ম্যাডাম আপনি অনেক বুদ্ধিমান তা হিন্দু ছেলেকে বিয়ে করেছেন, আপনাকে অভিনন্দন। আপনি নিশ্চয়ই একমত হবেন যে হিন্দু ছেলেরা সাধারণত সহনশীল হয় এবং বহু বিবাহ করেনা, তাই মুসলিম মেয়েদের নিজের স্বার্থে হিন্দু ছেলেদের বিয়ে করা উচিত। ভারত থেকে অপূর্ব।
আমি গর্বিত যে আমি একজন হিন্দু ধর্মের। হিন্দু ধর্ম একে অপরকে শ্রদ্ধা করতে শেখায় সম্মান দিতে শেখায়। হিন্দু ধর্মে নিজেদের মধ্যে বিবাহিত হয় না। হিন্দু ধর্মের মধ্যে মা,বোন, অর্থাৎ প্রতিটা মহিলাকে দেবী জ্ঞানে পুজো করা হয়। হিন্দু ধর্ম এমন একটা ধর্ম যেখানে দ্রোপদীর বস্ত্র হরণের জন্য মহাভারতের মতন এত বড় যুদ্ধ হয়েছে। মা সীতাকে অপহরণ এর জন্য রামায়ণের মতন এত বড় যুদ্ধ হয়েছে রাবণকে বধ করা হয়েছে। হিন্দু ধর্মের মহিলাদের সর্বদাই সম্মান করা হয় 🙏🚩🧡 প্রণাম নেবেন দিদি ভাই 🙂🙏
@@ajitandyokothakur7191 KONO HINDU MEYE JOKHON MUSLIM CHELE KE BIYE KORE TOKHON SE TA LOVE JIHAD KENO HOY TOKHON ASHIRBAD DEBAR JONNO AAR COMMENTS LIKHA HOYE NA KENO
হিন্দুধর্মে অনেক অমর পবিত্র প্রেমের কাহিনী রয়েছে।যে প্রেম অসীম এবং জন্মজন্মান্তরে বাঁধা। যা এক জন্মে পূর্ণতা না পেলেও পর জন্মে পূর্ণতা পায়।হিন্দুধর্ম প্রেম ও শান্তি ছড়ায়,মানুষে মানুষে সম্প্রীতি তৈরি করে।আপনাদের প্রেমের পূর্ণতা দেখে খুবই ভালো লাগলো।আশির্বাদ করি পরবর্তী জীবণ সুখে শান্তিতে অতিবাহিত করো।❤❤❤❤❤
তুমি ঠিক কাজ করেছো , এই ভাবেই আরো হোক, মুসলিম মেয়েরা আরো হিন্দু ছেলেকে বিয়ে করুক, আরো করুক হিন্দু ছেলেরা এই পবিত্র কাজটি। হরে কৃষ্ণ, জয় মা কালী, হর্ হর্ মহাদেব, জয় শ্রী রাম 🚩
হিন্দু মেয়ে মুসলিম হলে সমস্যা নেই আর মুসলিম মেয়ে হিন্দু হলে সমস্যা আর একটা বলি হিন্দু ছেলেরা 4 টে বিয়ে করে না আর হিন্দু মেয়ে মুসলিম হওয়ার পর কি ঘটে তাদের সাথে সেটা আমারা যানি
পাগল ছাগল আসে কোথতেকে,,যারা আলেম, মুফতি তারা কি না বুজে পড়ে??আসলে মেইন কথা হলো হিদায়াত,,যে আল্লাহ সবাইকে দেয় না,যেমন তোমাকে দেয়নি,,তুমি ইসলামের ইতিহাস পড়ো, দেখতে পারবে সে যুগে মানুষ ইসলামের জন্য কেমন পাগল ছিল,হাসি মুখে জিবন বিলিয়ে দিছে,ইমান বিক্রি করেছি,তারা নিশ্চয়ই তোমাদের মত মুনাফিক ছিল না,,
বাংলাদেশের প্রাণের ভয় থাকলে এরা তো দুজন ইন্ডিয়াতে এসে থাকতে পারে। এখানে তো নিশ্চিতভাবে তাদের প্রেমের জীবন কাটাতে পারে। এদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা রইল
বোন তুমি সনাতন ধর্মে এসেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি বুঝতে পেরেছো সনাতন ধর্মে মেয়েদের স্থান অনেক উপরে মায়েরা আমাদের পূজনীয় আমরা মেয়েদের মাতৃরূপে পূজা করি আর যত ধর্ম আছে সব জায়গাতেই মেয়েদের অসম্মান করা হয় একমাত্র সনাতন ধর্মই মেয়েদের সম্মানীয় স্থান কারণ সনাতন ধর্মী ডিভোর্স নামটা নেই তালাক নামটা নেই একবার শাঁখা সিঁদুর পড়ে নিলে আর তাকে শ্বশুরবাড়ি ত্যাগ করতে হয় না
