বিস্ময়ের ঘোর কাটছে না!!!সহজ-সরল-সাবলিল ও প্রাঞ্জল বাংলা ভাষায় তাৎপর্যপূর্ণভাবে ফিলিস্তিনের ভিডিও!!! এতে উঠে এসেছে সেখানকার সমাজ-সংস্কৃতি ও রাজনীতির অণুচিত্র।জনাব বনি আমিনের প্রতি নিরন্তর শুভেচ্ছা।
বনি ভাই,,আপনি বাংলাদেশের গর্ব যিনি প্রথম যে এত সুন্দর করে ইসরায়েল ভিডিও করে দেখালেন,,,,,,,আরো অন্যান্য যায়গা গুলো দেখান,,,,,আর যশোর থেকে ভালোবাসা সবসময়,,,,,, আল্লাহ আপনাকে হেফাজত করুক,,,আমিন,,,,,,❤️💚❤️💚
অনেক দিন ধরে আশা করছিলাম দাদা সারা বিশ্ব ঘুরে ভিডিও করেন কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো দেশের দেখতে পাই না । আজ সে আশা পূরণ হল ধন্যবাদ প্রিয়দাদা দীর্ঘজীবি হোন সুখে থাকুন ।
ভাই আমি যেহেতু মুসলিম সেহেতু মুসলিম মেয়েদের সুন্দর বলবো। আল আকসা মসজিদের ভিতর টা দেখতে চাই। ভাই ভাবি দু জনকেই ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই রাখলাম আল্লাহ পাক যেন ভালো রাখেন আমিন।
এই ভিডিওতে মত প্রকাশ করা মুসলিম মেয়ে কোথায় পেলেন? যে মেয়েটি বলল প্যালেস্টাইন তার দেশ সে খ্রিস্টান। বাংলাদেশে যেমন হিন্দুরা বসবাস করে প্যালেস্টাইনেও খ্রিস্টান আছে, অনেক খ্রিষ্টান আরবিতেও কথা বলে। তারা ইসরাইলকে স্বীকার করে না।
বনি দার ভিডিও দেকি ভালো লাগে আমি কোনো মন্তব্য করিনি আজ আমি উনার প্রতি সম্মান রেখে প্রতি বাদ করতেসি উনি ভিডিও তে লেখছেন উনার স্ত্রী বাংলাদেশের নিরযাতিত সংখ্যা লগো আমার জানামতে ভারতের মুসলিম থেকে বাংলাদেশর সংখ্যা লগো অনেক অনেক নিরাপদ আসে ধন্যবাদ
আচ্ছালামু আলাইকুম বনি আমিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আপনার মাধ্যমে দেখতে পেলাম কিছু গুরুত্বপূর্ণ জাইগা,,,একমাত্র বনি আমিন ভাই পাড়ে জিবনের ঝুঁকি নিয়ে হাতে কলমে তুলে ধরতে বিশ্বের নানান ধরনের অসংগতি ভিডিও ফুটেজ গুলি ।।ধন্যবাদ আরো একবার ভাবী কে সহ।ভালো থাকবেন আজীবন যূগ যূগ দরে আপনাদের অটুট বন্দন।।শুভ কামনা রহিল ।।
ইসরাইল আমাদের এক নবীর নাম। তাই নামে খারাপ কিছু নেই। আর ফিলিস্তিনে বসবাসকারি আরবীয় মুসলিম খ্রিস্টান সবার কাছেই ফিলিস্তিন তাদের জীবন, তারা নিজের দেশকে ভালোবাসে। শুধু মুসলিম না ফিলিস্তিনের খ্রিষ্টানরাও দখলদার ইসরাইলকে তাদের দেশ মানে না। কয়েক মাস পূর্বে শিরীন আবু আখলে নামে একজন খ্রিস্টান মহিলা সাংবাদিক নিহত হয় ইসরাইল সেনাবাহিনীর শুটে। সেও নিজের দেশের জন্য জীবন দিয়ে গেল। আর ফিলিস্তিনের মুসলিমরা তো প্রতিদিন জীবন দিচ্ছে।
না বুজে কথা বলেন কেনো? বাংলাদেশী কেউ কেউ যদি এখানে যেতে ইসরায়েল মিস্টি দিয়ে গ্রহণ করবে কিন্তু মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকেই তো আমরা স্বীকার করছিনা কেনোনা তারা সন্ত্রাসী দখলদার রাষ্ট্র, তাদের সাথে আমাদের সাথে কোন কূটনীতিক সম্পর্ক নাই, সেখানে যাবোই বা কেনো? এখানে বনি আমিন সাহেবকে নিয়ে অহংকার করার কিছু নেই, তবে ওনার ব্লগ ভালো লাগে বিভিন্ন কারনে।
Really . Why you say this . ..are you going in there . The defense of Israeli don't allow you or anyone ... Why you people tell this type of talk .... Not easy or baned or not allow ..... In this world just some of area or places has not to do anything.....other side all of place has right to everyone can do anything.
