কাহিনী চিত্রটি বাস্তব ভিত্তিক ।এই রকম ঘটনা আমার পরচিত । বৃন্দাবন মহাশয়ের রচনা সব সময় বাস্তব । তিনি বাংলা সাহিত্য -এর অসাধারন প্রতিভা । চঞ্চলবাবুর অভিনয় অনবদ্য । ভারতের দর্শকদের মন জয় করে এই রকম উচ্চ মানের নাটকে । সবাইকে ধন্যবাদ ।
অশিক্ষার শেষ কোথায়? তবুও এই নাটকটি, এই মূর্খ ও অবিবেচক,বর্বর ও তথাকথিত মানুষের মুখোশধারী প্রায় মানুষগুলোকে ভালোভাবে উলঙ্গ করতে পেরেছে। খুবই ভালো লেগেছে।
আমি ভারতের একটি নাগরিক আর আমি চঞ্চলের নাটক খুব দেখি কারণ বাংলার প্রকৃতি খুব ভালো লাগে।আর এই নাটক তা বোঝাই যে কাউকে রাগিয়ে আনন্দ উপভোগ করা কারোর জীবন নিতে পারে।তাই কাউকে রাগাবেন না ।
গ্রাম্য জীবনের এত সুন্দর জলছবি বাংলাদেশের নাটক গুলিতে প্রকাশ পায়, বুক ভরে যায়, অসাধারণ। একবারে মাটি থেকে উঠে আসা জীবন্ত চরিত্রগুলো সীমাহীন রসতৃপ্তি দেয়। অসাধারণ শিল্পী তোমরা। কালের পটচিত্রে এগুলো অমর হয়ে থাকবে। পশ্চিম বাংলা থেকে...... শুভঙ্কর
অসাধারন ৷ আমার বিশ্বাস এই নাটকটি দেখার পরে আমাদের সমাজে অনেক ভালো একটি শিক্ষা গ্রহন করবে ৷ যে শিক্ষা মানুষ কে সম্মান দিতে শিখাবে এবং বিবেক কে জাগ্রর্ত করবে ৷৷
চিরদিন এই নাটক টা আমার হৃদয়ে দাগ হয়ে থাকবে.. ভুলব না.. আর আমার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে এটা দেখার অনুরোধ করব.. আমার আর্কাইভে সেভ করা রইল.. লাভ ইউ চঞ্চল দা.. ❤কোনদিন বাংলাদেশে গেলে তোমার সাথে দেখা করে আসব.. তোমাকে ছুঁয়ে আসব..
তারিনের অভিনয় মন ছুঁয়ে গেছে, যেমন হওয়ার কথা ঠিক তেমনটাই, একটুও অতিরঞ্জন নেই। চঞ্চল চৌধুরীর কথা আলাদাভাবে বলা এখানে অবান্তর। বৃন্দাবন দাস এবং সাগর জাহান কে বিশেষভাবে ধন্যবাদ, আন্তরিক শুভকামনা।
কি বলবো রে ভাই।বর্তমান গ্রামীন সমাজ নিয়ে আমার দেখা সবচেয়ে বড় শিক্ষামূলক নাটক এটা।অনেক অনেক ধন্যবাদ পরিচালক এবং বৃন্দাবন ভাইকে এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য।
প্রথমে খুব মজা পেলেও শেষের অংশে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলাম না।। সত্যি অধারন শিক্ষনীয় একটা নাটক।বিশেষভাবে ধন্যবাদ জানাই তাকে,যিনি এই নাটকের গল্প লিখেছেন।ধন্যবাদ সবাইকে
আসলে কি বলব এই নাটকটি সম্পর্কে বুঝে উঠতে পারতেছি না। অসাধারন একটি শিক্ষনীয় গল্প দিয়ে নাটকটি সাজিয়েছেন আমাদের সবার প্রিয় বৃন্দাবন দাস আসলে এটি একটি অবিশ্বাস্য গল্প এবং নাটক। নাটকে প্রত্যেকের অভিনয়ই এত সাবলীল এবং সুন্দর হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো না। আসলে আমাদের গ্রামীণ সমাজে এমন হাজারো ঘটনা আছে যা এই নাটকেই বাস্তবিক রূপ ধারণ করেছে। আমরা সাধারন নিরীহ মানুষদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে অনেকেই ভালোবাসি কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমাদের এই নিছক হাসি-ঠাট্টা অন্যের জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারে এমনকি তার জীবন ধ্বংসের কারণ হতে পারে। তাই আমাদেরকে এমন বাজে অভ্যাস এবং অহেতুক কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। নাটকের সাথে সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে পরিচালক সাগর জাহান ভাই এবং আমার প্রাণ প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এবং আ খ ম হাসান ভাইকে। তারিন এবং ছোট বাচ্চাটি অসাধারণ অভিনয় করেছে। আর জামাল রাজা ভাই এর সম্পর্কে কি বলব তবে একটা বিষয় আশ্চর্য হয়ে গেলাম যে জামাল রাজা ভাইয়ের যে দুটি শার্ট পরে এই নাটকে অভিনয় করেছেন উক্ত দু'টি শার্ট পরে আমি অসংখ্য নাটকে অভিনয় করতে দেখেছি ব্যাপারটা বুঝতে পারলাম না। তবে যাইহোক অসাধারণ অভিনয় করেছেন সবাইকে সবাইকে আবারো আন্তরিক অভিনন্দন। সবাইকে অনুরোধ করবো যে ভারতীয় হিন্দি সিরিয়াল বাদ দিয়ে আমাদের বাঙালি সংস্কৃতির bangla natok উপভোগ করুন তাহলে অনেক শিক্ষনীয় বিষয় বুঝতে পারবেন এবং সামাজিকভাবে অনেক কুসংস্কার উঠে যাবে।
একজন সরল মানুষ কে যখন একই কথা বারবার বলা হয়। তখন তার মস্তিষ্ক স্বাভাবিক থাকে অতঃপর সে আপনা থেকে রেগে যায় এতে মানুষ মজা পায় তাকে নিয়ে ঠাট্টা করে এটা অবশ্যই সমাজের অসংগতি!!
