ধন্যবাদ জানাই কেয়া কসমেটিকসকে যাদের সার্বিক সহযোগিতায় সেই ১৯৯০ এর দশক থেকে এই পর্যন্ত বাঙালিদের এতো সুন্দর একটা সামাজিক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আর হানিফ সংকেত স্যার তো একটা ইতিহাস।
আমি ২০০৪ সাল থেকে প্রায় নিয়মিত ইত্যাদি অনুষ্ঠান দেখি, তবে এবারের পর্বটি আমার কাছে মনে হয়েছে, সকল পর্বের সেরা পর্ব, ধন্যবাদ পছন্দের প্রিয় মানুষ হানিফ সংকেত স্যার সহ ইত্যাদির সাথে সংশ্লিষ্ট সবাইকে।
বাঁশের সাকো বানানো আর এতিমখানা নিয়ে প্রতিবেদন দুটি দেখে মনের অজান্তেই চোখে পানি চলে এসেছে। উনারাই আসল দেশ প্রেমিক, খাঁটি মানুষ। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাই এসব সাদা মনের মানুষ কে। ইস! আমার দেশের নেতারা যদি এমন সাদা মনের মানুষ হতো! দেশটা কতটা এগিয়ে যেতো?
আমাদের উচিৎ বাংলাদেশের একমাত্র আদর্শ টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একমাত্র স্পনসর কেয়া কসমেটিকস লিমিটেড এর পণ্য কিনে ইত্যাদির পাশে থাকা। হানিফ সংকেত স্যারের এমন একটা অনুষ্ঠান সকল টিভি অনুষ্ঠানের আদর্শ হওয়া উচিৎ।
আমার দেখা সেরা ইত্যাদি। ধন্যবাদ হানিফ সংকেত স্যারকে। শামসুদ্দিন আর মেহেরুন্নেসা এর মতন বড় মনের মানুষদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা। সমাজের বিত্তবানদের উচিত এদের সাহায্যে এগিয়ে আসা।
বাংলাদেশের এই একটা শো, যেটা এখনো সমান জনপ্রিয়তা ধরে রেখেছে সেই ছোটবেলা (৯০ দশক) থেকে দেখে আসছি। পার্থক্য শুধু আগে বিটিভিতে দেখতাম আর এখন দেখি ইউটিউবে। 😊
আলহামদুলিল্লাহ এতগুলো পুলিশ অফিসারের সামনে এমন মহৎ দম্পতির মহান কাজ দেখে অন্তত একটু হলেও অফিসাররা যেনো মানব সেবায় মানুষের পাশে দাঁড়ায় সেই কামনাই করছি। পুলিশ ভালো তো দেশ ভালো ❤️❤️
আমার চোখের পানি ধরে রাখতে পারলাম নাএই ইত্যাদি দেখে।সাধারণ গরিব মানুষ গুলো কত বড় বড় মহত কাজ করছে।অথচ যাদের অনেক আছে তারা বিলাসিতা করে জীবন যাপন করছে।আল্লাহ আমাদের সকল কে সঠিক বুঝ দান করো।আমিন।
জীবনে প্রথম কমেন্ট করছি ইউটিউবে।চিরদিনের প্রিয় এই অনুষ্ঠানেই প্রথম কমেন্ট করলাম।প্রিয় ইত্যাদি আর তার স্রস্টা হানিফ সংকেত এর জন্য রইল অনেক অনেক শুভ কামনা আর নিরন্তর ভালোবাসা।❤️❤️❤️
অনেক ধন্যবাদ জনাব হানিফ সংকেত সাহেবকে, এতো সুন্দর শিক্ষামূলক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, ফেরেস্তার মত মানুষদের মহৎকাজ দেখে চোখ দিয়ে পানি চলে আসলো, ধন্যবাদ ইত্যাদি দলকে, ( হতে মাদ্রিদ স্পেন)
স্যার বললেই আপনাকে আমার মনে হয় কম সন্মানিত করা হয় তবুও আপনিই আমার কাছে এক মহান মানুষ। হাফিফ স্যার আপনাকে স্যালুট। যাযাকআল্লাহ খাইরান। আপনি আরও দীর্ঘজীবী হউন।
ইত্যাদির প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা রইল৷ ছোটকাল থেকেই আমি এই অনুষ্ঠানটি অত্যন্ত ভালোবাসি ৷ অন্যকিছু দেখি আর না দেখি, ইত্যাদি পারতপক্ষে কখনো বাদ দিই না ৷ হানিফ সংকেত মহাশয় দীর্ঘায়ু হোন ও সুস্থ থাকুন। ইত্যাদি চলতে থাকুক , আমাদের আরো ভালোবাসা অর্জন করুক ৷❤️❤️❤️💚💚💚
ধন্যবাদ জানাই কেয়া কসমেটিকসকে যাদের সার্বিক সহযোগিতায় সেই ১৯৯০ এর দশক থেকে এই পর্যন্ত বাঙালিদের এতো সুন্দর একটা সামাজিক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আর হানিফ সংকেত স্যার তো একটা ইতিহাস। অনেক দিনের অপেক্ষার পর আজ ইত্যাদি দেখছি। খুব ভালো লাগছে ইত্যাদির নতুন একটি পর্ব দেখতে পেরে।
ইত্যাদিতে আজ পর্যন্ত দেখলাম এটা যে, বাংলাদেশের কোরআনের ছোট ছোট হাফেজ যারা সারাবিশ্বের অসংখ্য দেশকে পিছনে ফেলে সেরাদের সেরা হয়.... তাদেরকে নিয়ে কোনো অনুষ্ঠান নেই ইত্যাদিতে।
সামাজিক অবক্ষয় ঠেকাতে" ইত্যাদির "বিকল্প আর কোন অনুষ্ঠান নেই। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমাদের সবটুকু ভালোবাসা নিয়ে "ইত্যাদি 'বেঁচে থাকুক হাজার বছর,দোয়া ও শুভকামনা রইল নিরন্তর।
