এই ভিডিও দেখেই আমি এবং আমার স্ত্রী Namchi- Ravangla- Pelling ঘুরে এলাম। আমরা যাবার সময় share গাড়িতে এবং আসার সময় Pelling থেকে বাসে শিলিগুড়ি এলাম। ভালো ভাবেই ঘুরলাম।ভিডিওতে দেখানো Homestay এবং Hotel এ ছিলাম।
খুব ভালো লাগে দাদা যখন কেউ ঘুরে এসে ফিডব্যাক জানায়। মনে হয় কিছুটা সার্থকতা পেলাম। আসল কথা চ্যানেল টা খোলার উদ্দেশ্যই ছিল এটা যাতে বাঙালিকে ঘুরতে গিয়ে কোথাও কেউ ঠকাতে না পারে এবং বিপদে না পড়তে হয়। যাই হোক দাদা খুব ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে। ভালো থাকবেন।🙏❤️
কোলকাতা থেকে কোলকাতা পর্যন্ত সব খরচ যেমন যাতায়াত, থাকা, খাওয়া, সাইটসিয়িং মিলিয়ে মোটামুটি 8500/- টাকা মতো পার হেড খরচ পড়েছিল দাদা। আমরা চার জন বড় এবং একজন 4 বছরের বাচ্চা গিয়েছিলাম। আমরা মাস খানেক মতো আগে গিয়েছিলাম 2023 এ।
হ্যাঁ। দাদা। মনের কথা কিভাবে জেনে নিলেন জানিনা তবে সত্যিই আমাদের নভেম্বর মাসে বন্ধুরা মিলে গোয়া যাওয়ার কথা চলছে। তবে জানিনা শেষ অব্দি যাওয়া টা সফল হবে কিনা। গোয়ার প্ল্যান নাকি খুব ক্যানসেল হয় শেষ মুহূর্তে তাই একটু চিন্তায় আছি দাদা🙂
ঠাণ্ডা থাকবে অনেক। সেই মতো সোয়েটার, জ্যাকেট নিয়ে যাবেন। শ্বাসকষ্ট ওইদিকে হয় না তাই বাচ্চার যাওয়ায় কোনো অসুবিধা হওয়ার কথা নয় যদি মোটা সোয়েটার বা জ্যাকেট নিয়ে যান।
বেশির ভাগ মানুষই তাই করে থাকেন মানে শিলিগুড়ি থেকে ডাইরেক্ট পেলিং তারপর সেইখান থেকে রাভাংলা, নামচি। তবে আমার মনে হয়েছিল শিলিগুড়ি থেকে 125 কিমি পেলিং টানা না গিয়ে নামচি তে থেকে একদিন নামচি রভাংলা ঘুরে তারপর পেলিং যাওয়া ভালো। সেই কারণেই আমি আমার মতো দেখিয়েছি দাদা।
Bus service available in this route. Even nowadays you can book ticket from redbus app for Pelling to Siliguri. Also you can buy ticket from SNT booking counter. Previously bus timing was 7:30 am from pelling but just now I see in redbus app time is 10:30 am from pelling city for siliguri. Boarding Point Google Map Link: maps.app.goo.gl/4hvT3dSyFh5U7CBe8
আমাদের তো খুব ভালো মানুষ বলেই মনে হয়েছে তবে কে কার কাছে কেমন লাগলো এটা এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির দৃষ্টিকোণের উপর নির্ভর করে। যে আমার কাছে ভালো মনে হয়েছে হয়তো সে আপনার কাছে ভালো নাও লাগতে পারে। তবে তিনি সব কয়টি স্পট ভালো ভাবে ঘুরিয়ে দেখাবে এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।
আসলে দাদা উনি আমার বন্ধুর মা। যার সাথে ঘুরতে গিয়েছিলাম সেই বন্ধুরই মা। তাই কাকিমা বলে সম্বোধন করেছি। ছবি দেওয়া থাকলে আগেই চিনে যেতাম তবে সেটা দেওয়া নেই তাই প্রথম টায় বুঝে উঠতে পারিনি যে উনি আমার পরিচিত।🤗
