আপনার কথা গুলো শুনে কেমন জানি কান্না রত হয়েছিলাম,সত্যি ই আল্লাহ মহান আল্লাহ চাহেতো সবি সম্ভব, আমার জন্য ও দোয়া করবেন আল্লাহ যেন আমাদের উপর উপর তার রহমতের দরজা টা খুলে দেয়, একটু বিপদে আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ ই সাহায্য করবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন , আপনার ভিডিও যতো বড়ো হোক না দেখতে বোর হইনা ❤❤
আপনার এই ভিডিওতে প্রতিটি কথার মধ্যে বাংলাদেশকে নিয়ে আবেগ, আক্ষেপ, কষ্ট জড়িত। দেশকে যে কতটা ভালোবাসেন; তা আপনার বাচনভঙ্গিতে বুঝা যায়। যদি আমাদের দেশের বেশিরভাগ মানুষ ভালো হতো; যদি আমাদের দেশটা থাইল্যান্ডের মতো এরকম পয়ঃ পরিষ্কার হতো; তাহলেতো আমার মনে হয় আপনি বেশিরভাগ সময় বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশকে নিয়েই ভিডিওগুলো করতেন।
আসসালামু আলাইকুম। স্যার ভালো মানুষের সাথে ও মাঝে মাঝে খারাপ কিছু হয়, কিন্তু তার ও একটা সীমা পরিসিমা থাকে। শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহ আপনার মঙ্গল করুন।
অসাধারণ ভিডিও, জীবনমুখী কিছু শিক্ষা এবং আমার উপলব্ধি। আরেকবারের মতো বুঝলাম, আল্লাহ মহান, তার অসীম রহমত গণনা করা সম্ভব নয়। আমি মনের অজান্তে অশ্রু সিক্ত হলাম, কৃতজ্ঞতায় ভরা, প্রিয় চাচা।❤
ব্যাংকক বসে এই ভিভিও দেখছিলাম,কালো মানুষদের সুকুমভিত এর বিভিন্ন রাস্তায় দেখলে ভয় পেতাম,আপনার ভিডিও দেখে মনে হল তাদের মধ্যেও ভাল মানুষ আছে,কত কি যে শিখার আছে জানার আছে এই দুনিয়ায়।
Oshadharon..Oboshshoi Allah Chaile Shob Shomvob..Ata tar e akti udahoron..Oboshshoi Akhono Prithibite Onek Valo Manush Achen..Like..Jader kotha apni bollen..Hats off..
অনেক ভালো লাগলো আর আপনার wallet টা ফিরে পেয়েছেন সেটার জন্য আলহামদুলিল্লাহ, সাবধানে থাকবেন। ৩ নাম্বার বাস টা ঠিক আমেরিকার লোকাল বাসের মতই ভেতরের দিক টা দেখতে । ।
Assalamualikum, I am from nj USA, Allah is almighty so Allah can give us anything. Last two years I am watching you videos and I love it. I so grateful to Allah for his kindness to you brother. Stay well and have a safe journey 🙏
Truly Uncle that's a miracle! But for Allah (SWT) nothing is a miracle! Once you said, "Good things happen to good people!" That proved again! May Allah (SWT) keep you safe and help to remain on the straight path! Aameen! ❤❤❤
আপনি যে চিপা গলির মধ্যে হাঁটলেন ঐটা দেখেই আমার আত্মা কেঁপে উঠলো!! আমাদের বাংলাদেশে হলে ওখানেই আপনাকে ছিনতাইকারী ধরতো!😢 ওয়ালেট ফিরে পেয়েছেন আলহামদুলিল্লাহ। এগুলা ফিরে পাওয়া যায় না, এরমক গুরুত্বপূর্ণ জিনিস ফিরে পেলে অসম্ভব ভালো লাগে। আপনি ভাগ্যবান মাশাহ’আল্লাহ।
Brother we r enjoying ur Thailand Bangkok vlog. But we really really enjoyed Phillipino vlog. ❤👍 Thank and always waiting for more exciting vlogs. Stay safe 👍❤️
আপনার ভিডিও সাধারণত টেনে দেখি না। কিন্তু এই ভিডিওটি সারাদিন মহাখালী আর মিরপুর ১১ থেকে ১ পযন্ত ঘুরে ক্লান্ত থাকায় টেনেছি আপনার ভিডিওর শিরোনামটি দেখার জন্য। আমিও বিস্মিত এবং আনন্দিত ওয়ালেট বিস্ময়কর ভাবে ফেরত পেয়েছেন। উপলব্ধি সবাই পায় না কিন্তু মুখে আমরা আল্লাহর বিস্ময়কর সাহায্য গুলো বলে থাকি। শুভ কামনা থাকলো।
Assalamualaikum uncle. আপনার আটলান্টিক সিটির neighbourhood অনেক মিস করছি । আপনি USA কবে back করবেন? However, your world travelling always inspires me to dream of travelling like you❤. May Allah bless you long happy and healthy life 🥰
