আমি একজন কলেজ ছাত্র,কলেজের ফাস্ট ইয়ারে একটি প্রেমের জড়িয়ে ছিলাম,তারপর থেকে নামাজ মিস করতাম,সাড়া দিন ঔই মেয়েটাকে নিয়ে ভাবতাম,পড়াশোনায় ও মন বসতো না।নিজেকে হারিয়ে ফেলেছিলাম,গান শুনতাম,, কত যে ফেতনায় জড়িয়ে ছিলাম।আস্তাগফিরুল্লাহ,,একদিন নিকটের একজন সিনিয়র ভাই (সিনিয়র ভাই নামাজ পড়তো এবং ধার্মিক ছিল)আমাকে জিঙ্গেস করলো,কি তুমি প্রেম টেম করো না কি,আমি আস্তে বললাম জ্বি ভাই,,আলহামদুলিল্লাহ ওই সত্য কথা বলাটাই আমার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে।ভাই আমাকে অনেক ভাবে বুঝালো,, দুই দিনের দুনিয়ায় এই পাপের মাঝে ডুবে লাভ কি,একদিন তো চলে যেতেই হবে আরো অনেক কথা।তারপর বাসায় এসে অনেক কান্না করলাম😭😭আমি এতদিন আল্লাহর হেদায়েত থাকি,আল্লাহর এক পাপী বান্দা হয়েছিলাম।জানিনা মহান আল্লাহ তায়ালা আমাকে ক্ষমা করছে কি না।তারপর থেকে আর ওই মেয়ের সাথে কথা বলি না,নিজের উপরেই ঘেন্না হয় আগের দিন গুলোর কথা চিন্তা করলে। আজ প্রায় ৫ মাস হয়ে গেছে,,আমি হারাম রিলেশন থেকে মুক্তি পেয়েছি।আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য বাকিটা জীবন আল্লাহর গোলামি করে কাটিয়ে দিতে পারি। আমিন---এটাই আমার ফিরে আসার গল্প🥀
আলহামদুলিল্লাহ অনেক আগেই নিজেকে পরিবর্তন করেছি নিজের আবেগ,মোহকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।এখন আমল,ঈমান,দ্বীন নিয়ে থাকি এবং নিজেকে শুধুমাত্র নিজের মাহরাম এর জন্য রেখেছি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ফলাফল দান করবেন।সবাই দোয়া করবেন এই ছোট্ট বোনটার জন্য। জাঝাকিল্লাহ খাইরন ফিদ্দুনিয়া।
১. নারী বা পুরুষ/ প্রেম ভালোবাসা ২. দ্বীনী আলোচনা/ইলম অর্জনের মধ্যে থাকা ৩. অহংকার বা দাম্ভিকতা ৪. দোয়ার/ইস্তিগফারের অভাব ৫. সর্বাত্মক দ্বীনকে সংরক্ষণ করা
এই জামানায় ঈমান নিয়ে টিকে থাকা কঠিন। আমিও আগে অনেক প্রাকটিসিং মুসলিম ছিলাম। কিন্তু এই ফিতনায় ধোকায় পড়ে আজ আমি দ্বীনের পথ থেকে ঝরে পরলাম। আল্লাহ তুমি আমাকে দ্বীনের পথে চলতে সাহায্য করো। 😔
মনে হচ্ছে কথা গুলো আমাকে বলছে!কারণ সব কথা গুলো আমার লাইফের সাথে মিলে যাচ্ছে এক সময় নামাজে এত মনোযোগী ছিল নামাজে যখন দাঁড়াইতাম তখন মনে হয়তো নামাজ যেন শেষ না হয়!অনেক সাদ পাইতাম নামজে কান্না আসতো হৃদয় শীতল হতো, এই নারী ফেতনা আমাকে অনেক দুরে সরে দিছে প্রতি বৃহস্পতিবার রোজা রাখতাম তাহাজ্জুদ নামাজ পড়তাম। ইনশাআল্লাহ আবার ফিরে আসব আল্লাহ যদি দয়া করে আমাকে হেদায়েত করেন।
এমন একটা সময়ে ভিডিওটা পেলাম। যখন নিজের ঈমান নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। ❤️আল্লাহ ❤️সর্বশক্তিমান। আল্লাহর কাছে জবাব চেয়েছিলাম (আল্লাহু আকবর) আল্লাহ হয়তো আপনাকে অসিলাদার বানালেন আমার প্রশ্নের উত্তরের।
Assalamualaikum. Bhaia ami sothik pothe cholte chai kinto ami kono vabei parsi na..ami amr family din teke onek dure ..akn ami ki krbo kivabe allahr hadayat pabo .kivabe din er pothe asbo ..amk jodi aktu bolten ..plzzzzzz
@@shahajadizasmen5310 walaikumsalam warahmatullahi wabarakatuh ....bhun hidayat pawar ektai mul nium seta holo mon theke tawba...zai_namaz e bose kanna kore kore nijer sob gunh er jnno allahr kace koma ceye nin r allahr ke wada korun je r apni gunh korben na r allahr dewa sob nium tik moto palon koren... inshaallah allahr hidayat diben..
