বর্তমান সময়েও ভীষণ প্রাসঙ্গিক একটি ছায়াছবি,কত সুন্দর ছবি মুগ্ধতায় পরিপূর্ণ। সত্যজিৎ রায় স্যারের পরিচালিত সব সিনেমাই অসাধারণ ও অনবদ্য। কমেন্ট করে গেলাম 23/10/2023 কোচবিহার জেলা থেকে।
i lived in a place called Balasore from 1990 to 1996..worked for a company..came in contact with Bengali culture as my colleagues were all Bengalis..then I happened to hear about Satyajit Ray...at that time I could not afford a computer..now I am watching this movie at the age of 55..Salute to the great master and i love the culture of Bengalis...i am a native of mangalore and basically goan in culture as I am christian
My situation is similar to your except that it was in 1960-69 and in Durgapur not Balasore and I used to watch Ray movies obsessively and still do (I am 70 now) and in New York which is at least a few miles from Durgapur. Just after college (IIT), I even worked for a British company in Calcutta not unlike Hindustan Peters for a few years.
@@navin4313 YA Navin vai In this time Ray obsession punched Calcutta durgapur IIT and New York What a man of great internationalism beyond our capabilities Thanx Boss
কল্পনা করা যায় একটা ফিল্ম যাতে ভিলেন নেই, আ্যকশন নেই, গাঁজাখুরি গান নেই, তবুও কত সুন্দর। কত গুরুত্বপূর্ণ বিষয় কে যে এভাবেও তুলে ধরা যায় তা না দেখলে বোঝা যায় না।
Aamar 16years er chhele..ei generation er..he likes this movies like anything..that's the power of Satyajit Ray..Kobe baniyechhen but so relevant in today's times too..
Breathtaking! This movie is so deep and each character is so well developed. I watched it twice to really appreciate this masterpiece. The cynical character of Sudarshana - her neverending questions of good and bad; and her sober silence is so discomforting. I remember the dinner table conversation from Jono Aranya where the elder brother tells his father 'shob proshner tou arr shohoj uttor Hye na' while they talk about Commission and bribes(basically corruption). The writer aka Shankar not only portrayed Shyamalendu's ambitious attitude towards life he also showed how he became ambitious (peer pressure, wife's obsession and his own expectations). Also, there's a sexual tension in between Sudarshana and Shayamalendu and it is from Shaymal's side mainly - the way he keeps on trying to impress her and the way he reacts on knowing about her Boyfriend (though the portrayal could have been more natural). The story keeps on building up till the 3/4 part of the movie and it grows more interesting from the late night discussion of Personnel officer and Shyamal. The discussion was next level - I experienced immense emotional thrill in those 2 minutes of the movie. Also, Sudarshana's question about the Directors' meeting room: Apnar ei ghar ta k niye ato obsession kno?' and that shows how we humans start to value vague stuffs which has no objective cause to our existence and to achieve that we snatch the objective necessities of the workers - like the personnel officer was apathetic about the injury of the watchman - infact it didn't even matter if the watchman died. I never write a review. This is my most favourite film now, next to it is Jono Aranya. I wanted to write more about the nitty gritty of this gem but I will refrain from doing so. The viewers of Satyajit Ray's film are matured. ♥️
@subham Roy. Very good observation of yours. In many of his movies satyajit ray used symbols. For example, at the end of the conversation between the personnel officer and shyamalendu in the middle of the night, the camera focuses on the mazy telephone wire which may symbolize the mazy not straight path they are going to choose. At the end of the movie, when shyamalendu finds the lift out of order and he has to use the staircase by his own, we understand it is easy to use lift, but very difficult to achieve anything when it is done step by step. Again, when sudarshana faces the natural air before the window, it conveys she prefers to natural honest lifestyle than the artificial air of Peter's fan unlike shyamalendu.
I don't' even speak this language. I planned to play for 5 minutes if it did not go no where I was ready to switch but after the whole movie, I have become more inquisitive of the ending. further I just cant' understand how I missed a masterpiece like this. Thanks for the subtitles.
The book is written by Sankar or Monishankar Mukhopadhyay.. I had read this story when i was in 9th standard. And i started reading all of his precious works. The title 'Shimabodhho' means limited.... As you can see the company was a private limited co. & with this feature we can see the irony of the limited.. organized &.. measured life of Shyamolendu. This is one of my favourite Ray movies.
My God. What a movie. Genius is genius. I am blown away. The idle wife, the corporate climber. Wow. And I saw till now only 15m into the movie. What a great man. Shri. Satyajit Ray.