সালাম ডিয়ার ফারুক ভাই ! আশাকরি ভালো আছেন! আপনার আজকের থাইল্যান্ড ভ্লগটি ভীষণ ভালো লাগলো! আপনার ওয়ালেট ফিরে পাবার ঘটনাটি আমাকে ভীষণভাবে আবেগপ্রবণ করে দিয়েছে! পৃথিবীতে এখনো কত ভালো মানুষ আছে এটা ভেবে দু’চোখ জলে ভিজে গেলো ডিয়ার ভাই ! একটা টুরিস্ট এরিয়া থেকে ওয়ালেট খুঁজে পাওয়া আসলেই miracle ! আপনি ভীষণ ভালো মানুষ বলেই আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করেছেন ঐ ভালো মানুষের মাধ্যমে! ওঁনাকে অসংখ্য ধন্যবাদ যে উঁনি এতো efforts দিয়ে আপনাকে আপনার wallet ফিরিয়ে দিয়েছেন ! আল্লাহ মহান ও পরম দয়ালু ! Thailand থেকে চলে গেলেন দেখে মনটাই খারাপ হয়ে গেল ডিয়ার ফারুক ভাই! আমার খুবই প্রিয় জায়গা আপনার দৃষ্টিতে আরো সুন্দরকরে উপভোগ করছিলাম ! পুরোনো স্মৃতি নতুনরূপে ফিরে পেলাম! অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে এই অসামান্য অনুভূতিগুলোর জন্য ডিয়ার ভাই ! সাবধানে থাকবেন ! খুব ভালো থাকবেন! আবার দেখা হবে ইন শা আল্লাহ! একটা জিনিস দেখে মনটা খুব খারাপ হয়ে গেল ভাই ! সেটা হলো যে, এই এপিসোডে এতো ভিউয়ার্স ছিল কিন্তু মাত্র ৩৯০টা লাইক ছিলো ! আমরা এমন কেনো ?! এতো ভালোবেসে আপনার ভ্লগগুলো দেখি অথচ একটু সময়করে একটা লাইক দেইনা ! Shame on us !!!
Waalaikum Assalam. আসলে ভাই অনেকেই বড় টিভিতে দেখে যার জন্য লাইক দিতে পারে না বা কমেন্ট করে না। আবার অনেক ইউটিউব একাউন্টে সাইন ইন করে নাই। সেজন্য ও লাইক দিতে পারে না। তবে অনেকেই আছে কৃপন। 😋 অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন 🥰💕
দাদা ভাই আসসালামু আলাইকুম আমি খোকন চট্টগ্রাম থেকে 🏵️ অসাধারণ ১টি ভিডিও উপভোগ করলাম,, আপনি ফিলিপিনে বেশ স্বাধছন্দ বোধ করেন মনে হয়!! যাক ভালো থাকবেন সবসময়ই সবখানে শুভকামনা খোদা হাফেজ 🇧🇩♥️
Miracle still happen! সত্যিই এই বিদেশে বিভুইয়ে কতনা আশ্চর্য ঘটনা ঘটতে পারে। আল্লহ পাকের রহমতে আমরা বেচে আছি এত অনাচার অন্যায় করেও। আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া এই ওয়ালেট ফিরে পাওয়া চিন্তাই করা যায় না।
Salam . Apnar ei Bangkok video gulo amar onek help koreche. Karon amra Bangkok transfer hoechi. Thanks . Sothi valo manush ache r apnio jemon ekjon valo manush. Valo thakben.
ফারুখ ভাই আসসালামালাইকুম। অনেক দিন পর Comment করলাম। Bangkok এ সাধারণত আমরা Check up এর জন্য যাই সাথে খাওয়া, ঘোরা, shopping থাকে। আসলে Bangkok এ গেলে সাথে একজন বা পরিবার বা বন্ধুবান্ধব থাকলে ভাল লাগে।Bangkok আমাদের কাছে Second home. সকলে মিলে যাই, Apartment আছে, থাকি। তবে গত দেড় বছর যাওয়া হয়নি যে কারণে সেটা অবশ্য আপনি জানেন সম্ভবত ! যাহোক, আপনি Hua Hin and Koi Samui যান। আমি guaranteed আপনার ভাল লাগবেই ! Hua Hin এ অনেক hotel resort cottage এর মতো আছে ; সেখানকার balcony তে বসে থাকলেও শান্তি। koi Samui তে একজন American Thai couple blogger আছে Lilly. ওর ওখানকার Restaurant যাবেন।
Really every unexpected and 😮impossible things are possible , if we keep good faith on Allah, that help comes truly to us as miracle ways. Dear Faruk bai , I am happy to see that you get back your lost wallet finally. May Allah blessed you. Welcome to Dhaka , wish to see you soon. Thanks & best regards/ SAROWAR from 🇺🇸 USA
those tow guys are not human being they're angels. really can't believe !! be safe and careful bhaiya. thanks for the nice video. waiting for next .......😊
ফারুক ভাই আপনার বাসার একটা ভিডিও দিবেন প্লিজ সারাদিন কি করেন কি খান কি ভাবে খবার মেনেজ করেন ইত্যাদি, আপনি তো আবার ঘাস-পুস,লতাপাতা খেয়ে ভালো ই থাকতে পারেন 😂❤❤
I been there 4 times. Absolutely Bangkok not for me. I been Phuket. Kho samui, Krabi and chiang Mai and Phi Phi island omg still I’m in love with Phuket❤️. Thank you uncle.