আল হামদুলিল্লাহ। কথা গুলো খুবই বাস্তব তুলে ধরেছেন। আল্লাহ শাইখে উত্তম বদলা দিন । শাইখের সাথে আমি যোগা-যোগ নম্বর পেতে চায় ! নম্বর দিয়ে উপকৃত করবেন জাযাক-আল্লাহু খাইরান ।
আলহামদুলিল্লাহ! (সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ্ সুবহানাল্লাহ তায়ালার) এই ভিডিওটা তখন আমার সামনে পড়লো, যখন আমি ধীরে ধীরে আল্লাহ্ সুবহানাল্লাহ তায়ালা সহজ সরল (উত্তম পথ) হতে ছিটকে পড়ে যাচ্ছি। [ হয়তো এটা আমার রবের পক্ষ হতে আমার জন্য দ্বীনের পথে পুনরায় পুরোপুরি ভাবে ফিরে আসার জন্য] জাজাকাল্লাহ খাইরান ভাই!❤️
Assalamualaikum warahmatullahi wabarakatuh. আপনার কথা গুলোর মাধ্যমে বেশ উপকৃত হলাম।দোয়া করবেন প্রিয় যাতে গোমরাহির পথ থেকে বেঁচে থাকতে পারি এবং হেদায়েত এর পথে অটল থাকতে পারি।جزاك الله
হে যুবক তোমার জীবনসঙ্গি কে হবে তা তোমার প্রতিপালক তোমার তাকদিরে লিখে দিয়েছে। সুতরাং যদি তোমার তাকদিরের প্রতি বিশ্বাস থাকে তবে তুমি কখনো মেয়ের পিছনে ঘুরবে না। আল্লাহ আমাদের দ্বীনের ওপর আমৃত্যু অটল থাকার তৌফিক দিন। আমিন।
Ami hedayat theke chute gesi matro 4 din holo Alhamdulillah Ajke Allah tayala amake ei video dekhiye Abar nijer ager obosthan diben in sha Allah dua korben .hujur ke mon theke dua ,amar life e prothom ajke ei hujur ke Allah dekhalen
এই ভিডিও এর মাধ্যমেই আমার সম্পূর্ণ দ্বীন এ ফেরা কিন্তু জেনারেল এ পড়াশুনা করি যে 🙂 দ্বীন এর পথে টিকে থাকা অনেক কঠিন 😭 রিলেশন এ ছিলাম বাদ দিয়ে দিয়েছি ❤️ ALHAMDULLIAH.. আমার জন্য দোয়া করবেন।।
আপনার পুরা ভিডিওটা আমি দেখলাম। খুব মনোযোগ দিয়ে শুনলাম আলহামদুলিল্লাহ। আপনার প্রতিটা কথা অনেক মূল্যবান একটা মানুষ পরিবর্তন হইতে আপনার কথাগুলো শুনলেই তা যথেষ্ট ও মেনে চললে । জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ আমাকেও আপনাকে হেদায়েত করুক আমিন। আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ
কষ্ট যদি নেয়ামতই না হয়, তবে কষ্ট কেনো আল্লাহকে স্মরণ করাই!
'নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।' [সূরা ইনশিরাহ: ০৫]
আমি একজন কলেজ ছাত্র,কলেজের ফাস্ট ইয়ারে একটি প্রেমের জড়িয়ে ছিলাম,তারপর থেকে নামাজ মিস করতাম,সাড়া দিন ঔই মেয়েটাকে নিয়ে ভাবতাম,পড়াশোনায় ও মন বসতো না।নিজেকে হারিয়ে ফেলেছিলাম,গান শুনতাম,, কত যে ফেতনায় জড়িয়ে ছিলাম।আস্তাগফিরুল্লাহ,,একদিন নিকটের একজন সিনিয়র ভাই (সিনিয়র ভাই নামাজ পড়তো এবং ধার্মিক ছিল)আমাকে জিঙ্গেস করলো,কি তুমি প্রেম টেম করো না কি,আমি আস্তে বললাম জ্বি ভাই,,আলহামদুলিল্লাহ ওই সত্য কথা বলাটাই আমার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে।ভাই আমাকে অনেক ভাবে বুঝালো,, দুই দিনের দুনিয়ায় এই পাপের মাঝে ডুবে লাভ কি,একদিন তো চলে যেতেই হবে আরো অনেক কথা।তারপর বাসায় এসে অনেক কান্না করলাম😭😭আমি এতদিন আল্লাহর হেদায়েত থাকি,আল্লাহর এক পাপী বান্দা হয়েছিলাম।জানিনা মহান আল্লাহ তায়ালা আমাকে ক্ষমা করছে কি না।তারপর থেকে আর ওই মেয়ের সাথে কথা বলি না,নিজের উপরেই ঘেন্না হয় আগের দিন গুলোর কথা চিন্তা করলে। আজ প্রায় ৫ মাস হয়ে গেছে,,আমি হারাম রিলেশন থেকে মুক্তি পেয়েছি।আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য বাকিটা জীবন আল্লাহর গোলামি করে কাটিয়ে দিতে পারি। আমিন---এটাই আমার ফিরে আসার গল্প🥀
আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ।
MashaAllah Vai..Dua kori apner jonno
আমিন আল্লাহ আপনাকে এবং আমাদের সবাইকে দিন বুঝার এবং আমলের তৌফিক দান করুন আমিন 🇸🇦🇸🇦🇧🇩
ইনশাআল্লাহ পারবেন.. আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না
Ami relation kori na but tobuo eisob tekeh dureh asi ☺️
এরকম একটা মোটিভেটের শুন্যতা অনুভব করতেছিলাম।
জাজাকাল্লাহ খাইরান।
💚💚💚💚
Assalamu alaikum wa Rahmatullahi wa barakatuh
ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারকে শুনতে পারেন আশা করি ভাল কিছু পাবেন
আলহামদুলিল্লাহ এই মোটিভেটের শুন্যতা খুবই অনুভব করছিলাম।
🥰🥀
এই ধরনের কমেন্ট, নেক ছুরুতে ধোকা🙄
যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়❤️❤️
Right vai❤❤
এই পরিক্ষায় আমরা প্রতিনিয়ত হেরে যাচ্ছি 😔😔😔
হেদায়েত পেয়েও আগলে রাখতে পাচ্ছি না🥺
আল্লাহ আমাদের নফসকে দুর্বল করে দিন,আামাদের ঈমানকে মজবুত করে দিন আমিন
Same vai 🥲
Same
Same
একই অবস্থায় আমি আছি😢
সেম ভাইয়া
নিজেকে পরিবর্তনের জন্য একটা ধাক্কা খুবই প্রয়োজন ছিল।আজ আপনার কথাগুলো শুনে সেই ধাক্কা অনুভব করছি।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার আপনাকে কবুল করুন ভাই❤️❤️
আলহামদুলিল্লাহ অনেক আগেই নিজেকে পরিবর্তন করেছি নিজের আবেগ,মোহকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।এখন আমল,ঈমান,দ্বীন নিয়ে থাকি এবং নিজেকে শুধুমাত্র নিজের মাহরাম এর জন্য রেখেছি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ফলাফল দান করবেন।সবাই দোয়া করবেন এই ছোট্ট বোনটার জন্য। জাঝাকিল্লাহ খাইরন ফিদ্দুনিয়া।
আলহামদুলিল্লাহ
১. নারী বা পুরুষ/ প্রেম ভালোবাসা
২. দ্বীনী আলোচনা/ইলম অর্জনের মধ্যে থাকা
৩. অহংকার বা দাম্ভিকতা
৪. দোয়ার/ইস্তিগফারের অভাব
৫. সর্বাত্মক দ্বীনকে সংরক্ষণ করা
جزاك الله خيرا
জাযাকাল্লাহ
জাযাকাল্লাহ খাইরান
❤
হেদায়েত পাওয়া পর ঝরে যাওয়াদে মধ্যে আমিও একজন দোয়া করবেন সবাই আমার জন্য
যদি ব্যার্থ হও সিজদায় পড়ে যাও,সফলতার পথ আল্লাহ্ দেখাবেন ইনশাআল্লাহ! ❤️
💯💓
সত্যিই কি দেখাবে?
