আজ থেকে পঞ্চাশ বছর আগে , আমি তখন ছয় বছরের শিশু, এই ইলোরা অজন্তা ঘুরতে গেছিলাম। যাঁদের সাথে ঘুরেছিলাম, তাঁরা আজ কেউ এই পৃথিবীতে নেই। আপনি সেই পুরানো স্মৃতি আবার তাজা করলেন ; তার সাথে সাথে উস্কে দিলেন আবার দেখতে যাবার তীব্র ইচ্ছাকে। ধন্যবাদ ও শুভেচ্ছা👍👍👌👌👏👏👏
এত সুন্দর স্থাপত্য শিল্প হয়তো বিশ্বের আর কোথাও নেই । দারুণ video graph y এবং voice-over ।প্রত্যেক ভ্রমনপ্রেমী ও দর্শণপ্রেমীদের দর্শনীয় তাজমহলের থেকেও বিস্ময়কর স্থাপত্য কীর্তি এই কৈলাশ মন্দির দেখা উচিত। এত সুন্দর ভাবে বর্ণনার জন্য শিবাজিদাকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দাদারা।
আগে অন্য ভাষায়, প্রধানত হিন্দি, Ellora vlog দেখেছি, এবার দেখছি নিজের মাতৃভাষাই ।। এতো সুন্দর বর্ণনা এই প্রথম পেলাম ।। কিছু মাস যাবৎ আপনার এই channel টিই আমার কাছে travel Blog দেখার শ্রেষ্ঠ মাধ্যম হয়ে উঠেছে ।।
এত সুন্দর স্থাপত্য শিল্প হয়তো বিশ্বের আর কোথাও নেই , না জানি আরো কত আশ্চর্য সব জিনিস আছে আমার এই দেশে ♥️ যে মানুষের কল্পনার বাইরে। ভারতবর্ষ পৃথিবীর হৃদপিণ্ড ♥️ অনেক ধন্যবাদ আপনাকে 💓 এত সুন্দর একটা জিনিষ সকলের মাঝে তুলে ধরার জন্য 💓
Dukhkher bishoy holo Bengal e kono bodo Hindu mandir ba satue nei karon islamic rule chola kalin sob destroy kore dei. Maharshtra ba South India te seita Muslim ra kore uthte pareni. Maldah te Adinath Mandir destroy kore Adina mosque convert kora hoi. Very sad for Hindu Bengali community.
অসাধারণ উপহার দিলেন যা আগে কেউ এভাবে দেখান নি মন ছুঁয়ে গেল আমার মত মানুষ যারা কোনদিন যেতে পারবো না তাকে কৈলাস দর্শন করালেন বাবা কেদারনাথ যেন আপনাকে আশীর্বাদ করেন বাবার চরনে এই কামনা করি
অামাদের দুর্ভাগ্য যে স্বাধীনতার পরে বামপন্থী ,কংগ্রেসী শাসকরা হিন্দু স্থাপত্যগুলোর বদলে মুসলমান আর্কিটেকচার গুলোকে মহিমান্বিত করার চেষ্টা চালিয়ে গেছে।
অসাধারণ অপূর্ব অনবদ্য অভুতপূর্ব আপনাদের চোখ দিয়ে আমরা দেখে মুগ্ধ হলাম। আপনারই বাচনভঙ্গি তাতে আমরা মোহিত। কেন যে হিংসা দ্বেষ আমি বুঝিনা এত সুন্দর স্থাপত্য চোখ জুড়ানো দেয়ার ঐতিহ্য তাকে ধ্বংস করতে একটুও প্রাণেবাধেনা।
Really Magnificent view. Old memories got fresh again. Visited there in 2017, lifetime experience. Thanks for showing Kailasha Temple through your lenses. How beautifully you described everything. Elora Caves are wonder truly. 👌
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অজন্তা ইলোরা নিয়ে তৈরি এই ভিডিওগুলো আমাদের দারুণ সাহায্য করেছে ট্যুরের সময়।বাংলাদেশ থেকে অজন্তা ইলোরা ভ্রমণ এর তথ্য সংগ্রহ সত্যি একটু কঠিন যেহেতু খুব বেশি মানুষ সেখানে যাননা।কিন্তু আপনার এই ভিডিওগুলো দেখে আমরা নিজেরাই পরিকল্পনা করে ঘুরে আসতে পেরেছি নির্বিঘ্নে। আবারও ধন্যবাদ আপনাদের সবাইকে।
