পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা, মন্দির, দুর্গ, সব দেখতে পাবেন এই ট্যুরে Jhargram offbeat places Tour plan

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2024
  • Jhargram offbeat places Tour plan পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা, মন্দির, দুর্গ, সব দেখতে পাবেন এই ট্যুরে | Travel Guide Bangla | offbeat places near Kolkata
    ============================================================
    || ৩ রাত ৪ দিনের নয়াগ্রাম, গোপীবল্লভপুর, বাংরিপোষী, ঝাড়গ্রাম ও ঘাটশিলা ভ্রমণ ||
    ❤️ প্রথম দিন :- সকাল ৮.৩০ এ ট্রেনে খড়্গপুর। খড়্গপুর থেকে সাইট সিইং শুরু...
    ১. মোঘল আমলের তৈরী কুরুমবেড়া ফোর্ট,
    ২. জঙ্গলকন্যা উদ্যান ও সুবর্ণরেখা নদীতে নৌকা বিহার,
    ৩. পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জঙ্গলকন্যা সেতু,
    ৪. উড়িষ্যার বালাসোর জেলার অন্তর্গত ৮০০ শত বৎসরের প্রাচীন রাইবনিয়া ফোর্ট,
    ৫. জঙ্গলের মধ্যে জাগ্রত বাবা কালুয়াষাঁড় পীঠস্থান দর্শন,
    ৬. গহীন অরণ্যের মাঝে তপোবন বাল্মিকী মুনির আশ্রম, সীতাকুণ্ড, মা সীতার আঁতুড় ঘর, লব কুষের স্নানের জায়গা... যেখান থেকে কাজল জল ও হলুদ জল বেরায়,
    ৭. তপোবন ড্যাম, তিলক মাটির ঢিবি ও সীতা নালা... যেখানে হরিণ 🦌 জল খেতে আসে।
    ৮. সুবর্ণরেখা নদীর তীরে উঁচু টিলার উপর অবস্থিত ৬০০ শত বৎসরের প্রাচীন রামেশ্বর মন্দির 🛕।
    💛 দ্বিতীয় দিন:-
    গোপীবল্লভপুর থেকে সকাল সকাল সাইট সিইং এ বেরিয়ে পড়া...
    ১. বাংরিপোষী, বাবনঘাটি, পাহাড়ের উপর অবস্থিত দুয়াসুনি মন্দির 🛕,
    ২. ঠাকুরাণী পাহাড়ে ট্রেকিং ও গুহার ভেতর দিয়ে পেরিয়ে হিলটপ থেকে পাখির 🦜 চোখে বাংরিপোষী দর্শন,
    ৩. জিঙ্কপাহাড়ী ও ঐতিহাসিক বুড়িবালাম নদীর সৌন্দর্য,
    ৪. গহীন অরণ্যের মাঝে ব্রাহ্মণকুণ্ড ওয়াটার ফল্স ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ,
    ৫. তিন রাজ্যের সঙ্গমস্থল হাতিবাড়ি ফরেস্ট ও সুবর্ণরেখা নদীতে নৌকা ⛵ বিহার,
    ৬. ঝিল্লী পাখিরালয়ে পরিযায়ী পাখির 🦜🦩🦃 দেখা,
    ৭. ৬০০ শত বৎসরের প্রাচীন গোপীবল্লভপুর রাধাগোবিন্দ জিউ মন্দির 🛕 দর্শন।
    💙 তৃতীয় দিন:-
    সকাল সকাল চিল্কীগড় ও ঝাড়গ্রাম সার্কিট ভ্রমণে বেরিয়ে পড়া...
    ১. চিল্কীগড় রাজবাড়ী ও নবরত্ন মন্দির 🛕 দর্শন,
    ২. চিল্কীগড় কণকদূর্গা মন্দির ও ভেষজ উদ্যান।
    ৩. ডুলুং নদীর সৌন্দর্য,
    ৪. ঝাড়গ্রাম রাজবাড়ী দর্শন,
    ৫. ঝাড়গ্রাম ট্রাইবাল মিউজিয়াম,
    ৬. ঝাড়গ্রাম জ্যুলোজিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা,
    ৭. রং তুলিতে আঁকা আদিবাসী শবর গ্রাম "খোয়াবগাঁ" দর্শন।
    💚 চতুর্থ দিন:-
    গোপীবল্লভপুর থেকে ঘাটশিলার পথে...
    ১. বুরুডি লেকের অসাধারণ সুন্দর সৌন্দর্য,
    ২. জঙ্গলের পথে ধারাগিরি ওয়াটার ফল্স,
    ৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত বাড়ি... গৌরীকুঞ্জ এ স্মৃতিচারণ,
    ৪. শাল মহুয়ার বনানীতে ঘেরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ফুল ডুংরী পাহাড়,
    ৫. সুবর্ণরেখা নদী ও রাতমোহনার সৌন্দর্য।
    ( বিকেলে ট্রেনে 🚄🚃 বুক ভরা অক্সিজেন ও মন ভরা প্রশান্তি নিয়ে বাড়ির পথে )
    প্যাকেজ জন প্রতি - ৮০০০/-
    ( ৭ জনের টিম হওয়া নিশ্চিত - বেশি হলে গাড়ি অনুপাতে ১৪ জন, ২১ জন বা ২৮ জনের) এর সাথে চার বেলা রুচি সম্পন্ন খাওয়া দাওয়া, হোটেলের ডিলাক্স রুমে থাকা, বোলেরো গাড়িতে প্রতিদিন অন্তত পক্ষে ৬ থেকে ৭ টি সাইট সিইং স্পট ঘোরাফেরা সহ।
    বিঃ দ্রঃ - ট্রেন টিকিট, এন্ট্রি টিকিট ও নৌকা বিহার নিজস্ব।
    ============================================================
    Jungle Kanya Tours & Travels
    Pranab Mahata
    (M) 9641937200
    ============================================================
    Music credit goes to:-
    Jingle Bells 7 by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommons.org/licenses/...
    Artist: incompetech.com/
    ============================================================
    Connect on Social media :-
    Email us at: ghurtejabo.official@gmail.com
    Facebook Page: / ghurtejabosoumen
    Facebook Group: / 390024813025732
    Instagram: / ghurtejabosoumen
    ===========================================================
    #jhargram #tourism #offbeat_places

