Bangla Music Vidio Tumi Janonare Priyo By Munia Moon 2019

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 3,8 тис.

  • @gobindashikari8974
    @gobindashikari8974 10 місяців тому +74

    1992 সালে বাবার সাথে কীর্ত্তন শুনতে গিয়ে শুনেছিলাম বিজয় সরকারের এই গান, আজ ও শুনে যাচ্ছি, অনেক দরদ দিয়ে গেয়েছেন, সাথে আছি।

  • @Mdsami-y2d
    @Mdsami-y2d 9 місяців тому +40

    রায়হান আপনি আমার সাধনা,সারাজীবন আপনাকে না পাওয়ার বিরহ এরকম গান শোনার ইচ্ছা তৈরী হবে আমার হৃদয়ে🥀

  • @MornsterBoy-m4g
    @MornsterBoy-m4g 10 місяців тому +30

    যে এই গান লিখেছে তাকে অজস্র ধন্যবাদ। এইরকম এভারগ্রিনগানগুলি দিয়েই বাংলা ভাষাবিশ্ব বিখ্যাত হবে।

  • @bhaskarroy6150
    @bhaskarroy6150 Рік тому +105

    পুরুলিয়া (পশ্চিম বঙ্গ ) থেকে ,
    আহা অসাধারণ আবেগ,
    গায়কীর তুলনা হয় না, এক্কেবারে অন্তঃস্থল থেকে না হলে গানের এ রকম বহিঃপ্রকাশ সম্ভব নয়। তেমনি আবার যন্ত্রী দের দক্ষতা। অনবদ্য উপস্থাপন।
    সব্বাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

    • @lnt.forhad
      @lnt.forhad 6 місяців тому +2

      original er kace eta kicui na

  • @ahmedjosim3161
    @ahmedjosim3161 Рік тому +66

    😢😢😢গান্ টা কলিজায় লাগে রে ভাই,,, অনেক সুন্দর করে গাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ

  • @monojitPaul4071
    @monojitPaul4071 6 місяців тому +188

    গান টি খুব সুন্দর । জোতো বার ঐ শুনি , আরো বেশি শুনতে ইচ্ছে করে ❤️ এই কমেন্ট টা করে 1 টা স্মৃতী রেখে গেলাম।। যখন বুড়ো হয়ে যাবো , তখন কমেন্ট বক্স টা কুলে দেখবো কতো জন like করেছো ।। ১ টা লাইক করে যেও ।।

    • @seemadagar7000
      @seemadagar7000 5 місяців тому +10

      Accha

    • @SaifulIslam-zv4mu
      @SaifulIslam-zv4mu 5 місяців тому +4

      এমন কমেন্ট করতে হবে যে মানুষ থেকে লাইক চাইতে হইবে নাহ তারা ইচ্ছা ক্রিত ভাবেই লাইক কমেন্ট করবে

    • @biriyanilover1234
      @biriyanilover1234 4 місяці тому

      P​@@seemadagar7000

    • @biriyanilover1234
      @biriyanilover1234 4 місяці тому

      P​@@seemadagar7000

    • @Tahmid6-k2
      @Tahmid6-k2 4 місяці тому +1


      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bkdbiswajitsorkar8479
    @bkdbiswajitsorkar8479 Рік тому +58

    ❤😢যে আছে সে থাকবে, যে নেই সেও থাকবে।
    কিন্তু পার্থক্য হচ্ছে, একজন বর্তমান আর অন্যজন অতীত।
    বর্তমানের আবরণ দিয়ে অতীতকে ভুলে থাকার সাধ্য-ই বা কার আছে??
    তবুও তুমি ভালো থাকো

    • @madhabmondal5098
      @madhabmondal5098 Рік тому +2

      ভালো হয়েছে, তবে আমরা চাই আরও অন্তর থেকে গানটি গাইলে আরও ভালো হবে আশা করছি। যেমনটি গেয়েছেন বাংলাদেশের সুরবাবু।

    • @lovelykhatun7973
      @lovelykhatun7973 16 днів тому

      আমি তোমাকে ছাড়া ভালো থাকবো না তোমাকে আমি চাই ভালোবাসা মনে হয় শত জনম

  • @alokebiswas540
    @alokebiswas540 3 роки тому +47

    গানটা কতোবার শুনেছি মনে পরছে না, গানের মধ্যে কতো দরদ কতো বেদনা জমে আছে, অসাধারণ

  • @RatanKumarBiswas-zm4wm
    @RatanKumarBiswas-zm4wm Рік тому +34

    ইতোপুর্বে অনেকর মুখে এই গান শুনেছি কিন্তু আপনার মত এত স্পষ্ট ভাষায় কেঊ গান শুনাতে পারেনি। আপনার প্রতি আশীর্বাদ রইল।

  • @sayandebnath997
    @sayandebnath997 11 місяців тому +8

    মুনিয়া ম্যাডাম এর কন্ঠের জন্যই মনে হয় এই ধরনের গানগুলি মানুষের মাঝে অমর হয়ে থাকবে। অসাধারণ কন্ঠস্বর। মানুষের মনের গভীরে জমে থাকা হৃদয় বিদারক কাহিনির পূর্ণ প্রকাশনা। নদীয়া, পশ্চিমবঙ্গ থেকে ধন্যবাদ ❤❤❤❤❤

  • @bonksayan4510
    @bonksayan4510 Рік тому +15

    অসাধারণ গান গেয়েছে আমার বোন ....সত্যিই প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি ...শুধু এটুকুই বলব, এইরকম গলা বহুদিন বাদে শুনলাম....মন ভরে গেলো
    .....অনেকানেক ভালোবাসা ও শুভকামনা রইল বোন তোমার জন্য কোলকাতা থেকে ❤

