ভাই বাংলাদেশ এবং ভারতের ইমিগ্রেশনে কি এক্সট্রা কোন টাকা পয়সা দিতে হয়? আর দিতে হলেও সেটা কতো। আপনার দুটো ভিডিও আমি দেখেছি, ভীষণই তথ্য বহুল এবং সুন্দর একটি ব্লগ ভিডিও হয়েছে।
ধন্যবাদ। ট্রাবল ট্যাক্স ১০০০ ও পোট ট্যাক্স সম্ভবত ৫০ টাকা দিতে হবে। ট্রাবল ট্যাক্স সোনালী ব্যাংক এর যে কোন শাখা থেকে করে আসবেন। পোট ট্যাক্স এখানেই করতে হবে। ধন্যবাদ
ডালু বা বারেংগাপাড়া বাজার থেকে বাস পেয়ে যাবেন। বডার পাড় হলেই অটো পেয়ে যাবেন ডালু যাওয়ার । ভাড়া ২০ রুপি। ওখান থেকে পাবেন। যদি কোন কারনে না পান, তাহলে তুরা শহরে চলে যাবেন। সেখান থেকে অহরহ বাস পাওয়া যায়।
নাকুগাও দিয়ে ইন্ডিয়া যাওয়ার জন্য বিসার আবেদনের জন্য কি ভাবে আবেদন করতে হবে বা বিসাই কি নাকু গাও ডালু লিখা থাকতে হবে না কি শুধু ইন্ডিার বিসা থাকলেই হবে দয়া করে একটু যানাবেন ভাইয়া India Sade Broar Name Ki ??
আপনি আপনার পাসপোর্ট নিয়ে আপনার জেলার ইন্ডিয়ান ভিসা সেন্টারে যাবেন। সেখানে বিভিন্ন দোকানে আবেদন করা হয়। আবেদনে বাই রোড হিসেবে ঢালু উল্লেখ করে দিবেন। তাহলেই নাকুগাঁও দিয়ে যেতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ
নাকুগাও দিয়ে ইন্ডিয়া যাওয়ার জন্য বিসার আবেদনের জন্য কি ভাবে আবেদন করতে হবে বা বিসাই কি নাকু গাও ডালু লিখা থাকতে হবে না কি শুধু ইন্ডিার বিসা থাকলেই হবে দয়া করে একটু যানাবেন ভাইয়া 🥰
ফুল ভিডিও দেখলাম অনেক ভালো লাগছে ভাই
ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি
ভালোই লেগেছে ভিডিওটি আমি গত কয়েকদিন আগেই এই ফ্রেন্ডশিপ গেট পর্যন্ত গিয়েছিলাম।
Thanks
আমরা নানার দেশ ভারতের আসাম, ❤
Thanks
আমি এই পথে ঘুরতে যাবো ইনশাআল্লাহ
Thanks
ভাই আপনি যে নাকুগাও যে ইন্ডিয়া গিয়েছেন সর্বমোট গেতে কত টাকা খরচ হয়েছে ভিসা পাসপোর্ট নিয়ে
পাসপোর্ট : ৮০০০/ যাতায়াত খরচ সহ
ভিসা: ১৬০০/- খরচ সহ
ইন্ডিয়া যাওয়া ২ দিন খাওয়া খরচ ১১০০/-
@@ChannelIchamotiএত কম আশ্চর্য হলাম
তুরা থেকেবাঘমারা দূর্গাপুর যাওয়ার ব্লগ চাই
Thanks bhai
vai khub sundor hoyese
অসংখ্য ধন্যবাদ
Abar kokhon asben dada dalu te
দেশ ঠিক হলেই আসবো। ভিসার মেয়াদ শেষ, সব ঠিক হলে আবেদন করবো ইনশাআল্লাহ
@@ChannelIchamoti accha dada .. ami dalu tei thaki... Immigration Office er samne
ভাইয়া তুরা শহর থেকে দক্ষিণ শালমারা মাইনকার চর যা কতক্ষণ সময় লাগে এবং ভাড়া কত বলবেন প্লিজ
ধন্যবাদ। ওখানে যাওয়া হয়নি। কিছুদিন পর আবার যাবো। তখন জানাতে পারবো ধন্যবাদ
নাকুগাও দিয়ে কলকাতা হাওড়া যাওয়ার উপায় কি
ধন্যবাদ জানাই আপনাদের মতামতের জন্য, আমাদের সাথেই থাকুন।
এখান দিয়ে গেলে ৪ থেকে ৫ দিন লাগবে। তাই বেনাপুল বা গেদে বর্ডার দিয়ে যাওয়ায় উত্তম
ভাই হোটেল ভাড়া কেমন
600 টাকা থেকে ১০০০০ রুপি পর্যন্ত
মোট খরজ কেমন লাগে
আমার আগের ভিডিওতে দেওয়া আছে সবকিছু।
@@ChannelIchamoti নিদিষ্ট দেওয়া নাই
@@rakibulislam3577 খুবই কম খরচ
Bike/Motorcycle. নিয়ে যাওয়া যায় কি ?