সেটি হচ্ছে যে, বিদায় নিয়ে নিজ বাড়িতে ফেরত চলে যাবে, আর কোনরকমেই ভালো লাগছিলোই না, কিন্তু সেটি চক্ষুলজার ভয়ে নিজমুখে বলতে দ্বিধা বোধ করছিলো, তাই ঘড়ি খুলে ফেলাতেই যার যা বোঝার বুঝে নিয়েছিলো।
ধন্যবাদ ! যে সেন্স অফ হিউমার শর্মিলা ঠাকুরের দেখেছি সত্যজিৎ রায় অন্য বইয়ে | উনি নায়ক কে পরাস্ত করেছেন কিন্তু এই বইতে, নায়ক বরুণ চন্দা দুর্দান্ত, উনি এই শৃঙ্খলা কে ভেঙে দিয়েছেন |
Climbing the success ladder based on others suffering could make one sit on a throne BUT with unbearable stench around him! Movie making par excellence only 5 decades back 💗
গল্পটা আমিও কলেজ লাইফে পড়েছিলাম । কয়েক বার। খুব ভালো লেগেছিল। তবে সিনেমা টাও ভালো করে ছেন সত্যজিৎ রায়।কিন্তু আমার বইটা বেশি ভালো লেগেছে ।অবশ্য এটা আমার একান্ত ই নিজের ব্যাপার।
সত্যজিৎ রায় এটি সিনেমায় নির্মাণ না করলে আজ এখানে বসে আমরা কেউ এভাবে ভাললাগা প্রকাশ করতে পারতাম না। ঠিক। তবে এই গল্পের রচয়িতার শংকরের প্রতিভাকেও কি আমরা স্যালুট জানাতে পারি না?
সত্তর বছর বয়সে মারা যাবার পরেও তাকে ক্ষণজন্মা বলবেন কি? রায় বংশের সমস্ত গুণীদের বাদ দিয়ে, অন্যান্য সব পরিচালক প্রযোজক সহকারে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপামর আছেন, তাদের কি আরো ভালো ও প্রতিভাধর কাজ নিয়ে সামনে এগুনো উচিত ছিলো না? নতুন প্রতিভাধরদের যদি 'রায়'------দের ফিল্ম মেকিং সমঝে না আসে তাহলে আর কিভাবে কি? 😒
@@arkaprabhabhattacharya8069 কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু কতোবছর বয়সে ঘটেছিলো সেটা জানা থাকলে ক্ষণজন্মা কথার অর্থ কি সেটা অহেতুক জিজ্ঞাসা করার কথা মাথায় আসতেই না। উপরোল্লিখিত কমেন্টস-রিপ্লাই ভালো করে পড়ে ও অনুধাবন করতে পারলে এই অহেতুক প্রশ্ন মনে আসবেই না।
একমাত্র নারী চরিত্রের দ্বারাই অপ্রিয় সত্য কথা বলা সম্ভব 🙏 কারণ পুরুষেরা অন্তর থেকে খুব কোমল প্রকৃতির হন 🙏 ।না বলাটা ও একটি শক্তি🙏 কখনো কখনো হ্যা এর থেকে না বেশি শক্তিশালী হয়।
সত্যজিৎ রায়ের বেশ কয়েকটা ভালো সিনেমার মধ্যে এটাও একটি দুর্দান্ত সিনেমা। কর্পোরেট পলিটিক্স কি ভয়ঙ্কর নিষ্ঠুর ভারতবর্ষ তা হাড়ে হাড়ে মূল্যায়ন করেছে ও করছে।
the purity of emotions come with the truly dispossessed...Tutul's character was magnificently portrayed by Sharmila Thakur....it takes multiple viewings over a long period to understand Ray's obsession with details and his narration of a story sometimes more by expressions than by dialogues
অনবদ্য,অনবদ্য,অনবদ্য। সেই 81 সালে রিলিজ হবার পর থেকে কতবার যে দেখলাম সিনেমা হল আর ভিডিও মিলিয়ে তার কোন হিসেব নেই। ভাষা নেই এই অনুভূতি বর্ণনা করা। শুধু একটাই শব্দ, অনবদ্য।
এখানে একটা বিজ্ঞাপন যেটা রঙীন এবং ছায়াছবির অন্তর্গত ছিলো, দেখানো হয় নি। যত দূর মনে পড়ছে Peter ফ্যানের বিজ্ঞাপন যেখানে একটি সারমেয় জিভ বার করে হাঁপাচ্ছে Peter ফ্যানের সামনে বসে, সমুদ্রের জল, হয়েতো বা কোনো সুন্দরী মহিলা something like that. বিজ্ঞাপনটা খুব interesting এবং সত্যজিতবাবুর মস্তিস্কপ্রসূত। উনি বিজ্ঞাপন জগতেরও মানুষ ছিলেন কিনা! 🙏
হাঁ ঠিক বলেছেন আপনি খুব ভালো সুন্দর বিজ্ঞাপন টি ছিল এই ফিল্মের ভেতর। ওই বিজ্ঞাপন টা বাদ দেওয়া মূর্খতার পরিচায়ক। এবং সত্যজিৎ শিল্প কর্মের অঙ্গহানি খুবই দূরভিসন্ধি মূলক ও নিন্দার্হ
Just reading the book on Satyajit Ray and his film simaboddho written by none other than the hero of this film Mr. Barun Chanda..He played the role of Shyamalendu in this film😢
What a wonderful movie, and what a striking looking fellow. We talk about these 6 abs, 8 abs fellows in today's age of filters and all, and here is this tall, enchanting looking man in those days. The sheer insensitivity and coldness of the protagonist and the talukdar and the crass joke about the watchman was shocking and not so shocking.