  • @bristidebnath7531
    @bristidebnath7531 Рік тому +300

    গানটি যেন আমার অজান্তেই জীবনের সাথে মিলে গেল, তাই স্মৃতি হিসেবে রেখে গেলাম, কেউ এসে লাইক দিলে ফিরে আবার দেখা হবে❤❤❤

    • @kamalkhondokar9131
      @kamalkhondokar9131 Рік тому +2

      Ok

    • @md.ahadhossain1394
      @md.ahadhossain1394 Рік тому +2

    • @Karanbiswas-t1g
      @Karanbiswas-t1g Рік тому +1

      Same to you

    • @mdarifislam8743
      @mdarifislam8743 10 місяців тому +4

      অনেক মিস করি ভালোবাসার মানুষ টা কে,,যেখানে থাকো ভালো থাকিও❤❤❤

    • @SubhoSarkar-ns9pf
      @SubhoSarkar-ns9pf 10 місяців тому +1

      ❤ My love very nice awesome song Dammy🎉❤❤❤

  • @amritaasharma000
    @amritaasharma000 11 місяців тому +14

    গান শুনে চোখে জল আর ধরে রাখতে পারলাম না।❤শুধুমাত্র একটাই কথা বলবো অসাধারণ 😊

    • @romiorony624
      @romiorony624 10 місяців тому

      প্রথম যেদিন দেখেছি, মনে আপন ভেবেছি!...

    • @AbdurRahman-cz7dd
      @AbdurRahman-cz7dd 10 місяців тому

      Hi

    • @KobirMia-vb6jr
      @KobirMia-vb6jr 5 місяців тому

      কেন

  • @debudeb378
    @debudeb378 3 роки тому +83

    বলার মতো কোনও শব্দ নেই, তবুও বলবো যে অনেক অনেক অসাধারণ। সত্যি...🇮🇳🇮🇳🇮🇳 ❤

  • @uttamdab8551
    @uttamdab8551 14 днів тому +1

    এই গানটা আমি শুনেছি কমপক্ষে বলে পঞ্চাশের কম হবে না যতবার শুনি ততবার শুনতে ইচ্ছে করে

  • @mygarden3956
    @mygarden3956 3 роки тому +35

    এতো পরিষ্কার গলায় গানটা গেয়েছেন..... খুব ভালো লাগলো।

  • @akhikundu3550
    @akhikundu3550 Рік тому +63

    কিছু কিছু গান আছে যা কখনো পুরাতন হবে না,,গানের সাথে মিশে আছে জীবনের অনেক স্মৃতি।❤❤❤

  • @MominMia-h1f
    @MominMia-h1f 10 місяців тому +6

    Unparalleled brilliant singer nice voice famous in Bangladesh ❤❤❤❤❤

  • @sahinsahin9177
    @sahinsahin9177 2 роки тому +28

    এই গানটা অনেক বছর আগে শুনেছিলাম, বাউল শিল্পী আলেয়ার কন্ঠে। অসাধারণ গেয়েছেন। ধন্যবাদ।

  • @bablubauri9161
    @bablubauri9161 Рік тому +22

    মুনিয়া মুনের,,এইসব গানের অন্য কোন শিল্পীর তুলনা হয়না,, মুনিয়া মুন,,এক ও
    ,,অ দ্বিতীয়,, শিল্পী কে আমার অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই,,

  • @MdAkash-ln9nu
    @MdAkash-ln9nu Рік тому +22

    খুব চমৎকার একটি গান গেয়ে সবার মনে যায়গা করে নিয়েছেন তিনি।

  • @MissRiya-ul3jp
    @MissRiya-ul3jp 2 роки тому +35

    আপু তোমার গান গুলো আমার এতো ভালো লাগে কেন বলতে পারি না.. যত বার শুনি তত বার শুনতে মন চায়.. অনেকেরই লাইফের সাথে জরীত গান গুলো।। ❤❤❤❤❤

  • @niranjanbarman2595
    @niranjanbarman2595 7 місяців тому +11

    সন্তোষপুর,কলকাতা থেকে শুনছি এই মধুমাখা গান,ধন্যবাদ।

  • @mazarol599
    @mazarol599 Рік тому +26

    আমি 2019শে পথম শুনছিলাম নাটকে এই গান টা তখন থেকেই মনে একটা শান্তি পাইছি❤

    • @djmithu7328
      @djmithu7328 Рік тому

      আমিও চঞ্চল চৌধুরীর নাটক 😢😢

  • @haridasbarman9353
    @haridasbarman9353 Рік тому +140

    গানটি সোনার পর আমি এখানে সামান্য কিছু স্মৃতি রেখে গেলাম যখন আর বয়স হবে তখন গানটার কমেন্ট বক্সে এসে দেখবো আমার কিছু পুরোনো স্মৃতি তখন থাকবে😢😢 ,,,,,,,,,25/09/2023

    • @mddaloar1905
      @mddaloar1905 9 місяців тому +3

      গানটি। আমি শুনেছি😢😢।।।। 19l4l20l24l

    • @MdMamun-ch8rj
      @MdMamun-ch8rj 9 місяців тому

      H99ot ​@@mddaloar1905

    • @akmazad-ud-doulaprodhan
      @akmazad-ud-doulaprodhan 5 місяців тому

      ড. আজাদ 18.08.2024

    • @diptidebnath3254
      @diptidebnath3254 4 місяці тому

      22.09.2024❤❤❤

    • @HasanAlli-vt5mn
      @HasanAlli-vt5mn 8 днів тому

      ২৫.০১.২৫ এ এসে দেখতেছি 😓😓

  • @nilubiswas4799
    @nilubiswas4799 11 місяців тому +27

    আমার মতন কে কে এই গানটা শুনে চোখের জল ধরে রাখতে পারোনি।
    তারাই একটা লাইক দেবে

  • @রূপায়ণকোচিংসেন্টারগৌতমমন্ডল

    Dislike jara diyece tara bodhoy buddhijibi...
    Osadharan gan ta..❤️❤️

  • @malaydas1291
    @malaydas1291 2 роки тому +8

    Aunek darad deea geyechho ganti. Best of luck.

