelo
    3 rd servicing complete
    No complain
    No vibration
    Performance next level
    Engine refined khub
    Safety top notch abs
    10 k besi holeo Worth it

  • @anikriansatu855
    @anikriansatu855 3 місяці тому

    কিছুদিন আগে এক আত্নীয় বড় ভাই এই বাইকটি নিয়েছে।প্রায় ১সপ্তাহ রাইড করেছি।ভালোই লেগেছে বিশেষ করে ব্রেকিং এটা আমার খুব ভালোলেগেছে

  • @bl9nw
    @bl9nw Рік тому +3

    ভাই, আপনার রিভিউ এর অপেক্ষায় ছিলাম।

  • @tarequlislam7915
    @tarequlislam7915 Рік тому +23

    যেভাবে নিয়ম নীতি আসতেছে ৪ ৫ লাখ দিয়ে বাইক কিনা কতটুকু যুক্তিসম্মত বুঝতে ছিনা

    • @thisizsameen1899
      @thisizsameen1899 Рік тому

      অবশ্যই কিছুদিন পর পালটায় দিবে

    • @tarequlislam7915
      @tarequlislam7915 Рік тому

      @@thisizsameen1899 নিয়ম পাল্টাবে না দাম পাল্টায় দিবে

    • @mizanurrahaman279
      @mizanurrahaman279 Рік тому +1

      @@thisizsameen1899 boycott আওয়ামী লীগ। 😡🚫

    • @mizanurrahaman279
      @mizanurrahaman279 Рік тому +1

      @@tarequlislam7915 boycott আওয়ামী লীগ। 😡🚫

    • @brandbit3520
      @brandbit3520 Рік тому

      বাজাজ ct 100 for city ride
      And longture er jonne issa moto ar ekta nen

  • @rustamkhann395
    @rustamkhann395 Рік тому +1

    Khub sundor kora uposthapoon korlam onk onk onk valo laglo,,,, vaijanmnm

  • @dsr9491
    @dsr9491 Рік тому +3

    অনেক অনেক ধন্যবাদ দাম নিয়ে বলার জন্য ২৪০ হলে সবচেয়ে বেশি ভালো হত

  • @hmfaruk4688
    @hmfaruk4688 Рік тому +2

    ভাই সরকারের নীতিমালা নিয়ে গণমাধ্যমকে সাথে নিয়ে কিছু বলেন!হাইওয়ে রোডে নাকি ১২৬সিসির বাইক চলতে পারবেনা, আসলে জরিপ করলে দেখা যাবে ৮০%+ বাইক-ই ১২৬সিসির নিচে।আমার বুঝে আসেনা🤔 যোগাযোগ ব্যবস্থাপনায় কারা বসে আছে?

  • @accessdenied3379
    @accessdenied3379 Рік тому +3

    শুরুতে পদ্মা সেতুতে বাইক নিষিদ্ধ করা। কেউ এর প্রতিবাদ করে নাই। আর কিছু দিন পর বাইক স্বাধীন ভাবে চালানো যাবে কিনা সন্দেহ। যেভাবে এক এর পর এক বাইক দমন নীতি চালু করে যাচ্ছে এর বিপরীতে জোরেশোরে কোন প্রতিবাদ এর আয়োজন করা জরুরী।

  • @NazimUddin-yo3ek
    @NazimUddin-yo3ek Рік тому +2

    আমার কাছে এই বাইকের একটাই তিতা দিক সেটা হলো মূল্যটা ১০/১৫ হাজার বেশী হয়ে গেলো। তারপরও আমার কেনার ইচ্ছে আছে এইটা।❤

  • @mr.roamingguy
    @mr.roamingguy Рік тому +4

    বাইকের ওজন এবং পিলিয়ন সীট হাইট নিয়ে আপনার মতামত জানাবেন ভাই

  • @catsplayingasia763
    @catsplayingasia763 Рік тому +1

    তরু ভাই pillion এর seating experience comfortable কিনা আর mileage এই দুইটা jinish জানতে চাই, আর fz v3 এর compare e কোনটা best?