This has always been a very favourite Ray movie. Loved Sharmila and Barun Chanda on it. It becomes more interesting to watch it after reading "The Man who knew Too much" by Barun Chanda as you get an insight about many of the scenes in this movie besides a lot of incidents before and after the movie. That book is a must read if you are Ray fan.
The servant's name is "Halim" in the movie, indicating that he is Muslim. The translator has rendered it as "Anil", thus making him Hindu. This is a small factual error, but reveals a lot about contemporary society and politics.
@@imonsarker3766 Chatterjee r bari te Muslim servant tokhonkar Kolkatay accepted hole o ekhonkaar polarized society te byaparta oto sohoj noy..hote paare je subtitle gulo likhechhe, se mon theke accept kore ni Halim ke othoba dorshok ke khushi korte cheyechhe
Nayak and seemabadho are different movies with different plot . However there are many similarities 1: The movie started on focussing on a powerful protagonist (Nayak- uttam kumar, seemabadho-barun Chanda) . Nayak focuses on a journey of a actors life and seemabadha focus on a high paying Corporate top executive. 2: There was a female protagonist also who tries to understand his journey, mind , life , emotions and principles about life . Sharmila Tagore played both roles in both movies brilliantly. Both female characters don't want much crowd attention. Both female characters idea became disappointed after knowing the true reality of the protagonists life. However the lead characters played in both movies are quite different 1: Barun chandas role potrays a meritorious cunning person with organized life . Uttam kumars character in Nayak potrays a hard working talented actor with indisciplined life.
Cultural corporate life of many kinds,high ranking ambition in society and the real life of labours of factory's portrait very sincerely.great masterpiece.
43:18 Unbelievable mistake by Satyajit Ray, A shadow of a person (may be any unit guy) behind Barun Chanda!!! And not for a single time it repeats at 43:29 to 43:43 such a long time!!!
এই ছবিতে গুগাবাবার জাদুকর বরফি এবং সোনার কেল্লা ছবির সিধুজ্যাঠা ,বিশিষ্ট কবি এবং অভিনেতা হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ভিন্ন রূপে পেলাম। একান্ত অনুরোধ করছি "জলসাঘর "ছবিটি আপলোড করার জন্য।
@@tathagatac1992 উনি অনেক rhymes লিখেছেন। হ্যাঁ অঘোরনাথ চট্টোপাধ্যায়ের পুত্র,সরোজিনী নাইডুর ভাই এটাও জানি।অনেক হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন। এই মুহূর্তে "মেহবুবা "ছবির নাম মনে পড়ছে।
@@amitmondal8425 মানুষ কিছুক্ষেত্রে নিজের জীবনের অনেক সিদ্ধান্ত মনের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বাধ্য হয়ে নেয়। এখানে শ্যামলেন্দুর বাবা-মা কে নিজের কাছে রাখতে না পারা, নিজের প্রমোশনের জন্য ঝামেলা বাঁধানো ইত্যাদি কাজ করতে বাধ্য হয়েছে, কারণ সে কখনও বা স্ত্রীর ইচ্ছে, কখনও বা নিজের উচ্চাকাঙ্খা, কখনও বা তার কোম্পানির নিয়মের মধ্যে সীমাবদ্ধ। এর বাইরে বেরনো তার পক্ষে সম্ভব নয়।
Thank yu sir... I was searching it in here since a few years. Feeling happy and obliged now. Can you please upload ‘kachi sangsad’ if yu hv... I am so fond of that tv serial but don’t find it anywhere, will remain grateful if you can post it for me. Thanks and best wishes
Bhablo to madam... Tai ghori ta firiye dilo Abong adorer salir kache prothom bar choto hoye chaturjee babu r akta realisation holo j tini kotota niche nemechen...
বর্তমান সময়েও ভীষণ প্রাসঙ্গিক একটি ছায়াছবি,কত সুন্দর ছবি মুগ্ধতায় পরিপূর্ণ। সত্যজিৎ রায় স্যারের পরিচালিত সব সিনেমাই অসাধারণ ও অনবদ্য। কমেন্ট করে গেলাম 23/10/2023 কোচবিহার জেলা থেকে।
i lived in a place called Balasore from 1990 to 1996..worked for a company..came in contact with Bengali culture as my colleagues were all Bengalis..then I happened to hear about Satyajit Ray...at that time I could not afford a computer..now I am watching this movie at the age of 55..Salute to the great master and i love the culture of Bengalis...i am a native of mangalore and basically goan in culture as I am christian
My situation is similar to your except that it was in 1960-69 and in Durgapur not Balasore and I used to watch Ray movies obsessively and still do (I am 70 now) and in New York which is at least a few miles from Durgapur. Just after college (IIT), I even worked for a British company in Calcutta not unlike Hindustan Peters for a few years.
Thanx brother
It's Ray that joints balasore Mangalore Goa with Calcutta
What a great person indeed
@@navin4313 YA Navin vai
In this time Ray obsession punched Calcutta durgapur IIT and New York
What a man of great internationalism beyond our capabilities
Thanx Boss
.