ইনশাআল্লাহ,
ইনশাআল্লাহ
@@xmanallrounder insha Allah
কো এডুকেশনে খুব ফেতনায় আছি নিকাব পড়েও,নজরের হেফাজত অনেক টাফ।অনেক তাক্বওয়া এচিভ করে চলতে প্রেক্টিস করতে হয়। আলহামদুলিল্লাহ
Alhamdulillah tar jonne clg chere diyeci.
মহান আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন
আল্লাহ আপনার পথ চলা সহজ করে দিক
@@mariyamislam8707 it's no good and encouraging. Illiteracy leads to living in dark.
@@afrinsakira5405 amio
আমি আগের মত হতে চাই। ৫ ওয়াক্ত নামায জামাতের সাথে, তাহাজ্জুদ, সকালে কুরআন তেলোয়াত, সারাদিন জিকর করতাম। কি যে শান্তি ছিল মনে। (বয়স ৩২)
নারীর ফিতনায় পড়ে আজ আমি ঈমান হারা! 😓
কত প্র্যাক্টিসিং ছিলাম আজ আমি নামাজ ই পড়ি মনের বিরুদ্ধ্যে ! নফল সুন্নাহ এর হিসেব অজানা। ভাইয়েরা আপনাদের এই ধ্বংস কামী ভাইয়ের ঈমান ফিরে পাওয়ার জন্য দোয়া করবেন😔
আল্লাহ আল্লাহ আল্লাহ আজ্জাওয়াজাল আপনাকে রহমতের চাঁদরে জড়িয়ে নিন। আল্লাহুম্মা আমিন
Vai Allahor kache beshi beshi istegfer korena
ভাই আমিও সেইম😞 আমার জন্য সবাই দোয়া করবেন ভাই। নিজের মধ্যে কোনো শান্তি নাই এখন। আল্লাহ যেনো আমাকে হেফাজত করেন😞🤲
Amar jonno doya koiren apnara 😭
touba poren r namaz pore allah kache maf chan
১ বছর হয়েছে বিয়ে করেছি, আলহামদুলিল্লাহ, এতো সুন্দর আল্লাহ আমার জীবন টাকে সাজিয়ে দিয়েছেন, যেটা আগে হারামে ছিলনা,
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
Allhamdullilha🥰💞🤲
Mashaallah
@@NasirUddin-dk8vjaqqw😂 we q
খুব প্রয়োজন ছিলো এমন একটি লেকচার শোনার। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।❤️❤️❤️
কথাগুলি আমার জন্য অনেক দরকার ছিলো।
আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো কেয়ামত অবধি চির সত্য হয়ে ই থাকবে,,আর কথাগুলোর মাঝখানে কোনো ফাক ছিল না একজন আল্লাহ মুখি মানুষের জন্য,আমিন
আমরা আমাদের ইমান কে যেন আর মজবুত করতে পরি এবং মরণ অবধি আল্লাহ কে মেনে চলতে পরি (আমিন)
এই জামানায় ঈমান নিয়ে টিকে থাকা কঠিন। আমিও আগে অনেক প্রাকটিসিং মুসলিম ছিলাম। কিন্তু এই ফিতনায় ধোকায় পড়ে আজ আমি দ্বীনের পথ থেকে ঝরে পরলাম। আল্লাহ তুমি আমাকে দ্বীনের পথে চলতে সাহায্য করো। 😔
Kmne shomvob
Amin, Summa amin.
Jhore porlam ata bolo na..
Alloh maf korun..
আমিন
এই কয়েকদিন অনুভব করছিলাম ঝরে যাচ্ছি দ্বীন থেকে।
কিভাবে সামনে চলে এলো এই দাওয়াত টা।
Amio same
প্রতিটি বাক্য আমার জন্য বলা হয়েছে, সত্যি হুজুর আপনাকে আল্লাহ পাক নেক হায়াত দান করুক
সেইম
Same
Sobai doya krbn amr jnno
Amio sm vai Alhamdulillah for everything
এমন একটা নসীহার শুনার জন্য মনে শূন্যতা অনুভব ছিল !