মামনি তোমাদের ভালবাসাকে সন্মান জানাই। তোমাদের সুখ ও শান্তি কামনা করি। যে কোনো মেয়েই লক্ষি তোমাদের মর্যাদা দিলেই সংসারে উন্নতি হয় , তোমাদের কোনো জাত নেই, শুধুই স্ত্রী জাত যে ঘরে জায় সেইটাই তার হয় ।
মামনি তুমি চিরসুখে থেকো। স্বামীকে কখনো ছেড়ে যাবেনা। সনাতনের সুশীতল ছায়ায় জীবনকে সত্যের পথে পরিচালিত করা যায়। আর হিন্দু ছেলেরা বা মেয়েরা কখনো তার স্বামী বা স্ত্রীকে ছেড়ে যায় না। তোমাদের কল্যাণ হোক।
আমি একজন হিন্দু হয়ে এই মেয়েটিকে বলতে চাই তুমি যা করেছ ভুল করেছ কারন তোমার মত বহু হিন্দু মেয়ে কোন মুসলিম ছেলেকে ভালবাসে পালিয়ে বিয়ে করেছে এটাও ভুল। একটা কথা মনে রাখবে যেই বাবা মা তোমাকে জন্ম দিল খাইয়ে পড়িয়ে বড় করল সুশিক্ষিত করল সেই বাবা মায়ের মনে কষ্ট দেওয়ার অধিকার তোমার নেই। যেইসব মেয়েরা বাবা মাকে কষ্ট দেয় তারা কখনও সুখী হতে পারে না।।
তিন তালাকের ভয় নেই, সুখেই থাকবে। আমার পাড়ায় এর চেয়েও দেখতে সুন্দরী এক মহিলা হিন্দু বিয়ে করেন। তিনি দূর্গা পূজার সাথে যুক্ত। দেখলে কেহ বুঝতে পারবেন না,তিনি আগে মুসলিম ছিল।
একজন হিন্দু মেয়ে যখন একজন মুসলিম ছেলেকে ভালো বেশে বিয়ে করে মুসলিম হতে পারে, তাহলে একজন মুসলিম মেয়ে একজন হিন্দু ছেলেকে বিয়ে করে হিন্দু হতে পারবে না, তাহলে কি বাংলাদেশ সংখ্যা গরিষ্ট মানুষ মুসলিম বলে, ? যা কখনোই ঠিক নয়, একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ, নারী তারাই ঠিক করবে কিভাবে তারা বাচবে, এটা তাদের অধিকার, জেোর করে কাহারো স্বাধীনতা কে হরন করা অনুচিত, সবার মনে সমধারনা প্রতিফলিত হোক, এটাই সমাজের আদশ হওয়া উচিত।
শোনো মেয়ে, তুমি সারাজীবন সুখে থাকতে পারবে, তালাকের কোনো ভয় নাই, চার বিয়ের কোনো ভয় নাই, হিন্দু মেয়েকে নিয়ে মুসলিম বানিয়ে বিয়ে করো ,তখন খুব ভালো লাগে, মুসলীম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করলেই দোষ, ,তোমরা আইনি প্রক্রিয়া শুরু করো।
একদম, হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করলে 99% ক্ষেত্রেই জীবন নরক করে দেয় বা মেরে ফেলে। মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করে মেরে ফেলা দূরের কথা, ভালো নাই, এরকম দৃষ্টান্তও বিরল। ওরা আল্লা জাহান্নাম আর দাঙ্গা ছাড়া কিছুই বোঝেনা 💣💥👹💩☠️🐈⬛🦇❌️
আমার প্রেমিকাও মুসলিম, আমরা বিয়ে করতে যাচ্ছি কুট মাধ্যমে, মেয়ে টা ইসলাম ত্যাগ করব বলছে।আমার প্রেমিকাকে ভগবানে প্রচারিত বানী গীতা শ্লোক পড়াই তিনি গীতা বানী ভালো লাগছে আমাকে জানাইছে।
দিদি/বোন তুমি হিন্দু ধর্মে এসে মুসলিম ধর্ম ও পালন করতে পারো যেমন নামাজ পড়া,রোজা রাখা ইত্যাদি । তুমি দুটিই ধর্ম পালন করতে পারবে কোনো সমস্যা নেই।কিনতু মুসলিম ধর্মে থেকে আর অন্য কোনো ধর্ম পালন করতে পারবে না,ভগবানের কাছে প্রার্থণা করি তোমরা সুখে সংসার করতে পারো। এদের বর্তমান খবর কেও বলতে পারবেন??