  • @MahimRahman7070
    @MahimRahman7070 Рік тому +4

    শুভকামনা রইল ❤️

  • @sigaming8353
    @sigaming8353 Рік тому +1

    এতদিন আপনার ভিডিওর জন্যই অপেক্ষা করতেছিলাম।

  • @afsansamibd
    @afsansamibd Рік тому +4

    ভাই একটা তারিখ দেন যেদিন আমরা ২/৪ শ বাইক নিয়ে সংসদ ভবন দিয়ে উত্তরা যাই আর স্পিড থাকবে ৩০।
    এমন ছাড়া প্রতিবাদ করার আর উপায় নাই🙄

    • @nayandas7910
      @nayandas7910 Рік тому

      I will must join if that happened.

  • @AkborHossain001
    @AkborHossain001 Рік тому

    অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমি আকবর চট্টগ্রাম শহর থেকে 💝💝💐

  • @nayonvyaa9836
    @nayonvyaa9836 Рік тому +3

    তরু ভাই ৩০ কি মি গতিতে কি বাইক চালানো প্রাকটিস সুরু করে দিব ?

  • @baharmondol1715
    @baharmondol1715 Рік тому

    আমি ভারত থেকে দেখছি আপনার ভিডিও ❤❤❤

  • @Orshabikezone
    @Orshabikezone Рік тому

    Masha Allah.
    বাইকটা সম্পর্কে জানতে পেরে ভালো লাগছে ভাই ।

  • @forhad3800
    @forhad3800 Рік тому +1

    আমি নোয়াখালী থেকে আপনার ভিডিও দেখতেছি আপনার ভিডিও প্রায় দেখা হয় আমার

    • @forhad3800
      @forhad3800 Рік тому +1

      আপনার কথা শুনে আমার বাইকটি নিতে খুবই ইচ্ছা করতেছে

    • @forhad3800
      @forhad3800 Рік тому +1

      আমার বাজেট ছিল দুই লাখ

    • @forhad3800
      @forhad3800 Рік тому +1

      একটু কষ্ট হলো বাইকটা নিয়ে নেব

    • @forhad3800
      @forhad3800 Рік тому +1

      আমি থাকি নোয়াখালীতে আমার ড্রাইভিং লাইসেন্স নোয়াখালী এখন আমি গাড়ি যদি নেই তাহলে ঢাকায় কাগজ করতেই আমি ইচ্ছুক

    • @forhad3800
      @forhad3800 Рік тому +1

      আমি ঢাকায় পেপার করতে পারব গাড়ির আমি তো থাকি নোয়াখালী পেপার কমপ্লিট করে গাড়িটা যদি নেই কোন অসুবিধা হবে আমি চাই আমার নাম্বার প্লেটে ঢাকার নাম থাকুক ঢাকা থেকে কাগজ করাইলে নাকি স্পেশাল হয় একটু জানাবেন আপনার মতামত চাই আর আমার কথা যেন কোন ভিডিওতে আসে

  • @scorpioking2295
    @scorpioking2295 Рік тому +1

    ধন্যবাদ ভাই, আপনার রিভিউ এর অপেক্ষায় ছিলাম।

  • @gdhdhdudgydudud-hw7ic
    @gdhdhdudgydudud-hw7ic Місяць тому

    মাশাআল্লাহ অনেক সুন্দর গাড়ি

  • @saikatsikder9707
    @saikatsikder9707 Рік тому +4

    এই ভিডিওর অপেক্ষায় ছিলাম।
    ধন্যবাদ ভাই এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য।❤️❤️

  • @friendlyteam1917
    @friendlyteam1917 Рік тому +8

    My dream pulser N160🥰

    • @roargamer007
      @roargamer007 Рік тому +2

      ভাই, ড্রিম মারাইতেছেন কেনো?আপনি বাংলাদেশে আছেন? খবর কি কিছু রাখেন?

    • @mizanurrahaman279
      @mizanurrahaman279 Рік тому +1

      @@roargamer007 boycott আওয়ামী লীগ। 😡🚫

    • @mizanurrahaman279
      @mizanurrahaman279 Рік тому +1

      boycott আওয়ামী লীগ। 😡🚫

  • @akashdutta9507
    @akashdutta9507 Рік тому +2

    N250 te led indicator deoya acche ,,,,, sejonno N160 te led indicator day ni

  • @borhanulparsonal9992
    @borhanulparsonal9992 Рік тому +1

    Vai Yamaha M Slaz ar vlog Chai........ From Rajshahi 🇧🇩💙💕

  • @MdIshtiaqAmin1997
    @MdIshtiaqAmin1997 Рік тому +2

    Pulser N160 r projection headlight ki mt-15 a lagano jabe...mt-15 r headlight r theke pulser n160 r headlight better...