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম। অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। ধন্যবাদ, আপনার মাধ্যমে মসজিদ আল আকসা বিষয়ে অনেক অনেক জানতে পাইলাম।
আমরা সকলেই জেরুজালেমের সম্পর্কে কম বেশি জানি শুধু বিশ্ব মুসলিমরাই নয় খ্রিস্টান থেকে শুরু করে অন্য সকল ধর্মের মানুষের কাছেই জেরুজালেমের খুবই পরিচিত একটি নাম এবং এই নামটি প্রায় প্রতিনিয়ত কোনো না কোনো টিভি চ্যানেলের মাঝে প্রকাশ পায় , কিন্তু জেরুজালেম কে নিয়ে আমরা কতটুকু জানি বা জানার চেষ্টা করেছি এটি বড় প্রশ্ন ,,, আমরা হয়তো কখনো খুঁজে দেখিনি কিন্তু বনি আমিন দেখালেন জেরুজালেমের রাস্তা ঘাট পথে প্রান্তরে ,আমরা হয়তো অনেক ভিডিও পাবো জেরুজালেম নিয়ে কিন্তু কেউ বনি আমিনের মতো দেখাবে না । বনি আমিন এটিও দেখালেন যে সেখানকার স্থানীয় জনগোষ্টির ভিতর কি মনোভাব এবং খ্রিস্টান মেয়েটিকে জিজ্ঞাসা করতে সে আসলে ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করেনি যেমনটি কালকে ছোট বালকটি বলেছিলেন । এগুলো জানা দরকার যে সেখানকার মানুষ কি ভাবে কি চিন্তা করে , বনি আমিন না দেখলে হয়তো এই তথ্য গুলো জানতামই না । ধন্যবাদ আপনাকে , ভালোবাসা রইলো ।
@@raifashima6205 হ্যাঁ,,, আমি বনি আমিনের ভিডিওতে দেখেছি এবং অন্য মাধ্যম থেকেও জানার চেষ্টা করেছি শুধু মাত্র ইহুদি ছাড়া আর কেউ তাদের স্বীকার করে না ।।। দেখা যাক সামনে বনি আমিন আরো কতো কি দেখায় ।।
@@tanvinhasan3485 তবে ইউরোপিয়ান অধিকাংশ খ্রিস্টানরা জায়নবাদি ইসরাইলের পক্ষে। আসলে ভেতরের অনেক ঘটনা বাইরের মিডিয়াতে প্রকাশিত হয় না তাই অনেক সত্য বহির্বিশ্বের মানুষের অজানা থেকে যায়। টুইটারের মাধ্যমে দেখি কিভাবে প্রতিদিন ফিলিস্তিনিদের ঘরবাড়ি দখল করতেছে কিন্তু সনামধন্য মিডিয়াতে সে সব খবর আসে না বললেই চলে। আরব ভূখণ্ডে যেসব খ্রিস্টানরা থাকে ধর্ম ভিন্ন হলেও তারা নিজেদের দেশকে ভালোবাসে। আমি দেখেছি ফিলিস্তিনে বসবাসরত অনেক খৃষ্টানের নাম আরবিতে।
@@raifashima6205 আপনি যথার্থ বলেছেন আর এখানে কিছু রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে আর শেষ জমান পর্যন্ত এই জুলুম নির্যাতন ,হামলা পাল্টা হামলা চলতেই থাকবে এতে কোনো সন্দেহ নেই । পশ্চিমারা মাঝে মাঝে সুর পাল্টালেও তার পর তাদের আর হদিস পাওয়া যায় না সবাই সবার সার্থ দেখে এই দুনিয়াতে । কিন্তু বনি আমিনের ভিডিওতে খ্রীষ্টিয়ান সম্প্রদায় এর তথ্য জেনে আমি এক প্রকার অবাক হয়েছিলাম ।।
ফিলিস্তিনি নাগরিক মুসলিম ক্রিস্টান মিলেমিশে বসবাস করে। এমন দৃশ্যও দেখেছি ফিলিস্তিনের বহু বাসিন্দাদের ঘরবাড়ি হারিয়ে দিনের পর দিন শিশু বৃদ্ধসহ কবরস্থানে থাকতে হচ্ছে!! দিন-দুপুরে কারো বাড়িতে প্রবেশ করে সবকিছু বাইরে ছুড়ে ফেলে বের করে দেয়া হচ্ছে! শিশুদেরকে নির্মমভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এই খবরগুলো ইউরোপের বাইরের মিডিয়াতে আসে না তাহলে কিভাবে ইউরোপের সাধারণ মানুষ বুঝবে ভিতরে কি চলছে। সব ইহুদি যে খারাপ সেটাও নয়। আমি কোন ধর্মের সব মানুষকে খারাপ বলতে রাজি না। কারণ এটাও দেখেছি কিছু অর্থোডক্স ইহুদিও ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে প্লাকার্ড হাতে রাস্তায় নেমেছে। তবে যেহেতু জায়নবাদীরা দলে বেশি তাই তাদেরই জয় হয়। বিশ্ব মিডিয়াতে প্রচারিত হয় যখন কোন ফিলিস্তিনি শিশু ইসরাইল বাহিনীর দিকে পাথর ছুড়ে মারে কিন্তু ওই শিশুর হাতে পাথর উঠার আগ পর্যন্ত তার জীবনের উপর দিয়ে কত নির্যাতন গিয়েছে সেগুলো কি বিশ্ব মিডিয়া প্রচার করে!! তারা শুধু সেই শিশুদের সন্ত্রাসী হিসেবে দেখাতে পারলেই