দাদা ভাই আমি সাইন্স থেকে ইন্টার পাস করছি,,তত একটা ভালো করে পড়াশোনা করতে পারি নি,,কিন্তু আমি ডিগ্রি তে কাজের পাশাপাশি একটা ভালো রেজাল্ট করতে চাই,, এখন কিভাবে কি করলে ভালো হবে,, একটু তারাতারি বলবেন দাদা প্লিজ প্লিজ 🙏🙏
স্যার আপনি খুব সুস্পষ্টভাষী খুব ভালো বুঝতে পারলাম অনেক ভিডিও দেখছি তেমন ভালো বুঝি নাই।।। আপনাকে ধন্যবাদ প্রিয় স্যার 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
আসসালামু আলাইকুম। স্যার আমি আপনাকে আজই প্রথম দেখলাম বেশ ভালো বুঝান আপনি। সাবস্ক্রাইব করে দিলাম আপনি ডিটেইলে কমেন্টের উত্তর দেন দেখে। হাজারটা কমেন্ট পড়ে অনেক কিছুই জেনেছি। কাজেই এক কথার ২য় বার উত্তর দিতে হলোনা আপনাকে😊 আপনার সাথে ইউটিউব ছাড়া অন্য কোথাও যোগাযোগ করার সুযোগ থাকলে লিংক দেন প্লিজ একটু জরুরি বিষয়ে কথা বলে সিউর হতে চাচ্ছিলাম। গুরুত্ব দিবেন আশা করি
আমি ডিগ্রী (বি এস এস) প্রাইভেট কোর্সে ভর্তি হতে চাই,,(খ) গুচ্ছ থেকে ইংরেজি নিতে চাই,,এবং ইংরেজিতে মাস্টার্স করতে চাই,,আমি ইংরেজি অনেক ভালো পারি।আমার SSS- GPA 5:00 এবং HSC-GPA 4:50 (ইয়ার গ্যাপিং আছে) বাট এখন ভাবছি-- ডিগ্রী প্রাইভেট কোর্সে কি ঐচ্ছিক বিষয়,, ইংরেজি,, আছে? আর আমি ইংরেজিতে কি মাস্টার্স করতে পারবো? প্লিজ স্যার---!!!! জানাবেন।জানালে উপকৃত হইতাম।
কিন্তু ভাইয়া আমার কলেজ(চট্টগ্রাম কলেজ) এর নোটিশে ইংরেজি (ঐচ্ছিক) নাই। কোন কলেজে আছে সেটাও জানি না। কি করব বুঝতে পারছি না। ইংরেজি না থাকলে হয়তো পরবও না।
ভাইয়া আমি ২০২২ ইং মানবিক শাখায় সরকারি কলেজে (BSS pass)Addmission niyeci. ভাইয়া এখন সহজ বিষয় হিসেবে ক;গুচ্ছ আর খ ; গুচ্ছ থেকে কি কি সাবজেক্ট নিলে ভালো হবে?উওরের আশা রইলাম ভাইয়া...
ধন্যবাদ ভাইয়া খুবই হেল্পফুল একটা ভিডিও। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। আমি (ক) গুচ্ছ থেকে অর্থনীতি ও সমাজবিজ্ঞান এবং ( খ) গুচ্ছ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে পড়াটা কত টাই ভালো হবে ছোট ভাই হিসেবে পরামর্শ চাচ্ছি..? ইসলামী ইতিহাস সংস্কৃতি আর বাংলার মধ্যে কোনটা বেশি ভালো হবে
ধন্যবাদ ভাইয়া খুবই হেল্পফুল একটা ভিডিও। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। আমি (ক) গুচ্ছ থেকে অর্থনীতি ও সমাজবিজ্ঞান এবং ( খ) গুচ্ছ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে পড়াটা কত টাই ভালো হবে ছোট ভাই হিসেবে পরামর্শ চাচ্ছি..? ইসলামী ইতিহাস সংস্কৃতি আর বাংলার মধ্যে কোনটা বেশি ভালো হবে
আপনার কলেজ এ কি কি বিষয় আছে আগে সেগুলো দেখতে হবে বোন। তারপর এগুলো থেকে যে বিষয় টা নিয়ে আপনার মাস্টার্স করার ইচ্ছে থাকবে সে বিষয় টা কে গুরুত্ব দিয়ে বিষয় চয়েস দিবেন
আচ্ছা স্যার শোনেন,আমি যদি বিএসএস কোর্সে ইংলিশ (ঐচ্ছিক) বিষয় টা নি,তাহলে ৩ বছরই কী ইংরেজি সাবজেক্ট থাকবে? আর থাকলেও কোশ্চেন এর ধরন কেমন হবে এবং এটা কী খুব কঠিন হবে?
আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বর্তমানে বি,বি,এস ৩য় বর্ষে পড়ছি, আমার ৭ টা সাবজেক্ট- অর্থনীতি, ব্যাবস্থাপনা, হিঃ বিঃ, ও ইংরেজি। তো এখানে কোন জিনিসটা আমার অপশনাল আছে? প্লিজ রিপ্লাই? 🙏🖤
Vaia ami honors manjmenta cunch paycilam kintu vorti somoy cola jaota vorti hota pari nai r ami vanga poracilam. Apnar sata a bisoyta share Kora onk upkar hoyca apnar kota moto ami digrita abadon kori ajka ami digri bss a cunch payci.1year gap dila hoyto r vorti hota partam na
ভাইয়া আমি চয়েজ দেয়ার সময় দুটা সাবজেক্ট দিয়েছিলাম। (১) বিএ (২) বিএসএস।।।। এখন বিএসএস সাবজেক্ট আসছে আমি এটা নিয়ে পড়তে চাইনা। আমি কি ভর্তি বাতিল করে ঐ কলেজে আবার চয়েজ দিতে পারি।????? ভাইয়া খুব টেনশনে আছি? ছোটখাটো একটা চাকরি করি। তাই সহজ বিষয় হলে ভালো হতো??????
@@absayed ডিগ্রি পাস কোর্সের বিষয় নির্বাচন নিয়ে পরামর্শ ১। এইচ এস সি তে তুলনামূলক যে বিষয়সমূহ ভালো পারতেন সেগুলো নেবেন। ২)বিএসএস গ্রুপে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান/সমাজকর্ম, ইতিহাস / ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নেবেন৷ অর্থনীতি তারাই নিবেন যারা অর্থনীতি ভালো পারেন, মাস্টার্সে গাণিতিক বিষয়ে আটকানোর কোন চান্স নেই। ৩। বিষয় নির্বাচনের সময় অবশ্যই স্ব গ্রুপের কমপক্ষে ২ টি, বেশি হলে ৩টিই নেবেন। এমন বিষয় নিন, যেগুলো আপনার কলেজ বা কাছাকাছি কলেজে মাস্টার্স আছে। ৩। বিএ গ্রুপে যারা ভাষা ( ইংরেজি, আরবি, উর্দু, সংস্কৃত) এই বিষয়গুলো নেবেন, আগে জেনে নেবেন বাজারে বই / গাইড সহজলভ্য কি না। ৪। যারা ইসলাম শিক্ষা নেবেন তারা বুঝে নিবেন, কুরআনের আয়াত পড়ে বুঝতে পারা, হাদীস পড়ে বুঝতে পারার নূন্যতম দক্ষতা না থাকলে পড়বেন না।
৫)এমন বিষয় নিন যা আপনি মাস্টার্সে পড়তে পারবেন। বিএ/বিএসএস গ্রুপে ভূগোল, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত এগুলো নিলে মাস্টার্সে বিষয় পাওয়াটা দূরহ হয়ে যায়। ৬। বিবিএস গ্রুপে যারা আছেন তারা সম্ভব হলে হিসাববিজ্ঞান সহ (ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্স যে কোন একটি নিতে পারেন)। হিসাববিজ্ঞানভীতি কারো থাকলে শিক্ষাজীবন দূর্বিষহ করতে পড়েন না। ডিগ্রি পাস পার করতে পারলেও MBA তে গিয়ে বিড়ম্বনা হবে। ৭। বিষয় নির্বাচনের ক্ষেত্রে কলেজও ফ্যাক্ট। কলেজে কোন বিষয় চালু না থাকলে সেটা নিতে পারবেন না। ৮। যারা চাকরি / ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন তারা ব্যবহারিক যুক্ত বিষয় নিয়েন না। বাড়তি টেনশন নেয়া হবে।
তাহলে ঐচ্ছিক বিষয় রাষ্ট্রবিজ্ঞান,সমাজবিজ্ঞান,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই তিনটি বিষয় চয়েজ করেছি এইগুলোর প্রথম পত্র ও দ্বিতীয় পত্র কি প্রথম বর্ষে পড়তে হবে ?
