Lilaboti | Bangla Eid Natok 2020 | Mahfuz Ahmed | Joya Ahsan | Humayun Ahmed | Channel i TV

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 323

  • @konockvlog2001
    @konockvlog2001 2 роки тому +5

    সত্যিই লেখকের অনেক ক্ষমতা,যে সে তার লেখনির মাধ্যমে দর্শকদের যেমন সুন্দর হাসাতে পারেন ,আনন্দ দিতে পারেন তেমনি নিধারুন ভাবে কাঁদাতে পারেন,একটা সমান আনন্দ -বেদনা দিতে পারেন।‘লীলাবতি‘ নাটকে মাহফুজ,জয়া,মনিরা মিঠু,চ্যালেন্জার সহ সকলের অভিনয় দারুন ছিলো।শাওনের পরিচালনাও সুন্দর ।হুমায়ুন আহমেদের এমন অসমাপ্ত কাজ গুলি এখন ও যদি এ প্রজন্মের কাছে দিতে পারতো খুবই ভালো হতো।❤❤

  • @NAZRULISLAM-wq2nh
    @NAZRULISLAM-wq2nh 2 роки тому +5

    যখন বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম তখন আমি নিজেই চিৎকার করে উঠলাম ।আমার অন্তরে সত্য দাগ লেগেছে ।

  • @universalteachinghome3464
    @universalteachinghome3464 4 роки тому +31

    হুমায়ুন আহমেদ স্যারের প্রতিটি নাটক দেখার পর চোখের কোণে ২ ফোঁটা জল জমা হয় ।। অন্তরের গভীর থেকে দোয়া রইল স্যারের জন্য। ওপারে ভালো থাকুন।

  • @swapnaganguly2072
    @swapnaganguly2072 4 роки тому +43

    গল্পটি পড়ে খুব আবেগাপ্লুত হয়েছিলাম। লীলাবতীর আগমনের সম্ভাবনাতে এক নবীনা মায়ের আনন্দ , তার মৃত্যুতে মায়ের ও পরিজনের বেদনা আমার প্রিয় সাহিত্যিকের সংবেদনশীল কলমে জীবন্ত হয়ে উঠেছিলো। ছবিতে লীলাবতীর বেঁচে থাকার ঘটনা ও খুব সুন্দর। আসলে লীলাবতী তো সত্যিই বেঁচে ছিলো তার বাবার মনে,তার মায়ের স্বপ্নের মাঝে। ছবিটির পরিচালনা খুব সুন্দর।জয়া আহসান এর অভিনয় ও চমৎকার। শাওন, আমি আপনার একজন গুনমুগ্ধ । আপনি যে আমার প্রিয় সাহিত্যিকের অত্যন্ত আপনজন, শুধু সেই জন্য ই নয়, আপনার গান, অভিনয় ও মানসিক দৃঢ়তা আমাকে মুগ্ধ করেছে। বয়সের দিক থেকে আমি অনেকটাই বড়ো। আমি কি আপনাকে আমার একজন ছোট বোন বলে মনে করতে পারি?

    • @rowshonara8554
      @rowshonara8554 4 роки тому +3

      উপন্যাসটির নাম কি একটু বলতে পারবেন..?
      কারণ আমি যে লীলাবতী উপন্যাস পড়েছি তার সাথে এর কোনো মিল নেই।

    • @psychopeoples4384
      @psychopeoples4384 4 роки тому +4

      @@rowshonara8554 এটা উপন্যাস লীলাবতী না আত্নজীবনির মতো হুমায়ুন স্যারের যে লেখাগুলো আছে তার মধ্যে লীলাবতী নামে একটা গল্প আছে, আমার ঠিক মনে নাই বইটার নাম😑

    • @psychopeoples4384
      @psychopeoples4384 4 роки тому +2

      @@rowshonara8554 মনে পড়েছে বইটার নাম "লীলাবতীর মৃত্যু"

    • @AnwarHossain-wb6xk
      @AnwarHossain-wb6xk Рік тому

      @@rowshonara8554 ata lilaboti oponnas na

  • @shiblysadik3496
    @shiblysadik3496 3 роки тому +22

    হুমায়ূন-শাওন দম্পতির জীবন থেকে নেয়া এই নাটক। লীলাবতী পৃথিবীতে আসার কিছুদিন পূর্বে মারা গিয়েছিল। নিজেরা সীমাহীন কষ্টে ভেসেছিলেন বলেই দর্শকদেরকেও কাঁদালেন। লেখকের সীমাহীন ক্ষমতা বলেই আনন্দেও কাঁদাতে পারেন, করলেনও তাই। রূপালী পর্দার আজব করিগর হুমায়ূন আহমেদ।