  • @EnamulHaque-w5v
    @EnamulHaque-w5v 11 місяців тому +2

    এতো সুন্দর কন্ঠে দরদ দিয়ে গানটি গাইলেন। সত্যিই অসাধারণ গানটি সবার মনে স্হান করে নিয়েছে। 📣এনামুল হক তালুকদার

  • @trinasreeproduction1864
    @trinasreeproduction1864 Рік тому +107

    আপনারা যতবার লাইক দেবেন আমার কাছে নোটিফিকেশন আসবে আর আমার প্রিয় গানটির কথা মনে পড়বে❤আমি একদিন মরে যাব কিন্তু আমার কমেন্ট আর এই গানটি চিরতরে পৃথিবীতে থাকবে

  • @md.mokarromhasan3290
    @md.mokarromhasan3290 6 місяців тому +6

    ভালোবাসা টা সত্যি এক অদ্ভুদ ১ মাস কথা বলে প্রিয় মানুষের মায়া আটকে গেছি ভুলতে পারি না। আমার মতো অপূর্ণতা যেন কেউ না হয়।।।। 😢😢😢

  • @pradiproy1852
    @pradiproy1852 Рік тому +3

    আপনার যত গান শুনিছি তার মধ্যে এই গাছ টা সব থেকে বেশি শুনতে ভালো লাগে , কেন লাগে জানি না । এক কথায় অসাধারণ । আপনার জন্য শুভকামনা রইল

  • @mdtusher6493
    @mdtusher6493 Рік тому +14

    যখনি কোনো কষ্টের গান শুনে কমেন্টে ঢুকি,তখনি দেখি কোনো ব্যর্থ প্রেমিকের হাহাকার, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার ভালোবাসার মানুষ টিকে পেয়েছি ❤❤❤❤

  • @asdm.s.k9271
    @asdm.s.k9271 3 роки тому +7

    বেবেছি,,
    দেকলে না।,,
    এই উচ্চারণ গুলোর জন্য এতো সুন্দর গানটা কেমন যেনো লাগছে।
    তাছাড়া অসাধারণ হয়েছে।।

  • @wahidKhan-ps3gy
    @wahidKhan-ps3gy 7 місяців тому +13

    সে ছিল আমার প্রথম ভালোবাসা তাইতো তার মৃত্যুর পর ও তাকেই ভালোবাসি। এক জনমে এই ভালোবাসা শেষ হবে না।

  • @singeralamgirprodhan1079
    @singeralamgirprodhan1079 3 роки тому +9

    এটি আমার অনেক প্রিয় একটি গান। মুনিয়া মুন অসাধারন গেয়েছে। বিশেষ করে সুমধুর বাশী আর বেহালা গানটিকে আরো অনেক বেশী প্রানোবন্ত করে দিয়েছে। সবাইকে ধন্যবাদ সুন্দর পরিবেশনার জন্য।

  • @muktadebnath1197
    @muktadebnath1197 4 роки тому +13

    বাহ্ বাহ্ কি অসাধারণ লাগল গানটা সত্যি গানটা যেমন সুন্দর তেমনি শিল্পি নিজে তেমনই ভালো করে গেয়েছেন ❤ সত্যি এ সব গান গুলির সামনে এখনকার গান গুলি কিই না ❤ ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য 😊😊

  • @ArifulHoque-lj6fu
    @ArifulHoque-lj6fu 3 місяці тому +1

    স্মৃতি রেখে গেলাম প্রিয়, যুগ যুগ ধরে যখন মানুষ এই গানটি শুনতে এসে কমেন্টে লাইক করবে তখন নোটিফিকেশন পেয়ে আবার গানটি শুনতে আসব💔💔

  • @Doyal-fv8rr
    @Doyal-fv8rr 4 роки тому +48

    অসাধারণ গায়কী!!!
    আর মিউজিশিয়ানদের প্রশংসা আলাদাভাবে না করে পারলাম না!
    ❤️❤️

  • @priyaroy4585
    @priyaroy4585 3 роки тому +14

    প্রতিদিন রাতে ঘুমানোর আগে গানটা শুনে খুব ভালো লাগে আমার R জন্য কমেন্ট টা রেখে গেলাম❤❤

  • @HridritaHk-x2f
    @HridritaHk-x2f 5 днів тому +1

    আমার প্রিয় মানুষ টার কথা যখনি মনে পারে আমি তখনি এই গানটি শুনি

  • @turfood5933
    @turfood5933 10 місяців тому +121

    কমেন্ট করে গেলাম,কেউ আবার শুনতে এসে লাইক করলে, নটিফিকেশন পাবো

    • @mtmasud80
      @mtmasud80 8 місяців тому +2

      উনার গানে তো সুরই নাই

  • @miltonroymilon1634
    @miltonroymilon1634 3 роки тому +36

    চমৎকার গেয়েছেন,আর গানটি তো অসাধারণ,যত বার শুনি মন ভরে না

  • @hamimislam8290
    @hamimislam8290 2 місяці тому +2

    গানটি আমি নিজেও গাই,, যখন গানটি গাই তখন চোখের পানি ধরে রাখতে পারি না।
    নদী বা সাগরের মতো অশ্রু ঝরতে থাকে।
    বুকটা হাহাকার করে শূন্য শূন্য।
    ভালোবাসার মানুষকে না পাওয়ার বেদনা বোঝানো যায় না।

