RUD Forest Rest House... রুদ বন বাংলো...অজানা ও রহস্যময়..Palamau National Park..Betla Tiger Reserve

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2024

КОМЕНТАРІ • 46

  • @tanmoymajumdar3456
    @tanmoymajumdar3456 4 місяці тому +1

    Khub sundor.

  • @samiranbiswas7189
    @samiranbiswas7189 3 місяці тому +1

    অনবদ্য পরিবেশন

    • @AranyakSubho
      @AranyakSubho  3 місяці тому

      ধন্যবাদ আপনাকে 🙏

  • @bibekdeepdey2185
    @bibekdeepdey2185 Рік тому +1

    Khub valo video hoyeche

  • @TRAVELIFIED
    @TRAVELIFIED 7 місяців тому +1

    অসাধারণ

  • @kasturiroy5219
    @kasturiroy5219 Рік тому +1

    Kii sundor...mon bhalo hoye jaay,apnar video gulo dekhle.

    • @AranyakSubho
      @AranyakSubho  Рік тому

      ধন্যবাদ ❤....এভাবেই পাশে থাকবেন...তাহলেই হয়তো আরো ভালো কাজ করতে পারবো ভবিষ্যতে

  • @sauravlahiri7322
    @sauravlahiri7322 Рік тому +1

    Darun

  • @ranasarkar1579
    @ranasarkar1579 Рік тому +1

    একটা প্রাকৃতিক সুন্দর্যের প্রতীক এই রুদ, তবে তোমার দারুণ সুন্দর উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছে।

    • @AranyakSubho
      @AranyakSubho  Рік тому

      ধন্যবাদ ❤... চলো আবার বেরিয়ে পড়ি 😊

  • @subhasishmohanta7827
    @subhasishmohanta7827 Рік тому +1

    Darun laglo, icche roilo jabar, dekha jak

    • @AranyakSubho
      @AranyakSubho  Рік тому

      চল চল আবার যাবো

  • @parthapratimpal255
    @parthapratimpal255 Рік тому +1

    Apurbo...khubi sundor...darun laglo

  • @krishnendubhowmick1352
    @krishnendubhowmick1352 Рік тому +1

    অসাধারণ উপস্থাপনা, হৃদয় ছুঁয়ে গেল 👌

    • @AranyakSubho
      @AranyakSubho  Рік тому

      অনেক ধন্যবাদ...উৎসাহ পাচ্ছি আপনাদের ভালোবাসায়

  • @biswajitroy1026
    @biswajitroy1026 Рік тому +1

    Excellent 👌

  • @TREK_MATE
    @TREK_MATE Рік тому +1

    খুব ভালো লাগলো। কোনো তথ্যই পাচ্ছিলাম না এই বাংলো গুলোর। যদিও লোকেশন টা এখনও ক্লিয়ার হয়নি।

    • @AranyakSubho
      @AranyakSubho  Рік тому +1

      Location বলেছি তো... Garu থেকে খানিক এগিয়ে মারুমার এর দিকে যেতে...বা দিকে একটা রাস্তা চলে গিয়েছে সেই রাস্তা ধরে এগুলেই পাবেন এই অসাধারণ বন বাংলো

    • @TREK_MATE
      @TREK_MATE Рік тому +1

      @@AranyakSubho হ্যাঁ, এটা বুঝেছি। ম্যাপেও পেলাম একটা।

    • @deepisjoy
      @deepisjoy 10 місяців тому +1

      ​@@AranyakSubhogaru থেকে maromar ডানদিকে বেঁকে যাচ্ছে।
      Maromar এর রাস্তাটা ধরবো, না তার আগেই হাইওয়ে থেকে বামদিকের কোনো রাস্তা আছে rud যাওয়ার জন্যে?
      Rud guest house থেকে maromar কতটা দূর হতে পারে?

