মেলা-মেলা-মেলা গ্রামীণ মেলা 🎡 শিল্প ও পণ্য মেলা | Village Fair Extravaganza | Akhaura | Park Alice

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে চলছে শিল্প ও পণ্য মেলা। সবার জন্য উন্মুক্ত এই গ্রামীণ মেলা। প্রবেশ ফি নেই।
    মেলার আয়োজন করেছে সিলেট আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থা। স্থানীয় প্রশাসন সার্বিক সহযোগিতা করছে।
    উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার ও সংগঠনের সভানেত্রী রাখিমনি সিনহা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
    এই গ্রামীণ মেলায় প্রায় ৪০টি স্টল রয়েছে। এসব স্টলে তৈরি পোশাক, প্রসাধনী, ক্ষুদ্র ও কুটির শিল্প, প্লাস্টিক পণ্য, খেলনা, আচার ইত্যাদি রয়েছে।
    শিশুদের বিনোদনের জন্য নানা রাইড রয়েছে।
    মেলা উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে অস্থায়ী স্টল নির্মাণ করা হয়েছে। আলোকসজ্জা করা হয়েছে।
    এই মেলায় নারী উদ্যোক্তারা বিভিন্ন পণ্য নিয়ে এসেছেন। এতে নারী উদ্যোক্তরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন।
    উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহী বলেন, নারী উদ্যোক্তাদের আয়োজনে এই মেলা হচ্ছে। উপজেলা পর্যায়ের জনসাধারণ মেলায় ভিন্ন কিছু দেখার সুযোগ পাবেন এবং মেলা উপভোগ করবেন। মেলার সফলতা কামনা করেন তিনি।
    An industrial and product fair is taking place at the Akhaura Upazila in Brahmanbaria. This rural fair is open to everyone with no entry fee.
    The rural fair features around 40 stalls. These stalls offer ready-made garments, cosmetics, small and cottage industries' products, plastic items, toys, pickles, and more.
    There are various rides for children's entertainment.
    Temporary stalls have been constructed in the Upazila Parishad field for the fair. The area has been decorated with lights.
    Women entrepreneurs have brought various products to this fair, making efforts to become self-reliant.
    #akhaura #brahmanbaria #fair #villagefair #parkalice
    #আখাউড়া #ব্রাক্ষ্মণবাড়িয়া #মেলা #গ্রামীণমেলা

КОМЕНТАРІ • 8