এবারের ইত্যাদি অনুষ্ঠান টি একেবারেই অনবদ্য হয়েছে। খুবই ভালো লাগল। অতল শ্রদ্ধা রাজশাহীর কৃতি সন্তান এন্ড্রু কিশোর এর জন্য।নিজের এলাকা রাজশাহীর জন্য আজ আবারও একবার বুকের ছাতি ১০ হাত হয়ে গেল। ধন্যবাদ ইত্যাদির সন্চালক জনাব হানিফ সংকেত কে, রাজশাহীকে চমৎকারভাবে উপস্থাপনের জন্য।
শেষের ২৩৫ জন পরিবারের উদ্দোক্তা মাকে অনেক শ্রদ্ধা, ভালোবাসা জানাই। এতোগুলো এতিম ছেলেমেয়েদের জন্য নিজে ভিক্ষা করেছেন সন্তানদের মুখে খাবার তুলে দিতে। আমি এতো কান্না করেছি এই ভিডিও দেখে তা বলে বুঝাতে পারবো না। উনাদের জন্য পৃথিবীতে আল্লাহ আমাদের ভালো রেখেছেন। উনাদের ব্যাংক হিসাব নাম্বার দিলে কিছু টাকা দিয়ে নিজেকে গর্বিত মনে করতাম
@Sumit Sinha পৃথিবীতে আল্লাহর মনোনীত ধর্ম একটাই তা হলো ইসলাম। বাকি সব ফাজলামি। ইসলাম ধর্মের লোকেরা জান্নাত আশা করতে পারে কিন্তু একজন কাফের কখনোই তা পারে না ! যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাই কাফের
আমার প্রানের শহর রাজশাহী। ইত্যাদির মাধ্যমে অসহায় মানুষের সেবা এবং অন্যেদেরকে উৎসাহিত করা এই বিষয়টি হৃদয় ছুয়ে যায়।এই মহত প্রান মানুষটির জন্য দোয়া করি, আল্লাহ যেন হানিফ স্যারকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমিন।
ইত্যাদি, সহস্র আবেগ আর ভালোলাগার অনুষ্ঠান। ইত্যাদির মাধ্যমেই জানা যায় দেশের আনাচে কানাচে কতশত সাদার মনের মানুষ নিরবে নিবৃত্তে মানব সেবা করে যাচ্ছে। শ্রদ্ধা ও ভালোবাসা রইলো এইসব মহৎ হৃদয়ের মানুষগুলোর জন্য।
ধন্যবাদ হানিফ সংকেত সাহেব আপনাকে কারণ আপনার দেওয়া তথ্য থেকে অনুপ্রাণিত হয়ে রাজশাহীর সৌন্দর্য ইউটিউবে দেখে আকর্ষিত হয়েছি আর ইনশাআল্লাহ খুব দ্রুত রাজশাহী শহর এসে ঘুড়ে দেখে যাবো। ❤️❤️
আমাদের দেশে ইত্যাদি এর মতো একটি অনুষ্ঠান আছে বলে আমরা আজ অনেক অনেক ভালো ভালো মানুষ - ভালো স্থান দেখতে পারি, ---- ধন্যবাদ জানান আমার পক্ষ থেকে ইত্যাদি এর সকল অভিভাবক কে।
দেশের সেরা উপস্থাপক এবং দেশের সেরা পরিচালক হিসেবে যার নাম উঠে আসে সে হলো প্রিয় হানিফ সংকেত। আমি ইত্যাদির নিয়মিত শ্রোতা এবং আপনার নাটক এর নিয়মিত শ্রোতা আমি বাহরাইন থেকে বলছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ
আলহামদুলিল্লাহ জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি দেখা শুরু করলাম । নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সাদিপুর ইউনিয়ন এর কাঁঠালিয়া পাড়া থেকে দেখতেছি । ধন্যবাদ হানিফ সংকেত স্যার কে এবং আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
মানুষের দোয়ায় ও ভালোবাসায় বেচেঁ থাকুক হাজার বছর হানিফ সংকেত ভাই। হয়ত আপনি চলে যাবেন,হয়ত অনেক হানিফ আসবে, কিন্তু আপনাকে পার পাওয়া হবে না।সেই অজানা গুলো আর জানা হবেনা। শুভ কামনা আপনার প্রতি।
@@halimkhan6402 জ্বি হানিফ সংকেতের মত ভাল মনের মানুষ ই হয়না। আমরাও কিছু যুবক নিয়ে গঠিত করেছি একটা সংগঠন যার নাম হৃদয়ে কেন্দুয়া। সেচ্ছাসেবী একটা সংগঠন বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে আসছি। মানুষের পাশে থাকার চেষ্টা করছি, অনেক ভাবেও সাহায্যদান করে আসছি করতেছি। দোয়া করবেন আমাদের জন্য
এবারের ইত্যাদি তে অনেক অজানা কিছু দেখলাম এবং সমাজে যে এখন ভালো মানুষের অভাব নেই তাও দেখলাম। এবারের ইত্যাদি দেখে চোখে পানি ধরে রাখতে পারলাম না। হানিফ সংকেত আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং আপনার টিম কে ও ধন্যবাদ জানাই।
ইত্যাদি আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। হানিফ স্যার ব্যক্তি হিসেবে আরও প্রিয়। আমি একজন ছোট শিল্পী সারাজীবনের ইচ্ছা তার ইত্যাদি অনুষ্ঠানে একটা গান গাইতে পারলে সার্থক।