  • @indiradebnath2615
    @indiradebnath2615 Рік тому +10

    গানটা শুনে ভাষা হারিয়ে ফেলেছি। মন প্রাণ ছুঁয়ে গেছে। খুব সুন্দর গেয়েছেন ❤️❤️❤️👌👌👌😘😘😘

    • @mahitoshkhar4164
      @mahitoshkhar4164 6 місяців тому

      ভাষা হারাবার নয় ভাষা জানা বার বোঝার চেষ্টা করুন ❤

  • @baidyanathchakravorty9072
    @baidyanathchakravorty9072 2 роки тому +16

    আসাধারণ গায়কি, এতো দরদভরা গয়কি খুব কম শোনা যায়। মন প্রাণ উজার করে বলিষ্ঠ গলায় গেয়েছেন। আপনাকে আমার অনেক শুভেচ্ছা।

  • @saptarshibiswas2287
    @saptarshibiswas2287 7 днів тому +1

    Ganta je eito sundor...joto bar suni mon bhore jay...

  • @mmmunna7429
    @mmmunna7429 Рік тому +102

    সৃতি রেখে গেলাম,,,গানটি কেউ শুনতে এসে লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আবার শুনতে আসব গানটি❤❤
    08-10-23

  • @DeepakRoy-bw4bx
    @DeepakRoy-bw4bx Рік тому +36

    From kharupetia Town, Darrang, Assam, India. Tumi Jaano Nare Priyo, A very beautiful voice and songs by Muniya Moon of Bangladesh. She sings this song from her heart and soul. Best wishes and loved to her from my heart.

    • @FirdohsKhan-q8r
      @FirdohsKhan-q8r Рік тому +1

      😮😢😢😢😢

    • @suprakashdey8848
      @suprakashdey8848 Рік тому

      From Assam tezpur, ..you are not a singer,,you are great...salute you legend

  • @surajitsarkar7557
    @surajitsarkar7557 4 місяці тому +1

    Ami India theke likhchi munia r ai gan ti. amar sobche pochodher ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤amar onek srithi monepore jay ganti jokhoni suni sotti i love this song.....❤❤❤❤❤❤

  • @HRasidblog
    @HRasidblog Рік тому +5

    ম্যাডাম মুনিয়া আপনার প্রতিটা গান শুনে আমি খুব খুশি হই।ভালো লাগে আমার।আন্তরিক ভাবে অভিনন্দন জানিয়ে অনেক ধন্যবাদ সবাইকে আমি হারুণ অল রশীদ।

    • @mdnazrulislammaya778
      @mdnazrulislammaya778 Рік тому +2

      আমি যাকে এখনো পাগলের মতো ভালোবাসি তার নাম টা ও মুনিয়া আক্তার বৃষ্টি,,,,,, অনেক অনেক ধন্যবাদ শিল্পী কে,,,,

  • @theoutridertaskforce141
    @theoutridertaskforce141 Рік тому +8

    Melodious song, performance is excellent,ohh my god,uncommon artist she plays her own method, precede❤❤❤❤❤❤❤❤

  • @hasannishy1995
    @hasannishy1995 Рік тому +3

    Onek sundor gaichis bondhu❤❤❤❤❤❤❤❤❤❤

  • @smakash6032
    @smakash6032 4 роки тому +110

    তোমাকে হারাইনি
    হারিয়েছি নিজেকে।
    কাউকে বোঝাইনি
    বুঝিয়েছি নিজেকে।

    • @kalunogor
      @kalunogor 4 роки тому +8

      S M akash,সালাম ভাই আপনার লেখাটা পড়ে বুকের ভেতরটা হাহাকার করে উঠলো,তাই আমার হৃদয় ক্ষুড়ে একটু বেদনা জাগালাম। হা সেটাই তো, কাউকে বোঝাইনি,নিজেকেই বুঝিয়েছি,শান্তনা দিয়েছি,নিজেকেই ঠকিয়েছি,এক আকাশ বেদনা দিয়ে নিজের পৃথিবীটাকে নীল করেছি,এক সাগর দু:খ দিয়ে নিজের অন্তরকে অসংখ্য বার উত্তাল করেছি, কারোপ্রতি কোনো অভিযোগ নাই,আমার ভাগ্য পরিবর্তনের কোনো চেষ্টা দুনিয়ার কেউ করে নাই আর চেষ্টা ছাড়া আল্লাহও পরিবর্তন করবেন না। সো,এইতো জীবন,হৃদয় শুন্য যার পুরো দুনিয়াই শুন্য তার,শুধু কিছু টুকরো টুকরো স্মৃতিই হৃদয়ের শান্তনা,আমার অবুঝ বয়সকে যারা সুযোগ হিসেবে ব্যবহার করেছিল,নিজেদের স্বার্থ সিদ্ধি করেছিল,আমাকে দাবার গুটি বানিয়েছিল তারা নিজেরা আজ কত অসহায় গুটি আহ!প্রকৃতির প্রতিশোধ।

    • @rajosreeroy4493
      @rajosreeroy4493 Рік тому +1

      😭😭

    • @smakash6032
      @smakash6032 Рік тому

      @@rajosreeroy4493 😥

    • @masumhassan2117
      @masumhassan2117 Рік тому

      😂😢

    • @MsShantona-n4m
      @MsShantona-n4m Рік тому

      😂😢

  • @81.KabitaraniJoadderModhukhali
    @81.KabitaraniJoadderModhukhali Рік тому +11

    এই গানটা আমার মায়ের খুব প্রিয় একটা গান।মা কন্ঠে শুনেছি অনেক বার।মা আজ এই পৃথিবীতে নেই। রেখে গেছেন অনেক অনেক স্মৃতি। ❤

