যে গল্প রূপকথাকে ও হার মানায় ! Branding Bangladesh I Episode: 34 I Mizanur Rahman I RJ Kebria I

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 8 тис.

  • @harmonicsongit-samitadasgu1276
    @harmonicsongit-samitadasgu1276 2 роки тому +51

    বাংলাদেশ শুধু নয় ভারতবর্ষ থেকেও ওনার সব জীবনের কাহিনী শুনলাম।শেষ ভালো যার সব ভালো। উদ্দম থাকলে যে একজন মানুষ শূন্য থেকে শুরু করে কোন জায়গায় পৌঁছাতে পারেন উনি তার উদাহরণ।ভারতবর্ষের এক বোন অনেক অনেক শ্রদ্ধা ও শুভেচ্ছা পাঠালো।

  • @mdzinderali6646
    @mdzinderali6646 2 роки тому +220

    A to Z গল্পটা শুনলাম চোখ দিয়ে অঝোরে পানি পড়ল।আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী।

    • @Nizgamer29
      @Nizgamer29 9 місяців тому +3

      আপনি কি আর কখনো আপনার মার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন নাই

  • @engr.md.rafiqulislam3860
    @engr.md.rafiqulislam3860 2 роки тому +398

    মিজান সাহেবের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে বেশ ক'বার! সজ্জন ব্যক্তি এবং কর্মজীবনে সফল একজন মানুষ!
    জীবনের গল্পটা এভাবে জানতাম না।
    শ্রদ্ধা বেড়ে গেল।

  • @gcdattashankar8438
    @gcdattashankar8438 9 місяців тому +29

    অসাধারণ!! যতই শুনেছি মুগ্ধ হয়েছি। জীবন যুদ্ধে জয়ী একজন মানুষ। শুভ কামনা রইল। Branding Bangladesh কে ধন্যবাদ।

    • @habiburrahmankhoka955
      @habiburrahmankhoka955 Місяць тому +2

      স্যার আপনার শেষ অনুষ্ঠানটা বাবাকে নিয়ে যে কাজটা করছেন আমি খুব আনন্দিত আমি সেলুট

  • @latifurrahman6609
    @latifurrahman6609 2 роки тому +447

    এটা কি মুভি দেখলাম !! বিশ্বাসই করতে পারছিনা!! এখন জীবনের এই অধ্যায়ে এসে দেখলাম মানবজীবনের কোন কিছুই আমার জানা হয়নি। অসাধারণ, অসাধারণ। মিজানুর রহমান আপনাকে সালাম ও শুভেচ্ছা।

  • @sadekrahman1
    @sadekrahman1 2 роки тому +101

    জন্মদাতা এমন ও হয় !!!! 😢😢😢 আপনি অবিবেচক নন, আপনার কস্ট,ধৈর্য,পরিশ্রম, সাফল্য সত্যি জীবন যুদ্ধের এক শ্রেষ্ঠ অনুপ্রেরণা দেয়। সফলতার এক অনন্য উদাহার। শুভ কামানা আপনার জন্য।🌷🌷

    • @amaduddin3031
      @amaduddin3031 8 місяців тому +1

      Ha bhai hoy bilive korben ki na Jani na Amar baba o Kom noy onar baba theke

    • @sadikislam8286
      @sadikislam8286 17 днів тому +2

      ২ য় বিয়ে করলে বাবা আর বাবা থাকে না রে ভাই

  • @azizulwadudbahar1695
    @azizulwadudbahar1695 2 роки тому +929

    ফ্লাইট ক্যাপ্টেন মিজান সাহেবকে নিয়ে আরো একটি পর্ব করার জন্যে কিবরিয়া সাহেবকে অনুরোধ করছি। ওই পর্বটিতে উনার মা-বাবার সর্বশেষ অবস্থা, ভাইবোন, উনার সেই বন্ধুটি সহ আরো অন্যান্যদের কথা তোলে ধরার জন্যে অনুরোধ করছি ।

  • @anarulislam6209
    @anarulislam6209 2 роки тому +88

    কোন কর্মকেই ছোট করে দেখেন নি বলেই শত কষ্ট বুকে নিয়ে আজকে তিনি সফলার শীর্ষে। আল্লাহ আপনাকে সুস্থতা ও দীর্ঘায়ু করুক।

  • @ShafiqulIslam-n5l
    @ShafiqulIslam-n5l Рік тому +65

    আল্লাহ কিনা করতে পারেন আল্লাহু আকবার, ওনার স্বপ্ন থেকে এক চুলও লড়েনি ওনার দৃঢ়তা মানসিকতা প্রখর ধন্যবাদ ওনাকে।

  • @samsunnaharshampa2629
    @samsunnaharshampa2629 2 роки тому +444

    আজও গল্প গুলো বলতে গিয়ে সেই কষ্ট গুলো উনার মুখে ফুটে উঠছে,, কষ্টের কোন বয়স হয় না। আল্লাহ সব শিশুদের ভালো রাখুক

  • @nayemcoxbd180
    @nayemcoxbd180 11 місяців тому +101

    40-45 মিনিটের নাটক দেখতে বিরক্ত লাগে, কিন্তু এই 1ঘন্টা 22মিনিট ভিডিওটি আমি কিভাবে দেখলাম কখন সময় শেষ হল টেরও পাইনি,,,স্যালুট স্যার❤কেউ দেখে শিখে আবার কেউ ঠেকে শিখে,,, মানুষের জীবনের রং যে কত কালার ও কি কি আল্লাহ ভালো জানে,😢😢😢😢

  • @bananirajib1633
    @bananirajib1633 2 роки тому +115

    প্রথমে খুব কেঁদেছি আপনার ছোট বেলার কষ্ট গুলো জেনে। মাঝের গল্পগুলো শুনে proud হয়েছি। আর সব শেষে আপনার প্রতি অসীম শ্রদ্ধা আর ভালবাসা চলে এসেছে। প্রনাম জানাই। আর ম্যাডামকেও ধন্যবাদ জানাচ্ছি।

  • @kamrulhashansaif2056
    @kamrulhashansaif2056 2 роки тому +202

    যত শুনছি ততই অবাক হচ্ছি । উনাকে দেখে মনে হয় খুব সাধারণ একজন মানুষ। দুয়া রইল আঙ্কেল আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক

  • @sogo-dhaka
    @sogo-dhaka 2 роки тому +40

    মনমুগ্ধ হয়ে শুনলাম..... অসাধারণ ভাবে বললেন ও উনি..... চোখ ভিজে আসলো
    ঐ সৎ মা নিচ্ছই তার কৃতকর্মের ফল ভোগ করেছে??