A couple of days ago I saw your vlog of Ajanta Caves. Today I am enjoying your video of Mahatmaji's favorite Nashik and Ellora caves. The amazing Kailas Temple, built by curving part of a hill is a thing to behold. I think at my age (80+). I can handle all pf these but not the walk to the Ajanta Caves. Incidentally, my younger sister's name happened to be Ajanta. Thanks for presenting this trip. Dr. Ajit Thakur (USA)
সত্যিই আশ্চর্য হতে হয়। এ কি সত্যিই মানুষের তৈরি !!! আমার তো মনে হয়, পিরামিডের থেকেও কৈলাশ মন্দির অনেক বেশি আশ্চর্য করে। অন্যান্য গুহা গুলো নিজ গুনে অনিন্দ্য হলেও কৈলাশ অনবদ্য। এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ 🙏
হ্যাঁ আপনিই প্রথম যা দেখালেন! অনিন্দ্যবাবুকে অনুরোধ জানিয়েছিলাম কিন্তু আপনি ই আশা পূরণ করলেন। পূজোয় যাচ্ছি ট্রেনের টিকিট হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে এই উপহারের জন্য।
ইলরা গুহাগুলির এত বিস্তারিত VLOG আগে কখন দেখিনি । আপনার VLOG দেখার পর চাক্ষুষ দর্শনের ইচ্ছাটা বহুগুণ বেড়ে গেল । আপনার উপস্থাপনা, কণ্ঠস্বর অসাধারণ যা তথ্যচিত্রগুলকে করে তোলে অনেক বেশী প্রানবন্ত । সেই সঙ্গে আপনার বন্ধু শ্রীমান পৃথ্বিজিত দা উনার উপস্থিতি আপনার তথ্যচিত্রগুলতে একটা অন্যরকাম পূর্ণতা এনে দেয়, যখন আপনি একা ঘুরে বেরান তখন পৃথ্বিজিত দার অনুপস্থিতি একটা শূন্য স্থান তৈরি করে (যেন অজিত ব্যতিত ব্যমকেশ) । আমি Udemy তে আপনার Tutorial এর sample দেখেছি আপনি English টাও কিন্তু খুব সুন্দর বলেন । তাই আপনার VLOG গুলির যদি একটা করে ইংলিশ অনুবাদ ও post করেন তাহলে বিদেশে আমাদের দেশের ভ্রমণ সম্পদগুলি আর ও ভাল ভাবে উপস্থাপিত ও সমাদৃত হবে বলে আমার মনে হয় । কামনা রইল আপনার ভ্রমণময় জীবনের পূর্ণ সাফল্যের ।
হ্যা, বাবা আজ ইলোরা’র কৈলাশ মন্দির দেখলাম মানে নুতনের সাথে পুরোন ভিডিওগুলি খুঁজে বের করে দেখছি। এই মন্দির সম্বন্ধে কোন কিছুই বলার অপেক্ষা করে না। আশীর্বাদ রইলো।
ঘুরে এলাম পুজোতে ,দারুণ লেগেছে ।সত্যি অবর্ণনীয় ইলোরার শিল্পকলা ও স্থাপত্য ।ফিরে এসে আবার আপনার ভিডিও তো দেখলাম ,ইতিহাস জানলাম ,খুব ভালো বলেন এবং দেখান।
Feluda r Kailashe kelenkari cinema r scenegulo bar bar chokher samney phirey aschilo. thank you for this particular video . Apnar videogulo sob i darun. ebong bangla te eto sundor korey bornona korar jonnyoi apnar videogulo unique.
My personal belief after gazing at this exquisite superstructure, was that only God’s direct involvement to build His abode by the human hands can create such a wonder! The VERTICAL EXCAVATION method used by the carvers is a wonder in itself…. The final result being a magic on the rock!
Thank you Shibaji da for your ever helping approach. We have come and explored Ajanta and Ellora taking assistance from your information shared in the vlogs.
