হ্যালো ভাইয়া ,অনলাইন টিউটিরিয়াল সাধারণত অনেক মিস ইনফর্মেশন থাকে । সেই দিক থেকে আপনার কন্টেন্টগুলি অনলাইন লাইভ ক্লাস এর মত, সাজানো-গোছানো আছে । বোঝানোর ধরন ভালো আছে । আপনি কন্টিনিও ভিডিও আপলোড দিন ।
আমি জানি আমার অনেক ল্যাকিংস আছে। সময়ের অভাবে আমি স্ক্রিপ্ট তৈরী না করে ভিডিও করি, যে কারণে অনেক কিছু বাদ পড়ে। তবে আমি চেষ্টা করি আমার ভিডিও দেখে নতুনেরা যেন কাজটা করতে পারে। আমি চাই সাইবার সিকিউরিটিতে আমাদের দেশের একটা অবস্থান হউক। তাই কষ্ট হলেও আমি ভিডিও তৈরী করার চেষ্টা করি। আমার ভিডিও দেখে উৎসাহ মূলক কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের কমেন্টস আমাকে সময় বের করে ভিডিও বানাতে উৎসাহিত করে।
@@CyberSecurityExpert ভাই, সাইবার সিকিউরিটি নিয়ে এত গুছানো টিউটোরিয়াল ইউটিউবে নাই। যা আছে তার মাথা মুন্ডু কিছুই বুঝা যায়না আপনার বুঝানোর দক্ষতা আছে। আমি পুরো ভিডিওটাই বুঝছি। এসকিউএল একটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানতাম। কিন্তু কিভাবে ইনজেকশনটা কাজ করে সেটা জানতাম না। আপনার ভিডিও দেখে একটা আইডিয়া হয়ে গেছে। ধন্যবাদ ভাই! আরো বেশি ভিডিও চাই এই টপিকগুলোতে। টপিকওয়াইজ প্লে লিস্ট আকারে দিলে সবার জন্য বুঝতে সুবিধা হবে।
Burp suite অটোমেটিক আটক চালাতে পারে, যা খুব সোজা। কিন্তু আপনি যদি SQLI এর ইনসাইড বুঝতে চান তাহলে ম্যানুয়াল ইনজেকশন করে বুঝতে হবে। সাইবার সিকিউরিটিতে সেই ভালো করবে যে প্রসেস গুলোর ইনসাইড ভালো বোঝে। কাজ গুলো কি ভাবে হচ্ছে সেটার ডিটেলস ভালো করে জানতে হবে।
১.ভাইয়া, আপনার দেখানো নিয়মে একটা সাইটের আইডি পাস ওয়ার্ড পেলাম কিন্তু ওই সাইটের এডমিন পেনেল কিভাবে বের করব? ২. কিছু সাইটের পাস ওয়ার্ড অনেক লং হয়,সাধারনত পাস ওয়ার্ড এতো বড় হয় না | এগুলো কিভাবে ছোট করা যায় ?
প্রথম প্রশ্নের উত্তর ডাইরেক্টলি এখানে দেওয়া সম্বভ না। এমনি এই চ্যানেল ২ বার স্ট্রাইক খেয়েছে। আমি বিভিন্ন ভিডিওতে সব কিছু দেবার চেষ্টা করবো। দ্বিতীয় প্রশ্নের উত্তরে , ডাটাবেসে পাসওয়ার্ড হ্যাশ এনক্রিপশন করে রাখে। হ্যাশ ডিক্রিপ্ট করার উপায় নেই। তবে বিভিন্ন আটক করে বের করতে হবে । ব্রুটফোর্স আটক এর উপরে ভিডিও আছে দেখতে পারেন। ধন্যবাদ
Perfect Tutorial Thank you soo much❤
হ্যালো ভাইয়া ,অনলাইন টিউটিরিয়াল সাধারণত অনেক মিস ইনফর্মেশন থাকে । সেই দিক থেকে আপনার কন্টেন্টগুলি অনলাইন লাইভ ক্লাস এর মত, সাজানো-গোছানো আছে । বোঝানোর ধরন ভালো আছে । আপনি কন্টিনিও ভিডিও আপলোড দিন ।
আমি জানি আমার অনেক ল্যাকিংস আছে। সময়ের অভাবে আমি স্ক্রিপ্ট তৈরী না করে ভিডিও করি, যে কারণে অনেক কিছু বাদ পড়ে। তবে আমি চেষ্টা করি আমার ভিডিও দেখে নতুনেরা যেন কাজটা করতে পারে। আমি চাই সাইবার সিকিউরিটিতে আমাদের দেশের একটা অবস্থান হউক। তাই কষ্ট হলেও আমি ভিডিও তৈরী করার চেষ্টা করি। আমার ভিডিও দেখে উৎসাহ মূলক কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের কমেন্টস আমাকে সময় বের করে ভিডিও বানাতে উৎসাহিত করে।
@@CyberSecurityExpert ভাই, সাইবার সিকিউরিটি নিয়ে এত গুছানো টিউটোরিয়াল ইউটিউবে নাই।
যা আছে তার মাথা মুন্ডু কিছুই বুঝা যায়না
আপনার বুঝানোর দক্ষতা আছে। আমি পুরো ভিডিওটাই বুঝছি। এসকিউএল একটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানতাম। কিন্তু কিভাবে ইনজেকশনটা কাজ করে সেটা জানতাম না। আপনার ভিডিও দেখে একটা আইডিয়া হয়ে গেছে।
ধন্যবাদ ভাই!