  • @sumantaadhikary8561
    @sumantaadhikary8561 4 роки тому +27

    ভারত থেকে বলছি। (১) অসাধারন জয়া। (২) শশুৱমশাই হো তো এইসা। (৩) Background এ " এক চতু´ৱনা বড়ি হুশিয়ার " গানটিৱ music খুবই উপযোগী। - thanks for all actors and actresses -

  • @exceptionalprince3567
    @exceptionalprince3567 2 роки тому +4

    হুমায়ুন আহমেদ স্যারের নাটক মানেই
    এক অন্য রকম অনুভূতি, অদৃশ্য এক
    ভালো লাগা দোয়া করি উনি যেন
    অপাড়ে ভালো থাকেন।

  • @shameemahmed5909
    @shameemahmed5909 Рік тому +1

    স্যার যখন বেঁচে ছিলেন তখন আমি অনেক ছোট টিভিতে স্যারের নাটক মুভি দেখতাম তখনতো নাটক মুভি তেমন বুঝতাম না তবুও টিভি না দেখে একটা দিনও কাটতো না কিন্তু ৭/৮ বছর গত স্যারের সবগুলো নাটক দেখে ফেলেছে অলরেডি তারপর থেকে স্যারকে জানা অসম্ভব ভালোবাসি এবং মিস করি স্যারকে একটা মানুষের মাঝে যে কতরকম টেলেন্ট থাকতে পারে স্যারের কাজগুলো না দেখলে বুজতেই পারতাম না

  • @HumayunKabir-ek2ij
    @HumayunKabir-ek2ij 4 роки тому +14

    মাহফুজ +জয়া, মাহফুজ+তারিন এবং মাহফুজ +অপি করিম বাংলা নাটকের অন‍্যতম সফল ও সেরা জুটি।

    • @jaydeepchatterjee6471
      @jaydeepchatterjee6471 2 роки тому +1

      💯true ❤️ They all are brilliant actor & actresses ❤️No one can beat them ❤️.....gratitude from 🇮🇳 Ranchi 💞

  • @Sazia_Cooking_Creativity
    @Sazia_Cooking_Creativity 4 роки тому +8

    লীলাবতী ❤❤
    আমার ও একটা লীলাবতী আছে,
    যেমনটা হুমায়ুন আহমেদ স্যার তার গল্পে অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন ।
    নাটকের প্রত্যেক টা চরিত্র আমার খুব পছন্দের ।
    সব মিলিয়ে
    ভালো লাগলো,
    (লেখকের অনেক ক্ষমতা, বাচ্চা টা কে বাচিঁয়ে তুলেছে, বাস্তবে লীলাবতী মারা গিয়ে ছিল)
    শেষের এই কথাটা বাদ দেয়া উচিত ছিল

  • @AbdulMannan-bm4th
    @AbdulMannan-bm4th 4 роки тому +27

    এখন কার নতুন নাটকের চাইতে আগেরকার পুরান নাটক গুলো কত সুন্দর,এক বার দেখলে বার বার দেখতে ইচ্ছা করে।অসাধারণ

  • @Bikewalamunna
    @Bikewalamunna 4 роки тому +22

    দুইটা দৃশ্যে জয়ার কান্না করা এবং দুইটা দৃশ্যেই নিজের কান্না ধরে রাখা টাফ!কি অসম্ভব সুন্দর নির্মাণ! ❤

  • @monirulislam8187
    @monirulislam8187 3 роки тому +6

    হুমায়ুন আহমেদ স্যারের দৃষ্টিতে সব কাজের মেয়েরাই
    1: বেশি কথা বলে
    2: সব বিষয়েই পাকনামি করে
    3: একজনের কথা আরেকজনকে বলে বেড়ায়
    4: মাশাল্লাহ উপরের সব ক'টি

  • @robinroni1391
    @robinroni1391 2 роки тому +4

    সন্তান পেটে নড়লে অনেক সময় ধরলে মনে হয় তার কচি হাত বা পায়ে বুঝি ধরেছি,সে কি সর্গীয় অনুভূতি।আল্লাহ পাক সবাইকে সেই আনন্দ দিন।আমিন।সবার অভিনয় খুব সুন্দর হয়েছে।আর পরিচালনা সে তো তুলনা হয় না।