আমি একজন হিন্দু, আমার জন্ম এক হিন্দু বাবা ও হিন্দু মায়ের ঘরে, তাই জন্মসূত্রে আমি একজন হিন্দু। আমার কোনো ধর্মীয় প্রবক্তা বা আমার কোনো নির্দিষ্ট একটি ধর্মগ্রন্থ নেই বরং আমার আছে শত শত, হাজার হাজার ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ। হিন্দু ধর্মকে বিশ্বের বর্তমান 'ধর্মমত'-গুলোর সাথে আপনি তুলনা করতে পারবেন না। কোনো ঈশ্বরে বিশ্বাস না করেও আপনি হিন্দু হতে পারেন। হিন্দু ধর্ম সেই সভ্যতার শুরু থেকেই চলে আসছে, টিকে আছে নানা প্রতিকূলতাকে ও সমালোচনাকে সাথে নিয়ে। আমি প্রতিনিয়ত মন্দিরে যেতাম না। আমি নিয়মিত ধর্মীয় আচার-নিষ্ঠা পালন করতাম না। কেউ আমার উপর কখনো চাপ প্রয়োগ করেনি এসব নিয়ম-নিষ্ঠা পালন করার জন্য। ছোটবেলায় ধর্মীয় উৎসবসমূহে অংশ নিতাম ও খুব উপভোগ করতাম। ঈশ্বর আমার বন্ধুর মতো। আমি ঈশ্বরকে ভয় পাই না। যদি আমি হিন্দুধর্মের কিছু আচার-নিষ্ঠাকে চ্যালেঞ্জও করি তবুও কেউ আমাকে অন্য ধর্মে ধর্মান্তরিত করতে পারবে না বা প্রাণে মেরে ফেলবে না। কারণ একজন হিন্দু হিসেবে আমি ব্যক্তিগতভাবে ও বস্তুনিষ্ঠভাবে চিন্তা-ভাবনা করতে পারি, কোনো প্রকার শর্তাবলী ছাড়াই। এমনকি প্রকাশ্যে সমালোচনা করতেও পারি। আমাকে কেউ মেরে ফেলবে না। আসলে হিন্দুধর্ম কোনো ধর্মমত নয়, এক বিশ্বাস ও রীতি-নীতি। মানুষের সভ্য হবার পদ্ধতি ও 'মানুষ' হওয়ার সংস্কৃতি। এ কোনো এমন ধর্ম নয় যা কোনো এক ব্যক্তির দ্বারা প্রচারিত অথবা এর কোনো সংগঠিত সংঘ বা সমিতি নেই। হিন্দুধর্মে কোনো সংস্থাপণ বা কর্তৃত্বধারী গোষ্ঠী নেই। আমাদের ঈশ্বর সম্পর্কে ভাবনা একজন ব্যক্তিগত ঈশ্বরের মতো নয়। এ তো আমাদের কাছে ভাবনারও অতীত যে আমি একজন 'ব্যক্তির মতো ঈশ্বর'-এর আরাধনা করব -- যিনি কিনা এমন যে, মেঘের মাঝে লুকিয়ে থেকে তার পছন্দমত 'বার্তাবাহক'-এর মাধ্যমে নির্দেশ দিচ্ছেন এমনভাবে যেন আমাদের তাকে উপাসনা করতেই হবে, আর না করলেই শাস্তি। আসলে হিন্দুধর্ম হলো একজন ব্যক্তির ধর্ম, ব্যক্তির জন্য ধর্ম, ব্যক্তির দ্বারা ধর্ম যার শিকড় রয়েছে গীতার মতো ধর্মগ্রন্থে আর সাধনা রয়েছে চণ্ডীর মতো ধর্মগ্রন্থে। পুরো বিষয়টা হলো একজন ব্যক্তির ঈশ্বরের কাছে পৌঁছানো তার নিজস্ব ব্যক্তিগত মাধ্যমে, তার নিজস্ব মানসিকতা ও অন্তর্নিহিত বিবর্তনের মাধ্যমে। কেউ কাউকেও হিন্দুধর্মে ধর্মান্তরিত করতে পারবে না। এ কোন ধর্মমত নয়, বরং এক জীবনপ্রণালী, জীবনে চলার রীতি-নীতি সম্বলিত ব্যবস্থা। সকল কিছুই হিন্দু🙏🙏🙏 জয় সনাতন ধর্মের জয় 💓💗💓
হিন্দু মাইয়ারে যখন মেয়ে তখন ভালই লাগে একটা মুসলিম মেয়ে হিন্দু হইছে মুসলিম বলে গজব পড়ে গজব তো আল্লাহ তোদের পালাবো তোরা তো জোর করে হিন্দু মাইয়া নেয়া যায় আর আমরা জোর করিনা স্বইচ্ছায় আসছে বই বোন তুমি সুখে থাকো শুভ কামনা রইল
ম্যাডাম আপনি অনেক বুদ্ধিমান তা হিন্দু ছেলেকে বিয়ে করেছেন, আপনাকে অভিনন্দন। আপনি নিশ্চয়ই একমত হবেন যে হিন্দু ছেলেরা সাধারণত সহনশীল হয় এবং বহু বিবাহ করেনা, তাই মুসলিম মেয়েদের নিজের স্বার্থে হিন্দু ছেলেদের বিয়ে করা উচিত। ভারত থেকে অপূর্ব।
আমি গর্বিত যে আমি একজন হিন্দু ধর্মের।
হিন্দু ধর্ম একে অপরকে শ্রদ্ধা করতে শেখায় সম্মান দিতে শেখায়।
হিন্দু ধর্মে নিজেদের মধ্যে বিবাহিত হয় না।
হিন্দু ধর্মের মধ্যে মা,বোন, অর্থাৎ প্রতিটা মহিলাকে দেবী জ্ঞানে পুজো করা হয়।
হিন্দু ধর্ম এমন একটা ধর্ম যেখানে দ্রোপদীর বস্ত্র হরণের জন্য মহাভারতের মতন এত বড় যুদ্ধ হয়েছে।
মা সীতাকে অপহরণ এর জন্য রামায়ণের মতন এত বড় যুদ্ধ হয়েছে রাবণকে বধ করা হয়েছে।
হিন্দু ধর্মের মহিলাদের সর্বদাই সম্মান করা হয় 🙏🚩🧡
প্রণাম নেবেন দিদি ভাই 🙂🙏
সনাতন ধর্মে অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাদের ❤🇮🇳
এই ধর্মে মা,বোন,বেটির হালালা হয় না।।
এই ধর্মে মেয়েদের সন্মানে বাঁচতে শেখায় ।।
ভাই যাকে গ্রহণ করেছ তাকে সুখে রেখ । কামনা করি তোমাদের সুখী জীবন। ভারত থেকে।
না
যে যে ধর্মেরই হোক না কেন আমাদের হিন্দু ধর্মে যারা আসবে তাদেরকে সুস্বাগতম তাদেরকে সম্মানের সহিত গ্রহণ করব আমরা
দিদি তোমার হিন্দু ধর্মে স্বাগতম তুমি জীবনে অনেক সুখি হবে,
জীবনে অনেক সুখী হবে কিন্তু মরনে.???????