КОМЕНТАРІ • 52

  • @tanmoydey2092
    @tanmoydey2092 5 місяців тому +2

    অন্য টাইপ একটা ভ্রমণ লাগলো ।
    ☺️😊 ............. 👍 ..

    • @GHURTEJABOSOUMEN
      @GHURTEJABOSOUMEN  5 місяців тому

      হম, খানিকটা অন্যরকমই 😊 ....

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 5 місяців тому +1

    apurbo Subarnorekha nodi o nodite noukabihar, sundar jalopropat, apurbo pahar o aronyok prokriti

  • @suvojitshome1101
    @suvojitshome1101 5 місяців тому +1

    very nice video

  • @joyofexcursion
    @joyofexcursion 5 місяців тому +1

    Dada, apnar video gulo khub bhalo lage sathe group tour gulo besh interesting. Apnader ki ei 26th to 28th Jan kono group tour er plan ache? Join kora possible ki?

    • @GHURTEJABOSOUMEN
      @GHURTEJABOSOUMEN  5 місяців тому +1

      Onek onek dhonyobad dada. 26th to 28th Jan kono group tour nei, erpor amader tour ache March e. 2 to tour ache, Darjeeling & Puruliya.

    • @joyofexcursion
      @joyofexcursion 5 місяців тому

      @@GHURTEJABOSOUMEN ok. Apnara Kobe group tour koran ei information gulo kivabe pabo? Ar join korar jonno ki korte hobe ei tathoyo gulor jonno kothay jogajog korte hobe?

  • @sonalisona7525
    @sonalisona7525 5 місяців тому +1

    দারুন হয়েছে ❤❤❤

    • @GHURTEJABOSOUMEN
      @GHURTEJABOSOUMEN  5 місяців тому

      অসংখ্য ধন্যবাদ তোমায় ❤

  • @enitabanerjee2628
    @enitabanerjee2628 5 місяців тому +1

    ভাই, আপনার মাধ্যমে ভারী সুন্দর দর্শনীয় স্থান দেখা হলো। অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম।

    • @GHURTEJABOSOUMEN
      @GHURTEJABOSOUMEN  5 місяців тому

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ

  • @moumitachatterjee1012
    @moumitachatterjee1012 5 місяців тому +1

    Darun 👌❤❤

  • @AmKing_of_curses
    @AmKing_of_curses 5 місяців тому

    বাড়ির কাছে কলকাতা হয়েও এই জায়গা গুলো এখন অব্দি যেতে পারিনি তবে আপনার কাছ থেকে দেখে খুব ভালো লাগলো দারুন ভিডিও

  • @Pratishkabanerjee
    @Pratishkabanerjee 5 місяців тому +1

    UA-cam video na ki juddho joy ??? 😂😂😂😂... Osadharon video....

