আসসালামু আলাইকুম শায়েখ। আমার নামাজের সময় অনিচ্ছাকৃত ভাবে মনযোগ আন্যদিকে চলে যায় ।এবং এটি ঘন ঘন হয়। সুরা ফাতিহা পড়েছি কি না? সুরা ফাতিহার পর আন্য কোনো সুরা পড়েছি কি না তা মনে থাকে না।এক্ষেত্রে আমার নামাজ কবুল হবে কী? এবং এর থেকে মুক্তি পেতে আমি কি করতে পারি? দয়া করে জানাবেন।
আসসালামু আলাইকুম শায়েখ। আমার নামাজের সময় অনিচ্ছাকৃত ভাবে মনযোগ আন্যদিকে চলে যায় ।এবং এটি ঘন ঘন হয়। সুরা ফাতিহা পড়েছি কি না? সুরা ফাতিহার পর আন্য কোনো সুরা পড়েছি কি না তা মনে থাকে না।এক্ষেত্রে আমার নামাজ কবুল হবে কী?
এবং এর থেকে মুক্তি পেতে আমি কি করতে পারি? দয়া করে জানাবেন।
উত্তর আছে 7:34 এ
ধন্যবাদ জানিয়ে দেয়ার জন্য,সময় বাচলো