Sutapa Majumdar / সুতপা মজুমদার / सुतपा मजूमदार / |Sakhi Se Hori Kemon bawl (সে হরি কেমন বল্‌)

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2024
  • কথা ও সুর : কাজী নজরুল ইসলাম।
    Lyricist & Music : Kazi Nazrul Islam
    তালঃ দাদ্‌রা
    ** নজরুল গীতি / নজরুল সঙ্গীত / বাংলা জনপ্রিয় নজরুলগীতি **
    (ভজন / ভক্তিগীতি)
    সখি, সে হরি কেমন বল্‌।
    নাম শুনে যা’র এত প্রেম জাগে চোখে আনে এত জল।।
    সে কি আসে এই পৃথিবীতে
    গাহি’ রাধা নাম বাঁশরিতে ?
    যা’র অনুরাগে বিরহ-যমুনা হয়ে ওঠে চঞ্চল।।
    তা’রে কি নামে ডাকিলে আসে
    কোন্‌ রূপ কোন্‌ গুন পাইলে, সে রাধা সম ভালোবাসে?
    সখি শুনেছি সে নাকি কালো
    জ্বালে কেমনে সে এত আলো,
    মায়া ভুলাইতে মায়াবী সে নাকি করে গো মায়ার ছল।।
    Sutapa Majumdar - Sokhi Se Hori ( সখি সে হরি কেমন বল.. )

КОМЕНТАРІ • 28