You should watch Ritthik Ghatak movie
কল্পনা করা যায় একটা ফিল্ম যাতে ভিলেন নেই, আ্যকশন নেই, গাঁজাখুরি গান নেই, তবুও কত সুন্দর। কত গুরুত্বপূর্ণ বিষয় কে যে এভাবেও তুলে ধরা যায় তা না দেখলে বোঝা যায় না।
তাই জন্যই তো এটা সিনেমা, চলচ্চিত্র; বাকি নাচাগানা সিনেমা তো সিনেমার পর্যায়েই পরে না
U should keep it mind that it's an art film not a commercial film. Thats why hero, villain, action, dance etc. doesn't applicable here.
@@TapasGhosh-ig9co আপনিই বলুন না এখনকার কমার্সিয়াল ফিল্ম গুলো চলছেনা কেন??? আগে কি কোনো কমার্সিয়াল ফিল্ম হয়নি।
Neo-realism ekei bole sir.
Aamar 16years er chhele..ei generation er..he likes this movies like anything..that's the power of Satyajit Ray..Kobe baniyechhen but so relevant in today's times too..
Breathtaking! This movie is so deep and each character is so well developed. I watched it twice to really appreciate this masterpiece.
The cynical character of Sudarshana - her neverending questions of good and bad; and her sober silence is so discomforting. I remember the dinner table conversation from Jono Aranya where the elder brother tells his father 'shob proshner tou arr shohoj uttor Hye na' while they talk about Commission and bribes(basically corruption). The writer aka Shankar not only portrayed Shyamalendu's ambitious attitude towards life he also showed how he became ambitious (peer pressure, wife's obsession and his own expectations). Also, there's a sexual tension in between Sudarshana and Shayamalendu and it is from Shaymal's side mainly - the way he keeps on trying to impress her and the way he reacts on knowing about her Boyfriend (though the portrayal could have been more natural). The story keeps on building up till the 3/4 part of the movie and it grows more interesting from the late night discussion of Personnel officer and Shyamal. The discussion was next level - I experienced immense emotional thrill in those 2 minutes of the movie.
Also, Sudarshana's question about the Directors' meeting room: Apnar ei ghar ta k niye ato obsession kno?' and that shows how we humans start to value vague stuffs which has no objective cause to our existence and to achieve that we snatch the objective necessities of the workers - like the personnel officer was apathetic about the injury of the watchman - infact it didn't even matter if the watchman died.
I never write a review. This is my most favourite film now, next to it is Jono Aranya. I wanted to write more about the nitty gritty of this gem but I will refrain from doing so. The viewers of Satyajit Ray's film are matured. ♥️
Pls add more details... I love that u also love the movie
Should maturity have a dead end?
@subham Roy. Very good observation of yours. In many of his movies satyajit ray used symbols. For example, at the end of the conversation between the personnel officer and shyamalendu in the middle of the night, the camera focuses on the mazy telephone wire which may symbolize the mazy not straight path they are going to choose. At the end of the movie, when shyamalendu finds the lift out of order and he has to use the staircase by his own, we understand it is easy to use lift, but very difficult to achieve anything when it is done step by step. Again, when sudarshana faces the natural air before the window, it conveys she prefers to natural honest lifestyle than the artificial air of Peter's fan unlike shyamalendu.
Very candid and heartfelt review by you.....kudos
Hi...shubham...ur observation is too good...can u plz explain the ending? plz
বই নিয়ে বসছিলাম কিন্তু কী সিনেমা চোখ ফেরাতে পারছি না। সত্যজিৎ, তুমিই সত্য।
I don't' even speak this language. I planned to play for 5 minutes if it did not go no where I was ready to switch but after the whole movie, I have become more inquisitive of the ending. further I just cant' understand how I missed a masterpiece like this. Thanks for the subtitles.
Ray is must see for all
ভাবতে অবাক লাগে একটা সময়ে কোলকাতায় একটা vibrant corporate দুনিয়া ছিল।।।সারা ভারত থেকে মানুষ এখানে ভাগ্যানেষণে আসত।
The book is written by Sankar or Monishankar Mukhopadhyay.. I had read this story when i was in 9th standard. And i started reading all of his precious works. The title 'Shimabodhho' means limited.... As you can see the company was a private limited co. & with this feature we can see the irony of the limited.. organized &.. measured life of Shyamolendu. This is one of my favourite Ray movies.
My God. What a movie. Genius is genius. I am blown away. The idle wife, the corporate climber. Wow. And I saw till now only 15m into the movie. What a great man. Shri. Satyajit Ray.
Ya U R absolutely right dear Arvind
♥️😊
শ্যামলেন্দুর অভিনয়ই তো পুরো সিনেমা জুড়ে। অখচ টাইটেলে দীপঙ্কর দে’র নাম লিখা। ভাগ্যবান আমি। ছবিটা দেখার সুযোগ পেলাম। ধন্যবাদ।
শেষ দৃশ্যটা দেখে এতটুকু অন্তত বুঝলাম যে সবাইকে simultaneously খুশি রাখা একজনের কাজ কখনোই হতে পারে নাহ্।
একেকজনের ভালো-মন্দের অনুভূতিটাই একেক রকম।
ঘড়িটা মন খারাপ করে খুলেছিল কেন?