সমেশ ডাক্তার সাহেব এবং ওনার স্ত্রীর মহৎ কাজের বর্ণনা যতই হোক; যেনো কম হয়ে যায়। সমেশ ডাক্তার এবং জাহিদুল ইসলামরাই বাঁচিয়ে রেখেছেন মানবিকতা। অনেক দোয়া এবং ভালোবাসা আপনাদের জন্য।
@@alwaysalert9366 ভাই আমরা যদি সবাই দেশী পন্য ব্যবহার করি দেখবেন আমাদের পন্য ও একদিন বিশ্বমানের পন্যে পরিনত হবে। আসুন দেশী পন্য ব্যবহার করি আর দেশটাকে ভালবাসি।
আমার দেখা সবচেয়ে শ্রেষ্ঠ উপহার ইত্যাদির। অসংখ্য ধন্যবাদ জানাই জনাব হানিপ সংকেত স্যরকে এরকম একটা সুন্দর অনুষ্ঠান উপহার দেয়ার জন্য। সেই সাথে সেলুট জানাই জাহিদুল ইসলাম, ডা. জনাব শামসুদ্দিন ও মেহেরুন্নেসার মত সহৃদয়বান মানুষদেরকে।
ধন্যবাদ জানাই কেয়া কসমেটিকসকে যাদের সার্বিক সহযোগিতায় সেই ১৯৯০ এর দশক থেকে এই পর্যন্ত বাঙালিদের এতো সুন্দর একটা সামাজিক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।
আর হানিফ সংকেত স্যার তো একটা ইতিহাস।
p)779o
&★গানন
ভাই আপনি এখানেও 😁😎
ু
এই সেই ইত্যাদি যার হাত ধরে এসেছিল মহা নায়ক সালমান সাহ্
হানিফ সংকেত শুধু বরিশালের সন্তান বলে নয়,তিনি বাংলাদেশ তথা বিশ্বের জীবন্ত কিংবদন্তী,স্যার অাপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন৷
আমি ২০০৪ সাল থেকে প্রায় নিয়মিত ইত্যাদি অনুষ্ঠান দেখি, তবে এবারের পর্বটি আমার কাছে মনে হয়েছে, সকল পর্বের সেরা পর্ব, ধন্যবাদ পছন্দের প্রিয় মানুষ হানিফ সংকেত স্যার সহ ইত্যাদির সাথে সংশ্লিষ্ট সবাইকে।
ছোট সময় থেকে সমান আবেক এবং সমান ভালোবাসা ইত্যাদির প্রতি।
ঘুণে ধরা সমাজকে কিছুটা হলেও শুধরানোর সুযোগ করে দেয় এই ইত্যাদি অনুষ্ঠান।
😍😍😍
হানিফ সংকেত স্যার না থাকলে
ইত্যাদি অনুষ্ঠান আর হবে না,
তাই দোয়া করি প্রিয় হানিফ সংকেত স্যারের
জন্য আল্লাহ তাকে দীর্ঘজীবি করুক
বাঁশের সাকো বানানো আর এতিমখানা নিয়ে প্রতিবেদন দুটি দেখে মনের অজান্তেই চোখে পানি চলে এসেছে।
উনারাই আসল দেশ প্রেমিক,
খাঁটি মানুষ।
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাই এসব সাদা মনের মানুষ কে।
ইস! আমার দেশের নেতারা যদি এমন সাদা মনের মানুষ হতো! দেশটা কতটা এগিয়ে যেতো?
আমরাও যেন তাদের মতো মানুষের পাশে দাঁড়াতে পারি।
ঠিক ভাই । এ জীবনে হয়ত শুধু স্বপ্নই দেখে যেতে হবে।
@@faridahmed812 আমিন
@@aminislam1744 ঠিক বলেছেন
Right
প্রশংসা করার কোন ভাষা নেই। বরাবরের মত সেরা হয়েছে। সত্যিই বাংলাদেশে ইত্যাদির মানের অন্য কোন অনুষ্ঠান নেই।
ইত্যাদির উত্তরোত্তর সাফল্য কামনা করি।
আমাদের উচিৎ বাংলাদেশের একমাত্র আদর্শ টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একমাত্র স্পনসর কেয়া কসমেটিকস লিমিটেড এর পণ্য কিনে ইত্যাদির পাশে থাকা। হানিফ সংকেত স্যারের এমন একটা অনুষ্ঠান সকল টিভি অনুষ্ঠানের আদর্শ হওয়া উচিৎ।
আমার দেখা সেরা ইত্যাদি। ধন্যবাদ হানিফ সংকেত স্যারকে। শামসুদ্দিন আর মেহেরুন্নেসা এর মতন বড় মনের মানুষদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা। সমাজের বিত্তবানদের উচিত এদের সাহায্যে এগিয়ে আসা।
বাংলাদেশের এই একটা শো, যেটা এখনো সমান জনপ্রিয়তা ধরে রেখেছে সেই ছোটবেলা (৯০ দশক) থেকে দেখে আসছি। পার্থক্য শুধু আগে বিটিভিতে দেখতাম আর এখন দেখি ইউটিউবে। 😊
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি
@Love Film r boilen na Bhai sei din gula r fireee asbe naa 😭😭
Habib vai tik bolcen
ইত্যাদি এমন একটা অনুষ্টান যেখানে কোন দলা দলি চলে না ক্রিকেট খেলাদেখার মত , সবাই এক হয়ে যায়, আর হানিফ সংকেতের মত ব্যাক্তি অসাধারন
ইত্যাদির এক একটা এপিসোড হচ্ছে জ্ঞানের ভান্ডার। এক একটা এপিসোড থেকে অনেক কিছু শেখা যায়, নতুনভাবে চিন্তা করা যায়, ভালোবাসা অবিরাম "ইত্যাদির " জন্য
মাশাল্লাহ...