হ্যাঁ। সেটাও হয়। তাহলে প্রথম দিন নামচি, দ্বিতীয় দিন রাভাংলা তারপর নেক্সট দুই দিন পেলিং স্টে। তবে লাগেজ নিয়ে একটু ছোটাছুটি হয়ে যাবে। রাভাংলা তে থাকলে রাতে আলোকসজ্জায় সজ্জিত বুদ্ধ মুর্তিটি দেখা যায়। এটা ছাড়া সেরকম কিছুই নেই। সন্ধ্যে 7 টার মধ্যে রাভাংলা নিস্তব্ধ হয়ে যায় এবং ম্যাল জাতীয় কোনো জায়গা কিন্তু নেই সন্ধ্যেয় সময় কাটানোর জন্য, যেটা নামচি তে আছে।
নর্থ সিকিম খুব কম তো তিন দিন তারপরে সাউথ সিকিম খুব কম তো তিন দিন। মোট 6 দিন বিভিন্ন জায়গায় স্টে করতে হবে এরপর একদিন সময় যাবে ফিরতে। সব মিলিয়ে 7-8 দিন ধরে চলুন। তবে দাদা এখনও কিন্তু নর্থ সিকিম সম্পূর্ন ভাবে ওপেন হয় নি। মানে আপনি লাচুং, ইয়ামথাং, জিরো পয়েন্ট, কাটাও যেতে পারবেন খালি তবে লাচেন এবং গুরুদংমার সাইড টা এখনও ক্লোজ রয়েছে বন্যার পর থেকে।
দাদা যত দুর খবর পাচ্ছি এই বছরের মধ্যে সব রাস্তা মেরামতের কাজ শেষ হবে না তাই না খোলারই সম্ভাবনা বেশি। তবে যদি বাইচান্স খুলে যায় তাহলে আমাদের ট্যুরিস্টদের জন্য সেটা দারুন ব্যাপার হবে।
হ্যাঁ। দাদা। সেইক্ষেত্রে প্রথম দিন গ্যাংটক স্টে, দ্বিতীয় দিন লাচেন, তৃতীয় দিন লাচুং, চতুর্থ দিন গ্যাংটকে ফিরে রেস্ট। পঞ্চম দিন নামচি স্টে, এরপর বাকি দুই দিন পেলিংয়ে স্টে।
যাতায়াত মিলিয়ে কোলকাতা থেকে কোলকাতা 7 দিন। প্রথম দিন রাতে বাড়ি থেকে বেরিয়ে আপনি সপ্তম দিন সকালে নিজের বাড়িতে পৌঁছবেন। সেই হিসেব করে সাত দিন বললাম।
শেয়ার গাড়ি প্রচুর আছে তবে বাস সকাল 8:00 am সময় দিনে একটাই আছে। নামচি ট্যাক্সি স্ট্যান্ডের কাছ থেকেই বাস ছাড়ে। লোকেশন ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।
আসলে দাদা খুব বেশি সাবস্ক্রাইবার নেই তো। যা দুই চার টে ভিউ আসে ইউটিউব সার্চ রেজাল্ট থেকেই। সেইখানে নতুন ভিউয়াররা একটা ভিডিওর মধ্যেই সব তথ্য পেতে চায়। পার্ট ওয়াইজ দেখা পছন্দ করে না কোনো নতুন ইউটিউবারের ভিডিও। এটা আমি বুঝেছি। এর আগেও অনেক পার্ট ওয়াইজ ভিডিও দিয়েছি তবে ভিউ আসে নি দাদা। আন্তরিক ভাবে দুঃখিত এত বড় ভিডিও বানানোর জন্য তবে আমার কাছে উপায় ছিল না দাদা। পরবর্তীতে যদি অনেক রিচ কোনোদিনও পাই অবশ্যই পার্ট ওয়াইজ সিরিজ করার ইচ্ছে আছে।
আমরা মোটামুটি 2 মাস আগে বুক করেছিলাম goibibo অ্যাপ দিয়ে অনলাইনে। আপনারাও চেষ্টা করুন বেশ কিছুদিন আগে থেকে বুক করার। আসলে হোটেলের ভাড়া ডায়নামিক প্রাইস হয়তো অর্থাৎ যত বুক হতে থাকে বাকি রুম গুলোর ভাড়া ততই তাড়াতাড়ি বাড়তে থাকে।
দাদা gobiba থেকে book করতে যাচ্ছি তখন price 4000 এর উপর দেখাচ্ছে। আপনার ph টা একটু পাওয়া যাবে। আমরা ডিসেম্বর e যাবো।কতো দিন আগে book করলে 1200 টাকার মধ্যে হবে
দেখতে থাকতে হবে দাদা। তবে কিছু স্পেশাল দিন যেমন ধরুন ডিসেম্বর 25 থেকে জানুয়ারি 7 তারিখ পর্যন্ত ভাড়া সবসময়ই হাই থাকে। হোটেলের ভাড়া ডায়নামিক হয়। অর্থাৎ হলিডে এর সময় ভাড়া বেশি থাকে।