  • @sanadtarua8400
    @sanadtarua8400 Рік тому +1

    অসাধারণ ভাবধারায় গাইলেন "বিজয় বিচ্ছেদ "🙏🇧🇩❤️ এই সরকারের আরো অনেক বিচ্ছেদি গান রয়েছে। মুনিয়া মুন আপুর দরদী কন্ঠে ভালো লাগবে, আসায় থাকবো নতুন কোন বিজয় বিচ্ছেদি গানের!!! "

  • @proshadkumar6485
    @proshadkumar6485 7 місяців тому +7

    গান প্রিয় মানুষ গুলো এই গানটি সব সময় শুনবে তাই স্মৃতি রেখে গেলাম।💝💝💝💝

  • @arunkrbala2229
    @arunkrbala2229 Рік тому +8

    বিজয় সরকারের অসাধরন সৃষ্টি, অসাধরন গায়কি। ❤❤

  • @RUPAKhan-ys6ut
    @RUPAKhan-ys6ut 6 місяців тому +3

    প্রিয় মানুষটা জীবন থেকে হারিয়ে গেছে কিন্তু তার কিছু স্মৃতি আজও আমাকে কাদায় আমি আর আমার প্রিয় মানুষ মোবাইলে স্ক্রিন শেয়ার করে এই গানগুলো শুনতাম আজ হতো সেই নেই কিন্তু কিছু স্মৃতি রেখে গেল ভুলতে পারিনা তোমরা যারা আমার মতো কষ্ট নিয়ে বেঁচে তারাই লাইক করবে😢😢😢😢😢😢😢😢

  • @mdrezaulkarim2563
    @mdrezaulkarim2563 4 роки тому +178

    তুমি জানো না! জানো না রে প্রিয়!!!💝
    জীবন কত অদ্ভুত! নিয়তি যে কাকে কোথায় নিয়ে যায় বলা মুশকিল।
    প্রত্যেক মানুষের জীবনে হয়তো একটা সময় আসে যখন সে অসহায় হয়ে পড়ে নিজের কাছে,,পরিস্থিতির কাছে। ।
    কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে! যেটা সে কখনো চায় নি বা আশা করে নি!🙂

    • @LMMUSICSTUDIO
      @LMMUSICSTUDIO  4 роки тому +5

      tnx

    • @MdRubel-pd4lm
      @MdRubel-pd4lm 3 роки тому +26

      এক ভদ্র মহিলা পাশের বাসায় গিয়ে লবণ চাচ্ছিলেন।
      যা তার চাকুরীজীবি ছেলে দেখে ফেললেন।
      -আম্মু! গত কালই তো লবন এনে দিয়ে ছিলাম। প্রতিবেশীর কাছে এটা চাওয়ার কি দরকার ছিলো?
      মা উত্তরে বলেন, এরা প্রতিদিনই কিছু না কিছু চাইতে আসে। চাওয়ার সময় খুবই লজ্জিত হয়। এদের লজ্জা দেখে আমিও লজ্জিত হই।
      তাই আমি ভাবলাম এরা যাতে আর লজ্জিত না হয়।
      চাওয়াটা যে একটা লজ্জার বিষয় না। এটা তাদের মন থেকে, উঠে যাক। এবং বিপদে আপদে প্রতিবেশীর কাছে চাওয়া, যে কোন লজ্জার বিষয় নয়। এটা তারা বোঝুক ।
      বরং, নির্লজ্জায় তাদের প্রয়োজনীয় জিনিসটা আমাদের কাছ থেকে চেয়ে নিয়ে যাক।
      এটা তাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর হক।
      এজন্য তাদের কাছে লবন চাওয়ার ভান করছিলাম।
      এটা শুনে সন্তান মাকে বুকে জড়িয়ে ধরে বলে, তোমার মতো সবার বুঝা উচিত। মানুষ মানুষের জন্যই।
      (আসুন, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক গড়ে তুলি)
      (সংগৃহিত)

    • @rahulmazumdershanto9140
      @rahulmazumdershanto9140 3 роки тому +3

      সময় উপযোগী গল্প

    • @mdshaporan3921
      @mdshaporan3921 3 роки тому

      @@MdRubel-pd4lm 💝💝💝💝

    • @mdshaporan3921
      @mdshaporan3921 3 роки тому +2

      hmmm

  • @shamimchowdhury3409
    @shamimchowdhury3409 3 роки тому +63

    আমার পছন্দের একটা গান,,,যত বার শুনি ততো বারই মুগ্ধ হয়ে যায়...

  • @samirkumarbiswas7575
    @samirkumarbiswas7575 2 місяці тому +1

    Ami Tomar Golay gaanta lagatar 5 ghonta sunlam,tobuo abar sunte ichha korche go....😢😢😢I love you Muniya Moon,sotti khubbb misti tomar Sur.....Ami o Gaan koriii,Tomar Kaache onek kichu janar bojhar ichha ache,Jodi konodin tomay Kaache petam,sotti ami Sorgo ke khuje petam,Ami India 🇮🇳 Theke Bochiiii,I Love you ❤️❤️❤️

  • @mostafakamal4735
    @mostafakamal4735 4 роки тому +12

    আপু আমি আগে অন্যান্য শিল্পীদের গান শুনতাম, কিন্তু আজ তিনদিন ধরে শুধু আপনার গান শুনি, আমার খুবই ভালো লাগে, আপনার কন্ঠ খুব ভালো

  • @enjoyment794
    @enjoyment794 3 роки тому +16

    যত বার মন খারাপ হয় তত বার এসে আমার পিয় দিদির এই মধুর গলার স্বরের সাথে এই গান টি শুনে আমার মনটা যেন জুড়িয়ে যায় (অসাধারণ স্বর) 🙂