কেয়া পরিবারের একজন সদস্য হিসেবে সত্যিই আমি গর্বিত 🏵️
রাজশাহী একটি অসাধারণ শহর যা দেখলে বুঝা যায়। সেটি নতুন করে ইত্যাদির মাধ্যমে আবার দেখলাম।। অসংখ্য ধন্যবাদ "হানিফ সংকেত " স্যার কে।।
আলহামদুলিল্লাহ এতগুলো পুলিশ অফিসারের সামনে এমন মহৎ দম্পতির মহান কাজ দেখে অন্তত একটু হলেও অফিসাররা যেনো মানব সেবায় মানুষের পাশে দাঁড়ায় সেই কামনাই করছি।
পুলিশ ভালো তো দেশ ভালো ❤️❤️
আমার চোখের পানি ধরে রাখতে পারলাম নাএই ইত্যাদি দেখে।সাধারণ গরিব মানুষ গুলো কত বড় বড় মহত কাজ করছে।অথচ যাদের অনেক আছে তারা বিলাসিতা করে জীবন যাপন করছে।আল্লাহ আমাদের সকল কে সঠিক বুঝ দান করো।আমিন।
জীবনে প্রথম কমেন্ট করছি ইউটিউবে।চিরদিনের প্রিয় এই অনুষ্ঠানেই প্রথম কমেন্ট করলাম।প্রিয় ইত্যাদি আর তার স্রস্টা হানিফ সংকেত এর জন্য রইল অনেক অনেক শুভ কামনা আর নিরন্তর ভালোবাসা।❤️❤️❤️
@Shakil ahmed Khan ন
@Shakil ahmed Khan a
অনেক ধন্যবাদ জনাব হানিফ সংকেত সাহেবকে, এতো সুন্দর শিক্ষামূলক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য,
ফেরেস্তার মত মানুষদের মহৎকাজ
দেখে চোখ দিয়ে পানি চলে আসলো,
ধন্যবাদ ইত্যাদি দলকে,
( হতে মাদ্রিদ স্পেন)
বাংলাদেশের সেরা উপস্থাপক
-হানিফ সংকেত স্যার💝
কে কে একমত???
Right
Unake Nobel dea houk
@@hannanahmed8546 Ddd
শুধু বাংলাদেশের নয়।এশিয়া মহাদেশের মধ্যে সেরা উপস্থাপক।
100%Ritgh
এরকম ভিডিও দেখলে বুক টা হু হূ করে ওঠে। চোখে জল চলে আসে। সত্যি ই আমরা একসঙ্গে থাকলে কি ভালই না হত।
স্যার বললেই আপনাকে আমার মনে হয় কম সন্মানিত করা হয় তবুও আপনিই আমার কাছে এক মহান মানুষ। হাফিফ স্যার আপনাকে স্যালুট। যাযাকআল্লাহ খাইরান। আপনি আরও দীর্ঘজীবী হউন।
সত্যিই হানিফ সংকেত স্যার আছেন বলেই আজ আমরা বাংলাদেশে এতো সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করতে পারছি ।🌷🌷🌷🌷
বর্তমানে পরিবারের সবার সাথে দেখার মত শুধু হানিফ সংকেত স্যারের নাটক ও ইত্যাদিই আছে। ধন্যবাদ
ppppppopposed pp
right vi
Sudo cholkay naki police dekhle
একদম সত্যি কথা ভাই
100% সত্যি,👌
ইত্যাদি না থাকলে বুঝতাম না যে আমাদের দেশে এখনও ভালো মানুষ আছে । দোয়া করি তাদের জন্য যারা মানব সেবায় নিয়োযিত ।
❤❤❤❤
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির বাকি অংশ দেখবেন রাত 10 টার ইংরেজি খবরের পর । কার কার মনে আছে সেই দুঃখের কথা
আমার মনে আছে
10 ter english Khbr er por
@@FoysalAhmed-gd4ze right English খবরের পর
ai kotha ki bola jay hi! ha! ha!
ha! ha! ha! ha! ha! ha! ha! ha! ha! ha! ha! ha! ha! ha! ha! ha! ha! ha! ha! ha! ha!