সেটি হচ্ছে যে, বিদায় নিয়ে নিজ বাড়িতে ফেরত চলে যাবে, আর কোনরকমেই ভালো লাগছিলোই না, কিন্তু সেটি চক্ষুলজার ভয়ে নিজমুখে বলতে দ্বিধা বোধ করছিলো, তাই ঘড়ি খুলে ফেলাতেই যার যা বোঝার বুঝে নিয়েছিলো।
@@md.irfanulislam3186 Ha
@@md.irfanulislam3186 ❤❤❤❤
টুটুলের প্রতি কি মূখার্জীর প্রেম তৈরি হয়েছিলো?
ধন্যবাদ ! যে সেন্স অফ হিউমার শর্মিলা ঠাকুরের দেখেছি সত্যজিৎ রায় অন্য বইয়ে | উনি নায়ক কে পরাস্ত করেছেন কিন্তু এই বইতে, নায়ক বরুণ চন্দা দুর্দান্ত, উনি এই শৃঙ্খলা কে ভেঙে দিয়েছেন |
কোনো অযাচিত নাটকীয়তা ছাড়াও একটা মুহূর্তের জন্য চোখ সরানো যায় না এই সিনেমা থেকে।
সত্যজিতের ছবি যতই দেখি প্রতিবারই নতুন একটা দিক খুলে যায়।
Climbing the success ladder based on others suffering could make one sit on a throne BUT with unbearable stench around him! Movie making par excellence only 5 decades back 💗
THE LAST 10 MINUTE IS SATYAJIT RAY. DEFINATION OF CINEMA. RAY NEVER DIED. HE IS STILL ALIVE WITN HIS MARVELLOUS CREATION. SOTO PRONAM TOHE.
তৎকালীন সময়ের থেকে বেশি এগিয়ে ছবিটা❤
সেই কিশোর বয়সে গল্পটি পড়েছিলাম ৮০ দশকে।
সত্যিই অসাধারণ নির্মাণ শৈলী,
গল্পটা আমিও কলেজ লাইফে পড়েছিলাম । কয়েক বার। খুব ভালো লেগেছিল। তবে সিনেমা টাও ভালো করে ছেন সত্যজিৎ রায়।কিন্তু আমার বইটা বেশি ভালো লেগেছে ।অবশ্য এটা আমার একান্ত ই নিজের ব্যাপার।
এ ছবিতে অসামান্য কয়েকটি দিক্ রয়েছে। এর কাহিনি, বরুণ চন্ন্দকে আবিস্কার, শর্মিলী ঠাকুরকে নির্বাচন ও সংলাপ । এক কথায় অনন্য সত্যজিৎ!
এই ছবির অর্থটা একটু বুঝিয়ে বলবেন
@@bdnow6527 corporate politics.
বরুন চন্দর এখনকার একটা ইন্টারভিও দেখলে সব বোঝা যাবে
@@bdnow6527 'সীমাবদ্ধ' সত্যজিৎ রায় নির্মিত ছবি। ধন্যবাদ।
শংকর এর উপন্যাস যৌবনে পড়ে ছি,আর আজ বেলাশেষে সেই উপন্যাস অবলম্বন নে নিমিত সীমা বদ্ধ সিনেমা দেখে মনে পরলো অতীতে র কথা। ধন্যবাদ পরিচালক সত্যজীতকে।
কি উপন্যাস অবলম্বনে এটা?
@@shokher_jajabar ‘সীমাবদ্ধ’। শংকরের লেখা।
বর্তমান সময়েও ভীষন প্রাসঙ্গিক একটি ছায়াছবি।সত্যজিৎ রায় ঈশ্বরদত্ত প্রতিভা,এক ক্ষণজন্মা মানুষ।🙏
ছবিটার আসল দিকটি কি?
সত্যজিৎ রায় এটি সিনেমায় নির্মাণ না করলে আজ এখানে বসে আমরা কেউ এভাবে ভাললাগা প্রকাশ করতে পারতাম না। ঠিক। তবে এই গল্পের রচয়িতার শংকরের প্রতিভাকেও কি আমরা স্যালুট জানাতে পারি না?
সত্তর বছর বয়সে মারা যাবার পরেও তাকে ক্ষণজন্মা বলবেন কি?
রায় বংশের সমস্ত গুণীদের বাদ দিয়ে, অন্যান্য সব পরিচালক প্রযোজক সহকারে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপামর আছেন, তাদের কি আরো ভালো ও প্রতিভাধর কাজ নিয়ে সামনে এগুনো উচিত ছিলো না? নতুন প্রতিভাধরদের যদি 'রায়'------দের ফিল্ম মেকিং সমঝে না আসে তাহলে আর কিভাবে কি?