ভাই আমি বি এস এস নিয়ে ভর্তি হয়েছি।।আমার সাবজেক্ট হলো রাষ্ট্রবিজ্ঞান,সমাজবিজ্ঞান আর ইসলাম শিক্ষা।।।তো কথা হচ্ছে আমি তো আরবি পড়তে পারি না,এখন আমি কি করবো,আর পরিক্ষার সময় কি আরবি লিখতে হবে।।।একটু জানাবেন।।
ভাইয়া আমি সাইন্সের ছাএ, ডিগ্রী রিলিজ এ আবেদন করবো আমি যদি ডিগ্রীর চারটা গ্রুপ যেমন :বি এ, বি এস এস, বি বি এস, বি এস সি সব চয়েজ দিই তাহলে কি কোনো প্রবলেম হবে ভাইয়া ?
ড্রিগ্রী তে একবছর পড়ে বিদেশের বিশ্ববিদ্যালয় ক্রেডিট ট্রান্সফার করে বাকিটা বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে পড়া যায়? শুনছি অনার্স এর ক্ষেত্রে এই সুযোগ আগে ! ড্রিগ্রীর ক্ষেত্রে এই সুযোগ আছে কি??
ভাইয়া, আমি কমার্সের স্টুডেন্ট। বর্তমানে একটা বেসরকারি কলেজে অনার্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ভর্তি হইছি। পারিবারিক সমস্যার কারণে এ বছর আর পড়া সম্ভব না। তাই আমি কি পরের বছর কোনো সরকারি কলেজে ডিগ্রিতে BSS নিয়ে পড়তে পারব?? প্লিজ জানাবেন🙏🙏🙏
আপনি যখন বি এস এস ডিগ্রি করবেন তখন এই বিষয় গুলো পড়তে হবে। অনার্স এ যেমন যেকোনো একটি বিষয় কে বেশি গুরুত্ব দিয়ে পড়ানো হয় ডিগ্রি তে সেরকম নয় ডিগ্রি তে সব বিষয় গুলো অল্প অল্প করে পড়ানো হয়
@English Bioscope thank you,, দয়া করে আরেকটা প্রশ্নের উত্তর দিন। **সব কলেজে কি বিএ তে বাংলা/ইংলিশ ঐচ্ছিক বিষয় হিসেবে থাকে? **মাস্টার্স ঐচ্ছিক বিষয়ের মধ্যে যেটা আমি চাইবো ওইটাই করতে পারবো? নাকি ওনারা চয়েস করে দিবেন?
আসসালামু আলাইকুম,, আমি বিএসএস করেছি,,, আমি সিভিতে কি উল্লেখ করবো,, আর এইটা কি arts er subject??. আর আমি কি সমাজকর্মের উপর কি ডির্গি নিয়েছি,,, যেমন সবাইকে বলি,, মাস্টার্স করছি রাষ্ট্র বিঙ্গান এর উপর,,,???????
ভাইয়া একটা তথ্য দিয়ে হেল্প করবেন আমি 2020 সালে এইচএসসি দিয়েছি পরে অনার্স ভর্তি হয়েছি অর্থনীতি নিয়ে কিন্তু আমি কখনো কলেজে যাই নি কোন পরীক্ষা দেই নি এখন আমি ডিগ্ৰি ভর্তি হতে চাই এখন কি আমাকে অনার্স ভর্তি বাতিল করতে হবে 😢😢😢😢😢😢😢😢প্লীজ আমাকে একটু বলেন
ভাইয়া আমি 2022সালে এইচ.এ.সি পরীক্ষা দিয়েছি।বি এস এস নিতে চাচ্ছি সরকারি কলেজে বি এস এস ভর্তি হতে হলে কত পয়েন্ট লাগবে ভাইয়া,,,,,,,,,,,,বললে উপকৃত হতাম ,,,,,,
২ টার দিক ভিন্ন ভিন্ন। অর্থনীতি রাষ্ট্র বিজ্ঞান অপেক্ষা কঠিন কিন্তু ভালো রেজাল্ট করতে পারলে চাহিদা আছে। অন্যদিকে রাষ্ট্র বিজ্ঞান অর্থনীতি অপেক্ষা সহজ। ভালো Afford দিলে ভালো রেজাল্ট করা সম্ভব। রাষ্ট্র বিজ্ঞান পড়া অবস্থায় চাকরির পরীক্ষার পড়া গুলোতে সময় দেওয়া সম্ভব। কিন্তু অর্থনীতি পড়া অবস্থায় চাকরির পরীক্ষার পড়া গুলো তে সময় দেওয়া কষ্ট সাধ্য।
আচ্ছা ভাইয়া ডিগ্রি তে যে 300 মার্ক এর ইংরেজি নেওয়া যায়, সেটা কীভাবে নেওয়া যায় । আমি শুনছি 300 মার্ক এর ইংরেজিতে নাকি ডিগ্রি করা যায় । কিন্তু আমি বুঝতে ছিনা সেটা কীভাবে সম্ভব।
Assalamu alaikum bhaiya ami apnar choto bon hisebe ekta question korte chai asha kori apni reply diben bhaiya ami a bocor HSC pass koreci ami manobik theke pass koreci bhaiya ami degree te ba na bss korle valo hobe r kun kun subject nile valo hobe plz bhaiya ektu kosto kore amake bolben.
@@EnglishBioscope প্রথমে আমাকে এই দুইটা কোর্স চয়েস দিয়ে আবেদন করতে হবে।তারপর যে কোর্স এ আমি চান্স পাবো সেই কোর্স থেকে সাবজেক্ট চয়েস করতে হবে ঠিক বলছি না ভাইয়া।
@@EnglishBioscope ভাইয়া দয়া করে আমাকে একটু বুঝিয়ে বলবেন আসলে আমি বুঝতে পারছি না কি করবো। আমি এসএসসি তে ৩.১৭ আর এইচএসসি তে ৩.৮৩ পেয়েছি আমি তো এখন অনার্স পাবো না। তাই আমাকে ডিগ্রি পরতে হবে। আর আমার বড় ভাই বিএসসি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আর বড় বোন বিএ পরছেন একটা জাতীয় বিশ্বাবিদ্যালয়ে।তাদের ডিগ্রি ব্যপারে কোনো ধারণা নেই। তাই আমার বুঝতে সমস্যা হচ্ছে। কি কোর্স করলে বা কি কি সাবজেক্ট নিলে ভালো হবে বুঝতে পারছি না। দয়া করে একটু বুঝিয়ে বলবেন ভাইয়া।
@@taniaahmed4478 আপাতত আবেদন করবেন যখন আবেদন শুরু হবে তারপর চান্স পেলে ঐচ্ছিক বিষয়ে নির্ধারণ করবেন। আপনি যে বিষয়ে মাস্টার্স করতে চান পরবর্তীতে সেই বিষয় টি সহ ঐচ্ছিক বিষয় নির্ধারণ করতে হবে দক্ষতার সাথে
@@EnglishBioscope vaiya ami ei bochore ba/bss degree te vorti hoyechi...jei 4 ti boi diyeche tar pashapashi r ki ki boi ba guide porte hobe? Plz vaiya bolen...help korar moto keu nai😥
vaiya ami first choice jeta diyesilam setai asce but ami seta nite chassi na akhn migration o hobe na,vaiya ami oi clg ei porte chai but ami ki r onno subject nite parbo na?