আমি কিছু খনের জন্য হারিয়ে গেছি আমার শইসবে।সেই দিন গুলো কতই না সুন্দর ছিলো। Btv তে দেখতাম ইত্যাদি
শামসুদ্দীন মেহেরুন্নেসা দম্পতির মত লোকেদের থেকে শেখার আছে অনেক কিছু। নিজের অজান্তেই চোখে জল চলে এল। ধন্যবাদ ইত্যাদি ও হানিফ সংকেত স্যারকে।
shuvo
ইত্যাদির প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা রইল৷ ছোটকাল থেকেই আমি এই অনুষ্ঠানটি অত্যন্ত ভালোবাসি ৷ অন্যকিছু দেখি আর না দেখি, ইত্যাদি পারতপক্ষে কখনো বাদ দিই না ৷
হানিফ সংকেত মহাশয় দীর্ঘায়ু হোন ও সুস্থ থাকুন। ইত্যাদি চলতে থাকুক , আমাদের আরো ভালোবাসা অর্জন করুক ৷❤️❤️❤️💚💚💚
মানুষের বাড়ির টিভি থেকে আজ নিজের হাতের ফোন,,,ভালোবাসা সবসময় ইত্যাদির জন্য 💚💚
Right 👍
সেই ছোটবেলা থেকে ইত্যাদি দেখে বড় হওয়া ♥♥♥
হানিফ সংকেত স্যারের দীর্ঘায়ু কামনা করি, যেন বৃদ্ধ বয়সেও আপনার উপস্থাপনায় ইত্যাদি দেখে যেতে পারি। ♥
প্রতিবার চোখ ভিজে যায় ইত্যাদি দেখার সময়। এতিম খানা আর বৃদ্ধাশ্রম চালানো আর শাকো বানিয়ে দেওয়া ব্যাক্তি গুলার জন্য দুয়া করি।
Sarda thaka to onek Bcs,si, ber hoba and Ex Si,bcs asa Tara please take care of those.....humboli request for your Co-operation
@@sakiaislam8286 CNBC ggt GIFT KKE
@@tanvirrahmannijhum8757 ki???
💙 বাংলাদেশের সেরা উপস্থাপক👇🏾
হানিফ সংকেত স্যার ♥️🇧🇩
👍👍👍👍👍👍👍👍👍👍
অসাধারণ! রাজশাহীর কোনো কিছুই বাদ দেননি হানিফ সংকেত স্যার। শেষের দিকে এসে চোখের পানিকে আটকানোর বৃথা চেষ্টা না করে নিরবে কিছুক্ষণ বয়ে যেতে দিলাম।
ধন্যবাদ জানাই কেয়া কসমেটিকসকে যাদের সার্বিক সহযোগিতায় সেই ১৯৯০ এর দশক থেকে এই পর্যন্ত বাঙালিদের এতো সুন্দর একটা সামাজিক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।
আর হানিফ সংকেত স্যার তো একটা ইতিহাস। অনেক দিনের অপেক্ষার পর আজ ইত্যাদি দেখছি। খুব ভালো লাগছে ইত্যাদির নতুন একটি পর্ব দেখতে পেরে।
বাংলাদেশের উপস্থাপক ভবনে উনি একাই একশো হানিফ সংকেত, কে কে একমত আছেন হাত উঠান,,,
Right
Only upostapok??? Another???
ইত্যাদিতে আজ পর্যন্ত দেখলাম এটা যে, বাংলাদেশের কোরআনের ছোট ছোট হাফেজ যারা সারাবিশ্বের অসংখ্য দেশকে পিছনে ফেলে সেরাদের সেরা হয়.... তাদেরকে নিয়ে কোনো অনুষ্ঠান নেই ইত্যাদিতে।
ছোট বেলা থেকে শুরু করে এখনো, আমার পছন্দের সেরা টিবি শো এটা।। 🖤
নব্বই দশকে আমাদের এলাকায় একটা টেলিভিশন ছিলো সেটা আমার চাচার, তখন থেকে হানিফ স্যারকে যেরকম দেখছিলাম এখনও একই রকম দেখি।
আমিও একমত, বেঁচে আমাদের মাঝে অনেক অনেক বছর হানিফ স্যারের জন্য শুভকামনা রইলো অনেক অনেক,
ইত্যাদি দেখার জন্য অনেক ইতিহাস আছে।
বার্ষিক পরীক্ষার সময় ও দেখেছি 😍😍
রাজশাহীর এতো তথ্য ইত্যাদিতে এজন্যই ইত্যাদি দেখতে কখনো মিস করি না, অনেক অনেক ধন্যবাদ হানিফ সংকেত স্যার কে
আজকের ইত্যাদির মধ্যে আমাদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে ধন্যবাদ হানিফ স্যার কে ❤❤❤❤
ইত্যাদির মজা মনে হয় কোনো কালেই শেষ হবার নয় দোয়া ও শুভো কামনা রইলো ইত্যাদি পরিবারের জন্য আসুন আমরা সবাই দেশের পণ্য ব্যাবহার করি
সামাজিক অবক্ষয় ঠেকাতে" ইত্যাদির "বিকল্প আর কোন অনুষ্ঠান নেই। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমাদের সবটুকু ভালোবাসা নিয়ে "ইত্যাদি 'বেঁচে থাকুক হাজার বছর,দোয়া ও শুভকামনা রইল নিরন্তর।
এবারের ইত্যাদি অনুষ্ঠান টি একেবারেই অনবদ্য হয়েছে। খুবই ভালো লাগল। অতল শ্রদ্ধা রাজশাহীর কৃতি সন্তান এন্ড্রু কিশোর এর জন্য।নিজের এলাকা রাজশাহীর জন্য আজ আবারও একবার বুকের ছাতি ১০ হাত হয়ে গেল। ধন্যবাদ ইত্যাদির সন্চালক জনাব হানিফ সংকেত কে, রাজশাহীকে চমৎকারভাবে উপস্থাপনের জন্য।
ইত্যাদি যত পর্ব দেখি প্রত্যেকবারই চোখে পানি চলে আসে এখনো পৃথিবীতে কত ভালো মানুষ বসবাস করে আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করুক।
বাংলাদেশের আয়না হচ্ছে "ইত্যাদি"। হানিফ স্যার হচ্ছেন দেশের রত্নসন্তান👌💜💜
চোখের জল টা থামিয়ে রাখতে পারলাম না।খারাপ মানুষের ভিড়ে এখনো অনেক ভালো মানুষ আছে। এই মানুষ গুলির জন্য বুক ভরা ভালবাসা রইলো।
ইত্যাদি আমার খুব পছন্দের একটি অনুষ্ঠান।উপস্থাপনায় কথায় কথায় কোনো ইংরেজি না বলা একটি মানুষ, এই জন্য আরো বেশি ভালো লাগে!!!