নাটকটি দেখে নিজেদের খুব অপরাধী মনে হলো.. আমাদের গ্রামের একটি লোক বিয়ে না করে জীবন কাটিয়ে দিয়াছে তাকে সবাই বট গাছ বলে খুব রাগাতো কিন্তু দুংখের বিষয় সে লোকটি এখন আর জীবিত নাই নাটকটা দেখে এই লোকটার কথা মনে পড়ে গেলো .. ধন্যবাদ বৃন্দাবন দাস এন্ড ধন্যবাদ বাংলাভিষন
আমি ভারতের পশ্চিমবঙ্গের মেয়ে। কিছুদিন হলো চঞ্চল চৌধুরী র নাটক গুলি দেখছি। ভীষন ভালো লাগছে। অসাধারণ অভিনয়। আফশোস হয়,এত সুন্দর গল্প,এত সুন্দর অভিনয় ওএত সাধারণ মেকআপ আমাদের পশ্চিমবঙ্গে হয় না। পশ্চিমবঙ্গে জঘন্য উৎকট মেকআপ,আর অতি জঘন্য গল্প দিয়ে ছিরিয়াল তৈরি করে।আর বোধহীন মানুষ গুলো তা দেখে।
অসাধারণ!!!! চঞ্চল চৌধুরী ভাই বাংলাদেশের অভিনয় সম্পর্কে আপনি আমার ধ্যানধারণা আমূল বদলে দিলেন। দুই বাংলার মাঝের কাঁটাতারের বেড়াটা আপনি ভেঙে চুরমার করে দিলেন। ধন্যবাদ আপনাকে।🙏🏻🙏🏻🙏🏻
শেষ মুহূর্তে এসে হাসি গুলা কেন জানি হটাৎ করে থমকে গেলো বিস্ময়কর ভাবে চোখের দুই কানি দিয়ে আবেগের মধ্যে দু ফোটা জল পড়লো আমার বুকের শার্ট এর উপর.মৌল মানবিক কে আঁকড়ে করে সারা শরীর সুওরে উঠলো। ..ধন্যবাদ বৃন্দাবন দাদা আর ধন্যবাদ জানায় ক্যামেরা সামনে ও পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি
অসাধারন,,বাংলাদেশে বাংলা ভাষার অগ্ৰগতি সত্যিই প্রশংসনীয়।নাটক রচনায় বাংলাদেশের পারদর্শীতা স্বীকার করতেই হয়।ক ই পশ্চিমবঙ্গে তো এমন সুন্দর নাটক দেখতে পাই না।এগিয়ে যাও তুমি বাংলাদেশ...
সমাজে অনেকেই আছে,,যারা মানুষের নাম পরিবর্তন করে মজা নেয়,,,যা কিনা কবিরা গুনা। আর এধরনের কাজের পরিনাম কি হতে পারে,, তাদের জন্যে এ নাটকটা....। বরাবরের মতো লক্ষ কোটি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বৃন্দাবন বন দাস সহ নাটকের সমস্ত কলাকুশলীবৃন্দদের...💯💯💯🇧🇩🇧🇩🇧🇩
অসম্ভব ভালো একটি নাটক দেখলাম। অভিনয়, নির্দেশনা, আবহসংগীত, গল্প সবই খুবই উন্নত মানের। একজন ভারতীয় হয়ে বলতে পারি, এইরকম নাটক এখন আর এখানে তৈরি হয় না। শুধু বস্তাপচা সিরিয়াল তৈরি হয় এখানে।
আমাদের গ্রামে একজন মহিলা ছিল যাকে 'ছবি' বলে ডাকলে খেপে যেত।আমরা ছোট বেলায় না বুঝে তাকে অনেক ক্ষেপাতাম কিন্তু একটু বুঝার পর তাকে আর বলিনি।সম্পর্কে সে আমার নানী হতো এবং অনেক ভালবাসতো। আমি পড়াশোনার সুবাদে থাকতাম(এখনো থাকি)।যখন বাড়ি যেতাম সে আমাকে কি যে আদর করতো ( এত বড় হওয়ার পরেও)।দুঃখের বিষয় সে আর পৃথিবীতে নাই।আসলেই মানুষকে এভাবে খেপানো ঠিক না।সবাই কে এব্যাপারে সতর্ক হওয়া উচিৎ।
আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে যারা নিজেকে আনন্দ পাবার জন্য অন্যকে যা কিছু বলে যাচ্ছে আসলে কি ঠিক এগুলা মানুষ যত বড় শিক্ষিত হোক না কেন বিবেক না থাকলে মূল্যহীন
This is not a drama. It's a real tale of life. Please, don't disturb to anyone as this man. Thanks Vrindaban Das. Thanks all of those actors and actresses who act in this drama.