আরো বেশি ভিডিও চাই এই টপিকগুলোতে। টপিকওয়াইজ প্লে লিস্ট আকারে দিলে সবার জন্য বুঝতে সুবিধা হবে।
অনেক উপকার হয়লো ভাই এতো দিন ধরে চেষ্টা করছি কিন্তু করতে পারি নি কিন্তু আপনার video দেখে অনেক কিছু আজ শিখতে পারলাম
Thank you.
Great initiative vai
Thanks a very lot dear brother.....!!!
It was so helpful to me....
You are most welcome
Very helpful video
Glad to hear that
Aro den vaiya
সার আপনি জেখানে কমান্ড গুলো করছেন শেটা আমার কম্পিউটারে পাচ্ছি না...তার জন্য কি করবো..প্লিজ বলবেন
Sir apnar browser tar name ki cyberfox?
Union কে encode না inqute বানান টা ঠিক হলো কি জানি না, এটা কি? যদি পরিস্কার করে বলতেন।
onno brojer a hoi be na
sir
ধন্যবাদ ভাইয়া, অনেকে দেখি কালি লিনাক্স এ বার্পসুইট দিয়ে ইন্টারসেপট করে sqli করে, এটা কি বার্পসুইটের চেয়ে বেশী ইফেক্টিভ?
Burp suite অটোমেটিক আটক চালাতে পারে, যা খুব সোজা। কিন্তু আপনি যদি SQLI এর ইনসাইড বুঝতে চান তাহলে ম্যানুয়াল ইনজেকশন করে বুঝতে হবে। সাইবার সিকিউরিটিতে সেই ভালো করবে যে প্রসেস গুলোর ইনসাইড ভালো বোঝে। কাজ গুলো কি ভাবে হচ্ছে সেটার ডিটেলস ভালো করে জানতে হবে।
@@CyberSecurityExpert রিপ্লাইয়ের জন্য ধন্যবাদ, DIOS টা কি জিনিশ একটু বুঝিয়ে বললে ভালো হয়, DIOS টা কি আমি নিজে থেকে বানাতে পারবো?
DIOS (Dump In One Shot) ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। অবশ্যই বানাতে পারবেন। তার জন্য SQL, এনক্রিপশন , WAF ইত্যাদি বেশ কিছু জিনিস জানতে হবে।
thanks, vaia
Welcome!
AWS এর কতো তম ব্যাচের স্টুডেন্ট ছিলেন আপনি?
Alpha 35
এটা করার জন্য কোন ব্রাউজার ব্যাবহার করতে হবে?
cyberfox
সাবস্ক্রাইব, লাইক কমেন্ট ডান। 🎉❤
মাস্ট বেশি বেশি ইনফোরমেটিভ ভিডিও দিতে হবে। নইলে খবর আছে ভাই......😅
Vi ami 1x bet er crash game hack korte chai hbe?
😂
১.ভাইয়া, আপনার দেখানো নিয়মে একটা সাইটের আইডি পাস ওয়ার্ড পেলাম কিন্তু ওই সাইটের এডমিন পেনেল কিভাবে বের করব?
২. কিছু সাইটের পাস ওয়ার্ড অনেক লং হয়,সাধারনত পাস ওয়ার্ড এতো বড় হয় না | এগুলো কিভাবে ছোট করা যায় ?
প্রথম প্রশ্নের উত্তর ডাইরেক্টলি এখানে দেওয়া সম্বভ না। এমনি এই চ্যানেল ২ বার স্ট্রাইক খেয়েছে। আমি বিভিন্ন ভিডিওতে সব কিছু দেবার চেষ্টা করবো। দ্বিতীয় প্রশ্নের উত্তরে , ডাটাবেসে পাসওয়ার্ড হ্যাশ এনক্রিপশন করে রাখে। হ্যাশ ডিক্রিপ্ট করার উপায় নেই। তবে বিভিন্ন আটক করে বের করতে হবে । ব্রুটফোর্স আটক এর উপরে ভিডিও আছে দেখতে পারেন। ধন্যবাদ
Vi dios ta kotha thaka pabo and ai hac* ta ki chrome thaka korta parbo ??
github এ পাবেন।
ফোনদিয়ে SQL injection হবে?
যাবে কিন্তু বিরক্ত লাগবে।
❤❤❤
Browser e SQL plugin ta kothay pabo Bhai
নেটে একটু খোঁজাখুঁজি করতে হবে।
🥰🥰
Thanks
😆😆😆😆😆😆😆😆😆