আপু আমরা আগামী মাসে স্বপরিবারে থাইল্যান্ড বেড়াতে আসবো 3/4 দিনের জন্যে ইনশাআল্লাহ, যেহেতু আপনি আগে কয়েকবার গিয়েছিলেন, আপনার সাথে যোগাযোগ করতে চাই, আমরা মূলত ট্রাভেল হিস্ট্রির জন্য হলিডে ট্যুর করবো, সাথে দুই মেয়ে নিয়ে অনিচ্ছা সত্ত্বেও যেতে হচ্ছে, প্লিজ আমাকে কিছু গাইড লাইন বলে দিন।
কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না! সময় সুযোগ থাকলেই তার পরিবারের সাথে একদিন সাক্ষাৎ করার চেষ্টা করবেন ফ্রান্স এ গিয়ে। আমেরিকা অথবা বাংলাদেশ ইনভাইট করুন।
Alhamdulillah ! Wallet 👛🏧 khuje peyechen ! Jara help korechen Allah Pak tader Ke help korun ! Ameen ! Valo manush apni ! Shei jonno ei rokom miracle hoi apnar shathe ! Ke Jeno bolechen , Naam ti mone nei - Ekjon uttom manusher mondo Kichu tei hoite pare nah ! Jak , kokiler dak shune Eto Valo legeche ! R shob sheshe boli , lucky Mala Bhabi , you always miss her ! We can feel that while watching your videos ! Valo thakun obiram !
❤Assalikum bhai ❤️ Thanks to Allah ❤️ All ways ❤Allah can do any things ❤May Allah bless you ❤Ameen ❤️ Allahu Akbar ❤️ Allahu Akbar ❤️ Allahu Akbar ❤️ Allahu
Here, in our parts of the world, trees are coloured with white not only for beautification but instead it is actually lime which protects the trees from pest infestation. Pest is very common in this very wet and humid weather condition. Very logical, Isn't it?
সালাম নিবেন। মহান আল্লাহর রহমত ছাড়া এই ওয়ালেট উদ্ধার হওয়ার কোন উপায় ছিল না। মিরাকেল আজও হয়। অনেক খুশি হয়েছি এজন্য। ওই ভাইদের প্রতি রইল অফুরন্ত ভালবাসা। ভাল থাকবেন ভাই। অনেক ধন্যবাদ।
Alhamdulillah 🤲 I’m so happy to hear that you got your wallet back. On that note, may I share a word of advice? My daughter once lost her wallet in Holland, which contained all her important cards, including her PR ID, as well as some cash. By Allah’s grace, she got it back intact. Since then, she has kept an AirTag in her wallet, linked to her phone. Considering how much you travel, perhaps you might think of doing the same. Trackers are also available for android phones. May Allah always be by your side. Ameen.
ফারুক ভাই মেট্রো রেল বলেন এমনি রেল বলেন যে দেশের জন্য যেমন টা উপযুক্ত জাপান চায়না ঠিক তেমন করেই তৈরী করে দেই। আমরা যেমন আমাদের মেট্রো রেল ঠিক তেমনি। কথাই আছে যেমন রুহু তেমন ফেরেশতা।
আপনি সত্যি একজন ভাল মানুষ। আল্লাহ্ আপনার মঙ্গল করবে। দোআ ও ভালবাসা সবসময়।
@@shahidurrahman8963 Alhamdulillah. Thank you 🥰
ঘটনাটা শুনে অনেক বিস্মিত হয়েছি এবং অবাক হয়েছি কিন্তু আল্লাহ আসলে যদি কারো পাশে থাকে তাহলে সবই সম্ভব ভালো থাকবেন আঙ্কেল দোয়া রইল
Thank you 😊
কি সুন্দর যেখানে মন চায়, যেভাবে মন চায় সাবলীল ভাবে ঘুরে বেড়ান,ভালো লাগে😊
☺️🥰
@@AdventureTube21 😊☺️😍
ব্যাংকক এ এতো সুন্দর আজানটা শোনাই সব থেকে বিশ্বয়কর ঘটনা বলে মনে করছি।
🥰
আপনি আসলেই অসাধারণ
মনোমুগ্ধকর
আপনাকে যত দেখি
অনেক কিছু শিখি
দোয়া রইল
Thank you 😊
Khub sundor hoyeche ajker vloge ta Mash Allah......onek important message powa galo......