সাকু তৈরী করা লোক আর এতিম শিশুদের আশ্রয়দাতা লোক এই দুজনের উদ্যোগ দেখে খুব ভালো লাগলো।
Salud all people whoes help all helpness people.
💌💌
সমেশ ডাক্তার ও ওনার স্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এতো বড় মনের মানুষ আল্লাহ উনাকে নেক হায়াৎ দান করুক
শেষের ২৩৫ জন পরিবারের উদ্দোক্তা মাকে অনেক শ্রদ্ধা, ভালোবাসা জানাই। এতোগুলো এতিম ছেলেমেয়েদের জন্য নিজে ভিক্ষা করেছেন সন্তানদের মুখে খাবার তুলে দিতে। আমি এতো কান্না করেছি এই ভিডিও দেখে তা বলে বুঝাতে পারবো না। উনাদের জন্য পৃথিবীতে আল্লাহ আমাদের ভালো রেখেছেন। উনাদের ব্যাংক হিসাব নাম্বার দিলে কিছু টাকা দিয়ে নিজেকে গর্বিত মনে করতাম
ভাই আপনি যদি ২৩৫ জনের পরিবারের ব্যাংক Account number পান তাহলে আমাকে দিয়েন।
আমার মতো কে কে ছোট বেলায় বিটিভিতে ইত্যাদি দেখেছো তারাই শুধু লাইক দিবেন।
আমি ছোট বেলা দেখছি
@@shoborali5103 ti
আমি
@@sahavuddin7927 গুড
@@shoborali5103 গুড
ইত্যাদি সবসময় একটা অন্যরকম অনুভুতি নিয়ে আসে।হানিফ সার অনেক ভাল মানুষ বা ছন্দের যাদুকার বলেই ইত্যাদি তার শ্রেষ্ঠ জায়গাটি ধরে রেখেছে।অনেক ভাল লাগলো।
রাজশাহীর কৃতি সন্তান এন্ড্রোকিশোরের গান আর ইত্যাদিতে দেখা যাবে না, তিনি বেঁচে থাকলে আজকের ইত্যাদিতে তার গান শুনতে পেতাম। ওপারে ভালো থাকবেন দাদা।
Akdom thik bolechen.
Btv te kobe somprocher hobe janen ki???
Right
তার ওপার জাহান্নাম
@Sumit Sinha পৃথিবীতে আল্লাহর মনোনীত ধর্ম একটাই তা হলো ইসলাম। বাকি সব ফাজলামি।
ইসলাম ধর্মের লোকেরা জান্নাত আশা করতে পারে কিন্তু একজন কাফের কখনোই তা পারে না ! যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাই কাফের
প্রাণের নবীজিকে ভালোবাসি❤️
আমার প্রানের শহর রাজশাহী।
ইত্যাদির মাধ্যমে অসহায় মানুষের সেবা এবং অন্যেদেরকে উৎসাহিত করা এই বিষয়টি হৃদয় ছুয়ে যায়।এই মহত প্রান মানুষটির জন্য দোয়া করি, আল্লাহ যেন হানিফ স্যারকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমিন।
অসাধারণ মেসেজ ছিল দেশ ও সকলের জন্য। অাপনার দীর্ঘায়ায়ু কামনা করছি হানিফ সংকেত স্যার❤️❤️😍😍
সত্যি শেষের অংশ টা দেখে চোখে পানি চলে আসছে..
ইত্যাদি অনুষ্ঠান না থাকলে আমরা দেশের অনেক কিছুই দেখতে পেতাম না।
ছোটকাল থেকে দেখা আমার জীবনের সেরা অনুষ্ঠান ইত্যাদি ♥️♥️♥️♥️♥️♥️♥️
ইত্যাদি, সহস্র আবেগ আর ভালোলাগার অনুষ্ঠান। ইত্যাদির মাধ্যমেই জানা যায় দেশের আনাচে কানাচে কতশত সাদার মনের মানুষ নিরবে নিবৃত্তে মানব সেবা করে যাচ্ছে। শ্রদ্ধা ও ভালোবাসা রইলো এইসব মহৎ হৃদয়ের মানুষগুলোর জন্য।
হঠাৎ করে এন্ড্রু দার কন্ঠ শুনে গায়ে কাটা দিয়ে উঠল...