আমাদের তো অহঙ্কার করা উচিত যে দেশের প্রতিটি কোষে এতো সব ভাষ্কর্য রয়েছে। এতো শিল্পকলা, এতো শিল্পীর জন্মস্থান, সত্যিই আমরা সৌভাগ্যশালী,যে আমাদের দেশ ভারতবর্ষের মাটিতে এই সব অনবদ্য সৃষ্টিকলা স্থাপিত। ধন্যবাদ আপনাদের এতো সুন্দর একটা মন্দির দেখানোর জন্য।
দেখলেন কেমন আশ্চর্য অমূল্য দর্শনীয় স্থান, যা না দেখলে জীবন বৃথা, সেই জন্যই অজন্তা, ইলোরা, অপূর্ব। আমরা এলিফ্যান্ট কেভ দেখতে গিয়েছিলাম কিন্তু সেদিন বন্ধ ছিল, ভেতর দেখতে পায়নি, দেখলাম, শুভেচ্ছা জানাই সকলকে
থ্যাংক ইউ শিবাজী। আমরা এলোরা কেভস ঘুরতে গেলাম তোমার ব্লগ কে সঙ্গে নিয়ে গাইড হিসেবে তুমি এত সুন্দর বলেছো যার জন্য আমাদের কোন অসুবিধা হয়নি তোমার ব্লগ গুলো এত সুন্দর আমি চেষ্টা করি প্রত্যেকটা দেখার আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল
29 cave ta just awesome, ota miss na korlei valo hoto, 29-34 sob kota cave e darun, ami just last December ai visit korechei without mumbai, nashik shirdi r ellora, apnar video ta koyekmas purono feelings ta abar firiye anlo, thank you dada.
Extraordinary skills of Ancient Indian Artisans ,and their works,when rest of the modern world were living a primitive lives , is spellbinding, and beyond any words. Thank you 😊 Shibaji Explorer ,for letting the world know of our unbelievable ancient treasures through your video presentation. Congratulations 👏 for your excellent work. A proud and grateful Indian Lady living in England.
Khub Sundor laglo ! Amio ekmot je Kailash-er Mandir prithibite adwitiyo ! Amio Chhota Kailash chhara sob caves ghure dekhechhilam ! Songe jol chhilo naa aar ei bochhor Holi samay Ellorai temperature pray 40-42 degree chhilo. Authorities should make more water dispensers/coolers and few toilets
সত্যই অপূর্ব। অদ্ভুত। সুন্দর। এত সুন্দর এই ভূবন ভোলান রুপ এই ইলোরা সুন্দরী তা বলা যাবে না। কি ভাবে হাজার হাজার বৎসর আগে তৈরী হয়ে ছিল এই স্বাপত্য কলা। চিন্তা করলে মাথা ঘুরে যায়। তাহলে ভিনগ্রহের মানুষ তৈরি করে ছিল? কি ভাবে? মামুলী ছেনি, হাতুরি দিয়ে? লোহার ব্যবহার কেমন ছিল? প্রশ্নের উত্তর আজও অজানা। আপনাদের অনেক ধন্যবাদ।
খুব সুন্দর। মুম্বই এর কানহেরি কেভ ও খুব সুন্দর। আমার তো খুব ভাল লেগেছিল। তবে আমি পুরোটা ঘুরে দেখতে পারিনি....কারণ আমার সঙ্গী ছিল নয় বছরের আমার মেয়ে...তাকে নিয়ে পুরোটা ঘুরে দেখার সাহস হয়েছিল না।
The Kailasha Temple is an engineering marvel. Should have been in list of 7 wonders of the world. There is a labyrinth of tunnels underneath the temple. There are interesting as well as amazing stories/theories mostly on the supernatural/divine/alien powers involved in building this wonder. One can refer to History Channel's 'Ancient Aliens' episodes or our very own Mr. Praveen Mohan's UA-cam vlogs on this temple.