দূর্ভাগ্যও বলা যায়। আমাদের একটা আর এ সি সিট ছিল। বৌদের কে কনফার্ম বার্থ গুলোতে ঘুমাতে দিয়ে আমি আর আমার বন্ধুটি আর এ সি সিটে যাচ্ছিলাম। এক প্রকার বাধ্য হয়েই সূর্যাস্ত(সূর্যোদয় বলতে হতো। ভুল করে সূর্যাস্ত বলে ফেলেছি😁) টা দেখেছিলাম তাই সেদিন🤣😂।
আমি তো আগেই বললাম দাদা সরাসরি ফোন করলে ওরা অনেক বেশি চাইবে। আপনি আমাদের মতোই Goibibo কিংবা agoda যেইখানে সস্তা হয় সেইখান থেকে বুক করুন। সুপার ডিলাক্স মাউন্টেন ভিউ রুম উইথ ব্যালকনি, এই রুম টা বুক করবেন। আমরা এটাতেই ছিলাম। এই রুম থেকেই সুপার ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার।
না। পেলিং রাভাংলা এবং নামচি ঘুরতে কোথাও কিন্তু আইডি কার্ড প্রয়োজন হয়নি আমাদের। তবে হোটেলে অবশ্যই আইডি কার্ড শো করতে হয়েছে চেক ইনের সময়। উত্তর সিকিম ভ্রমণের ক্ষেত্রে এবং নাথুলা গেলে সম্ভবত আইডি কার্ড দিয়ে পারমিশন করতে হয়।
সিকিমে ঢুকতে কিছুই লাগছে না। তবে আইডি কার্ড তো সাথে রাখতেই হবে। হোটেলে তো আইডি কার্ড ছাড়া চেক ইন করা যাবে না। এটা তো বেসিক রুল যেকোনো হোটেলের ক্ষেত্রেই। ভোটার কার্ড না থাকলে ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট থাকলেও চলবে তবে আধার কার্ডকে সিকিম সরকার মান্যতা দেয় না।
আপনি হোটেলে একবার কথা বলে নেবেন অবশ্যই তাহলে যাওয়ার আগে। যদি ওরা আধার কার্ড নিয়ে চেক ইন করতে দেয় তবেই যান। তবে যেসব জায়গায় সিকিম সরকারের পারমিশন লাগে যেমন ধরুন নাথুলা, লাচেন, লাচুং ইত্যাদি সেসকল জায়গায় যেতে পারবেন না।
Sikkim Silk Route Tour Guide full video available now.
ua-cam.com/video/8oFrPj3sgAs/v-deo.html
খুব ভালো লাগলো দাদা। পুরোনো স্মৃতি জাগিয়ে তোলার জন্য অনেক ধন্যবাদ।
কমেন্টে মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। জেনে খুব ভাল লাগলো আপনার পুরনো ভ্রমণের স্মৃতি কিছুটা হলেও রোমন্থন করাতে সক্ষম হয়েছি ভিডিওটির মাধ্যমে। ভালো থাকবেন দাদা। ❤️🙏
Thank you for sharing the experience in detail. I'm planning a trip soon.
Welcome 🤗. Sounds good. Wish you a happy and safe journey.
So much details in the video. Just loved it. Thank you so much, dada.
Onek beshi helpful tumar video ta for tour planning. ❤
ধন্যবাদ। ভালো থাকবেন।🙏
ভালো লাগলো,একদম clear details তথ্য দেওয়া জন্য ধন্যবাদ আপনাকে 🙏🏻। subscribe করে নিলাম,এমন আরও খোঁজ খবর পাওয়ার জন্য 😊।
এ বাবা, আগেই subscribe করা আছে দেখছি😅,তাই subscribe option দেখতে পাচ্ছিলাম না।
অসংখ্য ধন্যবাদ দিদি পাশে থাকার জন্য। ❤️🙏
পেলিং সংক্রান্ত দেখা ভিডিওগুলোর মধ্যে আপাতত এটাকে আমার সেরা ভিডিও মনে হয়েছে।অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন দাদা।❤️❤️❤️
@@Vrammoman প্ল্যানটা উল্টো দিক থেকে করলে কেমন হবে?