  • @Ismailzx08
    @Ismailzx08 Рік тому

    Ei bike er exhaust sound ami real life ea sunsi sotti onek muscular bass er sound

  • @golzarrahman7591
    @golzarrahman7591 Рік тому

    বাইকের চাইতে আপনাকে ভালো বাসি
    বেশি ভাই💞👌❤️ LOV YOU

  • @rafiullahronyullah1212
    @rafiullahronyullah1212 Рік тому +1

    ভাই আপনার কথাই ধরলাম, 2 লক্ষ 50 হাজার টাকা, বা তার নিচে ডুয়েল চ্যানেল ABS কোন বাইক টা আছে, একটু বলবেন কি ? পালসার এই বাইকটি বর্তমান বাজার অনুসারে সাধ্যের ভিতরে রাখছে আমি মনে করি

  • @mishu648
    @mishu648 Рік тому +2

    Vai n160 bike ta joss... Please ei bike ta kinen

  • @farukahmedzwc405
    @farukahmedzwc405 Рік тому +1

    এক কথায় বাইকটি অসাধারণ ভাই

  • @greenland2030
    @greenland2030 Рік тому

    বরাবরের মতোই খুব ভাল বলেছেন।
    কিন্ত সি সি বাইকের জন্য নতুন #আইন সম্পর্কে কিছু বলবেন

  • @saihampavel9512
    @saihampavel9512 Рік тому +1

    আপনার কাছে সাজেশন চাচ্ছি এই প্রাইজ এ ইয়ামাহা fzs v3 নেওয়া ঠিক হবে নাকি pulsar N160 নেওয়া ভালো হবে।প্লিজ রিপ্লাই দিবেন আশা করি😊

    • @Team-vd4hu
      @Team-vd4hu Рік тому

      ভাই আমিও ভাবছি ২ টার মধ্যে কোনটা নিবো?

  • @shaonsaha7869
    @shaonsaha7869 Рік тому +11

    বাইকটা যে লিকুইড কুলিং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তা তো একবারও বললেন না, সত্যি বলতে বাইকটার যদি ইয়ামাহা বা সুজুকি কোম্পানির বাইক হত এবং এই সকল ফিচার ব্যবহার করা হতো তাহলে বাইকটার দাম 2 লক্ষ 60 হাজার টাকা চেয়ে অনেক বেশি হত আনুমানিক তিন লাখ টাকার কাছাকাছি হত

    • @mizanurrahaman279
      @mizanurrahaman279 Рік тому +2

      Right

    • @sanjidhossin591
      @sanjidhossin591 Рік тому +1

      Ata oil cooled ..... liquid cooled na

    • @shaonsaha7869
      @shaonsaha7869 Рік тому +1

      @@sanjidhossin591 ঠিক আছে এটা অন্য সকল বাইক থেকে তো ভালো যা বাংলাদেশে আছে এই ইনফরমেশন টুকু এই ভিডিও টা কি দিয়েছে?

    • @SheikhIrtijaJarifAroni
      @SheikhIrtijaJarifAroni 3 місяці тому

      🫶🫶

    • @ope-vai
      @ope-vai 6 днів тому

      লিকুয়িড কুল কই পাইলেন

  • @suhanurrahmansobuj8190
    @suhanurrahmansobuj8190 Рік тому +1

    Review er somoy apna k dekhcilam bt kotha bola hoynai satrastar jam er karone

  • @MdAmanullaAmaan
    @MdAmanullaAmaan Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰 বড় ভাই ভিডিও অনেক ভালো লেগেছে,,,, বাইক কিনতে চাচ্ছি এটা আমার জীবনের প্রথম বাইক, আমার উচ্চতা .৫ফিট ৮ ইঞ্চি, বাইকটি এই মুহূর্তে কেনা কেমন হবে একটু জানাবেন প্লিজ?