এই টেম্পল টা নিয়ে অনেক রহস্য আছে,,এর আন্ডারগ্রাউন্ড এ যাওয়া বারণ,, আমি ২০০৬ তে গেছিলাম কলেজ থেকে,, সত্যি বিস্ময়কর,, স্যার, আপনার মাধ্যমে অনেক পুরনো স্মৃতিগুলো জেগে উঠলো।
অবশেষে ইলোরায় এলাম। দারুণ videography এবং voice-over। প্রত্যেক ভারতীয়র অবশ্য দর্শনীয় তাজমহলের থেকেও বিস্ময়কর স্থাপত্য কীর্তি এই কৈলাশ মন্দির। এত সুন্দর ভাবে বর্ণনার জন্য শিবাজিদাকে প্রণাম জানাই।
আজ থেকে পঞ্চাশ বছর আগে , আমি তখন ছয় বছরের শিশু, এই ইলোরা অজন্তা ঘুরতে গেছিলাম। যাঁদের সাথে ঘুরেছিলাম, তাঁরা আজ কেউ এই পৃথিবীতে নেই।
আপনি সেই পুরানো স্মৃতি আবার তাজা করলেন ; তার সাথে সাথে উস্কে দিলেন আবার দেখতে যাবার তীব্র ইচ্ছাকে।
ধন্যবাদ ও শুভেচ্ছা👍👍👌👌👏👏👏
এত সুন্দর স্থাপত্য শিল্প হয়তো বিশ্বের আর কোথাও নেই । দারুণ video graph y এবং voice-over ।প্রত্যেক ভ্রমনপ্রেমী ও দর্শণপ্রেমীদের দর্শনীয় তাজমহলের থেকেও বিস্ময়কর স্থাপত্য কীর্তি এই কৈলাশ মন্দির দেখা উচিত। এত সুন্দর ভাবে বর্ণনার জন্য শিবাজিদাকে ধন্যবাদ জানাই।
ভালো থাকবেন দাদারা।
আগে অন্য ভাষায়, প্রধানত হিন্দি, Ellora vlog দেখেছি, এবার দেখছি নিজের মাতৃভাষাই ।। এতো সুন্দর বর্ণনা এই প্রথম পেলাম ।। কিছু মাস যাবৎ আপনার এই channel টিই আমার কাছে travel Blog দেখার শ্রেষ্ঠ মাধ্যম হয়ে উঠেছে ।।
অসাধারণ সুন্দর কৈলাশ মন্দির। ইতিহাসের বই এ পড়েছি এইসব স্থাপত্য সম্পর্কে, আপনাকে কৃপায় ফোনে র মাধ্যমে দেখলাম, বেশ ভালো লাগলো।
অসাধারণ স্থাপত্য, মুগ্ধ হলাম তোমার ক্যামেরার চোখ দিয়ে দেখে। পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
অপরূপ সৌন্দর্য দেখালেন। কৈলাশ গুহা পৃথিবীর একটি আশ্চর্য হিসেবে স্থান পাওয়া উচিত।
এত সুন্দর স্থাপত্য শিল্প হয়তো বিশ্বের আর কোথাও নেই , না জানি আরো কত আশ্চর্য সব জিনিস আছে আমার এই দেশে ♥️ যে মানুষের কল্পনার বাইরে। ভারতবর্ষ পৃথিবীর হৃদপিণ্ড ♥️ অনেক ধন্যবাদ আপনাকে 💓 এত সুন্দর একটা জিনিষ সকলের মাঝে তুলে ধরার জন্য 💓
Fabulous
Dukhkher bishoy holo Bengal e kono bodo Hindu mandir ba satue nei karon islamic rule chola kalin sob destroy kore dei. Maharshtra ba South India te seita Muslim ra kore uthte pareni. Maldah te Adinath Mandir destroy kore Adina mosque convert kora hoi. Very sad for Hindu Bengali community.
অসাধারণ উপহার দিলেন যা আগে কেউ এভাবে দেখান নি মন ছুঁয়ে গেল আমার মত মানুষ যারা কোনদিন যেতে পারবো না তাকে কৈলাস দর্শন করালেন বাবা কেদারনাথ যেন আপনাকে আশীর্বাদ করেন বাবার চরনে এই কামনা করি
দুর্দান্ত কভারেজ শিবাজিদা। কি অসাধারণ কলা। দেখলে মন - প্রাণ জুড়িয়ে যায়। মনে হয় সবই ঈশ্বরের সৃষ্টি।
শিবাজীদা অসাধারণ লাগলো, কোনদিন যেতে পারবো কিনা জানিনা তবে আপনার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখে নিচ্ছি,💚💚💚💚💚
সেই ফেলুদার গল্পে পড়েছিলাম এই গুহা মন্দিরের কথা ❤️ এতদিনে দেখলাম 🙏
সত্যিই চক্ষু সার্থক .....gratifying to watch the unbelievable, amazing,artistic work of" Ellora Kailash Temple "🙏🌺.......অসাধারণ ধারা বর্ণনা ......অসাধারণ পর্ব ....অসংখ্য ধন্যবাদ প্রিয় Shibaji da!!🙏🌹💞