    • @HkHope
      @HkHope Рік тому +2

      Nice.❤❤❤❤❤❤❤❤❤❤

  • @niranjanbarman2595
    @niranjanbarman2595 7 місяців тому +2

    হৃদয় স্পর্শ করা গান শুনে মুগ্ধ ও অভিভূত হলাম,অভিনন্দন জানাই।

  • @gautamchaudhuri2091
    @gautamchaudhuri2091 3 роки тому +8

    অসাধারণ,,,,,,,,,,খুব বিরহে মন কেঁদে উঠলো

  • @aparnaroy9459
    @aparnaroy9459 3 роки тому +74

    যাদের মনে কষ্ট আছে, একমাএ তারা গানটার মানে বুঝবে।

  • @missshamimaakter8461
    @missshamimaakter8461 3 місяці тому

    ❤❤অসাধারন গেয়েছেন ❤❤অনেক প্রিয় গানটা❤❤আগে অনেক শুনতাম গানটা।প্রিয় মানুষটাকে ভালোবেসে ❤❤আজ অনেক বছর পরে, শুনলাম গানটা❤❤
    অনেক ভালো লেগেছে ❤❤

  • @mohammadbabur6029
    @mohammadbabur6029 3 роки тому +28

    কত দরদ, আকুতিভরা ভালোবাসার অবগাহন তোমার কন্ঠে ফুটে উঠেছে।

  • @spikerajuraj8972
    @spikerajuraj8972 3 роки тому +198

    কষ্টের সাথে যাদের বসবাস রাত টা তাদের জন্য
    যে কি কষ্টের সেটা শুধু তারাই জানে । সারাদিন
    কষ্ট গুলো বুকের মাঝে চেপে রাখলেও রাতে
    যেন কোন ভাবেই ঠেকানো যায় না । বুক ফেটে
    কষ্ট গুলো বের না হলেও চোখ ফেটে বের হয়ে আসে অশ্রু 😰😰

    • @sushantasarkar926
      @sushantasarkar926 3 роки тому +3

      Bvv

    • @rifatahamedd9398
      @rifatahamedd9398 3 роки тому +1

      right...

    • @jamalbepary7764
      @jamalbepary7764 3 роки тому +1

      Pp0

    • @aparnaroy9459
      @aparnaroy9459 3 роки тому +1

      Right.......

    • @mdshohag9452
      @mdshohag9452 3 роки тому +5

      আপনি একদম সত্যি এবং বাস্তব কথা বলেছেন।আপনার কমেন্ডটা পরার পর সত্যি চোখের পানি চলে আসলো।

  • @SelimSaikh-m8j
    @SelimSaikh-m8j 5 місяців тому

    দারুণ গান,যেমন গানের কথা তেমনই গানের স্রর,মিউজিক তাও দারুণ হয়েছে।অসংখ্য ধন্যবাদ সকল কে, যারা গানের সাথে যুক্ত তাদেরকে।আমি ভারত থেকে।

  • @PalloviRoy-uj8vs
    @PalloviRoy-uj8vs Рік тому +8

    ভালোবাসার মানুষ টাকে পাওয়া সত্যি সাধনার থেকে বড় ....প্রিয় তুমি সত্যি কখনো জানতে পারবে না যে তুমি আমার সাধনা ... ..😌😔

  • @GolamMoula-l5i
    @GolamMoula-l5i Рік тому +8

    গানটা শুনলে হৃদয়ে দাগ লাগে তবুও শুনতে ভালো লাগে ❤❤❤❤❤

  • @pabanpaik
    @pabanpaik Місяць тому +1

    খুব ভাল লাগলো❤❤❤❤❤❤

  • @mdAkash-mi1no
    @mdAkash-mi1no 2 роки тому +49

    তুমি জানো নারে প্রিয় তুমি কতো আপন ছিলে আমার,, ওই সকল মানুষকে শ্রদ্ধ জানাই যারা হাজারো কষ্ট পাওয়ার পর ও প্রিয় জনকে এখনো ভালোবাসে😔একটা মানুষ কত পরিমাণ ভালোবাসলে প্রিয় মানুষটা হৃদয় ভাঙ্গা কষ্ট দিয়ে ছেরে যাওয়া পরও প্রিয় মানুষটাকে আবার ফিরে পেতে চায় আমার জানা নেই। ভালো থাকুক ওই সকল প্রিয় মানুষ,,, যারা হাজারো স্বপ্ন দেখিয়ে,, শেষ মুহূর্তে নিজে ভালো থাকার জন্য ছেরে চলে গেছে,,

    • @sumitradas5693
      @sumitradas5693 2 роки тому +6

      ভালোবাসা এমনি হয়.... ভালোবাসা যায়, শুধুই ভালোবাসা যায়। ভোলা যায় না। ভুলতে চাইলে দ্বিগুণ ভালোবাসা হয়ে যায়।

    • @jayedbinmoaj4160
      @jayedbinmoaj4160 Рік тому +1

      আমার তাই ভাবনা ,ভালো থাকুক তারা

    • @sudipmondal9368
      @sudipmondal9368 Рік тому

    • @supanbarua3140
      @supanbarua3140 Рік тому

      ❤❤

    • @so-br4sy
      @so-br4sy Рік тому

      😭😭

  • @shyamalDas-vh3xw
    @shyamalDas-vh3xw Рік тому +6

    The sweet tone of the singer just regales my two ears 👌 best wishes from core of my heart🌹

  • @monermanush4158
    @monermanush4158 Рік тому

    আহারে.......কি সুন্দর গান গো...আলাদা অনুভূতি...এহ গান আমার ঘরে ভালোবাসা আজও বাড়ায়.....কি লিখবো,খুঁজে পাচ্ছি না.....❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ....ফ্রম ত্রিপুরা ইন্ডিয়া...🙏🏻🙏🏼🙏🏼