  • @pervejmunshi6
    @pervejmunshi6 4 роки тому +7

    আমার মতো কঠিন হৃদয়ের মানুষের চোখ টল মল করছে । সেলুট স্যার । 😭😭😭

    • @pervejmunshi6
      @pervejmunshi6 4 роки тому +2

      উপন্যাস টা যতটা না ভালো লেগেছিলো । তার কোনো কমতি এই নাটকে নেই। আবারও সেলুট স্যার ভালো থাকবেন পরপারে

  • @aratimunshi4669
    @aratimunshi4669 3 роки тому +4

    অপূর্ব মাহফুজ ও জয়া। প্রনাম হূমায়ূন মহাশয়।🙏🙏🙏🙏🙏

  • @shahedhossain1157
    @shahedhossain1157 2 роки тому +3

    আল্লাহ্ তায়ালার উশেস মেহেরবানি জে আল্লাহ লিলাবতিকে পাঁন বাছিয়ে দিয়েছে,,,Thanx god

  • @shikhaakter6352
    @shikhaakter6352 Місяць тому

    চোখের পানি ধরে রাখতে পারলাম না।একজন মা কত কষ্ট করে একটা সন্তানের জন্য।

  • @shohanurrahman2547
    @shohanurrahman2547 2 роки тому +2

    "চোখে প্রায় জ্বল চলে এসেছিল"
    কি দারুণ কেমিস্ট্রিতে নাটকটি তৈরি করা।

  • @mstistiya433
    @mstistiya433 2 роки тому +3

    "বাস্তবে কুসুমের লীলাবতী মারা গিয়েছিল"।....নাটকের শেষে লিখাটা দেখে কেন জানিনা মনটা খুব খারাপ হয়ে গিয়েছে,মনের মধ্যে অজানা একটা কষ্ট অনুভব হচ্ছে......

    • @Rimi3632
      @Rimi3632 Рік тому

      Ai lilaboti Humayun sir r Shawon er unborn daughter. O mara giyecilo. Tara nam rekhecilo lilaboti.

  • @dishaalam503
    @dishaalam503 2 роки тому +2

    আহা...... 💗💓💙💚💛🧡💖
    কি চমৎকার।
    কি অপরূপ সৃষ্টি হুমায়ুন আহমেদ স্যারের

  • @shameemahmed5909
    @shameemahmed5909 Рік тому +1

    প্রেমিক-প্রেমিকার ভালোবাসায় অর্থ অনুপস্থিত থাকে স্বামী-স্ত্রীর সংসারে অর্থ উপস্থিত থাকতে হবেই একদম বাস্তব এবং অপ্রিয় সত্যি কথা এটা

  • @afsinsultanaami7916
    @afsinsultanaami7916 4 роки тому +17

    উৎসর্গ
    কন্যা লীলাবতীকে
    মা লীলাবতী! নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।
    -হুমায়ুন আহমেদ স্যার♥

    • @niazemon5485
      @niazemon5485 4 роки тому +1

      নিচের চরণখানি রবীন্দ্রনাথের একটা গানের থেকে নেওয়া।

  • @receptaiyyiperdoganssuppor1719
    @receptaiyyiperdoganssuppor1719 4 роки тому +2

    সত্যিই অসাধারণ বলার ভাষা নেই। আমরা এমন অভিনেতা অভিনেত্রির নাটক দেখতে চাই। এমন নাটক বর্তমানে নেই বললেই চলে। চোখে পানি ধরে রাখতে পারিনি অসাধারণ।

  • @সৈয়দনোমান
    @সৈয়দনোমান 3 роки тому +5

    মরহুম হুমায়ূন স্যার বেঁচে থাকবেন তার সৃষ্টিতে ও আমাদের হৃদয়ে।

  • @HalimaKhatun-nt2lf
    @HalimaKhatun-nt2lf 3 роки тому +21

    নাটকটা যখন দেখছি তখন আমি নিজে একজন নিঃসন্তান। এই নাটক টা দেখলেই কান্না আটকাতে পারিনা কোনভাবেই। তারপরেও বার বার নাটক টা দেখি।।। আরও অনেক বার দেখবো হয়তো আর কাদবো।

    • @MdMasum-xh1fz
      @MdMasum-xh1fz 2 роки тому +1

      আমিও তাই

    • @haraprasadchatterjee1243
      @haraprasadchatterjee1243 2 роки тому +1

      @@MdMasum-xh1fz fo6

    • @shahidiqbal6288
      @shahidiqbal6288 2 роки тому +1

      এগুলো নিয়ে আফসোস করতে নেই

    • @mahmudulhassan1598
      @mahmudulhassan1598 2 роки тому +1

      আল্লাহ্ আপনার জন্য অনেক ভালো কিছু রেখেছেন। ধৈর্য রাখুন।

    • @mdmasud-dx9hz
      @mdmasud-dx9hz 2 роки тому

      আমি এমনিতেই কেঁদে দিয়েছি?...