ধন্যবাদ আপনাদের সুন্দর মতামতের জন্য। না ভাই যাওয়া যায় না। তবে পোর্ট পর্যন্ত যেতে পারবেন।
ভাই বাংলাদেশ এবং ভারতের ইমিগ্রেশনে কি এক্সট্রা কোন টাকা পয়সা দিতে হয়? আর দিতে হলেও সেটা কতো। আপনার দুটো ভিডিও আমি দেখেছি, ভীষণই তথ্য বহুল এবং সুন্দর একটি ব্লগ ভিডিও হয়েছে।
ধন্যবাদ। ট্রাবল ট্যাক্স ১০০০ ও পোট ট্যাক্স সম্ভবত ৫০ টাকা দিতে হবে। ট্রাবল ট্যাক্স সোনালী ব্যাংক এর যে কোন শাখা থেকে করে আসবেন। পোট ট্যাক্স এখানেই করতে হবে। ধন্যবাদ
আপনি উচু যে পাহাড়টা দেখলাম সেখানে উঠেন নাই কেন
সময়ের বড় অভাব ছিলো
হোটেল ভাড়া কেমন তুরা শহরে
সাধ্যের মধ্যেই। ৬০০ রুপি থেকে শুরু করে ৫০০০/-, এর উপরেই পাওয়া যায়
ভাই, নাকুগাও দিয়ে ঢুকার পর সব থেকে কাছের বাস স্টেশন কোনটা যেখান থেকে চেরাপুঞ্জি যাওয়ার বাস পাওয়া যাবে?
ডালু বা বারেংগাপাড়া বাজার থেকে বাস পেয়ে যাবেন। বডার পাড় হলেই অটো পেয়ে যাবেন ডালু যাওয়ার । ভাড়া ২০ রুপি
তাতে খরচ কত হলো
১২০০০/- নিয়ে ২ দিন থেকে কেনাকাটা করে ২ হাজার টাকা ফেরত আনতে পেরেছিলাম।
2 diner jonno gele total cost koto porbr vai
কেনা কাটা আপনার, এগুলো ছাড়া হোটেল ও যাতায়াতসহ পড়বে ২৫০০ রুপী ২ দিন
ভাই,
তুরা সিটি থেকে গুয়াহাটি যাওয়ার কি কি
যানবাহন আছে?
বাস, প্রাইভেটকারসহ অনেক কিছু। এখান থেকে কাছে
How much for hotel rent?
Thank You ❤️
দুর্গাপুর বাঘমারা ভিডিও চাই
আগামী বছর গেলে বাঘমারা বাজারে যাবো
ভাইয়া ওইখান দিয়া গুহাটি কী ভাবে জাব আর কয়টা গাড়ি চেন্স করা লাগে ❤️❤️জাইতে গুহাটি
ডালু বা বারেংগাপাড়া বাজার থেকে বাস পেয়ে যাবেন। বডার পাড় হলেই অটো পেয়ে যাবেন ডালু যাওয়ার । ভাড়া ২০ রুপি। ওখান থেকে পাবেন। যদি কোন কারনে না পান, তাহলে তুরা শহরে চলে যাবেন। সেখান থেকে অহরহ বাস পাওয়া যায়।
@@ChannelIchamoti tnx vai আখন কী ওই বডার চালু আছে ভাইয়া ❤️❤️❤️
বারেংগা থেকে আসাম দূরত্ব কত কিলো?? কত সময় লাগে?? যাওয়ার পথে কোন কোন জায়গা পরে
@@jakyeaparvin1221 ভাই এখান থেকে কাছে
আসাম গুয়াহাটি কত কিলো তুরা থেকে
ভাই ময়মনসিংহ থেকে তুরা ভ্রমণে গেলে আনুমানিক কত টাকা লাগতে পারে
ভাড়া ১০০টাকা +৫০টাকা +২০ রুপী+ ১৫০ রুপী
Bhai amar bari akhania
সুভাগ্যবান মানুষ আপনি
Bro... Kichu information lagbe
Tumar number ta deo to
Number plz
Vai tourists der ki dalu port dicche ekhon??