  • @MDRUBELF7525
    @MDRUBELF7525 Рік тому +2

    এই বাইকটা অসাধারণ কিন্তু ভাই মনের কষ্ট মনে আছে। বাইক নিয়ে পদ্মা সেতু পার হতে পারি না ভাই। এখন আবার বাইক নীতিমালা 2023 আইন পাস করা হয়েছে 126 সিসির উপরে বাইক মহাসড়কে চলতে পারবে কিন্তু সর্বোচ্চ গতির 30 পার ঘন্টায়। মনের কষ্ট মনে রেখে ভাই বাঁচে চলাফেরা করতে হবে

  • @rakibibniman8289
    @rakibibniman8289 Рік тому

    Yamaha Fazer ভালো হবে নাকি N 160, জানাবেন দয়া করে।আপনার উত্তরের অপেক্ষায়,,,,

  • @rabbihasanronysarker3869
    @rabbihasanronysarker3869 Рік тому +1

    তরু ভাই কিযে বলমু, ঈদে বাইক কিনতে চাইছিলাম। কিন্তু দেশের গাঁজা খুরি যেসব নীতি নির্ধারক আছে তারা যে-সব নিয়ম করার চেষ্টা করতেছে এসব দেখে বাইক কিনার স্বপ্ন হয়তো পূরণ করতে পারবো কিনা জানিনা 😰

  • @Mj_Jibon_00
    @Mj_Jibon_00 Місяць тому

    I am talking about using experience
    Budget segment a sera bike 160
    ❤❤

  • @fahimhossainhira
    @fahimhossainhira 5 місяців тому

    Assalamo alaiqum vaiya
    Yamaha FZs V3 Vs Suzuki Gixxer FI ABS Vs Bajaj Pulsar N160. Ai segment a price bibeconai value for money konta hobe r er moddhe kontar resale value valo please reply

  • @mdshohan9251
    @mdshohan9251 2 місяці тому

    vai comfort+ mileage er jonno best kon bike ta vlo hbe? kindly bolben

  • @azahartareq7127
    @azahartareq7127 Рік тому +1

    vaia suzuki gsxr ta sell kore diye akta bajaj pulsar n160 nan. apner sathe gsxr ta manay na.❤❤❤

  • @mottakinur001
    @mottakinur001 Рік тому +3

    আমি নিজে কিনেছি ওনেক ভালো বাইক 😍😍😍

    • @tanvirbaksh136
      @tanvirbaksh136 Рік тому

      Bhai fzs v3 er sathe compare korle konta valo hobe?

    • @mottakinur001
      @mottakinur001 Рік тому

      @@tanvirbaksh136 ফিচার বিবেচনা করলে পালসার অনেক ভালো আর ইয়াময়হা অনেকদিন ধরে বাজারে আছে অনেকদিন ধরে চলতেছে পালসার সবেমাত্র লঞ্চ হইল এটা এখন দেখা যাক সামনে কি হয় তবে আমি পার্সোনালি ব্যবহার করতেছি বাইকটা অনেক সুন্দর এবং অনেক হার্ড কারণ আমার ভাই একটা দুর্ঘটনা ঘটেছে তবে বাইকটার অন্য কোনো ক্ষতি হয় নাই ব্রেকিং সিস্টেম অনেক ভালো মাইলেজ মোটামুটি ৪৫ থেকে ৪৮ কিলোমিটার আমার কাছে এফ জেড থেকে আমার পালসার টা অনেক ভালো লাগছে পালসার এর লাইটিং কন্ডিশন অনেক ভালো আপনি বাইক নিবেন বিবেচনা করে দেখেন আমি বলব না যে আপনি বাইক নেন বাকিটা আপনার উপর

  • @a.s.mmusabbir8245
    @a.s.mmusabbir8245 Рік тому +20

    শীঘ্রই N80 নামাতে হবে কারণ ৩০ এর বেশি স্পিড তো আর উঠানো যাবেনা 😕😕

  • @kaziarifulislam6233
    @kaziarifulislam6233 Рік тому

    নতুন বাইক ক্রয়ের প্রাথমিক ধারণা কোন ব্যান্ড চয়েস করবে সেই ভিডিও চাই ভাই

  • @rahi664
    @rahi664 17 днів тому

    N160 na gixxer fi abs konta valo hobe plz janaben

  • @mdrubel9927
    @mdrubel9927 Рік тому +1

    আসসালামু আলাইকুম ভাই, বাইকটি কি অয়েল কুলিং কিনা আর মাইলেজ কেমন দেয় আমি একমাস পর দেশে আসবো তাই একটা বাইক জরুরী বিস্তারিত জানতে পারলে উপকার হতো