খুশি। ইউরোপে একটা মাত্র দেশ আয়ারল্যান্ড যদিও তারা ক্যাথলিক কিন্তু সেই দেশের সকল মানুষ ইসরাইলের বিরুদ্ধে সব সময় সোচ্চার, আয়ারল্যান্ডের পার্লামেন্টে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে কথা বলা হয়। ফিলিস্তিনিবাসীর দুঃখ দুর্দশা আয়ারল্যান্ড ভালো বুঝতে পারে কারণ তারাও ব্রিটিশদের দ্বারা এভাবে নির্যাতিত হয়েছিল বহু বছর। ইহুদিদের অস্তিত্ব এখন অস্বীকার করার উপায় নেই তাই একমাত্র সমাধান জাতিসংঘ যেভাবে দুই রাষ্ট্র নীতি পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী করে প্রস্তাব পেশ করেছিল সেটা বাস্তবায়ন করা। কিন্তু ইসরাইল পুরো জেরুজালেম চাই! কিছুটা ছাড় সবাইকে দিতে হবে তা না হলে এই দ্বন্দ্ব আরো যুগ যুগ চলতে থাকবে।
Ami ekjon indian but Boni amin nijer desher bodnam gaiye fere aita thik noi Any tym nijer deser gun gaite lage Aro pradhan mantir ekta desh ke represent kore kore te unir bodnam gaite lage na
হাই ভেরনিকা, অনেকদিন পর আপনাকে দেখলাম ফিলিস্তিনির মেয়েটার সাথে ভেরনিকা কে ওদের দেশের মেয়েদের মতই লাগছে। আমার চাওয়া ছিল জাইতুন বাগান দেখতে হয়ত ভেরনিকা আপুর সম্মতি পেলে হয়ত বনি আমিন ভাই আমাদেরকে দেখার সুযোগ করে দিতে পারে।
আরে ফিলিস্তিনের সকল আরব বংশোদ্ভূত খ্রিস্টানরাই প্যালেস্টাইন বলে গর্জন দেয় কারণ নিজের দেশকে ভালবাসবে এটাই তো স্বাভাবিক। এগুলো অনেকেই জানেন না কারণ প্রচারিত হয় না। কিছু মাস পূর্বে আল জাজিরার যে মহিলা সাংবাদিক ইসরাইল বাহিনীর গুলিতে নিহত হলো সেও খ্রিস্টান। কিন্তু তার দোষ ছিল সে ফিলিস্তিনের নাগরিক এবং ইসরাইলের নির্যাতনের বিরুদ্ধে সাংবাদিকতা করত।
Dhanyabad apnake because amra ghare bashe Israel or Palestine er live chabi dekhchi and other countries er Live picture apnar madhyame dekhi and with it sweet sweet kotha gulu antor bhore sune thaki so apnar with family dirgayu kamona korchi . India .
এই ভাবে ফিলিস্তিন দেখতে পারবো! কখনো ভাবিনি, আরো দেখতে চাই আপনার চোখে। সত্যিই অতুলনীয় আপনার ফিলিস্তিন অভিযান।
@@md.mahmudulhasanshimul278 Palestine name er kono Desh Nai
Israel Zindabad aache, Tar ek dike Gaza strip ar ek dike West Bank
এভাবে দেশ দেশান্তর ঘুরে ঘুরে আমাদেরকে দেখাবেন। কারণ কোথাও ঘোরার সামর্থ্য নেই। খুব ভালো লাগলো।
বিস্ময়ের ঘোর কাটছে না!!!সহজ-সরল-সাবলিল ও প্রাঞ্জল বাংলা ভাষায় তাৎপর্যপূর্ণভাবে ফিলিস্তিনের ভিডিও!!! এতে উঠে এসেছে সেখানকার সমাজ-সংস্কৃতি ও রাজনীতির অণুচিত্র।জনাব বনি আমিনের প্রতি নিরন্তর শুভেচ্ছা।
আমাদের এমন একজনের দরকার ছিল যিনি ইসরাইলের ভিডিও করবে।
একমাত্র বনি আমিনের পক্ষে এটা সম্ভব!
স্যালুট বনি আমিন।
আপনার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন কালচার,সংস্কৃতি সম্পর্কে জানতে পারছি।আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক আমিন। লাভ ফ্রম আগ্রাবাদ(চৌমুহনী), বাংলাদেশ 🇧🇩❣️
আপনার ওয়াইফ ভেরনিকা ওনার ভীতরে কি সুন্দর একটা স্নিগ্ধতা আর সরলতা আছে। আমি দোয়া করি ওনার জন্য। উনি সব সময় যেন সুস্থ আর বিপদ আপদ মুক্ত থাকে।
ভালবাসা ভালবাসে শুধুই তাঁকে ভালবেসে ভালবাসায় বেঁধে যে রাখে। একই কাপে /গ্লাসে আপনারা কফি খাচ্ছেন এই দৃশ্যটা আমার মনে ধরেছে।মাশা-আল্লাহ।
ইজরায়েল এর ভেতরের ভিডিও আসলেই কখনো দেখিনি।
ধন্যবাদ বনি আমিন...
অপেক্ষায় রইলাম ✌️♥️💖💝
কৃতজ্ঞতা আপনার প্রতি। দেশে বসে বিভিন্ন
দেশের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি।
Bhai apni emon bhabay keno Kotha bolen.