আলহামদুলিল্লাহ ❤️
অফুরন্ত ভালোবাসা ভাই ভিডিওটার জন্য..
একজন কোরআনের হাফেজ হয়েও আমি দ্বীন থেকে দূরে সরে গিয়েছিলাম, আল্লাহ আপনার কথা গুলোর উসিলায় আমায় আবার পরিবর্তন করেছেন, আল্লাহ আপনাকে উত্তম জাঝা দান করুন
আল্লাহ পাক আমাকে ইসলামের পথে চলতে সাহায্য করুন( আমিন)
মনে হচ্ছে কথা গুলো আমাকে বলছে!কারণ সব কথা গুলো আমার লাইফের সাথে মিলে যাচ্ছে এক সময় নামাজে এত মনোযোগী ছিল নামাজে যখন দাঁড়াইতাম তখন মনে হয়তো নামাজ যেন শেষ না হয়!অনেক সাদ পাইতাম নামজে কান্না আসতো হৃদয় শীতল হতো, এই নারী ফেতনা আমাকে অনেক দুরে সরে দিছে প্রতি বৃহস্পতিবার রোজা রাখতাম তাহাজ্জুদ নামাজ পড়তাম। ইনশাআল্লাহ আবার ফিরে আসব আল্লাহ যদি দয়া করে আমাকে হেদায়েত করেন।
কলিজার ভাই আপনার আলোচনা শুনে মুগ্ধ হয়ে যাই
right bai .alhamdulillah allah amay din diase. allah akhono amake tikia rekhese diner modda .
আপনি ঠিক বলছেন ভাই আমিও মাজে মাজে আল্লাহর হেদায়েত থেকে দুরে শরে যাই আল্লাহ আমাদের হেদায়েত দান করুন
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইংশা আল্লাহ্।😓🤲🤍
আল্লাহ আমাদের ঈমানকে শক্তিশালী করে দেক,,,
আমিন
Amin
আমিন🤲
আমিন
আমিন
চমৎকার বলেছেন ভাইজান, আপনার জন্য দোয়া রইলো। দ্বীনের দায়িত্ব পালনে আপনার যেন জীবন দীর্ঘ হয়। আমিন।
আল্লাহ তুমিই তো আমাদেরকে পাঠিয়েছো,,,, তুমিই আমাদেরকে হেফাজত করো,,,,ফিতনা থেকে রক্ষা করো,,,তুমিই সব কিছুর মালিক আল্লাহ 🥹🥹🤲
আপনার কথা গুলোর সত্যতা খুজে পাচ্ছি। আমি হেদায়েতের পরিক্ষাই বার বার হেরে যাচ্ছি। হে আল্লাহ আমার ঈমান তুমি বাডিয়ে দাও
বক্তব্য পছন্দ হয়েছে। সোজাসাপ্টা এবং মূল কথাগুলো বলেছেন। ধন্যবাদ।
এই কথাগুলো পুরো আমার সাথে মিলে গেছে,,আল্লাহ যেনো আমাকে সব রকম শয়তানের ও নফসের ওয়াসওয়াসা থেকে রক্ষা করেন,, সবাই দোয়া করবেন
সময় উপযোগী বয়ান ❤❤❤
আল্লাহ কবুল করুন ❤
আল্লাহুম্মা আমিন 🤲🤲🤲
এত সুন্দর বক্তব্য শুনে প্রাণটা ভরে গেল আল্লাহ আপনার জন্য উত্তম প্রতিদান দান করুন
খুবই যন্ত্রনায় আছি। 😭😭Allah hefajot koruk amak ai fetna theke..
ফিতনা মানে পরীক্ষা। আল্লাহ আমাকে ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমীন
Khub e upokari kotha.....
ভাইয়ের কথা গুলো যেন শুধু আমার জন্যই ভার্সিটিতে উঠার পর দ্বীনি মজলিসে যাওয়ায় হয় নাই...আল্লাহ মাফ করুন..❤
আপনাকে ব্যক্তিগত ভাবে চিনিনা কিন্তু মোটিভেশনাল কথা গুলো শুনে খুবই আপ্লূত হলাম 🙂🥰
জাযাকাল্লাহ খাইরান
এমন একটা সময়ে ভিডিওটা পেলাম। যখন নিজের ঈমান নিয়ে দুশ্চিন্তায় ছিলাম।
❤️আল্লাহ ❤️সর্বশক্তিমান।
আল্লাহর কাছে জবাব চেয়েছিলাম (আল্লাহু আকবর)
আল্লাহ হয়তো আপনাকে অসিলাদার বানালেন আমার প্রশ্নের উত্তরের।
Amar o .