আমি ছবিতে দেখেছি এখনও যাওয়া হয়নি।যতবার এই শিল্প স্থাপত্যের বর্ণনা শুনি বা দেখি ততবার ই শিহরন জাগে। সত্যিই অপূর্ব
sotti ja dekhlam.... feel proud to be an 🇮🇳 indian
আমার মনে হয় তাজমহল নয়, এটাই দেশের এক নম্বর স্থাপত্য
অামাদের দুর্ভাগ্য যে স্বাধীনতার পরে বামপন্থী ,কংগ্রেসী শাসকরা হিন্দু স্থাপত্যগুলোর বদলে মুসলমান আর্কিটেকচার গুলোকে মহিমান্বিত করার চেষ্টা চালিয়ে গেছে।
নিঃসন্দেহে
ইলোরার কৈলাশ মন্দির অসাধারণ,অতুলনীয়,অনবদ্য।প্রত্যেকটা কেভ ই অপূর্ব সুন্দর।
দারুন দারুন।। তথ্যসমৃদ্ধ একটি ভিডিও।। খুব ভালো লাগলো।।
অসাধারণ অপূর্ব অনবদ্য অভুতপূর্ব আপনাদের চোখ দিয়ে আমরা দেখে মুগ্ধ হলাম। আপনারই বাচনভঙ্গি তাতে আমরা মোহিত। কেন যে হিংসা দ্বেষ আমি বুঝিনা এত সুন্দর স্থাপত্য চোখ জুড়ানো দেয়ার ঐতিহ্য তাকে ধ্বংস করতে একটুও প্রাণেবাধেনা।
অসাধারণ একটি প্রোগ্রাম দেকলাম ❤️❤️
Asadharan kailash temple🕌 ki apurbo karukaj. Sei sab shilpi der pranam janai. Ok 👌will wait for next vlog
বা, এটা দেখারি অপেক্ষায় ছিলাম
খুব সুন্দর,
চালিয়ে যাও গুরু
Kailash e Shibaji dar kelengkari 😁
Darun hoyeche 👌👌👌
ইলোরা কৈলাস মন্দিরের অপার্থিব সৌন্দর্য দেখে আমার মন ভরে গেল। অপূর্ব। ❤️❤️❤️❤️
আগে দেখিনি।এখন দেখলাম।মুগ্ধ হয়ে গেছি। অশেষ ধন্যবাদ।
সত্যিই অপূর্ব । দারুণ বর্ণনা । ফেলুদার কৈলাশে কেলেঙ্কারি সিনেমা টা মনে পড়ে গেল ।
Khub valo laghlo.....Ilora....specially Kailash Temple.....just awesome.....r pratyek ta cave guloi khub valo ebong natural beauty darun.....
ধন্যবাদ! 😇😇😇
খুব খুব ভালো লাগলো, অসাধারণ স্থাপত্য।
Just asadharon laglo 👍👍👍👍👍
শিভাজিবাবু
আপনি একদিন বিস্ব সেরা vlogar হবেন।
simply extraordinary narration । আমি কেবল আপনার vlog দেখি। বাকিগুলো অ খাদ্য
Dada, amio giyechilam 2016 te. Darun Darun,aaj sei purano din gulo mone pore gelo.
Ashadharan bhramon guidance, khub bhalo laglo.
Really Magnificent view. Old memories got fresh again. Visited there in 2017, lifetime experience. Thanks for showing Kailasha Temple through your lenses. How beautifully you described everything. Elora Caves are wonder truly. 👌
অসামান্য বিশ্লেষণ, নিখুঁত উপস্থাপনা। একজন শিল্পী হিসাবে জায়গাটি আপনার ভিডিওতে অসাধারণ লাগলো। পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম।
Aapnar kondoswar khub sundor. Khub bhalo laglo.
Darun darun laglo sotti onek kichu janlam 👍👍
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার অজন্তা ইলোরা নিয়ে তৈরি এই ভিডিওগুলো আমাদের দারুণ সাহায্য করেছে ট্যুরের সময়।বাংলাদেশ থেকে অজন্তা ইলোরা ভ্রমণ এর তথ্য সংগ্রহ সত্যি একটু কঠিন যেহেতু খুব বেশি মানুষ সেখানে যাননা।কিন্তু আপনার এই ভিডিওগুলো দেখে আমরা নিজেরাই পরিকল্পনা করে ঘুরে আসতে পেরেছি নির্বিঘ্নে।
আবারও ধন্যবাদ আপনাদের সবাইকে।
@ ..So Nice ... thanks for shared ...