বনি ভাই,,আপনি বাংলাদেশের গর্ব যিনি প্রথম যে এত সুন্দর করে ইসরায়েল ভিডিও করে দেখালেন,,,,,,,আরো অন্যান্য যায়গা গুলো দেখান,,,,,আর যশোর থেকে ভালোবাসা সবসময়,,,,,, আল্লাহ আপনাকে হেফাজত করুক,,,আমিন,,,,,,❤️💚❤️💚
আলহামদুলিল্লাহ ঃ প্রিয় ভূমি দেখে মুগ্ধ হলাম। ঢাকা, বাংলাদেশ থেকে।।
অনেক দিন ধরে আশা করছিলাম দাদা সারা বিশ্ব ঘুরে ভিডিও করেন কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো দেশের দেখতে পাই না । আজ সে আশা পূরণ হল ধন্যবাদ প্রিয়দাদা দীর্ঘজীবি হোন সুখে থাকুন ।
আল্লাহ যেরোজালেমের মুসলিমদের হেফাজত করুন আমিন।
এইযে খ্রীষ্টান মেয়েটা যে তার দেশ ফিলিস্তিন এতোবার বললো তাকে হেফাজত করবে না?
মহান আল্লাহ, ইহুদিদের কবল থেকে, মুসলমানদের রক্ষা করুন।
আপনার জন্ম সংযুক্ত পাকিস্তানের করাচী নগরীতে।
Uighorer Chinese Army theke Muslim der ke bachabe
আহা কতদিন অপেক্ষা করেছি. এই ইসরায়েল এপিসোড দেখব বলে। ধন্যবাদ স্যার আপনাকে ❤
সত্যিই অসাধারণ স্যার, আপনার জন্য আমরা বিশ্বের পরিস্থিতি এবং ইতিহাস সম্পর্কে জানতে পারছি..
ভাই আমি যেহেতু মুসলিম সেহেতু মুসলিম মেয়েদের সুন্দর বলবো। আল আকসা মসজিদের ভিতর টা দেখতে চাই। ভাই ভাবি দু জনকেই ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই রাখলাম আল্লাহ পাক যেন ভালো রাখেন আমিন।
Vodai ki r gase dhore
ঐ মেয়টি খ্রিস্টান। মুসলিম নয়
আরবি ও ইসরাইল কে বেশি সুন্দর এখানে মুসলিম বলে ধর্মকে টেনে আনছেন।
তাহলে অমুসলিম মেয়েদের বিয়ে করার জন্য ছটফট কেনো।
এই ভিডিওতে মত প্রকাশ করা মুসলিম মেয়ে কোথায় পেলেন? যে মেয়েটি বলল প্যালেস্টাইন তার দেশ সে খ্রিস্টান। বাংলাদেশে যেমন হিন্দুরা বসবাস করে প্যালেস্টাইনেও খ্রিস্টান আছে, অনেক খ্রিষ্টান আরবিতেও কথা বলে। তারা ইসরাইলকে স্বীকার করে না।
হে আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করুন আমিন আল্লাহ পাক
@@emdadulhaque7015 Palestine name er kono Desh Nai
Israel Zindabad aache, Tar ek dike Gaza strip ar ek dike West Bank
বনি আমিন স্যার, আপনি অনেক সৌভাগ্যবান, আপনি ঐতিহাসিক পবিত্র নগরীতে গিয়েছেন,আপনার স্মার্ট,ভিন্নরকম উপস্থাপনা আমাকে মুগ্ধ করে দেয়,নোয়াখালী থেকে,আপনি নোয়াখালীর গর্ব
এই খ্রিষ্টান মেয়েটি ও তার দেশপ্রেম খুবই ভালো লাগল।
প্যালেস্টাইনে এমন অগণিত দেশ প্রেমিক খ্রিস্টান আছে যারা নিজেদেরকে ফিলিস্তিনি ভাবতে গর্ববোধ করে। যাদের খবর মিডিয়াতে আসে না।
স্যার আপনার বিস্ময়কর প্রতিটি ভিডিও সত্যি শিক্ষনীয়, আপনাকে অনেক ধন্যবাদ।
Absolutely amazing. Thank you for sharing ❤
ইজরাইলের এমন অপ্রকাশিত ভিডিও কেউ কখনো দেখাতে পারেনি যা বনি আমিন করে দেখিয়েছেন। অএনক ভালো লাগছে। ধন্যবাদ।
Assalamu alaikum. Boni Amin bhai. Program ti khub sundur laglo. Apnader ke donnobad. Thanks.