Same brother goto 4 din hoise ami total namaz sere disi.apnar maddhome Allah amk nek er pothe rakhok.
Assalamualaikum. Bhaia ami sothik pothe cholte chai kinto ami kono vabei parsi na..ami amr family din teke onek dure ..akn ami ki krbo kivabe allahr hadayat pabo .kivabe din er pothe asbo ..amk jodi aktu bolten ..plzzzzzz
@@shahajadizasmen5310 walaikumsalam warahmatullahi wabarakatuh ....bhun hidayat pawar ektai mul nium seta holo mon theke tawba...zai_namaz e bose kanna kore kore nijer sob gunh er jnno allahr kace koma ceye nin r allahr ke wada korun je r apni gunh korben na r allahr dewa sob nium tik moto palon koren... inshaallah allahr hidayat diben..
Amr o
😥😭😭😭 ভিডিও টি আমার সাথে ১০০% মিলে গিছে।
আল্লাহ আমাকে হেফাজত করুন..।
ইয়া আল্লাহ্ আমাদের বিগত দিনের গোনাহ মাফ করে দিন এবং সামনের আগত দিনগুলো গোনাহ মুক্ত থাকার তৌফিক দিন।আমিন
অত্যন্ত সত্য কথা বলেছেন প্রিয় শায়েখ!
বাস্তবে জীবনে কথা গুলো অনেক মিল আছে,,,,,
Unar nam ta ki janen???
কেনো ভাই??
মাশাল্লাহ ভাইজান। আল্লাহ তায়ালা আপনাকে ভালো রাখুক, নেক হায়াত দান করুক
হে আমার রব আমাদেরকে পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করার তৌফিক দিন। আপনার মনোনীত দ্বীন আমাদের জন্য সহজ করে দিন। আমিন।
🙂🙂🙂
ভাই আপনার কখা গুলো আমার অনেক কাজে লাগবে,, দোয়া রইলো আপনার জন্য।
শেষের উদাহরণ টা অতি চমৎকার ভাবে দিলেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন
Amin💙
খুবই অসাধারণ কথা,ধন্যবাদ।
মনে হচ্ছে কথা গুলো আমাকে বলা হচ্ছে। শুধুই আমাকে😢
😥😥😥
Hmm amro amon feel hosse 😭😭😭
আমারো মনে হচ্ছে
100%right
Astegfer allah Rahman rahim
আল্লাহ তা'য়ালা ৮ টি গুণ পছন্দ করেন,
১. তওবা
"আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন"
(বাকারাহ, ২২২)
২. তাহারাত (পবিত্রতা)
"যারা পবিত্র থাকে আল্লাহ তাদের ভালোবাসেন"
(বাকারাহ, ২২২)
৩. তাক্বওয়া (আল্লাহ ভীতি)
"নিশ্চই আল্লাহ মুওাকিদের ভালোবাসেন"
(তওবাহ, ৪)
৪. ইহসান
"আল্লাহ নেককারদের ভালোবাসেন"
(আল ইমরান, ১৩৪)
৫. তাওয়াক্কুল
"নিশ্চই আল্লাহ ভালোবাসেন তার উপর ভরসাকারীদের"
(আল ইমরান, ১৫৯)
৬. ন্যায়বিচার
"আল্লাহ ন্যায়বিচারকারীদের ভালোবাসেন"
(মায়িদাহ, ৪২)
৭. সবর
"আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন"
(আল ইমরান, ১৪৬ )
৮.কিতাল
"নিশ্চয়ই আল্লাহ তার পথে সিসাঢালা প্রাচিরের মত কিতালকারীদের(জিহাদ) ভালোবাসেন"।
(সুরা সফ-৪)
সর্বশক্তিমান মহান আল্লাহ আমাদের সবাইকে তার মনোনীত বান্দা হওয়ার তাওফিক দান করুক৷ (আমিন)
جزاك الله خير
Allah❤️
Ameen
মাশাআল্লাহ! খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তা’য়ালা মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে ঈমানি হালাতে রাখুক। আমীন।
আল্লাহর অশেষ রহমত।আলহামদুলিল্লাহ। আজ কয়েকদিন ধরে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছি।
আল হামদুলিল্লাহ।
কথা গুলো খুবই বাস্তব তুলে ধরেছেন।
আল্লাহ শাইখে উত্তম বদলা দিন ।
শাইখের সাথে আমি যোগা-যোগ নম্বর পেতে চায় ! নম্বর দিয়ে উপকৃত করবেন জাযাক-আল্লাহু খাইরান ।
আলহামদুলিল্লাহ!
(সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ্ সুবহানাল্লাহ তায়ালার)
এই ভিডিওটা তখন আমার সামনে পড়লো,
যখন আমি ধীরে ধীরে আল্লাহ্ সুবহানাল্লাহ তায়ালা সহজ সরল (উত্তম পথ) হতে ছিটকে পড়ে যাচ্ছি।
[ হয়তো এটা আমার রবের পক্ষ হতে আমার জন্য দ্বীনের পথে পুনরায় পুরোপুরি ভাবে ফিরে আসার জন্য]
জাজাকাল্লাহ খাইরান ভাই!❤️
Sottii hujurer kotha sune kanna aste suru korlo allahor hedayet onek boro neyaamot😭😭😭😭😭😭
মাশাআল্লাহ! খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ আলোচনা।❤️
চমৎকার আলোচনার জন্য ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে শুভকামনা রইল
Assalamualaikum warahmatullahi wabarakatuh.
আপনার কথা গুলোর মাধ্যমে বেশ উপকৃত হলাম।দোয়া করবেন প্রিয় যাতে গোমরাহির পথ থেকে বেঁচে থাকতে পারি এবং হেদায়েত এর পথে অটল থাকতে পারি।جزاك الله
হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন আমাদের সবাইকে ক্ষমা করুন আমাদের সবাইকে আপনার দ্বীনের জন্য কবুল করুন। হে আল্লাহ আপনি হুজুরের নেক হায়াত দারাজ করুন
Subahan Allah... Vaiya onk valo laglo kotha gula sune❤️❤️❤️
অনেক important topic বর্তমান সময়ের।
মা শা আল্লাহ চোখ থেকে পানি পড়ে গেলো কথাগুলো শুনে🖤
জাযাকাল্লাহু খাইরান❤️
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক 💙
ধন্যবাদ ভাইজান 😔😔😔
হে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন সাথে আমাকেও আমিন🤲🤲🤲🤲🥀🥀🥀🥀🌻🌻🌻🌺🌺🌺🌹🌹🌹
এই প্রথম অন্য রকম কিছু কথা শুনলাম, ভাল লাগলো
সত্যিই আপনার কথাগুলো শুনে আমার ইমানি শক্তি আরে বেড়ে গেল
আল্লাহ মাফ করুক🥺🥺
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং সকল মুসলিম ভাই বোনদের বোঝার তৌফিক দান করুন হেফাজত করুন আমীন 😢😥
জাজাকাল্লাহ খাইরান। যতগুলো বিষয় নিয়ে কথা বলেছেন সবগুলো আমার ক্ষেত্রে হয়েছে।
হে যুবক তোমার জীবনসঙ্গি কে হবে তা তোমার প্রতিপালক তোমার তাকদিরে লিখে দিয়েছে। সুতরাং যদি তোমার তাকদিরের প্রতি বিশ্বাস থাকে তবে তুমি কখনো মেয়ের পিছনে ঘুরবে না। আল্লাহ আমাদের দ্বীনের ওপর আমৃত্যু অটল
থাকার তৌফিক দিন। আমিন।
আমিন
Amin
Amin
মাশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কথা
আমিন ইয়া রব্বুলআলামীন
Onel sundhor cilo kotha gulo
ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে হেদায়াত দান করুন, আমিন।
সুরা আল ইমরান: ৮।
Amin ya rabbil alamin
Ameen
Ami hedayat theke chute gesi matro 4 din holo
Alhamdulillah Ajke Allah tayala amake ei video dekhiye Abar nijer ager obosthan diben
in sha Allah
dua korben
.hujur ke mon theke dua ,amar life e prothom ajke ei hujur ke Allah dekhalen
মাসা আল্লাহ ভাই আপনার কথা গুলো শুনে আকে পানি আশার মতো বাপ
আমার জন্য দোয়া করবেন আমি যেনো বাকি জিবনটা আল্লাহ ইমানের সাৎে চলতে পারি
ইয়া আল্লাহ আমাকে এমন ভাবে হেদায়েত দান কর যেন তোমার ফায়ছালা থেকে দুরে সরে না যাই।
জাযাকাল্লাহ ভাই🥰
অনেক ভালোভাসি❤️
মনে হচ্ছে প্রতিটা কথা আমার জন্য 🥺
আমার জীবনের কথা
আমি আজকে থেকে পাচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জূদ পরব ইনশাআল্লাহ ।
সবাই আমার জন্য দোআ কইরো।
জাযাকাল্লাহু খাইরান ভাই, গুরুত্বপূর্ণ রিমাইন্ডার,আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন হেফাজতে রাখেন সবাইকে,আমাদের সবাইকে হেদায়েতের পথে অটল রাখেন। আমীন।
মাশা-আল্লাহ! সূক্ষ্ম আলোচনা
পুরোটাই সাইকোলজিক্যাল, মাশাআল্লাহ!