খুব মিস করি উনাকে...😢😢
ভাল থাকবেন ওপারে...❤❤
ধন্যবাদ হানিফ সংকেত সাহেব আপনাকে কারণ আপনার দেওয়া তথ্য থেকে অনুপ্রাণিত হয়ে রাজশাহীর সৌন্দর্য ইউটিউবে দেখে আকর্ষিত হয়েছি আর ইনশাআল্লাহ খুব দ্রুত রাজশাহী শহর এসে ঘুড়ে দেখে যাবো। ❤️❤️
দেখা শুরু করলাম,সৌদি আরব থেকে সাথে আছি।
আমি সৌদি আরব থেকে দেখতাছি
আমি দাম্মাম থেকে দেখতাছি আপনি
কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয় এটাও জানেন না
কিসের জন্য আলহামদুলিল্লাহ্ বলবো
ছোট বেলা থেকেই এই একটা অনুষ্ঠান এত্ত ভালোবাসি যে চিন্তার বাইরে।
পরিবারের সবাই মিলে একসাথে ইত্যাদি দেখার মতন মজাটা অন্য কোনো অনুষ্ঠানে কখনো সম্ভব নয়।
👉 বাংলাদেশে যত টিভি সিরিয়াল আছে তার তার মধ্যে, আমার মনে হয় ইত্যাদি Best ❤❤❤❤❤❤❤❤
ইত্যাদি একটা রিয়েলিটি শো, সিরিয়াল নয় ৷
মনে হয় না সতিই সেরা।
আমি ইত্যাদি কে হাজার স্যালুট দেয় কারণ,, তারা দেশটা সুন্দর করতে এমন কোনো কিছু নাই যে তারা মানুষ কে দেখায় নাই তবুও বাংগালী হয়ে মানুষ হলাম না,,,
আমাদের দেশে ইত্যাদি এর মতো একটি অনুষ্ঠান আছে বলে আমরা আজ অনেক অনেক ভালো ভালো মানুষ - ভালো স্থান দেখতে পারি, ---- ধন্যবাদ জানান আমার পক্ষ থেকে ইত্যাদি এর সকল অভিভাবক কে।
কলকাতা থেকে বলছি,
সত্যি ইত্যাদি ভালো অনুষ্ঠান....?
আবার যেনো প্রান ফিরে পেল, বিনোদন জগৎ,,অনেক ভালবাসি ইত্যাদি কে,,এমন কে কে ভালবাসেন, লাইক এর বন্যা বসিয়ে দেন সবাই👍👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹
দেশের সেরা উপস্থাপক এবং দেশের সেরা পরিচালক হিসেবে যার নাম উঠে আসে সে হলো প্রিয় হানিফ সংকেত। আমি ইত্যাদির নিয়মিত শ্রোতা এবং আপনার নাটক এর নিয়মিত শ্রোতা আমি বাহরাইন থেকে বলছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ
চোখে জল এসে গেল Andrew Kishore এর সৃতি এবং কবর দেখে। ধন্যবাদ হানিফ সংকেত স্যার কে।
খুব ভালো লাগলো, প্রবাসে বসে আমার বিভাগ রাজশাহী তে সবার প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি দেখলাম।
শেষ অংশটুকু অসাধারণ লেগেছে। ইত্যাদি সৎমানুষ, মহৎমানুষ, খোঁজে পায় আমরা পাইনা কেন?
Hm tai
Hmm
বাংলাদেশের একমাত্র অনুষ্ঠান যা এখনো ছোটবেলা থেকে সমান আবেদন সমান গ্রহনযোগ্যতা ধরে রেখেছে। Love from the heart for Ettadi.
টিক সব পরিবর্তন আছে,,,
রাজশাহীর মানুষ ভালোবাসা নিবেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের শহর টা আসলেই খুব সুন্দর,,,, আশা করি ভবিষ্যতে আরো ভালো রাখবেন আপনারা ❣️❣️❣️❣️
কেয়া কসমেটিক, হানিফ স্যারের মাধ্যমে যে বাংলাদেশের অনেক মানুষকে সাহায্য করছে, তা আমরা দেখতেই পারছি। সেই জন্য আমাদেরও উচিত কেয়া কসমেটিক ব্যাবহার করা
আমার খুব পছন্দের একটি অনুষ্ঠান ইত্যাদি ❤️আগে বিটিভিতে দেখতাম ইত্যাদি মিস করতাম না এখন সময় না থাকার কারণে একটু দেরিতে দেখতে হয় ইউটিউবে 🙂
ওয়াও
♥♥♥
আলহামদুলিল্লাহ জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি দেখা শুরু করলাম । নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সাদিপুর ইউনিয়ন এর কাঁঠালিয়া পাড়া থেকে দেখতেছি । ধন্যবাদ হানিফ সংকেত স্যার কে এবং আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
মানুষের দোয়ায় ও ভালোবাসায় বেচেঁ থাকুক হাজার বছর হানিফ সংকেত ভাই।
হয়ত আপনি চলে যাবেন,হয়ত অনেক হানিফ আসবে, কিন্তু আপনাকে পার পাওয়া হবে না।সেই অজানা গুলো আর জানা হবেনা।
শুভ কামনা আপনার প্রতি।
বাংলাদেশের গৌরব বাংলাদেশের অহংকার বাংলাদেশের সন্তান আমাদের হানিফ সংকেত স্যার
আপনার জন্য দোয়া ও ভালোবাসা অবিরাম 🥰
রাজবাড়ী থেকে❤❤
আমার কাছে ইত্যাদি এমন একটা অনুষ্ঠান যার প্রশংসা করার ভাষা খুঁজে পাইনা
💝💝
যাই হউক দেখে শেষ করলাম।
দুইজন ব্যাক্তির কাজ ই সেরা ছিলো।
তাদের জন্য মন থেকে দোয়া রইলো
হানিফ সংকেত স্যার, আপনাকে ধন্যবাদ।
@@halimkhan6402 জ্বি হানিফ সংকেতের মত ভাল মনের মানুষ ই হয়না।
আমরাও কিছু যুবক নিয়ে গঠিত করেছি একটা সংগঠন যার নাম হৃদয়ে কেন্দুয়া।
সেচ্ছাসেবী একটা সংগঠন বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে আসছি।
মানুষের পাশে থাকার চেষ্টা করছি, অনেক ভাবেও সাহায্যদান করে আসছি করতেছি।
দোয়া করবেন আমাদের জন্য
শেষ অংশ দেখে চোখে পানি আটকে রাখতে পারলাম না।
যাদের আমার মতো চোখে পানি চলে এসেছে তারা লাইক দিন
চোখে পানি চলে আসছে এখানেও লাইক দিতে হবে। লাইক দিয়া কি করবেন
আমি
@@rakibhasanrocky7167 জানার জন্য কারা আমার মতো
🤣🤣🤣
কিছু কিছু কথা জীবন পাল্টে দেয়, ধন্যবাদ রইল আপনাদের সবাইকে এতো সুন্দর একটা আয়োজন করার জন্য..!