  • @AtiqulIslamJesan
    @AtiqulIslamJesan 11 місяців тому +13

    ঘুম চোখে ভিডিওটা দেখা শুরু করেছিলাম
    কিন্তু একটা সময় চোখ দিয়ে পানি পরতেও বাধ্য হয়েছে
    Salute Sir

  • @mahmoodhasan3175
    @mahmoodhasan3175 2 роки тому +36

    তিনি একজন অসাধারণ সংগ্রামী মানুষ!
    তিনি বাংলাদেশের গর্ব!
    আল্লাহ তাকে ভালো রাখুন সুস্থ রাখুন। ❤️

  • @nilmaniroy9505
    @nilmaniroy9505 2 роки тому +143

    আমি ভারতীয় সনাতন হিন্দু। আপনার গল্প শুনে আমার চোখে জল চলে আসে,আমি আমার ভগবানের কাছে প্রার্থনা করি আপনার মত সম্পূর্ন সুন্দর মানুষ পৃথিবীতে যেন আরো বেশি করে পাঠান। আপনাকে ধন্যবাদ।

  • @remon34176
    @remon34176 2 роки тому +366

    মুভি দেখলাম, সত্যিকারের জীবন ছবি। কখনো কষ্টে চোখে পানি এসেছে, কখনো আনন্দে হেসেছি। আল্লাহ আপনাদেরকে দীর্ঘায়ু দান করুন।

  • @afsana-iu3xp
    @afsana-iu3xp 9 місяців тому +5

    আমার জাস্ট উনার কথা শুনে চোখে পানি চলে আসলো😢বাবা মায়ের জন্য ছেলে মেয়েরা কত অত্যাচারের স্বীকার হয় উনার কথাগুলো শুনে ফিল করলাম।আল্লাহ উনাকে ভালো রাখুক

  • @makbulhossain513
    @makbulhossain513 2 роки тому +66

    আমি একজন নারী। আমি কথাগুলো আমার জীবন এর সাথে মিলিয়ে দেখলাম, সবই ঠিক। কারণ আমার বাবার ও দুই পরিবার। ভাইয়া যে কষ্ট গুলো বলেছেন একই কষ্ট আমার বড় ভাই করেছেন। এখনো করছেন।

  • @HridoyKhan-nx8eq
    @HridoyKhan-nx8eq 2 роки тому +117

    ক্যাপ্টেন মিজান স্যার এর জীবন কাহিনী
    এত ভালো লেগেছে লিখে বোঝানো যাবে না। সত্যি কষ্টের ফল অনেক মিষ্টি হয়।

  • @mdparvej7135
    @mdparvej7135 2 роки тому +62

    প্রথমেই বলবো গল্পটা অসাধারণ!হাতে এতো সময় ছিলনা য়ে , গল্পটা শুনে শেষ করবো। কিন্তু য়তই শুনছিলাম ততই আবেগে আপ্লুত হচ্ছি,মনে হচ্ছে কোনো রুপকথার গল্প বা বিশ্ব সেরা কোনো উপন্যাস পড়ে শোনানো হচ্ছে। আল্লাহ মহান। তিনি সবই পারেন।

    • @nasreenbegum9183
      @nasreenbegum9183 2 роки тому

      গল্প নয়, বাস্তব জীবনের ইতিহাস।

  • @md.kamalpasha54
    @md.kamalpasha54 10 місяців тому +11

    মানুষের জীবন যে এতো দুঃখ-কষ্ট থাকতে পারে। এই জীবন গল্পগুলো না জানলে অনেক কিছু অজানায় থেকে যেন।
    আসলে আল্লাহ উত্তম ফয়সালা দানকারী। দুঃখের পর সুখ দেন।
    ভদ্রলোকের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।

  • @arzuarman2015
    @arzuarman2015 Рік тому +25

    গল্পটা প্রথম শুনি বাবার মোবাইল ফোনে। বাবা রেগুলার একজন শ্রোতা। উনি সব গল্প শোনেন। আর তারপর আমাকে শোনান। ভাগ্য আর নিজের ওপরে বিশ্বাস থাকলে আসলে জয় করা সম্ভব। 🙂
    দোয়া রইলো স্যার। ভালো থাকবেন। ফি আমানিল্লাহ 🙂

  • @alaminbboy-wv2kz
    @alaminbboy-wv2kz Рік тому +22

    কম খাওয়ার জন্যই ওনি এখনো ভোরা হয়নি। ওনার অজান্তেই একটি হাদিসের উপর আমল হয়ে গেছে আর আল্লাহ ফল দিয়ে দেয়েছেন। মাশাল্লাহ।

  • @nayemshikder8566
    @nayemshikder8566 2 роки тому +22

    বন্দু ছাড়া জীবন অসম্ভব,, আর টাঈাইল এর মানুষ সবসময় অন্যকে উপকার করে, শুভকামনা রইলো সবার জন্য, দুয়া করবেন সবাই আমার জন্য,, গল্পটা ২০৩০ সালেও এসে অনেকে শুনবে,❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @coloruniversity
    @coloruniversity Рік тому +8

    গল্পের মাঝে কেদে দিয়েছি, চ্যালেঞ্জিং হলে মনে হয় পৃথিবীর সব কিছুই তার দ্বারা সম্ভব, পরিচিতি সবার সাথে শেয়ার করেছি ভিডিও টা, স্যারের সহধর্মীনি অত্যান্ত হাসিখুশি মানুষ। বউ হিসেবে এমন হাসিখুশি বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। ৪০ বছর ধরে উনারা একই বন্ধনে আবদ্ধ আহ শুনে যে কি শান্তি লেগেছে। মন থেকে দোয়া রইলো স্যার এবং ম্যাডাম এর প্রতি সাথে কিবরিয়া স্যারের জন্য ও এত সুন্দর অনুষ্ঠান এর আয়োজন এর জন্য। এই গল্প নিয়ে আসলে যত ইচ্ছে লেখা যাবে কিন্তু শেষ করা যাবে না। খালি মনে হয়েছে এত তারাতারি কেনো শেষ হয়ে যাচ্ছে স্টরি টা। মানুষ এর ভিতরে স্পিড নিয়ে আসার জন্য এর থেকে ভালো গল্প হয় না। আরেক টা গল্প আমার খুব ভালো লেগেছিলো এবং শুনে কেদেছি গৌড়াঙ্গ স্যারের জীবন গল্প।

  • @niloyhasannil6107
    @niloyhasannil6107 2 роки тому +14

    নিজের অজান্তেই যেন স্যার কে স্যালুট কতে ফেললাম। জীবনে তৃতীয় বার কাউকে মন থেকে স্যার বলে স্যালুট করলাম। আসলে বললে এখন অনেক কিছুই বলা যায় কিন্তু সাজিয়ে বলতে পারছি না কিন্তু সত্যিই স্যার এর প্রতি মন থেকে ভালবাসা আর সম্মান রইলো। মহান আল্লাহ তাকে কবুল করুন। আমিন

  • @AbdulMannan-wb8lr
    @AbdulMannan-wb8lr 2 роки тому +59

    এটা গল্প নয় বাস্তব জীবনের এক করুন কাহিনি ও জীবন যুদ্ধ। সত্যি হৃদয় বেদনা দায়ক। আপনাকে স্যালুট।

  • @ronychakraborty694
    @ronychakraborty694 2 роки тому +50

    আজকের এই অনুষ্ঠানের জন্য যোগ্যতম ব্যাক্তি শ্রদ্ধেয় মিজান সাহেব। তিনি একজন আইডল।শুভকামনা উনার জন্য।

  • @bravegeneration1147
    @bravegeneration1147 9 місяців тому +2

    ওনার জীবনে যেমন ভালো বন্ধু এসেছে,এমন ভালো বন্ধু যেনো আমার জীবনেও আসে,আমিও সফল হয়ে সারা বিশ্বকে শোনাতে চাই আমার সেই কষ্টের দিনগুলো থেকে এই সফলতার পথে হেঁটে আসার গল্প। আল্লাহ সত্যি মহান

  • @mdmabud6344
    @mdmabud6344 2 роки тому +19

    জীবনে অনেক মুভি দেখেছি অনেক গল্প শুনেছি কিন্তু মিজান স্যার আপনার গল্পটা অনন্য। একটা মানুষ চাইলে কতদূর যেতে পারে আপনি তার উদাহরণ। অনেক কিছু শিখলাম আপনার থেকে। আমার ফিউচার লাইফে অনেক কাজে দেবে আপনার গল্পটা। ভালবাসা নিবেন স্যার