Thank you 😊
সত্যি এটা একটা মিরাকেল ঘটনা। ভালো লাগলো।💚🌹🌺
💕🥰
আলহামদুলিল্লাহ ফারুক ভাই আপনি ভালো মানুষ তাই আল্লাহ আপনাকে সাহায্য করেছেন। ভবিষ্যতে আপনি সকল প্রয়োজনীয় লাইসেন্স ও কার্ড মানিব্যাগে রাখবেন না।
Thank you 😊
অনেক ভালো লাগল। বেগ হারিয়ে ফিরে পাওয়া অনেক ভাগ্যের ব্যপার।।।।।
Alhamdulillah
আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব ভাই।
Alhamdulillah
আলহামদুলিল্লাহ আল্লাহ সর্বশক্তিমান ❤️
Alhamdulillah
wow Alhamdulillah,,,what a miracle,,,,,u r very nice person bhaiya,,,,,really blessed,,,
Many many thanks
আপনার কথা গুলো শুনে কেমন জানি কান্না রত হয়েছিলাম,সত্যি ই আল্লাহ মহান আল্লাহ চাহেতো সবি সম্ভব, আমার জন্য ও দোয়া করবেন আল্লাহ যেন আমাদের উপর উপর তার রহমতের দরজা টা খুলে দেয়, একটু বিপদে আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ ই সাহায্য করবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন ,
আপনার ভিডিও যতো বড়ো হোক না দেখতে বোর হইনা ❤❤
@@julekhaakterjolly3958 দোয়া করি আল্লাহ আপনাকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুন 🤲
আপনার এই ভিডিওতে প্রতিটি কথার মধ্যে বাংলাদেশকে নিয়ে আবেগ, আক্ষেপ, কষ্ট জড়িত। দেশকে যে কতটা ভালোবাসেন; তা আপনার বাচনভঙ্গিতে বুঝা যায়। যদি আমাদের দেশের বেশিরভাগ মানুষ ভালো হতো; যদি আমাদের দেশটা থাইল্যান্ডের মতো এরকম পয়ঃ পরিষ্কার হতো; তাহলেতো আমার মনে হয় আপনি বেশিরভাগ সময় বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশকে নিয়েই ভিডিওগুলো করতেন।
🥰💕
আসসালামু আলাইকুম। স্যার ভালো মানুষের সাথে ও মাঝে মাঝে খারাপ কিছু হয়, কিন্তু তার ও একটা সীমা পরিসিমা থাকে। শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহ আপনার মঙ্গল করুন।
Waalaikum Assalam. Ameen. Thank you.
অসাধারণ ভিডিও, জীবনমুখী কিছু শিক্ষা এবং আমার উপলব্ধি। আরেকবারের মতো বুঝলাম, আল্লাহ মহান, তার অসীম রহমত গণনা করা সম্ভব নয়। আমি মনের অজান্তে অশ্রু সিক্ত হলাম, কৃতজ্ঞতায় ভরা, প্রিয় চাচা।❤
Alhamdulillah 💕
Farook Bhai holo onik shoktho ar onik shahoshi ek Jon lok. Salute to Farook Bhai for making amazing vlogs 🫡
Thank you 😊
Allah Apnake onek Bhalobashen. You are Honest person. Apnar kotha gulo onek valo laglo
Alhamdulillah
ব্যাংকক বসে এই ভিভিও দেখছিলাম,কালো মানুষদের সুকুমভিত এর বিভিন্ন রাস্তায় দেখলে ভয় পেতাম,আপনার ভিডিও দেখে মনে হল তাদের মধ্যেও ভাল মানুষ আছে,কত কি যে শিখার আছে জানার আছে এই দুনিয়ায়।
পৃথিবীর সব দেশেই ভাল মন্দ মানুষ আছে। ধন্যবাদ 🥰
ভাইয়া,সুন্দর সুন্দর জিনিস দেখানোর জন্য ধন্যবাদ
My pleasure
Apnar jonno dowa kori apnio vslo manus, (From Buffalo USA )
@@nazirproloy6350 Thank you 😊
Oshadharon..Oboshshoi Allah Chaile Shob Shomvob..Ata tar e akti udahoron..Oboshshoi Akhono Prithibite Onek Valo Manush Achen..Like..Jader kotha apni bollen..Hats off..