স্যার, অসাধারণ জীবন সঙ্গী ❤️
বনি দার ভিডিও দেকি ভালো লাগে আমি কোনো মন্তব্য করিনি আজ আমি উনার প্রতি সম্মান রেখে প্রতি বাদ করতেসি উনি ভিডিও তে লেখছেন উনার স্ত্রী বাংলাদেশের নিরযাতিত সংখ্যা লগো আমার জানামতে ভারতের মুসলিম থেকে বাংলাদেশর সংখ্যা লগো অনেক অনেক নিরাপদ আসে ধন্যবাদ
মুসলিম হিসেবে আপনার ঈমান শক্তিশালী। জাজাকাল্লাহ ভাই
what a jock 😆😆😆😆😆😆😆😆😆
Nice joke😂😂🤣🤣
😆😆
আচ্ছালামু আলাইকুম বনি আমিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আপনার মাধ্যমে দেখতে পেলাম কিছু গুরুত্বপূর্ণ জাইগা,,,একমাত্র বনি আমিন ভাই পাড়ে জিবনের ঝুঁকি নিয়ে হাতে কলমে তুলে ধরতে বিশ্বের নানান ধরনের অসংগতি ভিডিও ফুটেজ গুলি ।।ধন্যবাদ আরো একবার ভাবী কে সহ।ভালো থাকবেন আজীবন যূগ যূগ দরে আপনাদের অটুট বন্দন।।শুভ কামনা রহিল ।।
জীবন্ত ভিডিও! ইসরায়েল- প্যালেস্টাইন খুবই সুন্দর দেশ! কিন্তু আমাদের যাওয়ার সুযোগ নাই। যাহোক শুভকামনা অনিঃশেষ আপনার জন্য।
আমি এই ভিডিও এর জন্য অপেক্ষায় ছিলাম দাদা
ফিলিস্তিন,,,, সকল মুসলিম দের কে ভালোবাসি
@@travelwithrakib2719 Palestine name er kono Desh Nai
Israel Zindabad aache, Tar ek dike Gaza strip ar ek dike West Bank
ভাই আমি চট্টগ্রামের রাউজান নোয়াপাড়া থেকে বলছি আপনি চট্টগ্রামের কোন জায়গায়
আমিন ভাই ইসরাইলের নাম নেবেন না মুসলমানদের কাছে ইসরাইলের কোন দেশ নেই আই লাভ ফিলিস্তিন 💖💖💖💖
Thanks ❤❤
Vodai Quran a boni Israel-go bhumi/desher ullekh ache eita jana ache tomar chandu
ইসরায়েল অনেক মুসলিম ছেলের নাম আছে।
ইসরাইল আমাদের এক নবীর নাম। তাই নামে খারাপ কিছু নেই। আর ফিলিস্তিনে বসবাসকারি আরবীয় মুসলিম খ্রিস্টান সবার কাছেই ফিলিস্তিন তাদের জীবন, তারা নিজের দেশকে ভালোবাসে। শুধু মুসলিম না ফিলিস্তিনের খ্রিষ্টানরাও দখলদার ইসরাইলকে তাদের দেশ মানে না। কয়েক মাস পূর্বে শিরীন আবু আখলে নামে একজন খ্রিস্টান মহিলা সাংবাদিক নিহত হয় ইসরাইল সেনাবাহিনীর শুটে। সেও নিজের দেশের জন্য জীবন দিয়ে গেল। আর ফিলিস্তিনের মুসলিমরা তো প্রতিদিন জীবন দিচ্ছে।
ধন্যবাদ
Thank you so much Mr. Boni amin 🙏
Unbelievable! এই সমস্ত স্থান ভ্রমণ এবং ভিডিও করা বাংলাদেশীদের জন্য very difficult .এটা শুধু বনি আমিনের দ্বারাই সম্ভব ।
না বুজে কথা বলেন কেনো? বাংলাদেশী কেউ কেউ যদি এখানে যেতে ইসরায়েল মিস্টি দিয়ে গ্রহণ করবে কিন্তু মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকেই তো আমরা স্বীকার করছিনা কেনোনা তারা সন্ত্রাসী দখলদার রাষ্ট্র, তাদের সাথে আমাদের সাথে কোন কূটনীতিক সম্পর্ক নাই, সেখানে যাবোই বা কেনো? এখানে বনি আমিন সাহেবকে নিয়ে অহংকার করার কিছু নেই, তবে ওনার ব্লগ ভালো লাগে বিভিন্ন কারনে।
He is not Bangladeshi he is officially Australian
Really . Why you say this . ..are you going in there . The defense of Israeli don't allow you or anyone ...
Why you people tell this type of talk ....
Not easy or baned or not allow .....
In this world just some of area or places has not to do anything.....other side all of place has right to everyone can do anything.
oi sala ekta kafer
উনি অস্ট্রেলিয়ান পাসপোর্টধারী এজন্য ওনার কোনো সমস্যা নেই।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম।
অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল।
ধন্যবাদ, আপনার মাধ্যমে মসজিদ আল আকসা বিষয়ে অনেক অনেক জানতে পাইলাম।
আস সালামু আলাইকুম।
ভাইয়া মানুষের হাসি এত সুন্দর হয় কিভাবে!!!
Excilent video বনি দাদা from India
সুন্দরী তে মন ভুলে না মন ভুলে গুনে। জাতের মেয়ে কালো ভালো বা জাতের মানুষ কালো ভালো নদীর পানি ঘোলা ভালো। এটাই চিরো সত্য কথা। মিথ্যা সাজিয়ে দিবেন না প্রানে ব্যাথা।কারণ সুন্দরের ভিতরে অনেক অ সুন্দর লুকিয়ে থাকে#
Esrail er ai rokom ekta darun video ( Rare) deyer jonno Boni Amin k donnobad. Esrail er r o video chai priyo Boni Amin.
আপনি কেমন আছেন ভাইজান? আপনার জন্য শুভকামনা?