  • @shahidshah7741
    @shahidshah7741 4 роки тому +14

    এক কথায় অসাধারণ। এখনকার ডিরেক্টরদের এসব নাটক দেখা উচিৎ

  • @youtubekatirhat4302
    @youtubekatirhat4302 2 роки тому +5

    হুমায়ুন আহম্মেদ স্যারের নাটকের অনেক কিছুই শিখার আছে,,ভদ্রতা,রাগ অভিমান কন্ট্রোল রাখা,গরীবের মায়া,পাশের বাসায় খাবার দেয়া,পরিবারের সুখের আশায় দূরে যাওয়া,আরো অনেক কিছুই,,

  • @sahadathossain6970
    @sahadathossain6970 4 роки тому +13

    মনিরা মিঠু একজন অত্যন্ত গুণবতী অভিনেত্রী।

  • @ripaislam4919
    @ripaislam4919 2 роки тому +2

    এই নাটক প্রথম যেদিন দেখলাম আমার বিয়ের ৮ বছর বাচ্চা হয় না আর আলহামদুলিল্লাহ এখন আবার দেখতে আসছি ছয় মাসের বাচ্চা পেটে আমার দোয়া করবেন সবাই

  • @deeppain4827
    @deeppain4827 2 роки тому +3

    আযান শুনে কান্না থামিয়ে রাখতে পারিনি😊😊

  • @evan7213
    @evan7213 2 роки тому +5

    গল্প টা পড়া ছিলো, তাই ভয় নিয়ে নাটক টা দেখছি,এবং শেষ দেগে ভয়ও পাইছি।
    (গল্পে লীলাবতী মারা গিয়েছিল।)
    কিন্তু নাটকে লেখক বাচিঁয়ে দিলেন।🖤

    • @abdullahalmamunkhan6002
      @abdullahalmamunkhan6002 2 роки тому +1

      এটা হুমায়ূন স্যারের জীবনের সত্য গল্প।
      শাওনের ১ম বাচ্চা মারা লীলাবতী মারা যায়।
      তার অবলম্বনে গল্প।

  • @mdalamgirhossain2900
    @mdalamgirhossain2900 4 роки тому +4

    😢😢☺
    এমন ক্রিয়েশান শুধু হুমায়ুন আহমেদ স্যারের দ্বারাই সম্ভব!

  • @MonirHossain-xb2iw
    @MonirHossain-xb2iw 4 роки тому +5

    আসলে আমার কাছে মাহফুজ ভাইয়ের নাটক গুলা অসাধারণ লাগে

  • @msalamabdus2236
    @msalamabdus2236 4 роки тому +7

    এক কথায়,,,, হৃদয়ে সারাজাগানো অনূভুতি

  • @yahiakhan7884
    @yahiakhan7884 2 роки тому +2

    সত্যি অসাধারণ এক অনুভুতী

  • @himaloyhimu3004
    @himaloyhimu3004 2 роки тому +2

    হুমায়ুন আহমেদ স্যারের লীলাবতী ভাল থাকুক উপরে 🥺

  • @bisojitedey2302
    @bisojitedey2302 2 роки тому +2

    সুন্দর,, লেখক..... অনেক সুন্দর গল্প

  • @kamaldas7726
    @kamaldas7726 3 роки тому +2

    Hoya your all acting wonderful so I look your each and every drama I prayer to god blace you.