😒
@@md.irfanulislam3186 ক্ষণজন্মা কথার অর্থ কী, জানেন আশা করি।
@@arkaprabhabhattacharya8069
কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু কতোবছর বয়সে ঘটেছিলো সেটা জানা থাকলে ক্ষণজন্মা কথার অর্থ কি সেটা অহেতুক জিজ্ঞাসা করার কথা মাথায় আসতেই না।
উপরোল্লিখিত কমেন্টস-রিপ্লাই ভালো করে পড়ে ও অনুধাবন করতে পারলে এই অহেতুক প্রশ্ন মনে আসবেই না।
কনক্লিউশান টা কয়েক মুহূর্তে অনেক অপ্রিয় সত্যকে মুখের উপর বলে গেল...❤️
কনক্লুশেন কনক্লুশান
একমাত্র নারী চরিত্রের দ্বারাই অপ্রিয় সত্য কথা বলা সম্ভব 🙏 কারণ পুরুষেরা অন্তর থেকে খুব কোমল প্রকৃতির হন 🙏 ।না বলাটা ও একটি শক্তি🙏 কখনো কখনো হ্যা এর থেকে না বেশি শক্তিশালী হয়।
সত্যজিৎ রায়ের বেশ কয়েকটা ভালো সিনেমার মধ্যে এটাও একটি দুর্দান্ত সিনেমা।
কর্পোরেট পলিটিক্স কি ভয়ঙ্কর নিষ্ঠুর ভারতবর্ষ তা হাড়ে হাড়ে মূল্যায়ন করেছে ও করছে।
কর্পোরেট পলিটিক্স
কর্পোরট কালচার
কর্পোরট অ্যাম্বিশন
কি প্রচন্ড ক্ষতিকর
তা সত্যিই হাড়ে হাড়ে টের পাচ্ছি
the purity of emotions come with the truly dispossessed...Tutul's character was magnificently portrayed by Sharmila Thakur....it takes multiple viewings over a long period to understand Ray's obsession with details and his narration of a story sometimes more by expressions than by dialogues
Yes......spot on
শ্রদ্ধেয় অজিত ব্যানার্জী! তুখোড় অভিনেতা। এককথায় অসাধারণ! 🙏
অনবদ্য,অনবদ্য,অনবদ্য। সেই 81 সালে রিলিজ হবার পর থেকে কতবার যে দেখলাম সিনেমা হল আর ভিডিও মিলিয়ে তার কোন হিসেব নেই। ভাষা নেই এই অনুভূতি বর্ণনা করা। শুধু একটাই শব্দ, অনবদ্য।
এখানে একটা বিজ্ঞাপন যেটা রঙীন এবং ছায়াছবির অন্তর্গত ছিলো, দেখানো হয় নি। যত দূর মনে পড়ছে Peter ফ্যানের বিজ্ঞাপন যেখানে একটি সারমেয় জিভ বার করে হাঁপাচ্ছে Peter ফ্যানের সামনে বসে, সমুদ্রের জল, হয়েতো বা কোনো সুন্দরী মহিলা something like that. বিজ্ঞাপনটা খুব interesting এবং সত্যজিতবাবুর মস্তিস্কপ্রসূত। উনি বিজ্ঞাপন জগতেরও মানুষ ছিলেন কিনা! 🙏
হাঁ ঠিক বলেছেন আপনি
খুব ভালো সুন্দর বিজ্ঞাপন টি ছিল এই ফিল্মের ভেতর। ওই বিজ্ঞাপন টা বাদ দেওয়া মূর্খতার পরিচায়ক। এবং সত্যজিৎ শিল্প কর্মের অঙ্গহানি খুবই দূরভিসন্ধি মূলক ও নিন্দার্হ
Ha Ota dekhno hoy ni..just skip Kora holo
Another Satyajit Roy masterpiece. A movie way ahead of times. All class Barun Chanda and Sharmila Tagore.
What a starkly realistic poetry on celluloid! Especially the scene between the elderly parents and the young lot in the party!
This genry of film is now on the wane.
The conversation between Mr. Chatterjee and Mr. Talukder in the Talukder's house i enjoy most. They both are perform too good.
সত্যজিৎ রায় কলকাতা ট্রিলজিতে এতো সুন্দর এবং ভয়ঙ্কর ভাবে সমাজের বাস্তব চিত্র ফুটে তুলেছেন তা অনবদ্য
That metaphor of 5the protagonist climbing the stairs to the top was masterful
কর্পোরেটীয় উন্নতির পেছনের এই শাশ্বত গ্লানিকে অব্যয় করে দেখাতে পারেন কেবলই সত্যজিৎ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
অসাধারণ। কত প্রাসঙ্গিক একটি সিনেমা।
অসাধারণ। বরুণ চন্দ কে চিনতে ই পারিনি।ভীষণ ভালো সিনেমা।
Apnar moto obostha amar o...onk pore discover korlam
আমার জীবনের দেখা অন্যতম সেরা সিনেমা। নমস্কার।
কর্পোরেট পলিটক্স,যা কাল ও ছিল আজও আছে আর আগামী কাল ,পরশু,তরশু ও থাকবে.....
Politics is in everywhere. Unfortunately in Arts also. This makes people like Sushant to commit suicide.
একদম ঠিক। কালের পরিবর্তনের সাথে এটা এখনও পরিবর্তন হয়নি।
Eta na thakle boro business cholbe na....choto business chole jabe...