না এখন কোনো সুযোগ নেই। আপনি একান্ত ভাবে পড়তে না চাইলে রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন যদি ভর্তি না হন। তবে রিলিজ স্লিপে নিশ্চিত চান্স পাবেন কিনা এবং ভালো বিষয় পাবেন কিনা তা নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই
@@EnglishBioscope Porte boslei matha betha kore boi ar answer dekle.....karon degree boi gulote prosno onk boro boro.......Help me plz j agulo ami cover ki vhabe korbo..🙏
@@MoniraKhanom-e9c আগে আবেদন করুন। চান্স পেলে আপনার কলেজ এ কোন কোন বিষয় গুলো আছে এবং আপনি কোন বিষয় নিয়ে মাস্টার্স করতে চান তার উপর নির্ভর করে বিষয় চয়েস দিবেন।
BSS কোর্সে দুই ধরনের বিষয় থাকে যথা আবশ্যিক ও ঐচ্ছিক। আবশ্যিক বিষয়ঃ সকল কলেজে এক। ঐচ্ছিক বিষয়ঃ দুটি গুচ্ছ দেওয়া হবে। দুটি গুচ্ছ হতে ৩ টি বিষয় বেছে নিতে হবে। ক গুচ্ছঃ অর্থনীতি, রাষ্ট্র বিজ্ঞান সমাজকর্ম/ সমাজবিজ্ঞান ( ক গুচ্ছ হতে যেকোনো দুটি নিতে হবে। উল্লেখ্য যে সমাজবিজ্ঞান বা সমাজকর্ম হতে যেকোনো একটি নিতে পারবেন চাইলে। কোনো ভাবেই এই দুটি বিষয় একসাথে নেওয়া যাবে না) খ গুচ্ছঃ মনোবিজ্ঞান/ ভূগোল ও পরিবেশ /ইতিহাস /ইসলামের ইতিহাস ও সংস্কৃতি / ইসলাম শিক্ষা /দর্শন / গার্হস্থ অর্থনীতি / বাংলা / ইংরেজি /সংস্কৃত / আরবি / পালি / ড্রামা এন্ড মিডিয়া স্টাডিজ। উল্লেখ্য যে সকল কলেজে সকল বিষয় থাকে না। কোন কলেজে কোন বিষয় গুলো আছে এটা ঔ কলেজে ফোন দিয়ে জানতে পারবেন। সরাসরি ওয়েবসাইটে তথ্য দেওয়া হয় না। তবে ফোন নাম্বার বের করতে পারবেন ইন্টারনেট থেকে।
ভাইয়া, আমি Inter লেভেলে সমাজবিজ্ঞান ও ইসলামের ইতিহাস নিয়ে পড়েছি। এখন প্রশ্ন হলোঃ সমাজবিজ্ঞান না নিয়ে সমাজকর্ম এবং ইসলামের ইতিহাস না নিয়ে ইসলাম শিক্ষা নিলে কি বেশি উপকৃত হবো? জাঝাকাল্লহু খইরন
@@farjanaafrin4599 মনোবিজ্ঞান পড়ে কি হওয়া যায়? এটি একটি কমন প্রশ্ন। উপরে এতগুলো শাখার নাম উল্লেখ করলাম। আপনি ইচ্ছা করলেই এর যে কোন শাখায় কাজ করতে পারেন। আপনি চার বছরের অনার্স কোর্স শেষে এমএসসিতে যেকোনো একটি শাখায় পড়ালেখা করতে পারেন। মনোবিজ্ঞানীরা বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে এনজিও প্রতিষ্ঠানে সাইকোলজিস্ট হিসেবে কাজ করে থাকে। এছাড়া বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে, প্রতিটি হাসপাতালের একজন করে মনোবিজ্ঞানি থাকতে হবে। এছাড়া বাংলাদেশের মনোবিজ্ঞানিদের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে প্রাইমারি স্কুল গুলোতে। এছাড়া আপনি দক্ষতা প্রাপ্ত হয়ে নিজেই চেম্বার খুলে কাউন্সেলিং করতে পারবেন। এছাড়া মনোবিজ্ঞান সাবজেক্টে পড়লে আপনাকে বিভিন্ন সময়ে বাস্তব ভিত্তিক প্রজেক্ট করতে হবে। যেমন ধরুন, একটি এলাকায় যেয়ে বিভিন্ন ডাটা সংগ্রহ করা এবং তাদের সাথে মেশা। তাদের মনের কথা বোঝার চেষ্টা করা। এতে আপনার ভেতরে নেতৃত্বের গুণাবলী সঞ্চারিত হবে। আপনি খুব ভালোভাবে যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারবেন। এজন্যই সামরিক বাহিনীতে, বিশেষভাবে কাউন্সিলিংয়ের ব্যবস্থা থাকে। কারণ বিভিন্ন সময় তাদের বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। পরিস্থিতির আলোকে যদি তারা খাপ খাওয়াতে না পারে তাহলে দেশের বিপর্যয় আসতে পারে। সুতরাং সামরিক বাহিনীতে আপনার জন্য চাকরির সুযোগ রয়েছে। বিভিন্ন সরকারি কলেজ প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করার সুযোগ তো আছেই। এছাড়া সরকারি চাকরি এবং বিসিএস এর জন্য আপনি ভালভাবে প্রস্তুতি নিতে পারবেন কারণ আপনি যথেষ্ট সময় পাবেন। খেলাধুলার ক্ষেত্রে মনোবিজ্ঞানীদের কদর রয়েছে। যেমন ধরুন ক্রিকেট খেলায় একটি দল চাপে রয়েছে। সেই চাপ থেকে কিভাবে বের হয়ে আসা যায় এজন্য মনোবিজ্ঞানীরা কাজ করে। এজন্য রয়েছে স্পোর্টস সাইকোলজি। এছাড়া বড় প্রজেক্ট যেমন কোন বড় ধরনের সেতু, ফ্লাইওভার, বিল্ডিং নির্মাণের আগে মনোবিজ্ঞানীরা শ্রমিকদের মনোবল অক্ষুন্ন রাখতে সহায়তা করে। তাছাড়া বিভিন্ন ধরনের বড় বড় টিভি সিরিজ করার আগে মনোবিজ্ঞানীরা তাদের মনোবল কে বাড়াতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন সেক্টরে মনোবিজ্ঞানীদের পদচারণা রয়েছে।
@@farjanaafrin4599 মনোবিজ্ঞানের প্রধান শাখা: ১। সাধারণ মনোবিজ্ঞান ২। পরীক্ষণ মনোবিজ্ঞান ৩। চিকিৎসা মনোবিজ্ঞান ৪। শিক্ষা মনোবিজ্ঞান ৫। শিল্প মনোবিজ্ঞান ৬। বিকাশ মনোবিজ্ঞান ৭। সমাজ মনোবিজ্ঞান ৮। শিশু মনোবিজ্ঞান ৯। উপদেশ মনোবিজ্ঞান ১০। শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান ১১। প্রকৌশল মনোবিজ্ঞান ১২। অস্বভাব মনোবিজ্ঞান কি বলেন এতো শাখা! জি, হ্যাঁ এতো শাখা। আসলে আমরা মনোবিজ্ঞান বলতে শুধু ভাবি এটা মনে হইয় শুধু পাগলের চিকিৎসা করে। কিন্তু আসলে তেমনটা নয়। মনোবিজ্ঞান আমাদের সমগ্র জীবন ব্যাপী। শুধু আমাদের জীবন? না, আমাদের সমাজ জীবনেও। আমাদের সকলের উচিত মনোবিজ্ঞান সম্পর্কে জানা।
Sir bangla niye ki degree course korar kono way nei? Amr bangla shahitter proti prochur jok ache kintu hon's a vorti hote parbo na amk degree tei porte hobe ami nirupay... Kintu ami bangla niye porte chai khub.. ei bishoye onugroho kore bistarito janaben sir
দাদাভাই সাবস্ক্রাইব করে দিলাম,,কারণ আপনি একদম নিখুঁত ভাবে বুজিয়েছেন,, আর একজন নিড়-অহংকারী মানুষ ই এতো সুন্দর করে বুঝাতে পারে 🥰🥰
❣️❤️
দাদা ভাই আমি সাইন্স থেকে ইন্টার পাস করছি,,তত একটা ভালো করে পড়াশোনা করতে পারি নি,,কিন্তু আমি ডিগ্রি তে কাজের পাশাপাশি একটা ভালো রেজাল্ট করতে চাই,, এখন কিভাবে কি করলে ভালো হবে,, একটু তারাতারি বলবেন দাদা প্লিজ প্লিজ 🙏🙏
ধন্যবাদ ভাই এতো সুন্দর করে বুঝানোর জন্য
স্যার আপনি খুব সুস্পষ্টভাষী খুব ভালো বুঝতে পারলাম অনেক ভিডিও দেখছি তেমন ভালো বুঝি নাই।।। আপনাকে ধন্যবাদ প্রিয় স্যার 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
আপনাকেও ধন্যবাদ
আসসালামু আলাইকুম।
স্যার আমি আপনাকে আজই প্রথম দেখলাম বেশ ভালো বুঝান আপনি।
সাবস্ক্রাইব করে দিলাম আপনি ডিটেইলে কমেন্টের উত্তর দেন দেখে।
হাজারটা কমেন্ট পড়ে অনেক কিছুই জেনেছি।
কাজেই এক কথার ২য় বার উত্তর দিতে হলোনা আপনাকে😊
আপনার সাথে ইউটিউব ছাড়া অন্য কোথাও যোগাযোগ করার সুযোগ থাকলে লিংক দেন প্লিজ একটু জরুরি বিষয়ে কথা বলে সিউর হতে চাচ্ছিলাম।
গুরুত্ব দিবেন আশা করি
What's app: 01708461684
@@EnglishBioscope ধন্যবাদ।
নোট করে নিলাম।
চাইলে ডিলিট করে দিতে পারেন অসুবিধা থাকলে
ভাইয়া একটু কথা বলতে চাই আপনার সাথে
খ গুচ্ছ থেকে কয়টি বিষয় সিলেক্ট করা যাবে?
BSS?
@@EnglishBioscope jii
1ti
আমি ডিগ্রী (বি এস এস) প্রাইভেট কোর্সে ভর্তি হতে চাই,,(খ) গুচ্ছ থেকে ইংরেজি নিতে চাই,,এবং ইংরেজিতে মাস্টার্স করতে চাই,,আমি ইংরেজি অনেক ভালো পারি।আমার SSS- GPA 5:00 এবং HSC-GPA 4:50 (ইয়ার গ্যাপিং আছে) বাট এখন ভাবছি-- ডিগ্রী প্রাইভেট কোর্সে কি ঐচ্ছিক বিষয়,, ইংরেজি,, আছে? আর আমি ইংরেজিতে কি মাস্টার্স করতে পারবো? প্লিজ স্যার---!!!! জানাবেন।জানালে উপকৃত হইতাম।
আমিও আপনার মতই। কি করছেন এখন??
