Baranagar Path Bari ll বরানগর পাঠবাড়ি আশ্রম ll দুপুরের ভোগের প্রসাদের ব্যবস্থা llOne day tour |

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • কি ভাবে যাবেন :
    দক্ষিনেশ্বর স্টেশনে নেমে....নীচে অর্থাৎ আলমবাজার স্টপেজ থেকে (বি এস এফ)ক্যাম্পের পিছন থেকে টোটোতে পাঠবাড়ি যাব বললেই হবে অথবা আলমবাজার স্টপেজ থেকে ব্যানার্জি পাড়া অটো যায় তাতে গেলেও হবে।
    অন্য দিক থেকে এই পাঠবাড়ি আশ্রমে পৌঁছতে আপনাকে দম দমের কাছে সিঁথিতে আসতে হবে এবং সেখান থেকে অটোতে করে এই আশ্রমে পৌঁছাতে হবে।
    বরানগর পাঠবাড়ি আশ্রমের ইতিহাস
    এক পরম ভক্তের আমন্ত্রণে মহাপ্রভু শ্রীচৈতন্যদেব বরানগর মালিপাড়া (অধুনা পাঠবাড়ি আশ্রম) অঞ্চলে শ্রীরঘুনাথের কুঠিরে এসেছিলেন। ১৫১১ সালে আম বারুণীর দিন তাঁর শুভাগমন হয়। এরপর তিনদিন মহাপ্রভু মালিপাড়ায় অবস্থান করেন। নীলাচল যাত্রাকালে নিজের পাদুকা যুগল শ্রীরঘুনাথকে দান করেন তিনি। পরবর্তীকালে বৈষ্ণবতীর্থ এই পাঠবাড়ি আশ্রমই অন্যতম পীঠস্থান হিসেবে চিহ্নিত হয়।
    পাঠবাড়ি আশ্রমের কথা বলতে গেলেই উঠে আসে মহাজ্ঞানী রামদাস বাবাজি মহারাজের কথা। তিনি ১৩৩৪ বঙ্গাব্দে বরানগর পাঠবাড়ি আশ্রমের সেবা গ্রহণ করে মহাপ্রভুর সেবার সৌষ্ঠব বিধান করেন। ১৩৪০ বঙ্গাব্দে তিনি প্রতিষ্ঠা করেন শ্রীগৌরাঙ্গ গ্রন্থমন্দির। এই গ্রন্থাগারের সঙ্গে তিনি সংযোজন করেন অতি অপূর্ব সংগ্রহশালা। রামদাস বাবাজি মহারাজের (১২৮৩ বঙ্গাব্দ-১৩৬০ বঙ্গাব্দ) জন্মভূমি ছিল ফরিদপুরের নীলটুলি গ্ৰাম। তাঁর পিতা ছিলেন দুর্গাচরণ গুপ্ত। মাতা সত্যভামা দেবী। বাল্যকাল থেকেই তিনি সঙ্গীত অনুরাগী ও অদ্ভুত শ্রুতিধর ছিলেন। প্রভু জগদ্বন্ধু সুন্দর সঙ্গে আট বছর বয়সে তাঁর দেখা হয় এবং নগর সংকীর্তনে মেতে ওঠেন।
    এই পাঠবাড়ি আশ্রমে আজও মহাপ্রভুর কাঠের খড়ম যুগল দু’টি সযত্নে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সংরক্ষিত রয়েছে কাচের বাক্সে। এখানকার মূল মন্দিরে নিতাই গৌরাঙ্গ মূর্তি ছাড়াও রয়েছে রাধাকৃষ্ণ ও জগন্নাথ-বলরাম-সুভদ্রা মূর্তি। আছে রামদাস বাবাজি মহারাজের মন্দির। আছে সুদৃশ্য নাটমন্দির। সেখানে শ্রীকৃষ্ণের জীবনবৃত্তান্ত কাহিনি ও ছবিসহ উল্লিখিত রয়েছে। এছাড়াও আছে প্রাচীন টোল, বহু ইতিহাসের সাক্ষী বকুল গাছ, বাবা নকুলেশ্বর শিব মূর্তি, মন্দির সংলগ্ন তুলসী মঞ্চ, বিশাল গোশালা, রন্ধনশালা, কপিকল সহ ইদারা, ভোগঘর প্রভৃতি। আর গ্রন্থমন্দিরের সংগ্রহশালায় আছে বহু বিরল সংগ্রহের পুথি, যা খুঁজে পাওয়া বিরল |
    #baranagar
    #radhakrishna
    #temple
    #onedaytournearkolkata
    #mandir
    Address: 25, Path Bari Ln, Barahanagar Jute Mill Area, Ashokgarh, Baranagar, West Bengal 700036
    Ph - 25770133 / 25789076 For any queries or business purposes contact ... Baranagar Pathbari | পাঠবাড়ি আশ্রম বরানগর |
    Hello and welcome.I, Samrat Dey ,warmly welcomes you to this my UA-cam channel "Traveler and Explorer samrat". I sincerely thank you for your interest in this channel and for encouraging me as well. I chose my career as a traveler despite being an interior architect and trying to bring new information of places to you. My channel is dedicated to those who can't travel far. I want them to see things from afar with my two eyes. And you can feel the romance and feelings of those places. I hope I can stay true to my goal and get your cooperation and support at all times. Stay with me, I would like to travel to many new places, I will show you a lot of unknown information. Thank you for subscribing to my channel and visiting regularly.
    You can contact me at any time at the following email: samratdy@gmail.com
    My facebook link is here: surl.li/bxhny

КОМЕНТАРІ • 3