  • @azayshankar
    @azayshankar Рік тому +1

    Kee Way superlight niye kichu bolun

  • @ShafikulIslam-i3i
    @ShafikulIslam-i3i Рік тому +1

    X-Blade ABS VS N160 comparison dekhte cai

  • @AnwarHossain-rz1nj
    @AnwarHossain-rz1nj Рік тому +1

    আমরা বাইকারা কি খেলার পুতুল স্পিড আগে যা ছিলো তাই থাকবে সবাই এক মত হতে হবে আর আন্দোলন করতে হবে

  • @kushalbarman8231
    @kushalbarman8231 Рік тому +1

    Amar n160 darun parformance disce 2ta service hosce from coochbehar

  • @mithunbiswas9228
    @mithunbiswas9228 Рік тому +1

    ভাইয়া এই বাইকটা চালানোর সময় চেইন স্পোকেট এ কি কোন অতিরিক্ত শব্দ করে? এটা আপনার কাছ থেকে জানতে চাই!

  • @NGZEROX69
    @NGZEROX69 10 місяців тому

    দাদা পাতলা ছেলে দের জন্য Pulsar N160 কেমন হবে আর ৫:৪ হাহিট বলবেন Plz

  • @IWMBANGLAWAZ
    @IWMBANGLAWAZ Рік тому

    Assalamuyalikum.... Toru vai.. Asha koei Mohan Allahor Rohomote onk valo achen...Toru vai ei bick Mahsallah onk review dilen Alhamdulillah.. kintu Bick er মাইলেজ somporrke bollen na.. jeta bortoman somajer prottek bicker der jonno jana onk joruli.. Asha kori Answer diben....

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 Рік тому

    আসসালামু আলাইকুম ভাইয়া আপনার ভিডিও গুলো দেখতে আমার অনেক ভালো লাগে আজকের ভিডিওটা দারুন ছিল

  • @JahangirAlam-lh8dc
    @JahangirAlam-lh8dc Рік тому

    Vhi Chittagong city theke liksi ai bike te india lounge hoisilo but wait karsilum Bangladesh a khokon lounge hobe, bike er look and others amer kub valo lage, r akta kotha kecho din age dhaka giyasilum padma Bridge and matro train, others place golo visit kara jonno but Dhaka er manush golo onk unhelpful, kamon janni, caw karo shate hesse kotha bole na, kaber hotel o com, ti vhi Chittagong a apnk welcome janacci ai kane 1ta bike er Blog kora.ok valo takben

  • @sorowerhossain882
    @sorowerhossain882 Рік тому

    Love u ভাই জান আপনার কথা শুনে অনেক ভালো লাগছে

  • @MasudRana-qr2tn
    @MasudRana-qr2tn Рік тому

    শুভ সকাল! কেমন আছেন? আমি একজন প্রবাসী জীবনে কখনো বাইক চালাই নি. দেশে এসে এই বাইকটা ক্রয় করতে চাচ্ছি কেমন হবে? দয়া করে জানাবেন. ধন্যবাদ!

  • @uncommonsolution7115
    @uncommonsolution7115 Рік тому

    গাড়িটা গ্রাউন্ড ক্লিরিয়ান্স খুব কম। অফরোডে চালাতে গেলে মাডগার্ড লেগে যায়। নিজস্ব ওজনটা অস্বাভাবিক। টার্নিং নিতে অনেক সমস্যা হয়। টপ স্পিডে যেতে খুবই কষ্টকর। টেকনিশিয়ান পাওয়া যায় না। সার্ভিস নিতে গেলে প্রপার সার্ভিস পাওয়া যায় না। পার্টস্ এর দাম আকাশ ছোয়া। ২বছর গাড়িটা ব্যবহার করলে গাড়ির দামের সমপরিমাণ মূল্য ছুকাতে হবে। ns এর মতো গাড়িটা পরিত্যক্ত হবে মনে হয়।