@@Vrammoman মেসেঞ্জারে কিছু প্রশ্ন করেছি।সময় পেলে অনুগ্রহ করে উত্তর দেবেন। ধন্যবাদ
সেটাই বেশিরভাগ ট্যুরিস্ট করে থাকে মানে প্রথমেই পেলিং দিয়ে শুরু করে নামচি দিয়ে শেষ। সেটাও মন্দ নয় কিন্তু তবে আমার এই প্ল্যান টাই বেস্ট মনে হয়েছিল।
এই ভিডিও দেখেই আমি এবং আমার স্ত্রী Namchi- Ravangla- Pelling ঘুরে এলাম। আমরা যাবার সময় share গাড়িতে এবং আসার সময় Pelling থেকে বাসে শিলিগুড়ি এলাম। ভালো ভাবেই ঘুরলাম।ভিডিওতে দেখানো Homestay এবং Hotel এ ছিলাম।
খুব ভালো লাগে দাদা যখন কেউ ঘুরে এসে ফিডব্যাক জানায়। মনে হয় কিছুটা সার্থকতা পেলাম। আসল কথা চ্যানেল টা খোলার উদ্দেশ্যই ছিল এটা যাতে বাঙালিকে ঘুরতে গিয়ে কোথাও কেউ ঠকাতে না পারে এবং বিপদে না পড়তে হয়। যাই হোক দাদা খুব ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে। ভালো থাকবেন।🙏❤️
Thank you video ti khub e bhalo o informative hoyeche ❤❤
অসংখ্য ধন্যবাদ 🙏
খুব ভালো ভাই 🙏💕 আরও অনেক এই রকম ই তথ্যের জন্য
ভালো থাকবেন দিদি এবং অনেক অনেক ধন্যবাদ আপনাকে কমেন্টের মাধ্যমে উৎসাহিত করার জন্য।
@@Vrammomanকোন মাসে তোমারা গিয়েছিলে
নভেম্বর মাসে দিদি 2023 সালের।
Informative video. Thank you so much ❤️
আপনাকেও ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য দাদা। ভালো থাকবেন।❤️🙏
Khub valo lagche... Very informative...
অসংখ্য ধন্যবাদ কমেন্টের মাধ্যমে উৎসাহিত করার জন্য। ভালো থাকবেন।
খুব সুন্দর তথ্যপূর্ণ ভিডিও। আপনার ভিডিও থেকে নোট করে করে ঘোরার প্ল্যান বানালাম।❤
ধন্যবাদ দাদা❤️🙏। ভালো থাকবেন।
Khub valo hoache dada....thank you kom khorch a kivabe ghora jay seta khub valo kore bujhiachen...
স্বাগত জানাই আপনাকে। ভালো থাকবেন।🙏
Darun laglo, keep it up ❤❤
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন্।
Very nice video information
অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন।❤️🙏
Bhalo laglo besh👍
ধন্যবাদ দাদা কমেন্টের মাধ্যমে জানানোর জন্য। ভালো থাকবেন।❤️🙏
খুবই ভালো 👌🏾
ধন্যবাদ। দাদা। ভালো থাকবেন।❤️🙏
Darun Editing dada ❤
ধন্যবাদ। একটু চেষ্টা করি ভালো ভাবে পরিবেশনা করার তাই লেটও হয়ে যায়। ভালো থাকবেন।❤️🙏
Anek information pelam vedio khub bhalo hayeche subscribe karlam .
অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য। ভালো থাকবেন।❤️🙏
Darun hoyeche👍👍
Thanks 🙏
❤darun keep it up 👍
অসংখ্য ধন্যবাদ দাদা।❤️🙏
Kabay gachilay ? Per head total expenses kato holo ?
কোলকাতা থেকে কোলকাতা পর্যন্ত সব খরচ যেমন যাতায়াত, থাকা, খাওয়া, সাইটসিয়িং মিলিয়ে মোটামুটি 8500/- টাকা মতো পার হেড খরচ পড়েছিল দাদা। আমরা চার জন বড় এবং একজন 4 বছরের বাচ্চা গিয়েছিলাম। আমরা মাস খানেক মতো আগে গিয়েছিলাম 2023 এ।
Sera sera sera dada
ধন্যবাদ। একটু লেট হলো আপলোড করতে। জানি আপনি অনেক দিন অপেক্ষায় ছিলেন। যাই হোক ভালো থাকবেন, আর ঘুরতে থাকবেন। 🙏
Wow 😍
Thank You
Khub sundor
অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন।❤️🙏
Valo laglo 😊
অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্টের মাধ্যমে মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।❤️🙏
খুব সুন্দর
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।🙏
খুব সুন্দর লাগলো । ❤
ধন্যবাদ। আরো কিছু তথ্যের প্রয়োজন হলে নির্দ্বিধায় জানাবেন। ❤️
Good information
Thank you
Niec Dada ❤❤❤
Thank you❤️👍
Asadharon
ধন্যবাদ। তবে একটু বড় ভিডিও হয়ে গেছে আমিও জানি তাই জন্য আন্তরিক ভাবে দুঃখিত। ভালো থাকবেন।❤️🙏
@@Vrammoman tate kno chap nai.. Joto boro video thaka dakhar jinis r info o basi thaka dada..😊
Video khub bhalo laglo ❤,
video ta upload kora hoyache 14 Jan a but apnara giya chilen kon din a I mean kon date a ?