Just reading the book on Satyajit Ray and his film simaboddho written by none other than the hero of this film Mr. Barun Chanda..He played the role of Shyamalendu in this film😢
Shankar r Satyajit er osamannyo combo ... What a movie!!
কত সুন্দর একটি গল্প। অসাধারণ ❤
Masterpeice. Sudarshana got answer of her question (28:52)
Excellent catch!
Thank you Angel for converting into High Definition, this is truly a masterpiece by Ray!
Barun chanda jeno ajker
Nobel lauriet AVIJIT BINAYAK BANDOPADHY
Chamatkar movie dekhlam. Salute to Mr.Roy.❤
What a wonderful movie, and what a striking looking fellow. We talk about these 6 abs, 8 abs fellows in today's age of filters and all, and here is this tall, enchanting looking man in those days.
The sheer insensitivity and coldness of the protagonist and the talukdar and the crass joke about the watchman was shocking and not so shocking.
Gentlemen. With so much better attires!
Thought before each shot, as seen in Pather Panchali.
Mon bhore gelo...
Duto chobi amar jonno konodin purono hobe na, ek sheemabodho ar ekta jana aranya..masterpiece
excellent acting by Barun Chanda.
Most difficult part of corporate culture at that time was maintaining English attire in hot, humid Calcutta weather
What an anticlimax end. Climbing is not so easy, to make personal gains, make others suffer.
Master piece.
This has always been a very favourite Ray movie. Loved Sharmila and Barun Chanda on it. It becomes more interesting to watch it after reading "The Man who knew Too much" by Barun Chanda as you get an insight about many of the scenes in this movie besides a lot of incidents before and after the movie. That book is a must read if you are Ray fan.
Is it the full movie?
@@b32somyadeep68 Yes it is the full movie
@@babuiroy70 oh! Thanks❤
I have just started reading 'The Man Who Knew Too Much' 2 days back. It's so brilliant.
Read Malayalam translation of the novel. It was long ago. Still remembers.... "All ways are truthful except...."👌
যতবার দেখি প্রতিবার মনে হয় প্রথম দেখছি। অসাধারণ।
তখনকার সময় এমন আধুনিক ছবি কিভাবে সম্ভব?
সত্যজিৎ তাই সব সম্ভব
@@sayanupadhaya_youtube_1594golpo ta shankar er lekha eka satyajit roy er credit na
কত সুন্দর মুভি মুগ্ধতায় ভরা…সালির চেয়ে বউকে বেশী ভাল লাগছে
আমারও
The servant's name is "Halim" in the movie, indicating that he is Muslim. The translator has rendered it as "Anil", thus making him Hindu. This is a small factual error, but reveals a lot about contemporary society and politics.
Well said,brother!!!
Could you elaborate a bit?
@@imonsarker3766 Chatterjee r bari te Muslim servant tokhonkar Kolkatay accepted hole o ekhonkaar polarized society te byaparta oto sohoj noy..hote paare je subtitle gulo likhechhe, se mon theke accept kore ni Halim ke othoba dorshok ke khushi korte cheyechhe
Nayak and seemabadho are different movies with different plot . However there are many similarities
1: The movie started on focussing on a powerful protagonist (Nayak- uttam kumar, seemabadho-barun Chanda) . Nayak focuses on a journey of a actors life and seemabadha focus on a high paying Corporate top executive.
2: There was a female protagonist also who tries to understand his journey, mind , life , emotions and principles about life . Sharmila Tagore played both roles in both movies brilliantly. Both female characters don't want much crowd attention. Both female characters idea became disappointed after knowing the true reality of the protagonists life.
However the lead characters played in both movies are quite different
1: Barun chandas role potrays a meritorious cunning person with organized life . Uttam kumars character in Nayak potrays a hard working talented actor with indisciplined life.
2nd point ta darun bolechen. Erom vabe vebe dekhini. Dhonnyobad
Cultural corporate life of many kinds,high ranking ambition in society and the real life of labours of factory's portrait very sincerely.great masterpiece.
Thanks a lot for uploading this classic in such a good quality. Please try yo upload another Ray's masterpiece Porosh Pathor .
2023 e ae cinema ta dekhe sottie darun lagche
Excellent. It's the world of capitalists. A story of corporate society. A satire. Thanks for uploading.
Satyajit Ray is a magician.
Nice movie. Barun chanda acting is really nice. Paromita Chowdhury looked more Sweet and beautiful than Sharmila Tagore
My favorite till date - undoubtedly, Jana Aranya.
অসাধারণ!
43:18 Unbelievable mistake by Satyajit Ray, A shadow of a person (may be any unit guy) behind Barun Chanda!!! And not for a single time it repeats at 43:29 to 43:43 such a long time!!!
ota toh ghorer jini kaaj koren tar shadow.
Exactly, not a mistake
Anil
That's of the servant , Halim .
This movie is most relevant in today's cronyism in Indian economy
Excellent story and character build up gradually getting into the core subject of the film which is fascinating.
Film apart we can learn many things from this movie such as the foreigners presence at that period in India, Bengali middle class psychology and etc.