  • @mdasrafullah3298
    @mdasrafullah3298 4 роки тому +4

    শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রিয় লেখক কে ভালো থাকবেন স্যার হুমায়ুন আহমেদ। এইসব নাটক এখন আর হয় না,,কারণ এমন কাহিনী শুধু হুমায়ুন আহমেদ স্যার এর দ্বারা সম্ভব।

  • @shameemahmed5909
    @shameemahmed5909 Рік тому +1

    মাসে তিনবার তুমার শ্বশুরীর পায়ে ধরি চেলেন্জার দারুণ একজন অভিনেতা আমাদের মাঝে আর নেই দোতারা চাচা হুমায়ুন স্যারের হজ বংগের বাজারে নাটক দিয়ে তার অভিনয় যাত্রা শুরু তার পর এক এক করে দারুণ সব নাটক উপহার দিয়েছেন আমাদের এই সব কৃতজ্ঞতা অবশ্য স্যার হুমায়ুন এর চেলেন্জার অভিনয় যাত্রার মাঝি স্যার ছিলেন

  • @mashiulislamkhan3773
    @mashiulislamkhan3773 3 роки тому +2

    Eta asole Humayun Ahmed ar Shawon er kahini. Shawon lilaboti mara giyechilo kintu kusumer lilabotike lekhok jibito dekhalen. Just beautiful ❤️

  • @MonirHossain-px9bp
    @MonirHossain-px9bp 2 роки тому +1

    আমিও একজন ভুক্তভোগী, গত ২৭/০৯/২০২২ তারিখ আমাদের ৬ মাসের ডেড বেবী ডেলিভারী হয়েগেছিলো। কি একটা কষ্ট যারা না পেয়েছে তাদের বুঝানো সম্ভব না।আজও মনে হলে চোখে পানি চলে আসে।

  • @arzinakhan-zc6ro
    @arzinakhan-zc6ro Місяць тому

    কতো মধুর একটা বাণী,,,
    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ❤❤❤
    ০৩/১০/২০২৪

  • @mohammedmasum9826
    @mohammedmasum9826 4 роки тому +14

    আমার ১ নাম্বার অভিনেতা মাফুজ আহমেদ + অপূর্ব পুরাতন নাটক মাফুজের সব নাটক দেখা শেষ এখন নতুন নাটকের অপেক্ষা করি কারন মাফুজ আহমেদের অভিনয় অনেক কঠিন অসাধারণ

  • @blusky4732
    @blusky4732 Рік тому

    নাটকের কাহিনী টি অসাধারণ লাগলো, সৃষ্টি কর্তা জেনো সকল মা কে ভালো রাখেন,খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন হুমায়ূন আহমেদ স্যার নাটক টি।

  • @foysolurrahman6311
    @foysolurrahman6311 3 роки тому +4

    হুমায়ুন আহমেদ স্যার এর সব নাটকে ইসলামের রীতিনীতি থাকে আমার অত্যন্ত ভালো। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন আমিন

  • @zamanisraat8927
    @zamanisraat8927 4 роки тому +12

    গল্পটা পড়লে আরও অনেক বেশি ভাল লাগে। ওনার লেখার তুলনা নেই

  • @mallika6401
    @mallika6401 4 місяці тому

    Chokher jol dhore Rakhte parchilam na, Asonkho dhonyobad lekhok k lilaboti k bachiye rekheche. Asadharon legeche sobar Abhinoy. ....w.b from India ❤❤❤.

  • @mazedulislammazed7289
    @mazedulislammazed7289 3 роки тому +1

    অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ (my favourite writer &director হুমায়ূন আহমেদ স্যার)

  • @keyadaschowdhury2006
    @keyadaschowdhury2006 2 роки тому +1

    Asadharon.emon ta r habena

  • @tasinirin5747
    @tasinirin5747 3 роки тому +5

    এটা স্যার এর লীলাবতীর কাহিনী। তবে ওনার লীলাবতী বাঁচেনি😓😓আর তার নামে ওনার নুহাশপল্লীতে একটা দিঘির নাম করন করা হয়েছে। একটা বইও আছে লীলাবতী নামের যেখানে লীলাবতীকে উৎসর্গ করা হয়েছে😓😓

  • @10minutestimes51
    @10minutestimes51 3 роки тому +3

    সত্যিই হুমায়ূন আহমেদ জাদুকর। চোখের পানি ধরে রাখা গেলো না।

  • @sanjydiya2553
    @sanjydiya2553 2 роки тому +2

    চমৎকার পরিচালনা! Bravo শাওন!