বনি আদম আপনার ভিডিও চমৎকার।👍👍👍🌹🌹🌹🇧🇩🇧🇩
কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হল কারো মনে ভালোবাসা সৃষ্টি করা
আই লাভ ইউ বনি আমিন
স্যার আপনার ভিডিওগুলো অনেক সুন্দর। ভিডিও দেখার জন্য অনেক অপেক্ষায় থাকি। আপনি ossam স্যার
আমরা সকলেই জেরুজালেমের সম্পর্কে কম বেশি জানি শুধু বিশ্ব মুসলিমরাই নয় খ্রিস্টান থেকে শুরু করে অন্য সকল ধর্মের মানুষের কাছেই জেরুজালেমের খুবই পরিচিত একটি নাম এবং এই নামটি প্রায় প্রতিনিয়ত কোনো না কোনো টিভি চ্যানেলের মাঝে প্রকাশ পায় , কিন্তু জেরুজালেম কে নিয়ে আমরা কতটুকু জানি বা জানার চেষ্টা করেছি এটি বড় প্রশ্ন ,,, আমরা হয়তো কখনো খুঁজে দেখিনি কিন্তু বনি আমিন দেখালেন জেরুজালেমের রাস্তা ঘাট পথে প্রান্তরে ,আমরা হয়তো অনেক ভিডিও পাবো জেরুজালেম নিয়ে কিন্তু কেউ বনি আমিনের মতো দেখাবে না । বনি আমিন এটিও দেখালেন যে সেখানকার স্থানীয় জনগোষ্টির ভিতর কি মনোভাব এবং খ্রিস্টান মেয়েটিকে জিজ্ঞাসা করতে সে আসলে ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করেনি যেমনটি কালকে ছোট বালকটি বলেছিলেন । এগুলো জানা দরকার যে সেখানকার মানুষ কি ভাবে কি চিন্তা করে , বনি আমিন না দেখলে হয়তো এই তথ্য গুলো জানতামই না । ধন্যবাদ আপনাকে , ভালোবাসা রইলো ।
ফিলিস্তিনি খ্রিস্টানদের সম্পর্কে অধিকাংশ মানুষ জানে না। ওখানকার খ্রিস্টানদের প্রধান চার্চের যে যাজক সে নিজেও ইসরাইলকে স্বীকার করে না।
@@raifashima6205 হ্যাঁ,,, আমি বনি আমিনের ভিডিওতে দেখেছি এবং অন্য মাধ্যম থেকেও জানার চেষ্টা করেছি শুধু মাত্র ইহুদি ছাড়া আর কেউ তাদের স্বীকার করে না ।।। দেখা যাক সামনে বনি আমিন আরো কতো কি দেখায় ।।
@@tanvinhasan3485 তবে ইউরোপিয়ান অধিকাংশ খ্রিস্টানরা জায়নবাদি ইসরাইলের পক্ষে। আসলে ভেতরের অনেক ঘটনা বাইরের মিডিয়াতে প্রকাশিত হয় না তাই অনেক সত্য বহির্বিশ্বের মানুষের অজানা থেকে যায়। টুইটারের মাধ্যমে দেখি কিভাবে প্রতিদিন ফিলিস্তিনিদের ঘরবাড়ি দখল করতেছে কিন্তু সনামধন্য মিডিয়াতে সে সব খবর আসে না বললেই চলে। আরব ভূখণ্ডে যেসব খ্রিস্টানরা থাকে ধর্ম ভিন্ন হলেও তারা নিজেদের দেশকে ভালোবাসে। আমি দেখেছি ফিলিস্তিনে বসবাসরত অনেক খৃষ্টানের নাম আরবিতে।
@@raifashima6205 আপনি যথার্থ বলেছেন আর এখানে কিছু রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে আর শেষ জমান পর্যন্ত এই জুলুম নির্যাতন ,হামলা পাল্টা হামলা চলতেই থাকবে এতে কোনো সন্দেহ নেই । পশ্চিমারা মাঝে মাঝে সুর পাল্টালেও তার পর তাদের আর হদিস পাওয়া যায় না সবাই সবার সার্থ দেখে এই দুনিয়াতে । কিন্তু বনি আমিনের ভিডিওতে খ্রীষ্টিয়ান সম্প্রদায় এর তথ্য জেনে আমি এক প্রকার অবাক হয়েছিলাম ।।
ফিলিস্তিনি নাগরিক মুসলিম ক্রিস্টান মিলেমিশে বসবাস করে। এমন দৃশ্যও দেখেছি ফিলিস্তিনের বহু বাসিন্দাদের ঘরবাড়ি হারিয়ে দিনের পর দিন শিশু বৃদ্ধসহ কবরস্থানে থাকতে হচ্ছে!! দিন-দুপুরে কারো বাড়িতে প্রবেশ করে সবকিছু বাইরে ছুড়ে ফেলে বের করে দেয়া হচ্ছে! শিশুদেরকে নির্মমভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এই খবরগুলো ইউরোপের বাইরের মিডিয়াতে আসে না তাহলে কিভাবে ইউরোপের সাধারণ মানুষ বুঝবে ভিতরে কি চলছে। সব ইহুদি যে খারাপ সেটাও নয়। আমি কোন ধর্মের সব মানুষকে খারাপ বলতে রাজি না। কারণ এটাও দেখেছি কিছু অর্থোডক্স ইহুদিও ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে প্লাকার্ড হাতে রাস্তায় নেমেছে। তবে যেহেতু জায়নবাদীরা দলে বেশি তাই তাদেরই জয় হয়। বিশ্ব মিডিয়াতে প্রচারিত হয় যখন কোন ফিলিস্তিনি শিশু ইসরাইল বাহিনীর দিকে পাথর ছুড়ে মারে কিন্তু ওই শিশুর হাতে পাথর উঠার আগ পর্যন্ত তার জীবনের উপর দিয়ে কত নির্যাতন গিয়েছে সেগুলো কি বিশ্ব মিডিয়া প্রচার করে!! তারা শুধু সেই শিশুদের সন্ত্রাসী হিসেবে দেখাতে পারলেই খুশি। ইউরোপে একটা মাত্র দেশ আয়ারল্যান্ড যদিও তারা ক্যাথলিক কিন্তু সেই দেশের সকল মানুষ ইসরাইলের বিরুদ্ধে সব সময় সোচ্চার, আয়ারল্যান্ডের পার্লামেন্টে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে কথা বলা হয়। ফিলিস্তিনিবাসীর দুঃখ দুর্দশা আয়ারল্যান্ড ভালো বুঝতে পারে কারণ তারাও ব্রিটিশদের দ্বারা এভাবে নির্যাতিত হয়েছিল বহু বছর। ইহুদিদের অস্তিত্ব এখন অস্বীকার করার উপায় নেই তাই একমাত্র সমাধান জাতিসংঘ যেভাবে দুই রাষ্ট্র নীতি পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী করে প্রস্তাব পেশ করেছিল সেটা বাস্তবায়ন করা। কিন্তু ইসরাইল পুরো জেরুজালেম চাই! কিছুটা ছাড় সবাইকে দিতে হবে তা না হলে এই দ্বন্দ্ব আরো যুগ যুগ চলতে থাকবে।
খুবই ধন্যবাদ আপনাকে ভিডিও করার জন্য।
জারা ভালো মনের মানুষ তারা কখনো মিথ্যার সৃকৃতি দেননা
ফিলিস্তিন সংখ্যালঘু খ্রিস্টানদেরও দেশ। আরব দেশের খ্রিস্টানরা ইসরাইলকে ঘৃণা করে।
Awesome. খুবই ভালো লাগল।
মেয়েটি সত্যিকার দেশপ্রেমিক ❤❤
এটাই স্বাধীন ভাষার মানুষ
Thanks 👍 for your nice video,
আল্লাহ মুসলমান দের সাথে আছে ইনশাআল্লাহ
ইসরাইলের একটা বাল ও ছিঁড়তে পারল না মুসলমান,,?!
This a milestone video , no doubt. Nobody dared to make such a video on Israel except BONI AMIN !!!!!! Bravo BONI AMIN !!!!!
ভালো কিছু আশা করছি আপনার থেকে বরাবরের মত।গতানুগতিকতার বাইরে।
Opurbo. We learn a lot from you..a bird's eye view..and detail..on the spot..view..
ইনশাআল্লাহ আল আকসা মসজিদকে জীবন দিয়ে হলেও রক্ষা করবো 🤲☝️
@@অপ্রিয়সত্য-দ৪ধ তুই কী মালু? 😡
যতোসব, ইসলামীক পাঁঠা 😜🤩
মোল্লার দৌড় ইউটিউব কমেন্ট আর ওয়াজ অব্দি। ওদিকে ইসরাইল পোড মেরে খাল করে দিচ্ছে😂
@@sanjibdhar7068 গোবৎস 🐄💩🇮🇳
বাল করবেন। বসে বসে কমেন্ট করা ছাড়া আর কিছু করতে পারবেন না 😆😆
আপনার মাধ্যমে অনেক কিছু দেখতে বুঝতে পারি
অভিবাসী অস্ট্রেলিয়ানদের মানুষ চিনে নেয় , ঢোল পিটিয়ে বলার দরকার নাই ।
😂
Ami ekjon indian but
Boni amin nijer desher bodnam gaiye fere aita thik noi
Any tym nijer deser gun gaite lage
Aro pradhan mantir ekta desh ke represent kore kore te unir bodnam gaite lage na
@@aminurrahman4566 Bani Amin bhai thik ase tr dik diye bujhlen
@@aminurrahman4566R8
😅😊
খুব সুন্দর খুব সুন্দর দেখে পরানটা ভরিয়ে গেল।
ফিলিস্তানের একটা গান লাগালেই..যে দেশ ভ্রমণ করবে সেই দেশের গান দেওয়ার অনুরোধ রইলো
বনি আমিন কে আজ থেকে মামা বলে ডাকবো ইসরাইল সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম উনার জন্যই
বন্ধু আমিন, তোমাকে সাহসী কন্ঠের উপাধি দেয়া হোক তোমার সাহস আছে😅
ঐতিহাসিক নগরী।আরো দেখতে চাই।খুব ভালো লাগলো।
ইজরায়েল বলতে কোন দেশ নাই। শুধু ফিলিস্তিন
😂😂😂
Abal
নিজের কোরআন কে অস্বীকার করা মুসলিম 😂
Palestine namer na Map a ar bastobe kono Desh nai
বাড়িতে জানেনি?
