৪০ বছর যাবত চলমান ঘোড়ার শক্তি পরিক্ষা! দেশের একমাত্র ঘোড়ার হাট তুলসিপুরের নিয়মিত আয়োজন।

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • ৪০ বছর যাবত চলমান ঘোড়ার শক্তি পরিক্ষা! দেশের একমাত্র ঘোড়ার হাটের নিয়মিত আয়োজন।
    এক সময় বাহনের অন্যতম মাধ্যম ছিল ঘোড়া ও ঘোড়ায় টানা গাড়ি। কালের বিবর্তনে বাহনের মাধ্যম হিসেবে এগুলোর প্রচলন প্রায় বিলুপ্ত হয়ে কোথাও কোথাও ‘ঐতিহ্য’ হিসেবে টিকে আছে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মানুষ এখনো ঘোড়া ও ঘোড়ার গাড়ির প্রতি এক দারুণ আকর্ষণ অনুভব করে। হয়তো সে জন্যই চল্লিশ বছর ধরে তুলসীপুরে নিয়মিত বসছে ঘোড়া বিকিকিনির হাট।
    জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলসীপুর। জেলা শহর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে তুলসীপুর ডিগ্রি কলেজ। প্রতি বৃহস্পতিবার এই মাঠেই বসে দেশে টিকে থাকা ঘোড়া কেনাবেচার বড় হাটটি। শেরপুর, টাঙ্গাইল, বগুড়া, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, সিলেট, পাবনাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতা-বিক্রেতারা এখানে আসছেন প্রায় ৪০ বছর ধরে। #তুলসিপুর_ঘোড়ার_হাট #জামালপুর #ঘোড়ার_হাট

КОМЕНТАРІ • 2

  • @VivoY17s-oh3sf
    @VivoY17s-oh3sf 6 місяців тому

    ভাই তুলশিপুর থেকে বেনাপোল বডার গাড়ি ভাড়া জানাবেন

  • @Mdriajkhan-r1e
    @Mdriajkhan-r1e 5 місяців тому

    ❤ মোবাইল নাম্বার দেওয়া উচিত