PURI MONDIR KOLKATA || PURI MONDIR || KHIDIRPORE ||

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • #puri
    #purijagannath
    #purimandir
    #tourist_koushik
    puri, jagannath mondir,puri mondir kolkata, tourist_koushik
    বাঙালি পুরীতে যায়নি এমন বাঙালি খুব কম। অনেক মানুষ আছেন যাঁরা একাধিক বার পুরীতে গেছেন। আর যাদের ইচ্ছে হলেও সময়ের অভাবে সবসময় যেতে পারেন না তাঁদের জন্য কলকাতায় আছে পুরীর মন্দিরের ছোট সংস্করণ।
    মন্দিরটির অবস্থান খিদিরপুরে। হাওড়া শিয়ালদহ এসপ্ল্যানেড থেকে বা অন্যান্য জায়গা থেকে খিদিরপুরে যে আসছে সেই বাস এলেই হয়ে যাবেন, খিদিরপুর ফ্যান্সি মার্কেট এর পরে পড়বে ট্রাম ডিপো, ওই স্টপেজ এ নেমে ৫ মিনিটের মতো হাঁটলেই পেয়ে যাবেন জগন্নাথ মন্দির। আর চক্র রেল এ এলে খিদিরপুর স্টেশনে নেমে কয়েক মিনিট হাঁটলেই পেয়ে যাবেন মন্দির।
    মন্দির খোলা থাকে সকাল ৬টা থেকে দুপুর ২ টা পর্য্যন্ত আর বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্য্যন্ত।
    সকালে যাঁরা যাবেন তাঁরা দুপুরে মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। দুপুর ২ টার পর প্রসাদ দেওয়া শুরু হয়। ওখানে বসে প্রসাদ নিতে হয়, প্রসাদে থাকে ভাত, পোলাও, ডাল, দুরকম সবজি, পায়েস। প্রসাদ নিতে হলে যেদিন যাবেন তার আগের দিন ফোন করে(9748705115) জানিয়ে দিতে হয় আর মন্দিরে গিয়ে নাম বলে জনপ্রতি ১৫০ টাকা দিয়ে কূপন নিয়ে নিতে হয়। মন্দিরের পরিবেশ খুব সুন্দর আর মন্দিরের ঠাকুরমশাই এবং অন্যান্য যাঁরা আছেন, প্রত্যেকের ব্যবহার ভীষণ সুন্দর।

КОМЕНТАРІ • 4