  • @geetasreemajumder7510
    @geetasreemajumder7510 3 роки тому +2

    Osadharon vison vaalo hoeche 👌👌👌👌

  • @solobdstudentingermany8346
    @solobdstudentingermany8346 4 роки тому +9

    চ্যানেল আইকে ধন্যবাদ পুরাতন নাটকগুলোকে ভাল রেজুলেশনে আপলোড দেয়ার জন্য। অয়মেয় নাটকটা নতুন করে ভাল রেজুলেশনে আপলোডের জন্য অনুরোধ করছি

    • @نهيدحسن-ذ6ب
      @نهيدحسن-ذ6ب 4 роки тому +2

      এটা পুরাতন নাটক না।

    • @solobdstudentingermany8346
      @solobdstudentingermany8346 4 роки тому +2

      ঈদ নাটক ২০২০ এ চ্যালেজ্ঞার কে দেখা যাচ্ছে। আমি যদি ভুল না হই তাহলে নাটকটা পুরাতন হওয়ারই কথা যেহেতু চ্যালেজ্ঞার অনেক আগেই মারা গিয়েছেন।

    • @نهيدحسن-ذ6ب
      @نهيدحسن-ذ6ب 4 роки тому +3

      @@solobdstudentingermany8346 কিঞ্চিৎ পুরাতন। তবে এটা হুমায়ুন আহমেদের পরিচালিত না। হয়তো ২০০৯-১০ সালের দিকের হতে পারে।

    • @solobdstudentingermany8346
      @solobdstudentingermany8346 4 роки тому +2

      @@نهيدحسن-ذ6ب তাহলে শিরনামটাই বিভ্রান্তিকর।
      ধন্যবাদ

  • @ArifulIslam-yh1mh
    @ArifulIslam-yh1mh 3 роки тому +2

    প্রেমিক-প্রেমিকার ভালোবাসায় অর্থ অনুপস্থিত থাকে। স্বামী-স্ত্রীর সংসারে অর্থ উপস্থিত।

  • @shamimmia4134
    @shamimmia4134 2 роки тому +1

    লিলাবতীকে বাচিয়ে দেওয়ার জন্য লেখককে ধন্যবাদ

  • @sudiptostune1877
    @sudiptostune1877 4 роки тому +18

    পুরোনো নাটকগুলি দেখলেই একটা অন্যরকম ভাললাগা কাজ করে!

  • @rowzatulferdous2487
    @rowzatulferdous2487 2 роки тому +2

    MIRACLES HAPPEN
    I BELIEVE IN IT

  • @mdshakhu7707
    @mdshakhu7707 Рік тому +1

    ৩৬১২.বাংলাদেশি নাটকের ভক্ত।

  • @bappyakther5598
    @bappyakther5598 4 роки тому +6

    অসাধারণ অভিনয়, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি।

  • @rimaakter5603
    @rimaakter5603 2 роки тому +1

    চোখের পানি ধরে রাখতে পারলাম না

  • @anwarhossainmira6171
    @anwarhossainmira6171 2 роки тому +2

    অসাধারণ এরকম নাটক আরো চাই

  • @shahalommredha5875
    @shahalommredha5875 4 роки тому +3

    এক কথায় অসাধারণ। আবেগাপ্লুত হয়ে গেছি ।

  • @nittanandadas2453
    @nittanandadas2453 2 роки тому +1

    অসাধারণ গল্প নিয়ে নাটক টি অনেক ভাল লেগেছে।

  • @neelpori8235
    @neelpori8235 4 роки тому +6

    Thiz is True story based..(humaiun ahmed & Shawon )

  • @geetasreemajumder7510
    @geetasreemajumder7510 5 місяців тому

    Osadharon joya mahfuj Osadharon ovinoy ❤❤❤❤❤❤

  • @ShakilAhmed-d1j
    @ShakilAhmed-d1j 25 днів тому

    Osadarin balo laglo ,probasa aka thaki natokti dhakha😢 kadasi

  • @swaadhin
    @swaadhin 4 роки тому +7

    অসাধারণ। তবে শেষের কথাটা মোটেও পছন্দ হয়নি।
    " লেখকের অনেক ক্ষমতা, তিনি লীলাবতীকে বাঁচিয়ে দিলেন "
    এই লেখাটা না দেওয়া উচিত ছিলো।

    • @mahdinraahim4667
      @mahdinraahim4667 4 роки тому +5

      এটা শাওন আর হুমায়ূন আহমেদ এর প্রথম কন্যা যে মৃত জন্ম নেয় তাকে নিয়ে লিখেছে। ব্যাস্তব জীবনে শাওন ও হুমায়ুন এর লীলাবতী মৃত জন্মায়।
      কিন্তু কাহিকার/লেখক চাইলেই তার কাহিনী তে হ্যাপি এন্ডিং দিতে পারেন। এখানে সেটাই বুঝাইছে।

  • @syamalmajumdar5037
    @syamalmajumdar5037 2 роки тому +1

    Sorry, above all thanks to director shaheb for presenting us a praiseworthy drama. Please add to my below comment.

