VLOG 130 || Travel In Dresden With Lutfur Rahman Bulbul Part 1 || Germany || 21.08.2022

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 4

  • @T28-y6k
    @T28-y6k 2 місяці тому +1

    আসসালামু আলাইকুম ভাইয়া,, আপনি সবার কমেন্টের আনসার দেন তাই আমার এই কমেন্ট করা,, বাংলাদেশে একজন স্টুডেন্ট এর পাইলট হওয়ার স্বপ্ন আসলে স্বপ্ন নয় এটা দুঃস্বপ্ন।প্রায় ৭০-৮৫ লাখ টাকা লাগে। এরপর সিন্ডিকেটের জন্য চাকরি পাওয়া যায় না, চাকরির জন্য আরো ২০-২৫ লাখ টাকা লাগে। 😭
    আমার প্রশ্ন হচ্ছে : জার্মানিতে কি পাইলট হওয়ার কোনো সুযোগ আছে? থাকলে সেই সম্পর্কে বলুন প্লিজ ভাইয়া 🙏
    অথবা একটা ভিডিও দিতে পারেন এই সম্পর্কে

    • @BabaMeyerDailyVlog
      @BabaMeyerDailyVlog  2 місяці тому

      ভাই, এই ব্যাপারে বিন্দু পরিমান ইডিয়া নাই। আমি যদি কোন ইনফরমেশন দেই তাহলে তা সম্পূর্ন মিথ্যা তথ্য হবে অথবা নাহ জেনে তথ্য দেয়া হবে।
      কিন্তু এইটা বলতে পারি, আপনি খুব ভালো রিসার্চ করলে ভালো আইডিয়া পাবেন। আপনি পর্যাপ্ত পরিমান কেপাবেল হইলে জার্মানির কোন এয়ার লাইন্সে চাকরি পাওয়া ব্যাপার নাহ।ওদের ভেতরেও সিন্ডিকেট আছে কিন্তু এই ক্ষেত্রে সিন্ডিকেট করে কোন লাভ নাই। আমি যেই জিনিস একটুও জানি নাহ, নরমালি ঐ বিষয় নিয়ে আমি ভিডিও বানাই নাহ। দুঃক্ষিত।

    • @T28-y6k
      @T28-y6k 2 місяці тому +1

      @@BabaMeyerDailyVlog অসংখ্য ধন্যবাদ ভাইয়া রেসপন্স করার জন্য,, তবে যদি আপনি একটু খবর নিয়ে জানাতেন খুব সংক্ষিপ্ত করে তাহলে অনেক উপকার হতো। এখন পর্যন্ত অনেককে জিজ্ঞেস করলাম। কেউ বলে না।
      আমার এই স্বপ্ন হয়তো তাহলে স্বপ্নই রয়ে যাবে,,এটা ভেবে কষ্ট হচ্ছে। 😓

    • @BabaMeyerDailyVlog
      @BabaMeyerDailyVlog  2 місяці тому

      @@T28-y6k আমি আপনাকে হতাশ করতে চাই নাহ। এই তথ্যগুলো আপনকেই খুজে বের করতে হবে। এখানে যারা থাকে তারা অনেক কাজেই ব্যস্ত থাকে, চাইলেই আপনাকে সাহায্য করতে পারবে নাহ।
      আপনি যদি নিজে খুজে এই তথ্য বের করতে নাহ পারেন তাহলে এই জার্মানিতে পড়াশোনা করা খুব কষ্ট হয়ে যাবে কারন এখানে সব রিসার্চভিত্তিক পড়াশোনা। জার্মানিতে আসার আগেই এটা প্রেকটিস করতে হয়। নাহ হলে বিশাল বিপদে পড়তে হয়।
      আমি যেইভাবে তথ্য জানবো, আপনিও ঐভাবে তথ্য জানতে পারবেন। যেহেতু আপনি পড়াশোনা করবেন তাহলেও আপনারই খুজে নেয়া উত্তম। কারো কথা শুনবেন তো ধরা খাবেন এটা সিউর। আপনি আমার কথাগুলো অন্যভাবে নিতে পারেন কিন্তু এটাই সত্যি। অনেক দেখেছি সো কল্ড ইউটিউবারদের কথা শুনে ধরা খাইতে এবং আমি দি সো কল্ড ইউটিউবারের মিথ্যার বিরুদ্ধেই ভিডিও বানাই।