    • @GHURTEJABOSOUMEN
      @GHURTEJABOSOUMEN  5 місяців тому

      😂😂😂 Ja bolechen. Thank you very much.

  • @benu7369
    @benu7369 5 місяців тому +1

    ❤❤

  • @rimisarkar3551
    @rimisarkar3551 5 місяців тому +1

  • @monsoonmbshruti5144
    @monsoonmbshruti5144 5 місяців тому +1

    Apnar Songe Phone A jogajog Korbo kibhabe,Apnader tour A Aksathe thakte Chai

  • @user-jq7lv9td5i
    @user-jq7lv9td5i 4 місяці тому

    Jaigata ghurte package kato janaben. Reply early

  • @narasinghapaira8549
    @narasinghapaira8549 5 місяців тому +2

    গোপীবল্লভপুরের উপর দিয়ে চলে গেলেন ১০০মিটারের মধ্যে সাড়ে ৪০০বছরের টেরাকোটার কাজকরা গোবিন্দ মন্দির টা কভার করতে পারতেন। যাইহোক আমার জেলা ও প্রতিবেশী ওড়িশার দেখা যায়গা গুলি আবারো দেখা হয়েগেল। ধন্যবাদ।

    • @GHURTEJABOSOUMEN
      @GHURTEJABOSOUMEN  5 місяців тому +2

      আপনি মনে হয় রাধা গোবিন্দ জিউ এর মন্দিরটার কথা বলছেন। যদি সেটা হয় তো, পরের এপিসোডে দেখতে পাবেন। আপনাকেও অনেক ধন্যবাদ দাদা।

  • @Brut770
    @Brut770 5 місяців тому +1

    1st kore diilam dada

  • @tusharpal5768
    @tusharpal5768 5 місяців тому +1

    Akhna aro onek dekhar jai ga acha onek Sundar Sundar aber kono din asla ager thake janaben ager thake Ami upnader satha giya dekhiya anbo

    • @GHURTEJABOSOUMEN
      @GHURTEJABOSOUMEN  5 місяців тому +1

      Achha dada, onek onek dhonnobad apnake ❤

  • @prasenjitmahata1993
    @prasenjitmahata1993 5 місяців тому +1

    🌺🌹🏵🙏🙏🙏

  • @aradhanachatterjee4119
    @aradhanachatterjee4119 5 місяців тому +1

    শুধু ঝাড়গ্রাম ট্যুর করবেন?

  • @tusharpal5768
    @tusharpal5768 5 місяців тому +1

    Dada Amer badi GOPIBALLAVPUR

    • @GHURTEJABOSOUMEN
      @GHURTEJABOSOUMEN  5 місяців тому

      O achha, besh valo laglo dada, Gopiballavpur

  • @arpitamitra3757
    @arpitamitra3757 5 місяців тому +1

    Uncommon spot

  • @benu7369
    @benu7369 5 місяців тому +2

    Total কত খরচ হবে package এর বলতে পারবেন?

  • @Dr.N.Mondal.Ph.D
    @Dr.N.Mondal.Ph.D 5 місяців тому +2

    ঐরঙ্গজেব যে মন্দির থেকে মসজিদ বানিয়েছে তার history টা কি সঠিক??

  • @tusharpal5768
    @tusharpal5768 5 місяців тому +1

    Apnara Gopi kunj Loage thake chilan

  • @som3450
    @som3450 5 місяців тому +1

    কি দরকার অতো কষ্ট করার?

    • @GHURTEJABOSOUMEN
      @GHURTEJABOSOUMEN  5 місяців тому +1

      ওই একটা এডভেঞ্চার আর কি

  • @sharmisthabose4747
    @sharmisthabose4747 Місяць тому +1

    Apnake ekdom valo lage na

    • @GHURTEJABOSOUMEN
      @GHURTEJABOSOUMEN  Місяць тому

      Valo lage bolei type kore comment e likhechen, na valo lagle kichu likhten na. Chinta nei, apnar ei valo laga amay aro egite jete sahajyo korbe. Dhonnobad didi