  • @ziaurrahaman3978
    @ziaurrahaman3978 2 роки тому +106

    মিজানুর রহমান স্যার আপনার প্রত্যেকটি কথা আমি অত্যন্ত মনোযোগের সাথে শুনেছি আমি যতই শুনি ততই অবাক হচ্ছি কিভাবে একটা মানুষ এত সংগ্রাম করে এইভাবে সাকসেস হতে পারে !!! আল্লাহতালার অশেষ রহমত আপনার উপর ছিল আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে ভাল রাখুক l

  • @shahajhanchowdhury9003
    @shahajhanchowdhury9003 2 роки тому +223

    পুরো ঘটনা মন দিয়ে শুনেছি, পৃথিবীতে কত নির্মম মানুষ আছে , জীবন কত কঠিন হতে পারে , যা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না

    • @9836112507
      @9836112507 2 роки тому

      অপূর্ব কাহিনী।মুগ্ধ হলাম।প্রেমে পড়ে গেলাম।❤❤❤❤❤

    • @saifuddinahmad3009
      @saifuddinahmad3009 2 роки тому

      P

    • @mijanurrahman-fl7fx
      @mijanurrahman-fl7fx 2 роки тому

      Amio😢

  • @Khanvaibd
    @Khanvaibd 5 місяців тому +2

    গল্পটা যতই শুনছিলাম ততই শুনতে ইচ্ছে করছিলো।তবে কষ্ট লাগছিলো খুব।এতো সুন্দর করে তিনি কথাগুলো বলেছেন যে চোখের পাতায় ঘটনার দৃশ্যগুলো ভেসে উঠছিলো।
    ওনার বাবার এমন উদ্ভট আচরণ,সন্তানের প্রতি এতোটা অবহেলা,ওনার মায়ের সাথে হুট করে এমন আচরণ তাও শিক্ষিত পরিবারে,বড় ভাই-বোনদের ভূমিকা এই ব্যাপারগুলো অবিশ্বাস্য ও অস্পষ্ট লেগেছে।
    এতো বড় মাপের একজন মানুষ হয়েও নিজের জীবনের গোপন বিষয়গুলো দেশের মানুষের সামনে নির্দ্বিধায় বলে যাওয়ার মতো সৎ সাহসের জন্য স্যালুট জানাই।
    ওনি সাকসেস হওয়ার পর ওনার মায়ের সাথে কিভাবে প্রথম যোগাযোগ হয়েছে,মায়ের অনুভূতি কি ছিলো?ওনার অন্যান্য ভাইদের সাথে বাবা ও সৎ মা কি দায়িত্ব পালন করেছেন,তাদের বর্তমান অবস্থা এবং পাইলট ভাইয়ের সাথে যোগাযোগ আছে কিনা জানতে খুব ইচ্ছে করছে,পারলে পর্ব ২ করে জানাবেন।

  • @BeadedHouse
    @BeadedHouse 2 роки тому +828

    গর্ভধারিণী মায়ের মর্যদা রাখার জন্য এতটা ত্যাগ স্বীকার করলেন।বর্তমান সময়ের উজ্জ্বল দৃষ্টান্ত।এর জন্য ওনাকে গোল্ডমেডেল দিলেও সেটা মনে হয় কম হয়ে যাবে।অসাধারণ।

    • @mdfahad7749
      @mdfahad7749 2 роки тому

      poop people popped a jamu 12 a lot to pick ⛏️⚒️⚒️ ⚒️⚒️ ⚒️⚒️⚒️⚒️ people probably a 🖼️🖼️🖼️🖼️ people are so 😍❤️😍😍😍😍😍😍😍😍😍😍 people to vote people pop

    • @debasishbhattacherjee7632
      @debasishbhattacherjee7632 2 роки тому +49

      অদ্ভুত।অদ্ভুত অদ্ভুত। কি বলবো। আপনাকে দেখে কি বলবো ভাষা নেই। পশ্চিমবঙ্গ থেকে দেখছি।

    • @mdabdulla5281
      @mdabdulla5281 2 роки тому

      ০প০প্পপ

    • @UzzalUzzal-yt9lv
      @UzzalUzzal-yt9lv 2 роки тому +13

      P

    • @UzzalUzzal-yt9lv
      @UzzalUzzal-yt9lv 2 роки тому +6

      P

  • @AbdulMannan-rg3bu
    @AbdulMannan-rg3bu 2 роки тому +79

    উনি খুব ভালো মানুষ, উনি শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্ব বাসীর কাছে একজন অনুপ্রেরণা

    • @ferdousakhter5140
      @ferdousakhter5140 2 роки тому

      ''v'vvvv'v'vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv5555

    • @SumiSumi-pc5di
      @SumiSumi-pc5di 2 роки тому

      Llpllllloll))lll)..

  • @MyTinyZahaan
    @MyTinyZahaan 2 роки тому +175

    চোখের পানি আটকাতে পারেনি।
    অনেকক্ষণ কেঁদেছি। মুভি না বাস্তবে আমরা সবাই এই ধরনের লাইফ পার করেছি।
    ধন্যবাদ কিবরিয়া ভাই❣️

  • @monistudio2154
    @monistudio2154 11 місяців тому +5

    শেষটা দারুণ ছিলো ❤ বাবা বলেছিলো রিকশা চালক হবে! ছেলে পাইলট হয়ে বাবার সামনে দাড়িয়েছে মাশাল্লাহ ❤আল্লাহ অনেক অনেক ভালো রাখুন আপনাদের স্যার। অনেক দোয়া আপনার জন্য।

  • @ShaDow-vq1mo
    @ShaDow-vq1mo 2 роки тому +102

    একেই বলে প্রাণ ভয়ে দৌড়ানো .... যার জন্য আজ আপনি সফল। স্যালুট স্যার, আপনাকে 😍

  • @MDSaifulIslam-fu2on
    @MDSaifulIslam-fu2on 2 роки тому +64

    একটা সেকেন্ড মিস করার মত ছিল না সকল কিছুর থেকে উত্তম হলো জীবনে ভাল একটা বন্ধু পাওয়া আমার অথবা আমরা যারা শুনছি সবার পক্ষ থেকে স্যারের প্রতি সেলুট

  • @abirhussain3290
    @abirhussain3290 2 роки тому +48

    যখন দেখলাম ১ ঘন্টা ২২ মিনিট ভাবলাম বেশি সময় কিন্তু যখন ১ ঘন্টা একটানা দেখছিলাম আমাদর মনে হয়েছে এটি যেন শেষ না হয় সত্যি জীবন সংগ্রামে অনেক অনুপ্রেরণা জাগাবে।
    সত্যি Salute স্যার।
    আর আল্লাহর দয়া ছাড়া কোনো সময়ই সকল কিছু থাকার পরেও কোনো কিছু হওয়া সম্ভব নয়। আর শূন্য থেকে অনেক কিছু হওয়া যায় আল্লাহর দয়া থাকলে। ❤️🥰

  • @mohammedrasheduzzaman9026
    @mohammedrasheduzzaman9026 11 місяців тому +5

    Great fighter! Salute. You worked for BG and QR. Myself to BG and QR ( Traffic). Pray for your peaceful life. Whatever happened If you can hug your your father again surely Allah will give you biggest reward in sha Allah.