Parben
কিন্তু ভাইয়া আমার কলেজ(চট্টগ্রাম কলেজ) এর নোটিশে ইংরেজি (ঐচ্ছিক) নাই। কোন কলেজে আছে সেটাও জানি না। কি করব বুঝতে পারছি না। ইংরেজি না থাকলে হয়তো পরবও না।
আমি অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস নিয়েছি।।
অর্থনীতি অনেক কঠিন লাগে আমার কাছে 😢 আর ইতিহাসের কথা তো বাদই দিলাম 😢
অর্থনীতি না নিলেই ভালো হতো
ভাইয়া আমি ২০২২ ইং মানবিক শাখায় সরকারি কলেজে (BSS pass)Addmission niyeci.
ভাইয়া এখন সহজ বিষয় হিসেবে ক;গুচ্ছ আর খ ; গুচ্ছ থেকে কি কি সাবজেক্ট নিলে ভালো হবে?উওরের আশা রইলাম ভাইয়া...
ধন্যবাদ ভাইয়া খুবই হেল্পফুল একটা ভিডিও। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। আমি (ক) গুচ্ছ থেকে অর্থনীতি ও সমাজবিজ্ঞান এবং ( খ) গুচ্ছ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে পড়াটা কত টাই ভালো হবে ছোট ভাই হিসেবে পরামর্শ চাচ্ছি..? ইসলামী ইতিহাস সংস্কৃতি আর বাংলার মধ্যে কোনটা বেশি ভালো হবে
ধন্যবাদ ভাইয়া খুবই হেল্পফুল একটা ভিডিও। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। আমি (ক) গুচ্ছ থেকে অর্থনীতি ও সমাজবিজ্ঞান এবং ( খ) গুচ্ছ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে পড়াটা কত টাই ভালো হবে ছোট ভাই হিসেবে পরামর্শ চাচ্ছি..? ইসলামী ইতিহাস সংস্কৃতি আর বাংলার মধ্যে কোনটা বেশি ভালো হবে
নাম্বারে যোগাযোগ করুন
রাষ্ট্র বিজ্ঞান এবং সমাজ কর্ম নিলে কেমন হবে (সহজ বিষয় দরকার)
Great Choice
সেম
আমাকে অনেকেই বলেছে বিএসএস এ নাকি অর্থনীতি নিতেই হবে।।। একটু জানাবেন প্লিজ
@@sohaggazi7164না
@@sohaggazi7164same amr o
দাদা,আমি উন্মুক্ত থেকে এইচএসসি করেছি, এখন রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইসলাম শিক্ষা, এগুলো নিতে চাচ্ছি, কেমন হবে?
এগুলো ঠিক আছে
Vaiya degree te history na ki Islamic history nibo kuntar value beshi ai 2 tar moddhe kun subject niye porle valo hobe please bolben.
Vaiya answer dilen na je
স্যার, দীর্ঘদিন পড়াশোনা থেকে গ্যাপ দিয়ে বিসিএস দেবার জন্য কোনটা সহজ হবে?
@@hridoyhossen7878 কেমন গ্যাপ?
Vaiya ami aybar dgree privet borti hoyeci bss a.ami jodi economic, political science, dorson ay gula ni tahole kmn hobe
ভালোই হবে
Ami political science niye porte chai,, masters ye LLB pore iccha ache . please akto bolben kmn hby
আপনি Already LLB তে পড়ে এমন কারো সাথে আলোচনা করুন তাহলে ভালো বুঝতে পারবেন।
মানবিক এর মধ্যে রাষ্ট্র বিজ্ঞান সবচেয়ে ভালো বিষয়
Bhaiya ami Economics niye Hon's sesh korci . master's onno subject neyar sujog ache ?
Na
Vaiya ami Bss nichi.. But kon kon subjects nibo place bolen.. Ami normal student.. Ami apnk subscriber kore dilam
আপনার কলেজ এ কি কি বিষয় আছে আগে সেগুলো দেখতে হবে বোন। তারপর এগুলো থেকে যে বিষয় টা নিয়ে আপনার মাস্টার্স করার ইচ্ছে থাকবে সে বিষয় টা কে গুরুত্ব দিয়ে বিষয় চয়েস দিবেন
আচ্ছা স্যার শোনেন,আমি যদি বিএসএস কোর্সে ইংলিশ (ঐচ্ছিক) বিষয় টা নি,তাহলে ৩ বছরই কী ইংরেজি সাবজেক্ট থাকবে?
আর থাকলেও কোশ্চেন এর ধরন কেমন হবে এবং এটা কী খুব কঠিন হবে?
খুব বেশি কঠিন নয়। যদি আগ্রহ থাকে তাহলে নিতে পারেন
আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বর্তমানে বি,বি,এস ৩য় বর্ষে পড়ছি, আমার ৭ টা সাবজেক্ট- অর্থনীতি, ব্যাবস্থাপনা, হিঃ বিঃ, ও ইংরেজি। তো এখানে কোন জিনিসটা আমার অপশনাল আছে? প্লিজ রিপ্লাই? 🙏🖤
ভাই একটা প্রশ্ন ছিল বলবেন???
এসএসসি ও এইচএসসি থেকে সাইন্স থেকে পাস করেছি। এখন আমি বিএসএস কোর্স করতে চাই আমার জন্য কোন কোন সাবজেক্ট ভালো হবে প্লিজ জানাবেন স্যার
যখন আবেদন শুরু হবে তখন বিএ বিএস এস দুটোতেই আবেদন করবেন
Vaia ami honors manjmenta cunch paycilam kintu vorti somoy cola jaota vorti hota pari nai r ami vanga poracilam. Apnar sata a bisoyta share Kora onk upkar hoyca apnar kota moto ami digrita abadon kori ajka ami digri bss a cunch payci.1year gap dila hoyto r vorti hota partam na
❤️♥️❣️ অনেক ভালোবাসা রইল। চেষ্টা করুন নিজের অবস্থান থেকে ভালো কিছু করার।
Vaia ami ক gucco taka ami rastobiggan nita cai. r ar sata somajbiggan nabo naki somajkormo konta nila valo hoba.plz vaia aktu bolan?
@@tonimkhan8890 দুই টাই কাছাকাছি বিষয়। সমাজকর্ম সহজ তুলনামূলক।
Vaia কgucco taka rastobiggan o somajkormo nibo. খ গুচ্চ taka konta nila cakrir jonno valo hoba
Ph din
দর্শন সাবজেক্ট টা কেমন কঠিন
ভাই আমরা এইচএসসি ২০১৮ আমি যদি বাউবির মাধ্যমে বিএসএস ৩ বছরের ডিগ্রি করি তাদের কি সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে
বয়স থাকলে আবেদন করতে পারবেন
Vaiya BSS e ortoniti bade just rasto biggan r somaj biggan r dorson ei gula subject neya jabe to
Naki ortoniti baddota mulok nitei hobe buji?
ভাইয়া আমি চয়েজ দেয়ার সময় দুটা সাবজেক্ট দিয়েছিলাম। (১) বিএ (২) বিএসএস।।।। এখন বিএসএস সাবজেক্ট আসছে আমি এটা নিয়ে পড়তে চাইনা। আমি কি ভর্তি বাতিল করে ঐ কলেজে আবার চয়েজ দিতে পারি।????? ভাইয়া খুব টেনশনে আছি? ছোটখাটো একটা চাকরি করি। তাই সহজ বিষয় হলে ভালো হতো??????
আপনি BSS এ ভর্তি হন এটাই আপনার জন্য বেস্ট হবে
economic ta j thakbe
আসসালামু আলাইকুম ভাইয়া আমি ডিগ্রি BA. মাস্টার্স এডমিশন নেব। কোন বিষয় নিলে সহজ হবে একটু বললে ভালো হবে।
অভিজ্ঞ কারো সাথে পরামর্শ করুন
Sir Degree Economic subject ta ki onk kothin? Plz sir janaben. Ami ei bocor degree te sorkari clg e apply korechi.
অর্থনীতি নেওয়ার দরকার নেই যদি আগ্রহ না থাকে।
প্লিজ আমার কমেন্টের রিপ্লাই দিবেন ভাইয়া,, bssপ্রথম বর্ষেই যে সাবজেক্টগুলো থাকবে দ্বিতীয় বর্ষে কিএকই সাবজেক্ট থাকবে,, নাকি অন্য সাবজেক্ট নেওয়া যাবে
vaiya rastobiggan nia masters korle school a ki ki subject porate parbo ? jodi rastobiggan nia masters kori vaiya.?