আমরা নভেম্বরে গিয়ে ছিলাম।
Very good video! Subscribed!! Ekbar Goa hole khub bhalo lagto
হ্যাঁ। দাদা। মনের কথা কিভাবে জেনে নিলেন জানিনা তবে সত্যিই আমাদের নভেম্বর মাসে বন্ধুরা মিলে গোয়া যাওয়ার কথা চলছে। তবে জানিনা শেষ অব্দি যাওয়া টা সফল হবে কিনা। গোয়ার প্ল্যান নাকি খুব ক্যানসেল হয় শেষ মুহূর্তে তাই একটু চিন্তায় আছি দাদা🙂
Thik hobe. And moner manush der moner kotha janai to sabhabik. Keep up the good work!!
new subcriber of your chanel😊
অসংখ্য ধন্যবাদ দিদি সাপোর্ট করার জন্য। ভালো থাকবেন।❤️🙏
Jain hotel ta ki uper pelling e hali pad photo deklam na
হেলিপ্যাড টা হোটেল থেকে আরো ৭০০ মিটার দূরে অবস্থিত।
Nice ❤
Thank you
Very nice work
ধন্যবাদ দাদা।❤️🙏
Namchi taxi fare 400 fixed na season a change hoi. Plz janaben dada.
না। না। এই টা যেহেতু সিন্ডিকেট স্ট্যান্ডের ভাড়া তাই এটা ফিক্সড। সিজন অনুযায়ী পরিবর্তন হয় না।
Khub sundor laglo apnader video ta, to apnara kon time e giachilen ?
দাদা এটা নভেম্বর 2023 এর ভিডিও।
Dada sorkari gari kore ami peling gelam selhan theke ghorer jonno gari bhara korte parbo to
হ্যাঁ। একদম পারবেন। সেটাই তুলনামূলক সস্তা পড়বে।
@Vrammoman kichu garir driver er number dite parben kotha bolbo
এই একটাই নম্বর সেভ ছিল। নাম রোহিত ফোন নম্বর +917074928744. এছাড়াও আপনি সরাসরি পেলিং পৌঁছেও গাড়ি পেয়ে যাবেন। চিন্তার বিষয় কিছুই নেই।
@@Vrammoman 3jon mile ghurte jabo bhachi kintu budget issue jonno khub problem hochhe ekta estimate kichu kore uthte parchina kichu help korben
এই ট্রিপ টা একটু এক্সপেন্সিভ দাদা। গ্যাংটক, নাথুলা, ছাঙ্গু তুলনামূলক সস্তায় হয়ে যায়।
kon month e gechilen?
আমরা নভেম্বর মাসে গিয়েছিলাম।
Bhi amra Jan te jabo..
Pelling thake rabangla, namachi trip kara thik habe?? Sathe 6 years ek child ache
ঠাণ্ডা থাকবে অনেক। সেই মতো সোয়েটার, জ্যাকেট নিয়ে যাবেন। শ্বাসকষ্ট ওইদিকে হয় না তাই বাচ্চার যাওয়ায় কোনো অসুবিধা হওয়ার কথা নয় যদি মোটা সোয়েটার বা জ্যাকেট নিয়ে যান।
@@Vrammoman ami bolchilm ... pelling thake...total tour ta kara jabe??
বেশির ভাগ মানুষই তাই করে থাকেন মানে শিলিগুড়ি থেকে ডাইরেক্ট পেলিং তারপর সেইখান থেকে রাভাংলা, নামচি। তবে আমার মনে হয়েছিল শিলিগুড়ি থেকে 125 কিমি পেলিং টানা না গিয়ে নামচি তে থেকে একদিন নামচি রভাংলা ঘুরে তারপর পেলিং যাওয়া ভালো। সেই কারণেই আমি আমার মতো দেখিয়েছি দাদা।
@@Vrammoman thanks 👍
Good Video. Just subscribed your channel. How is Pelling to Siliguri bus service?
Bus service available in this route. Even nowadays you can book ticket from redbus app for Pelling to Siliguri. Also you can buy ticket from SNT booking counter. Previously bus timing was 7:30 am from pelling but just now I see in redbus app time is 10:30 am from pelling city for siliguri.
Boarding Point Google Map Link:
maps.app.goo.gl/4hvT3dSyFh5U7CBe8
Description e je driver er no deoa ache Michael uni kemon?
Actually amra onar sathe katha bolechi tour er janne
আমাদের তো খুব ভালো মানুষ বলেই মনে হয়েছে তবে কে কার কাছে কেমন লাগলো এটা এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির দৃষ্টিকোণের উপর নির্ভর করে। যে আমার কাছে ভালো মনে হয়েছে হয়তো সে আপনার কাছে ভালো নাও লাগতে পারে। তবে তিনি সব কয়টি স্পট ভালো ভাবে ঘুরিয়ে দেখাবে এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।
Pelling e Hotel Sonamchen koto no. Room neachilen? ektu jodi bolen, khub valo hoi.