  • @MehediHasan-pd2de
    @MehediHasan-pd2de Рік тому +16

    সত্য কথা গল্পটা শুনতে চেয়ে মাঝখানে চোখ দিয়ে পানি চলে আসছিল যে একজন ধরতে গেলে এতিমের মতই বাবা-মা নেই একা ঢাকা আসলো সে আজকে একজন পাইলট পুরো ইমোশনাল হয়ে গেলাম গল্পটা শুনে !

  • @theentertanmentfact
    @theentertanmentfact 2 роки тому +25

    পুরো ভিডিও দেখে চোখের পানি নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। আল্লাহর অশেষ রহমত, চেষ্টা ও পরিশ্রম আল্লাহ আপনাকে যথার্থ সম্মান দিয়েছেন। সালাম নিবেন, দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।

  • @TheDeshBangla
    @TheDeshBangla 2 роки тому +924

    রিজিক নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না
    রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত!
    - আলহামদুলিল্লাহ!

    • @black..killer7479
      @black..killer7479 2 роки тому +5

      🙄🙄হালা

    • @shamsulhoque1959
      @shamsulhoque1959 2 роки тому +5

      100%Right

    • @bdtvsabrin-1757
      @bdtvsabrin-1757 2 роки тому +2

      @@black..killer7479 hqL

    • @mdkhokonrana7794
      @mdkhokonrana7794 2 роки тому +2

      @@black..killer7479 আবাল

    • @razzaquehawlader582
      @razzaquehawlader582 2 роки тому +9

      @@mdkhokonrana7794 গল্প অনেক হলো কেবল অবশিষ্ট রইল,সেই ফেলে আসা সহোদর ভাই বোন বিমাতা ও বাপ নামের বিবেকহীন সেই লোক টির কথা।
      তাদের সাথে যোগাযোগ তাদের অনুভূতি সম্পর্ক সহ পারিবারিক কথা।

  • @TasLimaMustaKim
    @TasLimaMustaKim 5 місяців тому +1

    কষ্ট গুলো অনুভব করে মনোযোগ দিয়ে শুনলাম, এখনও উনার মনের ভেতর চাপা কষ্ট। মন থেকে বলছি আল্লাহ পাক আপনাকে ভাল রাখুক, সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। আমিন

  • @sayebhaque5330
    @sayebhaque5330 2 роки тому +215

    ভিডিও টা দেখা এখনো পুরোটা শেষ হয়নি , তবে এই গল্পেটা রূপকথার গল্প কেও হার মানাবে । 💗
    ফ্রম কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া 😍

    • @ahmedzakariabin
      @ahmedzakariabin 2 роки тому +2

      ❤️❤️ আপনার প্রিয় সব বাংলা, ইংলিশ, হিন্দি এবং উর্দু নাশিদ শুনতে,চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ❤️

  • @asifulislamh
    @asifulislamh Рік тому +56

    সত্যি বলতে আমি উনার জীবন গল্প শুনে কেঁদে ছি।
    অসাধারণ আত্মবিশ্বাসী একজন মানুষ উনি।❤

  • @alamgirhosen4760
    @alamgirhosen4760 2 роки тому +275

    ভিডিও দেখে চোখে জল এসে গেলো,
    ফের প্রমাণ হল মানব জীবনে কষ্ট না করলে কিছুই অর্জন করা সম্ভব হয় না,,
    salute sir,,

    • @firozasultana2450
      @firozasultana2450 2 роки тому

      ।।।।।ह।

    • @Alibaba-xu5pq
      @Alibaba-xu5pq Рік тому +4

      বাবারা কেন এমন হয়।

    • @mememaker9464
      @mememaker9464 Рік тому +2

      আসল মা বা সৎমা দুজনই তো মহিলা । তবে একজন আরেকজনের পুরোপুরি বিপরীত হয় কেণ ? মহিলাদের সত্যিই বুঝা দায় । এরা কিভাবে তৈরি ?

    • @Alibaba-xu5pq
      @Alibaba-xu5pq Рік тому

      @@mememaker9464 আমিও সেটা বুঝি না

  • @AhmedJuwel499
    @AhmedJuwel499 9 місяців тому +1

    অভিজ্ঞতা না থাকলে অনেক কিছুই বিশ্বাস করা কঠিন। সবকিছুর পর বাবার মতো বিশ্বাস কিংবা ভালবাসার জায়গা থেকে যদি অবহেলা পাওয়া যায়। তাহলে, জীবনে এগিয়ে যাওয়া কঠিন।
    ক্যাপ্টেন সাহেবের জন্য অনেক ভালবাসা এবং শুভকামনা। ❤️❤️❤️

  • @sultanafariha2428
    @sultanafariha2428 2 роки тому +347

    পুরো গল্প এখনো শুনি নাই কিন্তু অর্ধেক শুনে মনে হচ্ছে বাংলাদেশের প্রতিটা শিক্ষার্থীর এই গল্প শুনা উচিত, প্রতিটা বিষয়ে প্রাইভেট পড়েও যাদের কিছু হয় না। আমার ছেলের বয়স ২ বছর ইনশাআল্লাহ তাকেও একদিন আমি শুনানো।

    • @mizanrahman3286
      @mizanrahman3286 2 роки тому +6

      Kk okkk

    • @amenabegum1722
      @amenabegum1722 2 роки тому +2

      @@mizanrahman3286 0

    • @FFeditz10
      @FFeditz10 2 роки тому +2

      @@amenabegum1722
      আমার আম্মার নাম

    • @Alibaba-xu5pq
      @Alibaba-xu5pq Рік тому

      একদম সঠিক কথা বলেছেন আপনি।

    • @topu29topu
      @topu29topu Рік тому

      @@amenabegum1722 jobs

  • @playenjoy6751
    @playenjoy6751 2 роки тому +150

    আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে তার মা 2.5 year তার সাথেই ছিল❣️

    • @NizamUddin-el3rt
      @NizamUddin-el3rt 10 днів тому

      আরো অনেক আগে আনার দরকার চিলো আমার মতে

  • @muktimaity7646
    @muktimaity7646 2 роки тому +25

    অসাধারণ এক জীবনের গল্প শুনলাম।ঈশ্বরের কৃপায় সব বাধা অতিক্রম করে উনি নিজেকে নিজের যোগ্য জায়গায় দাঁড় করাতে পেরেছেন রূপকথার নায়কের মতো।ওনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।খুব ভালো কাটুক ওনাদের জীবন।

  • @khalidbinjalal9974
    @khalidbinjalal9974 3 місяці тому

    এমন বন্ধুর নামটি উল্লেখ করলে, এ অনুষ্ঠান দেখে তিনি আজ খুব আনন্দ পেতেন। এ অনুষ্ঠন দেখে আমি দারুণ মুগ্ধ ও বিস্মিত হলাম।আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

  • @galibhasan5195
    @galibhasan5195 2 роки тому +228

    মা তো মাই হয়। সৎ মা কখনো মা হতে পারে না। স্যালুট স্যার আপনাকে পুরো ভিডিও দেখলাম চোখে পানি এসে গেল নিজের অজান্তে। স্যালুট স্যার 👍👍

    • @imrankhandaker9166
      @imrankhandaker9166 2 роки тому

      Ok boss

    • @rahathchowdhury8718
      @rahathchowdhury8718 Рік тому

      Ekta kota ase Ma teke Mashi dorodi hoy beshi, sotma hochhe tai

    • @jesminahmed5536
      @jesminahmed5536 Рік тому +2

      তারপর বা্বা ও সৎৃমার খবর কি আর বলা তো হলো না।

    • @nabilarahman180
      @nabilarahman180 Рік тому +1

      ​@@jesminahmed5536oi khataish gular bepare r na janlei bhalo. jototuk shunlam ragay gaa joltese! bap r stepmother duitai manush rupi hingsro poshu