  • @piasjasim8807
    @piasjasim8807 2 роки тому +1

    আযানের দৃশ্য টা 👌

  • @sasnigdha1809
    @sasnigdha1809 3 роки тому +3

    প্রথমে হাসালো, আবার কাদালোও,
    কি অস্বাধারণ নির্মান..

  • @PurnimaDas-pb4vr
    @PurnimaDas-pb4vr 3 роки тому +1

    Asadharan mahfuz Sir

  • @syamalmajumdar5037
    @syamalmajumdar5037 2 роки тому +2

    A superb combination of trio talent. Story writer, Actors.. They have power house of talents.. Thanks & greetings to Humaun Shaheb, My heart throb Mahafooz Bhai and my golden robe JAYA.. Your last shot was too beautiful to explain.. This is your DADA from ( Mumbai )

  • @tufaelahmed8387
    @tufaelahmed8387 4 роки тому +2

    Khub valo laglo...Humayun Ahmed er sob natoki valo lage amar.. But ei natok ta ektu onno rokom valo laglo 👍👍👍

  • @SumaiyaIslam-jd1gn
    @SumaiyaIslam-jd1gn 3 роки тому +2

    Last sentence tai kosto ta bere gelo..

  • @farhanaaqtqr1389
    @farhanaaqtqr1389 4 роки тому +4

    এই যে অপেখার প্রহর যেন শেষ হয় না। মনে হয় মইরা যাই।

  • @mst.mimiakter7006
    @mst.mimiakter7006 4 роки тому +5

    Just awesome ekta drama i love Humayun Ahmed story he is brilliant writer 💛💙

    • @swapandas1153
      @swapandas1153 3 роки тому +1

      গল্ফ তো ভীষণ ভালোই,কিন্তু প্রত্যেকের অভিনয়ও অসম্ভব সুন্দর,এই নাটকে কোথাও কোন ত্রুটি নাই,

  • @foysolurrahman6311
    @foysolurrahman6311 3 роки тому +4

    অতিরিক্ত আবেগ এবং অতিরিক্ত কিছু ভাল না এই নাটক তার বাস্তব প্রমাণ

  • @MisMuslima-lx3rl
    @MisMuslima-lx3rl Рік тому

    অসম্ভব সুন্দর হয়েছে অসাধারণ ❤❤❤❤❤❤

  • @CarbonmonoxideCO
    @CarbonmonoxideCO 2 роки тому +2

    11:20
    তুমি নর্দমায় ভেসে আসবে কেনো🤨🤨
    তুমি ব্রহ্মপুত্রের টলটলা পানিতে ভেসে এসেছো😀😀😀
    নাটক যেমনই হুমায়ূন স্যারের ফানি ডায়লগ থাকবেই

  • @pratimadutta7555
    @pratimadutta7555 Рік тому

    না য়ক ভদ্র লোকের এত সুন্দর অভিনয় আমাকে ভীষণ মুগ্ধ করেছে অন্যদিকে র অনুষ্ঠান দেখতে ই পারছিনা

  • @puspahalder7716
    @puspahalder7716 2 роки тому +1

    এই নাটকটি আমার জীবন থেকে নেয়া। না হয় আমার জীবন টাই একটা নাটক হয়ে গেল তার নাম লীলাবতী।

  • @jhumurjhilmil522
    @jhumurjhilmil522 4 роки тому +28

    আমার কাহিনি টাই লেখক লিখেছেন । আমার মেয়ে টা মারা যায়। কিছুদিন আগে ১ বছর হল।একটা মা ই জানে সেই সময় কিভাবে কাটে। আসে পাশের মানুষ তো শুধু কথা শুনাতে পারে কিন্তু শান্তনা কেউ দেয় না।

    • @sanjanashanaya1326
      @sanjanashanaya1326 4 роки тому +2

      আমার আপুর সাথেও একই হইসে 😥 ২ বছর হইসে 😓

    • @tarifbillah2137
      @tarifbillah2137 4 роки тому +5

      @@sanjanashanaya1326 হুমায়ুন আহমেদ আর শাওনের প্রথম সন্তানের নাম লিলাবতী । সে জন্মের পরপরই মারা যায়।