কলেজ এ রাষ্টবিজ্ঞান পড়াতে পারবেন। স্কুলে বাংলাদেশ ও বিশ্বপরিচয় সহ এ সামাজিক বিজ্ঞান(নবম দশম) এই ধরনের বিষয় পড়াতে পারবেন
Thank you so much vaiya.
Vai primary shikkok hote chai.....tahole B.A course theke kon kon subject choose korle valo hobe janaben plz......
যে বিষয়ে মাস্টার্স করতে চান সে বিষয় সহ ভালো কিছু বিষয় চয়েস দিতে পারেন
@@EnglishBioscope valo kore porasuna korte chassi, valo bisoy kongulo hobe setai ask korchi
@@absayed ডিগ্রি পাস কোর্সের বিষয় নির্বাচন নিয়ে পরামর্শ
১। এইচ এস সি তে তুলনামূলক যে বিষয়সমূহ ভালো পারতেন সেগুলো নেবেন।
২)বিএসএস গ্রুপে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান/সমাজকর্ম, ইতিহাস / ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নেবেন৷ অর্থনীতি তারাই নিবেন যারা অর্থনীতি ভালো পারেন, মাস্টার্সে গাণিতিক বিষয়ে আটকানোর কোন চান্স নেই।
৩। বিষয় নির্বাচনের সময় অবশ্যই স্ব গ্রুপের কমপক্ষে ২ টি, বেশি হলে ৩টিই নেবেন। এমন বিষয় নিন, যেগুলো আপনার কলেজ বা কাছাকাছি কলেজে মাস্টার্স আছে।
৩। বিএ গ্রুপে যারা ভাষা ( ইংরেজি, আরবি, উর্দু, সংস্কৃত) এই বিষয়গুলো নেবেন, আগে জেনে নেবেন বাজারে বই / গাইড সহজলভ্য কি না।
৪। যারা ইসলাম শিক্ষা নেবেন তারা বুঝে নিবেন, কুরআনের আয়াত পড়ে বুঝতে পারা, হাদীস পড়ে বুঝতে পারার নূন্যতম দক্ষতা না থাকলে পড়বেন না।
৫)এমন বিষয় নিন যা আপনি মাস্টার্সে পড়তে পারবেন। বিএ/বিএসএস গ্রুপে ভূগোল, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত এগুলো নিলে মাস্টার্সে বিষয় পাওয়াটা দূরহ হয়ে যায়।
৬। বিবিএস গ্রুপে যারা আছেন তারা সম্ভব হলে হিসাববিজ্ঞান সহ (ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্স যে কোন একটি নিতে পারেন)। হিসাববিজ্ঞানভীতি কারো থাকলে শিক্ষাজীবন দূর্বিষহ করতে পড়েন না। ডিগ্রি পাস পার করতে পারলেও MBA তে গিয়ে বিড়ম্বনা হবে।
৭। বিষয় নির্বাচনের ক্ষেত্রে কলেজও ফ্যাক্ট। কলেজে কোন বিষয় চালু না থাকলে সেটা নিতে পারবেন না।
৮। যারা চাকরি / ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন তারা ব্যবহারিক যুক্ত বিষয় নিয়েন না। বাড়তি টেনশন নেয়া হবে।
রাষ্ট্র বিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং বাংলা/ ইংরেজি
ডিগ্রীতে এই তিনটা বিষয়ের কি প্রথম ও দ্বিতীয় পত্র প্রথম বর্ষে পড়া লাগবে আর সাথে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ?
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এটি আবশ্যিক বিষয়। এটির ২ টি পএ নেই।
আর ঐচ্ছিক বিষয় গুলোর ২ টি পএ থাকবে।
তাহলে ঐচ্ছিক বিষয় রাষ্ট্রবিজ্ঞান,সমাজবিজ্ঞান,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই তিনটি বিষয় চয়েজ করেছি এইগুলোর প্রথম পত্র ও দ্বিতীয় পত্র কি প্রথম বর্ষে পড়তে হবে ?
@@sohanvondo2924 হুম
@@EnglishBioscope ধন্যবাদ
বিএসএস এ প্রথম বর্ষে কয়টি সাবজেক্ট?
দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে কতটি বিষয় থাকবে সেটা একটু বইলেন স্যার
মোট ৭ টি বিষয় প্রথম বর্ষে যেই সাবজেক্ট ছিলো ওই একই সাবজেক্ট থাকবে ২য় আর ৩য় বর্ষে একটা দুইটা সাবজেক্ট চেঞ্জ হতে পারে
@@semantokhan9043 tnx boss
ভাই আমি বি এস এস নিয়ে ভর্তি হয়েছি।।আমার সাবজেক্ট হলো রাষ্ট্রবিজ্ঞান,সমাজবিজ্ঞান আর ইসলাম শিক্ষা।।।তো কথা হচ্ছে আমি তো আরবি পড়তে পারি না,এখন আমি কি করবো,আর পরিক্ষার সময় কি আরবি লিখতে হবে।।।একটু জানাবেন।।
আরবি অংশ গুলো ছাড়া ও থিওরীটিক্যাল অংশ বেশি থাকবে। এগুলো দিবেন
Biyyah achon ami degree th bangla nelam tharpor master s ki english change korta parvo ❤plase janayen❤❤
যদি ঐচ্ছিক বিষয় ইংরেজি থাকে তাহলে হবে নয়তো নয়
নিজের পছন্দের ঐচ্ছিক সাবজেক্ট চয়েস করার সুযোগ না দিলে কি করবো ভাইয়া একটু বলবেন প্লিজ।
সেক্ষেত্রে আপনার কলেজ এ সকল বিষয় আছে কিনা সেটা বিবেচনা করতে হবে
ভাইয়া আমি সাইন্সের ছাএ, ডিগ্রী রিলিজ এ আবেদন করবো আমি যদি ডিগ্রীর চারটা গ্রুপ যেমন :বি এ, বি এস এস, বি বি এস, বি এস সি সব চয়েজ দিই তাহলে কি কোনো প্রবলেম হবে ভাইয়া ?
না। তবে যে কোর্সে চান্স পান সেই কোর্সে পড়তে হবে। পরিবর্তন করা যাবে না
আমার ssc/hsc সাইন্স ছিলো দুইটা মিলে ৭.৯০ এখন Bss পরলে কি কি সাব্জেক্ট নিলে ভালো হবে প্লিজ বলবেন ভাইয়া। আর বি এ এবং বিএসএস এর মধ্যে ভালো কোনটা।
ড্রিগ্রী তে একবছর পড়ে বিদেশের বিশ্ববিদ্যালয় ক্রেডিট ট্রান্সফার করে বাকিটা বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে পড়া যায়? শুনছি অনার্স এর ক্ষেত্রে এই সুযোগ আগে ! ড্রিগ্রীর ক্ষেত্রে এই সুযোগ আছে কি??
ভাইয়া, আমি কমার্সের স্টুডেন্ট। বর্তমানে একটা বেসরকারি কলেজে অনার্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ভর্তি হইছি। পারিবারিক সমস্যার কারণে এ বছর আর পড়া সম্ভব না। তাই আমি কি পরের বছর কোনো সরকারি কলেজে ডিগ্রিতে BSS নিয়ে পড়তে পারব??
প্লিজ জানাবেন🙏🙏🙏
আপনার SSC এবং HSC Passing year টা বলুন
@@EnglishBioscope SSC- 2018, HSC-2020
Total point: 8.64
@@sabrinaripa6287 parben
দাদা ডিগ্রি, বিএস এস, রাষ্ট্রবিজ্ঞান , অর্থনীতি , সমাজকর্ম, সংস্কৃতি, একসাথে কি সাবজেক্ট বা বিষয় বলে এক কথায়। একটু বলবেন প্লিজ।
আপনি যখন বি এস এস ডিগ্রি করবেন তখন এই বিষয় গুলো পড়তে হবে। অনার্স এ যেমন যেকোনো একটি বিষয় কে বেশি গুরুত্ব দিয়ে পড়ানো হয় ডিগ্রি তে সেরকম নয় ডিগ্রি তে সব বিষয় গুলো অল্প অল্প করে পড়ানো হয়
অসংখ্য ধন্যবাদ
Gramercy
বিএতে যে ঐচ্ছিক সাবজেক্ট আছে শুধু কি সেগুলাতেই মাস্টার্স করা যাবে?
বাকি গুলাতে পারা যাবেনা?