    • @ashrafulsabit6496
      @ashrafulsabit6496 Рік тому +1

      ​@@nabilarahman180Haeee..
      But enar last er 2-1 minute er kichu Kotha shune amr ulta rag hocchilo... Onar proti eto onnay korar por ow bolchen amr jonmodata pita... Tai onar proti se jayga theke respect ache..
      Ami hole aggressively e behave kortam omn babar sathe

  • @jarmanuddin1815
    @jarmanuddin1815 2 роки тому +131

    উনার মতো সুখী ও উনার মতো দুখী,
    আর কেউ আছে কি না জানিনা,
    উনার গল্প থেকে অনেক কিছু শিখার আছে,
    বিশেষ করে মেধা নিয়ে ঝরে পড়া ছাত্রছাত্রীদের

    • @prityhelena2352
      @prityhelena2352 2 роки тому

      Ase vaiya.aro vasi kosto dawok

    • @badruzzamanchoudhury787
      @badruzzamanchoudhury787 2 роки тому

      This is life!in my child hood,a beggar used to sing while begging,saton ma kal poraner boiry,upre diye gach Katey,niche daley pani.

  • @YasinAli-kh5sc
    @YasinAli-kh5sc Рік тому +173

    পুরাই হতবাক হয়ে গেলাম স্যারের জীবনের গল্প শুনে।।। আল্লাহ স্যার কে দীর্ঘজীবী করুক ❤❤

  • @MDOMORFARUK-mz8hh
    @MDOMORFARUK-mz8hh 7 місяців тому +2

    স্যালুট স্যার,,মাঝে চোখের কোন জ্বল এসে গেছে আপনার কথা গুলো শুনে,, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলাম,, একটুখানিও বিরক্তি বোধ করি নাই...

  • @aqmhasanuzzamankhan4497
    @aqmhasanuzzamankhan4497 2 роки тому +181

    স্যালুট স্যার আপনাকে। বিশ্বের শ্রেষ্ঠ ট্রাজেডি বলা হয় শেক্সপিয়ারের নাটকের চরিত্র "কিংলীয়ার" কে। এই জীবনীটা সেটিকেও হার মানিয়েছে। এর উপরে আর কোন ট্রাজিক ঘটনা থাকতে পারেনা। স্যারের জীবনী সকল অদম্যতার সীমা ছাড়িয়েছে। ওনার সুস্থ সুন্দর ও দীর্ঘ জীবন কামনা করছি। আমার চোখে উনি পৃথিবীর শ্রেষ্ঠ সেলিব্রিটি। ভাগ্যে থাকলে কোন একদিন ওনাকে দেখার সৌভাগ্য হবে ইনশাআল্লাহ্

    • @dr.suraiyahelen2079
      @dr.suraiyahelen2079 2 роки тому

      আমার আব্বার জীবনে তাঁর সৎ মা এভাবে অত্যাচার করতেন।ছোট ৫ বছরের বাচ্চা ছিলেন আব্বা।

    • @aqmhasanuzzamankhan4497
      @aqmhasanuzzamankhan4497 2 роки тому +3

      @@dr.suraiyahelen2079 কিন্তু মহান আল্লাহ্ আপনার আব্বার সাথে ছিলেন। তাই ওনার মেয়ে আজকে ডাক্তার হয়েছে। ভালো থাকুন।

    • @dr.suraiyahelen2079
      @dr.suraiyahelen2079 2 роки тому +3

      @@aqmhasanuzzamankhan4497 আব্বা নিজেও ম্যাজিস্ট্রেট ছিলেন।খুব ভালো ছাত্র ছিলেন।ম্যাট্রিকে কলকাতা বোর্ডে ৩য় ও ইন্টারমিডিয়েটে ৬ষ্ঠ স্থান অধিকার করেছিলেন।পরবর্তীতে ইংরেজি সাহিত্যে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন ও ব্রিটিশ আমলে ম্যাজিস্ট্রেট হোন।আমরা দুই বোনই ডাক্তার।অসংখ্য ধন্যবাদ আপনাকে।সবই আল্লাহর রহমত।মৃত্যুর সময় আব্বার সৎ মা, আব্বার হাত ধরে কেঁদে বলেছিলেন,বাবা আমি তোমাকে অনেক অত্যাচার করেছি।তুমি আমাকে মাফ করে দিও আর আমার তিন ছেলেকে তোমার হাতে দিয়ে গেলাম,কষ্ট দিও না।
      আব্বা পরবর্তীতে তিন সৎ ভাইকে নিজের কাছে রেখে পড়ালেখা শিখিয়ে বড় অফিসার বানিয়েছিলেন।আব্বার মৃত্যুর পূর্ব পর্যন্ত আমরা জানতাম না যে আমার কাকারা আব্বার সৎ ভাই।

    • @aqmhasanuzzamankhan4497
      @aqmhasanuzzamankhan4497 2 роки тому +1

      @@dr.suraiyahelen2079 অসাধারণ ও অনন্য। প্রচন্ড ঝড়ো হাওয়ায় মানে এত এত অত্যাচার ও প্রতিকূলতার মাঝে বৃটিশের আমলে ম্যাজিস্ট্রেট হওয়ার কথা ভাবাই যায়না। Very very inspirational and a matter of learning. আসলে যার মেধা ও সাথে আল্লাহ্ থাকেন, তাকে দমিয়ে রাখা যায়না।

    • @memeakter9952
      @memeakter9952 2 роки тому

      P

  • @nurularzan215
    @nurularzan215 Рік тому +20

    আসলে কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি।পুরো গল্পটাই হচ্ছে আমাদের জন্য একটা শিক্ষা, অনেক বড় একটা শিক্ষা। পরিস্থিতি মানুষকে কি না করায়। আর সাথে আছে অক্লান্ত পরিশ্রম। সত্যিকারের সুপারম্যান তো ওনিই❤।আজ শুনলাম ৪/৭/২০২৩।কোনো এক সময় গল্পটা আবারো শুনবো।

  • @shofiqulgazi7758
    @shofiqulgazi7758 2 роки тому +46

    মালয়েশিয়া থেকে পুরো গল্পটাই শুনলাম । এখন রাত ১:০১ বাজে । ৩০/০৪/২০২২।গল্প শুনতে শুনতে কখন যে চোখের কোনে পানি চলে আসছে নিজেও বুঝতে পারি নাই ।। আল্লাহ্ যা করে ভালোর জন্যই করে ।।

  • @safwoankhan
    @safwoankhan 11 місяців тому +1

    সত্যি অসাধারণ একটা গল্প।মনের জোর মানুষকে কোথায় নিয়ে যায়।আর একটা মানুষ এতো সুন্দর করে কথা বলে।আমি অবাক হয়েছি।আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক।

  • @saudibangla2444
    @saudibangla2444 2 роки тому +35

    স্যাল্যুট স্যার,কোন রাজনীতিবিদ বাংলাদেশকে ডেপলফ করেনি,আপনাদের মত কিছু ব্যাক্তি স্বত্বা দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।ভাল থাকুক আপনাদের চেতনার প্রচেষ্টাগুলো।

  • @jakiyasultana9520
    @jakiyasultana9520 Рік тому +64

    কেউ দেখে শিখে...কেউ ঠেকে শিখে🎉🎉
    জীবন যে কত দিকে মোড় নেয় তার বাস্তব রূপ ❤❤❤

  • @bikromdev8467
    @bikromdev8467 2 роки тому +127

    সৎ মা কোনদিন ,,, প্রকমত (মা) হতে পারেনা,,,,,ক্যাপ্টেন স্যালুট জানাই আপনাকে,,,,,,নিঃসন্দেহে একজন প্রকৃত যোদ্ধা👍👍👍👍

    • @thowhidulislam9854
      @thowhidulislam9854 2 роки тому

      Baper bomika kamon dekycho?