ভাল সুকি অইব মালাউন
বৌদি তুমি অনেক মহত একটি কাজ করেছো । তুমি মড়ার পরে স্বর্গ বাঁশী হবে । নমস্কার জানাই সকল সনাতনীদের
সত্যি কারের ভালোবাসা এমনি হওয়া উচিত।
ভালোবাসার জয় হোক❤
হিন্দু ধর্মই একমাত্র শান্তির ধর্ম,,, বোন তোমাকে হিন্দু ধর্মে স্বাগতম,,,
হিন্দু ধর্মে তালাকেন ভয নাই তালাাক নাই । এটা মেয়ে দের জন্য বড় পাওনা । তোমাদরর মঙ্গল শান্তি কামনা করি।
মুসলিম ছেলের যখন হিন্দু মেয়েকে বিয়ে করে তখন তো উগ্র গতি হয় না হিন্দু ছেলে যখন মুসলিম মেয়েকে বিয়ে করে তখন এত অগ্রগতি হয় কেন
এই মেয়ে প্রেমিক কে ভালো বেসে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ধর্ম কে ভালো বেসে নয় মুসলিমদের উচিত ওদের নিয়ে বারাবারি না করাই ভালো
Ata ki thik korche meye ta?
বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে উনি এটা করতেই পারেন
And why not? Why are many of you so backwards?@@SamiyaAkter-cz4rq
@@ajitandyokothakur7191 KONO HINDU MEYE JOKHON MUSLIM CHELE KE BIYE KORE TOKHON SE TA LOVE JIHAD KENO HOY TOKHON ASHIRBAD DEBAR JONNO AAR COMMENTS LIKHA HOYE NA KENO
Hindu valo bassy Muslim k greena kora
সবাই তো একসময় হিন্দু ছিল
হরে কৃষ্ণ ❤❤🙏🙏জয় সনাতন ঈশ্বর মঙ্গল করুক
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, এই বিয়ে ঠিক আছে।বাচ্চা হলে আমরা যেন আপডেট পাই
হিন্দুধর্মে অনেক অমর পবিত্র প্রেমের কাহিনী রয়েছে।যে প্রেম অসীম এবং জন্মজন্মান্তরে বাঁধা। যা এক জন্মে পূর্ণতা না পেলেও পর জন্মে পূর্ণতা পায়।হিন্দুধর্ম প্রেম ও শান্তি ছড়ায়,মানুষে মানুষে সম্প্রীতি তৈরি করে।আপনাদের প্রেমের পূর্ণতা দেখে খুবই ভালো লাগলো।আশির্বাদ করি পরবর্তী জীবণ সুখে শান্তিতে অতিবাহিত করো।❤❤❤❤❤
খুব সুন্দর মানিয়েছে
অনেক দোয়া ও শুভ কামনা রইলো
তুমি ঠিক কাজ করেছো , এই ভাবেই আরো হোক, মুসলিম মেয়েরা আরো হিন্দু ছেলেকে বিয়ে করুক, আরো করুক হিন্দু ছেলেরা এই পবিত্র কাজটি। হরে কৃষ্ণ, জয় মা কালী, হর্ হর্ মহাদেব, জয় শ্রী রাম 🚩
@@rajibrana390 hindu meyera muslim der onk Love kore couple vdo gulo dekhe nis
Tor bon ke muslim er sathe biye deey
অনেক শুভেচ্ছা ভালো থাকবেন আর আত্ম বিশ্বাস হারাবেন না দুজন দুজন কে ছেড়ে যাবেন না, ভালোবাসার জয় হবেই।
হিন্দু মেয়ে মুসলিম হলে সমস্যা নেই
আর মুসলিম মেয়ে হিন্দু হলে সমস্যা
আর একটা বলি হিন্দু ছেলেরা 4 টে বিয়ে করে না
আর হিন্দু মেয়ে মুসলিম হওয়ার পর কি ঘটে তাদের সাথে সেটা আমারা যানি
হ্যাঁ সমস্যা
আশীর্বাদ রইলো বোন,,, সুখি হও,৷
সনাতন ধর্মে স্বাগতম। ঈশ্বর তোমার মঙ্গল করুন।
ভালো করে বুঝে কোরআন পড়লে এক দিন এ পৃথিবীতে কোন মুসলিমই থাকবে না। 🎉🎉
পাগল ছাগল আসে কোথতেকে,,যারা আলেম, মুফতি তারা কি না বুজে পড়ে??আসলে মেইন কথা হলো হিদায়াত,,যে আল্লাহ সবাইকে দেয় না,যেমন তোমাকে দেয়নি,,তুমি ইসলামের ইতিহাস পড়ো, দেখতে পারবে সে যুগে মানুষ ইসলামের জন্য কেমন পাগল ছিল,হাসি মুখে জিবন বিলিয়ে দিছে,ইমান বিক্রি করেছি,তারা নিশ্চয়ই তোমাদের মত মুনাফিক ছিল না,,
@@mdshabuddin-bj7lwchup jihadi 🐷🐷🐷🐷
@@mdshabuddin-bj7lw9 bo6or meye ka biya kora66a tor muhammad 😊😂😂😂
@@strikergaming2074 krsna
16 k me ye k biye korse
মেয়েটি খুবই বুদ্ধিমতি
সঠিক ধর্ম বেছে নিয়েছে।
Inshallah apnar ghorer buddhimoti meyetao ekdin apnader nongrami chere Muslim chele biye korbe😂