    • @nowshad5429
      @nowshad5429 4 роки тому +2

      শাওনের মৃত সন্তান জন্ম হয়, হূমায়ন আহমেদ স্যার এর "লীলাবতীর মৃত্যু" বইতে এই গল্পটি আছে।

    • @samihaakhtershammi4792
      @samihaakhtershammi4792 3 роки тому +1

      আল্লাহ আপনাকে কষ্ট সহ্য করার ক্ষমতা দিক আপু।খুব খারাপ লাগল। আমার আট মাস চলছে।একমাত্র মাই জানে একজন আগত সন্তানের প্রতি কি অসম্ভব মমতা তৈরি হয়।

  • @aratiroy1617
    @aratiroy1617 4 роки тому +2

    khubbb sundor natok.

  • @tithitithi5107
    @tithitithi5107 4 роки тому +4

    নাটক টা যত বার দেখেছি ঠিক তত বারি চোখে পানি চলে আসছে।

  • @m.h.laskar6189
    @m.h.laskar6189 2 роки тому +1

    খুব সুন্দর নাটক।

  • @Jamaluddin20233
    @Jamaluddin20233 4 роки тому +2

    এক কথায় অসাধারন হয়েছে।

  • @naharjr9188
    @naharjr9188 2 місяці тому

    Khub sundor natok ❤❤

  • @shameemahmed5909
    @shameemahmed5909 Рік тому +1

    গত ২৫ ডিসেম্বর ২০২৩ এ আমার ঘর আলোকিত করে রহমত এসেছে আমার মেয়ে তার নাম রেখেছি রেহনুমা আক্তার সাফাক যখন সে মায়ের পেটে তখন পেটে খুব নড়া চড়া করতো আর আমি হাত রেখে উপলব্ধি করতাম কি যে শান্তি তা বলে বুজানো অসম্ভব আমি আল্লাহর কাচে মেয়ে চেয়েছিলাম মেয়েই দিয়েছে রহমতের মালিক আল্লাহ দুই মাসের ওপর হলো বাবুকে খুলে নেয় না খুবি ইচ্ছে হয় ওকে কোলে নিতে পারিনা কেননা আমি এখন সৌদি আরব চলে আসছি আর কিছু লিখবো না শুধু দোয়া চাই সবার কাছে।

  • @dipalidutta3404
    @dipalidutta3404 2 роки тому +2

    Ami bangla deser natok khub pochondo kori,Abnormal natok ti ami ses na dekhe ghumate parlam na,jakhon ses holo takhon rat ১,৩০ minute,ato bhalo batuk,mahfuj Ahmed er natok ami khuje khuje dekhi,Arfan nisor natok o khub bhalo lage

  • @abhijitbhadra8805
    @abhijitbhadra8805 4 роки тому +4

    ভালো লাগলো।

  • @piasjasim8807
    @piasjasim8807 2 роки тому +1

    তোমার এবার বাবু হবে 🥰
    দূরে থাকার কারণে আযান দিতে পারবোনা এটা ভাবতেই খারাপ লাগে 😔
    💝 আয়ান হওয়ার সময়
    আযান দিয়েছিলাম জোরে জোরে হাসপাতালের করিডরে।
    💝 আদিয়ার সময়ও আযান দিয়েছিলাম।
    আযান গুলো আনন্দের সহিত দিয়েছিলাম 🥰 ঐ আযান গুলো দিতে পেরে খুবই ভালো লেগেছিল 🥰।
    ইনশাআল্লাহ এবারো ভালো ভাবে সব কিছুই হবে 📿🌃

  • @ritaroy3612
    @ritaroy3612 4 роки тому +5

    মনকে স্পর্শ করা একটি নাটক।

    • @Tonu_554
      @Tonu_554 3 роки тому

      রাইট । কেমন আছেন।

  • @shobu6036
    @shobu6036 4 роки тому +4

    57:57 spell bounded. what a actor......

  • @dilipray3479
    @dilipray3479 4 роки тому +3

    নাইস নাটক,,,

  • @farvezalom4269
    @farvezalom4269 3 роки тому +1

    লাস্টের দৃশ্যটা দেখে চোখের পানি এসে গেছে

  • @asitpodder1019
    @asitpodder1019 Рік тому

    Beautiful natak

  • @durbamaitra2121
    @durbamaitra2121 3 роки тому +2

    Fantastic.