এই ছবিতে গুগাবাবার জাদুকর বরফি এবং সোনার কেল্লা ছবির সিধুজ্যাঠা ,বিশিষ্ট কবি এবং অভিনেতা হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ভিন্ন রূপে পেলাম। একান্ত অনুরোধ করছি "জলসাঘর "ছবিটি আপলোড করার জন্য।
Sarojini naidu r vai ebong india akjn famous dramatist polymath
@@tathagatac1992 উনি অনেক rhymes লিখেছেন। হ্যাঁ অঘোরনাথ চট্টোপাধ্যায়ের পুত্র,সরোজিনী নাইডুর ভাই এটাও জানি।অনেক হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন। এই মুহূর্তে "মেহবুবা "ছবির নাম মনে পড়ছে।
a lots of gratitude for uploading a master piece. thanks.
After 7-8 times view, speechless.
Indians have corporate experience of working at the East India companies from 1500s, 1600s as employees, factors, agents, dealers, bankers etc.
What a masterclass ageless move. Possible by only Satyajit Roy only
Wonderful movie.❤🎉😊.
খুব ভালো সিনেমা।
What a movie.. Salute to the master Sir Satyajit Ray..
03:00 Patna College visuals. So glad a Satyajit Ray film was shot here.
After seeing Ravish Kumar's Facebook post, we also went to see
Guruke pronam 🙏🙏
Best movie 🎥 by Satyajeet Roy 👌 👌 👌 👌 👌
A masterpiece...revisits your soul
Great.... Movie
Satyajit Roy Sir ♥ ♥
Thank you so much for uploading this movie 👍👍
Daarun movie daarun insight
কাঞ্চনজঙ্ঘা সিনেমা টা plsss upload করুন🙏🙏
স্ত্রীর চরিত্রে যিনি কি সুন্দরী কি মিষ্টি। তিনি বর্তমানে কোথায় কেমন আছেন জানতে ইচ্ছে করছে
Most probably Paromita Chowdhury
Tobe Ronodeb er wife jini khub appealing
অসাধারণ মুভি
marvellous camera work man. full art. mr satyajit is a genius. what visuals. At par with the Parasite of Bong Joon Ho
Thanks for uploading such a genius work.
Namkoroner swarthokota ta bojhate parben please?
@@amitmondal8425 মানুষ কিছুক্ষেত্রে নিজের জীবনের অনেক সিদ্ধান্ত মনের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বাধ্য হয়ে নেয়। এখানে শ্যামলেন্দুর বাবা-মা কে নিজের কাছে রাখতে না পারা, নিজের প্রমোশনের জন্য ঝামেলা বাঁধানো ইত্যাদি কাজ করতে বাধ্য হয়েছে, কারণ সে কখনও বা স্ত্রীর ইচ্ছে, কখনও বা নিজের উচ্চাকাঙ্খা, কখনও বা তার কোম্পানির নিয়মের মধ্যে সীমাবদ্ধ। এর বাইরে বেরনো তার পক্ষে সম্ভব নয়।
@@arkaprabhabhattacharya8069 ধন্যবাদ আপনাকে। আর ওই সীমাবদ্ধতার কারণেই কি শ্যামলেন্দু ওনার ছেলে কে boarding school এ রেখেছে?
@@amitmondal8425 একদমই তাই। এটাও তার স্ত্রীর ইচ্ছা এবং তার স্টেটাস মেন্টেনেন্স এর সীমাবদ্ধতার ফসল।
@@arkaprabhabhattacharya8069 আচ্ছা। ধন্যবাদ আপনাকে।
অসাধারণ সিনেমা 🙏🙏
very good movie and its classical too.
Thank yu sir... I was searching it in here since a few years. Feeling happy and obliged now.
Can you please upload ‘kachi sangsad’ if yu hv... I am so fond of that tv serial but don’t find it anywhere, will remain grateful if you can post it for me.
Thanks and best wishes
Watched many times, excellent
এই ক্লাসি,এডুকেটেড সমাজের চিত্র ৮০ এর দশকে গলে যেতে শুরু করে যা ২০০০ এর পর সম্পূর্ণ এর পর,,,
Satyajit Roy, Mrinal sen, Ritwik ghatak, Basu Chatterjee ......
enara na thakle, ey 30year age eo amr teast ta hoy to aadhunik theke jeto!
Kano. Susilmajumjar. Bimalbose. Debaki ose. Satyenbose. Tapansinha Ajay kar jara. Anek. Ageo. Varater. Best. Directer😀. Chhilen. Indian. Fandande. Nay. Bangalir. Mandandeonader. Sakalke. Pranam. Ajjo. Anek. Genius. Directer. Banglaye. Achhen Namaskar. Sabaike
.
Bhalo cinema..kew gorib manush gulor kotha vablona
Your observation is so correct.
This is called "matsya nyaya"- the big fish eats the small fish and so on. The society is structured in this way.
Bhablo to madam...
Tai ghori ta firiye dilo
Abong adorer salir kache prothom bar choto hoye chaturjee babu r akta realisation holo j tini kotota niche nemechen...
@@philipeisenberg6984 ki
A masterpiece by the master....