হিন্দুধর্মে আপনাকে স্বাগতম দিদি❤️
বাংলাদেশের প্রাণের ভয় থাকলে এরা তো দুজন ইন্ডিয়াতে এসে থাকতে পারে। এখানে তো নিশ্চিতভাবে তাদের প্রেমের জীবন কাটাতে পারে। এদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা রইল
বোন তুমি সনাতন ধর্মে এসেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি বুঝতে পেরেছো সনাতন ধর্মে মেয়েদের স্থান অনেক উপরে মায়েরা আমাদের পূজনীয় আমরা মেয়েদের মাতৃরূপে পূজা করি আর যত ধর্ম আছে সব জায়গাতেই মেয়েদের অসম্মান করা হয় একমাত্র সনাতন ধর্মই মেয়েদের সম্মানীয় স্থান কারণ সনাতন ধর্মী ডিভোর্স নামটা নেই তালাক নামটা নেই একবার শাঁখা সিঁদুর পড়ে নিলে আর তাকে শ্বশুরবাড়ি ত্যাগ করতে হয় না
এটাই প্রকৃত প্রেম তোমাদের প্রতি রইলো নিরন্তর শুভকামনা ভালো থাকো।❤❤❤
তোমাদের দুজনকে খুব ভালো মানিয়েছে একেবারে রাজজোটক
হিন্দুদের সারা জীবনে বৌ একটাই হয় যেখানে বহু বিয়া করার জন্য তালাক নেই। So, Joti will lead good conjugal life in this hindu family. India.
বোন তুমি ঠিক কাজ করেছো, আমরা তোমার পাশে আছি
খুব ভালো কাজ করেছে মেয়ে টা । হিন্দু ছেলের সাথে থাকো ভালো থাকবে।
একটা বিষয় নিশ্চিত, হিন্দু ছেলে কখনো মেয়েটাকে তালাক দেবে না। কারণ সনাতন ধর্ম নারীদের সম্মান দিতে জানে।
মামনি তোমাদের ভালবাসাকে সন্মান জানাই। তোমাদের সুখ ও শান্তি কামনা করি। যে কোনো মেয়েই লক্ষি তোমাদের মর্যাদা দিলেই সংসারে উন্নতি হয় , তোমাদের কোনো জাত নেই, শুধুই স্ত্রী জাত যে ঘরে জায় সেইটাই তার হয় ।
তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন 🎉❤
সনাতন ধর্মে স্বাগতম।
অনেক বড় ভাগ্যবতী তুমি !! জ্ঞান-বুদ্ধিতেও বিরাট তুমি !!
😅😅😅😅
নাউযুবিল্লা
Masha om
@@hiraaj5267 😀👍
মেয়েটা তলাকের থেকে বাঁচলো।
শুভ কামনা রইল ।ভাল থেকো
প্রণাম দাদা 🕉🙏💐🌿🌺
মামনি তুমি চিরসুখে থেকো। স্বামীকে কখনো ছেড়ে যাবেনা। সনাতনের সুশীতল ছায়ায় জীবনকে সত্যের পথে পরিচালিত করা যায়। আর হিন্দু ছেলেরা বা মেয়েরা কখনো তার স্বামী বা স্ত্রীকে ছেড়ে যায় না। তোমাদের কল্যাণ হোক।
আপনাকে হিন্দু ধর্মে স্বাগতম
নমস্কার ধন্যবাদ আপনাদের আশিববাদথাকল।
গজব অপেক্ষা করছে,
আমি একজন হিন্দু হয়ে এই মেয়েটিকে বলতে চাই তুমি যা করেছ ভুল করেছ কারন তোমার মত বহু হিন্দু মেয়ে কোন মুসলিম ছেলেকে ভালবাসে পালিয়ে বিয়ে করেছে এটাও ভুল। একটা কথা মনে রাখবে যেই বাবা মা তোমাকে জন্ম দিল খাইয়ে পড়িয়ে বড় করল সুশিক্ষিত করল সেই বাবা মায়ের মনে কষ্ট দেওয়ার অধিকার তোমার নেই। যেইসব মেয়েরা বাবা মাকে কষ্ট দেয় তারা কখনও সুখী হতে পারে না।।
রাইট
প্রেম কখনও ধর্ম মানেনা, এটা আমারও প্রমান হলো, জয় হোক ভালোবাসার❤️
রাধে রাধে
ভগবান তোমার মঙ্গল করুক
সনাতন ধর্মের সাগতম
হিন্দু হোক বা মোসলিম হোক সত্য কারের ভালবাসার জয় হোক ❤❤❤
স্বাগত বোন তোমাকে সনাতন ধর্মে❤
মামনি তুমি ভাগ্যবান তোমাকে তিন তালাক সহ্য করতেহবেনা হালালা করতে হবেনা এখানে স্বাধীনতা পাবে সন্মান পাবে সুখী হ ও
যত হিন্দু ছেলেকে বিয়ে করবে তত মঙ্গল সব মুসলিম মেয়েদেরকে বলছি ❤❤❤
হিন্দুধর্মে স্বাগতম দিদিভাই
এই বোনের সৌভাগ্য যে এনাকে তিন তালাকের ফলে বিবাহ বিচ্ছেদ করতে হবেনা,আর তিন সতীন নিয়ে ঘর করতে হবেনা।
Niyoga karte habe,devdasi karte habi,Holi te devar er sathe sute habe 😅
@@Arif-f9n8f stop unnecessary talk.