Thank you 😊
অনেক ভালো লাগলো আর আপনার wallet টা ফিরে পেয়েছেন সেটার জন্য আলহামদুলিল্লাহ, সাবধানে থাকবেন। ৩ নাম্বার বাস টা ঠিক আমেরিকার লোকাল বাসের মতই ভেতরের দিক টা দেখতে । ।
Thank you 😊
Assalamualikum, I am from nj USA, Allah is almighty so Allah can give us anything. Last two years I am watching you videos and I love it. I so grateful to Allah for his kindness to you brother. Stay well and have a safe journey 🙏
Waalaikum Assalam. Thank you so much for your kind words. 😊
Truly Uncle that's a miracle! But for Allah (SWT) nothing is a miracle! Once you said, "Good things happen to good people!" That proved again! May Allah (SWT) keep you safe and help to remain on the straight path! Aameen! ❤❤❤
Ameen. May Allah bless us all.
Mashallah onak sundor bankok Bhai
Thank you.
Alhumdulillah on your wallet! Those guys are simply amazing!
Alhamdulillah, yes they are.
আপনার উপর আল্লাহর রহমত আছে ।ভালো মানুষ কে আল্লাহ সাহায্য করেন ।
Alhamdulillah
সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ,লাইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
Alhamdulillah
Thanks GOD.Apni valo thakben
Thank you. May Allah bless us all.
আলহামদুলিল্লাহ , সব কিচুর এর জন্য😊
Thank you 😊
আপনি যে চিপা গলির মধ্যে হাঁটলেন ঐটা দেখেই আমার আত্মা কেঁপে উঠলো!! আমাদের বাংলাদেশে হলে ওখানেই আপনাকে ছিনতাইকারী ধরতো!😢 ওয়ালেট ফিরে পেয়েছেন আলহামদুলিল্লাহ। এগুলা ফিরে পাওয়া যায় না, এরমক গুরুত্বপূর্ণ জিনিস ফিরে পেলে অসম্ভব ভালো লাগে। আপনি ভাগ্যবান মাশাহ’আল্লাহ।
Alhamdulillah. Thank you bhai.
Brother we r enjoying ur Thailand Bangkok vlog. But we really really enjoyed Phillipino vlog. ❤👍 Thank and always waiting for more exciting vlogs. Stay safe 👍❤️
Appreciate your continued support. 🥰 Thank you.
Thank you for visiting our Jessore ❤
You’re welcome! 🥰
আপনার ভিডিও সাধারণত টেনে দেখি না। কিন্তু এই ভিডিওটি সারাদিন মহাখালী আর মিরপুর ১১ থেকে ১ পযন্ত ঘুরে ক্লান্ত থাকায় টেনেছি আপনার ভিডিওর শিরোনামটি দেখার জন্য। আমিও বিস্মিত এবং আনন্দিত ওয়ালেট বিস্ময়কর ভাবে ফেরত পেয়েছেন। উপলব্ধি সবাই পায় না কিন্তু মুখে আমরা আল্লাহর বিস্ময়কর সাহায্য গুলো বলে থাকি। শুভ কামনা থাকলো।
Thank you 😊
Assalamualaikum uncle. আপনার আটলান্টিক সিটির neighbourhood অনেক মিস করছি । আপনি USA কবে back করবেন? However, your world travelling always inspires me to dream of travelling like you❤. May Allah bless you long happy and healthy life 🥰
Waalaikum Assalam. Thank you. Appreciate your kind words & continued support. 💕
অসাধারণ!
💕
আপনার ভিডিওর শেষে যে অসাধারণ উপদেশ ওয়ালেট ফেরত পাওয়া নিয়ে জানালেন তা সত্যিই আসাধারন হয়েছে।
Thank you 😊
মহান রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুন! আমি ওয়েসটার্ন অসট্রেলিয়া পার্থে আপনাকে দাওয়াত দিলাম
@ inshallah ভাই। ধন্যবাদ।
Thanks God, you lucky Man Brother 🙏
Alhamdulillah, Thank you brother 🥰
My goodness. This may be the best video for you.
💕🥰
সালাম ডিয়ার ফারুক ভাই ! আশাকরি ভালো আছেন! আপনার আজকের থাইল্যান্ড ভ্লগটি ভীষণ ভালো লাগলো! আপনার ওয়ালেট ফিরে পাবার ঘটনাটি আমাকে ভীষণভাবে আবেগপ্রবণ করে দিয়েছে! পৃথিবীতে এখনো কত ভালো মানুষ আছে এটা ভেবে দু’চোখ জলে ভিজে গেলো ডিয়ার ভাই ! একটা টুরিস্ট এরিয়া থেকে ওয়ালেট খুঁজে পাওয়া আসলেই miracle ! আপনি ভীষণ ভালো মানুষ বলেই আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করেছেন ঐ ভালো মানুষের মাধ্যমে! ওঁনাকে অসংখ্য ধন্যবাদ যে উঁনি এতো efforts দিয়ে আপনাকে আপনার wallet ফিরিয়ে দিয়েছেন ! আল্লাহ মহান ও পরম দয়ালু !