এবারের ইত্যাদি তে অনেক অজানা কিছু দেখলাম এবং সমাজে যে এখন ভালো মানুষের অভাব নেই তাও দেখলাম। এবারের ইত্যাদি দেখে চোখে পানি ধরে রাখতে পারলাম না। হানিফ সংকেত আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং আপনার টিম কে ও ধন্যবাদ জানাই।
ইত্যাদি আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। হানিফ স্যার ব্যক্তি হিসেবে আরও প্রিয়। আমি একজন ছোট শিল্পী সারাজীবনের ইচ্ছা তার ইত্যাদি অনুষ্ঠানে একটা গান গাইতে পারলে সার্থক।
😥
জানিনা সে স্বপ্ন কখনো বাস্তবে রূপ নেবে কি না।
আমার শহর রাজশাহী। ইত্যাদি মানেই মানুষের ভালবাসা। আর এই ভালবাসা দিয়ে আমার শহরকে তুলে ধরার জন্য ইত্যাদিকে ধন্যবাদ।
ইউটিউবে অনুষ্ঠানটি দেখে খুবই ভালো লাগলো। আমি সবসময়ই ইত্যাদির ভক্ত। আসলে সুস্থ বিনোদনের ক্ষেত্রে ইত্যাদির কোনো তুলনা নেই।
স্যালুট হানিফ সংকেতকে, স্যালুট আমাদের গর্ব ইত্যাদিকে
আমার মতো আর কে কে অপেক্ষা করেছেন পর্বটি দেখার জন্য আমাদের সবার প্রিয় অনুষ্ঠান ইত্যাদি 😍😍😍
লাইক কমেন্টস
আমাদের কলকাতার বন্ধুরা কই? তোমাদেরও আমন্ত্রণ জানায় আমাদের ইত্যাদি অনুষ্ঠানে, হানিস সংকেত আমাদের বাঙ্গালী জাতির গর্ব,
সমেশ ডাক্তার সাহেব এবং ওনার স্ত্রীর মহৎ কাজের বর্ণনা যতই হোক; যেনো কম হয়ে যায়। সমেশ ডাক্তার এবং জাহিদুল ইসলামরাই বাঁচিয়ে রেখেছেন মানবিকতা। অনেক দোয়া এবং ভালোবাসা আপনাদের জন্য।
Shomser doctar sahiber mobile number ki pate pari ? Kuno bi dile opokar hobe plz
চারপাশ দেখে হতাশ হই।কিন্তু ইত্যাদিতে দেখানো কিছু প্রকৃত ভালো মানুষ দেখে চোখ ও ভিজল,হৃদয় ও জুরালো।💖💖💖💖
হানিফ সংকেত স্যারের উপস্থাপনা দেখলে আমি বার বার মুদ্ধ হয়ে যাই। বেঁচে থাকুক স্যার হাজার বছর ধরে এই পৃথিবীর বুকে। ❤️❤️
ইত্যাদি বিটিভির দর্শকের প্রাণের অনুষ্ঠান।
ভালবাসার অনুষ্ঠান,ভাললাগার অনুষ্ঠান।।।
আসুন আমরা কেয়া কসমেটিকসের পণ্য ব্যবহার করি, দেশ গঠনে ভূমিকা রাখুন ।
ইনশাআল্লাহ
আমি আমাদের বাড়িতে বলে দিব কেয়া পন্য ব্যাবহার করতে এবং আমিও করব
ইনশাআল্লাহ
Cosmetics valo na.
@@alwaysalert9366 ভাই আমরা যদি সবাই দেশী পন্য ব্যবহার করি দেখবেন আমাদের পন্য ও একদিন বিশ্বমানের পন্যে পরিনত হবে। আসুন দেশী পন্য ব্যবহার করি আর দেশটাকে ভালবাসি।
আমার দেখা সবচেয়ে শ্রেষ্ঠ উপহার ইত্যাদির। অসংখ্য ধন্যবাদ জানাই জনাব হানিপ সংকেত স্যরকে এরকম একটা সুন্দর অনুষ্ঠান উপহার দেয়ার জন্য। সেই সাথে সেলুট জানাই জাহিদুল ইসলাম, ডা. জনাব শামসুদ্দিন ও মেহেরুন্নেসার মত সহৃদয়বান মানুষদেরকে।
শেষে আবেগ রাখতে পারলাম না, প্রয়াত প্রিয় শিল্পীকে দেখে। অনেক অন্যরকম ছিলো পর্বটা।
আমার সবসময় অসাধারণ লাগে আমার প্রিয় মাটি ও মানুষের ইত্যাদি।
ইত্যাদির প্রথমের অংশ দেখে ভালো লাগে।শেষ অংশটা দেখে আবেগে কাঁদতে হয়।
mine too
রাইট
হুম
সেলুট হানিফ সংকেত স্যার বার্তমান সময়ের সত্যঘটনাবলি আপনার ইত্যাদি অনুষ্ঠনের মধ্যমে তুলে ধরার জন্য ।