  • @BiswajitDas-do9mr
    @BiswajitDas-do9mr 4 роки тому +66

    গানটা যতই শুনি ততই যেন আরও সুমধুর হয়ে ওঠে ।❤❤❤

    • @sahalamsekh5864
      @sahalamsekh5864 3 роки тому

      গানটা অনেক সুন্দর
      আমার অনেক ভালো লাগলো
      আমার মনে দাগ কেটেছে

    • @LimaAkterLima-mk4zd
      @LimaAkterLima-mk4zd Рік тому

      G😢😂😢😂😢😢😢😢😢😢v

  • @rajibmondal3821
    @rajibmondal3821 3 роки тому +10

    অসাধারণ গাইকা..,
    আর মিউওজিয়ান প্রশংসা আলাদা ভাবে অসাধারন

  • @ramprosadhaldar1619
    @ramprosadhaldar1619 5 місяців тому

    খামারগাছি , হুগলী, পশ্চিমবঙ্গ, ভারত থেকে দেখছি। এই গলায় কতবার যে শুনেছি তার ঠিক নেই। অসাধারণ !!!! এ ছাড়া আর কোন কথা বলতে পারিনা।

  • @kanaujbhowmik7419
    @kanaujbhowmik7419 3 роки тому +29

    কত সুন্দর গান ।মন প্রাণ ভরে দেয় । কিন্তু আমরা বাঙালি হিন্দু মুসলমান এক হতে পারলাম না । আমার জন্ম ভূমি ময়মনসিংহ থাকি কুচবিহারে ।

    • @hijibiji4488
      @hijibiji4488 3 роки тому +7

      দাদা পারি কিন্তু কতকগুলো মানুষ নামের অমানুষের জন্য আমাদের মাঝে ভেদাভেদ 💗💗💗💗

    • @samirahamed9367
      @samirahamed9367 3 роки тому

      R8 2

    • @hijibiji4488
      @hijibiji4488 3 роки тому

      @@anyakter637 Facebook id please

    • @jinat79
      @jinat79 3 роки тому

      Same here

    • @nishunafisa974
      @nishunafisa974 2 роки тому

      ঠিক বলছেন ভাই।

  • @mstbeautyakter
    @mstbeautyakter Рік тому +24

    হারাম সম্পর্ক কখনো সুখের হয় না 😢এটা শুধু কষ্ট আর জীবনটাকে পোড়াতেই পারে😔তাই অন্য কাউকে ভালো না বেসে বরং স্বামী স্ত্রী দুজন। দুজনাকে বোঝেন অন্তর থেকে ভালোবাসেন তাহলেই জীবন অনেক সুন্দর ❤এটা হালাল সম্পর্ক 🥰এবং অনেক মধুর পবিত্র সম্পর্ক ❤আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন 🤲🤲🤲

    • @kulsumaakter6230
      @kulsumaakter6230 6 місяців тому

      ভালোবাসা হালাল হক বা হারাম কোথাও শান্তি নেই 😢😢😢😢

    • @HAFSABEGUM-j2r
      @HAFSABEGUM-j2r Місяць тому

      halael theke bortomane haram purusrai besi santi khoje

  • @PriyankaRay-re1km
    @PriyankaRay-re1km 3 місяці тому

    সত্যিই গান টা এতো সুন্দর যে যতো বারই শুনি না কেনো মন ভরে না আরো শুনতে ইচছা হয় ❤❤❤ সত্যিই সে আমার জীবনের সাধনা ছিলো আর সে আমায় বোঝে নিই 😢❤❤ গান তার সাথে আমার মনের কথা গুলো পুরো মিলে গেছে 😢😢

  • @sohagkhan6409
    @sohagkhan6409 3 роки тому +15

    গান টা যত শুনি ততই বুকের বিতর দাউ দাউ করে আগুন🔥 জলে 😪

    • @seddikseddik8540
      @seddikseddik8540 2 роки тому

      জান কি কর কেমন আছ তুমি

  • @koushikbhattacharjee9565
    @koushikbhattacharjee9565 3 роки тому +32

    এতো সুন্দর দরদ দিয়ে গান টা গেয়েছেন আমী শুনে মুগ্ধ হয়ে গেলাম।আপনার সব গানের সাফল্য কামনা করি।🙏💐🙏🇮🇳🇮🇳

    • @rofiqueislam4611
      @rofiqueislam4611 3 роки тому

      26262

    • @rikisarkar9792
      @rikisarkar9792 3 роки тому +3

      খুব সুন্দর একটি কমেন্ট দেখতে পেলাম এই প্রথম ইউটিউব এ। আমিও আপনার সাথে এক মত। 🇮🇳🇮🇳🙏🙏

  • @abhishakemondal5204
    @abhishakemondal5204 10 місяців тому +3

    এক কথায় অসাধারন 🙏🏽 পাগলের জয়🏵️

  • @doss9838
    @doss9838 3 роки тому +24

    অনেক পছন্দ হয়েছে সেই একটা গান অসংখ্য ধন্যবাদ দরদী বোন আমার নাম নুপুর জাহান

  • @kazirafin5014
    @kazirafin5014 4 роки тому +6

    এই গানটা শুনে শুধু কাঁদলাম আর কিছুনা। Thanks monni mam

  • @Parimal1961
    @Parimal1961 10 місяців тому

    অপূর্ব
    শ্রুতিমধুর
    আসলে যে গানগুলো কখনও পুরাতন হয় না।
    এধরনের গানে জন্য এরকম গুণিশিল্পীর প্রয়োজন