Thailand থেকে চলে গেলেন দেখে মনটাই খারাপ হয়ে গেল ডিয়ার ফারুক ভাই! আমার খুবই প্রিয় জায়গা আপনার দৃষ্টিতে আরো সুন্দরকরে উপভোগ করছিলাম ! পুরোনো স্মৃতি নতুনরূপে ফিরে পেলাম! অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে এই অসামান্য অনুভূতিগুলোর জন্য ডিয়ার ভাই !
সাবধানে থাকবেন ! খুব ভালো থাকবেন! আবার দেখা হবে ইন শা আল্লাহ!
একটা জিনিস দেখে মনটা খুব খারাপ হয়ে গেল ভাই ! সেটা হলো যে, এই এপিসোডে এতো ভিউয়ার্স ছিল কিন্তু মাত্র ৩৯০টা লাইক ছিলো ! আমরা এমন কেনো ?! এতো ভালোবেসে আপনার ভ্লগগুলো দেখি অথচ একটু সময়করে একটা লাইক দেইনা ! Shame on us !!!
Waalaikum Assalam. আসলে ভাই অনেকেই বড় টিভিতে দেখে যার জন্য লাইক দিতে পারে না বা কমেন্ট করে না। আবার অনেক ইউটিউব একাউন্টে সাইন ইন করে নাই। সেজন্য ও লাইক দিতে পারে না। তবে অনেকেই আছে কৃপন। 😋
অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন 🥰💕
@@AdventureTube21বুঝতে পেরেছি ভাই কিন্তু টিভিতে দেখলেও একটু সময়করে ফোনে একটা “লাইক” দিয়ে দেওয়াই যায় ! যাইহোক, দোয়া করবেন ও খুব ভালো থাকবেন ইনশাআল্লাহ ডিয়ার ফারুক ভাই!
@ Thank you 💕🥰
Vi Apni Amadar Gorvo, Not Only Bangladeshi Sara World E Apni Famous Vloger
Alhamdulillah
ভাই সাহেব দুনিয়াতে ভাল মানুষ এখন আছে
Alhamdulillah
Alhamdulillah ❤️
إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
Indeed, Allah has power over all things
Alhamdulillah
Salam brother thanks for sharing it was enjoyable have fun I'm shocked to hear your today's experience
Waalaikum Assalam. Thank you bhai. 💕🥰
Allahi ekmatro jini sorboobstay manuske sahaysso korar khomota rakhen.
Alhamdulillah
Thanks for your good side seen of Bangkok Thailand
May Allah bless you and your family
Alhamdulillah, Ameen! May Allah bless us all.
Assalamu walaikum uncle . You are so lucky . Congrats to you .
Waalaikum Assalam. Thank you 😊
@@AdventureTube21 My pleasure uncle . May Allah bless you always like this . May Allah bless you keep u fit & healthy
@ Thank you. May Allah bless us all. 💕
For the first time, I saw Uncle so emotional! 😌
❤️
good is always good ❤❤.
Yes, indeed. 🥰
Dear Sir welcome your tour
🥰
Welcome sir
নিশ্চয়ই আল্লাহ মহান
Alhamdulillah
দাদা আপনার জন্য অনেক দেশ দেখতে পারি 😊
💕
Thank you so much bhai
Welcome
Allah Hummameen.. Allah r upor vorosha rakhle Allah sahajjo koren, Ameen.
Alhamdulillah
দাদা ভাই আসসালামু আলাইকুম আমি খোকন চট্টগ্রাম থেকে 🏵️ অসাধারণ ১টি ভিডিও উপভোগ করলাম,, আপনি ফিলিপিনে বেশ স্বাধছন্দ বোধ করেন মনে হয়!! যাক ভালো থাকবেন সবসময়ই সবখানে শুভকামনা খোদা হাফেজ 🇧🇩♥️
Waalaikum Assalam. Thank you bhai.
Shubhannallah ,the almighty Allah is the great and best planner.
Alhamdulillah
Miracle still happen! সত্যিই এই বিদেশে বিভুইয়ে কতনা আশ্চর্য ঘটনা ঘটতে পারে। আল্লহ পাকের রহমতে আমরা বেচে আছি এত অনাচার অন্যায় করেও। আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া এই ওয়ালেট ফিরে পাওয়া চিন্তাই করা যায় না।
🥰💕
Thank you so much
You're welcome 😊
Salam . Apnar ei Bangkok video gulo amar onek help koreche. Karon amra Bangkok transfer hoechi. Thanks . Sothi valo manush ache r apnio jemon ekjon valo manush. Valo thakben.