সনাতন ধমে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
ভাই তুমিও কি সেম ❤
তিন তালাকের ভয় নেই, সুখেই থাকবে। আমার পাড়ায় এর চেয়েও দেখতে সুন্দরী এক মহিলা হিন্দু বিয়ে করেন। তিনি দূর্গা পূজার সাথে যুক্ত। দেখলে কেহ বুঝতে পারবেন না,তিনি আগে মুসলিম ছিল।
jay shree ram🕉🕉
ব-এ আকার-ল
হিন্দু মুসলিম উভয় কে সহনশীলতার পরিচয় দেওয়া উচিত
একজন হিন্দু মেয়ে যখন একজন মুসলিম ছেলেকে ভালো বেশে বিয়ে করে মুসলিম হতে পারে, তাহলে একজন মুসলিম মেয়ে একজন হিন্দু ছেলেকে বিয়ে করে হিন্দু হতে পারবে না, তাহলে কি বাংলাদেশ সংখ্যা গরিষ্ট মানুষ মুসলিম বলে, ? যা কখনোই ঠিক নয়, একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ, নারী তারাই ঠিক করবে কিভাবে তারা বাচবে, এটা তাদের অধিকার, জেোর করে কাহারো স্বাধীনতা কে হরন করা অনুচিত, সবার মনে সমধারনা প্রতিফলিত হোক, এটাই সমাজের আদশ হওয়া উচিত।
এটাতো প্রেম না এটা ধ্বংস হওয়ার মূল কারণ ধ্বংস হয়ে গেল এই মহিলা
লক্ষ্মীর মর্যাদা পাবে বোন তুমি 🕉🙏💐🌺🌿
শোনো মেয়ে, তুমি সারাজীবন সুখে থাকতে পারবে, তালাকের কোনো ভয় নাই, চার বিয়ের কোনো ভয় নাই, হিন্দু মেয়েকে নিয়ে মুসলিম বানিয়ে বিয়ে করো ,তখন খুব ভালো লাগে, মুসলীম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করলেই দোষ, ,তোমরা আইনি প্রক্রিয়া শুরু করো।
একদম, হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করলে 99% ক্ষেত্রেই জীবন নরক করে দেয় বা মেরে ফেলে। মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করে মেরে ফেলা দূরের কথা, ভালো নাই, এরকম দৃষ্টান্তও বিরল। ওরা আল্লা জাহান্নাম আর দাঙ্গা ছাড়া কিছুই বোঝেনা 💣💥👹💩☠️🐈⬛🦇❌️
ঠিক
আমার জীবনে এই প্রথম
দেখলাম।
ধর্ম ত্যাগ কারি মেয়ে।
ভারতে এর সংখ্যা কয়েক লাখ আছে
ঈশ্বর আপনাদের মঙ্গল করুন মোসেলেমান বোনটিকে স্বাগত সনাতন ধর্মে 🎉🎉
হিন্দু ধর্মে মেয়েদের দেবীর সন্মান দেওয়া হয়,হিন্দু ধর্ম পৃথিবীর সেরা, হরে কৃষ্ণ 🙏🚩🕉️🪔🪔
জয় হোক আপনাদের ভগবান আপনার মঙ্গল হোক 🥰হরে কৃষ্ণ 🙏
তোমাদের দাম্পত্য জীবন সুখে কাটুক মা
👉👉👉ছেলেটি কোন দোষ নেই মেয়েটি স্বজ্ঞানে ছেলেটিকে ভালো বাসছে দুই সমাজ এ দেরখে এক করে দেওয়া হোক
তোমাদের সংসার সুখ শান্তিতে ভরে উঠুক।❤
মনে হচ্ছে মুসলিম মেয়েদের পুন্ র জাগরন হয়েছে তাই হিন্দু ছেলেদের বিয়ে করছে ধন্যবাদ।
আমার প্রেমিকাও মুসলিম, আমরা বিয়ে করতে যাচ্ছি কুট মাধ্যমে, মেয়ে টা ইসলাম ত্যাগ করব বলছে।আমার প্রেমিকাকে ভগবানে প্রচারিত বানী গীতা শ্লোক পড়াই তিনি গীতা বানী ভালো লাগছে আমাকে জানাইছে।
হরে কৃষ্ণ 🙏🙏
সবার উপরে সংসার ধর্ম তার উপরে কোন ধর্ম নাই
হিন্দু ছেলেকে বিয়ে করলে সারা জীবন সুখে থাকতে পারে মুসলিম মেয়েরা।
ঠিক বলেছো সঠিক
হিন্দু ধর্মে আপনাকে স্বাগতম। যে যাই বলুক প্রেম মানে না কোনো বারন। প্রেমের জয় হোক।
Hare Krishna 😊.