    • @nabilarahman180
      @nabilarahman180 Рік тому

      ​@@thowhidulislam9854baprei shobar agay juta pita kora uchit

    • @anwarulhoque9665
      @anwarulhoque9665 Рік тому

      ​@@thowhidulislam9854be freesà

    • @SyedShowkatAlam
      @SyedShowkatAlam Рік тому

      বাবার সহধর্মিনিরা প্রকৃত পক্ষে মা-ই হয় । এমনকি চাচার সহধরমিনিরা চাচিআম্মা-ই হয়।
      মা চাচির বোনেরা খালাম্মা-ই হয়। তাদেরে এটুকু মর্যাদা দেওয়া সকলেরই কর্তব্যের মধ্যে পড়ে কিন্তু আপনিতো হকের বিরোদ্ধে বিদ্রোহ করে ফেললেন! হয়তোবা আপনার বাবার দ্বিতীয় বিয়ের বিশেষ
      প্রয়োজন ছিল, তাই তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন। আপনাকে তা মেনে নেওয়া উচিৎ ছিল।

    • @nirobhasan2345
      @nirobhasan2345 Рік тому

      ​@@thowhidulislam9854খ
      খৈচটখটন😢

  • @MdMostfa-n3z
    @MdMostfa-n3z 11 місяців тому +8

    আমি আপনার গল্প শুনে কাঁদলাম। আরজে কিবরিয়া সাহেবকে বলবো মিজান সাহেবের বাবা মা এবং ভাই বোন তাহাদের সর্বশেষ অবস্থান নিয়ে একটি গল্প প্রচার করার জন্য।

  • @jayantamondal4496
    @jayantamondal4496 Рік тому +17

    আমি পশ্চিমবঙ্গের মানুষ...প্রতিটি মানুষের বেঁচে থাকার পথে, আপনার জীবনের কন্টকময় চলার পথ অতিক্রম করে সাফল্যের চূড়ায় পৌঁছানোর ঘটনা , সবাইকে উজ্জীবিত করবে আমি নিশ্চিত। আমি বাঙালি হিসাবে গর্বিত আপনার জন্য। নমস্কার ভালো থাকবেন। ❤

  • @mdmusaakon4261
    @mdmusaakon4261 2 роки тому +70

    জীবন যুদ্ধ,,
    পরিশ্রম সফলতা অর্জনের মুল মন্ত্র

  • @mohammadmizan6589
    @mohammadmizan6589 2 роки тому +66

    জীবনের বাস্তব বলতে গেলেও সৎ সাহস থাকতে হয় আজকের অতিথি তার জীবনের চরম বাস্তবতা সত্য প্রকাশ করেছে সত্যিই প্রশংসনীয়,

  • @tanvirmahamud6431
    @tanvirmahamud6431 Рік тому +10

    এই বাবাকে উনি কখনো ক্ষমা করতে পারবে না,, আল্লাহ কখনো ক্ষমাও করবেন না।

  • @mdmizanurrahmantapu1495
    @mdmizanurrahmantapu1495 2 роки тому +20

    কি যে একটা স্টরি শুনলাম, আমার কাছে মনে হচ্ছে রুপকথার গল্প শুনছি। এই গল্প দিয়ে যদি ডিরেক্টরকে বলা হয় একটা মুভি বানাতে মুভি সাকসেসফুলি হয়ে যাবে।আসলে কিবরিয়া ভাইয়া সমাজে এরকম আইডল হাজার হাজার আছে বাট আমার ২১ বছরে এই রকম গল্প ফাস্ট টাইম শুনছি।আপনার মতো হাজার মিজানুর রহমান বেচেঁ থাকুক এই বাংলায়। স্পেশালি ট্যাঙ্কস প্রান প্রিয় কিবরিয়া ভাইকে। এরকম স্টরি শেয়ার করার জন্য।

  • @dipokdhar9568
    @dipokdhar9568 2 роки тому +618

    আপনার বাবা আপনাকে রিকশা চালক হিসেবে দেখতে চেয়েছিলেন আজ আপনি বিমান চালক হয়েছেন, আপনার বাবার নেগ্লেন্সি টাই আপনার বড় আশির্বাদ ❤️ আপনার মানসিক ট্রমার পরে আপনার ঘুরে দাড়ানো টা সত্যি প্রশংসার ❤️

    • @mobasserahmad3162
      @mobasserahmad3162 2 роки тому +35

      আপনি স্বেচ্ছায় লেখা পড়া করা, শত কষ্ট সহ্য করে প্রতিকূলতা থেকে অনুকূলে লেখা পড়া করা কোন শিক্ষক ছাড়া। ঢাকায় থেকে ইনকাম করাও লেখা পড়া করা অবিশ্বাস্য। অনার্স করা ওবিমান বালা হওয়া। ভালো বন্ধু র সানিধ্যে থাকা। ভালো বন্ধু র সাহায্য পাওয়া। আসলে ভাগ্যের ব্যাপার।প্রকৃত পক্ষে সৎস্বর্গে স্বর্গবাস অসৎ স্বর্গে সর্বনাস।

    • @majortarifreza9459
      @majortarifreza9459 2 роки тому +3

      Ai Ki golppo AMR golppo aro at cheay voyonkor

    • @alpanashaheen4553
      @alpanashaheen4553 2 роки тому

      @@mobasserahmad3162
      )
      )







      প্প
      লপ
      ল্পল

      প্প

      প্ল

    • @alpanashaheen4553
      @alpanashaheen4553 2 роки тому

      @@mobasserahmad3162
      )
      )







      প্প
      লপ
      ল্পল

      প্প

      প্ল

    • @alpanashaheen4553
      @alpanashaheen4553 2 роки тому +1

      @@mobasserahmad3162
      )
      )







      প্প
      লপ
      ল্পল

      প্প

      প্ল

  • @pintostravels2179
    @pintostravels2179 2 роки тому +68

    আমি মুগ্ধ..! মাশাআল্লাহ..আল্লাহ সহায় হওক..। তবে খুব জানতে ইচ্ছা ছিলো, ওনার বাকী ভাইবোনদের পরবর্তী অবস্থা কি হইছিলো, আর ওনার সৎ ভাইবোন হইছিলো কিনা, হলে ওদের বর্তমান সামাজিক অবস্খান কি..??