ছোটবেলায় একটা রোগের জন্য যখন লক্ষণ প্রকাশ পেত তখন সবাই আমাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলত।এমনকি আমার প্রাথমিক বিদ্যালয়ের বন্ধু,সম্মানিত শিক্ষকরাও।তখনের সেই অনুভূতিটা কাউকে বোঝানো যায় না।আজ আমি সম্পূর্ণ সুস্থ। নাটকটি দেখে সেই ছোটোবেলার আমিকেই মনে পড়ে গেল।
Hats off to Mr. Brindaban Das & Mr. Chanchal Chowdhury. This Master piece is very close to practical happenings. This type of incidents happen off & on in Kolkata.
দারুণ নাটক। কৌতুকের মিশেলে একটা গুরুত্বপূর্ণ শিক্ষার বার্তা আছে এই নাটকে। দীর্ঘ দিনের মানসিক অত্যাচার ভুক্তভোগী মানুষের জীবনে কত বড় বিপর্যয় নিয়ে আসতে পারে তাই দেখানো হল। দারুণ!
আখম হাসান থাকায় দেখতে আসলাম নাটকটা। সাথে আবার চঞ্চল চৌধুরী ভালো তো লাগবেই। তারিন সহ সবার অভিনয় দারুণ হয়েছে। শিক্ষা মূলক গ্ৰামের নাটক বলে কথা। অসাধারণ লাগলো ধন্যবাদ সবাইকে।
রাত এখন ১:৩৫ 🌘 নাটক টা দেখে যেনো মুখের ভাষা হারিয়ে ফেললাম 🌚 আজ যদি বাংলা ভাষা না জানতাম তো মনে হয় জন্ম টা বৃথা হত । 🙂বাংলা ভাষার রস টা যে কত মধুর , সেই বুঝবে যে মন থেকে ভালোবাসতে জানে । 🥰সত্যিই অসাধারণ ❤
Wow..Very Nice Theme as well as Direction 🙏🏻🙏🏻🙏🏻 Want to see more dramas with such realistic & strong storyline.Tareen looks pretty even in ordinary get up 😍
প্রিয় নাট্যকার আপনার প্রতিটি লিখাতেই আনন্দের সাথে শিক্ষনীয় দিক ও থাকে। আপনার জন্য শুভকামনা, আপনার কাছ থেকে আমরা জীবন ভিত্তিক এমন আরো অনেক নাটক উপহার পেতে চাই। আপনার জন্য ভালোবাসা 💕💕
অবাস্তব হলেও এইটা যে সত্যি আমাদের সমাজে এই রকম অনেক হয়ে থাকে,,,আপনার আমার কাছে যে শব্দটা একটা বিনোদনময়, হয়ত অন্ন কারো কাছে এইটা অনেক কষ্ট কর,,আমাদের ছোট ছোট,আনন্দ গুলা হয়ত কারো জীবন কেরে নিতে পারে
খুব সুন্দর একটি শিক্ষামুলক নাটক এবং শিক্ষনীয় দৃষ্টান্ত দেখা গেল নাটকটির মধ্যে। চঞ্চল চৌধুরীর নাটক আমার খুবই ভালো লাগে। ভারতের পশ্চিমবঙ্গ শিলিগুড়ি থেকে প্রায়ই এই ধরনের নাটকগুলো দেখে থাকি। খুব ভালো পরিবেশন। 👌
কাহিনী চিত্রটি বাস্তব ভিত্তিক ।এই রকম ঘটনা আমার পরচিত । বৃন্দাবন মহাশয়ের রচনা সব সময় বাস্তব । তিনি বাংলা সাহিত্য -এর অসাধারন প্রতিভা । চঞ্চলবাবুর অভিনয় অনবদ্য । ভারতের দর্শকদের মন জয় করে এই রকম উচ্চ মানের নাটকে । সবাইকে ধন্যবাদ ।
Many thanks
Egjnvxzzhhhvcxl?bbvvv w
J
4 বছর পর দেখতেছি।
আমারদে গায়ে এরোকম পাগল ছিল বগা বলে খেপে জেতো
অশিক্ষার শেষ কোথায়? তবুও এই নাটকটি, এই মূর্খ ও অবিবেচক,বর্বর ও তথাকথিত মানুষের মুখোশধারী প্রায় মানুষগুলোকে ভালোভাবে উলঙ্গ করতে পেরেছে। খুবই ভালো লেগেছে।
বৃন্দাবন দাসকে জাতীয় চলচিত্র পুরস্কার দেওয়া হোক।এটা আমার অন্তরের দাবি।
আমি ভারতের একটি নাগরিক আর আমি চঞ্চলের নাটক খুব দেখি কারণ বাংলার প্রকৃতি খুব ভালো লাগে।আর এই নাটক তা বোঝাই যে কাউকে রাগিয়ে আনন্দ উপভোগ করা কারোর জীবন নিতে পারে।তাই কাউকে রাগাবেন না ।
অসাধারণ একটি নাটক 💔💔 চঞ্চল চৌধুরী আর আ.খ.ম হাসান থাকলেই তো কোনো কথাই নাই।
গ্রাম্য জীবনের এত সুন্দর জলছবি বাংলাদেশের নাটক গুলিতে প্রকাশ পায়, বুক ভরে যায়, অসাধারণ। একবারে মাটি থেকে উঠে আসা জীবন্ত চরিত্রগুলো সীমাহীন রসতৃপ্তি দেয়। অসাধারণ শিল্পী তোমরা। কালের পটচিত্রে এগুলো অমর হয়ে থাকবে।
পশ্চিম বাংলা থেকে...... শুভঙ্কর
অসাধারন ৷ আমার বিশ্বাস এই নাটকটি দেখার পরে আমাদের সমাজে অনেক ভালো একটি শিক্ষা গ্রহন করবে ৷ যে শিক্ষা মানুষ কে সম্মান দিতে শিখাবে এবং বিবেক কে জাগ্রর্ত করবে ৷৷
ভালো বলেছেন । সমাজে এমন অনেক মানুষ আছে যারা দুর্বল ধরনের মানুষকে খুঁচিয়ে আনন্দ পায় ।
সুন্দর! সুন্দর!