যে তিনটি ঐচ্ছিক বিষয় নিবেন তার থেকে যেকোনো একটি বিষয়ে মাস্টার্স করা যাবে
@English Bioscope thank you,, দয়া করে আরেকটা প্রশ্নের উত্তর দিন।
**সব কলেজে কি বিএ তে বাংলা/ইংলিশ ঐচ্ছিক বিষয় হিসেবে থাকে?
**মাস্টার্স ঐচ্ছিক বিষয়ের মধ্যে যেটা আমি চাইবো ওইটাই করতে পারবো? নাকি ওনারা চয়েস করে দিবেন?
@@anjumaakhi8365 ঐচ্ছিক হিসাবে থাকে। তবে ৩য় বর্ষে ইংরেজি আবশ্যিক ১ টি বিষয় আছে। তিনটি হতে যে বিষয়ে ভালো করবেন সেই বিষয়ে মাস্টার্সে আবেদন করতে পারবেন
আসসালামু আলাইকুম,, আমি বিএসএস করেছি,,, আমি সিভিতে কি উল্লেখ করবো,, আর এইটা কি arts er subject??. আর আমি কি সমাজকর্মের উপর কি ডির্গি নিয়েছি,,, যেমন সবাইকে বলি,, মাস্টার্স করছি রাষ্ট্র বিঙ্গান এর উপর,,,???????
BSS( Pass)
মাস্টার্স যে বিষয়ে করবেন সেই বিষয় বিষয় অনুযায়ী মাস্টার্স এর নাম উল্লেখ করবেন যেমন MA ( Political Science)
BSS মানবিক এর একটি কোর্স।
bss গ্রুপে এই দুটি গুচ্ছের ৩টি বইয়ের দুটি করে পাট ছাড়া আর কোন বই কেনা লাগে কিনা বলবেন প্লিজ
যে কলেজ এ ভর্তি হবেন সেই কলেজ এর শিক্ষক রা বা বড় ভাই বোন এর পরামর্শ নিয়ে বই ক্রয় করার পরামর্শ রইল
ক গুচ্ছে,, থেকে,, রাষ্ট্র বিজ্ঞান,, আর সমাজবিজ্ঞান আর খ গুচ্ছে থেকে দর্শন নিয়ে,, এবার কোন নিয়ে,, মাস্টার কোর্স করা যাবে একটু বলে দেবে কলিজার ভাইয়া
ক গুচ্ছ হতে রাষ্ট্র বিজ্ঞান আর সমাজকর্ম নিবেন। খ গুচ্ছ হতে দর্শন নিতে চাইলে নিতে পারবেন। আর রাষ্ট্র বিজ্ঞান এ মাস্টার্স করলে ভালো হবে
@@EnglishBioscope ওকে ভাইয়া
@@EnglishBioscope vaiya ami ko guccho thke somajkormo ar orthoniti nyechi
Ar kho thke garhostho orthoniti
Sub choice ta thik ache?
ভাইয়া একটা তথ্য দিয়ে হেল্প করবেন আমি 2020 সালে এইচএসসি দিয়েছি পরে অনার্স ভর্তি হয়েছি অর্থনীতি নিয়ে কিন্তু আমি কখনো কলেজে যাই নি কোন পরীক্ষা দেই নি এখন আমি ডিগ্ৰি ভর্তি হতে চাই এখন কি আমাকে অনার্স ভর্তি বাতিল করতে হবে 😢😢😢😢😢😢😢😢প্লীজ আমাকে একটু বলেন
আগে ডিগ্রি ভর্তি আবেদন করুন। তারপর যদি চান্স পান এবং ভর্তি হতে চান তাহলে ভর্তি বাতিল করার প্রয়োজন হলে করবেন
@@EnglishBioscope ভর্তি বাতিল করবো কিভাবে তখন
Mash Allah sundor vdo
ক গুচ্ছ থেকে ঃ রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম নেওয়া যাবে কি...? জানালে উপকৃত হবো।
যাবে
সমাজবিজ্ঞান ভালো হবে না সমাজকর্ম ভালো হবে,,,,চাকরি ও বিসিএস এর ক্ষেত্রে কোন সাবজেক্ট টা বেশি হেল্প করবে,,?
Vaiya ami humanity thake bss neyachi,, ami married o amr 1 ta choto baby ase,, tahole amr jonno Kon subject gulo better hobe ektu hlp korbn plzz😢😢
রাষ্ট্র বিজ্ঞান, সমাজকর্ম সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
Inter a ami somajbiggan neyachlm,, ota nela kmn hobe
BSS ar main subject ta ki?
Vaiya Ami BSS privet a pori suggestion khuje passi na help koren plz
সাজেশন গাইড বই অনুশীলন করুন
ভাইয়া আমি বিস্ময় পরিবর্তন করতে চাই অর্থনীতির পরিবর্তে রাষ্ট্রবিজ্ঞান নিতে চাই আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন কি করে সম্ভব হবে জানতে চাই
ভাইয়া আমি 2022সালে এইচ.এ.সি পরীক্ষা দিয়েছি।বি এস এস নিতে চাচ্ছি সরকারি কলেজে বি এস এস ভর্তি হতে হলে কত পয়েন্ট লাগবে ভাইয়া,,,,,,,,,,,,বললে উপকৃত হতাম ,,,,,,
আমিও নিতে চাচ্ছি,, কোন কোন সাবজেক্ট নিবো বুঝতাছি না,, আপনি কি সাবজেক্ট নিয়েছেন
@@tanzilataniaoficial7407 পয়েন্ট কত আপনার,,,,,,
ভাই সমাজবিজ্ঞান, সমাজকর্ম,ইতিহাস। নেওয়া যায় না কি রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম,ইতিহাস নিতে হবে
উভয় ভাবেই নিতে পারবেন
ভাইয়া ডিগ্রি বিএসএস এ কি অর্থনীতি বাধ্যতামূলক নিতে হবে।।।
Sir ami ki rasto biggan ar somaj kormo ai duita nite parbo????
Hmm
ভাইয়া ডিগ্রি বিএসএস এর মাঝে অর্থনীতি বিষয়টা বাধ্যতামূলক থাকে। নাকি নিজের মতন বিষয় নেয়া যায়।
বাধ্যতামূলক নয় তবে অনেক কলেজে অন্য বিষয় না থাকলে বাধ্য হয়ে এটা নিতে হয়
@@EnglishBioscope ধন্যবাদ ভাইয়া
@@chayachanda4807 আমার জন্য দোয়া/আশীর্বাদ করবেন আমি খুব অসুস্থ আজ অনেক দিন যাবৎ
Vahiyaa political science and economics konta niye masters korle vhalo cariar gora jabe plz ekto help korbn
২ টার দিক ভিন্ন ভিন্ন। অর্থনীতি রাষ্ট্র বিজ্ঞান অপেক্ষা কঠিন কিন্তু ভালো রেজাল্ট করতে পারলে চাহিদা আছে। অন্যদিকে রাষ্ট্র বিজ্ঞান অর্থনীতি অপেক্ষা সহজ। ভালো Afford দিলে ভালো রেজাল্ট করা সম্ভব। রাষ্ট্র বিজ্ঞান পড়া অবস্থায় চাকরির পরীক্ষার পড়া গুলোতে সময় দেওয়া সম্ভব। কিন্তু অর্থনীতি পড়া অবস্থায় চাকরির পরীক্ষার পড়া গুলো তে সময় দেওয়া কষ্ট সাধ্য।
Vai ortoniti bade just rasto biggan r somaj biggan r dorson neye jabe jabe ki BSS e vai plzz janaben
Bss e kon subject nile valo hobe kew janle please bolen 🥺
আমার সহস বিষয় গুলো কোন গুলো নিবো একটু জানাবেন সার প্লিজ
আচ্ছা ভাইয়া ডিগ্রি তে যে 300 মার্ক এর ইংরেজি নেওয়া যায়, সেটা কীভাবে নেওয়া যায় । আমি শুনছি 300 মার্ক এর ইংরেজিতে নাকি ডিগ্রি করা যায় । কিন্তু আমি বুঝতে ছিনা সেটা কীভাবে সম্ভব।
সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক বা বড় ভাই বা বোন এর সাথে যোগাযোগ করুন
Vaiya e e sangskrity r islamer itihas o sangskrity ki ak plz ans me
না। দুটি আলাদা বিষয়
@@EnglishBioscope ami to na bujhe e e niyeci islamer itihas mone kore .plz amke 2ta bisoy bujhiye den
Bsc course ar subject nia akta video den
এটা BSS নিয়ে।
Assalamu alaikum bhaiya ami apnar choto bon hisebe ekta question korte chai asha kori apni reply diben bhaiya ami a bocor HSC pass koreci ami manobik theke pass koreci bhaiya ami degree te ba na bss korle valo hobe r kun kun subject nile valo hobe plz bhaiya ektu kosto kore amake bolben.