A couple of days ago I saw your vlog of Ajanta Caves. Today I am enjoying your video of Mahatmaji's favorite Nashik and Ellora caves. The amazing Kailas Temple, built by curving part of a hill is a thing to behold. I think at my age (80+). I can handle all pf these but not the walk to the Ajanta Caves. Incidentally, my younger sister's name happened to be Ajanta. Thanks for presenting this trip. Dr. Ajit Thakur (USA)
অসাধারণ লাগল আপনার প্রয়াস । আমাদের মন ভাল করার আশীর্বাদ ঈশ্বর আপনাদের দুই জন কে দিন । অফুরন্ত ভালোবাসার জোরেই আপনারা বুর্জ খালিফা, বেনারস,ইলোরা,পাহাড়ের যাত্রা ইত্যাদির গুলোর ভ্রমণ সার্থক করলেন তার সাথে-সাথে পারেলেন বাঙালীরা ও। অদম্য সাহসিকতার সাক্ষর রেখেছেন আপনারা ।অজস্র ধন্যবাদ।
Mon vore galo... Ki apurbo sab sculpture 😍😍😍
সত্যি কথা সিবাজিদা অতুলনীয় জিনিস দেখলাম। ধন্যবাদ আপনাকে 👌👌👌
সত্যিই আশ্চর্য হতে হয়। এ কি সত্যিই মানুষের তৈরি !!! আমার তো মনে হয়, পিরামিডের থেকেও কৈলাশ মন্দির অনেক বেশি আশ্চর্য করে। অন্যান্য গুহা গুলো নিজ গুনে অনিন্দ্য হলেও কৈলাশ অনবদ্য। এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ 🙏
Darun darun apnar jonno abaro darsan holo ato sundor nidarsan
হ্যাঁ আপনিই প্রথম যা দেখালেন! অনিন্দ্যবাবুকে অনুরোধ জানিয়েছিলাম কিন্তু আপনি ই আশা পূরণ করলেন। পূজোয় যাচ্ছি ট্রেনের টিকিট হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে এই উপহারের জন্য।
ইতিহাস এর স্পর্শ পেলাম এই ব্লগ টা দেখে। পরিবেশনা অত্যন্ত সুন্দর হয়েছে।👍👍👍👍👍
ইলরা গুহাগুলির এত বিস্তারিত VLOG আগে কখন দেখিনি । আপনার VLOG দেখার পর চাক্ষুষ দর্শনের ইচ্ছাটা বহুগুণ বেড়ে গেল । আপনার উপস্থাপনা, কণ্ঠস্বর অসাধারণ যা তথ্যচিত্রগুলকে করে তোলে অনেক বেশী প্রানবন্ত । সেই সঙ্গে আপনার বন্ধু শ্রীমান পৃথ্বিজিত দা উনার উপস্থিতি আপনার তথ্যচিত্রগুলতে একটা অন্যরকাম পূর্ণতা এনে দেয়, যখন আপনি একা ঘুরে বেরান তখন পৃথ্বিজিত দার অনুপস্থিতি একটা শূন্য স্থান তৈরি করে (যেন অজিত ব্যতিত ব্যমকেশ) । আমি Udemy তে আপনার Tutorial এর sample দেখেছি আপনি English টাও কিন্তু খুব সুন্দর বলেন । তাই আপনার VLOG গুলির যদি একটা করে ইংলিশ অনুবাদ ও post করেন তাহলে বিদেশে আমাদের দেশের ভ্রমণ সম্পদগুলি আর ও ভাল ভাবে উপস্থাপিত ও সমাদৃত হবে বলে আমার মনে হয় । কামনা রইল আপনার ভ্রমণময় জীবনের পূর্ণ সাফল্যের ।
একটা অসাধারণ সুন্দর ভিডিও হয়েছে ❤️❤️
খুব ভালো লাগলো 👍👍
Just fatafati video korchen khub bhalo laglo apnader blog ta
হ্যা, বাবা আজ ইলোরা’র কৈলাশ মন্দির দেখলাম মানে নুতনের সাথে পুরোন ভিডিওগুলি খুঁজে বের করে দেখছি। এই মন্দির সম্বন্ধে কোন কিছুই বলার অপেক্ষা করে না। আশীর্বাদ রইলো।
Khub valo lage apnar video. :) evabei ghure beran. Khub sundor upasthapana
ঘুরে এলাম পুজোতে ,দারুণ লেগেছে ।সত্যি অবর্ণনীয় ইলোরার শিল্পকলা ও স্থাপত্য ।ফিরে এসে আবার আপনার ভিডিও তো দেখলাম ,ইতিহাস জানলাম ,খুব ভালো বলেন এবং দেখান।
Kolkata theke kivabe jaabe ..jodi ektu guide kore den...pls
আমি ও গিয়ে অবাক হয়ে গিয়েছিলাম। আবার যাবার ইচ্ছা আছে তবে সারাদিন ওখানে কাটাবো।
Prochur gayan orjon korlam❤
Feluda r Kailashe kelenkari cinema r scenegulo bar bar chokher samney phirey aschilo. thank you for this particular video . Apnar videogulo sob i darun. ebong bangla te eto sundor korey bornona korar jonnyoi apnar videogulo unique.
সত্যিই অপূর্ব 👍
আমি ১৯৯০ সালে গেছিলাম। অজন্তা এপিসোডটির অপেক্ষায় রইলাম 🙏☺️
Waoo......work of art....asadharan....thanks a lot shibaji da fr sharing...kailash e kelenkari movie dekhechi but ato bhalo bujte parini..thanks again
Dada apnakeo thank u .apner chok diye ato sundor jinish dhekte pelam.thanks again
Osadharon architecture....