Simply awesome
আমি আপনার সাথে একমত
ঠিক বলেছেন ❤️
চিরদিন এই নাটক টা আমার হৃদয়ে দাগ হয়ে থাকবে.. ভুলব না.. আর আমার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে এটা দেখার অনুরোধ করব.. আমার আর্কাইভে সেভ করা রইল.. লাভ ইউ চঞ্চল দা.. ❤কোনদিন বাংলাদেশে গেলে তোমার সাথে দেখা করে আসব.. তোমাকে ছুঁয়ে আসব..
তারিনের অভিনয় মন ছুঁয়ে গেছে, যেমন হওয়ার কথা ঠিক তেমনটাই, একটুও অতিরঞ্জন নেই। চঞ্চল চৌধুরীর কথা আলাদাভাবে বলা এখানে অবান্তর। বৃন্দাবন দাস এবং সাগর জাহান কে বিশেষভাবে ধন্যবাদ, আন্তরিক শুভকামনা।
Tariner ovinoye aro ektu unnoti korar jaiga chilo. Tobe tar ovinoy protivar bepare kono sondeho nei. se sera ovinetrider ekjon.
কি বলবো রে ভাই।বর্তমান গ্রামীন সমাজ নিয়ে আমার দেখা সবচেয়ে বড় শিক্ষামূলক নাটক এটা।অনেক অনেক ধন্যবাদ পরিচালক এবং বৃন্দাবন ভাইকে এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য।
প্রথমে খুব মজা পেলেও শেষের অংশে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলাম না।।
সত্যি অধারন শিক্ষনীয় একটা নাটক।বিশেষভাবে ধন্যবাদ জানাই তাকে,যিনি এই নাটকের গল্প লিখেছেন।ধন্যবাদ সবাইকে
আমি ভারতীয় আমি চঞ্চল স্যার এর ফ্যান আর বৃন্দাবন দাসের...এই নাটকটি দেখে সমাজের এমন মানুষদের ঠিক হওয়া উচিত শেখা উচিত
Hm
Aapni thik bolechen dada
@@AKDRAMA110 hmm dada
ট্যাক্সি করে ডাক্তারের কাছে যাচ্ছি।।উদ্বিগ্নতা কাটাতে নাটকটা দেখতে শুরু করি।।শুরুটাই আ খ ম হোসেন সাহেবের অনবদ্য হাস্য রস এ মনটা ডগমগ করছিল।।শেষটায় গলার কাছে কান্না দলা পাকিয়ে উঠছে,বুক চিনচিন করছে।।চঞ্চল স্যার,সত্যি আপনি অনবদ্য।।
আমি ইন্ডিয়াতে থাকি
কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা নাটক আমাকে খুব মনোরঞ্জন দেয়
নাটক গুলো দেখে খুব ভালো লাগে ।
@Īņđīç ßøý
এটা কোন ভদ্রলোকের ভাষা বা ব্যবহার??
আপনি কি সাকিন সারিসুরি নাটকটি দেখেছেন?
খুব ভালো লাগলো নাটক টা মানুষের দুর্বল তা নিয়ে কখনও মজা করতে নেই আমি এক জন ভারতীয় বাঙালি বলছি
গ্রামীন নাটক আমার খুবই ভাল লাগে,,,, তাছাড়া গুনী অভিনেতা,চঞ্চল দাদার নাটক অতুলনীয়
আসলে কি বলব এই নাটকটি সম্পর্কে বুঝে উঠতে পারতেছি না।
অসাধারন একটি শিক্ষনীয় গল্প দিয়ে নাটকটি সাজিয়েছেন আমাদের সবার প্রিয় বৃন্দাবন দাস আসলে এটি একটি অবিশ্বাস্য গল্প এবং নাটক।
নাটকে প্রত্যেকের অভিনয়ই এত সাবলীল এবং সুন্দর হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো না।
আসলে আমাদের গ্রামীণ সমাজে এমন হাজারো ঘটনা আছে যা এই নাটকেই বাস্তবিক রূপ ধারণ করেছে।
আমরা সাধারন নিরীহ মানুষদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে অনেকেই ভালোবাসি কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমাদের এই নিছক হাসি-ঠাট্টা অন্যের জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারে এমনকি তার জীবন ধ্বংসের কারণ হতে পারে।
তাই আমাদেরকে এমন বাজে অভ্যাস এবং অহেতুক কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত।
নাটকের সাথে সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে পরিচালক সাগর জাহান ভাই এবং আমার প্রাণ প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এবং আ খ ম হাসান ভাইকে।
তারিন এবং ছোট বাচ্চাটি অসাধারণ অভিনয় করেছে।
আর জামাল রাজা ভাই এর সম্পর্কে কি বলব তবে একটা বিষয় আশ্চর্য হয়ে গেলাম যে জামাল রাজা ভাইয়ের যে দুটি শার্ট পরে এই নাটকে অভিনয় করেছেন উক্ত দু'টি শার্ট পরে আমি অসংখ্য নাটকে অভিনয় করতে দেখেছি ব্যাপারটা বুঝতে পারলাম না।
তবে যাইহোক অসাধারণ অভিনয় করেছেন সবাইকে সবাইকে আবারো আন্তরিক অভিনন্দন।
সবাইকে অনুরোধ করবো যে ভারতীয় হিন্দি সিরিয়াল বাদ দিয়ে আমাদের বাঙালি সংস্কৃতির bangla natok উপভোগ করুন তাহলে অনেক শিক্ষনীয় বিষয় বুঝতে পারবেন এবং সামাজিকভাবে অনেক কুসংস্কার উঠে যাবে।
ভাই, খুব ভালো লিখেছেন। মনে হলো আমার মনের কথা গুলো আপনার লেখার মাধ্যমেই ফুটে উঠেছে...