হা সম্প্রতি চালু হয়েছে
Akan teke silog koeo dur
৬ ঘন্টার মতো
thanks
হোটেল খরচ কেমন
৪০০/৬০০/১২০০/৩০০০/৫০০০/,,,,,,,,রুপি
Vaiya amar kisu Indian sir ase .ai pote ki tara gurte jaite parbe . Amar kase jante chaitise
Ha,
তুরা মেডিসিন থোকানের নাম্বার পাওয়া যাবে কি
Na, nai
ভাই ঢাকা থেকে নাকুগাও হয়ে কোনো বাস কি মেঘালয় যায় না ?
না।
ভাড়া কত গেস্ট হাউজের
সর্বনিম্ন 400 রুপি থেকে শুরু।
ভাই তুরা থেকে বাঘমারা দূর্গাপুর যাওয়া যায় বলবেন প্লিজ
হ্যা,যাওয়া যায়। খুব সহজেই। সামনেবার আমিও যাব
Single room rent per night??
৪০০ রুপি।
@@ChannelIchamotiJodi kichu mone naa koren, aasole ota ropi noy rupee. Thanks for the good vdo.
@@ChannelIchamotiভাই হোটেলের নাম কী
Koto taka lagsa vai
খুব বেশি না, এক রাত ছিলাম একদিন ঘুরেছি , কেনাকাটা সহ ইন্ডিয়ান ৪০০০ রুপি
ভাইয়া আমি ইন্ডিয়া থেকে বলছি তুরা হইয়ে ঢাকা যেতে কত সময় লাগবে। আর ময়মনসিংহ থেকে ঢাকা বাস bara কত টাকা
thanks, ৭ ঘন্টার মতো। ভাড়া সব মিলিয়ে বর্ডার থেকে ঢাকা পর্যন্ত ৫০০ টাকার মতো।
আপনি তুরা থাকেন
@@jakyeaparvin1221 না ভাই হালুয়াঘাট থাকি
ভাই, মোবাইল সিম কোথায় থেকে কিনবো ?
আমি তুরা শহর থেকে নিয়েছিলাম। ধন্যবাদ
নাকুগাও দিয়ে ইন্ডিয়া যাওয়ার জন্য বিসার আবেদনের জন্য কি ভাবে আবেদন করতে হবে বা বিসাই কি নাকু গাও ডালু লিখা থাকতে হবে না কি শুধু ইন্ডিার বিসা থাকলেই হবে দয়া করে একটু যানাবেন ভাইয়া India Sade Broar Name Ki ??
আপনি আপনার পাসপোর্ট নিয়ে আপনার জেলার ইন্ডিয়ান ভিসা সেন্টারে যাবেন। সেখানে বিভিন্ন দোকানে আবেদন করা হয়। আবেদনে বাই রোড হিসেবে ঢালু উল্লেখ করে দিবেন। তাহলেই নাকুগাঁও দিয়ে যেতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ
বিসা মনে বুঝলাম না?
মিশু ভাই কত টাকা লাগলো কোন হোটেলে উঠলেন হোটেল ভাড়া কত একটু জানান
কেনাকাটা থাকা সহ সব মিলিয়ে খরচ চার হাজার টাকা
নাকুগাও দিয়ে ইন্ডিয়া যাওয়ার জন্য বিসার আবেদনের জন্য কি ভাবে আবেদন করতে হবে বা বিসাই কি নাকু গাও ডালু লিখা থাকতে হবে না কি শুধু ইন্ডিার বিসা থাকলেই হবে দয়া করে একটু যানাবেন ভাইয়া 🥰
এক কথায়, আপনি যেখানে স্থায়ী বাসিন্দা জেলা শহরে ইন্ডিয়ান ভিসা অফিসে গিয়ে আবেদনের ফর্মে বাই রুট হিসেবে ডালু দেবেন । ব্যাস হয়ে গেল
এক বার এই পথে নিশ্চয় যামু।
ধন্যবাদ
টাকা একজেঞ্জ করবো কোথায় নাম্বার দেন প্লিজ
না।বাংলাদেশী বর্ডার সাইডে অনেক মুদির দোকান পাবেন। সেখান থেকে করে নিতে পারেন
ভাইজান❤ ফোন নাম্বারটা দেওয়া যাবে কি।
ভাই আমি যে ৮৩৩ রুপি দিয়া একটা মূল্যবান জিনিস কিনলাম,,এইটা দেখাইলেননা 😢😢
ভাই সেন্সর কেটে দিবে😄😄😄