  • @Has_Nat_Bro
    @Has_Nat_Bro Рік тому

    পছন্দের লিস্টের একটি বাইক।❤

  • @md.abubakkarsiddique489
    @md.abubakkarsiddique489 Рік тому +2

    ভাই এটা পাওয়ার প্রথম কম থাকে কিন্তু 100 পর পাওয়ার খুব দ্রুত বাড়ে,

  • @limonfivenine627
    @limonfivenine627 Рік тому

    vi apnar review er jonno khub wait korcilam ato din thanks bhai ❤️

  • @creativebd239
    @creativebd239 Рік тому

    টাকায় কামড়াইলে অবশ্যই কিনব।
    এই বাজেটে আমি জিক্সার fi /fzs কে এগিয়ে রাখি আর রাখার অনেকগুলো কারন ও আছে।

  • @Masud....m2r
    @Masud....m2r Рік тому +2

    Awesome bike

  • @puel0072
    @puel0072 Рік тому +7

    🚫এ পর্যন্ত যত বাইক রিভিউ দিয়েছেন কোনোটাই খারাপ ছিল না।😀 RPM বেশি থাকলে সেল্ফসুইচ চাপলেই হয়,মোড়ানো লাগেনা।

  • @TanvirSarkar-jb8jc
    @TanvirSarkar-jb8jc 8 місяців тому

    braking control er jonno best yamaha fzsv3

  • @Dxnworld720
    @Dxnworld720 Рік тому +1

    আসলে আমার বাজাজ ব্রান্ড আমার প্রিয় আর Ns160মডেলটা পছন্দের

  • @highway4205
    @highway4205 Рік тому +1

    ওয়েট বেশি সেক্ষেত্রে কি কোনো সমস্যা হচ্ছে?

  • @skemon3360
    @skemon3360 Рік тому +3

    ভাই বাইক বেচে সাইকেল কিনবো ভাবতেসি।
    যে আইন আসতেছে। আর বাইক চালাতে হবে না।

  • @arafatalmamun4249
    @arafatalmamun4249 Рік тому

    Vaiya next e kno faka jaigai giya vedio banaben,,, sound ascilo onek

  • @chayonsarker8305
    @chayonsarker8305 Рік тому +1

    Zontes bike a dual channel abs 1 year ahge thekei☺️

  • @AnisMusicOnline69
    @AnisMusicOnline69 Рік тому +1

    ভাই আমার এই বাইকটা থেকে সবচেয়ে বেশি জানার ইচ্ছা ছিল বাইকটার অরজিনাল মাইলেজ কত পারছেন

  • @md.shahriarrahmanfaysalid-3482

    Projection headlight ar exhaust note beshi valo lagse ..

  • @sharifulswat9098
    @sharifulswat9098 Рік тому +1

    ভাইয়া এই বাইকটির এক্সস্ট এর পাইপটি নিচের দিকে হওয়ায়,
    পানি ঢুকার সম্ভাবনা কেমন,,
    মাঝে মাঝে একটু বৃষ্টি হলে ঢাকার রাস্তায় পানি জমে যায়,,,
    তখন এই বাইকটি নিয়ে কি ভোগান্তি তে পরতে হবে?????
    আমি আপনার ছোট ভাই এর মতো,
    বড় ভাইয়ের মত করে আমাকে একটু পরামর্শ দিন 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 দয়াকরে,,,

    • @chocolatebikertaru
      @chocolatebikertaru  Рік тому +2

      পানি ডুকবে না সেই সিস্টেম করাই আছে

  • @md.syedulislam628
    @md.syedulislam628 Рік тому

    এই ভিডিওর অপেক্ষায় ছিলাম।
    ধন্যবাদ ভাই এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য।

  • @sonjitdj557
    @sonjitdj557 Рік тому +2

    এ সময় পাই বাইক বন্ধ করে দিতাছে আপনি বাইক রিভিউ করতাছেন ভাই❤️❤️❤️✌️✌️✌️

  • @okvlog007
    @okvlog007 Рік тому

    তরু ভাই, n160 নিয়ে ট্যুরে যান এবং রিভিউ দিবেন আশা করি।❤

  • @sreeja01
    @sreeja01 Рік тому +1

    সব বিষয় গুলো ভালো লাগছে