ব্রাভো...😌👏👏
ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন
very nice
অসাধারন! 💜
আমি নাটক দেখে মুগ্ধ হলাম। যদিও আমি ভারতীয় তবুও বৃন্দাবন দাস এর প্রতি আমার অফুরন্ত ভালবাসা রইল।
Aziz Biswas এ নাটকে বাংলা কালচার গুলা নিয়ে আসছে বিন্দা বন দাশ আমাদের বাংলাদেশের অহংকার
riyez
একজন শিল্পীর কোনো জাত হয় না,....
কোনো দেশ হয় না,
সে য়ে কাজ করে সেটা সবার জন্য করে ....
Drisser por drisso gulo jevabe rochona koreche setao darun sristisilotar porichoy, sudhu kahini noy.
Like it you.😍🤗👌
একজন সরল মানুষ কে যখন একই কথা বারবার বলা হয়।
তখন তার মস্তিষ্ক স্বাভাবিক থাকে
অতঃপর সে আপনা থেকে রেগে যায়
এতে মানুষ মজা পায় তাকে নিয়ে
ঠাট্টা করে এটা অবশ্যই সমাজের অসংগতি!!
এটা নাটক না, এটা একটা জীবনের বাস্তব কাহিনী,
হাজারও সালাম এরকম একটা শিক্ষা মুলক এ যারা যারা অভিনয় করেছেন এবং লেখকে
নাটকটি দেখে নিজেদের খুব অপরাধী মনে হলো.. আমাদের গ্রামের একটি লোক বিয়ে না করে জীবন কাটিয়ে দিয়াছে তাকে সবাই বট গাছ বলে খুব রাগাতো কিন্তু দুংখের বিষয় সে লোকটি এখন আর জীবিত নাই নাটকটা দেখে এই লোকটার কথা মনে পড়ে গেলো .. ধন্যবাদ বৃন্দাবন দাস এন্ড ধন্যবাদ বাংলাভিষন
সত্যি কারের নাটক
এরকম তার সাথে করার কারণ কি ছিল। 😭😭😭😭
😊ূিপপপ
এই নাটকে সুন্দর অভিনয় করেছেন তারিন ।।।
I am from India. I see these dramas, Chanchal Chowdhury is a great actor. Love from India..
আমি ভারতের পশ্চিমবঙ্গের মেয়ে। কিছুদিন হলো চঞ্চল চৌধুরী র নাটক গুলি দেখছি। ভীষন ভালো লাগছে। অসাধারণ অভিনয়। আফশোস হয়,এত সুন্দর গল্প,এত সুন্দর অভিনয় ওএত সাধারণ মেকআপ আমাদের পশ্চিমবঙ্গে হয় না।
পশ্চিমবঙ্গে জঘন্য উৎকট মেকআপ,আর অতি জঘন্য গল্প দিয়ে ছিরিয়াল তৈরি করে।আর বোধহীন মানুষ গুলো তা দেখে।
tomar jukti akdom r8...
Hi
একেবারে ন্যাচারাল Acting, আমাদের ভারতবর্ষের থেকে অনেক উন্নত মানের নাটক। বৃন্দাবন বাবুকে ধন্যবাদ। Lockdown চলছে সর্বত্র, ঘরে বসে আজ ০৭/০৫/২০ বৃস্পতিবার বক দেখিছে ও নাটক টি উপভোগ করলাম 👌👌👌👌
বিন্দাবন দাশ আছে বলেই,
আমরা এ রকম বাস্তব জীবনের কাহিনী সমন্ধে ধারনা পাচ্ছি, আমরা এ নাটক আরো দেখতে চাই✌✌👌👌😍
RB Niloy সুন্দর নাটক 0097337278585imo
বিন্দাবন দাশ বানান টা আপনি ভুল করেছেন বানান টা হবে বৃন্দাবন দাস
Hi
Ak dom thik
Nowrin Samiha taina
অসাধারণ!!!! চঞ্চল চৌধুরী ভাই বাংলাদেশের অভিনয় সম্পর্কে আপনি আমার ধ্যানধারণা আমূল বদলে দিলেন। দুই বাংলার মাঝের কাঁটাতারের বেড়াটা আপনি ভেঙে চুরমার করে দিলেন। ধন্যবাদ আপনাকে।🙏🏻🙏🏻🙏🏻
শেষ মুহূর্তে এসে হাসি গুলা কেন জানি হটাৎ করে থমকে গেলো বিস্ময়কর ভাবে চোখের দুই কানি দিয়ে আবেগের মধ্যে দু ফোটা জল পড়লো আমার বুকের শার্ট এর উপর.মৌল মানবিক কে আঁকড়ে করে সারা শরীর সুওরে উঠলো। ..ধন্যবাদ বৃন্দাবন দাদা আর ধন্যবাদ জানায় ক্যামেরা সামনে ও পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি
অসাধারন,,বাংলাদেশে বাংলা ভাষার অগ্ৰগতি সত্যিই প্রশংসনীয়।নাটক রচনায় বাংলাদেশের পারদর্শীতা স্বীকার করতেই হয়।ক ই পশ্চিমবঙ্গে তো এমন সুন্দর নাটক দেখতে পাই না।এগিয়ে যাও তুমি বাংলাদেশ...