দিদি/বোন তুমি হিন্দু ধর্মে এসে মুসলিম ধর্ম ও পালন করতে পারো যেমন নামাজ পড়া,রোজা রাখা ইত্যাদি । তুমি দুটিই ধর্ম পালন করতে পারবে কোনো সমস্যা নেই।কিনতু মুসলিম ধর্মে থেকে আর অন্য কোনো ধর্ম পালন করতে পারবে না,ভগবানের কাছে প্রার্থণা করি তোমরা সুখে সংসার করতে পারো। এদের বর্তমান খবর কেও বলতে পারবেন??
হিন্দু ধর্মে আপনাকে সাগতম দেবি 🙏
ধর্ম নয়,,মানুষ হিসেবে ভালোবাসাটাই প্রধাণ হওয়া উচিত
না
মেয়ে টা খুবই বুদ্ধিমান ও সঠিক সিদ্ধান্ত নিয়েছে খুবই ভাগ্যবান ।।।
ছেলেটার চোখেমুখে ভয় কখন না ওকেই কেউ মেরে ফেলে।ভগবান ওকে বাচাও
Sanatan ধর্ম এইমাত্র শ্রেষ্ঠ ধর্ম
হে আল্লাহ তুমি ইএ মেয়েকে জাহান্নামের উচ্চ মাকাম দান করো,,
ঘর বাপসি। Most welcome| congratulations. ভালো থেকো।
সনাতন ধর্ম একমাত্র শান্তির ধর্ম
🤣🤣🤣
@@ShiponShipon-x6w মুসলিম ধর্ম শান্তির ধর্ম
হরে কৃষ্ণ
দুটি বাঙালী নারী পুরুষের বিয়ে ❤আর বেশি কিছু ভাবতে চাইনা।
কোন চিন্তা নিও না ইন্ডিয়াতে এরকম প্রচুর মেয়ে আছে ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
খুব ভালো করছো মেয়েতুমি,,,
সিধুর পড়াতে সুন্দর লাগছে
দিদি তোমাকে সনাতন ধর্মের স্বাগত জানাই ঈশ্বরের আসিস তোমার সঙ্গে থাকবে জয় হিন্দ বন্দেমাতরম ভারত মায়ের জয়
Wee welcome 🥾🥾🥾🥾🥾
চিরকাল তোমাদের প্রবিত্র সম্পর্ক অটুট থাকুক ❤
যা বোন জাহান্নামের দরজা খুলে রাখছে আল্লাহ তায়ালা
Ami allar Maree sudi.... Toder alla Jodi Amar ei Kota suto balo hoito... Alla bolte kisu asee abal dol
দাদুর নাম মহীউদ্দীন বিশ্বাস!তার মানে হিন্দু থেকে কনভার্ট হওয়া মুসলিম!
Sab mushalman bharat pakisthan ar bangladeshi mushalman are converted from hindu.they are not Arabic saudi Arab said they their slave.