একদম
Khoob bhalo laglo, jete parbo ki na jana nei, dekhei chakkhu sarthak
My personal belief after gazing at this exquisite superstructure, was that only God’s direct involvement to build His abode by the human hands can create such a wonder! The VERTICAL EXCAVATION method used by the carvers is a wonder in itself…. The final result being a magic on the rock!
Incredible magnificent temple architectural design of early medieval history ❤❤🎉🎉
দারুন লাগলো ব্লগ টা দাদা
সত্যিই সত্যিই অপূর্ব সুন্দর লাগলো ধন্যবাদ আপনাকে ❤❤❤❤❤❤❤
Thank you Shibaji da for your ever helping approach. We have come and explored Ajanta and Ellora taking assistance from your information shared in the vlogs.
কি অদ্ভুত কোলাকৃত... সত্যি আশ্চর্য..👌👌👌👌👌👌👌👍👍👍👍👍😊💓💖💓
ইতিহাস এ পড়া ছবিগুলো চোখে ভেসে উঠলো 👌
Asadharon, Apurbo, bhishon sundor, khub valo hoyeche video ta Shibaji kaku
আমাদের তো অহঙ্কার করা উচিত যে দেশের প্রতিটি কোষে এতো সব ভাষ্কর্য রয়েছে। এতো শিল্পকলা, এতো শিল্পীর জন্মস্থান, সত্যিই আমরা সৌভাগ্যশালী,যে আমাদের দেশ ভারতবর্ষের মাটিতে এই সব অনবদ্য সৃষ্টিকলা স্থাপিত। ধন্যবাদ আপনাদের এতো সুন্দর একটা মন্দির দেখানোর জন্য।
সত্যিই বাংলায় এই প্রথম এত সুন্দর ভিডিও।
এই ইলোরা কেভের ই ছবিটি নতুন ২০টাকার নোটে দেওয়া আছে তো।
Thank you so much
Khub sundor video 👍♥️
দেখলেন কেমন আশ্চর্য অমূল্য দর্শনীয় স্থান, যা না দেখলে জীবন বৃথা, সেই জন্যই অজন্তা, ইলোরা, অপূর্ব। আমরা এলিফ্যান্ট কেভ দেখতে গিয়েছিলাম কিন্তু সেদিন বন্ধ ছিল, ভেতর দেখতে পায়নি, দেখলাম, শুভেচ্ছা জানাই সকলকে
থ্যাংক ইউ শিবাজী। আমরা এলোরা কেভস ঘুরতে গেলাম তোমার ব্লগ কে সঙ্গে নিয়ে গাইড হিসেবে তুমি এত সুন্দর বলেছো যার জন্য আমাদের কোন অসুবিধা হয়নি তোমার ব্লগ গুলো এত সুন্দর আমি চেষ্টা করি প্রত্যেকটা দেখার আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল
Thanks unlimited, for this beautiful video, also thanks to Sayantan. Ghorer kaache erokom masterpiece 🤗🤗🤗, will surely visit.
অবশ্যই যাবেন
অপূর্ব। অসাধারণ। আপনার ব্লগ দেখে আমি বাকরুদ্ধ। জানিনা, সামনা সামনি দেখলে কি অবস্থা হবে। ভারি সুন্দর। আপনার ব্লগ থেকে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।
29 cave ta just awesome, ota miss na korlei valo hoto, 29-34 sob kota cave e darun, ami just last December ai visit korechei without mumbai, nashik shirdi r ellora, apnar video ta koyekmas purono feelings ta abar firiye anlo, thank you dada.
দাদা,বাংলাদেশ থেকে, নিয়মিত ফলো করি আপনাদের। প্রায় সব এপিসোড দেখা হয়ে গেছে। আপনার ভিডিওগ্রাফী,বাচনভঙ্গি অসাধারণ। ভাল থাকবেন। সঙ্গে আছি,,
Thank you Shibaji . Amader ghare boshe ato apurbo oitijyo dekhar sujog kore deoyar jonno . Apner ei porishrom sarthok 👍.
Mon bhore galo. Khub bhalo.