2020তে কারা দেখেছো👍
Onk sondor akta natokk....entertain ,emotion sob cilo .. Ai shooting tar place ta chena chena lagce... maybe,bilashsora ,gazipur 🙂🙂🙂🙂...
সব মিলিয়ে অসাধারন একটা নাটক😃😆😍👏👌👍💜
সমাজে অনেকেই আছে,,যারা মানুষের নাম পরিবর্তন করে মজা নেয়,,,যা কিনা কবিরা গুনা। আর এধরনের কাজের পরিনাম কি হতে পারে,, তাদের জন্যে এ নাটকটা....।
বরাবরের মতো লক্ষ কোটি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বৃন্দাবন বন দাস সহ নাটকের সমস্ত কলাকুশলীবৃন্দদের...💯💯💯🇧🇩🇧🇩🇧🇩
নাটক তো এমনি যেগুলো আমাদের জীবনের কথা বলে। ধন্যবাদ প্রিয় মুখগুলো।
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ নাটক🥰😍💞💓💗💕❣️🤗
ধন্যবাদ এই নাটকের সাথে জড়িত সকলকে। খুব সুন্দর শিক্ষামূলক নাটক
অসম্ভব ভালো একটি নাটক দেখলাম। অভিনয়, নির্দেশনা, আবহসংগীত, গল্প সবই খুবই উন্নত মানের। একজন ভারতীয় হয়ে বলতে পারি, এইরকম নাটক এখন আর এখানে তৈরি হয় না। শুধু বস্তাপচা সিরিয়াল তৈরি হয় এখানে।
ভালবাসা রইল দাদা
সিরিয়াল বাংলাদেশেও হয়... তবে আপমাদের মতো বস্তাপঁচা না। সত্য স্বীকার করার জন্যে ধন্যবাদ। হাড়কিপটে সিরিয়ালটা দেখতে পারেন...বৃন্দাবন দাসের।
অনেকদিন পর চোখ দিয়ে জল বের হলো। ধন্যবাদ বৃন্দাবন দাস,সাগর জাহান, চঞ্চল চৌধুরী।
Same here
@@munmunshill2235 ভুলেই গিয়েছিলাম নাটক টা,আজ আবার মনে পড়লো আপনার কল্যানে।
সত্যিই নিজেদের অপরাধী মনে হয়, এ এক সামাজিক ব্যাধি। হৃদয় বিদারক।
ধন্যবাদ🙏💕 বৃন্দাবন বাবু।
আমাদের গ্রামে একজন মহিলা ছিল যাকে 'ছবি' বলে ডাকলে খেপে যেত।আমরা ছোট বেলায় না বুঝে তাকে অনেক ক্ষেপাতাম কিন্তু একটু বুঝার পর তাকে আর বলিনি।সম্পর্কে সে আমার নানী হতো এবং অনেক ভালবাসতো। আমি পড়াশোনার সুবাদে থাকতাম(এখনো থাকি)।যখন বাড়ি যেতাম সে আমাকে কি যে আদর করতো ( এত বড় হওয়ার পরেও)।দুঃখের বিষয় সে আর পৃথিবীতে নাই।আসলেই মানুষকে এভাবে খেপানো ঠিক না।সবাই কে এব্যাপারে সতর্ক হওয়া উচিৎ।
You are Right
You are right
অসম্ভব সুন্দর একটা নাটক,, সবার অভিনয় দেখে বুঝাটাই মুসকিল যে এটা একটা নাটক মাত্র,, সব কিচুই যেনো সত্যের মতো,, অসাধারন অপুর্ব,,
সত্যি মনে হয় যেন বাস্তব ঘটনাটা দেখছি ।
আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে যারা নিজেকে আনন্দ পাবার জন্য অন্যকে যা কিছু বলে যাচ্ছে আসলে কি ঠিক এগুলা মানুষ যত বড় শিক্ষিত হোক না কেন বিবেক না থাকলে মূল্যহীন
This is not a drama. It's a real tale of life. Please, don't disturb to anyone as this man. Thanks Vrindaban Das. Thanks all of those actors and actresses who act in this drama.
তোমার জন্য যেটা আনন্দ হয়তো সেটা আমাদের জন্য মৃত্যুর কারন
অসাধারন ছিল
সত্যি অসাধারণ আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল অজান্তেই, সত্যি মানুষ কে এমন ভাবে খাপানো উচিত নয়
নাটক টি শেষ পর্যন্ত দেখলাম চোখের পানি ধরে রাখতে পারলাম না 😭 অসাধারণ অভিনয়
সত্যি এক অসাধারণ বার্তা।মন ছুয়ে গেল।
বৃন্দাবন দাসের নাটক মানেই বিশেষ কোনো বার্তা । আমি মুগ্ধ হলাম আপনার এই অনবদ্য সৃষ্টি তে
আমাদের সমাজে এখনো অনেকেই আছে যারা অন্যকে নিয়ে হাসি ঠাট্টা করে,যা একেবারেই ঠিক নয়।নাটকটা অনেক ভাল লাগল
Thik bolechen dada
ছোটবেলায় একটা রোগের জন্য যখন লক্ষণ প্রকাশ পেত তখন সবাই আমাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলত।এমনকি আমার প্রাথমিক বিদ্যালয়ের বন্ধু,সম্মানিত শিক্ষকরাও।তখনের সেই অনুভূতিটা কাউকে বোঝানো যায় না।আজ আমি সম্পূর্ণ সুস্থ। নাটকটি দেখে সেই ছোটোবেলার আমিকেই মনে পড়ে গেল।
অনেক সুন্দর লাগলো নাটক টা। বাংলাদেশের নাটক গুলো অনেক ভালো লাগে আমার আমি ইন্ডিয়া থেকে। আসিক+তুহিনা💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
tuhinar call number ta bobe?