হেদায়েত পেয়ে ঝরে যাওয়াদের মধ্যে আমি একজন 😢
দোয়া করবেন সবাই আমার জন্য
আল্লাহ তাআলা যেন আমাকে পুনঃ রায় হেদায়েত দান করেন ♥️
Amin
Amio. Amr bitor kub osanti kaj korse. Kunu santi nai moner modde. Pray for me
Amr o same kaj hoice😢😢😢😢😢😢😢
আল্লাহ তুমি আমাদের সব্বাইকে সৎ পথে চলার তৌফিক দান করুক আমিন
মনে হচ্ছে কথাগুলো আমাকেই বলা হচ্ছে!!
হে আল্লাহ আমাকে মাফ করেন। আমাকে হেফাজত করেন। আমাদের সকলকেই আপনার দ্বীনের উপর স্থির রাখেন। আমিন💛
এই ভিডিওটা সত্যিই আমার মনের সাথে মিলে গেছে।
আল্লাহ মাফ করো আমায় তুমার পরীক্ষায় উওীর্ন হওয়ার তওফিক দাও হে মাবুদ হেদায়েত করো আমায় এবং হেদায়েত এর পর যেনো ঝরে না পরি ও আল্লাহ তুমি মালিক 😭
রব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া তাওয়াফফানা মুসলিমিন। সুরা আরাফ: ১২৬।
অনেক সুন্দর কথা শুনে অনেক ভালো লাগলো
মাশাআল্লাহ ❤❤❤
এই ভিডিও এর মাধ্যমেই আমার সম্পূর্ণ দ্বীন এ ফেরা কিন্তু জেনারেল এ পড়াশুনা করি যে 🙂 দ্বীন এর পথে টিকে থাকা অনেক কঠিন 😭
রিলেশন এ ছিলাম বাদ দিয়ে দিয়েছি ❤️ ALHAMDULLIAH..
আমার জন্য দোয়া করবেন।।
Ami realtiono kori na but tobuo eisob tekeh dureh takhar try kortesi
Brother, if possible work with tablig. Daowa and mujahada is essential for Iman.
Salam.
আপনার পুরা ভিডিওটা আমি দেখলাম। খুব মনোযোগ দিয়ে শুনলাম আলহামদুলিল্লাহ।
আপনার প্রতিটা কথা অনেক মূল্যবান একটা মানুষ পরিবর্তন হইতে আপনার কথাগুলো শুনলেই তা যথেষ্ট ও মেনে চললে ।
জাযাকাল্লাহ খায়ের।
আল্লাহ আমাকেও আপনাকে হেদায়েত করুক আমিন।
আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ
জাযাকাল্লাহু খাইরান প্রিয় ভাই ❤️
জাজাকুমুল্লাহু খাইরান।
😥😭আমি ও এই পথের পথিক হয়ে গেছি।ফিতনায় জর্জরিত । আল্লাহ আপনি আমায় সঠিক পথে পরিচালিত করুন। আমিন
সঠিক বলছেন আপনি। আল্লাহ পাক। আমাকে মাফ করুন আমিন
মনে হয় যেন আমার সম্পর্কেই বলতেছেন।😭😭
আল্লাহ সিরাত্বাল মুস্তাকিমের পথে থাকার তৌফিক দিয়ে দেন😭😭😭😭😭
Asoley vi. Tay e
Ameen
Same to me
আমিন
Amin
কি ছিলাম
কি হয়ে গেলাম।
হে আল্লাহ আমাকে ক্ষমা করো