  • @ranjandebnath372
    @ranjandebnath372 4 роки тому +10

    খুবই সুন্দর গান অসাধারণ কিছু বলার নেই মন ছুঁয়ে গেল

  • @rupalibiswas893
    @rupalibiswas893 2 роки тому +11

    মনটা ভরে গেলো আপনার গলায় একটু জাদু আছে। আমার কষ্ট গুলো মনে হচ্ছে আপনার গানের সুর দিয়ে বেরোচ্ছে

    • @nesarkhan231
      @nesarkhan231 2 роки тому

      মনটা ভরে গেলো

    • @hosenbokaul5749
      @hosenbokaul5749 2 роки тому

      Ai ganta sunle amar monta valo hoye jay

  • @shohid1992
    @shohid1992 Рік тому +2

    আমি একজন বড় ভাইয়ের মুখে শুনেছি এই গানটি আগের প্রজন্মেও মানুষ শুনত,,আমরাও মনের সবটুকু দিয়ে শুনতেছি,,এই গান আগামী প্রজন্মের সবাই শুনবে।

  • @dipakdas7346
    @dipakdas7346 2 роки тому +37

    একবার শুনে মন ভরেনা🌷🌷মনে হয় বার বার শুনি🌻🌻
    ২০২২ সালে আমার মত আর কে কে শুনলেন..?👌👌

  • @forall106
    @forall106 2 роки тому +36

    অনেক আবেগ দিয়ে,অনেক সুন্দর করে গেয়েছেন, আপনার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ❤️

  • @NiranjanGhosh-i3f
    @NiranjanGhosh-i3f 4 місяці тому

    Bhalobasha chiranta.. Tai ei gaani.. ananta kaal sthai habe... 😢😢😢😢😮😮😮😮Muniya Moon ke ajasra dhanyabad O aashirvaad.. roila.. ❤❤❤❤😊😊😊.. from Durgapur.. West Bengal. India.

  • @anakdas9138
    @anakdas9138 3 роки тому +127

    এই গানটি কার কার প্রিয়।
    আমার কাছে খুবই প্রিয় গান

    • @swapansarkar532
      @swapansarkar532 3 роки тому +3

      বিজয় গীতি অামার খুব অাননদ দায়ক হৃদয়ে র প্রসাদ

    • @baban_offi_cl6332
      @baban_offi_cl6332 3 роки тому +5

      Balar gan🤣

    • @anakdas9138
      @anakdas9138 3 роки тому

      @@baban_offi_cl6332 😠

    • @anakdas9138
      @anakdas9138 3 роки тому

      @@swapansarkar532 😍😍

    • @muktarozario2653
      @muktarozario2653 3 роки тому

      @@swapansarkar532 q

  • @androidgameplays9054
    @androidgameplays9054 4 роки тому +20

    wow kya gana hein. ...thanks munia moon for singing this song. ..I'm not feeling how much beautiful this song form Assam

  • @priyankaroy1699
    @priyankaroy1699 8 місяців тому +2

    Mon vore Jai amon gan sunle....kichu kotha mukhe bola jaina Tai hoyto ganer modhe sob kotha fute othe ....khub sundor ganer vasa guli....😊

  • @motlebhussainmondal880
    @motlebhussainmondal880 3 роки тому +20

    Imfrom Dhubri Assam, India. Excellent performance.

  • @singaporelove9293
    @singaporelove9293 4 роки тому +18

    তুমি জানো না, জানো না রে প্রিয়
    তুমি মোর জীবনের সাধনা।
    তোমায় প্রথম যেদিন জেনেছি, মনে আপন মেনেছি
    তুমি বন্ধু আমার মন মানো না।
    ও.. তুমি জানো না, জানো না রে প্রিয়
    তুমি মোর জীবনের সাধনা।
    ফাল্গুন দোল পূর্ণিমায় মধুর মৃদু-মন্দ বায়ু বয়
    ফুলবনে পুলকেরও আল্পনা,
    ফুলবনে পুলকেরও আল্পনা।
    আবার মধুরও মাধবী রাতে, বধুয়া তোমারি সাথে
    করেছিলাম মধু নিশি যাপনা।
    তুমি জানো না, জানো না রে প্রিয়
    তুমি মোর জীবনের সাধনা।
    চলে গেলে আমায় ফেলে,
    কি আগুনে বুকে জ্বেলে,
    একদিনও দেখিতে বন্ধু এলে না,
    একদিনও দেখিতে বন্ধু এলে না।
    তোমায় পেলে দুঃখের কুটিরে,
    দেখাইতাম বক্ষ চিরে,
    বুকের ব্যাথা মুখে বলা চলে না।
    ও.. তুমি জানো না, জানো না রে প্রিয়
    তুমি মোর জীবনের সাধনা।
    কাষ্ঠ-যোগে দাবানল,
    জ্বালায় পোড়ায় বন জঙ্গল
    মন পোড়ানোর আগুন বন্ধু তাহা না।
    কত বিরহীর অন্তর তলে,
    বিনা কাষ্ঠে আগুন জ্বলে,
    জলে গেলে আগুণ বন্ধু নেভে না।
    তুমি জানো না, জানো না রে প্রিয়
    তুমি মোর জীবনের সাধনা।
    ওরে আমি খুঁজিয়া জনম জনম,
    ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোমে,
    বহু খুঁজে না পাই বন্ধুর ঠিকানা,
    বহু খুঁজে না পাই বন্ধুর ঠিকানা।
    পাগল বিজয় বলে চিত্ত চোর,
    আসবে কি জীবনে মোর,
    বুকে রইলো আশা ভরা বাসনা।
    ও.. তুমি জানো না, জানো না রে প্রিয়
    তুমি মোর জীবনের সাধনা