    • @AranyakSubho
      @AranyakSubho  10 місяців тому

      বা দিকে র রাস্তাটা ধরবেন... মোটামুটি 45 minute's লাগবে garu to rud

  • @aranyokvlog3194
    @aranyokvlog3194 3 місяці тому +1

    দাদা জানি না আপনি কে, আপনার কি পরিচয় ? কি করেন, কোথায় বাস।
    না জেনেই সামান্য কয়েক মিনিটের আপলোড করা আপনার কিছু জঙ্গলের ভিডিও গতকাল দেখে আপনাকে জানাই প্রণাম, সেলুট, কুর্নিশ।
    অসাধারণ মাধুর্য আপনার ভিডিওর, যেমনি পার্শ্ব ধারাভাষ্য, তেমনি আপনার সুরেলা কন্ঠ, সাথে বুদ্ধদেব গুহর রচিত বিভিন্ন উপন্যাসের লেখা বানী বলে যাওয়া, সব মিলিয়ে অনবদ্য।
    সত্যি অনেকদিন পর ভালো কোন জঙ্গলের উপর ভিডিও (না বলে দলিল) দেখলাম। প্রকৃত জঙ্গল প্রেমী, সুস্থ ভদ্র রুচিবোধ ভ্রমণ পিপাসুর সংখ্যা যে কমছে তা আপনার ভিডিওর সাবস্ক্রাইবার ও ভিউ এর সংখ্যা দেখলেই বোঝা যায়। এখন তো জঙ্গলে যাওয়া মানে মোবাইল, ac ঘর, মদ, বার্বিকিউ, আবার একটা চল বেরিয়েছে সেটা হল শাল পোড়া চিকেন। এই নিয়েই আছে বাঙালি ট্রাভেল ব্লগার রা।
    বাদাম পাহাড়ের ভিডিও টা মনকে নস্টালজিক করে দেয়। সত্যি সব পাল্টে যাচ্ছে। আজ থেকে ২০ বছর আগের বাংরিপোসি, অযোধ্যা পাহাড়ের সামগ্রিক পরিবেশ আর আজকের পরিবেশ, আকাশ পাতাল তফাৎ। খুব কষ্ট হয় জানেন।
    অনেক পরিবর্তন, জঙ্গলে যাওয়ার সেইসব সঙ্গী আর নেই, বদলেছে জঙ্গলের আদিবাসী মানুষদের মানসিকতা, এখন সেখানে হাতে হাতে মোবাইল যার ফলে পোশাক আর খাদ্যের আমূল পরিবর্তন, সেই বন্য ব্যাপারটা কোথায় হারিয়ে গেছে, এখন গেস্ট হাউস শীততাপ নিয়ন্ত্রিত, এখন ওদিকের কোনো হোটেলে পাওয়া যায়না কাঠের জ্বালে দেশী মুরগির ঝোল, কমেছে জঙ্গল, ফাঁকা হয়েছে পাহাড়, আজ আর নেই নেতারহাটে যাওয়ার পথে মহুয়াটারের সেইসব ভাতের হোটেল, মাটির দাওয়ায় বসে ডিমের ঝোল ডাল কুন্দ্রি ভাঁজা দিয়ে মহাভোজ, মনকে বড়োই পীড়িত করে।
    তন্ময় বিশ্বাস । চুঁচুড়া।

    • @AranyakSubho
      @AranyakSubho  3 місяці тому

      অনেক ধন্যবাদ আপনাকে...আমি শুভ...কলকাতা নিবাসী...আপনার সাথে আমার অনেক মিল পেলাম...পারলে আপনার whatsapp নম্বর শেয়ার করবেন আমার mail address এ: subhoguha6@gmail.com

  • @abhijitmondal186
    @abhijitmondal186 Рік тому +1

    Next time niye jeo dada

  • @bappadityadharr
    @bappadityadharr Рік тому +1

    কতো সুন্দর জায়গা লুকিয়ে আছে। জানা ছিলো না।

  • @pritamnayek6333
    @pritamnayek6333 11 днів тому +1

    কিছু Unnatural এক্সপেরিয়েন্স হয়েছে কারো??

    • @AranyakSubho
      @AranyakSubho  11 днів тому

      না...কোনো unnatural কোনো experience নেই কার...পূর্ণিমা রাতে অসাধারণ এই জায়গা

    • @pritamnayek6333
      @pritamnayek6333 11 днів тому

      @@AranyakSubho amra giyechilam kojagori lokkhi Puja r din, sedin rat e onek kichu unnatural experience korechi ebong according to past history, ekjon Anglo Indian suicide/ murdered.....

    • @AranyakSubho
      @AranyakSubho  9 днів тому

      এই রকম কথা সব বন বাংলো নিয়েই থাকে কিন্তু বাস্তবে একেবারেই এ সব গুজব মাত্র 😊...আমার 30 বছরে প্রচুর বন বাংলো তে থাকার অভিজ্ঞতা আছে এবং কোনো জায়গায় কিছুই হয়নি...শুধু অসাধারণ কিছু অরণ্য অনুভূতি ছাড়া....তবে আপনার টা শোনার ইচ্ছে রইলো...আমার মেইল subhog73@gmail.com তে আপনার whatsapp নম্বর দিতে পারেন...আমি যোগাযোগ করে নেব 😊 ...ভালো থাকবেন

  • @rajibdas4102
    @rajibdas4102 9 місяців тому +1

    Dada, okhankar care taker ba radhunir contact number ta please deben....

  • @brody6293
    @brody6293 Рік тому

    *Promosm*

  • @MelodiousManas70
    @MelodiousManas70 Рік тому +1

    Excellent 👌