আপনি প্রথমে বিএস এস তারপর বিএ এই দুটি কোর্স চয়েস দিয়ে আবেদন করবেন।
@@EnglishBioscope প্রথমে আমাকে এই দুইটা কোর্স চয়েস দিয়ে আবেদন করতে হবে।তারপর যে কোর্স এ আমি চান্স পাবো সেই কোর্স থেকে সাবজেক্ট চয়েস করতে হবে ঠিক বলছি না ভাইয়া।
@@EnglishBioscope ভাইয়া দয়া করে আমাকে একটু বুঝিয়ে বলবেন আসলে আমি বুঝতে পারছি না কি করবো। আমি এসএসসি তে ৩.১৭ আর এইচএসসি তে ৩.৮৩ পেয়েছি আমি তো এখন অনার্স পাবো না। তাই আমাকে ডিগ্রি পরতে হবে। আর আমার বড় ভাই বিএসসি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আর বড় বোন বিএ পরছেন একটা জাতীয় বিশ্বাবিদ্যালয়ে।তাদের ডিগ্রি ব্যপারে কোনো ধারণা নেই। তাই আমার বুঝতে সমস্যা হচ্ছে। কি কোর্স করলে বা কি কি সাবজেক্ট নিলে ভালো হবে বুঝতে পারছি না। দয়া করে একটু বুঝিয়ে বলবেন ভাইয়া।
@@taniaahmed4478 আপাতত আবেদন করবেন যখন আবেদন শুরু হবে তারপর চান্স পেলে ঐচ্ছিক বিষয়ে নির্ধারণ করবেন। আপনি যে বিষয়ে মাস্টার্স করতে চান পরবর্তীতে সেই বিষয় টি সহ ঐচ্ছিক বিষয় নির্ধারণ করতে হবে দক্ষতার সাথে
@@EnglishBioscope thank you so much bhaiya bujiye bolar jonno. Again thanks.
ভাইয়া আমি SSC,HSC ব্যবসায় শাখা থেকে দিয়েছি,,এখন ডিগ্রিতে মানবিক শাখা দিয়ে আবেদন করেছি,, এখন আমার জন্য কোন তিনটা বিষয় সহজ হবে একটু বলবেন প্লিজ ।
চান্স পেলে জানাবেন তখন পরামর্শ দেওয়ার চেষ্টা করবো
@@EnglishBioscope ভাইয়া আমি চান্স পাইছি এখন কোন বিষয় নিলে ভালো হয়
@@EnglishBioscopeআলহামদুলিল্লাহ। ভাইয়া আমি চান্স পেয়েছি।এখন একটু বলবেন প্লিজ আমার কোন তিনটা বিষয় নেয়া উচিত হবে।
Apni onk valo kore bojhan....bt BSS a te vugol sub nile ki prblm hoite seita jdi r ektu valo kore bojhaiten tahole r o valo hoto
প্রথমে বলবো যদি আপনি এই বিষয়ে পরবর্তীতে মাস্টার্স করতে চান তাহলে নিন নয়তো অন্য কোনো বিষয় নিতে পারেন।
@@EnglishBioscope acca ai sub a masters korle porobortite chakrir khetre kono prblm hobe na to / kon dhoroner chakri korte parbo???
ভাইয়া,, আমি ডিগ্রি বিএসএস করে মাষ্টার অথনীতি বিষয়ে পড়লে কি রেজাল্ট ভাল করে কি বড় কোম্পানি তে চাকরি করতে পারব
আপনি যে তিনটি ঐচ্ছিক বিষয় নির্বাচন করবেন সেগুলো হতে যেকোনো একটি বিষয়ে মাস্টার্স করতে পারবেন। প্রায় প্রতিটি বিষয়েরই জব মার্কেট থাকে
@@EnglishBioscope vaiya ami ei bochore ba/bss degree te vorti hoyechi...jei 4 ti boi diyeche tar pashapashi r ki ki boi ba guide porte hobe? Plz vaiya bolen...help korar moto keu nai😥
@@sadikaislam5451 কোন ডিগ্রি তে ভর্তি হয়েছেন? বিএ নাকি বিএসএস?
Bss ta balo hbe nki ba,, kiso akta korar essa ase life e
BSS
@@EnglishBioscope thank you baia
@@EnglishBioscope atay nibo
Sir আমি SSC 2018 & HSC 2022 আমি কি অনার্সে ভর্তি হতে পারবো
প্রাইভেট ডিগ্রি অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করতে পারবেন
vaiya ami first choice jeta diyesilam setai asce but ami seta nite chassi na akhn migration o hobe na,vaiya ami oi clg ei porte chai but ami ki r onno subject nite parbo na?
না এখন কোনো সুযোগ নেই। আপনি একান্ত ভাবে পড়তে না চাইলে রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন যদি ভর্তি না হন। তবে রিলিজ স্লিপে নিশ্চিত চান্স পাবেন কিনা এবং ভালো বিষয় পাবেন কিনা তা নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই
@@EnglishBioscope vaiya subject choice ki abdon korar somoi dei?????
@@afrozatultanha7572 অনার্সের ক্ষেত্রে আবেদন করার সময় দেয়। আর ডিগ্রির ক্ষেত্রে কোর্স চয়েস করতে হবে তারপর চান্স পেলে ভর্তি হবার সময় বিষয় চয়েস দিতে হবে।
Ami 2016 HSC pass korci.ami akhon graduation korte chai open University sara ki onno kothau korar upai ace janaben plz!
Vaiya ato pora mukhostho korte pari na.......sob subject baniye baniye dewa jabe naki...?? Ate to vlo result asbe???
বুঝে বুঝে পড়বেন তাহলে বানিয়ে লিখতে পারবেন
@@EnglishBioscope Porte boslei matha betha kore boi ar answer dekle.....karon degree boi gulote prosno onk boro boro.......Help me plz j agulo ami cover ki vhabe korbo..🙏
Vaiiya bss main subject koita 1st year a
মোট ৭ টি
Kon kon subject gula nile valo hobe vai
Amer point 8'25
@@MoniraKhanom-e9c আগে আবেদন করুন। চান্স পেলে আপনার কলেজ এ কোন কোন বিষয় গুলো আছে এবং আপনি কোন বিষয় নিয়ে মাস্টার্স করতে চান তার উপর নির্ভর করে বিষয় চয়েস দিবেন।
Accha thik ase vaiiya
@@MoniraKhanom-e9c শুভকামনা
ভাই বিএসএস কোর্সে কোন কলেজে কোন সাবজেক্টগুলো পড়ায় তা কি ইন্টারনেটে জানা সম্ভব?
BSS কোর্সে দুই ধরনের বিষয় থাকে যথা আবশ্যিক ও ঐচ্ছিক।
আবশ্যিক বিষয়ঃ সকল কলেজে এক।
ঐচ্ছিক বিষয়ঃ দুটি গুচ্ছ দেওয়া হবে। দুটি গুচ্ছ হতে ৩ টি বিষয় বেছে নিতে হবে।
ক গুচ্ছঃ অর্থনীতি, রাষ্ট্র বিজ্ঞান
সমাজকর্ম/ সমাজবিজ্ঞান
( ক গুচ্ছ হতে যেকোনো দুটি নিতে হবে। উল্লেখ্য যে সমাজবিজ্ঞান বা সমাজকর্ম হতে যেকোনো একটি নিতে পারবেন চাইলে। কোনো ভাবেই এই দুটি বিষয় একসাথে নেওয়া যাবে না)
খ গুচ্ছঃ মনোবিজ্ঞান/ ভূগোল ও পরিবেশ /ইতিহাস /ইসলামের ইতিহাস ও সংস্কৃতি / ইসলাম শিক্ষা /দর্শন / গার্হস্থ অর্থনীতি / বাংলা / ইংরেজি /সংস্কৃত / আরবি / পালি / ড্রামা এন্ড মিডিয়া স্টাডিজ।
উল্লেখ্য যে সকল কলেজে সকল বিষয় থাকে না। কোন কলেজে কোন বিষয় গুলো আছে এটা ঔ কলেজে ফোন দিয়ে জানতে পারবেন। সরাসরি ওয়েবসাইটে তথ্য দেওয়া হয় না। তবে ফোন নাম্বার বের করতে পারবেন ইন্টারনেট থেকে।
ami bbs a confrom korce ami ki akhon ata chang kora bbs a jata parbo
না
ভাইয়া ইসলামের ইতিহাস আর ইসলাম শিহ্মা এই দুটির মধ্যে কোনটা নিলে বেশি ভালো হবে কম পরে ভালো রেজাল্ট করতে পারবো
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
vaiya amader collage BSS groupe Orthoniti AND BA groupe Dorshon baddota mulok aita kivabe korlo.Aita ki real??
Bangla subject ta ki kotin???? Privet pora lagbo
একটু সময় দিলে ভালো করতে পারবেন
Salam bhai, ami aponar ksay jantay sai bss pasay Master's kon subject baysi balo hobay, R bhai Master's kotu bosor cos subject kotuta nitay hobay janaiben?
BSS course e pass mark kto?!
ভাইয়া বিএসএস কই বছরের কোর্স?? যদি বলতেন দয়া করে
@@AbdullahSiddik-r3h ৩ বছর
ঐচ্ছিক বিষয় থেকে ইংরেজি সাবজেক্ট না নিলে,,,,পরবর্তীতে কি ইংরেজিতে অনার্স করা যাবে?