বন্ধুদের সাথে শেয়ার করবেন
তোমাদের জন্য যা খেলা আমাদের জন্য তা জীবন মরন সমশ্যা। কথাটা খুব ---------
Asikul Kupila আমি ঢাকা থেকে দেখছি
Asikul Kupila দুই বাংলা
I am from INDIA..
Presentation 🔥🔥..
খুব খুব খুব সুন্দর একটি নাটক।।
Hats off to Mr. Brindaban Das & Mr. Chanchal Chowdhury. This Master piece is very close to practical happenings. This type of incidents happen off & on in Kolkata.
,😑
দারুণ নাটক। কৌতুকের মিশেলে একটা গুরুত্বপূর্ণ শিক্ষার বার্তা আছে এই নাটকে। দীর্ঘ দিনের মানসিক অত্যাচার ভুক্তভোগী মানুষের জীবনে কত বড় বিপর্যয় নিয়ে আসতে পারে তাই দেখানো হল। দারুণ!
সত্যিই, অসম্বব সুন্দর একটা নাটক,, কাহীনি টা অনেক ভাল লাগলো,,লেখক কে জানাই হাজার সালাম,,,,
সবার ক্ষণিকের আনন্দ কিভাবে জীবন মারণ হয়ে ওঠে তার এক বাস্তব প্রমাণ ।
অসাধারণ খুবই ভালো লাগলো।
চঞ্চল চৌধুরী আমার একজন প্রিয় অভিনেতা।
আমাদের ছোট ছোট দুষ্টুমি গুল অনেকের মৃত্যুর কারন হতে পারে।
শিক্ষণীয় নাটক।
নাটকটা খুব সুন্দর হয়েছে এটা একটা সচেতন হবার জন্য খুব দারুন হয়েছে চোখের পানি ধরে রাখতে পারি নাই ধন্যবাদ বৃন্দাবন দাস
শীতকালীন গ্রাম বাংলার এই অপূর্ব উপস্থাপন এবং সামাজিক বার্তা অসাধারণ। শুধুমাত্র বাংলাদেশের নাটকের মধ্যে এই দৃশ্য দেখা যায়।
Bangla jokhon bhag hoyecilo creamta purbobanglay theke gace
প্রথমে খুব ভালো লাগলো, শেষে খুব কষ্টের।এ কথায় অসাধারণ 👍👍👍👍❤❤❤❤
beautiful !!! Love It... One things Can Say Need this type of drama.. lot.. Thanks A Millions
আখম হাসান থাকায় দেখতে আসলাম নাটকটা। সাথে আবার চঞ্চল চৌধুরী ভালো তো লাগবেই। তারিন সহ সবার অভিনয় দারুণ হয়েছে। শিক্ষা মূলক গ্ৰামের নাটক বলে কথা। অসাধারণ লাগলো ধন্যবাদ সবাইকে।
বৃন্দাবন দাস আর চঞ্চল চৌধুরী....... দুজনই বাংলা ও বাঙালির গর্ব.... আমরা গর্বিত ওনাদের পেয়ে
Bangali hindudar nijer lok Mane karun amra bangaladesi natak dekhi alada mone korina
Lots of love and respect to Mr. Das and all of you..... Kolkata
ধন্যবাদ বাংলাভিশন কে এরকম একটি নাটক উপহার দেয়ার জন্য জন্য নাটকটা দেখে অনেক কিছু শিখলাম এবং বুঝলাম
রাত এখন ১:৩৫ 🌘 নাটক টা দেখে যেনো মুখের ভাষা হারিয়ে ফেললাম 🌚 আজ যদি বাংলা ভাষা না জানতাম তো মনে হয় জন্ম টা বৃথা হত । 🙂বাংলা ভাষার রস টা যে কত মধুর , সেই বুঝবে যে মন থেকে ভালোবাসতে জানে । 🥰সত্যিই অসাধারণ ❤
বড়ই কষ্টকর বুলিং যে কত খারাপ হতে পারে তা এই নাটকটিতে নির্মমভাবে বুঝিয়ে দিয়েছে।😢😢😢😢😢
খুব ভালো একটা নাটক পরিবেশের জন্য...👍👍
Wow..Very Nice Theme as well as Direction 🙏🏻🙏🏻🙏🏻
Want to see more dramas with such realistic & strong storyline.Tareen looks pretty even in ordinary get up 😍
প্রিয় নাট্যকার আপনার প্রতিটি লিখাতেই আনন্দের সাথে শিক্ষনীয় দিক ও থাকে। আপনার জন্য শুভকামনা, আপনার কাছ থেকে আমরা জীবন ভিত্তিক এমন আরো অনেক নাটক উপহার পেতে চাই। আপনার জন্য ভালোবাসা 💕💕
what an expression of A K M HASAN....and Chanchal chowdhory, what what what a marvelous actor....