  • @taki4823
    @taki4823 Рік тому +7

    আল্লাহ তায়ালা মানুষের জীবন কত ভাবে ঘুরাতে পারে সুবহানাল্লাহ 😮

  • @swapnabanerjee2641
    @swapnabanerjee2641 2 роки тому +25

    আমি ভারতে‌ র কোলকাতা থেকে আপনার এই অনুষ্ঠান টি শুনলাম,খুব ই ভালে লাগলো৷ আসলে জেদ থাকলে সব কিছু তেই সাফল্য আসে,হয়তো বা‌ অতি সহজে নয় ,আসলে আমার মেয়ে ও একজন কেবিন ক্র ছিলো,প্রথম অবস্থায় দেশের মধ্যেই ‌ ইন্ডিগো এয়ারলাইন্স এ ,পরবর্তী কালে বিদেশী এয়ারলাইন্স এ‌ তবে‌ বর্তমানে কোবিড‌ পরিস্হিতি ‌তে দেশে ফিরেছে ।

  • @abushufianshufian982
    @abushufianshufian982 2 роки тому +44

    জীবনের প্রথম কারো লাইফ হিস্টরি এক ঘণ্টা 20 মিনিট শুনলাম
    অনেক ভালো ভালো লাগলো এবং অনেক কিছু শেখার আছে উনার লাইফস্টাইল থেকে

    • @mtanitarani7858
      @mtanitarani7858 2 роки тому

      আপনি যদি এই প্রথম দেখে থাকেন, তাহলে গৌরাঙ্গ স্যারের এপিসোড টা দেখে নিবেন।

  • @Mrityunjoyagt
    @Mrityunjoyagt 2 роки тому +167

    উনি খুব ভালো মানুষ, উনি শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্ব বাসীর কাছে একজন অনুপ্রেরণা 🙏🙏🙏🙏🙏
    I Salute you Sir 🙏🙏🙏

  • @shahnazparvin5055
    @shahnazparvin5055 7 місяців тому +1

    বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। He's a true inspiration. মানুষ চাইলে কিনা পারে সৎ ভাবে চেষ্টা করলে আর আল্লাহ যদি নসিবে রাখেন।

  • @md.jamilhussain
    @md.jamilhussain 2 роки тому +14

    সুবহানআল্লাহ 💗🌷💝!!!!!!!
    চরম কঠিন এক জীবন যুদ্ধের,
    যুদ্ধার জীবনের গল্প।
    গল্পটি শুনে, আম্মাকে নিজের মুখে শুনাতে গিয়ে এতো কেঁদেছি যে একটানা কথা গুলো বলতে পারিনি। একটু কেঁদেছি আর একটু বলেছি।
    অবশ্যই এই গল্প থেকে শেখার আছে, অনেক কিছু।

  • @baghaiakandikalimullahhigh1197
    @baghaiakandikalimullahhigh1197 2 роки тому +57

    অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ সংগ্রামী জীবন, অসাধারণ উপস্থাপনা,অসাধারণ সারল্য,অসাধারণ ধৈর্য্য, অসাধারণ মাতৃভক্তি, অসাধারণ জীবনবোধ।

    • @taheraskitchenn1972
      @taheraskitchenn1972 2 роки тому

      ওই সময় বাবারা অনেক কিছু জানতে পারানা।

  • @sheikhsayed6973
    @sheikhsayed6973 2 роки тому +10

    এক কথায় দারুন। আমি ব্রান্ডিং বাংলাদেশ দেখি এবং আমার ছাত্র- ছাত্রীদেরকে উৎসাহ দিই প্রত্যেকটি পর্ব দেখতে। অসাধারণ কাজ করছেন আপনি।

  • @NasirUddin-px9sr
    @NasirUddin-px9sr 3 місяці тому

    আসলে আমরা এ বিশাল পৃথিবীর কতটুকুই বা জানি।কতোটা কষ্ট মানুষ তার চেনা পোশাকের ভিতরে নিয়ে বয়ে বেড়ায় তা জানা হলো। শুভকামনা রইল প্রিয় মানুষটির জন্য।

  • @FahaddisSarker
    @FahaddisSarker 2 роки тому +20

    ভিডিওটা গত রাতে ডাউনলোড করেছিলাম আজ সকাল ১১টায় দেখলাম। ভিডিওর ২৯ মিনিটে এবং ১ ঘন্টা ১৪ মিনিটে চোখের পানি আটকাতে পারিনি।আমি অনুপ্রেরনা নিতে চাই এই ভিডিও থেকে।স্যালুট স্যার আপনাকে।দোয়া ও ভালোবাসা আপনার জন্য।

  • @nasim.academy
    @nasim.academy 2 роки тому +78

    পুরোটা গল্পটায় একটা সেকেন্ড টেনে দেখতে পারি নি। নার্ভ ধরে রাখাটা কঠিন হয়ে যাচ্ছিলো। এক কথা অসাধারণ এক ঘন্টা ছিলো।
    উনার প্রত্যয়ী, মনোবল ব্যক্তিগত জীবনে অনেককেই প্রভাবিত করবে বলে আশা রাখি ♥
    ধন্যবাদ কিবরিয়া ভাই ♥

  • @smalamgirhossainhridoy4779
    @smalamgirhossainhridoy4779 2 роки тому +20

    স্যারের কথা আমার অনেক ভালো লেগেছে।
    * আল্লাহ এক এক জন কে এমন বাবে সৃষ্টি করেন। যে সে জিবনে কিছু না করেই সব কিছু তার হাতের কাছে পেয়েছে।
    * আবার মানুষ যাঁরা অর্জন করতে শিখেছে তাদের কে ও বাবেই সৃষ্টি করেছেন
    যে ভালো তাকে কখনো খারাপ করা যায়না আবার যে অমানুষ তাকে হাজার চেষ্টার পরেও ভালো করা যায়না।

  • @smsohel5033
    @smsohel5033 7 місяців тому +19

    ঈদের দিনের মারার ঘটনা শুনে চোখে পানি ধরে রাখতে পারি নাই । মুচির কাজও করেছেন ! সেলুট

  • @rabighosh3104
    @rabighosh3104 2 роки тому +15

    আত্মবিশ্বাসের এক নাম সাফল্য। দাদা আপনি তার প্রকৃষ্ট উদাহরণ এবং অন্যদের জন্য এক অনুপ্রেরণা।
    কুর্ণিশ করি আপনার এই দৃঢ়তা এবং সফলতাকে।

  • @mdshoharabhossionsourav1653
    @mdshoharabhossionsourav1653 2 роки тому +269

    এই সফলতার গল্প শুনে সত্যি অসাধারন ভালো লেগেছে!!!
    ২৮-৩১ মিনিট সময়টাতে চোখের পানি আর ধরে রাখতে পারি নাই।
    ধন্যবাদ কিবরিয়া ভাইকে এমন সফল মানুষের সফলতার গল্প আমাদের শুনানোর জন্য।

    • @diptoahmed8009
      @diptoahmed8009 2 роки тому +8

      এই গল্প থেকে অনেক কিছু শিখতে পারলাম😭😫

    • @akhtarzaman160
      @akhtarzaman160 2 роки тому

      আমরা একটা জায়গায় ভুল করছি, তা হলো এটার সম্পূর্ণটাই বাস্তব সত্য ঘটনা, কোন গল্প নয়।। গল্প তো তৈরি করা হয় কল্পকাহিনী আর মিথ্যাকে সত্যের মত করে উপস্থাপন করে, যার কোনটাই এখানে বিদ্যমান নেই বলে আমি নিশ্চিত।।

    • @freshtomato7888
      @freshtomato7888 Рік тому

      আর কোথায় পানি আসছে?