কি বলবো ভাষা খূঁজে পেলাম না দাদা। শুধু তোমাকে thank you । পরের পর্বের অপেক্ষায় রইলাম
ধন্যবাদ দাদা এই আশ্চর্য মন্দিরের বিষয়ে বাংলা ভিডিও খুঁজছিলাম আর আপনার ভিডিও টা এলো
ইচ্ছে পূরণ করার জন্য ধন্যবাদ।যারা এই স্থাপত্য শিল্পেরধ্বংস করতে চেয়েছিলেন তাদের শতাধিক ধিক্কার। ভালো থেকো সুস্থ থেকো তোমরা
Darun laglo..Kailash Temple is marvelous..ki kore je tairi kora hoyechilo setai বিস্ময়..
হ্যাঁ আজও সেটা একটা বিরাট রহস্য।
নারায়ণ সান্যালের ' অপরূপা অজন্তা ' আর সত্যজিৎ রায়ের ' কৈলাসের কেলেঙ্কারি ' কৈলাস মন্দিরের বর্ননা পড়ে মুগ্ধ হয়েছিলাম। বড়ো ইচ্ছে ছিল ওখানে যাবার। কিন্তু হয় নি। আপনার ভিডিও কিছুটা হলেও তৃপ্তি দিল।
Sone ki chidiya Vala Bharat duniya Par Raaj karne Ko diya Lalchi Gaddaro ne Khud ko hi maar Bech gulami kar rahe guru ke hatyare
Aamar dekha accha da, khub valo lagA. Aar apnar video gulo khub valo. Thanks
অসাধারণ লাগলো খুব সুন্দর👌👌👌👌👌👌♥️
Extraordinary skills of Ancient Indian Artisans ,and their works,when rest of the modern world were living a primitive lives , is spellbinding, and beyond any words. Thank you 😊 Shibaji Explorer ,for letting the world know of our unbelievable ancient treasures through your video presentation. Congratulations 👏 for your excellent work. A proud and grateful Indian Lady living in England.
very nice
visiting soon
with your inputs
khub valo laglo video ti...
Khub Sundor laglo ! Amio ekmot je Kailash-er Mandir prithibite adwitiyo ! Amio Chhota Kailash chhara sob caves ghure dekhechhilam ! Songe jol chhilo naa aar ei bochhor Holi samay Ellorai temperature pray 40-42 degree chhilo. Authorities should make more water dispensers/coolers and few toilets
Darun , Khub valo hoyeche video ta Shibaji kaku
সত্যই অপূর্ব। অদ্ভুত। সুন্দর। এত সুন্দর এই ভূবন ভোলান রুপ এই ইলোরা সুন্দরী তা বলা যাবে না। কি ভাবে হাজার হাজার বৎসর আগে তৈরী হয়ে ছিল এই স্বাপত্য কলা। চিন্তা করলে মাথা ঘুরে যায়। তাহলে ভিনগ্রহের মানুষ তৈরি করে ছিল? কি ভাবে? মামুলী ছেনি, হাতুরি দিয়ে? লোহার ব্যবহার কেমন ছিল? প্রশ্নের উত্তর আজও অজানা। আপনাদের অনেক ধন্যবাদ।
THANK YOU SO MUCH SIR...APNAR VIDEO DEKHE MON PRAN BHORE GELO..JANI NA KONO DIN JEYE PARBO KINA...TAI THANKS AGAIN AND AGAIN.
Asadharon.....dekha jayga o notun lage....Thanx a lot
খুব সুন্দর। মুম্বই এর কানহেরি কেভ ও খুব সুন্দর। আমার তো খুব ভাল লেগেছিল। তবে আমি পুরোটা ঘুরে দেখতে পারিনি....কারণ আমার সঙ্গী ছিল নয় বছরের আমার মেয়ে...তাকে নিয়ে পুরোটা ঘুরে দেখার সাহস হয়েছিল না।
The Kailasha Temple is an engineering marvel. Should have been in list of 7 wonders of the world. There is a labyrinth of tunnels underneath the temple. There are interesting as well as amazing stories/theories mostly on the supernatural/divine/alien powers involved in building this wonder. One can refer to History Channel's 'Ancient Aliens' episodes or our very own Mr. Praveen Mohan's UA-cam vlogs on this temple.
অপেক্ষায় ছিলাম।।।ধন্যবাদ
Khub valo hoyeche video ta Shibaji kaku
Video ta Khub valo legeche amar Shibaji kaku
Tomar one of the best vlog.. khub bhalo laglo
এই টেম্পল টা নিয়ে অনেক রহস্য আছে,,এর আন্ডারগ্রাউন্ড এ যাওয়া বারণ,, আমি ২০০৬ তে গেছিলাম কলেজ থেকে,, সত্যি বিস্ময়কর,,
স্যার, আপনার মাধ্যমে অনেক পুরনো স্মৃতিগুলো জেগে উঠলো।