আমরা আনন্দ করতে গিয়ে কত জীবন কে কষ্ট দিয়েফেলি তার হিসাব রাখিনা কেন ?
আমি আপনার সাথে একমত
Bok dekhecho😂😂😂😂
অবাস্তব হলেও এইটা যে সত্যি আমাদের সমাজে এই রকম অনেক হয়ে থাকে,,,আপনার আমার কাছে যে শব্দটা একটা বিনোদনময়, হয়ত অন্ন কারো কাছে এইটা অনেক কষ্ট কর,,আমাদের ছোট ছোট,আনন্দ গুলা হয়ত কারো জীবন কেরে নিতে পারে
Guioop
অসাধারন নাটক। এটা সত্যি, পৃথিবীতে সবকিছু সমান সমান ঘটে,, একজন একটা বিষয় নিয়ে যে পরিমাণ হাসবে,মজা পাবে আর একজন ঠিক ঐ পরিমাণই কষ্ট পাবে......!! ¡!!
চঞ্চল এর এক্টিং তো পাটা পাটি ভাল লাগলো দেখে 👍👍👍🌹🌹
Tumi khoob sexy laago tomar phone number debe ki ammake 💘❤⚘🌷🌹
hussain jhorna ফাটা ফাটি হবে পাটা পাটি না
Hi
যে কোনো নাটকের গল্প ও অভিনয় দুটোই ভালো হওয়া প্রয়োজন এই নাটকটি দুটোর মেলবন্ধন। সত্যিই খুব সুন্দর,নাটকটি দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ
সত্যি অসাধরন নাটক,দেখতে অনেক ভালো লাগছে।
পরিচালকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর শিক্ষনীয় নাটক উপহার দেওেয়ার জন্য
সবচেয়ে ভালো লাগলো গ্রামের দৃর্শ
আমি ভারতীয়, চঞ্চল চৌধুরীর অভিনয় খুবই ভালো লাগে
কেন ভাই আপনাদের ইন্ডিয়ান সিরিয়াল ভালো লাগে না
@@anupamdas5098 এই বোকাচোদা তোর কি আমরা কি দেখবো না দেখবো ।
তুমি ভারতীয় এটা বলার কী হইলো ভাই? ভারতীয় বলে কি চঞ্চল চৌধুরী এর অভিনয় ভালো লাগতে পারে না ? 🙄🙄
,তুমি ভারতীয় তাতে বাল ছেড়া
এক নাটক দেখে নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করছো।
Hi
গল্পটা দারুন ছিল দাদা।।ভালো লেগেছে।।।
Script, design, procurement & construction is just stunning...... !
অনেক অনেক ধন্যবাদ,,,, প্রিয় সাগর জাহান ভাই।
কমেন্ট না করে থাকতে পারিনি
যেমন অভিনয় ,তেমন নাটকের কাহিনী 👌
শুরুতে খিলখিল করে হাসলেও শেষে ঝরঝর করে চোখে জল বেরিয়ে গেল 😟
সত্যি অসাধারণ
সত্যি অসাধারণ নাটক, নাটকটি দেখে নিজের অজান্তে চোখ দিয়ে পানি চলে এসেছে
খুবই সুন্দর একটি নাটক উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। লেখক অভিনেতা অভিনেত্রী সবাইকে ধন্যবাদ।
সাগর জাহার ভাই এর নাটক
সব সময় ভালো হয়।
গল্পটা অসাধারণ হয়ছে 💜💔💘
এই ছোট্ট একটা কথা দিয়ে কি করে মানুষের আবেগ ধ্বংস করা যায় সেটাই এই নাটকের মাধ্যমে দেখতে পেলাম।।।
অসংখ্য ধন্যবাদ জানাই,।।।
baptu gope frm India
এক কথায় অসাধারণ একটা নাটক । বৃন্দাবন দাসের নাটক গুলো অনেক সুন্দর ।
নাটকের শেষে চোখের জল আটকাতে পারলাম না ।হৃদয়স্পর্শী ।
ধন্যবাদ বাংলা ভিশন কে এত সুন্দর একটা নাটক আপলোড দেওয়ার জন্য।
Thanks
শিক্ষনিয় নাটক করার জন্য
Khub sundor ...ay golpo ta theke onek kichu sekhar ache .....sotti khub sundor....
A very simple matter, but has deep effect on others life. Never seen such a story, so ordinary but able to shake our heart and soul!
খুব সুন্দর একটি শিক্ষামুলক নাটক এবং শিক্ষনীয় দৃষ্টান্ত দেখা গেল নাটকটির মধ্যে। চঞ্চল চৌধুরীর নাটক আমার খুবই ভালো লাগে। ভারতের পশ্চিমবঙ্গ শিলিগুড়ি থেকে প্রায়ই এই ধরনের নাটকগুলো দেখে থাকি। খুব ভালো পরিবেশন। 👌
emotional drama but it is a remarkable drama ... thanks bindabon das...
অসাধারণ নাটক।
আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার সম্পূর্ণ রুপ তুলে ধরেছে ।
আমাদের সমাজে এখন কিছু মানুষ আছে যারা অন্যের দুর্বল বিষয় নিয়ে উপহাস করে কিন্তু তারা বুঝে না এটা কতটুকু কষ্টের।
বৃন্দাবন দাসের নাটক মানেই ,অন্তর ছুঁয়ে যাওয়া ।
কি বলব ভাষা নেই, ছোটবেলায় এক বড়বাপকে দেখতাম এরকম পাখি ধরত। বৃন্দাবন দাস💙