অসাধারন ভিডিও, অনেক অনেক ধন্যবাদ,
ভালবাসা রহিল আপনার জন্য ♥️♥️♥️একটা রিপ্লে পাব কি?
I also love my dear brother Boni Amin & Sister in law Veronica. I watch regular your video.
mashaaAllah very good onak sundor so nice
হাই ভেরনিকা, অনেকদিন পর আপনাকে দেখলাম ফিলিস্তিনির মেয়েটার সাথে ভেরনিকা কে ওদের দেশের মেয়েদের মতই লাগছে। আমার চাওয়া ছিল জাইতুন বাগান দেখতে হয়ত ভেরনিকা আপুর সম্মতি পেলে হয়ত বনি আমিন ভাই আমাদেরকে দেখার সুযোগ করে দিতে পারে।
Yes we did the video on olive orchard but you have to wait for it
@@BoniAmin Thank you Boni vai and my dear Veronica.
@@BoniAmin স্যার আপনার বাড়ি হাতিয়ার কোন জায়গায়। আমার বাড়ি ও হাতিয়ায়।
You vedioes are always umique.. Keep up the Good Works.. May Allah bless you
এটা ভুল যে আপনিই প্রথম গেছেন, এর আগেও একজন গেছে তার ভিডিও দেখছিলাম, তবে আরও কতজন গেছেন তা জানা নেই, তবে আপনিই প্রথম নন🙏!
হাতিয়া থেকে বনি আমিন-ই প্রথম ও একমাত্র
রেয়ার ভিডিও। অনেক অনেক ধন্যবাদ ভাই।
ফিলিস্তিনে শান্তি নিরাপত্তা নিশ্চিত হোক
Absolutely beautiful ❤️❤️❤️ Thanks for you
এরা কিসের সিকরটি এরাই আসল সন্ত্রাষ
মাদরাসা ছাপ জঙ্গিদের কেলিয়ে কাবা পাঠায়😂
@@Souvik-v7v 🐄💩💩💩🇮🇳
আর যাই হোক মাদ্রাসার মূর্খ না এরা
এর আগেও এক বাঙালি ভাইয়ের ভিডিও দেখেছি। আপনিই প্রথম নন
Love for this christian girl ❤️❤️❤️
অবশ্যই অপেক্ষায় থাকলাম
ভাইয়া এটা ইসরাইলের রাজধানী নয় এটা ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম ভুল তথ্য দিবেন না
জিনা। ইসরাইলের অফিসিয়াল রাজধানী হলো জেরুজালেম। ভুল তথ্য আপনি দিচ্ছেন। বনি আমিন ঠিক তথ্যই দিয়েছে। আপনার আবেগ আপনি পকেটে রেখে আসেন
বনি আমিন ভাই আমি প্রতিদিন আপনাকে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে আপনার অনুষ্ঠান দেখি
খৃষ্টান যে মেয়েটা বার বার প্যালেসটাইন বলে গর্জন দিচ্ছিল আল্লাহ ওরে ইসলামে কবুল করুক
আরে ফিলিস্তিনের সকল আরব বংশোদ্ভূত খ্রিস্টানরাই প্যালেস্টাইন বলে গর্জন দেয়
কারণ নিজের দেশকে ভালবাসবে এটাই তো স্বাভাবিক। এগুলো অনেকেই জানেন না কারণ প্রচারিত হয় না। কিছু মাস পূর্বে আল জাজিরার যে মহিলা সাংবাদিক ইসরাইল বাহিনীর গুলিতে নিহত হলো সেও খ্রিস্টান। কিন্তু তার দোষ ছিল সে ফিলিস্তিনের নাগরিক এবং ইসরাইলের নির্যাতনের বিরুদ্ধে সাংবাদিকতা করত।
ধন্যবাদ, চট্টগ্রাম থেকে
Thanks Boni Amin sylheti Bangladeshi uk
আসসালামু আলাইকুম বনি আমিন ভাই আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগলো
Great thank you so much
Assalaulaikum.apni Chittagong ar???
বনি আমিন মানেই অসাধারণ কিছু একটা দেখতে পাওয়ার নাম। ফিলিস্তিন জনগণের পাস্বে বাংলাদেশ ছিলো আছে এবং থাকবে অনন্তকাল। 🏵️🏵️🏵️
বনি আমিন বাংলাদেশের গর্ব।ভালো থাকুন সর্বদা।
Boni Amin really a happy man. Gives heart touching feelings.
আপনার জন্য দোয়া এবং ভালবাসা
Dhanyabad apnake because amra ghare bashe Israel or Palestine er live chabi dekhchi and other countries er Live picture apnar madhyame dekhi and with it sweet sweet kotha gulu antor bhore sune thaki so apnar with family dirgayu kamona korchi . India .
Thanks for nice content making
দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকবেন।
Great Documentary
Boni Amin Sir you are really a great
ধন্যবাদ বনি আমিন।
Both are sweet❤. Love from India 🇮🇳
thank you very much sir.
So beautiful really you are brave.
খুব ভালো লাগলো 💞 অভিনন্দন বনি ভাই ভেরেনিকা ভাবি নেপথ্যের গজল টি অসাধারণ 🙏💞
Thanks Boni Amin vhi
Very good documentary