না
আমি বলতে চাচ্ছি, বি এস এস, সর্বমোট কয়টি সাবজেক্ট পড়তে হবে,,
প্রথম বর্ষে ৭ টি
Ki ki???@@EnglishBioscope
ভাইয়া, আমি Inter লেভেলে সমাজবিজ্ঞান ও ইসলামের ইতিহাস নিয়ে পড়েছি।
এখন প্রশ্ন হলোঃ সমাজবিজ্ঞান না নিয়ে সমাজকর্ম এবং ইসলামের ইতিহাস না নিয়ে ইসলাম শিক্ষা নিলে কি বেশি উপকৃত হবো? জাঝাকাল্লহু খইরন
যদি আরবি বিষয়ে আপনার ভালো আগ্রহ থাকে এবং পরবর্তীতে এই বিষয়ে মাস্টার্স করতে চান তাহলে নিতে পারেন নয়তো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিতে পারেন
@@EnglishBioscope আমি আরবি তো জানি না,কিন্তু ইসলামের ব্যপারে বা আল্লাহর কালামের প্রতি অনেক আগ্রহ আছে
@@abdulmuhaiminul9522 তাহলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিতে পারেন
সমাজবিজ্ঞান না সমাজকর্ম কোন টা নিলে ভালো হবে বলে দেন স্যার,,,
২ টাই ভালো। যেটা নিয়ে মাস্টার্স করতে চান সেই বিষয় টি নিন
Vaiya degree te mot subject koiti
১ম বর্ষে ৭ টি
Vaiya ami j subject gula choice korecilam seti ami akon dekbo kivabe
এটা এখন দেখা যাবে না। কারণ কলেজ এখনই এটি ওয়েবসাইটে এন্ট্রি দেয় নি। কলেজ এ গিয়ে যোগাযোগ করে এখন জানতে পারবেন
@@EnglishBioscope tnx vaiya
Thank you
vaiya 1st relise slip cancel kor a abar abedon korte chaile ki onek risk ache ?????
শুধু মাএ একবার আপনি বাতিল করে আবেদন করতে পারবেন। তাই সতর্ক ভাবে করতে হবে।
vaiya ami BSS disi akhon aei ta ki change korbo naki aei tai thakbo bujtasi na ???? apnar mot a vaiya ki mon a hoi???????
@@doreamon2822 কয়টা কলেজ ও কয়টা করে কোর্স দিছেন?
sudu bss disi vaiya
ক গুচ্ছ থেকে কি আমি রাষ্ট্র বিজ্ঞান আর অর্থনীতি দুইটাই নিতে পারবো????
Bss niye kicu bolen sir
আলাদা ভিডিও আছে দেখুন
ভাইজান। আমি কি রাষ্ট্রবিজ্ঞান / সমাজকর্ম নিতে পারবো? দয়া করে জানাবেন
পারবেন
ভাইয়া আমি কি ক গুচ্ছ থেকে রাষ্টবিঙ্গান / সমাজকর্ম নিতে পারবো অর্থনীতি বাদ দিতে পারবো?????
পারবেন
vaiya bangla nit a chai aei subject a ki bekoron onek beshi ???? vaiya bangla sohoj naki kothin???
বাংলা মোটামুটি কঠিন। কিন্তু সময় দিলে ভালো করতে পারবেন
bangla te ki ki porte hob a vaiya?
monobiggan subject ta ki besi kotin hobe vaia?
আগ্রহ থাকলে নিন নয়তো নেওয়ার দরকার নেই
agroho nei..kinto oi college e ei subject chara onno subject nwr option nei..tai subject ta kmn hobe ask korchi..
@@farjanaafrin4599 মনোবিজ্ঞান পড়ে কি হওয়া যায়? এটি একটি কমন প্রশ্ন। উপরে এতগুলো শাখার নাম উল্লেখ করলাম। আপনি ইচ্ছা করলেই এর যে কোন শাখায় কাজ করতে পারেন। আপনি চার বছরের অনার্স কোর্স শেষে এমএসসিতে যেকোনো একটি শাখায় পড়ালেখা করতে পারেন। মনোবিজ্ঞানীরা বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে এনজিও প্রতিষ্ঠানে সাইকোলজিস্ট হিসেবে কাজ করে থাকে। এছাড়া বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে, প্রতিটি হাসপাতালের একজন করে মনোবিজ্ঞানি থাকতে হবে। এছাড়া বাংলাদেশের মনোবিজ্ঞানিদের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে প্রাইমারি স্কুল গুলোতে। এছাড়া আপনি দক্ষতা প্রাপ্ত হয়ে নিজেই চেম্বার খুলে কাউন্সেলিং করতে পারবেন। এছাড়া মনোবিজ্ঞান সাবজেক্টে পড়লে আপনাকে বিভিন্ন সময়ে বাস্তব ভিত্তিক প্রজেক্ট করতে হবে। যেমন ধরুন, একটি এলাকায় যেয়ে বিভিন্ন ডাটা সংগ্রহ করা এবং তাদের সাথে মেশা। তাদের মনের কথা বোঝার চেষ্টা করা। এতে আপনার ভেতরে নেতৃত্বের গুণাবলী সঞ্চারিত হবে। আপনি খুব ভালোভাবে যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারবেন। এজন্যই সামরিক বাহিনীতে, বিশেষভাবে কাউন্সিলিংয়ের ব্যবস্থা থাকে। কারণ বিভিন্ন সময় তাদের বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। পরিস্থিতির আলোকে যদি তারা খাপ খাওয়াতে না পারে তাহলে দেশের বিপর্যয় আসতে পারে। সুতরাং সামরিক বাহিনীতে আপনার জন্য চাকরির সুযোগ রয়েছে। বিভিন্ন সরকারি কলেজ প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করার সুযোগ তো আছেই। এছাড়া সরকারি চাকরি এবং বিসিএস এর জন্য আপনি ভালভাবে প্রস্তুতি নিতে পারবেন কারণ আপনি যথেষ্ট সময় পাবেন। খেলাধুলার ক্ষেত্রে মনোবিজ্ঞানীদের কদর রয়েছে। যেমন ধরুন ক্রিকেট খেলায় একটি দল চাপে রয়েছে। সেই চাপ থেকে কিভাবে বের হয়ে আসা যায় এজন্য মনোবিজ্ঞানীরা কাজ করে। এজন্য রয়েছে স্পোর্টস সাইকোলজি। এছাড়া বড় প্রজেক্ট যেমন কোন বড় ধরনের সেতু, ফ্লাইওভার, বিল্ডিং নির্মাণের আগে মনোবিজ্ঞানীরা শ্রমিকদের মনোবল অক্ষুন্ন রাখতে সহায়তা করে। তাছাড়া বিভিন্ন ধরনের বড় বড় টিভি সিরিজ করার আগে মনোবিজ্ঞানীরা তাদের মনোবল কে বাড়াতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন সেক্টরে মনোবিজ্ঞানীদের পদচারণা রয়েছে।
@@farjanaafrin4599 মনোবিজ্ঞানের প্রধান শাখা:
১। সাধারণ মনোবিজ্ঞান
২। পরীক্ষণ মনোবিজ্ঞান
৩। চিকিৎসা মনোবিজ্ঞান
৪। শিক্ষা মনোবিজ্ঞান
৫। শিল্প মনোবিজ্ঞান
৬। বিকাশ মনোবিজ্ঞান
৭। সমাজ মনোবিজ্ঞান
৮। শিশু মনোবিজ্ঞান
৯। উপদেশ মনোবিজ্ঞান
১০। শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান
১১। প্রকৌশল মনোবিজ্ঞান
১২। অস্বভাব মনোবিজ্ঞান
কি বলেন এতো শাখা! জি, হ্যাঁ এতো শাখা। আসলে আমরা মনোবিজ্ঞান বলতে শুধু ভাবি এটা মনে হইয় শুধু পাগলের চিকিৎসা করে। কিন্তু আসলে তেমনটা নয়। মনোবিজ্ঞান আমাদের সমগ্র জীবন ব্যাপী। শুধু আমাদের জীবন? না, আমাদের সমাজ জীবনেও। আমাদের সকলের উচিত মনোবিজ্ঞান সম্পর্কে জানা।
thanks for information vaia..thank you Sooo much
Sir bangla niye ki degree course korar kono way nei? Amr bangla shahitter proti prochur jok ache kintu hon's a vorti hote parbo na amk degree tei porte hobe ami nirupay... Kintu ami bangla niye porte chai khub.. ei bishoye onugroho kore bistarito janaben sir
Amaro same Problem
রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান
আর ইতিহাস নিলে কেমন হয়
BA naki Bss
ভাইয়া Bssছে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানে কি ম্যাথ আছে
ঐচ্ছিক বিষয় চাইলে গনিত নেওয়ার সুযোগ আছে। না চাইলে নিবেন না
Na
ল সট কোর্স করার জন্য ডিগ্রিতে কোন বিষয় নিয়ে পড়লে ভালো হবে