    • @narayanchandrasaharoy4603
      @narayanchandrasaharoy4603 Рік тому

      Very nice story

    • @tarabali8954
      @tarabali8954 Рік тому

      7779Z

  • @SharminIslamSukonna
    @SharminIslamSukonna 2 роки тому +70

    কষ্টের ফল অতিমিষ্ট তা বুঝা যায় এই গল্পে আসলে বাস্তব। কখনো বলতে লজ্জা কিছু নেই। শুভেচ্ছা জানাই উনাকে।

    • @ayesharahman4025
      @ayesharahman4025 2 роки тому

      আপনার জীবনী শুনে আমি হাউ মাউ করে কেদেছি। আমার জীবনের সাথে অনেক মিল এখনও আমি কষ্টে আছি। আপনার মায়ের দোয়া নেপথ্যে আছে। মা,বোনদের খবর শুনতে চাই।

    • @ayesharahman4025
      @ayesharahman4025 2 роки тому +2

      সেই রিক্সাওয়ালাড় পরিবারের পাশে দাড়ান। মা ভাই বোনদের সাথে রাখুন।

  • @NurNovipb
    @NurNovipb 6 місяців тому +3

    আল্লাহ আপনার সহায়ক ছিল। আমার চোখের পানি দরে রাখতে পারলাম না। আল্লাহ পছন্দের মানুষকে পরীক্ষা করে দেখেন। আল্লাহুআকবর।

  • @monpura24
    @monpura24 Рік тому +68

    এমন অমানুষ পিতা যেনো আর কারো না হয়।
    পুরাই অবাক হয়ে গেলাম। অনেক দীর্ঘ আয়ু কামনা করি স্যার।

    • @MoomtahinaZara
      @MoomtahinaZara Рік тому

      Amr nijer sosur puratai amon...
      Amr bor amy basha theke ber kore dise...
      Same kahoni

    • @tahsinplays6545
      @tahsinplays6545 Рік тому +1

      I Have This Kind of father....I have the same types of problem but my mother doesn’t refuge me...I will back her smile back one day in sha Allah

    • @RakibHasan-k2c
      @RakibHasan-k2c Рік тому +1

      আমি সেম অবস্থায় আছি যেকোনো সময় বাড়ি থেকে বের করে দিতে পারে

    • @ashrafulsabit6496
      @ashrafulsabit6496 Рік тому

      ​@@RakibHasan-k2cVai kotha bolte pari?
      Fb id link.dile inbox a kotha boltam..

  • @sheikhramimislamdip
    @sheikhramimislamdip 2 роки тому +113

    কালকে ফেসবুকে এই পুরো ভিডিওটা দেখছি,
    প্রথমে তার কাহিনী শুনে খুবই কষ্ট পেয়েছি,পরে তার অভাবনীয় সাফল্য অর্জন দেখে খুবই ভালো লাগছে

  • @biplobkhan1092
    @biplobkhan1092 2 роки тому +244

    উনি বর্তমান বিশ্বের নাম্বার ওয়ান ডুবাইয়ের ইমিরেটস্ এয়ারলাইনসে অাছে,উনি বাংলাদেশের গর্ব! প্রচুর এনিস্পায়ার হলাম গল্পটা শুনে! 😍

    • @Alibaba-xu5pq
      @Alibaba-xu5pq 2 роки тому +7

      আপনি জানলেন কি করে? আপনি তার আত্মীয় স্বজন?

    • @mhrbhuiyanshaheen5994
      @mhrbhuiyanshaheen5994 2 роки тому +13

      @@Alibaba-xu5pq You are a great nonsense 🙄 Emirates is a number ones Airlines in the world 🌎 It is a general knowledge-based

    • @threebrotherschannela2t31
      @threebrotherschannela2t31 2 роки тому +2

      Qatar Airways o hote pare.

    • @mdfahad6956
      @mdfahad6956 2 роки тому +2

      Qatar Airways and Hamad Airport are World's number 1 right now

    • @threebrotherschannela2t31
      @threebrotherschannela2t31 2 роки тому +1

      Correct

  • @arinarahman3758
    @arinarahman3758 6 місяців тому +6

    He is the kindest interviewer I've ever seen and very patient. Mashallah. Even the pilot is the same as him

  • @gtaidbd8064
    @gtaidbd8064 2 роки тому +88

    আপনি অবিবেচক নয়, আপনার কষ্ট গুলো হাজারো ব্যাথার কথা । আপনি অনেক খারাপ হয়ে যেতে পারতেন কিন্তু আল্লাহর অশেষ রহমতে আপনি নিজেকে সেপ সাইডে রাখতে পেরেছেন ♥️শুভ কামনা রইলো । ♥️

  • @moonshine9987
    @moonshine9987 2 роки тому +70

    কোন স্ক্রিপ্ট না করে ভিডিও শুনেছি সত্যি অনুপ্রাণিত হয়েছি ....সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি

    • @InUnityWeStand1
      @InUnityWeStand1 2 роки тому +2

      শব্দটা 'স্ক্রিপ্ট' নয় , "স্কিপ" (Skip) হবে ।

    • @qualitymanagementtrainingi6395
      @qualitymanagementtrainingi6395 2 роки тому +1

      @@InUnityWeStand1 অকনটননকনকক

    • @mdkamrulislam6599
      @mdkamrulislam6599 2 роки тому

      lovely

    • @ahmedzakariabin
      @ahmedzakariabin 2 роки тому

      ❤️❤️ আপনার প্রিয় সব বাংলা, ইংলিশ, হিন্দি এবং উর্দু নাশিদ শুনতে,চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ❤️

  • @amenakhatun4645
    @amenakhatun4645 Рік тому +59

    আমি কি লিখব ভাষা খুঁজে পাচ্ছিনা, তবে পুরোটাই মনোযোগ দিয়ে শুনেছি। উনার কথা শুনে কখনো মনের অজান্তেই কেঁদেছি আবার নিজের মনে শক্তি যুগিয়েছি। হতাশ না হয়ে স্ট্রাগল করার মানসিকতা তৈরি করতে হবে। উনি আসলে অত্যন্ত মেধাবী ছিলেন তাই উনার এতদূর এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উনার নসিবটাও ভালো রেখেছিলেন তাই ভালো একজন জীবনসঙ্গিনী পেয়েছেন। উনার জীবন কাহিনীটা সবার শুনা উচিত বিশেষ করে আমাদের ছেলে-মেয়েদের। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন এবং সুখে শান্তিতে থাকার তৌফিক দান করুন।
    কিবরিয়া ভাই সত্যিই আপনার জন্য গর্ব হয় কারণ আমাদের বগুড়ার ছেলে আপনি। কি প্লাটফর্মটাই না আপনি তৈরি করলেন। আমি তিন ঘন্টার মুভি দেখিনা, একটা নাটক দেখলেও কেটে কেটে দেখি। ইউটিউবে নানান রকম ভিডিও দেখি কিন্তু এতো সময় ব্যয় করিনা। শুধুমাত্র আপনার গল্পগুলো মনোযোগ দিয়ে শুনি এবং কখন যে সময় পেরিয়ে যায় বুঝতেই পারিনা। আপনার জন্যও অনেক অনেক দোয়া ও শুভকামনা ❤

  • @SumaiyaGazi-u7b
    @SumaiyaGazi-u7b 10 місяців тому +38

    অনেক কিছু জানলাম স্যারের কাছ থেকে কমেন্ট করে গেলাম কেউ লাইক দিয়েন৷ আবার শুনবো স্যারের কথা গুলো

  • @arunavatalukdar5656
    @arunavatalukdar5656 2 роки тому +74

    আমার জীবনের ঘটে যাওয়া ঘটনা গুলো আপনার মুখে শুনছি।।।।
    মনে পড়ে যাচ্ছে সেই দিন গুলোর কথা ।। বর্তমানে ব্যবসা করি দিল্লীতে।।
    ধন্যবাদ 🌹❤🤝🙏

    • @Fortysix46biker
      @Fortysix46biker 2 роки тому

      🇧🇩🥰

    • @adchy72j
      @adchy72j Рік тому

      apanar golpota o shunar iccha thaklo ..may Allah bless you and keep in peace and harmony, amin.