Waalaikum Assalam. It is my pleasure. Enjoy your stay in Bangkok 🥰
@AdventureTube21 Thanks
ফারুখ ভাই আসসালামালাইকুম। অনেক দিন পর Comment করলাম। Bangkok এ সাধারণত আমরা Check up এর জন্য যাই সাথে খাওয়া, ঘোরা, shopping থাকে। আসলে Bangkok এ গেলে সাথে একজন বা পরিবার বা বন্ধুবান্ধব থাকলে ভাল লাগে।Bangkok আমাদের কাছে Second home. সকলে মিলে যাই, Apartment আছে, থাকি। তবে গত দেড় বছর যাওয়া হয়নি যে কারণে সেটা অবশ্য আপনি জানেন সম্ভবত !
যাহোক, আপনি Hua Hin and Koi Samui যান। আমি guaranteed আপনার ভাল লাগবেই ! Hua Hin এ অনেক hotel resort cottage এর মতো আছে ; সেখানকার balcony তে বসে থাকলেও শান্তি। koi Samui তে একজন American Thai couple blogger আছে Lilly. ওর ওখানকার Restaurant যাবেন।
Waalaikum Assalam. আমরা চলে এসেছি। ইনশাআল্লাহ নেক্সট টাইম। ধন্যবাদ ভাই। Jazaak Allaahu Khayran
Really every unexpected and 😮impossible things are possible , if we keep good faith on Allah, that help comes truly to us as miracle ways. Dear Faruk bai , I am happy to see that you get back your lost wallet finally. May Allah blessed you. Welcome to Dhaka , wish to see you soon. Thanks & best regards/ SAROWAR from 🇺🇸 USA
Alhamdulillah, Thank you for your kind words. 💕
those tow guys are not human being they're angels. really can't believe !! be safe and careful bhaiya. thanks for the nice video. waiting for next .......😊
So nice of you. Thank you 😊
ফারুক ভাই আপনার বাসার একটা ভিডিও দিবেন প্লিজ সারাদিন কি করেন কি খান কি ভাবে খবার মেনেজ করেন ইত্যাদি,
আপনি তো আবার ঘাস-পুস,লতাপাতা খেয়ে ভালো ই থাকতে পারেন 😂❤❤
আমি চেষ্টা করব ভাই। ধন্যবাদ 💕
Bai apnakay kas takay Dakar amr kom sopno,Dua korban insaallah akdin daka hobay vai❤
Inshallah.
Mashaallah
💕
ছাদে হাটতে হাটতে আপনার ভিডিওটি দেখার মত্তে প্যানেল বোর্ডে কপালে সামান্য আঘাত পেলাম। তবুও দেখলাম।
So sorry to hear that. Please be careful 🫢💕
@AdventureTube21 ধন্যবাদ
আলহামদুলিল্লাহ!!!
Alhamdulillah
I been there 4 times. Absolutely Bangkok not for me. I been Phuket. Kho samui, Krabi and chiang Mai and Phi Phi island omg still I’m in love with Phuket❤️. Thank you uncle.
আপু আমরা আগামী মাসে স্বপরিবারে থাইল্যান্ড বেড়াতে আসবো 3/4 দিনের জন্যে ইনশাআল্লাহ, যেহেতু আপনি আগে কয়েকবার গিয়েছিলেন, আপনার সাথে যোগাযোগ করতে চাই, আমরা মূলত ট্রাভেল হিস্ট্রির জন্য হলিডে ট্যুর করবো, সাথে দুই মেয়ে নিয়ে অনিচ্ছা সত্ত্বেও যেতে হচ্ছে, প্লিজ আমাকে কিছু গাইড লাইন বলে দিন।
@nipahoque1216 please cheak my comments
Love Phuket 🥰
@@AdventureTube21 অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আচ্ছা ব্যাংককে হালাল খাবার কোথায় পাবো??
আর কোন হোটেল / এরিয়াতে থাকলে ভালো হবে।
@ sokumvit soy 4,5,6 you will find many halal restaurants. Enjoy.
কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না!
সময় সুযোগ থাকলেই তার পরিবারের সাথে একদিন সাক্ষাৎ করার চেষ্টা করবেন ফ্রান্স এ গিয়ে। আমেরিকা অথবা বাংলাদেশ ইনভাইট করুন।
🥰💕
Keep going Uncle 🎉
Thank you, I will
Alhamdulillah .
💕
ওহ্ কোকিলের ডাক 🕊️🕊️
☺️
@@AdventureTube21 😊
Alhamdulillah ! Wallet 👛🏧 khuje peyechen ! Jara help korechen Allah Pak tader Ke help korun ! Ameen !