ছেলেটাকে বলবো মামনিকে সুখী করবে খুব ভালো বাসবে খুব শান্তিতে রাখবা মামনিকে ধন্যবাদ
তোমাদের জীবন সুখের হোক
তোমাদের ভালোবাসা জয় হোক এবং শ্রীকৃষ্ণের ফ্যামিলির আশীর্বাদ তোমাদের উপর চিরদিন জয় হোক 🎉❤
জয় শ্রী রাম ❤❤❤দেবে তোমাকে স্বাগতম ❤❤❤🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩তোমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ রইল
আমি একজন হিন্দু, আমার জন্ম এক হিন্দু বাবা ও হিন্দু মায়ের ঘরে, তাই জন্মসূত্রে আমি একজন হিন্দু। আমার কোনো ধর্মীয় প্রবক্তা বা আমার কোনো নির্দিষ্ট একটি ধর্মগ্রন্থ নেই বরং আমার আছে শত শত, হাজার হাজার ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ। হিন্দু ধর্মকে বিশ্বের বর্তমান 'ধর্মমত'-গুলোর সাথে আপনি তুলনা করতে পারবেন না। কোনো ঈশ্বরে বিশ্বাস না করেও আপনি হিন্দু হতে পারেন। হিন্দু ধর্ম সেই সভ্যতার শুরু থেকেই চলে আসছে, টিকে আছে নানা প্রতিকূলতাকে ও সমালোচনাকে সাথে নিয়ে।
আমি প্রতিনিয়ত মন্দিরে যেতাম না। আমি নিয়মিত ধর্মীয় আচার-নিষ্ঠা পালন করতাম না। কেউ আমার উপর কখনো চাপ প্রয়োগ করেনি এসব নিয়ম-নিষ্ঠা পালন করার জন্য। ছোটবেলায় ধর্মীয় উৎসবসমূহে অংশ নিতাম ও খুব উপভোগ করতাম। ঈশ্বর আমার বন্ধুর মতো। আমি ঈশ্বরকে ভয় পাই না। যদি আমি হিন্দুধর্মের কিছু আচার-নিষ্ঠাকে চ্যালেঞ্জও করি তবুও কেউ আমাকে অন্য ধর্মে ধর্মান্তরিত করতে পারবে না বা প্রাণে মেরে ফেলবে না। কারণ একজন হিন্দু হিসেবে আমি ব্যক্তিগতভাবে ও বস্তুনিষ্ঠভাবে চিন্তা-ভাবনা করতে পারি, কোনো প্রকার শর্তাবলী ছাড়াই। এমনকি প্রকাশ্যে সমালোচনা করতেও পারি। আমাকে কেউ মেরে ফেলবে না।
আসলে হিন্দুধর্ম কোনো ধর্মমত নয়, এক বিশ্বাস ও রীতি-নীতি। মানুষের সভ্য হবার পদ্ধতি ও 'মানুষ' হওয়ার সংস্কৃতি। এ কোনো এমন ধর্ম নয় যা কোনো এক ব্যক্তির দ্বারা প্রচারিত অথবা এর কোনো সংগঠিত সংঘ বা সমিতি নেই। হিন্দুধর্মে কোনো সংস্থাপণ বা কর্তৃত্বধারী গোষ্ঠী নেই।
আমাদের ঈশ্বর সম্পর্কে ভাবনা একজন ব্যক্তিগত ঈশ্বরের মতো নয়। এ তো আমাদের কাছে ভাবনারও অতীত যে আমি একজন 'ব্যক্তির মতো ঈশ্বর'-এর আরাধনা করব -- যিনি কিনা এমন যে, মেঘের মাঝে লুকিয়ে থেকে তার পছন্দমত 'বার্তাবাহক'-এর মাধ্যমে নির্দেশ দিচ্ছেন এমনভাবে যেন আমাদের তাকে উপাসনা করতেই হবে, আর না করলেই শাস্তি।
আসলে হিন্দুধর্ম হলো একজন ব্যক্তির ধর্ম, ব্যক্তির জন্য ধর্ম, ব্যক্তির দ্বারা ধর্ম যার শিকড় রয়েছে গীতার মতো ধর্মগ্রন্থে আর সাধনা রয়েছে চণ্ডীর মতো ধর্মগ্রন্থে। পুরো বিষয়টা হলো একজন ব্যক্তির ঈশ্বরের কাছে পৌঁছানো তার নিজস্ব ব্যক্তিগত মাধ্যমে, তার নিজস্ব মানসিকতা ও অন্তর্নিহিত বিবর্তনের মাধ্যমে। কেউ কাউকেও হিন্দুধর্মে ধর্মান্তরিত করতে পারবে না। এ কোন ধর্মমত নয়, বরং এক জীবনপ্রণালী, জীবনে চলার রীতি-নীতি সম্বলিত ব্যবস্থা।
সকল কিছুই হিন্দু🙏🙏🙏
জয় সনাতন ধর্মের জয় 💓💗💓
সনাতন ধর্মে বোনকে স্বাগতম। আমাদের সনাতন ধর্ম কখনো কোনো হিংসা শিক্ষা দেয় না।
বিশ্বে যেখানে আরব আমিরাতের মানুষ হিন্দু ধর্ম গ্রহণ করছে।
ব-এ আকার-ল
তিন তালাক এর ভয় নেই। উদার মনে জীবন যাপন করো।
তাই নাকি ? 😀
তোদের মধ্যে ডিভোর্স হয়না নাকি রে ? 😀
বাপের সম্পত্তির ভাগ দেয়না কেন ?
ঈশর তুমার মঙ্গল করুন বোন , সনাতন ঘরে তুমি রানীর মত থাকবে , আরেকটা সতীন পাওয়ার কোন সম্ভাবনা নাই গ্রাণ্টী দিচ্ছি ।
জয় শ্রী রাম 🚩🕉️🙏🇧🇩
সনাতন হিন্দু ধর্মে তোমাকে স্বাগতম
হিন্দু মাইয়ারে যখন মেয়ে তখন ভালই লাগে একটা মুসলিম মেয়ে হিন্দু হইছে মুসলিম বলে গজব পড়ে গজব তো আল্লাহ তোদের পালাবো তোরা তো জোর করে হিন্দু মাইয়া নেয়া যায় আর আমরা জোর করিনা স্বইচ্ছায় আসছে বই বোন তুমি সুখে থাকো শুভ কামনা রইল
আপনার মত ১৪ নম্বর লোকের দোয়া গুয়ার মধ্যে ঢুকে যাবে।
জোর করে কোনো ধর্ম হয় না, ভালোবেসে ধর্ম পালন করতে হয়।