দাদা রুম নম্বর টা এক্সাক্ট মনে নেই তবে তিন তলায় ছিল রুম টা। মাউন্টেইন ভিউ সুপার ডিলাক্স ডবল বেডরুম উইথ ব্যালকনি নিয়েছিলাম।
@@Vrammoman, Thank you.
পেলিং এর হোটেলে লিফ্ট আছে কি?
@rupasreebarman9022 না লিফট কিন্তু ছিল না। পাহাড়ের দিকে হোটেল গুলোতে লিফট খুবই কম দেখা যায়। কারণ জানা নেই।
October e ki jawa jabe?
Baccha niye jabar plan ache..clear sky pawa jabe?aktu Jodi help koren.
নিঃসন্দেহে যাওয়া যাবে। খুব পরিষ্কার ওয়েদার পাবেন এবং ঠান্ডাও খুব বেশি মানে কষ্টদায়ক থাকবে না।
@@Vrammoman thank you so much
Keep it up beta
ধন্যবাদ। দিদি। ভালো থাকবেন।🙏❤️
@@VrammomanAmi sumaner maa
আরে নমস্কার 🙏 কাকিমা। ভালো আছেন তো?
ইউটিউবে আত্মীয়তা এই প্রথম দেখলাম 😂😂
আসলে দাদা উনি আমার বন্ধুর মা। যার সাথে ঘুরতে গিয়েছিলাম সেই বন্ধুরই মা। তাই কাকিমা বলে সম্বোধন করেছি। ছবি দেওয়া থাকলে আগেই চিনে যেতাম তবে সেটা দেওয়া নেই তাই প্রথম টায় বুঝে উঠতে পারিনি যে উনি আমার পরিচিত।🤗
February end e 1yr baby ke niye jaoa jabe?
একটু রিস্ক আছে দিদি। আরেক বছর ওয়েট করে দেন যান বেবি কে নিয়ে। শ্বাসকষ্ট হতে পারে তাই বললাম। 👍
May June month Peling Ravangla tour er jonno kmn hobe ?
খুব ভালো ওয়েদার আশা করা যায় ওইসময় তবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে পর কিন্তু সিকিম এবং সমগ্র উত্তরবঙ্গ জুড়ে বর্ষা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
Hi Tomo.🥰
Namchi te 2din na theke 2nd night ta Rabangla te thaka jabe? Rabangla theke Pelling. Kemon hobe?
হ্যাঁ। সেটাও হয়। তাহলে প্রথম দিন নামচি, দ্বিতীয় দিন রাভাংলা তারপর নেক্সট দুই দিন পেলিং স্টে। তবে লাগেজ নিয়ে একটু ছোটাছুটি হয়ে যাবে। রাভাংলা তে থাকলে রাতে আলোকসজ্জায় সজ্জিত বুদ্ধ মুর্তিটি দেখা যায়। এটা ছাড়া সেরকম কিছুই নেই। সন্ধ্যে 7 টার মধ্যে রাভাংলা নিস্তব্ধ হয়ে যায় এবং ম্যাল জাতীয় কোনো জায়গা কিন্তু নেই সন্ধ্যেয় সময় কাটানোর জন্য, যেটা নামচি তে আছে।
Share car njp to namchi ..last khokon thake . Amra vande Bharat e jachhi . Toh njp te pouchabo dupur 2 p.m . Thokon ki namchi jabar share gari pabo??
স্ট্যান্ডের ড্রাইভার ভাইদের কথা অনুযায়ী বিকেল 4 টে পর্যন্ত গাড়ি আছে লাস্ট শিলিগুড়ি থেকে নামচি যাওয়ার। তবে নিজে কখনো যাই নি।
Thank you..Bhai .video ta khub sundor hoyeche. 🥰
North Sikkim or south Sikkim ghurte koto din er toure krte hbe
নর্থ সিকিম খুব কম তো তিন দিন তারপরে সাউথ সিকিম খুব কম তো তিন দিন। মোট 6 দিন বিভিন্ন জায়গায় স্টে করতে হবে এরপর একদিন সময় যাবে ফিরতে। সব মিলিয়ে 7-8 দিন ধরে চলুন। তবে দাদা এখনও কিন্তু নর্থ সিকিম সম্পূর্ন ভাবে ওপেন হয় নি। মানে আপনি লাচুং, ইয়ামথাং, জিরো পয়েন্ট, কাটাও যেতে পারবেন খালি তবে লাচেন এবং গুরুদংমার সাইড টা এখনও ক্লোজ রয়েছে বন্যার পর থেকে।
@@Vrammoman september er dike khulbe ki ???