Valo manush apni ! Shei jonno ei rokom miracle hoi apnar shathe !
Ke Jeno bolechen , Naam ti mone nei -
Ekjon uttom manusher mondo Kichu tei hoite pare nah !
Jak , kokiler dak shune Eto Valo legeche !
R shob sheshe boli , lucky Mala Bhabi , you always miss her !
We can feel that while watching your videos !
Valo thakun obiram !
Thank you. Appreciate your kind words & continued support.
Very nice salad, thanks ❤.
Thank you so much
❤Assalikum bhai ❤️ Thanks to Allah ❤️ All ways ❤Allah can do any things ❤May Allah bless you ❤Ameen ❤️ Allahu Akbar ❤️ Allahu Akbar ❤️ Allahu Akbar ❤️ Allahu
Waalaikum Assalam. Alhamdulillah 😊
God is Great Dada❤
💕
Keep going Uncle 🎉
also upload regularly
I will try my best 🙏.
@@AdventureTube21 Means a lot.
Here, in our parts of the world, trees are coloured with white not only for beautification but instead it is actually lime which protects the trees from pest infestation. Pest is very common in this very wet and humid weather condition. Very logical, Isn't it?
Yes it is. Thank you.
GOOD AND HONEST PEOPLE EVERYWHERE BUT FEW BAD AND DISHONEST PEOPLE AROUND US . GOOD LUCK AND BE CAREFUL ABOUT IMPORTANT THINGS .
Thank you 😊
Wish you all the best sir❤❤❤
🥰
Alhamdulilah,...
Alhamdulillah
Assalamualaikum uncle Apni usa jaben kobe Apnar usa video miss kortesi
Waalaikum Assalam.
Nice
Glad you liked it! 🥰
সালাম নিবেন। মহান আল্লাহর রহমত ছাড়া এই ওয়ালেট উদ্ধার হওয়ার কোন উপায় ছিল না। মিরাকেল আজও হয়। অনেক খুশি হয়েছি এজন্য। ওই ভাইদের প্রতি রইল অফুরন্ত ভালবাসা। ভাল থাকবেন ভাই। অনেক ধন্যবাদ।
Waalaikum Assalam. অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
আলহামদুলিল্লাহ
💕
আপনার ভিডিও দেখে মনে হচ্ছে অনেক কিছু শেখার আছে ।জানার আছে ।তাই বসে থাকি কখন আপনার ভিডিও আসবে ।
Many thanks 😊💕
Alhamdulillah 🤲
I’m so happy to hear that you got your wallet back.
On that note, may I share a word of advice?
My daughter once lost her wallet in Holland, which contained all her important cards, including her PR ID, as well as some cash. By Allah’s grace, she got it back intact.
Since then, she has kept an AirTag in her wallet, linked to her phone.
Considering how much you travel, perhaps you might think of doing the same.
Trackers are also available for android phones.
May Allah always be by your side.
Ameen.
Jazakallahu Khairan for the advice, I will certainly consider it. 😊
Apnei bhalo to jogot bhalo.atai hocche ashol kotha tachara ishwarer soronaponno hole tenei sob koren . Chokhe jol ashe geche. Khub bhalo thakben sustho thakben ai prathona kori.
অনেক ধন্যবাদ বোন। দোয়া করি আপনিও ভাল থাকুন। 🥰💕
আসসালামু আলাইকুম ভাইজান ,
Waalaikum Assalam.
ফারুক ভাই মেট্রো রেল বলেন এমনি রেল বলেন যে দেশের জন্য যেমন টা উপযুক্ত জাপান চায়না ঠিক তেমন করেই তৈরী করে দেই। আমরা যেমন আমাদের মেট্রো রেল ঠিক তেমনি। কথাই আছে যেমন রুহু তেমন ফেরেশতা।
😔
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ
💕
@@AdventureTube21 💖😊
Faruk Vai how are you? I'm from Chittagong Bangladesh.
Alhamdulillah bhai. Thank you.
জাজাকাল্লাহ
Jazaak Allaahu Khayran
ভাই সত পথের টাকা, কষ্ট পরিশ্রমের টাকা,, এটা আল্লাহ ফেরত দিবেন ই,,,,
Alhamdulillah
@AdventureTube21 🙂
ভাই এরকম বিরল ঘটনা বাংলাদেশে ও হয়, বাংলাদেশেও অনেক ভালো মানুষ এখনও আছে।
Alhamdulillah
কি অলৌকিক ঘটলো,,,শুনবার অপেক্ষা করছি,,,টেনে টেনে দেখছি না,,ধৈর্য্য ও ধরতে পারছি না😒
☺️
@@AdventureTube21 😊
Assalamualikum bhai
Waalaikum Assalam.
First comment ❤
Thank you 💕🥰
Faruk Vai, when are you back in the USA?