@@Vrammoman 7N/8D hole cmplt hbe ki?
দাদা যত দুর খবর পাচ্ছি এই বছরের মধ্যে সব রাস্তা মেরামতের কাজ শেষ হবে না তাই না খোলারই সম্ভাবনা বেশি। তবে যদি বাইচান্স খুলে যায় তাহলে আমাদের ট্যুরিস্টদের জন্য সেটা দারুন ব্যাপার হবে।
হ্যাঁ। দাদা। সেইক্ষেত্রে প্রথম দিন গ্যাংটক স্টে, দ্বিতীয় দিন লাচেন, তৃতীয় দিন লাচুং, চতুর্থ দিন গ্যাংটকে ফিরে রেস্ট। পঞ্চম দিন নামচি স্টে, এরপর বাকি দুই দিন পেলিংয়ে স্টে।
Per person koto taka kore legeche sob jaiga ghurte?
কোলকাতা থেকে বেরিয়ে যাতায়াত, থাকা, ঘোরা বাবদ আবার কোলকাতায় ফিরে আসা পর্যন্ত আমাদের পার হেড ৮৫০০/- টাকা মতো খরচ দাঁড়িয়েছিল।
Ami ae recently ghure aelam pelling rabangla namchi Dawaipani sab thik thak but very costly and oknkar food very costly than anything good
একদম ঠিক বলেছেন। খাওয়া খরচ টা বাড়াবাড়ি রকমের বেশি পেলিংয়ে। নামচি তে তাও ঠিকঠাক। পেলিং থেকে 4-5 কিমি দূরে গেয়জিং সেইখানে আবার দাম টা ঠিকঠাক।
Puro total koto din time laglo?
যাতায়াত মিলিয়ে কোলকাতা থেকে কোলকাতা 7 দিন। প্রথম দিন রাতে বাড়ি থেকে বেরিয়ে আপনি সপ্তম দিন সকালে নিজের বাড়িতে পৌঁছবেন। সেই হিসেব করে সাত দিন বললাম।
Namchi theke Siliguri kono bus ba share car paoya jabe? Kotha theke?
শেয়ার গাড়ি প্রচুর আছে তবে বাস সকাল 8:00 am সময় দিনে একটাই আছে। নামচি ট্যাক্সি স্ট্যান্ডের কাছ থেকেই বাস ছাড়ে। লোকেশন ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।
কি মাসে গিয়েছিলেন দাদা?
নভেম্বর মাসের একদম প্রথম দিকে গিয়েছিলাম আমরা।
আচ্ছা ভাই তোমরা কোন মাসে গিয়েছিলে? যদি তারাতারি বলো তাহলে খুব উপকৃত হবো 😍💓ধন্যবাদ🙏💕
নভেম্বর মাসে।
@@Vrammoman🎉
Darun informative kintu Dada ekta video ato long korle kno, part part o korte parte
আসলে দাদা খুব বেশি সাবস্ক্রাইবার নেই তো। যা দুই চার টে ভিউ আসে ইউটিউব সার্চ রেজাল্ট থেকেই। সেইখানে নতুন ভিউয়াররা একটা ভিডিওর মধ্যেই সব তথ্য পেতে চায়। পার্ট ওয়াইজ দেখা পছন্দ করে না কোনো নতুন ইউটিউবারের ভিডিও। এটা আমি বুঝেছি। এর আগেও অনেক পার্ট ওয়াইজ ভিডিও দিয়েছি তবে ভিউ আসে নি দাদা। আন্তরিক ভাবে দুঃখিত এত বড় ভিডিও বানানোর জন্য তবে আমার কাছে উপায় ছিল না দাদা। পরবর্তীতে যদি অনেক রিচ কোনোদিনও পাই অবশ্যই পার্ট ওয়াইজ সিরিজ করার ইচ্ছে আছে।
Tumi jevabe chesta chalachho vlo rich hobe. ।। Tumi video dite thako ❤❤
ধন্যবাদ। দাদা। ভালো থাকবেন।❤️🙏
পুজোর সময় গেলে হোটেল ভাড়া কি বাড়তে পারে? মানে আপনারা যে রেটে পেয়েছেন,সেই রেটে কি পাওয়া সম্ভব??
আমরা মোটামুটি 2 মাস আগে বুক করেছিলাম goibibo অ্যাপ দিয়ে অনলাইনে। আপনারাও চেষ্টা করুন বেশ কিছুদিন আগে থেকে বুক করার। আসলে হোটেলের ভাড়া ডায়নামিক প্রাইস হয়তো অর্থাৎ যত বুক হতে থাকে বাকি রুম গুলোর ভাড়া ততই তাড়াতাড়ি বাড়তে থাকে।
@@Vrammoman অ্যাপ থেকে না করে যদি আপনার দেওয়া ফোন নম্বরে সরাসরি ফোন করি,তাহলে কি বুক করতে কোনো সমস্যা হবে??
মনে হয় সেই ক্ষেত্রে রেট অনেক বেশি বলবে। দুটোই চেষ্টা করতে পারেন। যেটায় কম হবে সেইভাবেই বুক করুন।
@@Vrammoman আচ্ছা,ঠিক আছে।অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।
দাদা gobiba থেকে book করতে যাচ্ছি তখন price 4000 এর উপর দেখাচ্ছে। আপনার ph টা একটু পাওয়া যাবে। আমরা ডিসেম্বর e যাবো।কতো দিন আগে book করলে 1200 টাকার মধ্যে হবে
দেখতে থাকতে হবে দাদা। তবে কিছু স্পেশাল দিন যেমন ধরুন ডিসেম্বর 25 থেকে জানুয়ারি 7 তারিখ পর্যন্ত ভাড়া সবসময়ই হাই থাকে। হোটেলের ভাড়া ডায়নামিক হয়। অর্থাৎ হলিডে এর সময় ভাড়া বেশি থাকে।
আপনাদের জার্নি date টা বলবেন pls।
নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ।
জয় বাংলা❤
একদম দাদা। বাঙালির জয় হোক।❤️🙏
জয় বাঙালি ❤
দাদা, সকালেই ট্রেন থেকে সুযার্স্ত দেখলেন। আপনি কি ভাগ্যবান 😢
দূর্ভাগ্যও বলা যায়। আমাদের একটা আর এ সি সিট ছিল। বৌদের কে কনফার্ম বার্থ গুলোতে ঘুমাতে দিয়ে আমি আর আমার বন্ধুটি আর এ সি সিটে যাচ্ছিলাম। এক প্রকার বাধ্য হয়েই সূর্যাস্ত(সূর্যোদয় বলতে হতো। ভুল করে সূর্যাস্ত বলে ফেলেছি😁) টা দেখেছিলাম তাই সেদিন🤣😂।
দাদা, আমার মনে হচ্ছে আপনার sarcasm টা বিফলে গেল। উনি ওটাকে সূর্যাস্ত বলেই জানেন! 😂😂
সরি সরি। সূর্যোদয় তো।😂🤣
সোনামচেনে ফোন করেছিলাম। ডাবল বেড রুম বলছে 3800 করে পড়বে😢😢😢
আমি তো আগেই বললাম দাদা সরাসরি ফোন করলে ওরা অনেক বেশি চাইবে। আপনি আমাদের মতোই Goibibo কিংবা agoda যেইখানে সস্তা হয় সেইখান থেকে বুক করুন। সুপার ডিলাক্স মাউন্টেন ভিউ রুম উইথ ব্যালকনি, এই রুম টা বুক করবেন। আমরা এটাতেই ছিলাম। এই রুম থেকেই সুপার ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার।
@@Vrammoman ওকে
Sikkim aa dhukte voter card legeche
না। পেলিং রাভাংলা এবং নামচি ঘুরতে কোথাও কিন্তু আইডি কার্ড প্রয়োজন হয়নি আমাদের। তবে হোটেলে অবশ্যই আইডি কার্ড শো করতে হয়েছে চেক ইনের সময়। উত্তর সিকিম ভ্রমণের ক্ষেত্রে এবং নাথুলা গেলে সম্ভবত আইডি কার্ড দিয়ে পারমিশন করতে হয়।
@@Vrammoman I'd card ki dekhate hobe
সিকিমে ঢুকতে কিছুই লাগছে না। তবে আইডি কার্ড তো সাথে রাখতেই হবে। হোটেলে তো আইডি কার্ড ছাড়া চেক ইন করা যাবে না। এটা তো বেসিক রুল যেকোনো হোটেলের ক্ষেত্রেই। ভোটার কার্ড না থাকলে ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট থাকলেও চলবে তবে আধার কার্ডকে সিকিম সরকার মান্যতা দেয় না।
@@Vrammoman adhar card cholbe na amader tho voter card aar driving licence nai
আপনি হোটেলে একবার কথা বলে নেবেন অবশ্যই তাহলে যাওয়ার আগে। যদি ওরা আধার কার্ড নিয়ে চেক ইন করতে দেয় তবেই যান। তবে যেসব জায়গায় সিকিম সরকারের পারমিশন লাগে যেমন ধরুন নাথুলা, লাচেন, লাচুং ইত্যাদি সেসকল জায়গায় যেতে পারবেন না।